Review Master
|
বি:দ্র: আমি গত একমাসের সকল পোষ্ট পড়ার পর, এই দুইপোষ্টে রিপ্লাই দেওয়া মনে করলাম
প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।
এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি। এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন।
কিভাবে BTC অন্যান্য ব্লকচেইনের সাথে সংযোগ স্থাপন করে?
এখন omnichain ট্রান্সজেক্টশন নামক পদ্ধতি চালু হয়েছে, যেখানে আপনি বিটকয়েন ব্লকচেইন থেকে অন্যান্য EVM Chain ব্লকচেইনে ক্রিপ্টো ব্রিজ কিংবা লেনদেন করতে পারবেন।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2226
Merit: 2277
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
April 10, 2023, 04:04:39 AM |
|
বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।
ধন্যবাদ আপনার রিপ্লাই এর জন্য। আমি নিজে একটু কনফিউজড ছিলাম। কিন্তু আপনার এই পোস্টের পর একটু পড়াশোনা করলাম। আমার মনে হচ্ছে আপনি কিছু মিস করছেন। আমি নিচে এর বিস্তারিত দিলাম। এইটার জন্য আগে আমাদের বুঝতে হবে মিমপুল কি, ক্যান্ডিডেট ব্লক কি এবং কিভাবে একটা ক্যান্ডিডেট ব্লক তৈরী হয়। মিমপুলআমরা জানি যে বিটকয়েন এর লেনদেনগুলো যখন আমরা পাঠিয়ে থাকি, মানে আপনি/আমি যখন কাউকে বিটকয়েন পাঠাই। সেটা কিন্তু সাথে সাথে কনফার্ম হয় না। যতক্ষণ ওই ট্রাঞ্জেকশন কোন ব্লকে এড হয় না, ততক্ষণ ওইটা যেখানে থাকে সেটাই মিমপুল। অর্থাৎ, কনফার্মেশন পেন্ডিং অবস্থায় যতগুলো ট্রাঞ্জেকশন আছে সেগুলো মিমপুল এ থাকে। সব নোডের মিমপুল আলাদা থাকে। তবে, যেহেতু নোড একটির সাথে অন্য নোড কম্যুনিকেশন করে, অর্থাৎ ট্রাঞ্জেকশন এর তথ্য আদানপ্রদান করে, তারা তাদের মিমপুল এর তথ্য অন্য নোডকে পাঠায়। আশা করি বুঝতে পেরেছেন মিমপুল কি। এখন আসি ক্যান্ডিডেট ব্লক কি। ক্যান্ডিডেট ব্লকআমরা সবসময় শুনে এসেছি মাইনাররা ব্লক খুজে পায় এবং সে ব্লকে তারা যতগুলো সম্ভব ট্রাঞ্জেকশন যোগ করে। মুলত, ব্যাপারটা আসলে এইরকম না। ব্যাপারটা হচ্ছে, একজন মাইনার প্রথমে কোন লেনদেনগুলি ব্লকে যোগ করবে সেটা ঠিক করে। ধরুন, সর্বমোট ১০০ জন আলাদা মাইনার আছে। তাহলে, ১০০ জন মাইনার আলাদা আলাদা করে ঠিক করল তারা কোন লেনদেনগুলি ব্লকে যোগ করবে। এই যে ব্লক খুজে পাওয়ার আগেই তারা ব্লকে কোন লেনদেন যোগ করবে সেটা নির্ধারণ করেছে, এইটাই ক্যান্ডিডেট ব্লক। সব মাইনার তাদের ক্যান্ডিডেট ব্লক ঠিক করে ব্লক হ্যাশ ক্যালকুলেট করে ওই ব্লকটি মাইনিং করার করে। এখন আমরা মুল আলোচনায় যাই। একজন মাইনার কি চাইলে আমার ট্রাঞ্জেকশন কম ফি দেয়া সত্ত্বেও ব্লকে যোগ করতে পারবে?হ্যা পারবে। আমরা উপরে পড়ে এসেছি যে আমাদের ট্রাঞ্জেকশনগুলো প্রথমে মিমপুল এ থাকে। পরবর্তীতে মাইনাররা যখন ক্যান্ডিডেট ব্লক তৈরী করে তখন মিমপুল থাকে যে কোন ট্রাঞ্জেকশন নিতে পারবে। সাধারনত, মাইনাররা যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলোই নিয়ে থাকে। আর এইটা অটোমেটিক প্রসেস। মানে ম্যানুয়ালি কিছুই করতে হয় না। কিন্তু কোন মাইনার যদি চায় যে সে বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশন না নিয়ে অন্য ট্রাঞ্জেকশন নিবে সেটাও সম্ভব, শুধু তার সফটওয়্যার এর কোড পরিবর্তন করতে হবে। আমি কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি। https://link.medium.com/iUWN1bbTRybChapter 8. Mining and Consensus- https://www.oreilly.com/library/view/mastering-bitcoin/9781491902639/ch08.htmlThat mean if I am a miner can I add my transaction to candidate block? Yes. If you are a miner, you can preferentially choose your own transactions to be added to your candidate block. can they pick any valid transactions with significantly low fee?
Sure. But they will earn less bitcoin if they do. Since miners need to pay for the mining equipment, internet connectivity, electricity and possibly employees that they use, and mining pools need to pay for their servers, network connectivity, electricity, and mining participants, they need to earn as much bitcoin as they can. If they fail to earn enough bitcoin to pay for all the costs, then they will run out of money and have to stop. আশা করি কারো কোন কনফিউশন থাকলে সেটা আর থাকবে না। এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন। এইখানেও আপনি ভুল বলছেন। ট্রাঞ্জেকশন এক্সিলারেশন খুব কম সাইট করে থাকে ফ্রি তে। উদাহরন হিসেবে আমি viabtc নিয়ে বলি। ওরা প্রতি ঘন্টায় একটা ট্রাঞ্জেকশন ফ্রিতে এক্সিলারেশন করে। আচ্ছা, আপনি বলছেন অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে নিলে তারা মোটামুটি মাইনিং ফি পায়। কিন্তু তারা কেন সেসব ট্রাঞ্জেকশন নিবে যেখানে মিমপুল থেকে ট্রাঞ্জেকশন নিলে তারা আরো বেশি ফি পাবে?
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
piyas1991
Newbie
Offline
Activity: 252
Merit: 0
|
|
April 10, 2023, 05:31:11 AM |
|
এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়...কোনো বিধিনিষেধ আছে কি না ?
|
|
|
|
Bounty Inspectors
Jr. Member
Offline
Activity: 48
Merit: 7
|
|
April 10, 2023, 06:07:10 AM Last edit: April 10, 2023, 06:23:19 AM by Bounty Inspectors Merited by Crypt0S0ul (1) |
|
এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়...কোনো বিধিনিষেধ আছে কি না ?
