Bitcoin Forum
December 15, 2024, 09:16:43 PM *
News: Latest Bitcoin Core release: 28.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 365 366 367 368 369 370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 [415] 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 ... 579 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 5469351 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1830 posts by 89+ users deleted.)
Bd officer
Sr. Member
****
Offline Offline

Activity: 602
Merit: 369


Betunlim|Welcome Bonus 100%|Upto 1000€


View Profile WWW
August 27, 2023, 11:33:51 AM
Merited by Learn Bitcoin (2), DdmrDdmr (1), NicNacCoin (1), Popkon6 (1), LDL (1), DYING_S0UL (1), roksana.hee (1)
 #8281

বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?

আমি বাংলাদেশী হিসেবে বাংকে টাকা রাখার চেয়ে বিটকয়েনে বিনিয়োগ কর ভালো, যদিও আমাদের বাংলাদেশে অবৈধ সতর্কতা অবলম্বন করে বিনিয়োগ করলে করা যায়। এখন প্রশ্ন আসে কেন বিনিয়োগ করা ভালো? আমাদের দেশে দিন দিন ক্রমাগতভাবে মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। কয়েক মাস আগেও $১=৮৬ টাকা ছিল, বর্তমানে $১=১০৫-১১০ টাকা প্রায়। জানি না ভবিষ্যতে $১= কত হবে? এখন যদি আমি বিটকয়েনে বিনিয়োগ করে রাখি আমার টাকা ডলারে থাকবে। আমাদের দেশে মুদ্রাস্ফীতি বেড়ে গেলেও যদি আমি বিটকয়েনে বিনিয়োগ করে রাখি, তাহলে আমার বিটকয়েনে বিনিয়োগকৃত টাকার উপর প্রভাব পড়বে না। আপনারা কি মনে করেন আমার ধারনা কি সঠিক?

এখন অনেকেরই দেখা যায় স্কাম সাইট গুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন একেবারে নিঃস্ব হয়ে গেছে। কয়েক দিন আগে MTFE স্কাম করে হাজার হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। যারা এই ধরনের স্কাম সাইড গুলিতে বিনিয়োগ করতে চান। আমি যাদের পরামর্শ দিব আপনারা যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই বিটকয়েন বেশি চয়েজ করতে পারেন। কেননা বিটকয়েন ১৩-১৪ বছর ধরে টিকে আছেন, বিটকয়েনে বিনিয়োগ করলে হয়তো এতটা নিঃস্ব হয়ে যাবেন না। আর বিশেষ করে বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হলেও, ব্যাংকে টাকা রাখাত চেয়ে ভালো।

Talevin1234
Newbie
*
Offline Offline

Activity: 28
Merit: 2


View Profile
August 27, 2023, 11:34:06 AM
 #8282

[...]
উপরের ইউজারের বিরুদ্ধে আপনারা সঠিক পদক্ষেপ নিবেন বলে আমি আশা করি। তার লেখাটি আমার কাছে সম্পূর্ন Google Translated মনে হয়েছে। এজন্য আমি আপনাদের মেনশন করেছি। আশা করি বিষয়টি নজরে আনবেন।
Quote from: LDL
কোট
ভাই আমার এই পোস্টটি করছি কাউকে ছোট করার জন্য নয় বরং এই পোষ্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কিছু কিছু কাজ করার জন্য সকলেই পারফেক্ট না। আমার এই পোষ্টের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তুলে ধরার চেষ্টা করব যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা সবাই জানেন @GazetaBitcoin এই ভদ্রলোকের বেশ কয়েকটি পোস্ট বাংলায় সাবলীল ভাষায় বোধগম্য ভঙ্গিমায় অনুবাদ করেছেন আমাদেরই কমিউনিটির একজন জনপ্রিয় ও খুব জ্ঞানী যাকে আমি সবসময় একজন এফেক্টিভ মেম্বার হিসেবে জানি তিনি হলেন @Learn Bitcoin ভাই। এই ভাইয়ের প্রত্যেকটি পোষ্ট আমি ফোরামে যদি একটিভ থাকি তাহলে বাংলায় একবার ঘুরে এসে পড়ার চেষ্টা করি এবং কিছু না কিছু ভাল ইনফরমেশন তাহার পোষ্টের মধ্যে পাওয়া যায়। তিনি বাংলায় অনেকগুলো পোস্ট অনুবাদ করেছেন যাহা @GazetaBitcoin দেখেও শুনে তার প্রশংসা করেছেন বেশ কয়েকবার।
তারপর আসলাম আমাদের একজন নতুন খুব সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে @DYING_S0UL এই ভাই। তিনি হয়তো দুই বা তিনটি পোস্ট বাংলা অনুবাদ করেছেন যাহা অনেক সুন্দর হয়েছে এবং তারও প্রশংসা @GazetaBitcoin এই কমিউনিটিতে করেছেন সেটা আমরা সবাই জানি।


ধন্যবাদ সবাইকে।

LDLভাই আমি আপনার কথায় অনেক কিছু  শিখতে ও বুঝতে পারলাম ধন্যবাদ জানাই ভাই আপনাকে। হ্যাঁ ভাই আমিও একজন নতুন ইউজার আমি সব সময় চেষ্টা করি  ভালো কিছু দেখার বা শুনা।  আমি এই Learn Bitcoin ভাইয়ের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আমি তার প্রোফাইলে প্রতিনিয়ত চাই, এবং গিয়ে তার পোস্টগুলো আমি পড়ে আসি কিছু শেখার জন্য, তিনি অনেক সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে
উপস্থাপন করেন, তার পোস্টগুলো বেশিরভাগই কার্যকারী, তাই আমি Learn Bitcoin ভাইকে স্যালুট জানাই, এইভাবে আমাদের মাঝে বা পাশে থাকলে আমরা আরো বহুদূর এগিয়ে  যেতে পারবো ইনশাআল্লা🤲।
আরো অনেক সিনিয়র ভাইয়েরা আছে,  তাদের পোস্টগুলো দেখলে আমি অবাক হয়ে যাই আমার অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে...  এবং তাদের পোস্ট দেখে অনেক কিছুর হেল্প পেয়েছি, ইনশাল্লাহ আরো পাবো এ আশা করছি....
LDL ভাই আপনিও অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন.  আপনার পোস্ট  আমার অনেক ভালো লাগে, এবং কিছু শিখতে পারি  পোস্টগুলো দেখে।

 DYING_S0UL ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাই আপনার জন্য অনেক অনেক শুভ কামনা করি, আপনিও অনেক দূরে এগিয়ে যান।

সকল সিনিয়র বা জুনিয়র  মেম্বারদের কে শুভকামনা জানাই.......
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
August 27, 2023, 01:01:31 PM
 #8283

কেউ যদি জেনেও ফোরামের রুলস না মানে, তখন আসলে আমাদের তেমন কিছু করার থাকে না। নিজে থেকে চেষ্টা করার পর কেউ আসলে হেরে যায় না। যাই হোক, আমাকে নিয়ে কয়েকজন অনেকগুলো ভালো কথা বলেছেন, আমি আসলে এতাটাও ডিজার্ভ করি না। Talevin1234, Z_MBFM এবং LDL ভাইকে ধন্যবাদ। আর Z_MBFM ভাইকে কংগ্রাচুলেশন্স!


