Bitcoin Forum
April 27, 2024, 04:55:39 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 295 296 297 298 299 300 301 302 303 304 305 306 307 308 309 310 311 312 313 314 315 316 317 318 319 320 321 322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337 338 339 340 341 342 343 344 [345] 346 347 348 349 350 351 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 366 367 368 369 370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 ... 525 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 3717922 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1800 posts by 83+ users deleted.)
Septex
Jr. Member
*
Offline Offline

Activity: 45
Merit: 7


View Profile
April 26, 2023, 04:50:48 PM
 #6881

কেউ কি আমাকে গুগল গিফ্ট কার্ড কেনা বেচার জন্য buysellvouchers.com এর মতো প্লাটফর্ম খুঁজে দিতে পারবেন ?
যারা কিনা কম চার্জ নেবে বাইসেল ভাওচার এর মতো ০.৪% বিক্রেতা ও ০.৩% ক্রেতার জন্য ।


গুগল গিফ্ট কার্ড কেনার জন্য buysellvouchers.com একটি ভাল প্লাটফর্ম হতে পারে, কেননা এটি বিভিন্ন ধরনের উপায়ে অনলাইন পেমেন্ট গ্রহণ করে এবং বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে। এটি ব্যবহারকারীদের কার্ড কেনার জন্য একটি সুরক্ষিত প্লাটফর্ম হিসাবে পরিচিত এবং স্বচ্ছতার দিক থেকে অত্যন্ত বিশ্বস্ততার জন্য জানা হয়।
তবে ক্রেতার দিক থেকে বিক্রেতাদের মূল্য কম হওয়া উপভোগ করা সম্ভব হতে পারে না। কারণ buysellvouchers.com ক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে না, তবে এটি বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে যারা গুগল গিফ্ট কার্ড বেচে থাকেন।
তবে আমি সুপারিশ করব যে আপনি যদি গুগল গিফ্ট কার্ড কেনার জন্য কোনও প্লাটফর্ম ব্যবহার করতে চান তবে আপনাকে সম্ভবত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চেক করা উচিত।
সম্পূর্ণ ChatGPT থেকে সংগ্রহ করা।
Advertised sites are not endorsed by the Bitcoin Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction.
Bitcoin_people
Sr. Member
****
Offline Offline

Activity: 490
Merit: 309


Bitcoin Halving Year 🎗️🎭


View Profile WWW
April 26, 2023, 05:06:55 PM
Last edit: April 26, 2023, 05:27:50 PM by Bitcoin_people
Merited by LDL (1)
 #6882

আমার একটা সমস্যা হয়েছে দয়া করে কেউ সাহায্য করুন। আমি যে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়েছি সেখানে Safepal Wallet থেকে Beach32 address দিয়েছি কিন্তু পরবর্তীতে আমার মনে একটি প্রশ্ন জাগলো।
এর আগে আমি ifran_pak10 এর SECONDLIVE ক্যাম্পেইনে সিগনেচার ক্যাম্পেইন করেছি এবং পরবর্তীতে টোকেন এর জন্য SECONDLIVE website এ ওয়ালেট কানেক্ট করেছিলাম। আমার এখন মনে হচ্ছে ওয়ালেট কানেক্ট করাটা বোকামি হয়েছে আমার কিন্তু এখন আমি ওই ওয়ালেট Address দিয়ে সিগনেচার চালিয়ে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে আমি যে অন্য ক্যাম্পেইন গুলোতে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাড্ডেস দিয়েছি Mycelium ওয়ালেট থেকে এখন আমি কি এটা নিয়ে পরবর্তীতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
আমার মনে হয় না পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে। তবে Mycelium ওয়ালেট থেকে আপনি যে এড্রেস দিয়েছিলেন হয়তো আপনি এখন আর বের করতে পারবেন না কেননা মাইসেলিয়াম ওয়ালেটের আপডেটের কারণে নতুন করে ওয়ালেট এড্রেস জেনারেট হয়েছে। আপনি যদি পুরাতনের এড্রেস বের করতে চান তাহলে আপনাকে মেসেজ সাইন অপশনে আপনি পুরাতন এড্রেসগুলো পাবেন।
Safepal ওয়ালেট এবং ট্রাস্ট (Trust Wallet) মোটামুটি একই রকম। আপনি যেহেতু Altcoin (Bounty) এর জন্য সম্ভবত Bep20 এড্রেস দিয়ে ইরফান পাক স্যারের বাউন্টিতে জয়েন করেছিলেন সেও তো আপনি যদি ওই এড্রেস দ্বিতীয় বার ব্যবহার না করেন তাহলে কোন সমস্যা নেই। তবে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, বিটিসি পেইড সিগনেচারগুলোতে যোগ হবে তখন আপনি একটি বিশ্বস্ত ওয়ালেট এড্রেস ব্যবহার করবেন।
আমিও প্রথমে বিভিন্ন ওয়ালেট থেকে বিভিন্ন এড্রেস ব্যবহার করে সিগনেচার ক্যাম্পেইনের যোগ হতাম কিন্তু ফোরামের কিছু বড় ভাইয়ের কথামতো এখন আমি  Mycelium (সিগনেচার ক্যাম্পেইনের জন্য)Electrum (Bitcoin হোল্ড করার জন্য) এই দুটো ওয়ালেট ব্যবহার করি। আমার কাছে ইলেকট্র্রাম ওয়ালেটকে সব থেকে নিরাপদ মনে হয়।
আমি এইটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম কিন্তু আপনার কথাটি শুনে আমি চিন্তিত মুক্ত হলাম। যদি পরবর্তীতে সমস্যা না হয় তাহলে সেটা আমার জন্য অনেক ভালো হবে। তবে আমি ওই এড্রেসটি আর ব্যবহার করছি না পুনরায় আমি একটি Mycelium ওয়ালেট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আর আমি মনে করি এই অনেকটি অনেক শক্তিশালী। দীর্ঘদিন হোল্ড করার জন্য এই সফটওয়্যার অনেকগুলো সবচেয়ে ভালো তবে আপনি যে এই দুটি ওয়ালেট ব্যবহার করেন এই দুটি ওয়ালেট ওই খুবই ভালো সবদিক থেকেই। আর আমার মনে হয় এই সফটওয়্যার ওয়ালেট গুলো ব্যবহার করা আমাদের সবার জন্যই ভালো হবে এবং এবং আমাদের অর্থ নিরাপদ রাখার জন্য শক্তিশালী ওয়ালেট ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যেহেতু আপনি ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন সেহেতু আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেই, আপনি এখানে সেখানে যে সকল লিংক দেওয়া থাকে অর্থাৎ Airdrops করার জন্য কোন Phishing website এ ওয়ালেট কানেক্ট করবেন না। মাঝে মাঝে ট্রাস্ট ওলেট হ্যাক হওয়ার কথা শোনা যায় শুধুমাত্র Phishing সাইটগুলোতে ওয়ালেট কানেক্ট করার জন্য।
আমি ওয়ালেট কানেক্ট করেছি কিন্তু আমার মনে হচ্ছে এই ওয়েবসাইটটি ভালো। আমি কখনোই এরকম ভুল করবোনা যেকোনো এয়ার্ড্রপ লিংক নিয়ে আমার ওয়ালেটে কানেক্ট করব। কেননা আমি এর আগে এরকম একটি ফেইক ইয়াড্রব এর সম্মুখীন হয়েছিলাম যেটিতে আমার অনেক বড় ক্ষতি হয়েছিল এবং আমার ওয়ালেট হ্যাক করে কিছু পরিমাণ ডলার নিয়ে গিয়েছিল। তারপর থেকে আমি কোন এয়ার্ডপে যুক্ত হই না এবং সব সময় এয়ার ড্রপ লিংক থেকে দূরেই থাকি। তবে সফটওয়্যার অনেকগুলো আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়।



বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
এটা সত্যিই খুবই দুঃখজনক একটি ব্যাপার। এই ফোরামে আরো অনেক সিগনেচার ক্যাম্পেইন আছে যেগুলোতে লোকাল বোর্ড এর পোস্ট পাঁচটি করে কাউন্ট করা হয় কিন্তু আপনি যে সিগনেচার ক্যাপ্টেনটিতে ঢুকেছে ওই ক্যাম্পেইন এর রুলস একেবারেই আলাদা। তবে আপনি দুই সপ্তাহ এত পরিশ্রম করার পরও যখন পেমেন্ট থেকে বঞ্চিত হয়েছেন এটা শুনে খুব দুঃখ লাগলো। বাংলা আমাদের মাতৃভাষা যার জন্য আমরা দীর্ঘ নয়মাস যুদ্ধ করেছি এই মাতৃভাষাকে পাবার জন্য। তবে আপনাকে যেভাবে এই বাংলা পোস্টের কারণে ওয়ার্নিং দিয়েছে তাই আমি মনে করি ঐরকম সিগনেচার ক্যাম্পেইনে থাকার চাইতে না থাকা অনেক ভালো। কেননা নিজের দেশের বোর্ডে পোস্ট করে যদি মনের ভাষাটায় প্রকাশ না করতে পারি তাহলে এই ফোরামের সময় দেওয়ার কোন মানেই হয় না। তো আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন অবশ্যই এটি যুক্তি কর আপনি এই সিগনেচার ক্যাম্পেইন থেকে চলে আসুন। কেননা যেখানে আমাদের মাতৃভাষাকে অসম্মান করা হয় সেখানে থাকার কোন প্রয়োজন নেই আমি আপনার জন্য দোয়া করি আপনি যাতে অতি শীঘ্রই ভাল একটি সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হতে পারেন।



কেউ কি আমাকে গুগল গিফ্ট কার্ড কেনা বেচার জন্য buysellvouchers.com এর মতো প্লাটফর্ম খুঁজে দিতে পারবেন ?
যারা কিনা কম চার্জ নেবে বাইসেল ভাওচার এর মতো ০.৪% বিক্রেতা ও ০.৩% ক্রেতার জন্য ।


গুগল গিফ্ট কার্ড কেনার জন্য buysellvouchers.com একটি ভাল প্লাটফর্ম হতে পারে, কেননা এটি বিভিন্ন ধরনের উপায়ে অনলাইন পেমেন্ট গ্রহণ করে এবং বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে। এটি ব্যবহারকারীদের কার্ড কেনার জন্য একটি সুরক্ষিত প্লাটফর্ম হিসাবে পরিচিত এবং স্বচ্ছতার দিক থেকে অত্যন্ত বিশ্বস্ততার জন্য জানা হয়।
তবে ক্রেতার দিক থেকে বিক্রেতাদের মূল্য কম হওয়া উপভোগ করা সম্ভব হতে পারে না। কারণ buysellvouchers.com ক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে না, তবে এটি বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে যারা গুগল গিফ্ট কার্ড বেচে থাকেন।
তবে আমি সুপারিশ করব যে আপনি যদি গুগল গিফ্ট কার্ড কেনার জন্য কোনও প্লাটফর্ম ব্যবহার করতে চান তবে আপনাকে সম্ভবত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চেক করা উচিত।
সম্পূর্ণ ChatGPT থেকে সংগ্রহ করা।
আপনি যে পোস্টটি করেছেন তা ঠিক আছে কিন্তু আপনার একটি ভুল হল কপি পেস্ট করা। কেননা আপনি যদি কপি পেস্ট করেন তাহলে ভবিষ্যতে আপনার আইডি র জন্য বিশাল একটি রিক্স থেকে যাবে। তাই আমি মনে করি আপনার মনের থেকে এবং জ্ঞান করে পোস্ট করুন। এরকম chatgpt থেকে পোস্ট করলে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্ট ব্যান ও হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হন এবং নিজের জ্ঞানে পোস্ট করে যান এবং কোন কিছু না বুঝলে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিবেন এখানে আপনার যেকোনো বিষয়ে জানার থাকলে বলবেন সকলেই আপনাকে সাহায্য সহযোগিতা করবে।
ধন্যবাদ।

