Nasrin@
Newbie
Offline
Activity: 2
Merit: 0
|
|
August 13, 2023, 03:21:16 PM |
|
PICTURE POST KORTE PARI NA KANO?KIVABE POST KORTE HOI.
|
|
|
|
Bd officer
|
|
August 13, 2023, 03:29:47 PM Last edit: August 13, 2023, 03:51:57 PM by Bd officer |
|
কাট~
আপনাকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে স্বাগতম। যেহেতু বাংলা লোকাল থ্রেড এখানে মেসেঞ্জার এর মতো করে ইংরেজি লিখে পোস্ট করা উচিত নয়। আপনি নতুন ফরমের নিয়ম কানুন গুলী মেনে চলবেন। পিকচার পোস্ট করতে হলে কপার মেম্বারশিপ অথবা জুনিয়র মেম্বার হতে হবে। আপনি এখনো নিউবি আপনি পিকচার পোস্ট দিলে পিকচার শো করবে না। আপনি পিকচার পোস্ট দিলে যদি কোন উচ্চা রেংকের মেম্বার কোট করে দেন তাহলে শো করবে। আপনি https://www.talkimg.com থেকে পিকচার আপলোড দিয়ে লিংক বের করে পোস্ট করবেন। আরও কোন বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবনে অবশ্যই বাংলা লিখে প্রশ্ন করবেন কেউ না কেউ সমাধান দিবেন।
|
|
|
|
Talevin1234
Newbie
Offline
Activity: 28
Merit: 2
|
|
August 13, 2023, 05:10:34 PM |
|
আমাদের ডিজিটাল বাংলাদেশ নামে শুধু কামে নেই
বর্তমানে নাগরিক সভ্যতার ক্রমোন্নয়নে তথ্য প্রযুক্তি গৌরবময় উপস্থিতি বিশ্বসভ্যতাকে পৌঁছে দিয়েছে আবিষ্কারের শীর্ষে। প্রযুক্তির এ রহস্যময়ী আবেদনে সাডা দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও পা বাড়িয়েছে প্রযুক্তি ডিজিটাল সোপানে স্বাধীনতা ৪৪ বছর অতিক্রম করেছে বাংলাদেশ কিন্তু উন্নতি বলতে তেমন কিছুই দেখা যায়নি। তাই বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে ডিজিটাল বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছে,। বর্তমানে বাংলাদেশর মানুষের কাছে আলোচিত বিষয় হলো ডিজিটাল বাংলাদেশ। ইংরেজি Digital শব্দের অর্থ হল কম্পিউটার প্রযুক্তির সাথে সম্পর্ক স্থাপন বা সংযুক্ত হওয়া। কৃষি, শিল্প, চিকিৎসা, শিক্ষা, বিনোদন যেদিকে তাকানো যায় সেখানেই দেখা যায় প্রযুক্তির আধিপত্য । তবে আরো এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ তবেই একদিন বাস্তবায়ন হবে স্বপ্নের এক দেশ বা ডিজিটাল স্মার্ট বাংলাদেশ
এটি বাংলাদেশ বোর্ড তাই বাংলাদেশ হিসেবে বল্লাম🙂 এটি আমার প্রথম পোস্ট বাংলাদেশ বোর্ডে করলাম সিনিয়র ভাইয়েরা আমাকে সাপোর্ট করবেন
|
|
|
|
Shishir99
|
বিভিন্ন উপায়ে সঞ্চয় করা যায় যেমন ব্যাংকে ডিপিএস করে,লাইফ ইন্স্যুরেন্স করে,কেউ আবার মাটির ব্যাংকেও টাকা রাখে। ব্যাংকে ডিপিএস এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটিতে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা রাখতে হয় এগুলো ২/৫/১০/১৫ বছর পর টাকা উঠানো যায়। আমি মনে করি আমাদের এখনই সঞ্চয় করা উচিত এই যুবক বয়স থেকেই। যেহেতু ব্যাংক, ডিপিএস এবং লাইফ ইন্স্যুরেন্স এর কথা এসছে, আমি একটু শেয়ার করতে