Popkon6
|
|
March 31, 2023, 01:54:23 PM |
|
আমি বিভিন্ন থ্রেট এ অনেক সময় দেখছি অনেক ইউজাররা snip শব্দ টি ব্যাবহার করছে ।। আমি অনেক দিন থেকে দেখছি এবং বুঝার চেষ্টা করছি যে snip বলতে কি বুঝায়।। আমি গুগল ট্রান্সলেট এ snip ওয়ার্ড টা লিখেছি translate এ snip এর অর্থ স্নিপ ই দেখায় ।। আমি জানতে চাচ্ছি Bitcoin forum এ snip কি অর্থে ব্যাবহার হয়।। ধন্যবাদ সবাইকে ।।
snip
@Suzume ভাই আপনাকে বুঝানোর স্বার্থে আমি আপনার কোডটি ডাবল করেছি। আপনার পোস্ট যেমন আমি কোট quote করেছি এবং আপনার লেখা সম্পূর্ণ বাতিল করে দিয়ে আমি snip শব্দটি ব্যবহার করেছি। এবং কোট quote ফাঁকা করে দিয়ে আমি তথ্য প্রকাশ করা অথবা আপনার প্রশ্নের উত্তর দেওয়া এটাই সাধারণত বুঝায়। আমি আমার পক্ষ থেকে এটুকুই জানি। New user, please suggest how to improved this site.
ভাই আপনি যে নতুন তা আমরা আপনার প্রোফাইল দেখেই বুঝতে পেরেছি তাই এখানে বলার কিছু নেই। অবশ্যই কোন কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন এবং বিটকয়েনের আপডেট অথবা ফোরাম সম্পর্কে আপডেট কোন তথ্য নিয়ে এখানে প্রকাশ করতে পারেন। এটা বাংলা লোকাল বোর্ড তাই এখানে ইংরেজি ভাষা ব্যবহার না করাই উত্তম। ইংরেজি ভাষা গ্লোবালে ব্যবহার করুন
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 31, 2023, 05:43:02 PM |
|
আমি বিভিন্ন থ্রেট এ অনেক সময় দেখছি অনেক ইউজাররা snip শব্দ টি ব্যাবহার করছে ।। আমি অনেক দিন থেকে দেখছি এবং বুঝার চেষ্টা করছি যে snip বলতে কি বুঝায়।। আমি গুগল ট্রান্সলেট এ snip ওয়ার্ড টা লিখেছি translate এ snip এর অর্থ স্নিপ ই দেখায় ।। আমি জানতে চাচ্ছি Bitcoin forum এ snip কি অর্থে ব্যাবহার হয়।। ধন্যবাদ সবাইকে ।।
Snip শব্দের অর্থ এখানে কাটা কে বুঝানো হয়েছে। এটার বিভিন্ন সমার্থক শব্দ আছে, যেমন ক্ষুদ্র ছাট, কচির পোচ, কাচি দিয়ে কাটা, কুচি কুচি করে কাটা। যেহেতু এটা ফোরামের পোষ্ট কোট করার সময় পোষ্ট এর অংশ মুছে ফেলে ব্যাবহার করা হচ্ছে, এটার অর্থ আসবে কেটে ফেলা বা মুছে ফেলা। New user, please suggest how to improved this site.
এই সাইট ইমপ্রুভ করার জন্য আপাতত এডমিন সাহেব আছেন আপনি আপাতত নিয়ম কানুন গুলো পরে নিজেকে ইমপ্রুভ করেন।
|
|
|
|
Ripmix001
Jr. Member
Offline
Activity: 122
Merit: 2
|
|
March 31, 2023, 11:19:50 PM Last edit: April 01, 2023, 12:17:37 AM by Ripmix001 |
|
~
@Mr.Member এই ভাইটির আইডি মনে হয় অতিরিক্ত স্পাম,মাল্টি একাউন্ট, পোস্ট কপি করার জন্য তার ২টা আইডিই ব্যান করা হয়েছে। আপনারা যারা পোস্ট কপি করে নিজের বলে চালাতে চান তারা সতর্ক হয়ে যান।হয়তো আইডিটা বড় না কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। আপনাদের আইডি যখন বড় হবে এইভাবে ব্যান খাওয়ার পর মজা বুঝবেন। তাই যারা নতুন আছেন দয়া করে পোস্ট কপি/multiple account ব্যাবহার থেকে বিরত থাকুন। New user, please suggest how to improved this site.