একটা মজার ঘটনা শেয়ার করি। আমি স্পোর্টসবেট এর প্রেডিকশন থ্রেড থেকে সাউদাম্পটন এর জার্সি জিতেছি। তো স্টিভ আমাকে পি এম করেছিলো আমার শিপিং এড্রেস দেয়ার জন্য এবং ফোন নাম্বার সহ। গতকালকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর হেড অফিস থেকে কল দিয়ে বললো আপনার একটা পার্সেল আছে, লোকাল ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিবেন। ভেবেছিলাম জার্সি চলে আসছে, গিয়ে দেখি DHL থেকে লেটার অফ এরাইভাল দিয়েছে এবং লেটার অথরিটি চাইছে সেটা রিলিজ করার জন্য। তো আমি কাষ্টমার কেয়ারে কল দিয়ে তাদের ইমেইলে এড্রেস নিয়ে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিলাম।

কিছুক্ষন আগে এক ভদ্রলোক কল দিয়ে বলতেছে আপনার কোন দেশ থেকে পার্সেল আসছে, ভ্যালু কতো ইত্যাদি, তো আমি ভেবেছি DHL থেকেই কল দিলো নাকি। পরে আমাকে বলতেছে একটা পাঠালো কেনো? বেশি পাঠালো না কেনো? আমি বললাম মানে কি? আমার যে কয়টা লাগবে আমি সে কয়টা নিবো। আপনি কোথা থেকে কল দিছেন? (কারন আমি জানি DHL এর লোকজন কখনোই এসব প্রশ্ন করবে না)। আবার বলতাছে ভ্যালু ৭৫ ইউরো দিলো কেনো? ভ্যালু ২-৩ ইউরো দিতো, তাহলে তো খরচ কম হইতো। আপনার এইটা নিতে তো ৮ হাজার টাকা লাগবে!

আমি আবারো বললাম আপনি কে? কোথা থেকে কল দিছেন? ভদ্রলোক বললো উনি এয়ারপোর্ট কাস্টমস থেকে কল দিয়েছেন। ওনারা প্রোডাক্ট রিলিজ করেন। তো আমি বললাম, আমার এগুলো কিছুই করা লাগবে না, সব করবে DHL, আপনার আর কিছু বলার আছে? উনি বলে DHL এগুলো করবে না, আপনার প্রোডাক্ট DHL ছাড়িয়ে নিতে পারবে না। আর ওদের দিয়ে নিলেও পেমেন্ট করা লাগবে। আমি বললাম এটা আমার ফ্রেন্ড পাঠাইছে এবং সে সকল প্রকার পেমেন্ট করে দিছে।

তারপর ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বলে রেখে দিলো। বাংলাদেশ কোন অবস্থানে আছে চিন্তা করেন। ৭৫ ইউরোর টি-শার্ট রিলিজ করার জন্য ৮ হাজার টাকা কাষ্টমস এ লাগবে  Embarrassed

▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 518
Merit: 489


Payment Gateway Allows Recurring Payments


View Profile WWW
August 27, 2023, 01:23:01 PM
 #8284

একটা মজার ঘটনা শেয়ার করি। আমি স্পোর্টসবেট এর প্রেডিকশন থ্রেড থেকে সাউদাম্পটন এর জার্সি জিতেছি। তো স্টিভ আমাকে পি এম করেছিলো আমার শিপিং এড্রেস দেয়ার জন্য এবং ফোন নাম্বার সহ। গতকালকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর হেড অফিস থেকে কল দিয়ে বললো আপনার একটা পার্সেল আছে, লোকাল ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিবেন। ভেবেছিলাম জার্সি চলে আসছে, গিয়ে দেখি DHL থেকে লেটার অফ এরাইভাল দিয়েছে এবং লেটার অথরিটি চাইছে সেটা রিলিজ করার জন্য। তো আমি কাষ্টমার কেয়ারে কল দিয়ে তাদের ইমেইলে এড্রেস নিয়ে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিলাম।

কিছুক্ষন আগে এক ভদ্রলোক কল দিয়ে বলতেছে আপনার কোন দেশ থেকে পার্সেল আসছে, ভ্যালু কতো ইত্যাদি, তো আমি ভেবেছি DHL থেকেই কল দিলো নাকি। পরে আমাকে বলতেছে একটা পাঠালো কেনো? বেশি পাঠালো না কেনো? আমি বললাম মানে কি? আমার যে কয়টা লাগবে আমি সে কয়টা নিবো। আপনি কোথা থেকে কল দিছেন? (কারন আমি জানি DHL এর লোকজন কখনোই এসব প্রশ্ন করবে না)। আবার বলতাছে ভ্যালু ৭৫ ইউরো দিলো কেনো? ভ্যালু ২-৩ ইউরো দিতো, তাহলে তো খরচ কম হইতো। আপনার এইটা নিতে তো ৮ হাজার টাকা লাগবে!

আমি আবারো বললাম আপনি কে? কোথা থেকে কল দিছেন? ভদ্রলোক বললো উনি এয়ারপোর্ট কাস্টমস থেকে কল দিয়েছেন। ওনারা প্রোডাক্ট রিলিজ করেন। তো আমি বললাম, আমার এগুলো কিছুই করা লাগবে না, সব করবে DHL, আপনার আর কিছু বলার আছে? উনি বলে DHL এগুলো করবে না, আপনার প্রোডাক্ট DHL ছাড়িয়ে নিতে পারবে না। আর ওদের দিয়ে নিলেও পেমেন্ট করা লাগবে। আমি বললাম এটা আমার ফ্রেন্ড পাঠাইছে এবং সে সকল প্রকার পেমেন্ট করে দিছে।

তারপর ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বলে রেখে দিলো। বাংলাদেশ কোন অবস্থানে আছে চিন্তা করেন। ৭৫ ইউরোর টি-শার্ট রিলিজ করার জন্য ৮ হাজার টাকা কাষ্টমস এ লাগবে  Embarrassed

আসলেই ভাই, বাঙালিদের মতো দূর্নিতিবাজ জাতি হয়তো এই পৃথিবীতে আর কোথাও নেই। এখানে প্রতি পদে পদে দূর্নিতি। এমন কোন সেক্টর নাই যেখানে দূর্নিতি হয় না। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সার্ভিস হোল্টার, রাব পুলিশ আনসার, আইনশৃঙ্খলা বাহিনী থেকে এমনকি সরকারি অফিসের পিওনও এসব দূর্নিতির সাথে জড়িত। এমনকি শিক্ষা স্বাস্থ্য খাতও এর থেকে রেহাই পায় নি। তাহলে ভাবুন কতটা খারাপ অবস্থার আছি আমরা। যে দেশের সরকার ব্যবস্থাই এত খারাপ সে দেশের জনগণের কাছ থেকেই বা কি আশা করা যায়। এগুলোর প্রতিবাদ করারও কেউ নাই। কিছু করলেই গুম করে দেয়া হয়। তাই কেউ কারো বিরুদ্ধে কথাও বলেনা। আর আমরাও দেখতে দেখতে বিষয়টা একেবাকে সাধারণ করে নিয়েছি, তাই এসবে এখন কারোর জায়ও আসে না। দেখা ছাড়া কোনো উপায় নাই।

শেষে আপনার গিফ্ট এর কি হলো বল্লেননা তো?! ছাড়াতে পাড়ছিলেন? নতুন আপডেট আসলে জানায়েন।

cryptomus.   
  