ভাই এখানে আপনি কথা বলতে পারবেন অনেক বিষয়ে । কিন্তু ঐসব বিষয় নিয়ে কথা বলার উচিত নয় যেটা কারো কোন উপকারে আসবে না , যেমন (Off Topics)। যদি আপনার কোন বিষয়ে জানার থাকে আপনি এখানে জিজ্ঞাসা করবেন এখানে অনেক বড় ভাই আছে যারা প্রতিনিয়ত সবার উপকার করে যাচ্ছে । আপনি অজানা বিষয়ে জানতে পারবেন। সেই সাথে আপনি চেষ্টা করুন অন্য কারো উপকার করার। আপনি কিপটোকারেন্সি নিয়ে নতুন কিছু জানতে পারলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনার যদি কিছু জানার থাকে বাংলা লোকাল বোর্ডে অনেক বিষয়েই পোস্ট করা হয়ে গেছে আপনি পূর্বের পোস্টগুলো পড়ুন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। বাংলা লোকাল বোর্ডের প্রতিষ্ঠাতা@BitCoinDream নতুনদের সকল (নতুনদের করণীয়, কিভাবে ভালো পোস্টদাতা হতে হয়, মেরিট সংক্রান্ত ধারনা, আরও অনেক) প্রশ্নের উত্তর নিয়ে অলরেডি প্রথম পেজে পোস্ট করেছে আপনি অবশ্যই পোস্টগুলো দেখবেন। আপনার সুবিধার জন্য @BitCoinDream কিছু তথ্যের লিংক এখানে দিয়ে দিলাম। আমি বিটকয়েন ফোরামের নতুন আমার করণীয় কি?বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্বভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন@BitCoinDream এর করা পোস্ট গুলো মনোযোগ দিয়ে পড়ুন আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।
|
|
|
|
MGLLOV12%
Newbie
Offline
Activity: 117
Merit: 0
|
|
April 10, 2023, 06:09:27 AM |
|
আমি একজন নতুন ইউজার আমার বিটকয়েন সম্পর্কে কোন ধারণা নেই আমি সিনিয়ারদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি এ সম্পর্কে জানার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে দয়া করে আমাকে সবাই মিলে সহযোগিতা করুন তুমি অনেক কিছু জানতে চাই এবং করতে চাই
|
|
|
|
Mr.corol
|
|
April 10, 2023, 06:22:42 AM Last edit: April 10, 2023, 06:56:22 AM by Mr.corol Merited by Crypt0S0ul (1) |
|
আমি একজন নতুন ইউজার আমার বিটকয়েন সম্পর্কে কোন ধারণা নেই আমি সিনিয়ারদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি এ সম্পর্কে জানার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে দয়া করে আমাকে সবাই মিলে সহযোগিতা করুন তুমি অনেক কিছু জানতে চাই এবং করতে চাই
আপনি বাংলাদেশ লোকাল থ্রেডে নতুন আপনাকে স্বাগতম। আপনি আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?দেখতে পারেন। বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন পড়ে নিবেন। ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! আপনি এই তিনটা পোস্ট ভালোভাবে দেখতে পারেন, আশা করি অনেককিছু বুঝতে পারবেন। অনেক নতুন ভাইয়েরা আছেন তারা এই লোকাল থ্রেডে আসেন। প্রথম পেজ না পড়েই, এইখানে এসে প্রশ্ন করা শুরু করেন আমি নতুন আমার করনীয় কি। যারা নতুন আসেন তাদের উচিত প্রথম পেজে @BitCoinDream ভাই এর পোস্ট টা ভালোভাবে পড়ে বুঝেশুনে পোস্ট করা।
|
|
|
|
Ripmix001
Jr. Member
Offline
Activity: 122
Merit: 2
|
|
April 10, 2023, 07:03:32 AM Last edit: April 10, 2023, 10:45:45 PM by Ripmix001 |
|
সতর্কতা মূলক পোস্ট সকল Newbie এবং Jr. Member দের উদ্দেশ্য এই পোস্ট করা। আপনারা যারা Newbie/Jr. Member আছেন দয়া করে এই সকল ফাদে কখনই পা দিয়েন না। এর ফলে আপনার প্রিয় আইডিটায় সহজেই নেগেটিভ ফিডব্যাক আসবে। আর ফোরামে ম্যারিট বাই/সেল এর কোন নিয়ম নেই। গতকাল আমার ২টা টেলিগ্রাম এ এক বেক্তি ম্যারিট সেল দেওয়ার জন্য মেসেজ করে। যিনি ম্যাসেজ দিছে তার সাথে কিছু কথা হইছে কথা হওয়ার শেষে যখন তিনি বুঝতে পারে আমি ম্যারিট নিব না তখন তার ম্যাসেজ গুলা রিমুভ করে দেয়।তাই সম্পূর্ণ proof দিতে পারলাম না। পোলার btt আইডি CoolBoybdআমাদের বাংলাদেশ বোর্ড এর বড় ভাই যারা আছেন আইডিটা একটু দেখবেন। আশা করি যতটুকু ব্যাবস্থা নেওয়া যায় ততোটুকু ব্যাবস্থা নিবেন।
|
You can kill the people but you cannot kill the truth.🗿
|
|
|
CryptoE@rn804
Newbie
Offline
Activity: 23
Merit: 0
|
|
April 10, 2023, 07:50:33 AM |
|
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইয়েরা, আমি একটা বিষয় জানতে চাই দয়া করে হেল্প করবেন। আমি সাধারণত বাউন্টি তে কাজ করি আমার এই আইডির নাম টা একটু খারাপ লাগে আমার কাছে তাই আমি এই আইডি চেঞ্জ করে অন্য আইডি দিয়ে বাউন্টি করতে চাই। আমি আরেকটি আইডি খুলছি কিন্তু ঐটায় কিছু ফি চাইতেছে তাহলে রিপ্লাই চালু হবে। এখন আমি যদি কিছু বিটকয়েন ফি দিয়ে ওই আইডি চালু করে আমি ওই আইডিতে বাউন্টি জয়েন করি একই টেলিগ্রাম টুইটার ব্যবহার করে তাহলে কি একাধিক একাউন্ট ব্যবহারের জন্য আমার কোন সমস্যা হবে ?
|
|
|
|
Bounty Inspectors
Jr. Member
Offline
Activity: 48
Merit: 7
|
|
April 10, 2023, 08:14:56 AM |
|
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইয়েরা, আমি একটা বিষয় জানতে চাই দয়া করে হেল্প করবেন। আমি সাধারণত বাউন্টি তে কাজ করি আমার এই আইডির নাম টা একটু খারাপ লাগে আমার কাছে তাই আমি এই আইডি চেঞ্জ করে অন্য আইডি দিয়ে বাউন্টি করতে চাই। আমি আরেকটি আইডি খুলছি কিন্তু ঐটায় কিছু ফি চাইতেছে তাহলে রিপ্লাই চালু হবে। এখন আমি যদি কিছু বিটকয়েন ফি দিয়ে ওই আইডি চালু করে আমি ওই আইডিতে বাউন্টি জয়েন করি একই টেলিগ্রাম টুইটার ব্যবহার করে তাহলে কি একাধিক একাউন্ট ব্যবহারের জন্য আমার কোন সমস্যা হবে ?