আপনি নতুন আপনাকে বাংলাদেশ বোর্ড এ স্বাগতম। আপনি সর্বপ্রথম ভালো করে ফোরামের নিয়ম পড়ুন আর সেই নিয়ম অনুযায়ী চলুন । বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন পড়ুন 👉এবং আপনি ফোরামে নতুন আপনার করনিয় কি এইটা পড়ে দেখুন। আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
|
You can kill the people but you cannot kill the truth.🗿
|
|
|
Popkon6
|
|
April 01, 2023, 01:51:22 AM Last edit: April 01, 2023, 02:56:00 AM by Popkon6 Merited by LDL (1), Bitcoin_people (1) |
|
এপ্রিলফুল! এপ্রিলফুল!! এপ্রিলফুল!!!১লা এপ্রিল আমাদের সাথে মজা করা হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে আমি চমকে উঠেছি এবং আমি পোস্ট দিয়েছি সেখানে লেখা উঠেছে This User is Suspected Spammer এই সমস্যা সমাধান করতে ক্যাপচা (Capcha) পূরণ করতে হবে এবং নিচে লেখা Begin শব্দটিতে ক্লিক করলে অবশ্যই গেম চলে আসবে যে গেমটা রূপ হবে এরকম। Bitcoin BTC ছবিটি স্পর্শ করতে হবে এবং যে কয়টা আপনাকে শর্ত দেওয়া হবে সে কয়টা পূরণ করতে হবে তারপরে সেই লেখাগুলো চলে যাবে। শর্ত১: এই ক্যাপচা যে সদস্য পূরণ করতে পারবে না দুই সপ্তাহের মধ্যে একাউন্ট পার্মানেন্ট ব্যান্ড হয়ে যাবে। তাই অতি দ্রুত আপনারা এই কাপটা পূরণের জন্য প্রস্তুত হয়ে যান তা না হলে পরবর্তীতে ঝামেলা হবে অবশেষে আমি আমার শর্ত পূরণ করতে পেরেছি।
|
|
|
|
Mr.corol
|
|
April 01, 2023, 02:33:39 AM Last edit: April 01, 2023, 03:23:55 AM by Mr.corol |
|
snip
আমি ক্যাপচা দিয়ে গেমটি খেলার চেষ্টা করেছি কিন্তু খেলতে পারে পারলাম না। কিভাবে খেলতে হবে যদি এটা বুঝিয়ে দিতেন তাহলে অত্যন্ত ভালো হতো। গেমটি খেলার সময় যতবার স্কিনে চাপ দেই ততবারই পাখিটি নিচে পড়ে যায় এবং গেম ওভার হয়ে যায়। সত্যিই কি আমাদের পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে। গেমটি না খেলতে পারলে। প্লিজ এই গেমটা টিউটোরিয়াল যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন অত্যন্ত খুশি হতাম। শত ব্যর্থতার পর আমিও সফলভাবে ক্যাপচাটি পূরণ করতে পেরেছি। প্রথমে ভাবছিলাম কি দিয়ে কি হবে। কিছুই বুঝতে পারি নাই। প্রায় ১০০ বার ট্রাই করার পর সফল হইলাম।
|
|
|
|
Bitcoin_people
|
|
April 01, 2023, 02:52:21 AM Last edit: April 01, 2023, 03:31:53 AM by Bitcoin_people |
|
এপ্রিলফুল! এপ্রিলফুল!! এপ্রিলফুল!!!১লা এপ্রিল আমাদের সাথে মজা করা হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে আমি চমকে উঠেছি এবং আমি পোস্ট দিয়েছি সেখানে লেখা উঠেছে This User is Suspected Spammer এই সমস্যা সমাধান করতে ক্যাপচা (Capcha) পূরণ করতে হবে এবং নিচে লেখা Begin শব্দটিতে ক্লিক করলে অবশ্যই গেম চলে আসবে যে গেমটা রূপ হবে এরকম। Bitcoin BTC ছবিটি স্পর্শ করতে হবে এবং যে কয়টা আপনাকে শর্ত দেওয়া হবে সে কয়টা পূরণ করতে হবে তারপরে সেই লেখাগুলো চলে যাবে। শর্ত১: এই ক্যাপচা যে সদস্য পূরণ করতে পারবে না দুই সপ্তাহের মধ্যে একাউন্ট পার্মানেন্ট ব্যান্ড হয়ে যাবে। তাই অতি দ্রুত আপনারা এই কাপটা পূরণের জন্য প্রস্তুত হয়ে যান তা না হলে পরবর্তীতে ঝামেলা হবে আমি প্রথমত যখন এটি দেখি তখন আমার কাছে এটি খুবই সহজ বলে মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন ক্যাপচাটি আমি টাই করতে থাকি কোনভাবেই সফল হতে পারিনি আমি চেষ্টা করতে করতে অত্যন্ত