চাই। আমি আমার জীবনে কোনোদিন কাউকে এসব যায়গায় সঞ্চয় করার কথা বলবো না। কারন নিজের চোখে এবং নিজে যা ফেস করেছি, তারপর অন্য কাউকে এসব মেথডে সঞ্চয় করার জন্য উপদেশ দেয়ার সাহস করা ঠিক হবে না। বাংলাদেশের গ্রাম গন্জের আনাচে কানাচে যায়গায় দেখবেন নানান ধরনের লাইফ ইন্স্যুরেন্স এর অফিস করে বসে আছে। আপনারা নিজেরা কি কেউ লাইফ ইন্স্যুরেন্স ভেঙ্গে দেখেছেন? বা কারো এ ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স আছে কি? বাংলাদেশের ৯৫% লাইফ ইন্স্যুরেন্স ধানাই পানাই কোম্পানি। আপনার লাইফ ইন্স্যুরেন্স এর কিস্তি গুলো চলা কালীন আপনার প্রয়োজন হলেও সেখান থেকে আপনি টাকা নিতে পারবেন না। নিতে পারলেও কোনো লাভ পাবেন না। আর সব চাইতে বড় তাল বাহানা শুরু হবে যখন এর মেয়াদ শেষ হবে। ধরেন আপনি ১০ বছর যাবৎ লাইফ ইন্স্যুরেন্স এর টাকা জমিয়ে আসছেন। ১০ বছরে জমেছে ৫ লাখ টাকা। লাভ সহ হয়তো আপনাকে ৭ লাখ দেয়ার কথা ছিলো। এবার আপনাকে হয়রানী করার পালা শুরু। প্রথমেই আপনাকে করতে হবে একটা টিন সার্টিফিকেট। সকল কাগজপত্র জমা দেয়ার পর শুরু হবে টাকা হাতে পাওয়ার অপেক্ষা। সেই অপক্ষো কবে শেস হবে কেউ জানে না। যদি ইউটিউব বা ফেইসবুকে লাইফ ইন্স্যুরেন্স প্রতারনা লিখে সার্চ করেন, হাজারো সার্চ রেজাল্ট পাবেন। যেখানে মানুষের লাইফ ইন্স্যুরেন্স এর মেয়াদ শেষ হয়েছে ৫ বছর আগে আর ৫ বছর ধরে টাকা জন্য অপেক্ষা করছে কিন্ত টাকা পাচ্ছে না। ধর্মের নাম করে বেশিরভাগ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খুলছে। এরা এম এল এম মতো কাজ করে। যিনি লোক ভর্তি করে দেয়, প্রথম ২-৩ কিস্তি থেকে ওনাকে কমিশন দেয়। এটা এক প্রকার স্ক্যাম। আপনার খুব ক্ষমতা থাকলে কিছু টাকা পেতে পারেন। আবার দেয়ার সময় এই চার্জ সেই চার্জ বলে টাকা কেটে রাখবে। আমি সব কোম্পাানির কথা বলছি না। তবে ম্যাক্সিমাম কোম্পানি এগুলোই করে থাকে। আমার বেশ কয়েক জন পরিচিত ভুক্তভোগি আছে। এবার আসেন ব্যাংক এর ডিপিএস এর কথায়। ডিপিএস খোলার আগে যেসব নিয়মের কথা বলেছিলো, সব কিছুই আমার ফেভারে যায়। বিপত্তি বাদে যখন আর ডিপিএস চালাবো না বল্লাম তখন থেকে। ডাচ বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এ মাসে ২৫০০ টাকার ডিপিএস চালাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো ডিপিএস চালানোর চাইতে গোল্ড এ ইনভেষ্ট করা বেটার। তো ডিপিএস ভাংতে গিয়ে শোনলাম এখন ভাংগা যাবে না। মিনিমাম ১২ মাস হতে হবে। আবার ১২ টা কিস্তিও দিতে হবে। আমি যদি ১২ মাসে ১২ কিস্তি না দিয়ে ডিপিএস ক্লোজ করি, তাহলে ভ্যাট ট্যাক্স কাটবে। এতোদিন বলে আসছিলো লাভ সহ দিবে। সেই ভ্যাট ট্যাক্স এর পরিমান নাকি অনেক। ১২ মাসে ৩০ হাজার জমবে এর মধ্যে থেকে ৪৫০০ টাকার মতো কেটে রাখবে। বাধ্য হয়ে ১২ মাসে ১২ কিস্তি দিলাম। এবার এপ্লিকেশন করার পালা। এপ্লিকেশন জমা দেয়ার পর আজ না কাল, কাল না পরশু বলে বলে প্রায় ২০ দিন পরে