Crypto Library
|
|
April 07, 2023, 05:34:42 PM |
|
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়? যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন। MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4
ভাই এই প্রশ্ন যে করেছেন তার জবাব দেওয়ার আগে আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি মেরিট বিষয়টা কি এ সম্পর্কে কোন ধারণা নিয়েছিলেন? মেরিট কাকে বলে কিছু জানেন এ সম্পর্কে? মেরিট কি? মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে। যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।
উপরে কোট করে দিয়েছি আপনি চাইলে আরো বিস্তারিত সম্পর্কে জানার জন্য সরাসরি পোস্ট টিতে গিয়ে পড়তে পারেন। এখন আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করুন যে মেরিট করা যাবে কিনা। যেখানে ফোরামে কেউ মেরিট চাওয়া বা ভিক্ষা করা এটাকেই পছন্দ করে না সেখানে মেরিটের অপব্যবহার কিভাবে সহ্য করবে কিভাবে সহ্য করবে, আপনাকে বলতে চাই আপনার এই ইচ্ছা পরিবর্তন করুন না হলে মেরিট পেলেই আপনার লাল মোহর খাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যে কাজ করতে চাইতেছেন হয়তোবা লালমোহর খাওয়ার পর সেখানে আর কাজ করতে পারবেন না।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Soka1
Jr. Member
Offline
Activity: 76
Merit: 1
|
|
April 07, 2023, 05:37:47 PM |
|
অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।
এটা খুবই সহজ কিন্তু আমি ও সবপ্রথম করতে পারিনি তবে সবার সাহায্য সহযোগিতারয় সফল হয়েছি। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ডে সময় দিতে থাকুন এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। আপনার যে কোন সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই জানাবেন সবাই মিলে এটার সমাধান দেওয়ার সবোর্চ্চ চেষ্টা করব। আর আপনি অবশ্যই Photo Uploader নামের একটি Apps নামিয়ে নিবেন। তা না হলে আপনার ফটো Show করবে না Photo Uploader থেকে আপনি আপনার ফটো আপলোড করে তারপর ওই লিংক প্রবেশ করাবেন ও পরবর্তীতে পোস্ট করবে। এই টিপস্ গুলো ফলো করুন তাহলে অবশ্যই আপনার ছবি দেখা যাবে পোস্ট করলে। ধন্যবাদ, Bitcoin_people ভাই। আপনার কারণে আমি আমার পোস্টে আমার ছবি আপলোড করতে পেরেছি। আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন তা খুব সহায়ক এবং বোঝা সহজ ছিল। [সকলের দৃষ্টি আকর্ষণ করছি] আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন। কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors [বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো] এই সহায়ক কুইজ ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ. এটি আমাকে অনেক দরকারী তথ্য প্রদান করেছে এবং আমার জ্ঞান বৃদ্ধি করেছে। এর আগেও একই ধরনের কুইজ পরিচালিত হয়েছিল, তবে তা বাংলায় ছিল না। যাইহোক, সেই কুইজের কিছু প্রশ্ন এইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমার মতো নতুনদের জন্য বেশ সহায়ক। আমি 20টি প্রশ্নের মধ্যে 11টি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি এবং আমার সামগ্রিক অভিজ্ঞতা ছিল দুর্দান্ত দয়া করে কেউ আমার পোস্টটি উদ্ধৃত করুন কারণ আমি নবাগত তাই আমার ছবি লোড হতে পারে না @LDL @NicNacCoin @Bitcoin_people @Mr.corol ওকে আপনার পোস্ট আমি উদ্ধৃত করে দিলাম। ধন্যবাদ আপনাকে আপনি 11 টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি এখানে নিয়মিত একটিভ থাকবেন। এখানে আমরা নিয়মিত একটিভ থেকে আমাদের বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ NicNacCoin ভাই আমার পোস্টটি উদ্ধৃত করার জন্য এবং আমাকে একজন জুনিয়র সদস্য হতে সাহায্য করার জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি মেধা অর্জন করতে জানতাম না এবং কুইজ সত্যিই ভাল ছিল. আমি জানতাম না যে আমি 20 টির মধ্যে 11টি সঠিক পেয়েও এতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারব। আমি বাংলা লোকাল থ্রেডে সক্রিয় থাকার এবং মানসম্পন্ন সামগ্রী পোস্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমাকে গাইড করার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ কারণ আমি এখানকার নিয়ম এবং অন্যান্য বিষয় সম্পর্কে অনেক কিছু জানি না।
|
|
|
|
roksana.hee
|
|
April 07, 2023, 06:13:24 PM Last edit: April 07, 2023, 11:29:46 PM by roksana.hee |
|
আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এই প্রথম এরকম কুইজের আয়োজন করা হয়। কুইজের মাধ্যমে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। বাংলাদেশ লোকাল থ্রেডে আজকের এই কুইজটি সত্যিই একটি আশ্চর্যজনক বিষয় ছিল। কুইজ খেলে আমার খুব ভালো লেগেছে এবং মোটামুটি ভালো একটা স্কোর করতে পারছি, এতে আমার আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর একটা কুইজ আয়োজন করার জন্য @Bounty Inspectors আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর সাথে আমি চারটা প্রশ্নের উত্তর পারিনি @LDL; @shasan ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমাকে একটু জানাবেন। প্রশ্নগুলো নিচে দেয়া হলো: 1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে? 2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি? 3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে? 4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
|
|
|
|
roksana.hee
|
|
April 07, 2023, 06:22:50 PM Last edit: April 07, 2023, 11:36:27 PM by roksana.hee |
|
যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত। @Mr.corol ভাই, এখানে আপনার প্রশ্নের কিছু সঠিক উত্তর আছে। হয়তো আমি যে চারটা পারিনি সেটা আপনি পেরেছেন একটু চেক দিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ আমি ডেক্সটপ থেকে এটা করেছি, কিন্তু কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর, কোনটা থেকে আপনি মার্ক পেয়েছেন, সেই সব বিষয়গুলোই এখানে শো করতেছে। মনে হয় এটা আপনার এবং নতুনদের জন্য সহায়ক হবে। সোর্স লিংক:https://docs.google.com/document/d/15JMZJja2HN2AZRZGWOOksh8P4KSwkJ6tE49EbsrtXjA/edit?usp=sharing এখানে সঠিক উত্তরকে সবুজ রং এবং ভুল উত্তরকে লাল রঙের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আপনি আরও একটি বিষয় দেখতে পারবেন যে, সঠিক উত্তরের জন্য এক নাম্বার এবং ভুল উত্তরের জন্য জিরো নাম্বার দেয়া হয়েছে।
|
|
|
|
Little Mouse
Legendary
Online
Activity: 2226
Merit: 2279
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
April 07, 2023, 06:32:08 PM |
|
প্রশ্নগুলো নিচে দেয়া হলো:
1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে? 2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি? 3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে? 4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
1. theymos 2. namecoin 3. নাম মনে নাই। কিন্তু দেখলে বলতে পারবো 4. ২০১৩
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
roksana.hee
|
|
April 07, 2023, 06:40:36 PM |
|
প্রশ্নগুলো নিচে দেয়া হলো:
1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে? 2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি? 3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে? 4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
1. theymos 2. namecoin 3. নাম মনে নাই। কিন্তু দেখলে বলতে পারবো 4. ২০১৩ ধন্যবাদ @Little Mouse ভাই আমার না জানা প্রশ্নের উত্তর গুলো দিয়ে সাহায্য করার জন্য। আপনাদের মত বড় ভাইয়েরা পাশে আছে বলেই হয়তো আমরা এতটা সহজেই এই লোকাল থ্রেডে আমাদের না জানা তথ্যগুলো পেয়ে যাচ্ছি। আশা করি এইভাবে সবসময় আমাদেরকে পাশে থেকে সাহায্য করবেন।
|
|
|
|
Ripmix001
Jr. Member
Offline
Activity: 122
Merit: 2
|
|
April 07, 2023, 07:36:28 PM |
|
৩. নাম মনে নাই। কিন্তু দেখলে বলতে পারবো বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন NghtRppr এবং এইটা হলো সেই সিগনেচার ক্যাম্পিং এর লিংকঃ https://bitcointalk.org/index.php?topic=15886.0
|
You can kill the people but you cannot kill the truth.🗿
|
|
|
tjtonmoy
|
|
April 07, 2023, 08:18:57 PM |
|
আমিও একটু ট্রাই করে দেখলাম। কিছু উত্তর আগে থেকে জানা ছিলো। তবে কিছু উত্তর রিসার্চ করা ছাড়া জানার কোনো উপায় নেই। হার্ড করার জন্য Bounty Inspectors ভাই কে ধন্যবাদ। এ থেকে বুঝতে পারলাম জানার কোনো শেষ নেই। আপনি হাজার হাজার তথ্য জানা সত্বেও অনেক কিছুই অজানা থেকে যায়। এই জন্যই বলা হয়, শেয়ার করার মাধ্যমে জ্ঞান বাড়ে। আশাকরি ভবিষ্যতে এমন আরও কুইজ আয়োজোন করা হবে। অপেক্ষায় থাকলাম Bounty Inspectors ভাই।
|
|
|
|
LDL
|
|
April 07, 2023, 09:30:45 PM |
|
হায় আপনি করছেন টা কি?