ওয়ালাইকুমুস সালাম। আপনার আইডিতে ফি চাচ্ছে কারণ আপনার IP address আগেই ব্যবহার হয়েছিল। তার মানে বিটকয়েনটক ফোরামে মাল্টিপল আইডি ব্যবহার করে একই সেকশনে কাজ করার কোন নিয়ম নেই। তাই এক IP address এ একাধিক আইডি খুলতে ফি দিতে হয়। এখন আসি মূল কথায় আপনি যদি ফি দিয়ে আইডি চালু করে ব্যবহার করেন । এবং আগের আইডির টুইটার,টেলিগ্রাম দিয়ে বাউন্টি করেন তাহলে আপনার আইডি মাল্টিপল হিসেবে নেগেটিভ ট্রাস্ট দিতে পারে। কিন্তু আপনার আগের আইডি যদি ডিএক্টিভ থাকে তাহলে কোন সমস্যা হবে না। আপনি আরও নিরাপদে কাজ করার জন্য টুইটার,টেলিগ্রাম ইউজার নেম পরিবর্তন করতে পারেন।
|
|
|
|
MGLLOV12%
Newbie
Offline
Activity: 117
Merit: 0
|
|
April 10, 2023, 08:50:43 AM |
|
আমি একটা প্রশ্ন করার জন্য অনেক দিন দ্বিধা দ্বন্দ্ব মধ্যে আছি সমস্ত দ্বিধা দ্বন্দ্ব উপেক্ষা করে আমি আপনাদের কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি আমি যদি একজন বাউন্টি ম্যানেজার হতে চাই আমি যদি বাউন্টি চালাতে চাই তাহলে আমার কি করনীয়
|
|
|
|
CryptoE@rn804
Newbie
Offline
Activity: 23
Merit: 0
|
|
April 10, 2023, 09:07:57 AM |
|
Bounty Inspectors ভাই ধন্যবাদ আপনার উত্তরের জন্য।আরেকটু খুলে বলি আমি নতুন আইডি তে শিফট হতে চাচ্ছি তবে টেলিগ্রাম টুইটার পাল্টাবনা এবং আগের আইডি ব্যবহার করবনা। অর্থাৎ বিটকয়েন ফি দিয়ে যেটিতে রিপ্লাই অন করছি সেইটা ব্যবহার করব শুধু তবে টেলিগ্রাম টুইটার আগের আইডির তাহলে কি কোন সমস্যা হতে পারে?
|
|
|
|
MGLLOV12%
Newbie
Offline
Activity: 117
Merit: 0
|
|
April 10, 2023, 09:59:26 AM |
|
আমি একজন নতুন ইউজার আমার বিটকয়েন সম্পর্কে কোন ধারণা নেই আমি সিনিয়ারদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি এ সম্পর্কে জানার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে দয়া করে আমাকে সবাই মিলে সহযোগিতা করুন তুমি অনেক কিছু জানতে চাই এবং করতে চাই
আপনি বাংলাদেশ লোকাল থ্রেডে নতুন আপনাকে স্বাগতম। আপনি আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?দেখতে পারেন। বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন পড়ে নিবেন। ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! আপনি এই তিনটা পোস্ট ভালোভাবে দেখতে পারেন, আশা করি অনেককিছু বুঝতে পারবেন। অনেক নতুন ভাইয়েরা আছেন তারা এই লোকাল থ্রেডে আসেন। প্রথম পেজ না পড়েই, এইখানে এসে প্রশ্ন করা শুরু করেন আমি নতুন আমার করনীয় কি। যারা নতুন আসেন তাদের উচিত প্রথম পেজে @BitCoinDream ভাই এর পোস্ট টা ভালোভাবে পড়ে বুঝেশুনে পোস্ট করা। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনার কাছ থেকে অনেক উপকৃত হলাম
|
|
|
|
Popkon6
|
|
April 10, 2023, 10:39:27 AM |
|
কালেকশনবিটকয়েন হালবিং বিশেষজ্ঞদের মতে ২০২৪ সাল কে নির্দেশ করে। আবারো ফিরে আসতেছে ২০২১ সালের মত বিটকয়েন হালবিং। এই বিটকয়েন হালবিং ২০২৪ সালে নতুন করে আবারো বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে। তাই যারা এখনো বিনিয়োগ করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই বিটকয়েন হালবিং ঘড়ি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন বিটকয়েন এর দাম রাতারাতি ভাবে বৃদ্ধি পাবে। কালেকশনআমরা অতীতের হাল্ভিং গুলো খেয়াল করে দেখা যায় যে বছর হালবিং হয়েছে বিটকয়েন তার পরের বছর ATH থেকে দ্বিগুণ ও তিনগুণ হয়েছে। ২০২৪ সালের হালভিং এর পর বিটকয়েন যদি ২০২১ সালের ATH (69k) এর দ্বিগুণ/ তিন গুণ হয় তাহলে 2025 সালে বিটকয়েনের সম্ভাব্য মার্কেট দাঁড়াতে পারে ৬৯×২=১৩৮k , অথবা ৬৯k× ৩=২০৭k তবে আমি মনে করি যারা এখনো বিটকয়েনে ইনভেস্ট করা হয়নি তাদের জন্য উপযুক্ত সময় এসেছে বিটকয়েনে ইনভেস্ট করার জন্য। আপনারা যারা ইনভেস্ট করতে ইচ্ছুক আছেন তারা অতিসত্বর ইনভেস্ট করার জন্য প্রস্তুত থাকুন।
|
|
|
|
|
ahad925
Newbie
Offline
Activity: 216
Merit: 0
|
|
April 10, 2023, 04:06:30 PM |
|
বাজার আপডেট এলিমান ডাম্বেল দ্বারা 4 ঘন্টা আগে বিটকয়েন, ইথেরিয়াম টেকনিক্যাল অ্যানালাইসিস: বিটিসি ইস্টার ব্রেক অনুসরণ করে $28,000 এর উপরে ফিরে যায় https://news.bitcoin.com/bitcoin-ethereum-technical-analysis-btc-jumps-back-above-28000-following-easter-break/বিটকয়েন সপ্তাহ শুরু করে $28,000 এর উপরে উঠে, কারণ ইস্টার ছুটির দিন থেকে বাজার ফিরে এসেছে। এই পদক্ষেপের ফলে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি সংক্ষিপ্তভাবে $28,500 এর মূল প্রতিরোধের স্তর থেকে বেরিয়ে এসেছে। ইথেরিয়ামও বেশি ছিল, কারণ এটি $1,900 স্তরে বন্ধ হয়েছিল।
|
|
|
|
Bitcoin_people
|
|
April 10, 2023, 04:53:52 PM Merited by Crypt0S0ul (1) |
|
আমি দীর্ঘদিন ধরে কিছু বিটকয়েন মজুদ করে রেখেছিলাম। কিন্তু আজকে আমার সেই বিটকয়েন পরিবারের প্রয়োজনে বিক্রি করতে বাধ্য হলাম। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনভাবেই প্রয়োজনীয় টাকা ম্যানেজ করতে পারিনি। হয়তো ষাঁড়ের বাজারের কাছাকাছি এসে আমি আমার বিটকয়েন বিক্রি করে দিলাম। অনেক কষ্ট হচ্ছে আমার তিলে তিলে গড়ে তোলা এই বিটকয়েন বিক্রি করার ফলে। আমি এই বিটকয়েন ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আজকে যদি এই বিটকয়েন ফোরাম না থাকতো তাহলে হয়তো আমার এই প্রয়োজনে আমি কোন উপায় পেতাম না। এখানে আমি প্রথমে 0.02 Btc ডিপোজিট করি। বাইনান্স p2p তে বিটকয়েনের দাম usdt থেকে সামান্য একটু কম থাকা আমি বিটকয়েন কনভার্ট করে ইউএসডিটিতে রূপান্তর করে ইউএসডিটি বিক্রি করি। এখানে আমি আমার প্রয়োজনের জন্য 363.89 usdt বিক্রি করি। কিছু কিছু সময় আসে যখন নিজের জমানো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া অর্থ বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য সেটা বিক্রি করতে হয়। আপনার জন্য এটি সত্যি অনেক দুঃখজনক ব্যাপার যে আপনি অত্যন্ত কষ্ট করে জমানো টাকা দিয়ে যখন বিটকয়েনে বিনিয়োগ করেন এবং সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন কিন্তু পরিবার কিংবা অন্য অন্য প্রয়োজনীয় কাজ করতে সেই পছন্দের জিনিসগুলো বিক্রি করে দিতে হয়। আপনার কষ্টের টাকা দিয়ে তিলে তিলে করা বিটকয়েন যখন আপনি বিক্রি করেছেন তখন আপনার অনেক খারাপ লেগেছে এটা আমরা বুঝতে পেরেছি। তবে আপনি হতাশ হবেন না অবশ্যই আপনি ভবিষ্যতে আবারও