একাউন্ট এ টাকা ক্রেডিট হলো। ব্যাংক এ টাকা রাখা মানে সেটা আর আপনার না। আপনার ইচ্ছামতো আপনি তুলতে পারবেন না। ১০ লাখ টাকা ব্যাংক এ রাখার পর ১০ বছর পর সেটার বভ্যালু হবে ১ লাখের মতো তার ও কম। একই সময়ে গোল্ড কিনে রাখলে ১০ বছর পর সেটার ভরিরে দাম সময়ের সাথে সাথে বাড়বে। বিটকয়ের এর রিটার্ন আরো ভালো আসতে পারে। নোটঃ কোনো প্রকার ফিনান্সিয়াল এডভাইজ নয়। যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজে থেকে সব যাচাই করে সিদ্ধান্ত নিন।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Online
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
August 13, 2023, 10:11:08 PM |
|
ভাইরে ভাই আমার জীবনের বাস্তব কিছু কাহিনীর সাথে আপনার ঘটে যাওয়া ঘটনাটির ১০০% মিল আছে। +1 আমার বড় ভাই চাচাতো ভাই ভ্যান চালক, দুটো মেয়ে হওয়ায় সে একটু হতাশ। বিয়ে-শাদীর বিষয় নিয়ে চিন্তাভাবনা করে সব সময় যদিও বাচ্চা দুটোর বিয়ে হতে মিনিমাম আরো ১০ বছর লেগে যেতে পারে। তবুও ভাইজান প্রতিমাসে ২০০০ টাকার একটি প্যাকেজ ডিপিএস করে। মনে হয় ৯ মাস থেকে ১০ মাস ডিপিএস রান করার পর হঠাৎ করে আমার কাছে আসে যে ডিপিএস রান করতে পারবে না। যাহোক একদিন গেলাম অফিসারদের সাথে কথা বলতে। অফিসাররা যেভাবে বলে তাতে করে ডিপিএস করার সময় তারা বিভিন্ন লোভ দেখিয়ে কোন সমস্যা নেই বলে অনুপ্রেরণা দেয় কিন্তু যখন কোন কারণে সেই ডিপিএস ভাঙতে যায় তখন শুরু হয় বিভিন্ন তালবাহানা। আমার টাকা আমি নেব অথচ মিনিমাম দুবছর, আপনার আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কেন ভাঙবেন কি করবেন ইত্যাদি ইত্যাদি হাজার প্রশ্ন। যদিও ঐদিন ভেঙ্গে ফেলার অ্যাপ্লিকেশন করি কিন্তু টাকা পেতে সমস্যা হতে হয়নি। আমার সমস্যা হয়নি যদি একটু কারণ আছে কেননা ওই শাখায় আমার একজন পরিচিত অফিসার আছে সে আমার সাথে তালবাহানা করতে পারেনি। কিন্তু অন্যান্য যারা সাধারন লোকজন থাকে তাদেরকে অবশ্যই একাধিক দিন ঝামেলা সম্মুখীন হতে হয়। এটা ব্যাংক কর্তৃপক্ষের কখনো উচিত নয় কেননা যারা ডিপিএস করে তারা মূলত অনেকগুলো টাকা একত্রে গোছানোর জন্যই ডিপিএস করে যেন সে তার বিপদে বা প্রয়োজনে কাজে লাগাতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ সেই ডিপিএস এর টাকা দিতে অনেক তালবাহানা করে যা মোটেই উচিত না।
|
|
|
|
Talevin1234
Newbie
Offline
Activity: 28
Merit: 2
|
https://talkimg.com/images/2023/08/14/Ges7z.jpegউপরে নিউজটা ভালো করে পড়বেন আমাদের বাংলাদেশে অনেক মানুষই আছে জেনেশুনে থার্ড পার্টি অ্যাপসে ইনভেস্ট করে। করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কেন ভাই টাকা কি এত সস্তা হয়ে গেছে। যে আপনারা একটি কাজের বিনিময়ে রাতারাতি কোটিপতি। হ্যাঁ প্রথমত আপনাদের থার্ড পার্টি অ্যাপসে ইনকাম দিবে, ওটা আপনাদের লোভ লোভে আকর্ষণ করবে। তারপরে আস্তে আস্তে মেম্বার গুলো একত্রে হলে