একটি কুইজের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গোপনীয়তা, আপনার এই পোস্টের মাধ্যমে কুইজের গোপনীয়তা রক্ষা হয়নি। আপনি যে স্ক্রিনশট দিয়েছেন তাতে সমস্ত উত্তর গুলো সঠিক হলে রঙিন অক্ষর হয়েছে এবং ভুল হলে লাল হয়েছে। আপনি অতি দ্রুত আপনার পোস্টের স্ক্রিনশটটি Crop করে ছোট করে শুধু স্কোর দেওয়া উচিত ছিল। @roksana.hee @Soka1 আপনারা যখন অন্যের কমেন্ট কোট (Qoute) করে উত্তর করবেন তখন ওই কমেন্টের মধ্যে যদি বড় ফন্টে লেখা অথবা ছবি থাকে তাহলে সেই ছবিগুলোর আকার ছোট করে আপনারা পোস্ট করবেন এতে আপনাদের পোস্ট ভালো ও আকর্ষণীয় দেখাবে। আশা করি পরবর্তীতে পোস্ট করার সময় আপনারা ছবির আকার ছোট করে দেবেন।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Mr.corol
|
|
April 08, 2023, 05:41:32 AM |
|
স্যার আমি নতুন আমাকে একটু সাহায্য করেন
জানিনা আপনি কি সমস্যায় পড়ছেন, কিসের জন্য সাহায্য চেয়েছেন। যদি কোন ধরনের সমস্যার মধ্যে পড়েন, যদি কোন কিছু না বুঝে থাকেন। কিভাবে আপনি সাহায্য চান পুরো details বলবেন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, তারা প্রতিনিয়ত আমাদের মত নতুন ইউজারদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করে থাকেন।
|
|
|
|
Bounty Hunter Trax45
Jr. Member
Offline
Activity: 49
Merit: 1
|
|
April 08, 2023, 06:53:59 AM |
|
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়? যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন। MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4
আমার জানামতে কেউ মেরিট সেল করে না। আর এটা সেল করার জিনিস না। আপনার মেরিট প্রয়োজন হলে ভালো কোয়ালিটির পোষ্ট করেন। এমনিতেই মেরিট পেয়ে যাবেন। মেরিট বাই/সেল নিয়ে কোনো নিয়ম না থাকলেও ফোরামের সকলেই এটার বিরুদ্ধে। আপনি যদি মেরিট কিনেন, যে সেল করবে তাকেও নেগেটিভ ফিডব্যাক দেয়া হবে, আপনাকেও দেয়া হবে। ফোরামের নিয়ম মেনে চলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, আমি জানতাম না কিছু,, আপনি আমাকে বলছেন,,, এখন আমি বুঝতে পারছি,, আপনি আমাকে বুজিয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ
|
▀███▄ enterapp.io | CRYPTO WEB3 NEOBANK ▄███▀ ▀█▄ ▀█▄ PRE-SALE IS LIVE ▄█▀ ▄█▀
|
|
|
Soka1
Jr. Member
Offline
Activity: 76
Merit: 1
|
|
April 08, 2023, 09:52:50 AM |
|
আপনারা যখন অন্যের কমেন্ট কোট (Qoute) করে উত্তর করবেন তখন ওই কমেন্টের মধ্যে যদি বড় ফন্টে লেখা অথবা ছবি থাকে তাহলে সেই ছবিগুলোর আকার ছোট করে আপনারা পোস্ট করবেন এতে আপনাদের পোস্ট ভালো ও আকর্ষণীয় দেখাবে। আশা করি পরবর্তীতে পোস্ট করার সময় আপনারা ছবির আকার ছোট করে দেবেন।
"ধন্যবাদ @LDL স্যার, আমি এই থ্রেডে নতুন এবং এটি সম্পর্কে অনেক কিছু জানি না। আপনি যেমন উল্লেখ করেছেন, কারো মন্তব্য উদ্ধৃত করার সময় আমার ছবির আকার ছোট করা উচিত। কিন্তু আমি জানি না কিভাবে এটি করতে হয়। আপনি কি করতে পারেন? এটা কিভাবে করতে হয় আমাকে গাইড করুন?"