ক্লান্তর মুখোমুখি হই। ভাইরে ভাই অনেক চেষ্টা করেছি কিন্তু প্রথম স্টেপ পার করতে পারেনি মাত্র 6 টি কয়েন আর্ন করতে হবে সেটা করতে পারি নাই। এটা সত্যিই খুব কঠিন কাজ আমি অনেক গেমস খেলেছি জীবনে এবং এরকম পর্যায়ের গেম খেলেছি কিন্তু এতটা কঠিন নয় যতটা কঠিন এই গেমটি। অবশেষে আমি করতে না পেরে আর চেষ্টা করতেছি না অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি গেমসটি খেলা বন্ধ করে দিয়েছি। কত বড় একটি April Fool's তৈরি করেছে তবে আমাদের ফোরাম অনেক ছোট ইউজার আছে যারা এই বিষয়ে না বুঝেই অনেক ভয় পেয়ে যাবে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। অনেক সময় চেষ্টা করেছি কিন্তু চেষ্টা সফলতা আনতে পারিনি।😪🥺
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
LDL
|
|
April 01, 2023, 02:58:23 AM Last edit: April 01, 2023, 03:18:04 AM by LDL |
|
বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট হিস্টরি২০১৪ সালের মে মাসের ৩০ তারিখে@BitcoinDream ভাই বাংলাদেশ নামক এই লোকাল বোর্ড খুলে আমাদের দেশটাকে বিটকয়েন ফোরামের বুকে নামকরণ করে দেয়। কিন্তু ওই বছর তার এই পোস্ট সহ মোট পাঁচটি পোস্ট হয়। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি তিন মাসের পোস্ট হিস্ট্রি আপনাদের সকলের উদ্দেশ্যে তুলে ধরা হলো। Q1(January, February, march) Q2(April,May ,June) Q3(July, August, September) Q4(October, November, December) 2014 সালে মোট পোস্ট=৫ 2015 সালে Q1= 1 Q2= 0 Q3= 0 Q4= 0 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1 2016 সালে Q1= 0 Q2= 0 Q3= 0 Q4= 0 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=0 2017 সালে Q1=0 Q2=2 Q3=187 Q4=508 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 697 2018 সালে Q1=1500 Q2=1008 Q3=583 Q4=148 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 3239 2019 সালে Q1=23 Q2=113 Q3=104 Q4=190 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=430 2020 সালে Q1=107 Q2=264 Q3=353 Q4=909 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1633 2021 সালে Q1=256 Q2=170 Q3=224 Q4=418 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1068 2022 সালে Q1=275 Q2=373 Q3=237 Q4=189 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1074 2023 সালে Q1=804 Q2=* Q3=* Q4=* মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=804* ২০১৫, ২০১৬ এই দুই বছর বাংলাদেশ থেকে ইউজার সংখ্যা অনেক কম ছিল ফলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে পোস্ট সংখ্যা ছিল না। ২০১৭ সালের শেষের ৬ মাসে বাংলাদেশ লোকালে ইউজার সংখ্যা বাড়তে থাকে এবং পোস্ট সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে থাকে। ২০১৮ সালে এসে বাংলাদেশ লোকাল এ যে পরিমাণ পোস্ট হয়েছিল তাতে সবগুলো পোস্ট একত্রে করলেও ওই বছরের সমান হবে না। ২০১৮ সালকে বাংলাদেশ লোকালের জন্য স্বর্ণবছর বলা হলেও ভুল বলা হবে না। ২০১৯ সালে এসে ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা প্রথম দিকে কমতে থাকে পরে শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে। ২০২০ সালে মোটামুটি ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা এভারেজ ভাবে বৃদ্ধি পেতে থাকে এবং শেষের দিকে এসে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। ২০২১,২০২২ বাংলাদেশ লোকালে মোটামুটি ভাবে এগুতে থাকে । ২০২৩ সালে প্রথম তিন মাসে পোস্ট সংখা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে পরবর্তী মাসগুলোতেও ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। https://ninjastic.space/search?board=11&topic_id=631891 থেকে ইনফরমেশন শেয়ার করা হয়েছে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Mr.corol