বা অনেক মানুষ ইনভেস্ট করলে তারা ওই ওয়েবসাইটটি বা থার্ড পার্টি অ্যাপ সরিয়ে ফেলবে বা স্ক্যাম করবে । এমন কাজ অনেক হচ্ছে আমাদের বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষ এখনো অবুঝ। এখন Facebook বা আদার সাইট কিছু দেখলেই ওটাই আমরা ইন্সটল করি বা কাজ করি। আমি বার বার নিষেধ করছি যে লোভে পড়ে না জেনে কোন সাইটে ইনভেস্ট করবে ন না। তখন আমাকে ভুগোল বঝাইছেন যে এটা যাবেনা এটা সেটা!!! এখন কই এসব যাদের আমি নিষেধ করছি তারা আমাকে এখন কিছু বুঝিয়ে যান?!! আপনাদের টাকা নস্ট হইছে, খারাপ লাগে, আরে ভাই অনেক দিন ধরে অনলাইনে কাজ করি সুতরাং আমরা জানি কি হতে পারে, আপনার থেকে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি থাকতে পাড়ে । ভাই দেখেশুনে বুঝে কাজ করার সিদ্ধান্ত নিবেন। তা না হলে ইনভেস্ট করে লস খেয়ে বসবেন । এটি স্ক্রিনশট মারা যুগান্তর পত্রিকা থেকে নেওয়া তাই লিংক দিতে পারলাম না
|
|
|
|
Shishir99
|
|
August 14, 2023, 01:49:38 PM |
|
আমার সমস্যা হয়নি যদি একটু কারণ আছে কেননা ওই শাখায় আমার একজন পরিচিত অফিসার আছে সে আমার সাথে তালবাহানা করতে পারেনি। কিন্তু অন্যান্য যারা সাধারন লোকজন থাকে তাদেরকে অবশ্যই একাধিক দিন ঝামেলা সম্মুখীন হতে হয়। এটা ব্যাংক কর্তৃপক্ষের কখনো উচিত নয় কেননা যারা ডিপিএস করে তারা মূলত অনেকগুলো টাকা একত্রে গোছানোর জন্যই ডিপিএস করে যেন সে তার বিপদে বা প্রয়োজনে কাজে লাগাতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ সেই ডিপিএস এর টাকা দিতে অনেক তালবাহানা করে যা মোটেই উচিত না। আমি বছর খানেক আগে ফেইসবুকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে একজন গরীব বৃদ্ধ মহিলা লাইফ ইন্স্যুরেন্স অফিসে গিয়ে টাকা ফেরত পাওয়ার জন্য অনুরোধ করছে। ভদ্র মহিলার স্বামী লাইফ ইন্স্যুরেন্স করে মারা গেছেন। এখন বৃদ্ধ বয়সে মহিলা দুইদিন পর পর তাদের অফিসে গিয়ে টাকা পাচ্ছে না। তারপর সেই এলাকার কাউন্সিলর মহিলাকে সাথে নিয়ে সে অফিসে গিয়ে টাকা না দেয়ার কারন জানতে চায়। সেখানের কর্মকর্তারা এটার কোনো সঠিক জবাব দিতে পারে নি। তারপর তিনি তাদের এরিয়া ম্যানেজারের সাথে কথা বলে বলেন যদি আগামী এতা দিনে (একটা লিমিটি দিয়েছিলো) এর মধ্যে এনার টাকা ফেরত না দেন, তাহলে আমার এলাকায় অফিস চালাতে পারবেন না। সেই মহিলা টাকা পেয়েছিলো কি না আমরা জানি না। তবে আমাদের আশে পাশেই এরকম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে সাধারন মানুষের টাকা মেরে দিচ্ছে। আপনার সেই ব্রাঞ্চ এ রোক না থাকলে আপনাকে কোনোভাবে নয় ছয় বুঝিয়ে পাঠিয়ে দিতো। সাধারন মানুষের সাথে এগুলোই হচ্ছে। মাঝে মাঝে এসব ব্যাপারে লিখতে ইচ্ছে করে। কিন্তু চাকরির ফাকে লিখার সময় পাওয়া যায় না। আজকে বাউন্টি থেকে সরে গেলাম।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
rakib9855
Newbie
Offline
Activity: 770