|
|
|
|
Terrible99
Jr. Member
Offline
Activity: 50
Merit: 1
|
|
April 08, 2023, 10:02:04 AM |
|
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি] আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন। কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors [বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো] ধন্যবাদ যারা এই কুইজটি তৈরি করেছে। আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডে এই প্রথমবার কুইজের আয়োজন করা হলো । আমার জীবনে এই প্রথম এত ভালো একটি কুইজ খেলতে পারলাম। আসলে ও এটা পারা না পারার কোন বিষয় না বড় বিষয় হচ্ছে এই কুইজ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম। @Bounty Inspectors আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কুইজটি তৈরি করার জন্য।
|
|
|
|
LDL
|
|
April 08, 2023, 10:13:16 AM |
|
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি] আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন। কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors [বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো] ধন্যবাদ যারা এই কুইজটি তৈরি করেছে। আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডে এই প্রথমবার কুইজের আয়োজন করা হলো । আমার জীবনে এই প্রথম এত ভালো একটি কুইজ খেলতে পারলাম। আসলে ও এটা পারা না পারার কোন বিষয় না বড় বিষয় হচ্ছে এই কুইজ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম। @Bounty Inspectors আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কুইজটি তৈরি করার জন্য। শুধুমাত্র কোট করার জন্য । "ধন্যবাদ @LDL স্যার, আমি এই থ্রেডে নতুন এবং এটি সম্পর্কে অনেক কিছু জানি না। আপনি যেমন উল্লেখ করেছেন, কারো মন্তব্য উদ্ধৃত করার সময় আমার ছবির আকার ছোট করা উচিত। কিন্তু আমি জানি না কিভাবে এটি করতে হয়। আপনি কি করতে পারেন? এটা কিভাবে করতে হয় আমাকে গাইড করুন?"
আপনি যখন অন্যের পোস্ট ছবি সহ কোট করবেন তখন ছবি আকার ছোট করার প্রয়োজন হয়। ছবি রাখার ছোট করলে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় মনে হবে। ছবি কিভাবে ছোট করতে হয় আমি একটি ভিডিও সংযোজন করে দিয়েছি সেটা দেখে উপকৃত হতে পারেন। ভিডিও লিংক: https://youtu.be/sOmOjGc0FC8
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Ripmix001
Jr. Member
Offline
Activity: 122
Merit: 2
|
|
April 08, 2023, 11:53:34 AM |
|
আমাদের LDL ভাই যেহেতু YouTube channel খুলে ফেলেছেন সেহেতু আমরা ফরাম সম্পর্কে ছোট বড় আরো অনেক কিছু শিখতে পারব আশা করি। বাংলাদেশে bitcointalk নিয়ে আলোচনা করার মতো ভালো কোন youtube channel পেলাম না। যেহেতু আপনি সিনিয়র দের মধ্যে একজন তাই আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো । আপনি যদি সিগনেচার ক্যাম্পিং নিয়ে a-z আলোচনা করতেন তাহলে আমরা জুনিয়ররা খুবই উপকৃত হতাম। কোনদিন যদি আইডি বড় বানাতে পারি তখন যেন আপনার ভিডিওটা হেল্পফুল হয় আশা করি সময় পেলে এই ছোট ভাইয়ের আপদারটা রাখবেন
|
You can kill the people but you cannot kill the truth.🗿
|
|
|
Bounty Inspectors
Jr. Member
Offline
Activity: 48