.
lllllllllllllllllll CRYPTO
PAYMENT GATEWAY
▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄
██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█
██░▀▄██░░░███▄███░░░███░░▄█
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄
███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█
██▀▄███░░░██░░░██░░░█▄███░█
▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀

▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄
█▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██
█▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
ACCEPT
CRYPTO
PAYMENTS
██████
██
██







██
██
██████

GET STARTED
██████
██
██








██
██
██████
Little Mouse
Legendary
*
Offline Offline

Activity: 2268
Merit: 2324


Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse


View Profile WWW
August 27, 2023, 05:53:19 PM
Last edit: August 28, 2023, 03:49:49 AM by Little Mouse
Merited by DYING_S0UL (1)
 #8285

তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা?
এইটা তাদের অজ্ঞতা এবং এর পাশাপাশি সরকার কিংবা আমাদের হলুদ মিডিয়ার কারনেই হচ্ছে। আপনি যদি বিটকয়েন নিয়ে যতগুলো প্রতিবেদন আছে সবগুলো দেখেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে সেসব প্রতিবেদন দেখেন তাহলেই বুঝবেন সরকার এবং মিডিয়া ক্রিপ্টোকারেন্সিকে জনগণের কাছে কিভাবে উপস্থাপন করতে চায়। এইটা একটা সম্মিলিত এবং ইচ্ছাকৃত কিংবা উদ্দেশ্য প্রনোদিত প্রচেষ্টা। আর তারা এই ক্ষেত্রে সফলও হয়েছে। বেশিরভাগ মানুষের কাছে ক্রিপ্টোকারেন্সি মানে ডার্কওয়েব কিংবা অনলাইনে জুয়ার কারেন্সি।

Quote
এখন যদি আমি বিটকয়েনে বিনিয়োগ করে রাখি আমার টাকা ডলারে থাকবে।
বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা ডলারে কিভাবে থাকবে? আপনার টাকা বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা বিটকয়েনেই থাকবে। আর ডলারের অবস্থা যে ভালো তা কিন্তু নয়। আমেরিকান ডলার ধীরে ধীরে তার মুল্যমান হারাচ্ছে এবং এইটা যে কোন ফিয়াট মানির জন্য সত্য। আপনি মুদ্রাস্ফীতির কথা চিন্তা করলে বিটকয়েন এবং গোল্ড এর উপরে বিনিয়োগ করুন। গোল্ড বলতে র-গোল্ড মানে বার, বিস্কুট এইগুলোতে। আমার বর্তমান প্ল্যান হল বিটকয়েন এবং ১৫-২০ টা ১ কিলো সিলভার বার ক্রয় করা। সিলভারগুলো দীর্ঘদিনের জন্য হোল্ড করা। টাকা জমা রাখার মত বোকামি আর কিছুই হরে পারে না অবশ্যই।

Quote
আর বিশেষ করে বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হলেও, ব্যাংকে টাকা রাখাত চেয়ে ভালো।
হু নিডস ব্যাংক? আমার কোন ব্যাংক একাউন্ট নেই এবং আমি চাইও না ভবিষ্যতে একাউন্ট করতে। মোবাইল ব্যাংকিং আছে শুধুমাত্র নগদ লেনদেনের জন্য। আর ব্যাংকে টাকা রাখা? প্রথমত, মুদ্রাস্ফীতির জন্য দীর্ঘদিন রাখার কোন মানেই হয় না। আর ব্যাংকে টাকা রাখলে সেগুলো নিজের থাকে না, ঠিক যেমনটা আমরা ক্রিপ্টোতে বলি, "নট ইউর কী, নট ইউর কয়েন।"

██████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
██████████████████████
.SHUFFLE.COM..███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
█████████████████████
████████████████████
██████████████████████
████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████████
██████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
.
...Next Generation Crypto Casino...
Essential10
Full Member
***
Offline Offline

Activity: 448
Merit: 135


View Profile
August 28, 2023, 05:37:07 AM
 #8286

আমরা যখন বাহিরে চলাফেরা করি বা কোন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বের হয় তখন আমরা দেখতে পাই রাস্তায় অনেক শিশুরা বিভিন্ন পেশায় নিয়োজিত  আছে কিন্তু এই বয়সে তাদের পড়ালেখার করার কথা কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের ফ্যামিলির কারণে এ ধরনের কাজ করে বেড়ায় কেউবা চায়ের দোকানে কাজ করে কেউ বা ঝাল মুড়ি বিক্রি করে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন লক্ষ্য করি যদি সেখানে দেখতে পাবো অনেক বাচ্চারা  কাজ করে ওদেরকে দেখে আমার মনে হয় ওদের জন্য আমাদের কিছু করা দরকার আমাদের দেশের সরকারও যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কিন্তু তার একক চেষ্টা কোন কিছু হবে না যদি আমরা সরকারকে একটু সহযোগিতা করি তাহলে আমাদের  এ সমাজে যারা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন গুলা আছে আমরা যদি একটু সহযোগিতা করি বা এ পথ শিশুদের জন্য আমরা কিছু কিছু করে অর্থ সহযোগিতা করে যদি একটা ফান্ড তৈরি করা যায় সেখান থেকে যদি কিছু কিছু শিশুদেরকে আমরা স্কুলে পাঠানোর মাধ্যমে তাদের কিছু সহযোগিতা করতে পারে তাহলে মনে হয় এতে করে ওদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে এবং আমাদের দেশ জাতি গঠনেও সহায়ক হবে তাই আমার মনে হয় আমাদের সকলেরই উচিত যারা শিশুদের জন্য কাজ করবে তাদের সহযোগিতা করা।
আমাদের দেশে পথ শিশুদের সংখ্যা অনেক বেশি এদের উন্নতি হচ্ছে না কারন এদের দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে অনেকেই ব্যবসা করতেছে। সরকারের একার পক্ষে এদের নিয়ে কিছু করা সম্ভব নয়। যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই সমস্যা সমাধানের মাধ্যমে। তারা নিজেরা সংস্থা তৈরি করতে পারে যেখান থেকে তারা ফান্ড কালেক্ট করে এদের সাহায্য করবে নিজেদের মতো করে এদের শিক্ষা দেওয়ার দিক দেখতে পারে। প্রয়োজনে রাস্তার পাশেই হাতে কলমে শিক্ষা দিয়ে সাহায্য করবে। তাদের নিয়ে সেমিনার করতে পারে যেখানে তাদের শিখানো হবে বুঝানো হবে কিভাবে কি করলে তারা আসলেই উন্নতি কর‍তে পারবে। তার থেকেও বড় কথা আমরা মানুষেরা আগে ওদের ভালোবাসতে শিখি কারন আমরা ওদের মানুষ বলেও গন্য করি না। সমবয়সী ছেলে মেয়েদের ওদের সাথে মিশতে দেই না। খারাপ ব্যবহার করি যার জন্য ওরা ওদের এই অসহায় জীবন কেই ওদের ভাগ্য বলে মনে করে।
2Pizza410000BTC
Sr. Member
****
Offline Offline

Activity: 588
Merit: 317


WOLFBET.COM - Exclusive VIP Rewards


View Profile
August 28, 2023, 08:43:36 AM
Last edit: August 28, 2023, 08:55:12 AM by 2Pizza410000BTC
Merited by Popkon6 (1), DYING_S0UL (1)
 #8287