Merit: 0
|
|
August 14, 2023, 02:06:28 PM |
|
আমি Reddit এ নতুন কাজ শুরু করেছি। subreddit Comment কিভাবে করে আমি এটা জানিনা। আশা করি যারা জানেন, তারা আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।
|
|
|
|
DYING_S0UL
|
|
August 14, 2023, 02:19:21 PM Last edit: August 14, 2023, 03:39:32 PM by DYING_S0UL Merited by Little Mouse (1) |
|
PICTURE POST KORTE PARI NA KANO?KIVABE POST KORTE HOI.
এটা বাংলা থ্রেড। এখানে বাংলা ভাষায় পোস্ট করবেন। কিছু কিছু শব্দ যেগুলো ইংরেজিতে না লিখলেই নয় সেগুলো ইংরেজিতে পোস্ট করতে পারেন সমস্যা নাই। ছবি পোস্ট করার জন্য প্রথমে আপনাকে ছবিটা যেকোনো ফ্রী হোস্টিং সাইটে ছবিটি হোস্ট করতে হবে তারপর সেই ছবিটির BB Code এইখানে পোস্টের মধ্যে লিখতে হবে। ছবিটা আপনা আপনি ঐ সাইট থেকে এখানে সো করবে। Free Hosting Site: https://imgbb.com/
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
M15_Lover_10
Newbie
Offline
Activity: 4
Merit: 1
|
|
August 14, 2023, 03:13:37 PM |
|
https://www.talkimg.com/images/2023/08/14/GqHcc.jpegইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন😭 কোরআনের পাখি আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন। copy post 😥
|
|
|
|
|
Jack051
Newbie
Offline
Activity: 672
Merit: 0
|
|
August 14, 2023, 04:21:08 PM |
|
বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন কিংবদন্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন😢😓😓 যিনি আল্লাহর পথ চেনানোর জন্য এদেশের অন্যতম একজন সেরা বক্তা ছিলেন। আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে,, আমাদের প্রিয় বক্তার দ্বীনের কাজগুলো কবুল করে,শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন। আমিন... 🤲🤲🤲🤲 https://www.talkimg.com/images/2023/08/14/GqIpo.jpeg
|
|
|
|
Bd officer
|
|
August 14, 2023, 04:24:52 PM |
|
হার্ডওয়্যার ওয়ালেট কি? সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউআজকে কয়েন আলাপে খুবই সুন্দর একটি ওয়ালেট সম্পর্কে আর্টিকেল লিখেছেন। আমরা অনেক নিউজে শুনছি অনেকের ওয়ালেট হ্যাক হয়ে কিপ্টো সম্পদ হাড়িয়েছে। যারা দীর্ঘদিন কিপ্টোকারেন্সি, বিটকয়েন হোল্ড করে রাখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল। আর্টিকেটি পড়ে জানতে পারবেন। ১. হার্ডওয়্যার ওয়ালেট কি? ২. সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউ। ৩. কিভাবে সেইফপাল ওয়ালেট ব্যবহার করবেন? ৪. সেইফপাল ওয়ালেট রিভিউ। বিস্তারিত: এখানে ক্লিক করে দেখুন।
|
|
|
|
Talevin1234
Newbie
Offline
Activity: 28
Merit: 2
|
|
August 14, 2023, 04:48:21 PM Last edit: August 15, 2023, 04:14:20 AM by Talevin1234 |
|
PICTURE POST KORTE PARI NA KANO?KIVABE POST KORTE HOI.