আপনার জমানো অর্থ দিয়ে বিটকয়েন বিনিয়োগ করতে পারবেন। আর আপনার হয়তো পরিবারে টাকার চাপের মুখে পরে বিটকয়েন গুলো সেল করতে হয়েছে অবশ্য সামনে ঈদের বিভিন্ন কেনাকাটাও বাজার করতে হবে এর কারণে হয়তো আপনার বিটকয়েন গুলো বিক্রি করতে হলো। তবে আপনি যদি বিটকয়েন ধরে রাখতে পারতেন তাহলে অবশ্যই ভালো একটি প্রফিট অর্জন করতে পারতেন সামনে কেননা মার্কেট ষাঁড়ের বাজারে পরিণত হবে খুব শীঘ্রই। আপনি যেহেতু বিটকয়েন বিনিয়োগ করেছেন তাই আমি মনে করি আপনার পরবর্তী পরিকল্পনা আবারও বিটকয়েনে অর্থ বিনিয়োগ করা এবং সেখান থেকে ভালো পরিমান প্রফিট অর্জন করা। আপনি অবশ্যই বিটকয়েন ফোরামকে কৃতজ্ঞতা জানাবেন কেননা এখানে যদি আপনি বিটকয়েন সম্পর্কে না জানতেন তাহলে আপনার আজকের এই পরিবারের অর্থের ইচ্ছে গুলো পূরণ করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হতো কিন্তু আপনার বিটকয়েনে বিনিয়োগ করা ছিল যার কারণে আপনি অনেকটা সুযোগ সুবিধার মধ্যে আপনার পরিবারের সমস্যা সমাধান করতে পেরেছেন।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Review Master
|
|
April 10, 2023, 06:01:01 PM Merited by Crypt0S0ul (1) |
|
এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন। এইখানেও আপনি ভুল বলছেন। ট্রাঞ্জেকশন এক্সিলারেশন খুব কম সাইট করে থাকে ফ্রি তে। উদাহরন হিসেবে আমি viabtc নিয়ে বলি। ওরা প্রতি ঘন্টায় একটা ট্রাঞ্জেকশন ফ্রিতে এক্সিলারেশন করে।আচ্ছা, আপনি বলছেন অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে নিলে তারা মোটামুটি মাইনিং ফি পায়। কিন্তু তারা কেন সেসব ট্রাঞ্জেকশন নিবে যেখানে মিমপুল থেকে ট্রাঞ্জেকশন নিলে তারা আরো বেশি ফি পাবে? আপনি যতগুলো তথ্য দিয়েছেন সেগুলো আরো আমার কথাগুলো সত্য প্রমাণে আর অধিক সহায়তা করলো সেজন্যই প্রথমে ধন্য থেকে বাদ করে দিলাম (ধন্যবাদ)। বি:দ্র: সময় খুব কম থাকায়, আমি যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে সম্ভব বলার চেষ্টা করেছিলাম। যেন আপনার মতো কেউ বিষয়টি নিয়ে রিপ্লাট দেয়। নাকি নিজেদের মধ্যে মতবিনিময়ে ব্যস্ত থাকে। এখন সকল বিষয়ের উত্তর দেই, বাকি আপনার উপর তথ্য যাচাইবাচাই করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার।
প্রথমেই আসি আমি আসলে ভুল বলেছি কি নাহ। প্রথমত আপনার উদাহরণ দেওয়া viabtc একজনকে ঘন্টায় ১টি মাত্র এক্সিলারেশন করতে দেয়। এর মানে এইনাহ যে, তারা শুধুমাত্র একটায় এক্সিলারেশন করে থাকে। ঘন্টায় ১০০ টা সর্বমোট এক্সিলারেশন করে থাকে। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে দেখেন। আর আপনি বিশ্লেষণ কিংবা রিসার্চের সময় হয়তো FAQ ( Frequently Asked Question) দেখার কথা ভুলে গিয়েছেন, কারণ তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যেটি দেখলেই আপনার শেষের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি পুরো পেজের ক্রিন্টশট নিয়েছে এবং মার্ক করে দিয়েছি। সেগুলো যেয়ে একটু দেখে আসুন। - প্রথমত viabtc ঘন্টায় ১০০ টার মতো এক্সিলেরশন করে থাকে
- তারা উল্লেখ করেই দিয়েছে যে, তারা ০.০০০১ বিটিসি প্রতি কেবি সাইজের জন্য নিবে এবং সেটি ০.৫ কেবি এর সমান কিংবা কম হতে হবে। বাকিটা আপনি এখন হিসাব করে নিয়েন
- তারা এটিও উল্লেখ করেছে যে, ট্রান্সজেকশন এক্সিলেরশন করার পর সেটি ক্যানসেল করা পসিবল নাহ, তার মানে এক্সিলেরশনের ট্রান্সজেকশনটি তারা সাথে সাতে মিমপুলে পাঠিয়ে দেয়। নইলে আপনি নিজের ওয়ালেটে ট্রান্সজেকশনের মাধ্যমে ট্রান্সজেকশন কিন্তু ক্যান্সেল করতে পারেন।
- সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কিংবা অন্যান্যরা ভাবতেছেন যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশন শুধুমাত্র viaBTC মাইনার দ্বারা ব্লক কনফার্ম হলেই ট্রান্সজেকশন কনফার্ম হবে। আসলে সেটি মোটেও নাহ। কেননা তারা বলে দিয়েছে যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনটি অন্যান্য মাইনিং পুলের কনফার্ম করা ব্লকেও কনফার্ম হতে পারে। সহজ ভাষায়, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনকে গুরুত্ব দেয়া হয় অটো ক্রিপ্টের মাধ্যমে এবং এটির মাইনিং টিপ কম হোক অন্যান্যদের তুলনায়।
- সর্বশেষ প্রশ্নের উত্তর হয়তো সঠিকভাবে বলতে পারবো নাহ, কারণ আমি এখন যেটায় বলবো সেটা হয়তো মনগড়া মনে হতে পারে সবার কাছে। তবে একটি বিষয় হলো, আপনি কোনো একটি ব্লকচেইন ব্যবহার করতেছেন এবং সেখানে শুধু হোয়েলসরাই সুবিধা ভোগ করতে পারে। তাহলে সাধারণ ব্যবহারকারীর জন্য সেই ব্লকচেইনের সুযোগ সুবিধা কী? আমি এই প্রশ্নে সঠিক উত্তর আরো বিশ্লেষণ শেষে দিবো।
আর সবচেয়ে বড় কথা হলো, মাইনার কত তাড়াতাড়ি ব্লক কনফার্ম করতে পারবে, সেটি নির্ভর করে তার হ্যাসরেটের উপর। যদি অন্যান্য মাইনিং পুলের তুলনায় তার হ্যাসরেট বেশি হয়, তাহলে সেটি তাড়াতাড়ি ব্লক কনফার্ম করতে পারবে। ।এখন আপনি যে, মিমপুল এবং ক্যান্ডিডেট ব্লকের কথা বললেন, সেগুলোর সাথে আমার উপরের দেওয়া মিলিয়ে নিয়েন। আসলে কথা সঠিক নাকি ভুল বলেছি। হয়তো সংক্ষেপে বলতে যেয়ে অনেক কিছুই বাদ দিয়েছি। কিন্তু ভুল বলার চেষ্টা কখনোই করি নাই।
একজন মাইনার কি চাইলে আমার ট্রাঞ্জেকশন কম ফি দেয়া সত্ত্বেও ব্লকে যোগ করতে পারবে?হ্যা পারবে। আমরা উপরে পড়ে এসেছি যে আমাদের ট্রাঞ্জেকশনগুলো প্রথমে মিমপুল এ থাকে। পরবর্তীতে মাইনাররা যখন ক্যান্ডিডেট ব্লক তৈরী করে তখন মিমপুল থাকে যে কোন ট্রাঞ্জেকশন নিতে পারবে। সাধারনত, মাইনাররা যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলোই নিয়ে থাকে। আর এইটা অটোমেটিক প্রসেস। মানে ম্যানুয়ালি কিছুই করতে হয় না। কিন্তু কোন মাইনার যদি চায় যে সে বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশন না নিয়ে অন্য ট্রাঞ্জেকশন নিবে সেটাও সম্ভব, শুধু তার সফটওয়্যার এর কোড পরিবর্তন করতে হবে।আমি কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি। https://link.medium.com/iUWN1bbTRybChapter 8. Mining and Consensus- https://www.oreilly.com/library/view/mastering-bitcoin/9781491902639/ch08.htmlThat mean if I am a miner can I add my transaction to candidate block? Yes. If you are a miner, you can preferentially choose your own transactions to be added to your candidate block. can they pick any valid transactions with significantly low fee?