.
Duelbits
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
///  PLAY FOR FREE  ///
WIN FOR REAL
█████
██
██
██
██
██
██
██
██
██
██
██
█████
██████████████████████████████████████████████████████
.
PLAY NOW
.
██████████████████████████████████████████████████████
█████
██
██
██
██
██
██
██
██
██
██
██
█████
tjtonmoy
Sr. Member
****
Offline Offline

Activity: 1008
Merit: 366


View Profile WWW
April 26, 2023, 08:46:47 PM
 #6883

বিটকয়েন এর মূল লক্ষ্য যেটা বললেন, সেটার সাথে আমি একমত। কিন্তু বিটকয়েন ভ্যালু তৈরীর জন্য আবিস্কার করে নাই এটার সাথে আমি একমত হতে পারলাম না। যেই জিনিসের সাপ্লাই একটা লিমিট করা থাকবে, সেটার ভ্যালু কিন্তু এক সময় এমনিতেই বেড়ে যাবে। এটা যদি উদ্দেশ্য নাও হয়ে থাকে, সময়ের সাথে সাথে কিন্তু এটার ভ্যালু এমনিতেই বেড়ে যাবে এবং যাচ্ছে। সাতোশি যদি এ উদ্দেশ্য নাও নিয়ে থাকে, আমরা কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে নিয়েছি। কম বেশি সবাই বিটকয়েনের দাম বাড়বে ভেবেই বিটকয়েন হোল্ড করে থাকি। জানি না এখানে কয়জন হোল্ড করে আর কয়জন এমনিতেই ইউজ করে, তবে যারা হোল্ড করে, সবাই একটা আশাই করে থাকে সেটা হচ্ছে বিটকয়েনের দাম বাড়বে আর আমরা প্রফিট করবো।

আমরাই কিন্তু আবার মারকেটে বলে বেড়াচ্ছি ফিয়াট মানি ডেড! বিটকয়েন হবে মূল কারেন্সি। ফিয়াট মানি টয়লেট পেপার হিসাবে ইউজ করা হবে। আরো কতো কি। তবে শেষ কথা হলো, বিটকয়েন থাকবে, পাশাপাশি ফিয়াট মানিও কিন্তু থাকবে। এটাকে টয়লেট পেপার হিসাবে কবে নাগাদ ইউজ করা যাবে, সেটার ভবিষ্যৎবানী কেউ এখনি করতে পারবে না।
জি ভাই, আপনার উত্তর টা আপনি নিজেই দিয়েছেন। আমরা নিজেরাই এইটার একটা ভ্যালু তৈরী করে বসে আছি। যার কারণে আমাদের না চাইতেও বিটকয়েন কে ইউ এস ডি এর সাথে তুলনা করে তার ভ্যালু নির্ধারন করতে হয়। আপনি ভাবেন যদি এইটা কমপেয়ার না করে সুধু জিনিশ পত্রের সাথে তুলনা করে ভ্যালু অ্যাড করা হইত। তাহলে অবশ্যই ১ বিটকয়েন = ১ বিটকয়েন ই থাকত। আর টয়লেট পেপার হিসেবে ব্যবহার এর জন্য বিটকয়েন এর লিগ্যালিটি না, দেশের ইকোনোমি দায়ী হবে। যেটার ভ্যালু যতদিন থাকবে তা ততদিন ব্যবহার হবে। ভ্যলু শেষ তো ওইটা টয়লেট পেপার ছাড়া কিছুই না। আমি তো ভাবতেছি পেপার প্লেন বানিয়ে উড়াবো। বড়লোক দের মত আমার টাকা উড়ানোর শখ।  Grin
LDL
Hero Member
*****
Offline Offline

Activity: 574
Merit: 582



View Profile
April 27, 2023, 01:53:45 AM
Merited by Bitcoin_people (1)
 #6884

একটি ভুল বানানের ১০টি বছর

আমরা যারা ২০১০ সালের আগে কলেজে ছিলাম তারা হয়তো ভুল বানানের বিষয়গুলো নিয়ে খুব যত্নশীল ছিল। আমাদের প্রশ্নপত্রের ভিতরে একটি কথা লেখা থাকতো "একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয় " এবং"এবং প্রতি চারটি ভুল বানানে একটি করে নম্বর কাটা যেত" ‌। বর্তমান যুগের ছাত্রদের যদি এভাবে আগের নিয়মগুলো প্রয়োগ করা হয় তাহলে তাদের কি অবস্থা হবে এটা ধারণা করা রীতিমতো অবাক করা বিষয় হয়ে দাঁড়াবে।
উপরের কথাগুলোর বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভুল বানান রীতিমতো অগ্রহণযোগ্য কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে একটি ভুল বানান বিগত ১০ বছর ধরে খুবই জনপ্রিয় হয়ে আসছে। বানানটির সাথে কম বেশি সবাই পরিচিত আছেন । HOLD এবং HODL
সঠিক বানান HOLD
ভুল বানান HODL
কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে HODL ভুল বানানটি বিগত 10 বছর ধরে দারুন জনপ্রিয় এবং মানুষকে এই শব্দকে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ব্যবহার করে। দীর্ঘমেয়াদী ক্রিপ্টোকারেন্সি ধরে রাখার জন্য HODL শব্দটি ব্যবহার করে। শব্দটির একটি গঠনগত অর্থ দিয়ে নিয়েছেন যা "প্রিয় জীবনের জন্য মজুদ/ধরে রাখা" বোঝায়।
HODL: Hold On for Dear Life