এটা বাংলা থ্রেড। এখানে বাংলা ভাষায় পোস্ট করবেন। কিছু কিছু শব্দ যেগুলো ইংরেজিতে না লিখলেই নয় সেগুলো ইংরেজিতে পোস্ট করতে পারেন সমস্যা নাই। ছবি পোস্ট করার জন্য প্রথমে আপনাকে ছবিটা যেকোনো ফ্রী হোস্টিং সাইটে ছবিটি হোস্ট করতে হবে তারপর সেই ছবিটির BB Code এইখানে পোস্টের মধ্যে লিখতে হবে। ছবিটা আপনা আপনি ঐ সাইট থেকে এখানে সো করবে। Free Hosting Site: https://imgbb.com/ আমি ছোট ইউজার হিসেবে যেটুকু জানি। বা বাংলা বোর্ডের বা থ্রেড এর যে সকল রুলস গুলো আছে সুন্দরভাবে বুঝলাম। যে এই বোর্ডে বা থ্রেড আদার কোন অ্যাপ বা ওয়েবসাইট পিক এর লিঙ্ক বের করে শেয়ার করা এই বাংলা বোর্ডে এলাও করা হয় না যেমন : Imgur " Lightshot আর অন্যান্য আপনি যদি ছবি দেখাতে চান তাহলে। এই লিঙ্ককে গিয়ে ছবি আপলোড দিয়ে Link বের করে ছাড়তে পাড়বেন এই ওয়েবসাইটের লিংক এলাও করা হয় বাংলাদেশ এই বোর্ডে Link: https://talkimg.comএই ওয়েবসাইটে কিভাবে ছবি আপলোড দিবেন এবং লিংক কিভাবে বের করবেন। তা দেখানো হলো ১: https://talkimg.com/images/2023/08/14/GqvB1.jpeg2: https://talkimg.com/images/2023/08/14/GqyzW.jpeg3: https://talkimg.com/images/2023/08/14/GqJhJ.jpeg আর আপনার ছবি তখনই শো করা হবে যখন আপনার অ্যাক্টিভিটি প্লাস ম্যারিড বা কোন মেম্বার হলে তখন ছবি দেখানো যাবে আশা করছি বোঝাতে পেরেছি।
|
|
|
|
Lion02
Newbie
Offline
Activity: 28
Merit: 1
|
|
August 14, 2023, 04:52:50 PM |
|
আমি Reddit এ নতুন কাজ শুরু করেছি। subreddit Comment কিভাবে করে আমি এটা জানিনা। আশা করি যারা জানেন, তারা আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।
Reddit এ কোম্পানিয়া, আইডিয়া, বা আপনার আগ্রহে যেকোনো বিষয়ে কমেন্ট করতে, আপনার প্রিয় subreddit-এ যেতে হবে: 1. এ লগ ইন করুন অথবা সাইন আপ করুন, যদি প্রয়োজন হয়। 2. আপনি যে subreddit-এ কমেন্ট করতে চান, সেই subreddit-এ যেতে "Search" বাক্স ব্যবহার করে অথবা Reddit এর মুখপৃষ্ঠে ক্লিক করে সাবরেডিট নির্দেশিকা দেখুন। 3. সেবাট আপনার পছন্দের subreddit খুঁজে পেলে, সেখানে "Join" বাটন বা "Subscribe" বাটন থাকতে পারে, যেটি আপনাকে সেবাটে যোগ করবে। 4. এরপর, subreddit-এ চলে যান এবং "Create Post" বা "Comment" বাটনে ক্লিক করে কমেন্ট লিখতে শুরু করুন। আপনার কমেন্ট লিখে শেষ হলে, আপনি একটি "Submit" বা "Post" বাটন পাবেন, যেটি আপনার কমেন্ট সাবরেডিটে পোস্ট করবে। 5. আপনি যদি এখনো নিশ্চিত নেই কোন subreddit-এ কমেন্ট করতে হলে, তাহলে subreddit-এর সব reddit-এর বারে অনুসন্ধান করে দেখুন বা তাদের সাবরেডিট নির্দেশিকা পড়েন। এই স্টেপগুলি মাধ্যমে, আপনি আপনার পছন্দসই subreddit-এ সহজেই কমেন্ট লিখতে পারবেন!