|
|
April 01, 2023, 03:49:08 AM |
|
আমি প্রথমত যখন এটি দেখি তখন আমার কাছে এটি খুবই সহজ বলে মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন ক্যাপচাটি আমি টাই করতে থাকি কোনভাবেই সফল হতে পারিনি আমি চেষ্টা করতে করতে অত্যন্ত ক্লান্তর মুখোমুখি হই। ভাইরে ভাই অনেক চেষ্টা করেছি কিন্তু প্রথম স্টেপ পার করতে পারেনি মাত্র 6 টি কয়েন আর্ন করতে হবে সেটা করতে পারি নাই। এটা সত্যিই খুব কঠিন কাজ আমি অনেক গেমস খেলেছি জীবনে এবং এরকম পর্যায়ের গেম খেলেছি কিন্তু এতটা কঠিন নয় যতটা কঠিন এই গেমটি। অবশেষে আমি করতে না পেরে আর চেষ্টা করতেছি না অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি গেমসটি খেলা বন্ধ করে দিয়েছি। কত বড় একটি April Fool's তৈরি করেছে তবে আমাদের ফোরাম অনেক ছোট ইউজার আছে যারা এই বিষয়ে না বুঝেই অনেক ভয় পেয়ে যাবে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। অনেক সময় চেষ্টা করেছি কিন্তু চেষ্টা সফলতা আনতে পারিনি।😪🥺 ধৈর্য ধরে খেলতে থাকুন দেখবেন এক সময় সফল হয়ে যাবেন। মানুষ পারেনা এমন কোন কাজ নেই। চেষ্টা করলেই সবই পারা সম্ভব। আসলে সত্যিই গেমটি অনেকটাই কঠিন সহজে তাদের শর্ত পূরণ করা যায় না। তবু আমাদের যে গেমটি খেলতে হবে। না হলে পোষ্টের সাথে This user is a suspected spammer! এই লেখাটি অ্যাড করে দিয়ে থাকে। আর সত্যিই অবাক করার বিষয় হচ্ছে প্রত্যেকবার পোস্ট করতে গেলে প্রত্যেকবারই ক্যাপচার দিতে হয় এই জিনিসটা ভালো লাগলো না। আমরা অনেকেই আছি সারা দিনে একাধিক পোস্ট করে থাকি তাহলে আমাদের করণীয় কি? প্রত্যেক বারই দেখা যায় ক্যাপচা পূরণ করে করে পোস্ট দিতে হবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 01, 2023, 03:57:48 AM |
|
ফোরামে প্রায় সবাই জেনে গেছে যে এডমিন সাহেব এমন কিছু নিয়ে আসবেন। অনেকটা প্রেডিক্টেবল হয়ে গেছে। কেমন হবে যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন সাতশি তার আইডি থেকে পোষ্ট করছে? ব্যাপার টা এডমিনের জন্য অনেকটা ডেয়ারিং হবে, তাই এটা করতে চাইবেন না নিশ্চই। যাই হোক, ফোরামে দেখলাম সবাই এটা নিয়েই আলোচনা করছে। এতো আলোচনার কারনে যারা কনফিউজ্ড হওয়ার কথা, তারাও এখন আর কনফিউজ্ড হচ্ছে না। এতো আয়োজন কোনো কাজে দিচ্ছে না। অনেক সময় প্র্যাংক বুঝেও চুপ থাকতে হয়। যাতে করে অন্যরাও সেই প্র্যাংক এর মজা পায়। কিন্তু এখানে হচ্ছে উল্টো কিছু। ওভারঅল, এডমিন সাহেব নিশ্চই স্যাটিসফাইড হবেন না।
|
|
|
|
development327
Newbie
Offline
Activity: 23
Merit: 10
|
|
April 01, 2023, 04:14:38 AM |
|
আলহামদুল্লিলা ৩০ মিনিট এর চেষ্টায় খুব কষ্ট করে ক্যাপচার টি পূরণ করলাম। যারা করতে পারেন নাই তারা আরো ট্রাই করতে থাকেন ইনশাআল্লাহ হয়ে যাবে। এটি মূলত আইকিউ টেস্ট করার জন্য তৈরি করা হয়েছে। AI-বর্ধিত ক্যাপচা যা সমস্ত নিম্ন-আইকিউ-এর লোকদের সনাক্ত করবে। পোস্ট করার আগে ক্যাপচার পূরণ করতে হবে। যারা ১৪ দিনের মধ্যে ক্যাপচার পূরণ করতে পারবে না। তাদের নিষিদ্ব করা হবে। তাই আমাদের বোর্ডে যারা আছি তারা এই টাকে গুরুত্বের সাথে কমপ্লিট করি। প্রথম একটু কষ্ট হলেও কিছুক্ষন চেষ্টা করলে সহজ হয়ে যায়।