Sure. But they will earn less bitcoin if they do. Since miners need to pay for the mining equipment, internet connectivity, electricity and possibly employees that they use, and mining pools need to pay for their servers, network connectivity, electricity, and mining participants, they need to earn as much bitcoin as they can. If they fail to earn enough bitcoin to pay for all the costs, then they will run out of money and have to stop. আশা করি কারো কোন কনফিউশন থাকলে সেটা আর থাকবে না। আমার মার্ক করে দেওয়া, আপনার কথাগুলোই আরেকবার আমার কথার সাথে মিলিয়ে দেখা দরকার। কেননা আমি একই কথা শুধুমাত্র সংক্ষেপে বলেছি। আর শেষ যে কথাটি বলেছেন যে, কিন্তু কোন মাইনার যদি চায় যে সে বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশন না নিয়ে অন্য ট্রাঞ্জেকশন নিবে সেটাও সম্ভব, শুধু তার সফটওয়্যার এর কোড পরিবর্তন করতে হবে। এখন আমার প্রশ্ন, আসলেই সকল মাইনার কি কোড পরিবর্তনের জন্য বসে রয়েছে? কিংবা এক্সিলেরশনগুলো কি এমন কোড পরিবর্তনের মাধ্যমে করা হয়? আমার তো মনে হয় নাহ, তারা মাইনাররা মেইনটেন্স ছাড়া এমন কোড পরিবর্তনের জন্য বসে থাকবে। আর যদি মাইনাররা এমন কোড পরিবর্তন করতে থাকে, তাহলে বিটকয়েনের ব্লকচেইন কী আদৌ ডিসেন্ট্রালাইজ থাকবে? কারণ আমার পরিচিত মাইনারের হ্যাসরেট বেশি। আমি চাইলেই চুরি করা বিটিসি কিংবা অবৈধ বিটিসি তাকে রিকুয়োস্ট করে জলদি কনফার্ম করায় নিলাম। এরপর মিক্সার ব্যবহার করে, লাপাতা। ( শুনতে কিছুটা হাস্যকর লাগলেও সম্ভব কিন্তু) সর্বশেষে এটি বলবো যে, মাইনাররা চাইলে হয়তো আপনার কিংবা আমার ট্রান্সজেকশন এড করতে পারবেন। কিন্তু এক্সিলেরশন করা ট্রান্সজেকশনগুলো অটোমেটেড, এমন মাইনারদের দ্বারা কোড পরিবর্তন করে সংযুক্ত করা হয় নাহ আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, সেটি থেকে বললাম। আরো একটি বিষয়, আমরা চাইলে এটি নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলতে পারি, আসলে কোনটা সত্য। কারণ আমরা অনলাইনে কিংবা বিভিন্ন সোর্স থেকে যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে উত্তর দিতেছি। যদি কোনো বড় মাইনিং পুল এটির উত্তর দেয়, তখন আসলে কার কথা সঠিক সেটি জানা যাবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 10, 2023, 06:07:38 PM Last edit: April 10, 2023, 07:02:19 PM by Learn Bitcoin |
|
চলুন আজকে আলোচনা করা যাক বিটকয়েনের জনপ্রিয় একটা প্রটোকল SegWit নিয়ে। SegWit কি?SegWit হলো বিটকয়েন ব্লকচেইনের একটা ডেভেলপ্ড প্রটোকল যার পুরো নাম Segregated Witness। এটা একটি ব্লক থেকে ডাটা কমিয়ে সেটার সাইজ আকারে ছোট করে। ব্লকচেইনের প্রায় ৬৫% ডাটা স্টোরেজ খরচ হয় শুধুমাত্র সিগনেচার সংরক্ষন এর জন্য। SegWit এড্রেস এই সিগনেচার গুলো কে একটি ইউনিটে ভাগ করে আবার কোর ব্লক ডাটা গুলো চারটি ইউনিটে ভাগ করে। যেগুলো আলাদা থাকার কারনে একটি ব্লকে বেশি পরিমান ডাটা সংরক্ষন করা যায়। যার কারনে অনেক গুলো ট্রানজেকশন একই ব্লক এ থাকলে এভারেজ ফি কম করে ট্রানজেকশন করা যায়। এটার পুরো নাম Segregated Witness। Segregated মানে আলাদা বা বিভক্ত, আর Witness হলো ট্রনজেকশন সিগনেচার। পুরো নামের বাংলা ধরলে এটার অর্থ হবে আলাদা সিগনেচার ট্রানজেকশন বা বিভক্ত সিনেচার ট্রানজেকশন। শুনতে কেমন উইয়ার্ড লাগছে না? SegWit কিভাবে কাজ করে?এটাতে প্রেরক এবং প্রাপকের বিটকয়েন এড্রেস থাকে (সব প্রটোকলেই থাকে )। দ্বিতীয় পার্ট এ ট্রানজেকশন ডাটা এবং সিগনেচার সংরক্ষন করা থাকে। Segregated Witness এড্রেস অন্যান্য ডাটা গুলো মেইন ব্লক থেকে সরিয়ে ফেলে যার ফলে মেইন ব্লকের সাইজ কমে আসে। যার কারনে ট্রনজেকশনগুলো কম স্পেস নেয় এবং একই ব্লকে অনেক গুলো ট্রানজেকশন যায়গা করে নেয়। তারপর segregated witness address অন্যান্য ত্রুটি গুলো সমাধান করে যার ফলে ইউজার বিটকয়েন প্রটোকলে যে ট্রানজেকশন হ্যাস হয়, তা কন্ট্রোল করতে পারে। যদি যেকোনো একটা ক্যারেকটার চেন্জ হয়, তবে পুরো ট্রানজেশন হ্যাশটাই চেন্জ হয়ে যায়। ট্রনজেকশন ডাটা থেকে সিগনেচার রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে আর কিছু করার থাকে না। SegWit এর প্রকারভেদSegWit আবার দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে Nested SegWit এবং অন্যটি Native SegWit (bech32)। ফোরামে দেখবেন ক্যাম্পেইন ম্যানেজার রা bech32 এড্রেস দেয়ার জন্য বলে থাকেন। Nested SegWit এড্রেস P2SH স্ক্রিপ্ট এর সাধারণ ব্যাবহার করে ক্রিপোগ্রাফিক স্টান্ডার্ড মেনটেইন করে non-native segregated witness transaction গুলো সাপোর্ট করে থাকে। এখন কিভাবে বুঝবেন আপনার এড্রেস Native SegWit নাকি Nested SegWit? Nested SegWit এড্রেস মূলত 3 দিয়ে শুরু হয়ে থাকে যেটা ২৬ থেকে ৩৬ ক্যরেকটার হয়ে থাকে। আর Native SegWit (bech32) bc1 দিয়ে শুরু হয়ে থাকে। SegWit address এর সুবিধা এবং অসুবিধা।প্রথম সুবিধাই হলো কম ট্রানজেকশন ফি! আমার মতে বেশিরভাগ মানুষ এই কম ট্রানজেকশন ফি এর কারনেই SegWit এড্রেস ব্যাবহার করেন। দ্বিতীয় সুবিধা ব্লকচেইনের জন্য। যেটা একই ব্লকে বেশি পরিমান ট্রানজেকশন ষ্টোর করতে পারে। এত করে কম সময়ে অধিক পরিমানে ট্রানজেকশন করা যায়। কিছু অসুবিধাও আছে। যেহেতু Native SegWit (bech32) অনেকটা নতুন ফরম্যাট, এই কারনে পুরাতন ওয়ালেট সফটওয়্যারগুলো Native SegWit (bech32) এ জেনারেট করা সিগনেচারগুলো ভেরিফাই করতে পারে না। আরেকটা সমস্যা হলো মাইনার রা SegWit ট্রানজেকশন থেকে খুবই কম রেভেনিউ পেয়ে থাকে। যদিও সাধারন ইউজারদের জন্য এটা কোনো সমস্যা বা অসুবিধা নয়। SegWit address এবং Native SegWit (bech32) নিয়ে বিস্তারিত জানতে চাইলে এই আরটিকেল টি দেখতে পারেন।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2226