ChatGPT এর ভবিষ্যৎ বানী

বর্তমান পৃথিবীতে চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। যদিও আমরা বাংলাদেশিরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই/ Chat GPT টেকনোলজি নিয়ে এতটা সজাগ নয় কিন্তু পৃথিবীতে এসব দিক থেকে কোন দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের ৯৯% মানুষ এই বিষয়গুলো সম্পর্কে কোন ধারণা রাখেনা রাখবেই বা কেমনে করে কেননা আমাদের এই বিষয়গুলো নিয়ে আইসিটি বা কোন টেকনোলজির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় না।
যাহোক চ্যাট জিপিটি আসলে মূলত কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার কোন মাথাব্যথা নেই কিন্তু অনেকেই দেখি এ আই রোবট বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে মোনালিসার চেহারা কেমন ছিল। বিজ্ঞানী প্লুটো কেমন ছিল? আজকের খেলায় কোন দল জয়লাভ করবে? আজকের খেলায় ম্যানচেস্টার সিটি কয়টি গোল দেবে? এই সমস্ত এডভান্স পিডিকশন ChatGPT থেকে নিয়ে বর্তমানে অনলাইন জুয়াগুলোতে ব্যাপক হারে বেট করা হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে ChatGPT থেকে দেওয়া তথ্যের সাথে সম্পূর্ণ মিলে যায়। তখন মানুষ চ্যাট জিপিটিকে ভগবান মানতে শুরু করে।
কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি চ্যাট জিপিটিকে  কোন নিজস্ব ক্ষমতা নেই বরং এটি মানুষের দেওয়া ইন্সট্রাকশন মতোই কাজ করে। আমরা রোবট সম্পর্কে কিছুটা জানি যার নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই বরং মানুষের দেওয়া ইন্সট্রাকশন মত রোবট কাজ করে। তাই মানুষ আগে থেকে রোবটের মধ্যে যে ইন্সট্রাকশন দিয়ে রাখে সেই ইনস্ট্রাকশন মতোই রোবট আউটপুটে ইনফরমেশন দিয়ে দেয়।
যাহোক আজকের একটি টুইটার পোস্ট দেখে এ আই রোবটের কিছু পিডিকশন নিয়ে বিস্তারিত কিছু বলবো। The Bitcoin Therapist নামক একটি টুইটার প্রোফাইল থেকে চ্যাটজিপিটি কে দেওয়া বিটকয়েনের দামের উপর একটি ভবিষ্যৎবাণী তুলে ধরেছে যা আপনাদের সাথে শেয়ার করলাম।
চ্যাট জিপিটিতে ২০২৪ ,২০২৮,২০৩২ ও ২০৫০ সালে বিটকয়েনের দাম কিরূপ হবে তার একটি ভবিষ্যৎবাণী চ্যাটজিপিটি প্রোভাইড করেছে।



২০২৪ সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ টেন্ডে ৫০ হাজার থেকে দেড় লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে বলে ChatGPT পজিটিভ আশাবাদী করেছে। তবে আবার মার্কেট যদি নেগেটিভ দিকে প্রবাহিত হয় তাহলে বিটকয়েনের দাম বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে থাকবে বলে রক্ষণশীল মতবাদ প্রকাশ করছে।

২০২৮ সালে বিটকয়েনের দাম এক লক্ষ ডলার থেকে ৫ লক্ষ ডলারের উপরেও থাকতে পারে এই মন্তব্য করেছে এবং মার্কেট যদি নিম্নমুখী ট্রেন্ডে থাকে তাহলে বিটকয়েনের দাম 20000 থেকে এক লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে।

২০৩২ সালে বিটকয়েনের দাম ১ লক্ষ ডলার থেকে এক মিলিয়ন ডলারের উপরেও থাকতে পারে তবে যদি মার্কেট কোন কারনে নিম্নমুখী হয় তাহলে দুই লক্ষ ডলারেও নেমে আসতে পারে।

কিন্তু ২০৫০ সালের পিডিকশনে হয়তো পৃথিবীতে ChatGPT থাকবে কিন্তু আমরা কতিপয় বান্দা যারা বাংলা কমিউনিটিতে একটিভ আছি তারা হয়তো বেঁচে নাও থাকতে পারি। তাই এটা নিয়ে Chat GPT যাই বলুক না কেন আমরা যেহেতু বেঁচে থাকব না সেহেতু এটি নিয়ে নাই আলোচনা করলাম। ২০৫০ নিয়ে আমাদের নাতি পুতিরা আলাপ আলোচনা করবে।



▄███████████████████████▄
██████░▀█████████▀░██████
█████▀░▄██▀███▀██▄░▀█████
█████░▄████████▄██▄░█████
████▀░██▀▀▀███▀▀▀██░▀████
███▀░▀██▄██▄░▄██▄▄░▀░▀███
██▀██▄██▀▀█████▀▀███▄░▀██
████▀████▄▄███▄▄████▀████
███▄██▀█░███████░█▀██▄███
█████▄██▀███████▀██▄█████
███████▄██▀█░█▀██▄███████
█████████▄█████▄█████████
▀███████████████████████▀

WOLFBET.

████████████████████████████████████████████████████████
██████████████████████████████████████████████████

eCrypto Casino & Sportsbooke

███████████████████████████████████████████████████████
.

░░░▄░▐███▀░▄█████▄░▀███▌░▄
▄██▌░█▀░▄█████████▄░▀█░▐██▄
▀▀▀▀▀░░░▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀░░░▀▀▀▀▀
▀█████▌░▐███████████▌░▐█████▀

░░█████░░███████████░░█████
░░░▀███▌░▐█████████▌░▐███▀
░░░░░███░░█████████░░███
░░░░░░██▌░▐███████▌░▐██
░░░░░░░▀█░░███████░░█▀
░░░░░░░░▀█░▐█████▌░█▀
░░░
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
██████

EXCLUSIVE VIP██
REWARDS


██████
█▀▀▀▀▀











█▄▄▄▄▄

 PLAY NOW
▀▀▀▀▀█











▄▄▄▄▄█
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
August 28, 2023, 09:01:21 AM
 #8288

বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?

▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
Popkon6
Sr. Member
****
Offline Offline