HOLD শব্দটি ২০১৩ সালে আমাদের এই বিটকয়েন ফোরামের কোন এক ব্যক্তি ভুলবশত পরের D কে আগে লিখে HODL শব্দটি প্রয়োগ করে কিন্তু ওই ব্যক্তি এই ভুল শব্দটিকে সংশোধন না করে তার পোস্ট চালিয়ে যায় এবং এই ভুল করা শব্দটি শেষমেষ ফোরামের একটি গুরুত্বপূর্ণ শব্দ হয়ে দাঁড়ায় যা আপনারা সবাই জেনে থাকবেন। ক্রিপ্টোকারেন্সিকে দীর্ঘমেয়াদি অর্থাৎ দু চার, দশ বছরের জন্য প্রিয় জীবনের জন্য মজুদ করে রাখাকে বোঝানোর জন্য HODL শব্দটি ব্যবহার করে থাকে। তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।

███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
Suzume
Member
**
Offline Offline

Activity: 322
Merit: 26

Be Happy ☺️


View Profile
April 27, 2023, 03:29:51 AM
Last edit: April 27, 2023, 04:01:54 AM by Suzume
 #6885

কথায় আসে ওল্ড ইজ গোল্ড ।। এই কথাটি সত্য হলেও সবসময় ওল্ড ইজ গোল্ড হয় না।। কারণ আমরা ফোরাম এ নতুন ইউজার আমরা যখন থাকে এসেছি তখন ফোরামে মেরিট সিস্টেম চালু হয়ে গেসে।। আমাদের মধ্যে অনেকেই জানে না যে পূর্বে ফোরাম এ কোনো মেরিট সিস্টেম ছিল না ।। এটা আমি নিজেও জানতাম না যে আজ থাকে প্রায় পাঁচ বছর আগেও পোস্ট এবং অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে rank বৃদ্ধি পেত ।। পরবর্তী তে এই সিস্টেম বন্ধ করে মেরিট সিস্টেম নিয়ে আসা হয়।। কারণ তখন অনেকে অনেক কিছু জানতে না কিন্তু তাদের অনেক বড় বড় আইডি তৈরি হয়ে গেসিলো শুধু মাত্র পোস্ট এর জন্য।। যদিও তারা উচ্চ rank অর্জন করতে সক্ষম হয়েছিল কিন্তু তখন কার সময় অ্যাকটিভিটি নির্ভর rank হওয়ায় অনেকে অনেক বিষয় সম্পর্কে বোধ গম্য ছিল না।। কিন্তু এই সিস্টেম টি আজ থেকে পাঁচ বছর আগে বন্ধ করে দেওয়া হয় এবং মেরিট সিস্টেম চালু করা হয়।। এই মেরিট সিস্টেম চালু করার পরে আমাদের মত নবাগত দের আইডির rank বৃদ্ধি করতে যদিও একটু কষ্ট হয় কিন্তু এর ফলে আমাদের শিক্ষার কোনো ত্রুটি থাকছে না।। আমরা পরিপূর্ন ভাবে ছোট থেকে তিলে তিলে আমাদের আইডি গড়ে তুলছি এবং আমাদের জানার মধ্য যতো দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে তো আমাদের আরো জানার আগ্রহ জন্মাচ্ছে ।।
Negotiation
Sr. Member
****
Offline Offline

Activity: 1036
Merit: 261


★Bitvest.io★ Play Plinko or Invest!


View Profile WWW
April 27, 2023, 03:59:58 AM
 #6886

সঠিক বানান HOLD
ভুল বানান HODL
কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে HODL ভুল বানানটি বিগত 10 বছর ধরে দারুন জনপ্রিয় এবং মানুষকে এই শব্দকে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ব্যবহার করে। দীর্ঘমেয়াদী ক্রিপ্টোকারেন্সি ধরে রাখার জন্য HODL শব্দটি ব্যবহার করে। শব্দটির একটি গঠনগত অর্থ দিয়ে নিয়েছেন যা "প্রিয় জীবনের জন্য মজুদ/ধরে রাখা" বোঝায়।
HODL: Hold On for Dear Life


HODL: The Cryptocurrency Strategy of "Hold on for Dear Life" Explained  জি ঠিক বলেছেন এখন এটাই ক্রিপ্টোকারেন্সিতে এটাই এখন সঠিক ব্যাক্য হিসেবে সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে।

 
তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।

অভাব প্রতিটা মানুষের জীবনেই আছে এবং চিরদিন সেটা থাকবেই, অভাবের শুধু প্রকারবেদ ভিন্ন হয়ে থাকে। আমরা সাধারন যেসকল ভুল করে থাকি তা হচ্ছে আমরা প্রথমেই অনেক বেশি পরিমানে অর্থ জমা রাখার সিদ্ধান্ত নেই সমস্যা টা এখানেই, আমাদের সবার উচিৎ সম্ভব হলে নিজেদের জীবনের এবং পারিবারিক চাহিদা পূরণ করার পরে সামান্য পরিমানে কিছু কোরে অর্থ (বিটকয়েন) বা অন্য কোনো সম্পদ জমা করার চেস্টা করা। এগুলা যদিও সময় সাপেক্ষ্য এবং দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে ।




BIG WINNER!
[15.00000000 BTC]


