LDL
|
 |
June 16, 2023, 05:02:38 AM |
|
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি? আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।
আপনার কথার সাথে আমি একমত আছি তার সাথে আমি কিছু কথা বলতে চাই! আমাদের বাংলাদেশে ডলার কেনার জন্য লুকিয়ে লুকিয়ে ডলার কিনতে হয়। তাই আমদের সবারই উচিত আন্দলোন করা জাতে আমাদের সবার ডলার কেনার মসস্যা না হয় আমার অনলিনে কাজ করতে গেলেই আমাদের ডলার এর প্রজন হয় তাহলে কেন আমারা লুকয়ে কাজ করব! আপনি যদি বাংলাদেশে থেকে এরকম শিশুসুলভ কথা বলেন তাহলে আপনার কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলার নেই। বিটকয়েনের বৈধতা নিয়ে, ডলার কেনাবেচার সাইট নিয়ে যখন আপনি রাজপথে বের হবেন তখন আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। বাংলাদেশে প্রতিবন্ধীদের কিছু দাবি নিয়ে রাজপথে নেমে আন্দোলন করছে তার কোন মীমাংসা হচ্ছে না অথচ আপনি আসছেন ডলার কেনাবেচার বিষয় নিয়ে আন্দোলন করতে। দশ জন মানুষ একত্রিত হয়ে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শুধু দুই ঘন্টার জন্য একটু মানববন্ধন করে দেখুন তারপর আপনার অবস্থান ১৪ শিখের ভিতরে হবে এটা শিউর। যাহোক একবার বলেছি যেভাবে আছি আমরা সেভাবেই থাকি, অতিরিক্ত কিছু পেতে গেলে অবশ্যই খেসারত দিতে হবে।
Fidelity হবে ভুলে Fiedilty হয়েছিল। এই কারেকশনটা করার জন্য লিটল মাউস ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
|
|
|
|
Poorman2
Jr. Member
Offline
Activity: 205
Merit: 3
Patience is success...
|
 |
June 16, 2023, 11:20:35 AM |
|
আলহামদুলিল্লাহ, USA Today তাদের নিজস্ব ওয়েবসাইট পেজে Kairan Quazi, 14, is the newest team member of SpaceX: 'Nobody winced at my age' শিরোনামে একটি খবর উপস্থাপন করেছে. কারণ Kairan Quazi একজন বাঙালি. নিউজটির কিছু অংশ বাংলায় কপিরাইট করে দেওয়া হল: কাইরান কাজী প্রাথমিক বিদ্যালয় বাদ দিয়েছিলেন এবং ফরচুন 100 কোম্পানির একটি বৈশ্বিক গবেষণা সংস্থার সর্বকনিষ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তার ফেলো ছিলেন। 14 বছর বয়সে, তিনি এই সপ্তাহে সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক হতে চলেছেন৷ শীঘ্রই তিনি স্পেসএক্সের নতুন দলের সদস্য হবেন। "পরবর্তী স্টপ...স্পেসএক্স!!!," কাজী তাকে চাকরির প্রস্তাব দিয়ে মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানির একটি ইমেলের একটি উদ্ধৃতির পাশাপাশি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। "আমি গ্রহের সেরা কোম্পানিগুলির একটিতে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একটি অবস্থান গ্রহণ করেছি! আমার পাগল যাত্রা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ! "তারা (স্পেসএক্স) সত্যিই আমার সময়সূচীর সাথে মানিয়ে নিয়েছে," কায়রান বলেছেন। "তারা কত দ্রুত সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি উচ্ছ্বসিত