Activity: 812
Merit: 378



View Profile
August 28, 2023, 09:06:41 AM
 #8289

ChatGPT এর ভবিষ্যৎ বানী

বর্তমান পৃথিবীতে চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। যদিও আমরা বাংলাদেশিরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই/ Chat GPT টেকনোলজি নিয়ে এতটা সজাগ নয় কিন্তু পৃথিবীতে এসব দিক থেকে কোন দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের ৯৯% মানুষ এই বিষয়গুলো সম্পর্কে কোন ধারণা রাখেনা রাখবেই বা কেমনে করে কেননা আমাদের এই বিষয়গুলো নিয়ে আইসিটি বা কোন টেকনোলজির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় না।
যাহোক চ্যাট জিপিটি আসলে মূলত কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার কোন মাথাব্যথা নেই কিন্তু অনেকেই দেখি এ আই রোবট বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে মোনালিসার চেহারা কেমন ছিল। বিজ্ঞানী প্লুটো কেমন ছিল? আজকের খেলায় কোন দল জয়লাভ করবে? আজকের খেলায় ম্যানচেস্টার সিটি কয়টি গোল দেবে? এই সমস্ত এডভান্স পিডিকশন ChatGPT থেকে নিয়ে বর্তমানে অনলাইন জুয়াগুলোতে ব্যাপক হারে বেট করা হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে ChatGPT থেকে দেওয়া তথ্যের সাথে সম্পূর্ণ মিলে যায়। তখন মানুষ চ্যাট জিপিটিকে ভগবান মানতে শুরু করে।
কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি চ্যাট জিপিটিকে  কোন নিজস্ব ক্ষমতা নেই বরং এটি মানুষের দেওয়া ইন্সট্রাকশন মতোই কাজ করে। আমরা রোবট সম্পর্কে কিছুটা জানি যার নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই বরং মানুষের দেওয়া ইন্সট্রাকশন মত রোবট কাজ করে। তাই মানুষ আগে থেকে রোবটের মধ্যে যে ইন্সট্রাকশন দিয়ে রাখে সেই ইনস্ট্রাকশন মতোই রোবট আউটপুটে ইনফরমেশন দিয়ে দেয়।
যাহোক আজকের একটি টুইটার পোস্ট দেখে এ আই রোবটের কিছু পিডিকশন নিয়ে বিস্তারিত কিছু বলবো। The Bitcoin Therapist নামক একটি টুইটার প্রোফাইল থেকে চ্যাটজিপিটি কে দেওয়া বিটকয়েনের দামের উপর একটি ভবিষ্যৎবাণী তুলে ধরেছে যা আপনাদের সাথে শেয়ার করলাম।
চ্যাট জিপিটিতে ২০২৪ ,২০২৮,২০৩২ ও ২০৫০ সালে বিটকয়েনের দাম কিরূপ হবে তার একটি ভবিষ্যৎবাণী চ্যাটজিপিটি প্রোভাইড করেছে।



২০২৪ সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ টেন্ডে ৫০ হাজার থেকে দেড় লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে বলে ChatGPT পজিটিভ আশাবাদী করেছে। তবে আবার মার্কেট যদি নেগেটিভ দিকে প্রবাহিত হয় তাহলে বিটকয়েনের দাম বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে থাকবে বলে রক্ষণশীল মতবাদ প্রকাশ করছে।

২০২৮ সালে বিটকয়েনের দাম এক লক্ষ ডলার থেকে ৫ লক্ষ ডলারের উপরেও থাকতে পারে এই মন্তব্য করেছে এবং মার্কেট যদি নিম্নমুখী ট্রেন্ডে থাকে তাহলে বিটকয়েনের দাম 20000 থেকে এক লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে।

২০৩২ সালে বিটকয়েনের দাম ১ লক্ষ ডলার থেকে এক মিলিয়ন ডলারের উপরেও থাকতে পারে তবে যদি মার্কেট কোন কারনে নিম্নমুখী হয় তাহলে দুই লক্ষ ডলারেও নেমে আসতে পারে।

কিন্তু ২০৫০ সালের পিডিকশনে হয়তো পৃথিবীতে ChatGPT থাকবে কিন্তু আমরা কতিপয় বান্দা যারা বাংলা কমিউনিটিতে একটিভ আছি তারা হয়তো বেঁচে নাও থাকতে পারি। তাই এটা নিয়ে Chat GPT যাই বলুক না কেন আমরা যেহেতু বেঁচে থাকব না সেহেতু এটি নিয়ে নাই আলোচনা করলাম। ২০৫০ নিয়ে আমাদের নাতি পুতিরা আলাপ আলোচনা করবে।




২০২৪ সালের বিটকয়েনের দাম নির্ধারণ নিয়ে আমি কিছুটা একমত পোষণ করছি। কারণ ২০২৪ সালে বিটকয়েন হালবিং নির্দেশ করে এবং এই হালভিং বছর এসে বিটকয়েনের দাম তেমন উর্ধ্বগতি হয় না। কিন্তু ২০২৫ সালে অর্থাৎ বিটকয়েন হালভিং এর পরের বছর বিটকয়েনের দাম সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি পায় যা ২০২০ সালের হালভিং ঘটেছে (২০২১ সালে ফলাফল পাওয়া গেছে)।
ChatGPT দেওয়া তথ্য একদম মিথ্যা তাও নয় এবং সম্পূর্ণ যে সত্য হবে তা নয় আংশিক কিছু অনুমান আমরা নিতে পারি।
তবে বিটকয়েন এর দাম ভবিষ্যতে অনেক বৃদ্ধি পাবে এটা সত্য কারণ ChatGPT ফলাফল নির্দেশের উচ্চমাত্রা দিয়ে বিটকয়েনের দাম বয়ে যাবে। ২০২৫ সালের বিটকয়েনের দাম এক লক্ষ ডলার অতিক্রম করবে এটা সত্য এবং দ্রুতই বিনিয়োগ করতে পারেন।

বর্তমানে বিটকয়েনের দাম ২৫৯৮৬ ডলার এইমাত্রায় আপনি যদি বিনিয়োগ করতে পারেন অবশ্যই আপনি মোটা অংকের বেনিফিট উপহার পাবেন। কারণ এটাই হয়তো বিনিয়োগ করার শেষ সুযোগ এবং পরবর্তী সময়ে বিটকয়েনের দাম এত নিচে নাও আসতে পারে।

▄████████████████████████▄
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
▀████████████████████████▀
EVO.io 
BRIDGING THE GAP
BETWEEN CRYPTO
AND PLAY 
█████████████████████████
█████████████████████████
████████▀▀░░█░░▀▀████████
██████▀▄░░▄▄█▄▄░░▄▀██████
█████░░░█▀▄▄▄▄▄▀█░░░█████
████░░░███████████░░░████
████▀▀▀███████████▄▄▄████
████░░░███████████░░░████
█████░░░█▄▀▀▀▀▀▄█░░░█████
██████▄▀░░▀▀█▀▀░░▀▄██████
████████▄▄░░█░░▄▄████████
█████████████████████████
█████████████████████████

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
 
ROULETTE
SLOTS
GAME SHOWS
MANY MORE
|
DEPOSIT BONUS
 
UP
TO
1 BTC + 150 
FREE
SPINS
|████████████▄▄▀▀█
░▄▄▄██████████
██▀▄░▄▄▄███▄███
██▄▀███████
█▀▀████████████
░█████████████████
██████████████████
███████▄▄████▀████
█▄▄██▄█▀▀███▀█████
░█▀██▀▀▀▀███████
▀█▀██▀████████████
██▀█▀▀▀█▀█▀█████████
██▄▄▀▄▄▄█▄▄██████████▄
[ 
Play Now
]
Fuso.hp
Sr. Member
****
Offline Offline