▄████████████████████▄
██████████████████████
██████████▀▀██████████
█████████░░░░█████████
██████████▄▄██████████
███████▀▀████▀▀███████
██████░░░░██░░░░██████
███████▄▄████▄▄███████
████▀▀████▀▀████▀▀████
███░░░░██░░░░██░░░░███
████▄▄████▄▄████▄▄████
██████████████████████
▀████████████████████▀
▄████████████████████▄
██████████████████████
█████▀▀█▀▀▀▀▀▀██▀▀████
█████░░░░░░░░░░░░░▄███
█████░░░░░░░░░░░░▄████
█████░░▄███▄░░░░██████
█████▄▄███▀░░░░▄██████
█████████░░░░░░███████
████████░░░░░░░███████
███████░░░░░░░░███████
███████▄▄▄▄▄▄▄▄███████
██████████████████████
▀████████████████████▀
▄████████████████████▄
███████████████▀▀▀▀▀▀▀
███████████▀▀▄▄█░░░░░█
█████████▀░░█████░░░░█
███████▀░░░░░████▀░░░▀
██████░░░░░░░░▀▄▄█████
█████░▄░░░░░▄██████▀▀█
████░████▄░███████░░░░
███░█████░█████████░░█
███░░░▀█░██████████░░█
███░░░░░░████▀▀██▀░░░░
███░░░░░░███░░░░░░░░░░
▀██░▄▄▄▄░████▄▄██▄░░░░
▄████████████▀▀▀▀▀▀▀██▄
█████████████░█▀▀▀█░███
██████████▀▀░█▀░░░▀█░▀▀
███████▀░▄▄█░█░░░░░█░█▄
████▀░▄▄████░▀█░░░█▀░██
███░▄████▀▀░▄░▀█░█▀░▄░▀
█▀░███▀▀▀░░███░▀█▀░███░
▀░███▀░░░░░████▄░▄████░
░███▀░░░░░░░█████████░░
░███░░░░░░░░░███████░░░
███▀░██░░░░░░▀░▄▄▄░▀░░░
███░██████▄▄░▄█████▄░▄▄
▀██░████████░███████░█▀
▄████████████████████▄
████████▀▀░░░▀▀███████
███▀▀░░░░░▄▄▄░░░░▀▀▀██
██░▀▀▄▄░░░▀▀▀░░░▄▄▀▀██
██░▄▄░░▀▀▄▄░▄▄▀▀░░░░██
██░▀▀░░░░░░█░░░░░██░██
██░░░▄▄░░░░█░██░░░░░██
██░░░▀▀░░░░█░░░░░░░░██
██░░░░░▄▄░░█░░░░░██░██
██▄░░░░▀▀░░█░██░░░░░██
█████▄▄░░░░█░░░░▄▄████
█████████▄▄█▄▄████████
▀████████████████████▀




Rainbot
Daily Quests
Faucet
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 504
Merit: 806


#SWGT CERTIK Audited


View Profile WWW
April 27, 2023, 04:01:39 AM
Merited by Little Mouse (1), LDL (1)
 #6887

HOLD শব্দটি ২০১৩ সালে আমাদের এই বিটকয়েন ফোরামের কোন এক ব্যক্তি ভুলবশত পরের D কে আগে লিখে HODL শব্দটি প্রয়োগ করে কিন্তু ওই ব্যক্তি এই ভুল শব্দটিকে সংশোধন না করে তার পোস্ট চালিয়ে যায় এবং এই ভুল করা শব্দটি শেষমেষ ফোরামের একটি গুরুত্বপূর্ণ শব্দ হয়ে দাঁড়ায় যা আপনারা সবাই জেনে থাকবেন। ক্রিপ্টোকারেন্সিকে দীর্ঘমেয়াদি অর্থাৎ দু চার, দশ বছরের জন্য প্রিয় জীবনের জন্য মজুদ করে রাখাকে বোঝানোর জন্য HODL শব্দটি ব্যবহার করে থাকে। তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।

সেই লোকটি ছিলো GameKyuubi. মজার ব্যাপার হলো উনি নিজেই কিন্তু জানতো যে সে বানান ভূল করেছে। কিন্তু সে অনেকটা ডোন্ট কেয়ার টাইপের মানুষ। সে পরে একটা থ্রেড খুলেছিলো এটা নিয়ে I AM HODLING এবং তার ঘটনাটি শেয়ার করেছিলো। তার গার্লফ্রেন্ড তাকে বলছিলো বিটকয়েন তো ক্রাশ করছে, তুমি কেনো এখনো হোল্ড করছো? এই লোক নিজেকে ব্যাড ট্রেডার মনে করতো। আমারাও অনেকেই আছি ট্রেডিংয়ে এক্সপার্ট না। সে বার বার কেনা আবার সেল করা কে বিরক্ত মনে করেছিলো। যে কারনে সে বিটকয়েন হোল্ড করছিলো। লেখার সময় দুইবার HOLD যায়গায় HODL লিখেছিলো। আসলে সে নেশাগ্রস্থ ছিলো যখন লেখাটি লেখেছিলো। পরবর্তী তে এটাই ফোরামে অনেক জনপ্রিয় হয়ে যায়।

Suzume
Member
**
Offline Offline

Activity: 322
Merit: 26

Be Happy ☺️


View Profile
April 27, 2023, 04:18:12 AM
 #6888



 তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।



ভাই আমরা সামাজিক জীব আর মানুষ এর অবস্থা সবসময এক রকম থাকে না ।। মানব জীবনে কোনো কিছু দীর্ঘস্থায়ী নয়।। ওঠা নামা আবার উঠে দাড়ানো আমাদের জীবনে একটি অংশ ।। যদি মানুষ এর জীবনে ওঠা নামা না থাকতো তাহলে আমাদের জীবন এর কোনো মূল্য থাকতো না।। আমাদের জীবনে অর্জন পতন আছে বলে আমাদের মধ্যে কিছু অর্জন করার আগ্রহ জন্মায় এবং আমাদের সকলের জীবন এই ভাবে চলছে।। ভাই দুআ করি আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যার সমাধান খুব সিগ্রহি খুজে পাবেন ইনশাল্লাহ।।
development327
Newbie
*
Offline Offline

Activity: 23
Merit: 10


View Profile
April 27, 2023, 05:21:27 AM
 #6889

যারা নতুন আছেন বিটকয়েন সকল ধরনের তথ্য জানতে আগ্রহী আছেন তারা এই ওয়েবসাইট গুলোর উপর নজর রাখতে পারেন।