এবং বিস্মিত হয়েছি। স্পেসএক্সের সুযোগটি আরও বড় কিছুর অংশ হওয়ার আমার গভীর ইচ্ছার অনুরণন করে।" মঙ্গলবার USA TODAY দ্বারা স্পেসএক্স অবিলম্বে পৌঁছাতে পারেনি, তবে কিশোর বলেছে যে সে নিয়োগের আগে এলন মাস্কের নেতৃত্বাধীন সংস্থার সাথে 10 রাউন্ড সাক্ষাত্কারের মধ্য দিয়ে গেছে। বিস্তারিত জানার জন্য এই লিংকটি : https://www.usatoday.com/story/money/2023/06/13/kairan-quazi-teenage-space-x-engineer-elon-musk/70316906007/
|
°°°°°°____^Patience is success^____°°°°°°
|
|
|
Dimitri94
|
 |
June 16, 2023, 11:50:40 AM |
|
তবে, এইখানে আরো একটা ব্যাপার থেকে যায় যে SEC কিন্তু বিটকয়েন এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না কিংবা করবেও না। সম্প্রতি যা কিছুই হয়েছে সব কিন্তু এক্সচেঞ্জ + অল্টকয়েন নিয়েই হয়েছে। সেক অনেকগুলো ক্রিপ্টোকেই সিকিউরিটি বলছে।
একের পর এক ব্যাংক যখন দুর্বল হতে শুরু করেছিল তখন থেকেই আমেরিকার অর্থনৌতিক অবস্থার প্রতি মানুষের বিরুপ প্রভাব দেখা যায়। সেই সময়ে একটি রব উঠে যে ইউ এস ডলার তার অবস্থান ধরে রাখতে পারবে না। তখন সাধারন মানুষও চেস্টা করছিল তাদের সম্পদকে মুদ্রাস্ফিতি থেকে রক্ষার করার জন্য। যখন তারা দেখল যে ক্রিপ্টোকারেন্সিতে বড় ধরনের বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়ছে ঠিক তখন থেকেই এস ই সি সংস্থাটির মাধ্যমে নানা ভাবে হয়রানি করার চেস্টা চলে। তার প্রতিফলন হিসেবে আমরা সাম্প্রতিক সময়ে বৃতত্তম একচেঞ্জার বাইন্যান্স এবং এর প্রধান কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে দেখি। তবে এই মামলা যে একটি পলিটিক্যাল ইস্যু তা নিয়ে প্রায় সবাই অবগত। বাইন্যান্সের এক মুখপ্রাত্র বলেন যে এস ই সি যদিও বিনিয়োগকারীদের স্বার্থ দেখিয়ে নানা পদক্ষেপ গ্রহন করার কথা বলে কিন্তু তারা মুলত বিনয়োগকারীদের কোন প্রায়রিটি দিচ্ছে না। আর এই কথার ভিত্তিতে একটি বিষয় পরিস্কার হওয়া যায় যে তারা উদ্যেশ্য প্রনোদিতভাবে এই ধরনের মামলা দিয়ে বাজারকে নিয়ন্ত্রন করতে চাইছে। আমি সম্পুর্নভাবে আপনার সাথে একমত যে বিটকয়েন কে এস ই সি নিয়ন্ত্রন করতে পারবে না। তারা সর্বোচ্চ অল্টকয়েন এবং সেন্ট্রালাইজড একচেজ্ঞগুলোর ক্ষতি করতে পারে। আমি মনে করি যারা নিজেদের ব্যেক্তিগত ওয়ালেটে বিটকয়েন স্থানান্তর করবেন তারা সম্পুর্ণভাবে নিরাপদ। সাময়িক সময় পরে বিটকয়েন আবারও বুলিশ হবে।
|
|
|
|
synchronym
|
 |
June 16, 2023, 03:29:59 PM Merited by Gulttam2a2 (1) |
|
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি? আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।