Activity: 672
Merit: 364



View Profile
August 28, 2023, 09:43:16 AM
 #8290

আমরা যখন বাহিরে চলাফেরা করি বা কোন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বের হয় তখন আমরা দেখতে পাই রাস্তায় অনেক শিশুরা বিভিন্ন পেশায় নিয়োজিত  আছে কিন্তু এই বয়সে তাদের পড়ালেখার করার কথা কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের ফ্যামিলির কারণে এ ধরনের কাজ করে বেড়ায় কেউবা চায়ের দোকানে কাজ করে কেউ বা ঝাল মুড়ি বিক্রি করে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন লক্ষ্য করি যদি সেখানে দেখতে পাবো অনেক বাচ্চারা  কাজ করে ওদেরকে দেখে আমার মনে হয় ওদের জন্য আমাদের কিছু করা দরকার আমাদের দেশের সরকারও যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কিন্তু তার একক চেষ্টা কোন কিছু হবে না যদি আমরা সরকারকে একটু সহযোগিতা করি তাহলে আমাদের  এ সমাজে যারা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন গুলা আছে আমরা যদি একটু সহযোগিতা করি বা এ পথ শিশুদের জন্য আমরা কিছু কিছু করে অর্থ সহযোগিতা করে যদি একটা ফান্ড তৈরি করা যায় সেখান থেকে যদি কিছু কিছু শিশুদেরকে আমরা স্কুলে পাঠানোর মাধ্যমে তাদের কিছু সহযোগিতা করতে পারে তাহলে মনে হয় এতে করে ওদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে এবং আমাদের দেশ জাতি গঠনেও সহায়ক হবে তাই আমার মনে হয় আমাদের সকলেরই উচিত যারা শিশুদের জন্য কাজ করবে তাদের সহযোগিতা করা।
আমাদের দেশে পথ শিশুদের সংখ্যা অনেক বেশি এদের উন্নতি হচ্ছে না কারন এদের দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে অনেকেই ব্যবসা করতেছে। সরকারের একার পক্ষে এদের নিয়ে কিছু করা সম্ভব নয়। যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই সমস্যা সমাধানের মাধ্যমে। তারা নিজেরা সংস্থা তৈরি করতে পারে যেখান থেকে তারা ফান্ড কালেক্ট করে এদের সাহায্য করবে নিজেদের মতো করে এদের শিক্ষা দেওয়ার দিক দেখতে পারে। প্রয়োজনে রাস্তার পাশেই হাতে কলমে শিক্ষা দিয়ে সাহায্য করবে। তাদের নিয়ে সেমিনার করতে পারে যেখানে তাদের শিখানো হবে বুঝানো হবে কিভাবে কি করলে তারা আসলেই উন্নতি কর‍তে পারবে। তার থেকেও বড় কথা আমরা মানুষেরা আগে ওদের ভালোবাসতে শিখি কারন আমরা ওদের মানুষ বলেও গন্য করি না। সমবয়সী ছেলে মেয়েদের ওদের সাথে মিশতে দেই না। খারাপ ব্যবহার করি যার জন্য ওরা ওদের এই অসহায় জীবন কেই ওদের ভাগ্য বলে মনে করে।

অনলাইনে আমরা একটি কাজের অনেক সমালোচনা করতে পারি বা ওই কাজের বিরোধিতা করতে পারি কিন্তু আমাদের চোখের সামনে যখন ওই ধরনের কাজ হয়ে থাকে তখন আমরা সেই কাজের কখনো প্রতিবাদ করি না। ফেসবুকে ইমোশনাল কোন গান দিয়ে যখন রাস্তার শিশুদের নিয়ে ভিডিও করা হয় তখন আমরা সেই পোষ্টের কমেন্টে গিয়ে নিজেদের আবেগ প্রকাশ করে থাকি কিন্তু যখন বাস্তবে চলার পথে সেই রাস্তার শিশুরাই আমাদের কাছে সাহায্য চায় তখন আমরা তাদের এড়িয়ে চলি। অনলাইনে লেখালেখি করে আমরা কখনোই শিশু শ্রম বন্ধ করতে পারবো না কারণ ফ্যামিলি অতিরিক্ত অভাবে না থাকলে কখনোই শিশুদের কর্ম ক্ষেত্রে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেয় না। শিশুদের শিশু শ্রম থেকে বের করে নিয়ে আসতে হলে আগে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে। যে শিশুর রাস্তায় কাজ করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করলে দেখা যাবে হয়তো তার পরিবারের ওইরকম কোন ব্যক্তি নেই যে ইনকাম করে তাদের ফ্যামিলি পরিচালনা করবে। দেশে বেকারত্বের হার কমাতে হবে এবং প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তবেই দেশে শিশু শ্রমের পরিমাণ কমে যাবে।

R


▀▀▀▀▀▀▀██████▄▄
████████████████
▀▀▀▀█████▀▀▀█████
████████▌███▐████
▄▄▄▄█████▄▄▄█████
████████████████
▄▄▄▄▄▄▄██████▀▀
LLBIT|
4,000+ GAMES
███████████████████
██████████▀▄▀▀▀████
████████▀▄▀██░░░███
██████▀▄███▄▀█▄▄▄██
███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███
██░░░░░░░░█░░░░░░██
██▄░░░░░░░█░░░░░▄██
███▄░░░░▄█▄▄▄▄▄████
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
█████████
▀████████
░░▀██████
░░░░▀████
░░░░░░███
▄░░░░░███
▀█▄▄▄████
░░▀▀█████
▀▀▀▀▀▀▀▀▀
█████████
░░░▀▀████
██▄▄▀░███
█░░█▄░░██
░████▀▀██
█░░█▀░░██
██▀▀▄░███
░░░▄▄████
▀▀▀▀▀▀▀▀▀
|||
▄▄████▄▄
▀█▀
▄▀▀▄▀█▀
▄░░▄█░██░█▄░░▄
█░▄█░▀█▄▄█▀░█▄░█
▀▄░███▄▄▄▄███░▄▀
▀▀█░░░▄▄▄▄░░░█▀▀
░░██████░░█
█░░░░▀▀░░░░█
▀▄▀▄▀▄▀▄▀▄
▄░█████▀▀█████░▄
▄███████░██░███████▄
▀▀██████▄▄██████▀▀
▀▀████████▀▀
.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀
███▀▄▀█████████████████▀▄▀
█████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀
███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄
█████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀
███████████░███████▀▄▀
███████████░██▀▄▄▄▄▀
███████████░▀▄▀
████████████▄▀
███████████
▄▄███████▄▄
▄████▀▀▀▀▀▀▀████▄
▄███▀▄▄███████▄▄▀███▄
▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄
▄██▀▄███░░░▀████░███▄▀██▄
███░████░░░░░▀██░████░███
███░████░█▄░░░░▀░████░███
███░████░███▄░░░░████░███
▀██▄▀███░█████▄░░███▀▄██▀
▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀
▀███▄▀▀███████▀▀▄███▀
▀████▄▄▄▄▄▄▄████▀
▀▀███████▀▀
OFFICIAL PARTNERSHIP
SOUTHAMPTON FC
FAZE CLAN
SSC NAPOLI
Bitcoin_people
Sr. Member
****
Offline Offline