Merit: 7
|
|
April 08, 2023, 03:45:38 PM |
|
আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এরকম কুইজের আয়োজন প্রথম করা হলো। এরকম কুইজের আয়োজন করলে ভালোই হবে কেননা ফোরামে কিছু কমন সাধারণ বিষয় এ সকল কুইজের মাধ্যমে আমরা জানতে পারি। কুইজের প্রশ্নগুলো দেখে মোটামুটি ভালোই হয়েছে এবং কিছু কোশ্চেন আছে যেগুলো এর আগেও একটি কুইজে(@icopress/@GazetaBitcoin আয়োজিত) অন্তর্ভুক্ত ছিল। যাহোক বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আজকের এই কুইজ আমাদেরকে বিস্মিত করেছে। @Bounty Inspectors আপনাকে ধন্যবাদ এরকম একটি কুইজের আরেজমেন্ট করার জন্য। কুইজে অংশগ্রহণ করেছিলাম এবং মোটামুটি ভালই স্কোর করেছিলাম কিন্তু তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারিনি। @LDL ভাই আপনি ঠিকই বলেছেন কুইজের কিছু প্রশ্ন (@icopress/@GazetaBitcoin ) কুইজ থেকে নেয়া এবং কিছু তথ্য আপনাদের পোস্ট থেকেও নেয়া হয়েছে। তবে আমার মূল উদ্দেশ্য ছিল ফোরামের মৌলিক বিষয়গুলো যেন আমরা সবাই জানতে পারি। কিছু কিছু জিনিস জানা থাকলেও কনফিউশন কাজ করে। আমি কুইজ গুলো সংগ্রহ করতে গিয়ে অনেক নতুন নতুন তথ্য জানতে পারছি।ধন্যবাদ সবাইকে যারা কুইজে অংশগ্রহন করেছেন।
আমি এই কুইজটি ইতিমধ্যেই খেলেছি। আমার কুইজ খেলতে অনেকটাই ভালো লাগে। আমি বিশটা প্রশ্নের মধ্যে ৭ সঠিক হয়েছে আর ১৩ টি ভুল হয়েছে। আমি এই ১৩ টা প্রশ্নের সঠিক উত্তর খুঁজলাম কুইজটির কোন জায়গায় পেলাম না। আমার এই ১৩ টা প্রশ্নর উত্তর অজানা রয়ে গেল। আমি জানতে পারলাম না আমি যে কয়টা ভুল উত্তর দিয়েছি সেগুলির সঠিক উত্তর কি হবে।যদি এই রকম ব্যাবস্থা থাকতো আমি যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত। @Mr.corol ভাই আপনি ভালোই নাম্বার পেয়েছেন। আসলে কুইজের ক্ষেত্রে অনেক বিষয় জানা থাকলেও দ্বিধাদ্বন্দ্বে পরে উত্তর ভুল হয়ে যায়। আমি নিজেই পরে কুইজ খেলে একটা ভুল করে ফেলেছি। ভাই কুইজের উত্তর গুলো নিচে দেখা যায় কিন্তু সঠিক উত্তর গুলো সাথে সাথে দেখা গেলে আরও ভালো হতো। ইনশাআল্লাহ পরে আরও ভালো মানের তথ্য বহুল কুইজ আনবো সেই সাথে কুইজ গুলো আরও উন্নত কোন প্লাটফর্মে আয়োজন করবো।
|
|
|
|
Bounty Inspectors
Jr. Member
Offline
Activity: 48
Merit: 7
|
|
April 08, 2023, 04:06:19 PM |
|
এইটা ভুল করছি- 9. বাংলা লোকাল বোর্ডে কোন বছর সবচেয়ে বেশি পোস্ট হয়েছিল? আমার কাছে দেয়ার মত কোন মেরিট নাই ।
@Little Mouse ভাই আপনি কঠিন বিষয় গুলো সঠিকভাবে কমপ্লিট করেছেন । কিন্তু ,বাংলা লোকাল বোর্ডে কোন বছর সবচেয়ে বেশি পোস্ট হয়েছিল? এই সাধারণ প্রশ্নটা আপনি ভুল করছেন। আপনি চাইলেই মুহূর্তে বিষয়টি জেনে সঠিক উত্তর দিতে পারতেন। কিন্তু সেক্ষেত্রে কুইজের মজাটা আর থাকে না। আমি খুব খুশি যে আপনি আমার পোস্টে মেরিট দেওয়ার কথা বলেছেন কিন্তু আপনার কাছে দেওয়ার মতো মেরিট ছিল না ।ভাই আপনি বলেছেন এতেই আমি মেরিট পেয়ে গেছি।ধন্যবাদ ভাই আপনাকে আমাকে উৎসাহিত করার জন্য ।
|
|
|
|
Bitcoin_people
|
|
April 08, 2023, 04:23:58 PM |
|