|
|
|
|
Suzume
Member
Offline
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
|
|
April 01, 2023, 04:52:35 AM |
|
This user is a suspected spammer! এই লিখাটি আজকে Bitcointalk এ প্রবেশ করে দেখছি যে কম বেশি সবার আইডিতে দেখানো হচ্ছে ।। আমি সর্ব প্রথম @LDL ভাই এর আইডিতে দেখি যে স্প্যামার শো করছে ।।কিন্তু পরে বিভিন্ন স্থানে যায় দেখি যে কম বেশি সবার আইডি তে শো করছে ।। আজকে 1ST APRIL এই লিখাটি মনে হয় আজকে সবাই যে এপ্রিল ফুল বানানোর জন্য হয়তো বা শো করানো হয়েছে।। আমি ঠিক জানি না কি কারণ যদি 1ST APRIL ER জন্য লিখাটি শো করা হয়ে থাকে তাহলে সবাইকে HAPPY APPRIL FOOL
|
|
|
|
Suzume
Member
Offline
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
|
|
April 01, 2023, 05:26:15 AM |
|
Snip
ভাই আপনের থেকে শিখে আমি প্রথম এ আপনার উপর এ এপ্লাই করলাম।। এই ক্যাপচা টা অনেক কঠিন।। আমি ঠিক জানি না এটা হয়তোবা মোবাইল ইউজার দের জন্য খুব কষ্টকর হচ্ছে পূরণ করা ।। প্রথম এ আমার স্কোর দেখাচ্ছিল 8 পয়েন্ট করতে পারলে ক্যাপচা কমপ্লিট হয়ে যাবে।। কিন্তু একটা পোস্ট করার পর দেখি যে 11 পয়েন্ট দেখাচ্ছে ।। অনেক কষ্টের পর আমি কমপ্লিট করেছি।। মধ্যে তো পিলার এর মধ্যে দিয়ে পার হচ্ছিল কিন্তু পয়েন্ট কালেক্ট হচ্ছিলো না।। এইটা খুব রজ্ঞানিত মুহূর্ত ছিল বার বার coin এর উপর দিয়ে চলে যাচ্ছিল ।। কিন্তু অবশেষে অনেক চেষ্টা এবং ধর্য এর ফলে ক্যাপচা টা পূরণ করতে সক্ষম হয়েছি ।।
|
|
|
|
Suzume
Member
Offline
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
|
|
April 01, 2023, 08:11:37 AM |
|
বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট হিস্টরি২০১৪ সালের মে মাসের ৩০ তারিখে@BitcoinDream ভাই বাংলাদেশ নামক এই লোকাল বোর্ড খুলে আমাদের দেশটাকে বিটকয়েন ফোরামের বুকে নামকরণ করে দেয়। কিন্তু ওই বছর তার এই পোস্ট সহ মোট পাঁচটি পোস্ট হয়। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি তিন মাসের পোস্ট হিস্ট্রি আপনাদের সকলের উদ্দেশ্যে তুলে ধরা হলো। Q1(January, February, march) Q2(April,May ,June) Q3(July, August, September) Q4(October, November, December) 2014 সালে মোট পোস্ট=৫ 2015 সালে Q1= 1 Q2= 0 Q3= 0 Q4= 0 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1 2016 সালে Q1= 0 Q2= 0 Q3= 0 Q4= 0 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=0 2017 সালে Q1=0 Q2=2 Q3=187 Q4=508 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 697 2018 সালে Q1=1500 Q2=1008 Q3=583 Q4=148 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 3239 2019 সালে Q1=23 Q2=113 Q3=104 Q4=190 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=430 2020 সালে Q1=107 Q2=264 Q3=353 Q4=909 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1633 2021 সালে Q1=256 Q2=170 Q3=224 Q4=418 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1068 2022 সালে Q1=275 Q2=373 Q3=237 Q4=189 মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1074 2023 সালে