Activity: 728
Merit: 380


🎗️🍁🎭


View Profile WWW
August 28, 2023, 10:12:28 AM
 #8291

বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
এটা একদম সত্য কথা ভাই যে আপনি যখনই বিটকয়েন ব্যবহার করবেন অবশ্যই এর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসির প্রয়োজন আছে। তাছাড়া আমি যদি বিটকয়েন বিনিয়োগ করি তাহলে আমার এলাকার লোক কেন এটি সম্পর্কে জানবে যদি নিজের প্রাইভেসি নিজেই তৈরি না করতে পারি তাহলে তো লোকেরা এরকম খারাপ প্রসঙ্গ করতেই পারে। যেহেতু আমাদের দেশে বিটকয়েন এর কোন অনুমোদন নেই এবং আইনি অপরাধ তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি থাকতে হবে এবং বিটকয়েন বিনিয়োগ করতে হবে তাছাড়া আমাদের নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যদিও তার প্রসঙ্গে এলাকার লোকজন বলেছে সে জুয়া খেলে টাকা ইনকাম করছে তবে এটা মোটেও ভালোর লক্ষণ নয়, কেননা সমাজে এরকম যদি কোন ব্যক্তির উপর আঙ্গুল হয় তাহলে অবশ্যই সমস্যার সৃষ্টি করতে পারে সমাজ থেকে। কেননা এরকম প্রসঙ্গ যদি এলাকা থেকে একজন ব্যক্তির নামে উঠে তাহলে অবশ্যই এটি খারাপ লক্ষণ হবে কেননা জুয়া খেলা মোটেও ভালোলক্ষণ নয় আর যদিও অল্প একটু হয় তাহলে সমাজ থেকে আরো বেশি পরিমাণ বাড়িয়ে বলে থাকে। তাই বিটকয়েন বিনিয়োগ করে অবশ্যই প্রাইভেসির প্রয়োজন সবচেয়ে বেশি। তাছাড়া বর্তমান সমাজের মুরুব্বীরা বিটকয়েন সম্পর্কে জানে না এবং তারা অনলাইন থেকে ইনকাম করা যায় এ বিষয়ে বুঝেনা তবে যদি তাদের জুয়া খেলার কথা বলা হয় তাহলে তারা অবশ্যই এটি খারাপভাবে নিবে। মুরুব্বীরা এ বিষয়ে জানি যে জুয়া খেলে ইনকাম করা যায় তাই আমাদের এমন কোন কাজ করা উচিত নয় যাতে করে বিটকয়েন বিনিয়োগ করলে এলাকার কেউ না জানে তাহলে অবশ্যই এটিকে জুয়া হিসেবে চালিয়ে দিবে এলাকার কিছু ভাইরাস লোকজনে। Roll Eyes

.
Duelbits
█▀▀











█▄▄
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
KENONEW
.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀█











▄▄█
10,000x
 
MULTIPLIER
 
NEARLY
UP TO
50%
REWARDS
Negotiation
Sr. Member
****
Offline Offline

Activity: 1246
Merit: 272


Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com


View Profile WWW
August 28, 2023, 10:39:25 AM
 #8292

বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
~


~
এটা একদম সত্য কথা ভাই যে আপনি যখনই বিটকয়েন ব্যবহার করবেন অবশ্যই এর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসির প্রয়োজন আছে। তাছাড়া আমি যদি বিটকয়েন বিনিয়োগ করি তাহলে আমার এলাকার লোক কেন এটি সম্পর্কে জানবে যদি নিজের প্রাইভেসি নিজেই তৈরি না করতে পারি তাহলে তো লোকেরা এরকম খারাপ প্রসঙ্গ করতেই পারে। যেহেতু আমাদের দেশে বিটকয়েন এর কোন অনুমোদন নেই এবং আইনি অপরাধ তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি থাকতে হবে এবং বিটকয়েন বিনিয়োগ করতে হবে তাছাড়া আমাদের নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যদিও তার প্রসঙ্গে এলাকার লোকজন বলেছে সে জুয়া খেলে টাকা ইনকাম করছে তবে এটা মোটেও ভালোর লক্ষণ নয়, কেননা সমাজে এরকম যদি কোন ব্যক্তির উপর আঙ্গুল হয় তাহলে অবশ্যই সমস্যার সৃষ্টি করতে পারে সমাজ থেকে। কেননা এরকম প্রসঙ্গ যদি এলাকা থেকে একজন ব্যক্তির নামে উঠে তাহলে অবশ্যই এটি খারাপ লক্ষণ হবে কেননা জুয়া খেলা মোটেও ভালোলক্ষণ নয় আর যদিও অল্প একটু হয় তাহলে সমাজ থেকে আরো বেশি পরিমাণ বাড়িয়ে বলে থাকে। তাই বিটকয়েন বিনিয়োগ করে অবশ্যই প্রাইভেসির প্রয়োজন সবচেয়ে বেশি। তাছাড়া বর্তমান সমাজের মুরুব্বীরা বিটকয়েন সম্পর্কে জানে না এবং তারা অনলাইন থেকে ইনকাম করা যায় এ বিষয়ে বুঝেনা তবে যদি তাদের জুয়া খেলার কথা বলা হয় তাহলে তারা অবশ্যই এটি খারাপভাবে নিবে। মুরুব্বীরা এ বিষয়ে জানি যে জুয়া খেলে ইনকাম করা যায় তাই আমাদের এমন কোন কাজ করা উচিত নয় যাতে করে বিটকয়েন বিনিয়োগ করলে এলাকার কেউ না জানে তাহলে অবশ্যই এটিকে জুয়া হিসেবে চালিয়ে দিবে এলাকার কিছু ভাইরাস লোকজনে। Roll Eyes

এটা সত্যি যে বিটকয়েন ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি সতর্ক থাকতে হবে, আমি এমনো শুনেছি যে আমাদের দেশে কিছু গ্রাম বা এলাকা রয়েছে যেখানে প্রতিটা পরিবারের মানুষ বিটকয়েনটল্ক বা বিটকয়েন এর সাথে জরিত, আর এটার উপরে নির্ভর করেই তাদের পরিবার চালোনা করে থাকে, আমার ব্যাক্তিগত ভাবে তাদের কয়েকজনের সাথে কথা হয়েছিলো এবং দেখাও হয়েছে। 

একটু গ্রাম পর্যায়ে যেয়ে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বেশিরভাগ মানুষ এখোনো অনলাইন থেকে যে ইঙ্কাম করা যায় এটাই বিশ্বাস করেনা, তারা মনে করে জুয়া খেলে, তবে শহরে এখন মানুষ বোঝে যে  অনলাইন থেকে ইঙ্কাম করা যায়।   

█████████████████████████████████
████████▀▀█▀▀█▀▀█▀▀▀▀▀▀▀▀████████
████████▄▄█▄▄█▄▄██████████▀██████
█████░░█░░█░░█░░████████████▀████
██▀▀█▀▀█▀▀█▀▀█▀▀██████████████▀██
██▄▄█▄▄█▄▄█▄▄█▄▄█▄▄▄▄▄▄██████████
██░░█░░█░░███████████████████████
██▀▀█▀▀█▀▀███████████████████████
██▄▄█▄▄█▄▄███████████████████████
██░░█░░█░░███████████████████████
██▀▀█▀▀█▀▀██████████▄▄▄██████████
██▄▄█▄▄█▄▄███████████████████████
██░░█░░█░░███████████████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████
R7 PROMOTIONS Contact AB de Royse
████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████████
████████████████████

████████████████████
██
▀░░░░░░░░░░░░░░▀██
██░░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░░██
██░░▀▀▀▀▀▀▀▀▀▀▀▀░░██
██░░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░░██
██░░▀▀▀▀▀▀▀▀▀▀▀▀░░██
███▄▄▄▄▄▄▄▄░░░▄▄▄███
████████████▄░██████
████████████████████