ধন্যবাদ যারা এই কুইজটি তৈরি করেছে। আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডে এই প্রথমবার কুইজের আয়োজন করা হলো । আমার জীবনে এই প্রথম এত ভালো একটি কুইজ খেলতে পারলাম। আসলে ও এটা পারা না পারার কোন বিষয় না বড় বিষয় হচ্ছে এই কুইজ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম। @Bounty Inspectors আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কুইজটি তৈরি করার জন্য। শুধুমাত্র কোট করার জন্য । "~~~snip
আপনি যখন অন্যের পোস্ট ছবি সহ কোট করবেন তখন ছবি আকার ছোট করার প্রয়োজন হয়। ছবি আঁকার ছোট করলে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় মনে হবে। ছবি কিভাবে ছোট করতে হয় আমি একটি ভিডিও সংযোজন করে দিয়েছি সেটা দেখে উপকৃত হতে পারেন। ভিডিও লিংক: https://youtu.be/sOmOjGc0FC8অসংখ্য ধন্যবাদ @LDL আপনার এই ভিডিওটি সত্যিই অসাধারণ হয়েছে যারা ছবি আঁকার এবং লেখার সাইজ ছোট বড় করতে জানে না তাদের জন্য। আপনাদের মত এরকম সিনিয়র যদি আমাদের বাংলা লোকাল বোর্ডে প্রতিনিয়ত থাকতো তাহলে আমরা এই ফোরামে অনেক এগিয়ে যেতে পারতাম। বিশেষ করে আপনার দেওয়া সকল ইনফরমেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাকে প্রতিনিয়তই আমাদের সকলকে সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমাদের বাংলা লোকাল বোর্ডে কয়েকজন সিনিয়র রয়েছেন তারা বর্তমানে ফোরামের ভালো একটি পজিশনে অবস্থান করেছেন। আপনারা যদি আমাদের নিয়ে বাংলা লোকাল বোর্ডে প্রতিনিয়ত একটিভ থাকেন তাহলে আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজে আরো অনেক লোক আছে যারা বর্তমানে কোন গ্লোবাল সেকশনে রয়েছে। তারাও আমাদের বাংলা ফোরামে অবস্থান নিবে এবং আমাদের বাংলা লোকাল বোর্ড অনেক শক্তিশালী হবে। কয়েকদিন যাবত আমরা দেখেছি আমাদের বাংলা লোকাল বোর্ডে অনেক সিনিয়র ভাইয়েরা অবস্থান নিয়েছে এবং তারা প্রতিনিয়তই ইনফরমেশন যুক্ত পোস্ট শেয়ার করেছে আমাদের মাঝে। এবং আমাদের বাংলা লোকাল বোর্ডে কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে পোষ্টের সংখ্যাও বাড়তে শুরু করেছে আমার দীর্ঘ বিশ্বাস আমরা সকলেই যদি এখানে একটিভ থাকি তাহলে অল্প কিছুদিনের মধ্যে বাংলা লোকাল বোর্ড সবচেয়ে আগে অবস্থান নেবে। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা সবাই মিলে একসাথে আমাদের কমিউনিটি সুন্দরভাবে সাজিয়ে নেই। ধন্যবাদ সবাইকে ।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
tjtonmoy
|
|
April 08, 2023, 08:06:31 PM |
|
সুন্দর আকাশ, সুন্দর দিন,,,,,,, ঈদের বাকি কয়েকদিন। ঝড় বৃষ্টি রোদের দিন, দাওয়াত দিলাম ঈদের দিন। নদীর ধারে সাদা বক তোমাদের সবাইকে জানায়” অগ্রীম ঈদ মোবারক।।।
ভাই আপনার এই ঈদ এর শুভেচ্ছা পেয়ে ভালই লাগছে, তবে ভাই একটু বোঝার ট্রাই করেন। এইটা বিটকয়েন ফোরাম। আপনি চাইলে অফ টপিক পোস্ট করতে পারেন, এইটা আপনার স্বাধীনতা। তবে আপনার ভালোর জন্যই বলছি, এইসব পোস্ট এর জন্য পরবর্তীতে আপনাকেই ঝামেলা পোহাতে হবে। এক লাইন এর পোস্ট সবসময় স্প্যাম পোস্ট কাউন্ট করা হয়, যদি পোস্ট এ গুরুত্বপূর্ন ইনফরমেশন না থাকে। তার মধ্যে এতজন কে মেনশন করার কোনো মানে হয় না। আপনি যেহেতু নতুন, আপনি দয়া করে রুলস পরে নেন। নিয়ম মেনে চলেন, দেখবেন আপনার ID এমনিতেই গ্রো করবে। আকটিভিটি বা মেরিট এর আশায় এগুলা কইরা লাভ নাই। কথা গুলা খারাপ লাগতে পারে, তবে ভালোর জন্যই বলছি। আপনার সাথে আমার কোনো রাগ অভিমান নেই। এইটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য এগুলা বলছি। পরবর্তীতে এই ভুল করবেন না বলে আশা করি।
|
|
|
|
Review Master
|
সময়কে কাজে লাগান
যদিও আমি এখানে অনেকবার পোষ্ট করেছি, কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয়নি এবং দেয় নাহ। আশা করতেছি, এটাতেও দিবে নাহ। কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। যাই হোকে, এর আগেও অনেকবার বিভিন্ন নতুন প্রেজক্টে সম্পর্কে পোষ্ট করেছিলাম। সহজ ভাষায়, ভালো প্রজেক্ট এবং ভালো মানের বিনিয়োগ রয়েছে অনেক প্রজেক্টগুলোতে এবং সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। যারা ব্যবহার করেছেন, তারা হয়তো সময় মতো লাভবান হবেন। আমি যদি নিজের কথাই বলি, গতমাসের শেষ সপ্তাহে হয়ে যাওয়ার Arbitrum কিংবা $ARB টোকেনের এয়ারড্রপ কিন্তু অনেকেই পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও সেটিতে ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছি। অনেকে হয়তো পেয়েছেন কিংবা বেশির ভাগই পান নাই। এর কারণ একটাই সময় থাকতে নতুন কোনো একটি বিষয়কে হয়তো গুরুত্ব দিতেছেন নাহ। আমি উপরের পোষ্টটি একজনকে রিপ্লাই করেছিলাম। যারাই লিংকটিতে ক্লিক করেছেন, তারা Lexer markets এর পেপার ট্রেডিং টিউটরিয়ালটি দেখেছেন। এটা বলার কারণ হইলো, আমি Arbitrum প্রজেক্টের এয়ারড্রপ পেয়েছি, শুধুমাত্র এই প্রজেক্টিতে অংশগ্রহণের মাধ্যমে।কারণ আমি ওই পেপার ট্রেডিং এ অংশগ্রহণ নাহ করলে হয়তো এটিও পেতাম নাহ। তাই সময়কে কাজে লাগান। কেননা অনেকে এয়ারড্রপ করেই $১০০,০০০ এর থেকেও বেশি ইনকাম করেছে। এখন অনেকের হয়তো প্রশ্ন যে, এই ভাই শুধু ইনকামের কথা বলতেছে, আমরা ইনকাম করতে পারবো। নতুন কিছু তো জানতে পারবো নাহ।এই প্রশ্ন যদি আপনার মনে আসে, তাহলে বলবো, আপনিও অন্যান্য ফোরাম ব্যবহারকারীদের মতো এখন ক্রিপ্টোকারেন্সির আদিমযুগে বসবাস করতেছেন। আমি নিজেই একটি বিষয় লক্ষ্য করেছি যে, এই ফোরামের ব্যবহারকারীরা নিত্যনতুন ডেভেলপমেন্ট কিংবা আবিষ্কার সম্পর্কে খুব কমই জানেন । শুধু বিটকয়েন এবং পুরাতন সেরা অল্টকয়েন নিয়েই পইড়া আছে। কথাটা তেতো হইলেও সত্য কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:EigenLayer: https://twitter.com/officialbitbyte/status/1644413930314530816Base: https://twitter.com/officialbitbyte/status/1644120468952326144Syncswap: https://twitter.com/officialbitbyte/status/1644021297373151237KTX Finance: https://twitter.com/officialbitbyte/status/1641522875097321472Scroll: https://twitter.com/officialbitbyte/status/1634896736132173825Mantle: https://twitter.com/officialbitbyte/status/1613188103732355074ZetaChain: https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:Arbitrum: https://twitter.com/officialbitbyte/status/1639750888574312448Level: https://twitter.com/officialbitbyte/status/1642664035136204800Liondex: https://twitter.com/officialbitbyte/status/1641786140847120385Deploying Smart Contract: https://twitter.com/officialbitbyte/status/1643749266459086848
|
|
|
|
|