Q1=804 Q2=* Q3=* Q4=* মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=804* ২০১৫, ২০১৬ এই দুই বছর বাংলাদেশ থেকে ইউজার সংখ্যা অনেক কম ছিল ফলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে পোস্ট সংখ্যা ছিল না। ২০১৭ সালের শেষের ৬ মাসে বাংলাদেশ লোকালে ইউজার সংখ্যা বাড়তে থাকে এবং পোস্ট সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে থাকে। ২০১৮ সালে এসে বাংলাদেশ লোকাল এ যে পরিমাণ পোস্ট হয়েছিল তাতে সবগুলো পোস্ট একত্রে করলেও ওই বছরের সমান হবে না। ২০১৮ সালকে বাংলাদেশ লোকালের জন্য স্বর্ণবছর বলা হলেও ভুল বলা হবে না। ২০১৯ সালে এসে ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা প্রথম দিকে কমতে থাকে পরে শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে। ২০২০ সালে মোটামুটি ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা এভারেজ ভাবে বৃদ্ধি পেতে থাকে এবং শেষের দিকে এসে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। ২০২১,২০২২ বাংলাদেশ লোকালে মোটামুটি ভাবে এগুতে থাকে । ২০২৩ সালে প্রথম তিন মাসে পোস্ট সংখা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে পরবর্তী মাসগুলোতেও ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। https://ninjastic.space/search?board=11&topic_id=631891 থেকে ইনফরমেশন শেয়ার করা হয়েছে। ভাই বলতে গেলে দেখা যায় যে বাংলােশের লোকাল বোর্ড এখন অনেক এক্টিভ ।। এক্টিভ বলতে অন্যান্য বোর্ড এর সাথে তুলনা করা যায়।। যেমন দিন দিন বাংলাদেশী ইউজার দের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনি আমাদের লোকাল বোর্ড ও এক্টিভ হচ্ছে।। আমরা যদি এই ভাবে এগিয়ে যাতে পারি তাহলে হয়তোবা ইনশাল্লাহ একদিন Bitcoin forum এ আমাদের অফিসিয়াল লোকাল বোর্ড থাকবে।।।
|
|
|
|
Mr.corol
|
Snip
সর্বোচ্চ পোস্ট করার মধ্যে এখন পর্যন্ত @Little Mouse ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। শীর্ষে দশজন পোস্টদাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো। ১. @Little Mouse ৩৮০ পোস্ট। ২. @Review Master ২৭৫ পোস্ট। ৩. @Sammikhan ১৫৮ পোস্ট। ৪. @crypto Library ১৫৩ পোস্ট। ৫. @shasan ১২৪ পোস্ট। ৬. @LDL ৭৯ পোস্ট। ৭. @naim027 ৭৯ পোস্ট। ৮. @Gripson ৭০ পোস্ট। ৯. @Dtalk ৬৫ পোস্ট। ১০. @wtsimis ৬৫ পোস্ট। https://ninjastic.space/topic/631891.0
|
|
|
|
Suzume
Member
Offline
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
|
|
April 01, 2023, 10:13:50 AM |
|
সিল্করোড থেকে জব্দকৃত ৪১৫০০ বিটকয়েন বিক্রয় এই নিউজ টা আমি coinalap এ দেখলাম ।। আমি জানি না এটা কি এপ্রিল ফুল বানানোর জন্য পোস্ট করা হয়েছে না এটা সত্য তা আছে ।। এই একই নিউজ আমি আরো অন্য সাইট এ দেখলাম।। আমেরিকা সরকার বর্তমানে ২ লক্ষ ৫ হাজারের বেশি বিটকয়েন এর মালিক ।। এই বিক্রয় এর সাথে কি Bitcoin BTC মার্কেট এর দাম নাম বা উঠার সম্পর্ক রয়েছে নিউজ লিক
|
|
|
|
LDL
|
|
April 01, 2023, 01:55:25 PM |
|