আপনার কথার সাথে আমি একমত আছি তার সাথে আমি কিছু কথা বলতে চাই! আমাদের বাংলাদেশে ডলার কেনার জন্য লুকিয়ে লুকিয়ে ডলার কিনতে হয়। তাই আমদের সবারই উচিত আন্দলোন করা জাতে আমাদের সবার ডলার কেনার মসস্যা না হয় আমার অনলিনে কাজ করতে গেলেই আমাদের ডলার এর প্রজন হয় তাহলে কেন আমারা লুকয়ে কাজ করব! আমি বুঝলাম না বাংলাদেশের মত দেশে আপনি বিটকয়েনের বৈধতা নিয়ে আন্দোলন করতে চাচ্ছেন । আমার মনে হয় না এই আন্দোলনের ফলাফল খুব একটা ভালো হবে। তবে এই আন্দোলন বা মানববন্ধন আপনি যেটাই করতে চান না কেন আমার মনে হয় এই আন্দোলন করে আপনি এক ঘন্টা টিকতে পারবেন না। সঙ্গে সঙ্গে আপনাকে আইনে জটিলতার মধ্যে পড়তে হবে। এবং দেখা যাবে আপনাকে অবশেষে জেল হাজতে থাকতে হবে। বিটকয়েন বৈধতা নিয়ে আন্দোলন করে এর সঠিক কোন ফলাফল আসবেনা। যদি আমাদের দেশের সরকার না চায় তাহলে আমরা বিটকয়েনের বৈধতা নিয়ে আন্দোলন করে আমরা এর সমাধান পাব না। আমার যেটা মনে হয় ভবিষ্যতে আপনাকে এই সমস্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত থাকতে হবে। সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে।
|
|
|
|
Bd officer
|
 |
June 16, 2023, 05:46:10 PM |
|
So many pizzas! It's finally time to reveal the winners. After some deliberation here is this year's prize structure:
1. Mendace: 0.003BTC 2. fillippone: 0.003BTC 3. Ale88: 0.003BTC 4. Petulino: 0.003BTC 5. Not your key not your btc: 0.003BTC
বিটকয়েন পিজ্জা ডে 2023 কনটেস্টে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে অনেকে পিজ্জা কনটেস্ট অংশগ্রহণ করেছিলো। আমাদের বাংলাদেশী কোন ভাই উইনার হতে পারে নি। যাইহোক আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম এইটাই অনেক কিছু বিজয়ী হতে হবে এমন না। আমাদের বাংলাদেশর অনেকেই হয়তো বিজয়ী কে হলো দেখতে আগ্রহী হয়ে আছেন, তাই আমি কোট করে দিলাম সকলে যাতে দেখতে পারেন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
BD Crypto
Full Member
 
Offline
Activity: 655
Merit: 158
BTC Rocks
|
 |
June 16, 2023, 07:33:35 PM |
|
অগ্রিম অভিনন্দন আমাদের আরো একজন উজ্জ্বল সম্ভাবনাময় ভাইকে @Fuso.hp তার Full Member হওয়ার জন্য পর্যাপ্ত মেরিট হয়ে গেছে। এখন শুধু কয়েকটি এক্টিভিটির অপেক্ষা। আমাদের লোকাল বোর্ডের সকল ভাই ব্রাদারের পক্ষ থেকে আপনাকে জানাই অগ্রিম অভিনন্দন এবং শুভকামনা রইল আপনার পরবর্তী ফোরাম জার্নির জন্য। এবং অবশ্যই বাংলা লোকাল থ্রেডে একটিভ থাকার চেষ্টা করবেন।  আমার মতে আপনি নতুন মেম্বারদের জন্য অনুপ্রেরণা হতে পারেন কেননা আপনি খুব কম সময়েই আপনার কাঙ্খিত লক্ষ্যের প্রথম ধাপে পৌঁছে গেছেন। অনেক মেম্বার আছেন যারা মনে করেন ফোরামে গ্রো করতে গেলে হয়তো অনেক সময়ের প্রয়োজন। অবশ্যই ধৈর্য প্রয়োজন, সাথে প্রয়োজন আত্মবিশ্বাস ও নিজের প্রচেষ্টা। তাই অন্য ভাইদের বলবো আপনারাও চেষ্টা করুন, শিখতে থাকুন অন্যকে হেল্প করুন। হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনারাও সফল হবেন ইনশাল্লাহ।
|
|
|
|
Bd officer
|
 |
June 17, 2023, 01:24:34 AM Last edit: June 17, 2023, 01:36:41 AM by Bd officer |
|