Merit: 2277
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
April 10, 2023, 06:34:41 PM |
|
প্রথমেই আসি আমি আসলে ভুল বলেছি কি নাহ। প্রথমত আপনার উদাহরণ দেওয়া viabtc একজনকে ঘন্টায় ১টি মাত্র এক্সিলারেশন করতে দেয়। এর মানে এইনাহ যে, তারা শুধুমাত্র একটায় এক্সিলারেশন করে থাকে। ঘন্টায় ১০০ টা সর্বমোট এক্সিলারেশন করে থাকে। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে দেখেন। আর আপনি বিশ্লেষণ কিংবা রিসার্চের সময় হয়তো FAQ ( Frequently Asked Question) দেখার কথা ভুলে গিয়েছেন, কারণ তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যেটি দেখলেই আপনার শেষের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি। আপনার জন্য তিনটি প্রশ্ন রাখলাম। ১. এক্সিলারেশন কখন প্রয়োজন হয়? ২. নরমালী মিমপুল থেকে ক্যান্ডিডেট ব্লকের জন্য যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলি নেয়া হয়। তাহলে viabtc কিভাবে একটা ট্রাঞ্জেকশন এক্সিলারেট করে যদি তারা বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশনগুলোই এড করে? ৩. viabtc ঘন্টায় ফ্রি ট্রাঞ্জেকশন এক্সিলারেট ছাড়া পেইড এক্সিলারেট করে, সেটা কি এবং কিভাবে কাজ করে? viabtc ঘন্টায় ১০০ টা (আমি ভুলে একটা বলেছি) ফ্রি এক্সিলারেট করে। মানে, এক্সিলারেট করতে তাদেরকে কোন ফি দিতে হয় না। এরপর আর কেউ চাইলে ফি দিতে হয়। আপনি যদি একটা ট্রাঞ্জেকশন এ ফি বেশিই দেন, তাহলে আবার viabtc কে ফি দেয়ার দরকার নেই। এইটা এমনেই কনফার্ম হবে। আবার যদি কম ফি দেন, এবং এক্সিলারেশন এর শরণাপন্ন হন তাহলে যারা এক্সিলারেট করবে তাদের সফটওয়্যার মডিফাই করা লাগবে। এই তিনটা প্রশ্নের উত্তর আপনি যথার্থভাবে বলতে পারলে আশা করি আমার আগের পোস্ট এর অর্থ যথার্থ বুঝবেন। সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কিংবা অন্যান্যরা ভাবতেছেন যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশন শুধুমাত্র viaBTC মাইনার দ্বারা ব্লক কনফার্ম হলেই ট্রান্সজেকশন কনফার্ম হবে। আসলে সেটি মোটেও নাহ। কেননা তারা বলে দিয়েছে যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনটি অন্যান্য মাইনিং পুলের কনফার্ম করা ব্লকেও কনফার্ম হতে পারে। সহজ ভাষায়, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনকে গুরুত্ব দেয়া হয় অটো ক্রিপ্টের মাধ্যমে এবং এটির মাইনিং টিপ কম হোক অন্যান্যদের তুলনায়।
যদি অন্যান্য ব্লকে ট্রাঞ্জেকশন কনফার্ম করাই থাকে? তাহলে সেখানে কনফার্মেশন কিংবা এক্সিলারেশন কোনটার ব্যাপার আসবেই বা কেন? একটা ট্রাঞ্জেকশন একটা ব্লকে এড হলেই সেটা মোটামুটি কনফার্ম যদি না সে ট্রাঞ্জেকশন এর উৎপত্তি তথা ইনপুট এ কোন গড়বড় থাকে। মাইনিং এর প্রসেসটা আশা করি জানেন। আমরা যখন একজনকে বিটকয়েন পাঠাই তখন সেটা ব্লকে এড হয় না। সেটা মিমপুলে থাকে। মিমপুল থেকেই ক্যান্ডিডেট ব্লকের জন্য ট্রাঞ্জেকশন নির্বাচন করা হয়। সেখানে আপনি চাইলে যে কোন ভ্যালিড পেন্ডিং ট্রাঞ্জেকশন এড করতে পারবেন, ইভেন জিরো ফি ট্রাঞ্জেকশন। এখন আমার প্রশ্ন, আসলেই সকল মাইনার কি কোড পরিবর্তনের জন্য বসে রয়েছে? কিংবা এক্সিলেরশনগুলো কি এমন কোড পরিবর্তনের মাধ্যমে করা হয়? বসে রয়েছে বললে ভুল হবে তবে অনেকেই সেটা করে থাকে। viabtc করে। হয়ত তাদের আলাদা কোড সেট আপ আছে। এক্সিলারেশন এর ব্যাপারে আপনি উপরের ৩টি প্রশ্নের সঠিক উত্তর জানা জরুরি। কারণ আমার পরিচিত মাইনারের হ্যাসরেট বেশি। আমি চাইলেই চুরি করা বিটিসি কিংবা অবৈধ বিটিসি তাকে রিকুয়োস্ট করে জলদি কনফার্ম করায় নিলাম। এরপর মিক্সার ব্যবহার করে, লাপাতা। ( শুনতে কিছুটা হাস্যকর লাগলেও সম্ভব কিন্তু) Grin
অবৈধ কোন বিটকয়েন এর ট্রাঞ্জেকশন কোন ব্লকে এড করা হয় নাই বা ইনভ্যালিড বলে কোন নোড এক্সেপ্ট করে নাই ওই ট্রাঞ্জেকশন এইরকম রেকর্ড দেখাতে পারবেন না। আবারও বলছি আপনি কিছু ভুলের মধ্যে আছেন অথবা আমি আপনাকে বোঝাতে সক্ষম হই নি। আর যদি ব্লকচেইনে একজন বিটিসি চুরি করেছে বলে সে ট্রাঞ্জেকশন সবাই ডিনাই করে, তাহলে সেটা কখনোই ডিসেন্ট্রালাইজড না ভাই। ইথেরিয়াম এর ইতিহার পড়ুন। কেন এবং কোথা থেকে ইথেরিয়াম ক্ল্যাসিক জন্ম হয়েছে দেখেন। ব্লকচেইন জানে না একটা ট্রাঞ্জেকশন কি চুরি করা নাকি হ্যাকিং করা। ব্লকচেইন চিনে ইনপুট এবং আউটপুট। যদি ইনপুট এবং আউটপুট ঠিক থাকে এবং পর্যাপ্ত ফি দেয়া হয় লেনদেন, তাহলে সেটা ব্লকে এড হবেই। বাইন্যান্স এর ৭০০০ বিটকয়েন হ্যাক রোলওভার করে ব্যাক করতে চেয়েছিল। পেরেছিল কি? না। কারণ এইটা ডিসেন্ট্রালাইজড চেইন। এইখানে ট্রাঞ্জেকশন এর সত্যতা কথা বলবে, ট্রাঞ্জেকশন মালিক কে সেটা না। সত্যতা বলতে ইনপুট আউটপুট লেজার অনুযায়ী ঠিক কি না সেটা। আরো একটি বিষয়, আমরা চাইলে এটি নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলতে পারি, আসলে কোনটা সত্য। কারণ আমরা অনলাইনে কিংবা বিভিন্ন সোর্স থেকে যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে উত্তর দিতেছি। যদি কোনো বড় মাইনিং পুল এটির উত্তর দেয়, তখন আসলে কার কথা সঠিক সেটি জানা যাবে। Grin