সর্বোচ্চ পোস্ট করার মধ্যে এখন পর্যন্ত @Little Mouse ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। শীর্ষে দশজন পোস্টদাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো। ১. @Little Mouse ৩৮০ পোস্ট। ২. @Review Master ২৭৫ পোস্ট। ৪. @crypto Library ১৫৩ পোস্ট। ৫. @shasan ১২৪ পোস্ট। ৬. @LDL ৭৯ পোস্ট। https://ninjastic.space/topic/631891.0 ৩. @Sammikhan ১৫৮ পোস্ট। ৭. @naim027 ৭৯ পোস্ট। ৮. @Gripson ৭০ পোস্ট। ৯. @Dtalk ৬৫ পোস্ট। ১০. @wtsimis ৬৫ পোস্ট। উপরে উল্লেখিত 3,7,8,9,10 ইউজার গুলো বিটকয়েন ফোরামে নিয়মিত একটিভ নেই । @naim027 ভাই একটিভ থাকলেও বিশেষ কারণের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডে পোস্ট করতে চান না। @crypto Library আর মাত্র পাঁচটি পোস্ট করলে তৃতীয় অবস্থানে চলে যাবে। কেননা বর্তমানে যে তৃতীয় পজিশনে আছে সে একটিভ নাই বললেই চলে। তবে @Little Mouse, @Review Master, এই সিনিয়র ভাইয়েরা বাংলা লোকালের যখন দুরবস্থা ছিল তখন এই ভাইয়েরা নিয়মিত একটিভ থেকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের হাল ধরে রেখেছিলেন। আজ বর্তমানের এই বাংলা ল্যাঙ্গুয়েজ লোকাল এই সমস্ত ভাইয়ের কাছে ঋণী। যাহোক আজকে এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম আমি 6ষ্ঠ পোজিশন উঠে এসেছি । আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত একটিভ থেকে এই বাংলা লোকালের সেবা করতে পারি।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Crypto Library
|
|
April 01, 2023, 02:51:56 PM Last edit: May 01, 2023, 07:25:46 PM by Crypto Library |
|
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
পোস্ট গণনার দিক থেকে এ মাসেও আমাদের লোকাল থ্রেডের অগ্রগতিতে ধারাবাহিকতা রয়েছে গত মাসের তুলনায় এ মাসে প্রায় দ্বিগুণ পোস্ট এক্টিভিটি হয়েছে। তবে আবারো সেই একই কথা মেরিট সোর্স না থাকার কারণে মেরিট এর ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি গত মাসের তুলনায়। এ মাসে অনেক নতুন সদস্য লোকাল থ্রেডে জয়েন হয়েছে , তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ধারাবাহিকতা বজায় রাখবেন পাশাপাশি ফোরামের নিয়ম কানুন সব মেনে চলবেন। আশা করছি আননেসেসারি পোস্ট করা থেকে বিরত থাকবেন। মার্চ মাসের টোটাল পোস্ট হয়েছে = ৪৪৬টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = ১৪১টি ফেব্রুয়ারি মাসের টোটাল পোস্ট হয়েছে= ২২৬টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে= ১৭০টিপ্রথম দশজন পোস্টদাতা 1. LDL [36] 2. Mr.corol [34] 3. shasan [31] 4. Learn Bitcoin [30] 5. Crypto Networks [24] 6. Little Mouse [22] 7. roksana.hee [21] 8. Bitcoin_people [20] 9. Terrible99 [20] 10. Crypto Library [17]
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩ ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩ এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩ আবারো আপনাদের ধন্যবাদ কাজটাকে সহজ করে তোলার জন্য Ninjastic.Space -> TryNinja Merit Dashboard -> DdmrDdmr
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bitcoin_people
|
আমি @TryNinja এর The BitcoinTalk SuperNotifier "V2" ব্যবহার করা শুরু করেছি এবং এটি সত্যিই অনেক ভালো। এই বটটি সমস্থ ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনাকে দিবে শুধু মাত্র Notification চালু করে দিলেই হবে। এবং চাইলেই Favourite user করে যার নাম দিয়ে রাখা হয় সে যদি কোনো পোস্ট করে বা টপিক তৈরি করে তাহলে এই বটটি সঙ্গে সঙ্গে এই ইনফর্মেশনটি জানিয়ে দিবে। আর আমি যাদের Favourite user করে রেখেছি তারা কোনো ইনফরমেটিভ পোস্ট করলে অতি