|
|
|
|
DYING_S0UL
|
|
August 14, 2023, 05:04:10 PM Last edit: August 14, 2023, 05:14:41 PM by DYING_S0UL |
|
আমি ছোট ইউজার হিসেবে যেটুকু জানি। বা বাংলা বোর্ডের বা থ্রেড এর যে সকল রুলস গুলো আছে সুন্দরভাবে বুঝলাম। যে এই বোর্ডে বা থ্রেড আদার কোন অ্যাপ বা ওয়েবসাইট পিক এর লিঙ্ক বের করে শেয়ার করা এই বাংলা বোর্ডে এলাও করা হয় না যেমন : Imgur " Lightshot আর অন্যান্য আপনি যদি ছবি দেখাতে চান তাহলে। এই লিঙ্ককে গিয়ে ছবি আপলোড দিয়ে Link বের করে ছাড়তে পাড়বেন এই ওয়েবসাইটের লিংক এলাও করা হয় বাংলাদেশ এই বোর্ডে Link: https://talkimg.comপ্রথমত আপনি ঠিকমতো কোট করেননি, আপনার লেখা আমার লেখার সাথে যুক্ত হয়ে গিয়েছে। ইডিট করে নেন। আপনি যেকোন হোস্টিং সাইট ব্যবহার করুন কোনো সমস্যা নাই। আমি কখনো কোথাও কোনো রুলস দেখিনি যে ঐ নির্দিষ্ট সাইট থেকেই হোস্ট করতে হবে। এখানে কোনো ধারাবাধা কিছু নেই। (কিছু ভুল বললে সংশোধন করে দিয়েন) ২য় আপনি আমার লেখাই ঘুরেফিরে পোস্ট করছেন। সরাসরি লিংক দেয়ার থেকে সরাসরি ছবি দেয়া আমি বেটার মনে করি। আপনি পোস্টে ছবির লিংক দিয়ে তাকে ঐ লিংকে যেতে বলতেছেন। কেউই ইচ্ছাকৃতভাবে এমন লিংকে ঢুকবে না। কারণ অনেক সময় এসব লিংক Malicious/Phishing হয়ে থাকে। আমি কি বলতে চেয়েছি আপনি সম্ভবতো বুঝেছেন। এজন্য যদি কোনো ছবি শেয়ার করতে চান তাহলে BB Code Format এ ছবি শেয়ার করবেন। এতে করে লিংকে ঢুকে ছবি দেখতে হবে না। Bitcoin Talk সরাসরি আপনার ছবিটা দেখাবে যেমনটি আমার পোস্টে দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে ছবি দেখা যাচ্ছেনা কারণ আপনার মেরিট আর পোস্ট সম্ভবতো কম।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
August 14, 2023, 06:05:38 PM |
|
আজকে কয়েন আলাপে খুবই সুন্দর একটি ওয়ালেট সম্পর্কে আর্টিকেল লিখেছেন। আমরা অনেক নিউজে শুনছি অনেকের ওয়ালেট হ্যাক হয়ে কিপ্টো সম্পদ হাড়িয়েছে। যারা দীর্ঘদিন কিপ্টোকারেন্সি, বিটকয়েন হোল্ড করে রাখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল।
এইটা অনেক আগের একটা আর্টিকেল। যাই হোক, প্রসঙ্গ যখন হার্ডওয়্যার ওয়ালেটের, তখন বলতেই হয় সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট আসলে ক্লোজ সোর্স। মানে এর পিছনে প্রোগ্রাম সম্পর্কে আমরা জানি না। সেদিক থেকে অবশ্যই ট্রেজর সবচেয়ে সর্বত্তম হার্ডওয়্যার ওয়ালেট। সেইফপালে যদিও এখনো কোন খারাপ কিছু পরিলক্ষিত হয় নি, কিন্তু ক্লোজ সোর্সের হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার না করাই ভালো। যদিও আমি নিজেই এই ওয়ালেট ব্যবহার করছি। এছাড়াও, শুধু বিটকয়েন যারা হোল্ড করতে চান, তাদের জন্য অবশ্যই মাল্টি সিগ্নেচার ওয়ালেট ভালো বিকল্প। কারো আগ্রহ থাকলে জানাতে পারেন, আমি গাইডলাইন লিখবো।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
RewFrew
Full Member
Offline
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
August 14, 2023, 08:30:06 PM |
|