বিটকয়েনের বিয়ার মার্কেট বিটকয়েনের মূল্য হ্রাস এবং ক্যাপিটুলেশন সময়কাল নিয়ে আলোচনা করে 2022 সালের বিয়ার মার্কেট বিটকয়েনের ইতিহাসে সবচেয়ে দুর্বল বিয়ার মার্কেট ছিল। ২০১১ সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ কমে ৯৩.৭% কমে $৩১.৯১ থেকে $২ এসেছিলো যা বিটকয়েন ইতিহাসে সর্বোচ্চ দাম কমেছিলো। ২০১৫ সালে বিটকয়েনে দাম ৮৭.৭% কমে $১২৪২ থেকে $১৫২ এসেছিলো যা বিটকয়েন বিয়ার মার্কেটের দ্বিতীয়তম বিয়ার মার্কেট ছিল। ২০১৮ সালে বিটকয়েনে দাম ৮৪.৩% কমে $১৯৮৯১ থেকে $৩১২৪ এসেছিলো। ২০২২ সালে ৭৬.৭% কমে বিটকয়েনের সর্বোচ্চ দাম $৬৯০০০ থেকে $১৫৭৯৭ নেমেছিল। আরোও বিস্তারিত
""অভিনন্দন"" @Fuso.hp ভাই কে। আমাদের লোকাল কমিনিউটির আরও একজন সদস্য ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করলেন। আমাদের গর্বের বিষয় প্রতিনিয়ত আমাদের লোকাল কমিনিউটিতে রেংক আপ হচ্ছে। আমাদের লোকাল থ্রেডে আরও এক দাপ এগিয়ে যাচ্ছে। যাইহোক Fuso.hp ভাইয়ের জন্য শুভকামনা তিনি যেনো আরও সামনে এগিয়ে যেতে পারেন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
2Pizza410000BTC
|
 |
June 17, 2023, 02:19:17 AM |
|
সাতোশি নাকামোতোনামাআজকে টুইটারে কিছু ইনফরমেশন খুঁজতে গিয়ে এই বিষয়টি চোখে পড়ল। তাই আপাতত আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি বিষয়টি আপনাদের খুব ভালো লাগবে। বিষয়টি অন্যরা কি নাম দেবে সেটা ভিন্ন কথা কিন্তু আমি সাতোশি নাকামোতোর এই বিষয়টিকে সাতোশি নাকামোতো নামা হিসেবে আখ্যায়িত করলাম। সোর্স: tweet আমার মনে হয় সাতোশি নাকামোতো বিশেষ কোন ব্যক্তি নয় বরং এটি হয়তো Hal Finney এর কোন বিশেষ ছদ্মনাম হবে। তাছাড়া যদিও সাতোশি নাকামোতো এমন কেউ থেকে থাকেন তাহলে সে হয়তো আর দুনিয়ার মধ্যে নেই। সাতোশি নাকামোতো তার মাইন করা প্রথম বিটকয়েন লেনদেন কিন্তু Hal Finney এর সাথে করেছিলেন। বিশেষ খাতিরের লোক না হলে সাতোশি নাকামোতো কেন তার সাথে লেনদেন করতে যাবেন। তাই ব্যক্তিগতভাবে হালফিন্নির সাথে সাতোশি নাকামোতোর সাথে কোন যোগসূত্র ছিল অথবা নিজেই সাতোশি নাকামোতো হবে। Hal Finney এর মৃত্যুর মধ্যে দিয়ে সাতোশি নাকামোতোর হয়তো জীবনের অবসান হয়ে গেছে। @@Fuso.hp আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনি ফুল মেম্বার রেংক অর্জন করেছেন। আপনার ফুল মেম্বার জীবনের পথ চলা ভালো হোক।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
synchronym
|
 |
June 17, 2023, 03:20:16 AM Last edit: June 17, 2023, 03:35:38 AM by synchronym |
|
@Fuso.hp ভাই আপনাকে অনেক অভিনন্দন Full Member হওয়ার জন্য। নিশ্চয় আপনার এই জার্নিটা অনেক সহজ ছিল না। এই ফোরামে একটি আইডি ফুল মেম্বার হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক ধৈর্যের থাকতে হয়। আপনার এই পথ চলাটা আরো দীর্ঘ হোক সেই শুভকামনা রইল আপনার জন্য। আমরা যারা নতুন আছি তাদের জন্য দোয়া রাখবেন আমরা জানি আপনাদের মত এই ফোরামে দীর্ঘ পথ চলতে পারি।
|
|
|
|
Gulttam2a2