Coindesk - https://www.coindesk.com/

Coin Telegraph -
https://cointelegraph.com/

Bitcoin Magazine - https://bitcoinmagazine.com/

Reddit - https://www.reddit.com/r/Bitcoin/

বাংলাদেশী ওয়েবসাইট
Coinalap - https://www.coinalap.com/

এই ওয়েবসাইটগুলি সম্প্রতি সকল বিটকয়েন সংবেদনশীল তথ্য উন্নয়নে কাজ করে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এছাড়াও, এই ওয়েবসাইটগুলি সম্প্রতি বিটকয়েন মূল্য, সম্পদ বিনিময়, প্রযুক্তি সংবেদনশীল উন্নয়ন, আর্থিক ও আনুষাঙ্গিক সংবেদনশীল উন্নয়ন ইত্যাদি সম্পর্কে up-to-date তথ্য উন্নয়ন করে।
Aisorjo27
Newbie
*
Offline Offline

Activity: 4
Merit: 0


View Profile
April 27, 2023, 01:18:00 PM
 #6890

কেউ কি আমাকে buysellvouchers.com ওয়েবসাইট টার মতো গিফটকার্ড কেনা বেচার ওয়েবসাইট এর ধারণা দিতে পারবেন ? যারা buysellvoucher.com এর মতো ০.৪% ক্রেতার জন্য এবং ০.৩% বিক্রেতার জন্য চার্জ রাখে ।
Suzume
Member
**
Offline Offline

Activity: 322
Merit: 26

Be Happy ☺️


View Profile
April 27, 2023, 04:03:32 PM
 #6891

কে এর  Satoshi Nakamoto???
এই সম্পর্কে একটি আর্টিকেল দেখলাম আশাকরি আর্টিকেল টি ইনফরমেটিভ হবে ওই জন্য আমি পোস্ট করছি ।।



আর্টিকেল লিঙ্ক
roksana.hee
Full Member
***
Offline Offline

Activity: 434
Merit: 119


View Profile WWW
April 27, 2023, 04:32:12 PM
 #6892

কয়েকদিন ধরেই মনের ভিতর একটা প্রশ্ন উকি মারতেছিল, সেটা হচ্ছে বিটকয়েনের লোগো ডিজাইনার কে ছিল?

আজকে উত্তরটা পেয়ে গেলাম।
“সাতোশি ন্যাকামো” বিটকয়েনের লোগো ডিজাইন করেছিলেন। এই লোগো ডিজাইন নিয়ে তিনি ফেব্রুয়ারি ২৪, ২০১০ সালে বিটকয়েনটক ফোরামে একটা পোস্ট করেছিলেন। প্রথমে বিটকয়েন লোগোর যে সাইজটা পাবলিশ করা হয়েছিল, সেটা ছিল ৫৩০x৫২৯ পিক্সেল। পরবর্তীতে আপডেট করে ৩২x৩২ পিক্সেল এবং ৪৮x৪৮ পিক্সেল সাইজের করা হয়। তারপরের দিন, সাতোশি ন্যাকামো আরেকটা অরিজিনাল সাইজের একটা বিটকয়েন লোগো পাবলিশ করেন যেটা হচ্ছে ৫৪৬x৫৩১ পিক্সেল সাইজের করা হয়। সাইজটা দেখতে সত্যি অনেক ভালো লাগছিল কিন্তু অপেক্ষাকৃত বড় দেখাচ্ছিল। পরবর্তীতে বিটকয়েনের এই লোগোটাকে ১৬x১৬ পিক্সেল ২০x২০ পিক্সেল সাইজে কনভার্ট করা হয়। সাতোশি ন্যাকামো মতে, এটি সর্বোত্তম প্রোগ্রাম আইকন, তবে ওয়েবসাইটগুলোতে ব্যবহারের জন্য গ্রাফিক্সের বড় আকারেরও লোগো করার অনুমতি রয়েছে।



এই SVG ফাইলের এই PNG পূর্বরূপের আকার: 64 × 64 পিক্সেল। অন্যান্য রেজুলেশন: ২৪০ × ২৪০ পিক্সেল | ৪৮০ × ৪৮০ পিক্সেল | ৭৬৮ × ৭৬৮ পিক্সেল | 1,024 × 1,024 পিক্সেল | 2,048 × 2,048 পিক্সেল।

আসল ফাইল ‎(SVG ফাইল, সাধারণত 64 × 64 পিক্সেল, ফাইলের আকার: 1 KB)

কারো জানার আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন: https://bitcointalk.org/index.php?topic=64.msg504#msg504
Suzume
Member
**
Offline Offline

Activity: 322
Merit: 26

Be Happy ☺️


View Profile
April 27, 2023, 05:33:29 PM
Last edit: April 27, 2023, 06:10:12 PM by Suzume
Merited by Little Mouse (2), Learn Bitcoin (1)
 #6893

Snip


আপনি যেই লোগোটি পোস্ট করেছেন সেটি Bitcoin এর প্রথম লোগো না।। সর্ব প্রতম bitcon এর একটি লোগো ডিজাইন করা হয়  লোগো একটি স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট কেন্দ্রে লেখা হয়েছে ।।
 
 

এটি হচ্ছে Bitcoin এর সর্ব প্রথম লোগো ।। কিন্তু আমি যেই স্থান থেকে এই তথ্য পেয়েছি সেইখানে লোগো ডিজাইনার এর কোনো তথ্য দাওয়া হয় নি।।
সোর্স লিঙ্ক

পরবর্তি তে 24 February 2010 এ সাতোশি নাকামত স্যার নতুন একটি লীগ উপস্থাপন করেন যা তখন থেকে এখন পর্যন্ত ব্যাবহার হয়ে চলেছে ।। এই লোগোটি Bitcoin এর দ্বিতীয় লোগো যে লোগো তে স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট এর পরিবর্তে "BTC" এই লোগো পরিবর্তন করা হয় ।।