আজ আমার মন অনেক খারাপ। আজ রাত ৮:৪০ মিনিটে আমদের সকলের প্রিয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তিদি দীর্ঘদিন বাংলাদেশের আদালত থেকে সাজা প্রাপ্ত হয়ে কারাগারে সাজা ভোগ করছিলেন। তিনি বিশ্বনিন্দত একজন আলেমেদীন ছিলেন।আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি বিশ্বনিন্দিত ইসলামিক স্কলার এবং আন্তর্জাতিক মানের একজন ইসলামিক বক্তাও ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের অধিকাংশ লোকই আজ শোকাহত।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Online
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
August 14, 2023, 10:31:09 PM |
|
|
|
|
|
Popkon6
|
|
August 15, 2023, 01:57:41 AM |
|
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন😭 কোরআনের পাখি আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন। copy post 😥 - ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! 😭😭😭 - কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আমাদের মাঝে আর নেই! 😥 -আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক, আমিন 🤲 আজ আমার মন অনেক খারাপ। আজ রাত ৮:৪০ মিনিটে আমদের সকলের প্রিয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তিদি দীর্ঘদিন বাংলাদেশের আদালত থেকে সাজা প্রাপ্ত হয়ে কারাগারে সাজা ভোগ করছিলেন। তিনি বিশ্বনিন্দত একজন আলেমেদীন ছিলেন।আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি বিশ্বনিন্দিত ইসলামিক স্কলার এবং আন্তর্জাতিক মানের একজন ইসলামিক বক্তাও ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের অধিকাংশ লোকই আজ শোকাহত।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এমন একটি দেশে বসবাস করছি যেখানে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি দীর্ঘকালীন সময় ধরে অর্থাৎ ২০১০ সাল থেকে জেলখানায় বন্দী হয়ে রয়েছে। কিন্তু তার চিকিৎসা ব্যবস্থা ঠিক মত করা হয়নি লাস্ট চিকিৎসা হয়েছিল ২০১৬ সালে তারপর থেকে বর্তমান 2023 সাল পর্যন্ত সময়ে কোন চিকিৎসা ব্যবস্থা করা হয়নি। মানুষ এত নিষ্ঠুর হতে পারে তা আমি কখনো চিন্তা ভাবনা করতে পারিনি হাসপাতালের নিচে অবস্থান রত(মৃত দেলোয়ার হোসেন সাঈদী পুত্র) পুত্র মাসুদ বিন সাঈদী গতরাত প্রথমদিকে অর্থাৎ ৮:৩৭ সম্ভবত মিনিটের দিকে মারা যায়। কিন্তু আজকে ১৫ তারিখ পর্যন্ত তার ছেলে বাবার সাথে দেখা করতে পারিনি। বাবার সাথে দেখা করার জন্য প্রশাসনের অনুমতি লাগবে এই ধরনের ছলনাময়ী প্রশাসনের কথা অনুযায়ী অপেক্ষামাত্র রয়েছে (মৃত দেলোয়ার হোসেনের সাঈদীর) ছেলে মাসুদ বিন সাঈদী। আমি এখানে উপস্থিত: মূল কথা হলো তার পরিবারের সাথে দেখা করতে দিলে কি এমন ক্ষতি হবে? এই ধরনের কর্মকাণ্ড করছে পুলিশ প্রশাসন তাদের একটাই কথা উপরের নির্দেশ লাগবে। কোথা থেকে নির্দেশ আনতে হবে তা সম্পূর্ণ বলছে না। বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তাই যে যেখানে উপস্থিত সকলে একটু গায়েবানা জানাজার নামাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
|
|
|
|
|