শীঘ্রই আমি জানতে পারতেছি এই বটটির মাধ্যমে। আরো অনেক সুবিধা রয়েছে এই বটটির দ্বারা setMerit করলে যদি তাঁর পর কেউ মেরিট দেয় তাহলে সাথে সাথে মেরিট Notification চলে আসবে। এটি সত্যিই আমার কাছে পছন্দনীয় হয়েছে। আর এর আগে আমাদের বাংলা ফোরামে এটা নিয়ে আলোচনা হয়েছে অনেক আগে 2021 সালে @naim027 ভাই এই সম্পর্কে বিস্তারিত শেয়ার করেছেন সম্পূর্ণ বাংলা ভাষায়। তবে তখন আমরা ফোরামে ছিলাম না যার জন্য এখন এই অজানা রহস্য গুলো আমাদের নতুনদের অবশ্যই জানা প্রয়োজন। বাংলা লোকাল বোর্ড পোস্ট, The BitcoinTalk SuperNotifier V2" : https://bitcointalk.org/index.php?topic=631891.msg58502103#msg58502103আমি যাদেরকে Favourite user তালিকায় অন্তর্ভুক্ত করেছি! Bot: @BTTSuperNotifier_bot https://t.me/BTTSuperNotifier_botআমার লিস্টের Favourite user যখনই কোন ইনফরমেটিভ পোস্ট করবে আমি সেটি জানতে পারবো অনেক সহজেই।@TryNinja Original Post: https://bitcointalk.org/index.php?topic=5248878.msg54441882#msg54441882
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Learn Bitcoin
|
আমি @TryNinja এর The BitcoinTalk SuperNotifier "V2" ব্যবহার করা শুরু করেছি এবং এটি সত্যিই অনেক ভালো। এই বটটি সমস্থ ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনাকে দিবে শুধু মাত্র Notification চালু করে দিলেই হবে।
আমিও এটা নিয়ে বাংলাদেশ থ্রেড এ এখানে পোষ্ট করেছিলাম। একই ব্যাপারে Beginners & Help বোর্ড এ ইংরেজি একটা পোষ্ট লিখেছি। মজার ব্যাপার কি জানেন? নতুন রা যখন কোনো সাজেশন বা গাইড পোষ্ট করে, তখন তা সবার চোখ এড়িয়ে যায়। যাই হোক, এই বট টা যতটা উপকারী, সেই হিসেবে কিন্তু এর ইউজার সংখ্যা খুবই কম। আমার মতে এর ইউজার আরো অনেক বেশী হতো যদি মানুষ এটা ব্যাবহার করা জানতো। অনেকে জানেই না এই বট টা আসলে কি কি কাজে লাগে। অনেকে পড়েও দেখে না পোষ্ট এ কি লেখা আছে। 584 total users 493 active users (didn't block/stop the bot)
|
|
|
|
tjtonmoy
|
|
April 01, 2023, 04:53:10 PM |
|
এপ্রিল ফুল কি? কই থেকে এর উৎপত্তি? প্রায় ১ হাজার বছর আগে স্পেন মুসলিম শাসনে শাসিত ছিলো। তাদের ক্ষমতা এতটাই বেশি ছিলো যে তাদের কেউ পরাজয় করতে পারেনি। খ্রীস্টান ধর্মাবলম্বীরা চেয়েছিলো মুসলিম শাসনের পতন ঘটাইতে। কিন্তু তারা বার বার পরাজিত হচ্ছিলো। অবশেষে তারা কিছু গুপ্তচর কে স্পেন এ পাঠায়। কিন্তু ইসলাম এতটাই শক্তিশালী ছিলো যে যারা এসেছিলো তারাও ইসলাম গ্রহন করে ফেলে। অবশেষে উপায় না পেয়ে তারা ফ্রি তে স্পেন এ মদ, সিগারেট প্রেরণ করে। এইবার এটি কাজে লেগে যায়। ধীরে ধীরে মুসলিম সৈন্যরা দুর্বল হতে থাকে। অবশেষে তারা ৮০০ বছর অব্দি চলা মুসলিম শাসন এর পতন ঘটায় যা ধটে স্পেন এর একটি রজ্যে, যার নাম গ্রানাডা। এটি ঘটে পহেলা এপ্রিল এ। এটি থেকে শুরু হয় এপ্রিল ফুল এর প্রচলন। এরপর ১৪৯২ সালের পহেলা এপ্রিলে, রাণী ইজাবেলা সকল মুসলিমদের বলেন, তারা যদি বাঁচতে চায় তাহলে তাদের কর্ডোভা জামে মসজিদে জড়ো হয়ে যেনো প্রাণ ভিক্ষা চায়। পরবর্তীতে সকলে জড়ো হলে তাদের নির্মম ভাবে পুড়িয়ে মেরে ফেলা হয়। মুসলিম দের পুনরায় বোকা বানিয়ে তাদের হত্যা করা হয়। এটি ওয়েস্টার্ন জগৎ এর "এপ্রিল ফুল ডে" হিসেবে পরিচিত। আজ আমরা সকলেই হয়ত ইতিহাস না যেনে হাসি মজা তে এপ্রিল ফুল পালন করি। তার কালো অধ্যায় এটি। সোর্সঃ Click Here
|
|
|
|
|