Member

Offline
Activity: 112
Merit: 34
|
 |
June 17, 2023, 03:24:28 AM |
|
@Fuso.hp অনেক অনেক অভিনন্দন ভাইয়া আপনাকে।বাংলায় একটা প্রবাদ আছে "পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি"যেটা আমাদের সবারই জানা আছে। আপনি সেটা করেছেন। অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রমের ফলে আপনি মেম্বার থেকে ফুল মেম্বারের র্যাংক অর্জন করেছেন। আপনাদের মত সিনিয়র মেম্বার ভাইরা আমাদের মত ছোট মেম্বারদের অনুপ্রেরণা। আশা করছি ভাইয়া আপনি এবং আপনার মত সিনিয়র ভাইদের কাছে থেকে আমার মত ছোট ইজাররা অনেক সাহায্য পেয়ে থাকি এবং ভবিষ্যতে আরও অনেক সাহায্য পাবো এই কামনা করছি। দোয়া করি ভাই আপনার জন্য আপনি যেন ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে পারেন,আপনি আপনার লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন এবং এর থেকে আরও বড় র্যাংক অর্জন করতে পারেন। বাংলা লোকাল বোর্ড ফোরাম এর পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য এবং আবারও অভিনন্দন ভাইয়া।
|
|
|
|
Fuso.hp
|
 |
June 17, 2023, 04:18:22 AM |
|
@BD Crypto, @Bd officer @2Pizza410000BTC, @synchronym, @Gulttam2a2 অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে।
আমার এই র্যাঙ্ক অর্জনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা সাহায্য না করলে কখনোই আমি এই কাঙ্খিত রেঙ্কে পৌঁছাতে পারতাম না। বাংলা সেকশনের অনেক সদস্যই আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছে। মনে আশা এবং ইচ্ছাশক্তি ছিল তাই কখনো হাল ছাড়েনি কিন্তু সফলতা এত দ্রুত পাবো এটা আমি ভেবেছিলাম না। আমার কাছে এই র্যাঙ্ক বিশাল একটি অর্জন বলে আমি মনে করি। @Gulttam2a2 ভাই আপনি যেমনটি বলেছেন 'পরিশ্রম সফলতা চাবিকাঠি' পরিশ্রম ধৈর্য শক্তি আত্মবিশ্বাস এগুলা যদি একজন মানুষের মধ্যে থাকে সে অবশ্যই সফল হবে। তাই আমাদের সঠিক জায়গায় সঠিক শ্রম এর পাশাপাশি নিজের প্রতি বিশ্বাস এবং কাজের প্রতি ধৈর্য রাখতে হবে তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে আবারো অনেক ধন্যবাদ।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
roksana.hee
|
 |
June 17, 2023, 05:50:13 AM Last edit: June 18, 2023, 05:28:18 AM by roksana.hee |
|
'পরিশ্রম সফলতা চাবিকাঠি' পরিশ্রম ধৈর্য শক্তি আত্মবিশ্বাস এগুলা যদি একজন মানুষের মধ্যে থাকে সে অবশ্যই সফল হবে। তাই আমাদের সঠিক জায়গায় সঠিক শ্রম এর পাশাপাশি নিজের প্রতি বিশ্বাস এবং কাজের প্রতি ধৈর্য রাখতে হবে তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে আবারো অনেক ধন্যবাদ।
@Fuso.hp ভাই, সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। ফোরামে নতুন একজন ফুল মেম্বার পাওয়াতে আমরা সবাই আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 
|
|
|
|
Dimitri94
|
 |
June 17, 2023, 06:06:44 AM |
|