পোস্ট লিঙ্ক

এটি করার পরবর্তী তে তিনি নিজের মতামত চালান নি তিনি কমিউনিটির সকল এর কাছে জানতে চাইছেন যে সকলে নতুন লোগো ব্যাবহার একমত কি না ।। এই কারণ বসত তিনি সকল এর কাছে জানতে কমিউনিটি তে পোস্ট টি করেন ।।



পোস্ট লিংক  

bitboy নামক এক জন ব্যাক্তি Bitcoin এর বর্তমান লোগো ডিজাইনার।। যিনি এই স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট এর পরিবর্তে "BTC" এই লোগোটি ডিজাইন করেছেন।।



যদি জানার আগ্রহ থেকে থাকে তাহলে টপিক টি দেখে আসতে পারেন ।।More Bitcoin logos, buttons, and also some other graphics  







tjtonmoy
Sr. Member
****
Offline Offline

Activity: 1008
Merit: 366


View Profile WWW
April 27, 2023, 05:58:00 PM
 #6894

কে এর  Satoshi Nakamoto???
এই সম্পর্কে একটি আর্টিকেল দেখলাম আশাকরি আর্টিকেল টি ইনফরমেটিভ হবে ওই জন্য আমি পোস্ট করছি ।।

বিষয় টি একটি চোরাবালির মত। এটি নিয়ে আপনি যত ঘাটাঘাটী করবেন তত আপনি এর মধ্যে ডুবে যাবেন। সাতোশি নাকামোতো কে বা কারা এটি জানা অনেক কঠিন। বিটকয়েন এর সফলতার পিছনে এটির একটি বিশেষ ভূমিকা রয়েছে। বিটকয়েন যেমন ডিসেন্ট্রালাইজড, এর ক্রিয়েটর ও তেমন কারো অধীনে নয়। পরিচয় গোপন থাকায় কেউ চাইলেও সাতোশি কে খুজে পাবে না। যার ফলে এর কন্ট্রোল কেউ নিতে পারবে না কখনও। মার্কেটে বিটকয়েন এর থেকেও ভালো ভালো প্রোজেক্ট বিদ্যামান, তবে তারা কেনো বিটকয়েন এর মত সফলতা পাচ্ছে না? মূল কারণ সেন্ট্রালাইজড, এগুলো অন্যের অধীনে।
এগুলো নিয়ে যত কম ঘাটবেন, তত ভালো। তবে আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Lucky Star
Newbie
*
Offline Offline

Activity: 14
Merit: 0


View Profile
April 28, 2023, 06:11:26 AM
 #6895

প্রজেক্ট কি?

অনেকেই জানেন না যে প্রজেক্ট কি যারা এখনো জানেন না তাদের জন্য এই পোস্ট করলাম। প্রজেক্ট হচ্ছে এমন একটি উদ্যোগ, যা কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করা হয়ে থাকে। এই উদ্যোগ হতে পারে কোনো একটি নতুন প্রোডাক্ট তৈরি করা, কোনো নতুন সার্ভিস তৈরি করা অথবা কোনো ফলাফল পাওয়া। তবে প্রজেক্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে।
যেমন- এর নির্দিষ্ট একটি শুরু এবং শেষ থাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে শুরু হয়ে প্রজেক্টটি একটি নির্দিষ্ট সময়ে শেষ হতে হবে। এটি ইউনিক হতে হবে। অর্থাৎ অন্য কোনো প্রজেক্টের সাদৃশ্য হতে পারবে না। প্রতিটি প্রজেক্ট থেকে অবশ্যই একটি নতুন প্রোডাক্ট, সার্ভিস অথবা ফলাফল পাওয়া যাবে।
প্রজেক্ট স্বল্পস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে এটি চলমান প্রক্রিয়া নয়। কোনো একটি নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করার পর প্রজেক্ট সমাপ্ত হয়ে যায়।

উদাহরণস্বরূপ বলা যায়, একটি সফটওয়্যার তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে, অথবা একটি বাড়ি তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে। তবে এখানে উল্লেখ্য, ভিন্ন প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সফটওয়্যার তৈরি করা অথবা একাধিক বাড়ি তৈরি করা কি ভিন্ন ভিন্ন প্রজেক্ট? এখানে খেয়াল করতে হবে, যদি সফটওয়্যার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়, তাহলে প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা নিজস্ব নিয়ম-কানুন থাকে, প্রতিষ্ঠানের লোকেশন ভিন্ন হয় এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু ও শেষ ভিন্ন সময়ে হয়, তাই এই প্রজেক্ট ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা হবে। একই কথা বাড়ি নির্মাণের জন্যও প্রযোজ্য।
দুটি বাড়ি দুটি ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করবে, এদের শুরু এবং শেষ ভিন্ন সময়ে হবে অর্থাৎ এরা আলাদা প্রজেক্ট হিসেবে গণ্য হবে। কোনো পণ্য উৎপাদন প্রক্রিয়া কি প্রজেক্ট হিসেবে গণ্য হবে? যখন কোনো নতুন পণ্য তৈরি করা হয়, তখন এটি একটি প্রজেক্ট। যেমন- নতুন মডেলের গাড়ি তৈরি করা, নতুন মডেলের মোবাইল ফোন তৈরি করা। তবে যখন একই পণ্য বার বার তৈরি করা হবে, তখন তা আর প্রজেক্ট হিসেবে গণ্য হবে না। তখন এটি হবে অপারেশন। কারণ, তখন এটি হয়ে যায় চলমান প্রক্রিয়া। অপারেশন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের কার্যক্রম। অপারেশনের কোনো নির্দিষ্ট সীমারেখা বা সমাপ্তি নেই। এটি নিত্যদিনের কার্যক্রম । অপারেশন শুধু এ পণ্য তৈরিতেই সীমাবদ্ধ নেই, এটি হতে পারে কোনো সার্ভিস প্রদানও। যেমন- হসপিটালের বিভিন্ন সার্ভিস, ব্যাংকের বিভিন্ন সার্ভিস অথবা মোবাইল ফোন কোম্পানির বিভিন্ন সার্ভিক্স প্রভৃতি। প্রজেক্ট এবং অপারেশনের মধ্যে বিভিন্ন মিল থাকলেও চলমান প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয়।

প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলকে পাঁচটি অংশে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো- ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং , মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ও ক্লোজিং।
আশা করি এখন বুঝতে পারছেন
সোর্স
shasan
Copper Member
Legendary
*
Offline Offline

Activity: 2184
Merit: 1265


Need a Bounty Manager? t.me/shasan32


View Profile WWW
April 28, 2023, 06:30:40 AM
 #6896

joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন


.
.airbet.
██
██
██
██
██
██
██
██

██

██

██

██

██
.