ইন্টারন্যাশনাল একটা আলোচনার লিংক আপনাকে দিয়েছি। আপনি মনে হয় সেটা পড়েন নাই আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই। ইন্টারন্যাশনাল ফোরামের আলোচনার একটা উত্তর হুবহু কোট করছি। আপনি চাইলে এইটা পড়ে আসতে পারেন। . . . when miner selects transactions for candidate block, they usually pick transactions with higher fee. . .
The transactions are typically chosen by the software that the mining pool operates. Individual participants in the mining pool generally don't get to choose the transactions. Since the mining pool gets to use those fees for profit and/or to pay the participants, and since there is a limit to the number of bytes of data that can fit into a block, choosing the transactions with the highest feee per used space is the most profitable thing to do. can they pick any valid transactions with significantly low fee?
Sure. But they will earn less bitcoin if they do. Since miners need to pay for the mining equipment, internet connectivity, electricity and possibly employees that they use, and mining pools need to pay for their servers, network connectivity, electricity, and mining participants, they need to earn as much bitcoin as they can. If they fail to earn enough bitcoin to pay for all the costs, then they will run out of money and have to stop. if they can, how all these things work?
The mining pool would just modify the computer software that they use so that it uses some other method of choosing transactions. is it manually adding a list of transactions?
That would be possible, but it would be slow and risk errors. Far more likely, they would just modify the software to implement whatever criteria they wished to use. or automatically?
It depends on why they are doing it, but since mining continues 24 hours a day, every day, continuously, it would generally make more sense to have software that handles most of the process for them. i guess if it's an automated process, miner can't pick low fee transaction at all but i read that miners can include any transactions they want for the candidate block.
If you're talking about a miner that is mining for a mining pool, then they would need to rely on the pool to handle it. For a solo miner, they would need to modify their own software.
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Review Master
|
|
April 10, 2023, 08:41:33 PM |
|
আসলে ভাই ৩০ মিনিটের মধ্যেই রিপ্লাই দেওয়ার কোনো মানেই দেখি নাহ, কেননা আপনি আমার অনেক কথায় না বুঝে প্রশ্ন করে গেলেন। যদিও আমি বলে দিয়েছি যে, আপনার করা পোষ্টটি আমার বলা কথাগুলোকেই প্রমাণ করতেছেন। কিন্তু মনে হচ্ছে, আপনি সেটি এখনো বুঝতে পারেন নাই। চলেন আবার শুরু করা যাক। প্রথমেই আসি আমি আসলে ভুল বলেছি কি নাহ। প্রথমত আপনার উদাহরণ দেওয়া viabtc একজনকে ঘন্টায় ১টি মাত্র এক্সিলারেশন করতে দেয়। এর মানে এইনাহ যে, তারা শুধুমাত্র একটায় এক্সিলারেশন করে থাকে। ঘন্টায় ১০০ টা সর্বমোট এক্সিলারেশন করে থাকে। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে দেখেন। আর আপনি বিশ্লেষণ কিংবা রিসার্চের সময় হয়তো FAQ ( Frequently Asked Question) দেখার কথা ভুলে গিয়েছেন, কারণ তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যেটি দেখলেই আপনার শেষের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি। আপনার জন্য তিনটি প্রশ্ন রাখলাম। ১. এক্সিলারেশন কখন প্রয়োজন হয়? ২. নরমালী মিমপুল থেকে ক্যান্ডিডেট ব্লকের জন্য যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলি নেয়া হয়। তাহলে viabtc কিভাবে একটা ট্রাঞ্জেকশন এক্সিলারেট করে যদি তারা বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশনগুলোই এড করে? ৩. viabtc ঘন্টায় ফ্রি ট্রাঞ্জেকশন এক্সিলারেট ছাড়া পেইড এক্সিলারেট করে, সেটা কি এবং কিভাবে কাজ করে? viabtc ঘন্টায় ১০০ টা (আমি ভুলে একটা বলেছি) ফ্রি এক্সিলারেট করে। এই তিনটা প্রশ্নের উত্তর আপনি যথার্থভাবে বলতে পারলে আশা করি আমার আগের পোস্ট এর অর্থ যথার্থ বুঝবেন। আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু তাড়াহুড়োতে রিপ্লাই দিতে গিয়ে, আপনি আমার কথার যথার্থটি বুঝতে পারেননি। এটা আমি বুঝতে পারলাম এবং যারা আপনার ও আমার পোষ্টটি মনযোগসহ পড়েছে, তারাও হয়তো এই বিষয়ে একমত হবে। আসেন আপনাকে আবারও উত্তর দিতেছি এবং এবার দয়া করে, ঠান্ডা মাথায় পইড়েন। কিংবা কোনো লাইনে সন্দেহ থাকলে টেলিগ্রাম তো আছেই। এখানে অযথা এভাব রিপ্লাই দিয়ে, আমাদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। এমন ভাবভগ্নি তৈরি নাহ করাই ভালো বলে আমি মনে করি। ১) আপনার বিটকয়েন ট্রান্সজকেশনটি এখনো unconfirmed রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার pending কিংবা unconfirmed ট্রান্সজেকশনটি খুবই দ্রুত সময়ে এবং কম ফি দিয়েই কনফার্ম করতে। এই সময় আপনার এক্সিলারেশন প্রয়োজন হয়। ২) এই প্রশ্নের উত্তর viaBTC এর FAQ পেজেই দেয়া আছে। আপনি যদি FAQ এর উপরের অংশে নজর দিতেন কিংবা পড়তেন। তাহলে এমন প্রশ্ন হয়তো করতেন নাহ। তারা বলেই দিয়েছে যে, আপনি যখন এক্সিলারেশন করবেন, সেটিকে তারা প্রাধান্য দেয় বেশি। এখন আপনি নিজেই ভাবেন, নোড কিংবা মাইনিং পুল এই এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে প্রাধান্য দিতেছে। তার মানে আপনার মিমপুল থেকে যতই বড় মাইনিং টিপ দেওয়া ট্রান্সজেকশন কেন্ডিডেট পুলে আসুক নাহ কেন, তারা এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে পরবর্তী ব্লকে কনফার্ম করে দিবে। এখন আপনার প্রশ্ন যদি আসে যে, পরবর্তী ব্লক যদি viaBTC কনফার্মে নাহ করতে পারে। তাহলে কি লাভ হইলো। এটিরও উত্তর দিয়েছিলাম, কিন্তু সেটারও মানে আপনি উল্টো বুঝেছেন। নিচে পইড়া দেখেন, আবারও বলে দিলাম সহজ ভাষায়। ৩) দ্বিতীয় প্রশ্নটির উত্তরটি যদি এবার বুঝতে পারেন (সময় নিয়ে পড়লে অবশ্যই বুঝতে পারবেন), তাহলে এটার উত্তরও viaBTC এর ওই পেজে দেওয়া আছে। তারপরও বলি, এক্সিলারেশন সার্ভিসটা মূলত মাইনারদের তরফ থেকে কমিউনিটির জন্য একটি ফ্রি সার্ভিস, যেখানে সাধারণ জনগণকে এই সুবিধাটি দেওয়া হয়। এতে হয়তো মাইনারদের একটি ব্লক কনফার্মে কম লাভ হতে পারে, কিন্তু সেটি নগণ্য বলাই যায়। কিংবা ১০০ টি ফ্রি এক্সিলারেশন করলেও হয়তো একটি মাত্র ব্লকে তাদের কম লাভ হবে। তার মানে এই নাহ যে, সবাই এই এক্সিলারেশন দিনরাত ব্যবহার করতেছে। পেইড এক্সিলারেশনের বিষয়টিও viaBTC তে বলাই রয়েছে যে, তারা একটি অতিরিক্ত ফি নিবে। তাই যেটা আপনি ফ্রিতে করতেছেন, সেটি এবার অতিরিক্ত ফি দিয়ে করে নিবেন। সহজ হিসাব এবং আবারও বলবো যে, viaBTC এর ওই পেইজটি ভালো করে পড়েন কিংবা অন্যান্য এক্সিলারেশন সাইটগুলোর FAQ গুলো দেখে আসেন। শুধুমাত্র মিমপুল আর কেন্ডিডেট ব্লক নিয়ে পড়ে থাকলেই হবে নাহ। এবারও যদি বুঝাতে নাহ পারি, তাহলে আমি ব্যর্থ যে, সঠিক তথ্য দেওয়ার পরও আমার তথ্য ভুল।
সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কিংবা অন্যান্যরা ভাবতেছেন যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশন শুধুমাত্র viaBTC মাইনার দ্বারা ব্লক কনফার্ম হলেই ট্রান্সজেকশন কনফার্ম হবে। আসলে সেটি মোটেও নাহ। কেননা তারা বলে দিয়েছে যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনটি অন্যান্য মাইনিং পুলের কনফার্ম করা ব্লকেও কনফার্ম হতে পারে। সহজ ভাষায়, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনকে গুরুত্ব দেয়া হয় অটো ক্রিপ্টের মাধ্যমে এবং এটির মাইনিং টিপ কম হোক অন্যান্যদের তুলনায়।
যদি অন্যান্য ব্লকে ট্রাঞ্জেকশন কনফার্ম করাই থাকে? তাহলে সেখানে কনফার্মেশন কিংবা এক্সিলারেশন কোনটার ব্যাপার আসবেই বা কেন? আমি যেটায় উত্তর দিয়েছি, সেটি পড়ে দেখেন আবার। ViaBTC তে আপনি যদি এক্সিলেরশন করেন, তাহলে ViaBTC পরবর্তী ব্লকে ট্রান্সজেকশন কনফার্ম করবে এমন নাহ। এটি অন্যান্য মাইনিং পুলের দ্বারাও কনফার্ম হতে পারে। আমি বিষয়গুলো সঠিকভাবেই বলার পরও যদি আপনি নিজে ভালোভাবে নাহ বুঝে, কথার উল্টো মানে তৈরি করেন, তাহলে আমার কেনো কারো সাধ্য নাই আপনাকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার। বাকি আর অন্যান্য বিষয়ের রিপ্লাই কালকে দিবো, কারণ আপনি কিংবা অন্যান্যরা যেমন ব্যস্ত। আমিও তেমন ব্যস্ত ভাই।
ইন্টারন্যাশনাল একটা আলোচনার লিংক আপনাকে দিয়েছি। আপনি মনে হয় সেটা পড়েন নাই আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই। ইন্টারন্যাশনাল ফোরামের আলোচনার একটা উত্তর হুবহু কোট করছি। আপনি চাইলে এইটা পড়ে আসতে পারেন। আপনি হয়তো আমার কথাটাই বুঝতে পারেন নাই। আবারও বলতেছি যে, আমি পোষ্টটি দেখেছি, কিন্তু সেই আলোচনাটি আমাদের মতোই ইন্টারনেটের তথ্যের উপর ভিত্তি করে, নাকি কোনো মাইনার আসলেই কাজটি করে দেখাইলো। এবার আমার কথার ভাবার্থ হয়তো বুঝতে পেরেছেন। খুশি হইলাম যেনে যে, আপনি কালকে সময় দিয়েছেন, কিন্তু আর খুশি হতাম যদি ৩০ মিনিটে রিপ্লাই নাহ দিয়ে, viaBTC এর পেইজটি একটু দেখতেন। আর একটি বিষয়, আপনিও জানেন যে, আমি যখন কোনো কিছু বলি, সেটি নিয়ে সকল বিষয় জানার পরই বলে থাকি। আমি অন্যান্যদের মতো নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত নই, কিংবা নিজের যা মনে হলো সেটি বললাম। আর আপনি যদি আমার কথাগুলো বুঝতেন, তাহলে মানুষ হয়তো দ্বিধায় পড়তো নাহ।
মজার বিষয় হলো, আমার পোষ্টটি করার মাত্র কিছু সময় পরেই (মাত্র ৩০ মিনিটের মধ্যেই) @mimosizz পোষ্টটি করেছি। আসলেই মজার বিষয়।
|
|
|
|
|