বর্তমানে ক্রিপ্টোমার্কেটে বেয়ারিশ ট্রেন্ডের একটি প্রভাব দেখা গিয়েছে। আমরা জানি যে বাইন্যান্স এবং এর মালিকের বিরুদ্ধে মামলা হওয়ার পর ক্রিপ্টো মার্কেটে ব্যাপক মুল্য হ্রাস পেয়েছে বিশেষ করে অল্টকয়েন গুলোতে। এই মামলা যদি বছরের পর বছর চলতে থাকে যেমনটি হয়েছে এক্স আর পির বিরুদ্ধে এমন পরিস্থিতিতে বাইন্যান্স কয়েনে বিনিয়োগ করা উচিত হবে কি? শুধু তাই নয় যেহেতু বাইন্যান্স একটি বড় ক্রিপ্টো একচেঞ্জ সেহেতু এই মুহুর্তে ক্রিপ্টোকারেন্সিতে এর বড় একটি প্রভাব থাকবে যা আগামি বুলিশ ট্রেন্ডের জন্য একটি বড় বাঁধা। মার্কেটের এমন পরিস্থিতিতে কিছু মিমি কয়েনেরও ব্যাপক দর হারিয়েছে যারা মিমি কয়েনে বিনিয়োগ করতে চান তাদের কি করা উচিত? এমন পরিস্থিতে মার্কেটে বিনিয়োগ করা কি উপযুক্ত বিশেষ করে অল্ট কয়েনের ক্ষেত্রে? আপনাদের মুল্যবান মতামত হয়তো অল্টকয়েন বিনিয়োগকারীদের জন্যে এই মুহুর্তে উপকারি হতে পারে।
|
|
|
|
Worsh
Member

Offline
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
|
 |
June 17, 2023, 06:32:18 AM |
|
@BD Crypto, @Bd officer @2Pizza410000BTC, @synchronym, @Gulttam2a2 অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে।
আমার এই র্যাঙ্ক অর্জনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা সাহায্য না করলে কখনোই আমি এই কাঙ্খিত রেঙ্কে পৌঁছাতে পারতাম না। বাংলা সেকশনের অনেক সদস্যই আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছে। মনে আশা এবং ইচ্ছাশক্তি ছিল তাই কখনো হাল ছাড়েনি কিন্তু সফলতা এত দ্রুত পাবো এটা আমি ভেবেছিলাম না। আমার কাছে এই র্যাঙ্ক বিশাল একটি অর্জন বলে আমি মনে করি। @Gulttam2a2 ভাই আপনি যেমনটি বলেছেন 'পরিশ্রম সফলতা চাবিকাঠি' পরিশ্রম ধৈর্য শক্তি আত্মবিশ্বাস এগুলা যদি একজন মানুষের মধ্যে থাকে সে অবশ্যই সফল হবে। তাই আমাদের সঠিক জায়গায় সঠিক শ্রম এর পাশাপাশি নিজের প্রতি বিশ্বাস এবং কাজের প্রতি ধৈর্য রাখতে হবে তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে আবারো অনেক ধন্যবাদ।
অভিনন্দন প্রিয় ভাই @Fuso.hp  অনেক কস্টের পরে Full Member অর্জন করেছেন আপনি এইভাবেই এগিয়ে যান আমরা আপনার পাশে আছি সবসময় । আমাদের সাথে এইভাবে যেন থাকতে পারেন দোয়া করি আপনি আরো ভালো কিছু করেন এবং এভাবেই আমাদের পাশে থাকেন । আপনাকে এই বাংলা ফোরাম এর পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । এইভাবে এগিয়ে যান ইনশাআল্লাহ্ খুব শীঘ্রই Sr Member অর্জন করবেন দোয়া ও শুভকামনা রইলো প্রিয় ভাই ।
|
|
|
|
K200
Newbie
Offline
Activity: 75
Merit: 0
|
 |
June 17, 2023, 09:46:50 AM |
|
আমি Bitcoine Accunt এ নতুন আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt এর প্রতি কাজ করতে!😊
|
|
|
|
Bd officer
|
 |
June 17, 2023, 10:19:29 AM Last edit: June 17, 2023, 10:46:36 AM by Bd officer |
|
আমি Bitcoine Accunt এ নতুন আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt এর প্রতি কাজ করতে!😊
এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখতেন তাহলে অবশ্যই এর সমাধান পেয়ে যেতেন। তাছাড়াও আমাদের এই লোকাল থ্রেডের প্রথম পেজে বিটকয়েন ফোরামের নিয়ম সহ আরো অনেক বিষয় পিন করে রাখা হয়েছে। আপনার উচিত প্রথম পেজে সকল লিংকে ঢুকে সবগুলি ভালোভাবে পড়ে নেওয়া। যারা নতুনে আসেন তারাই এই ধরনের প্রশ্ন করে থাকেন। যাইহোক আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, প্রথমে আপনাকে ১ টি মেরিট পেতে হবে এবং ৩০ এক্টিবিটি থাকতে হবে। আপনার সুবিধার জন্য আমি কোট করে দিলাম দেখে নিতে পারেন। ১। নিউবি- ০ মেরিট ২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি ৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি ৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি ৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি ৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি ৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি
যারা নতুনে আসেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্রথমে অবশ্যই প্রথম পেজে সকল নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে নিবেন।
আমরা সকলেই জানি বিটকয়েন স্ট্যান্ডার্ড বইটির লেখক Saifedean Ammous। বিটকয়েন স্ট্যান্ডার্ড থেকে 133টি আশ্চর্যজনক উক্তি শেয়ার করেছেন Bitcoin News। যদি কারো উক্তি গুলো পড়ার ইচ্ছা তাহলে অবশ্যই লিংকে ঢুকে পরে নিতে পারেন।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
roksana.hee
|
 |
June 17, 2023, 11:38:21 AM |
|
আমি Bitcoine Accunt এ নতুন আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt এর প্রতি কাজ করতে!😊
আপনাকে আপনার নিজের র্যাঙ্ক বাড়ানোর জন্য আপনাকে ভাল ভাল কোয়ালিটি ফুল পোস্ট করতে হবে। আপনি যত ভালো ভালো পোস্ট করবেন এবং সেই পোষ্টের মাধ্যমে বিটকয়েনটক ইউজারা নতুন কোন জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। দেখবেন আপনার রেঙ্ক বেড়ে গেছে। আপনার ব্যাংক বাড়ানোর জন্য আমি নিচে কিছু বিটকয়েনটক ফোরামের গাইডলাইন লিংক দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন। Newbies - Read before posting: https://bitcointalk.org/index.php?topic=1689727.0FAQ: Everything you need to know about forum 'activity, account ranks, and merit: https://bitcointalk.org/index.php?topic=2766177.0Merit & new rank requirements: https://bitcointalk.org/index.php?topic=2818350.0
|
|
|
|
tjtonmoy
|
 |
June 17, 2023, 12:11:25 PM |
|
মার্কেটের এমন পরিস্থিতিতে কিছু মিমি কয়েনেরও ব্যাপক দর হারিয়েছে যারা মিমি কয়েনে বিনিয়োগ করতে চান তাদের কি করা উচিত? এমন পরিস্থিতে মার্কেটে বিনিয়োগ করা কি উপযুক্ত বিশেষ করে অল্ট কয়েনের ক্ষেত্রে? আপনাদের মুল্যবান মতামত হয়তো অল্টকয়েন বিনিয়োগকারীদের জন্যে এই মুহুর্তে উপকারি হতে পারে।