▄████▄▄▄██████▄
███████████████
███████████████
███████▀▀▀▀████
██████████████
▀███▀███████▄██
██████████▄███
██████████████
███████████████
███████████████
██████████████
█████▐████████
██████▀███████▀
▄███████████████▄
████████████████
█░██████████████
████████████████
████████████████
█████████████████
█████████████████
███████░█░███████
████████████████
█████████████████
██████████████░█
████████████████
▀███████████████▀
.
.
.
.
██▄▄▄
████████▄▄
██████▀▀████▄
██████▄░░████▄
██████████████
████████░░▀███▌
░████████▄▄████
██████████████▌
███░░░█████████
█████████░░░██▀
░░░███████████▀
██████░░░██▀
░░▀▀███▀

   
6,000+
GAMES
|
WEEKLY
PROMOS
.
....100%....
1ST DEPOSIT
BONUS
....
....125%.....
2ND DEPOSIT
BONUS
██
██
██
██
██
██
██
██

██

██

██

██

██
.
.PLAY NOW.
Lucky Star
Newbie
*
Offline Offline

Activity: 14
Merit: 0


View Profile
April 28, 2023, 07:11:50 AM
 #6897

joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন
আমার তো merit নাই তাহলে আমি কিভাবে জয়েন করবো merit ছাড়া কি জয়েন করা জাবে যুদি জয়েন করা যায় তাহলে আমাকে একটু জানাবেন ঠিক আছে ধন্যবাদ।
Bitcoin_people
Sr. Member
****
Offline Offline

Activity: 490
Merit: 309


Bitcoin Halving Year 🎗️🎭


View Profile WWW
April 28, 2023, 09:18:16 AM
 #6898

আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin

.
Duelbits
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
///  PLAY FOR FREE  ///
WIN FOR REAL
█████
██
██
██
██
██
██
██
██
██
██
██
█████
██████████████████████████████████████████████████████
.
PLAY NOW
.
██████████████████████████████████████████████████████
█████
██
██
██
██
██
██
██
██
██
██
██
█████
Lucky Star
Newbie
*
Offline Offline

Activity: 14
Merit: 0


View Profile
April 28, 2023, 10:24:45 AM
 #6899

আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin
ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি আপনি Matic কেন কিনেছেন আপনি অন্য টোকেন কিনতে পারতেন মারকেটে অনেক টোকেন আছে ওইসব কিনবেন আপনি সুধু সুধু matic কিনতে গেলেন কেন আপনি এখন ARB অথবা Bitcoin, Luna আরো অনেক টোকেন আছে ওই গুলো কিনবেন আর আপনি দেখবেন কোন টোকেন সবচেয়ে বেশি মারকেটে আপডাউন করতেছে ওই গুলো দেখে তার পর কিনবেন তাহলে দেখবেন আপনি প্রফিট পাবেন আর আপনি আর কখনো এইরকম টোকেন কিনবেন না যেই টোকেন কিনে আপনার লস হয় |
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 504
Merit: 806


#SWGT CERTIK Audited


View Profile WWW
April 28, 2023, 11:05:01 AM
Last edit: April 29, 2023, 07:20:53 AM by Learn Bitcoin
 #6900

joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

ধন্যবাদ ভাই রিমাইন্ডার দেয়ার জন্য। প্রতিবার যখন আপনি শেয়ার করেন, তখনি ভাবি যে এই রাউন্ডে লাক ট্রাই করবো। কিন্তু Utopia সফটওয়্যার ডাউনলোড করার আলসেমি তে আর জয়েন করা হয়ে উঠে না। আবার ভেবেছিলাম ১-২ রাউন্ডে পারটিসিপেট করার জন্য হুদাই সফটওয়্যার ডাউনলোড করতে যাবো কেনো? এখন দেখি অনেকদিন ধরেই অনেক গুলা রাউন্ড রেফেল দিলো। ফাইনালি আজকে ডাউনলোড করে পারটিসিপেট করে ফেললাম। দেখি কি আছে কপালে।

আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin

ভাই আপনি একা না, আমরা অনেকেই কিছু কয়েন কিনেছিলাম। যেগুলো কিনে অনেকেই লসে আছে। বিটকয়েন যখন ৫৭-৫৮ হাজার ডলারে ছিলো, তখন অল্টকয়েন সব ১০-২০ গুন করে গ্রো করছিলো। অই সময়ে অনেকেই না বুঝে অনেক কয়েন কিনেছিলো। অনেকে আবার তখনই অল্প প্রফিট রেখে সে করে দিয়েছিলো। কিন্তু কারেকশন শুরু হওয়ার পর থেকে মারকেট আর গ্রো করে নাই। বিশেষ করে অল্ট কয়েন আর গ্রো করে নাই।

Pages: « 1 ... 295 296 297 298 299 300 301 302 303 304 305 306 307 308 309 310 311 312 313 314 315 316 317 318 319 320 321 322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337 338 339 340 341 342 343 344 [345] 346 347 348 349 350 351 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 366 367 368 369 370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 ... 525 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!