SEC যখন বাইন্যান্স এর বিরুদ্ধে মামলা করেছে, তখন তা কিন্তু শুধুমাত্র বিশেষ কয়েকটা অল্ট কয়েন এর বিরুদ্ধে করেছে। তাদের টার্গেট কখনোই বিটকয়েন ছিলনা। তবে যখন এটি সম্পূর্ণ বাইন্যান্স কে ঘিরেই করা হয়েছে, তখন মার্কেট সেন্টিমেন্ট এর কারণে বিটকয়েনের মার্কেটেও কিছু প্রভাব দেখা গিয়েছে। তবে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে শুধুমাত্র বিটকয়েন সবচেয়ে কম প্রাইজ ডাম্পের শিকার হয়েছে। আমি এখন অল্ট কয়েন গুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। প্রথমত এগুলো সেন্ট্রালাইজড, দ্বিতীয়তঃ এমন কোন ব্যাকগ্রাউন্ড নেই যার ওপর ভরসা করে এগুলোর উপর ইনভেস্ট করতে পারব। আপনি তো অনেকদিন ধরেই ফোরামে আছেন, এবং বিটকয়েন সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে আপনার এটি আমি মনে করি। এবং ইতিহাস সাক্ষী আছে যে বিটকয়েন অনেকবার বিয়ার মার্কেটের শিকার হয়েছে তবে ঠিকই আবার উঠে দাঁড়িয়েছে পরবর্তী বুল মার্কেটে। অন্যান্য অল্ট কয়েন যেগুলো বিয়ান মার্কেটে শিকার হয়েছে, তাদের বেশিরভাগই বুল মার্কেটে গ্রো করেছে শুধুমাত্র বিটকয়েন মার্কেট এর সাথে জড়িত ট্রেডারদের সেন্টিমেন্ট এর কারন। বাকি গুলোর এখন কোনো হদিস ই নেই। সে ক্ষেত্রে আমার মনে হয় না কোন মিম টোকেন এটি করতে পারবে এবং বর্তমান মার্কেটের কন্ডিশন অনুযায়ী এর সফলতার হার অনেক কম। আমার মতে পরবর্তী ভুল মার্কেট আসার আগ পর্যন্ত DCA এর মাধ্যমে যত পারেন বিটকয়েন কিনে রাখেন। আশা করি বুল মার্কেটে অনেক ভালো একটি প্রফিট পাবেন। তবে সর্বশেষে বলতে চাই, আপনার এসেট আপনার সিদ্ধান্ত। আপনি যদি এনালাইসিস এর মাধ্যমে কোন মিম কয়েন বা অল্ট কয়েনের দ্বারা লাভবান হতে পারেন, তাহলে সেটি আপনারই ভালো অথবা লস হইলে সেটি আপনারই ক্ষতি। এইখানে আমার বলার কিছু নাই আর বলতেও চাই না। নিজের মতো রিসার্চ করে নিজের ডিসিশন নিন যে আপনি কি করতে চান [DYOR]
|
|
|
|
wtsimis
|
 |
June 17, 2023, 01:25:58 PM |
|
Fuso.hp অভিনন্দন ভাইজান। আবারো প্রমাণ হয়ে গেল ''পরিশ্রম সাফল্যের চাবিকাঠি''। আপনার পরিশ্রমের কারণে এবং ধৈর্যের সাথে কাজ করার জন্য অতি অল্প সময়ে আপনি ফুল মেম্বারের র্যাঙ্ক অর্জন করেছেন। আমরা আশাবাদী আপনি আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এভাবে পরিশ্রম করে যান ভাইজান, নিশ্চয়ই খুব শীঘ্রই আপনি আরো বড় থেকে বড় হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।❤️❤️❤️
|
|
|
|
Coinpk
Newbie
Offline
Activity: 7
Merit: 7
|
 |
June 17, 2023, 02:00:07 PM |
|
Fuso.hp ভাই আপনাকে অভিনন্দন জানাতে দেরি হলেও আপনাকে অনেক অনেক অভিনন্দন Full Member হওয়ার জন্য আপনার পরিশ্রমের কারণে আপনি সফলতা পাইছেন আপনার জন্য দোয়া রইল আপনি আরো এগিয়ে যান আপনি ফরমের সবাইকে অনেক সাহায্য করেন আমি জানি একটা আইডি বড় বানাতে গেলে অনেক পরিশ্রম লাগে তো ভালো থাকবেন সবাই আপনাদের জন্য দোয়া রইল আমার🤗🫶🤜
|
|
|
|
|