████████████████████
████████████████████

███████████████▀▀███
██
█████████▀▀░░░░███
███████▀▀░░░▄▀░░▐███
███▀▀░░░░▄█▀░░░░████
█▄▄░░░▄██▀░░░░░▐████
█████░█▀░░░░░░░█████
█████▌▐░░▄░░░░▐█████
██████░▄███▄░░██████
████████████████████


████████████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
August 28, 2023, 10:47:46 AM
 #8293

বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
এটা একদম সত্য কথা ভাই যে আপনি যখনই বিটকয়েন ব্যবহার করবেন অবশ্যই এর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসির প্রয়োজন আছে। তাছাড়া আমি যদি বিটকয়েন বিনিয়োগ করি তাহলে আমার এলাকার লোক কেন এটি সম্পর্কে জানবে যদি নিজের প্রাইভেসি নিজেই তৈরি না করতে পারি তাহলে তো লোকেরা এরকম খারাপ প্রসঙ্গ করতেই পারে। যেহেতু আমাদের দেশে বিটকয়েন এর কোন অনুমোদন নেই এবং আইনি অপরাধ তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি থাকতে হবে এবং বিটকয়েন বিনিয়োগ করতে হবে তাছাড়া আমাদের নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যদিও তার প্রসঙ্গে এলাকার লোকজন বলেছে সে জুয়া খেলে টাকা ইনকাম করছে তবে এটা মোটেও ভালোর লক্ষণ নয়, কেননা সমাজে এরকম যদি কোন ব্যক্তির উপর আঙ্গুল হয় তাহলে অবশ্যই সমস্যার সৃষ্টি করতে পারে সমাজ থেকে। কেননা এরকম প্রসঙ্গ যদি এলাকা থেকে একজন ব্যক্তির নামে উঠে তাহলে অবশ্যই এটি খারাপ লক্ষণ হবে কেননা জুয়া খেলা মোটেও ভালোলক্ষণ নয় আর যদিও অল্প একটু হয় তাহলে সমাজ থেকে আরো বেশি পরিমাণ বাড়িয়ে বলে থাকে। তাই বিটকয়েন বিনিয়োগ করে অবশ্যই প্রাইভেসির প্রয়োজন সবচেয়ে বেশি। তাছাড়া বর্তমান সমাজের মুরুব্বীরা বিটকয়েন সম্পর্কে জানে না এবং তারা অনলাইন থেকে ইনকাম করা যায় এ বিষয়ে বুঝেনা তবে যদি তাদের জুয়া খেলার কথা বলা হয় তাহলে তারা অবশ্যই এটি খারাপভাবে নিবে। মুরুব্বীরা এ বিষয়ে জানি যে জুয়া খেলে ইনকাম করা যায় তাই আমাদের এমন কোন কাজ করা উচিত নয় যাতে করে বিটকয়েন বিনিয়োগ করলে এলাকার কেউ না জানে তাহলে অবশ্যই এটিকে জুয়া হিসেবে চালিয়ে দিবে এলাকার কিছু ভাইরাস লোকজনে। Roll Eyes

আপনার কাছের মানুষরাই আপনার সবচাইতে বেশি সমস্যার সৃষ্টি করবে। এলাকার লোক কেনো? আমার খুব কাছের বন্ধুরাও জানে না আমি বিটকয়েন ইউজ করি। আমার ছোট ভাই, আমার বউ আর আমার দুইজন বন্ধু যারা নিজেরাও বিটকয়েন ইউজ করে, শুধু এরাই জানে যে আমি বিটকয়েন ইউজ করি। আপনি যে বিটকয়েন ইউজ করেন, সেটা শুধু তারাই জানবে যারা বিটকয়েন নিজেরা ইউজ করে। যারা বিটকয়েন ইউজ করে, তারা অবশ্যই জানে বিটকয়েন কিভাবে কাজ করে। তারা কখনোই বলবে না যে আপনি জুয়া খেলেন।

তলে তলে জুয়া অনেকেই খেলে। আমরা যে অনলাইনে বেট প্লেস করি, এগুলা কি? অবশ্যই জুয়া। তফাৎ হলো ডিজিটাল আর এন্যালগ। এখন ব্যাপার হচ্ছে আপনি অনলাইনে কি করেন, আর কি করেন না, সেটা একমাত্র আপনার ব্যাক্তিগত ব্যাপার। নিজের প্রাইভেসি রক্ষা করা যে কতোটা জরুরি, সেটা এসব কাহিনি দেখলেই বুঝা যায়। একবার যদি মানুষ বলা শুরু করে আপনি জুয়ারি, আপনি জীবনেও তাদের বিশ্বাস করাতে পারবেন না যে আপনি জুয়া খেলেন না। নিজের প্রাইভেসি মেনটেইন করা খুবই জরুরি। আপনি অনলাইনে কি করেন, সেটা শুধু অনলাইনেই রাখবেন। অনলাইন লাইফের সাথে অফলাইন লাইফ একদম ভিন্ন থাকবে। অনলাইনে অনেক লোক প্রচুর কথা বলে, অফলাইনে আসলে তারা ইন্ট্রোভারট টাইপের মানুষ।


▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
Shishir99
Hero Member
*****
Offline Offline

Activity: 840
Merit: 522



View Profile WWW
August 28, 2023, 11:34:17 AM
 #8294

আমাদের দেশে পথ শিশুদের সংখ্যা অনেক বেশি এদের উন্নতি হচ্ছে না কারন এদের দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে অনেকেই ব্যবসা করতেছে। সরকারের একার পক্ষে এদের নিয়ে কিছু করা সম্ভব নয়। যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই সমস্যা সমাধানের মাধ্যমে। তারা নিজেরা সংস্থা তৈরি করতে পারে যেখান থেকে তারা ফান্ড কালেক্ট করে এদের সাহায্য করবে নিজেদের মতো করে এদের শিক্ষা দেওয়ার দিক দেখতে পারে। প্রয়োজনে রাস্তার পাশেই হাতে কলমে শিক্ষা দিয়ে সাহায্য করবে। তাদের নিয়ে সেমিনার করতে পারে যেখানে তাদের শিখানো হবে বুঝানো হবে কিভাবে কি করলে তারা আসলেই উন্নতি কর‍তে পারবে। তার থেকেও বড় কথা আমরা মানুষেরা আগে ওদের ভালোবাসতে শিখি কারন আমরা ওদের মানুষ বলেও গন্য করি না। সমবয়সী ছেলে মেয়েদের ওদের সাথে মিশতে দেই না। খারাপ ব্যবহার করি যার জন্য ওরা ওদের এই অসহায় জীবন কেই ওদের ভাগ্য বলে মনে করে।

অনলাইনে আমরা একটি কাজের অনেক সমালোচনা করতে পারি বা ওই কাজের বিরোধিতা করতে পারি কিন্তু আমাদের চোখের সামনে যখন ওই ধরনের কাজ হয়ে থাকে তখন আমরা সেই কাজের কখনো প্রতিবাদ করি না। ফেসবুকে ইমোশনাল কোন গান দিয়ে যখন রাস্তার শিশুদের নিয়ে ভিডিও করা হয় তখন আমরা সেই পোষ্টের কমেন্টে গিয়ে নিজেদের আবেগ প্রকাশ করে থাকি কিন্তু যখন বাস্তবে চলার পথে সেই রাস্তার শিশুরাই আমাদের কাছে সাহায্য চায় তখন আমরা তাদের এড়িয়ে চলি। অনলাইনে লেখালেখি করে আমরা কখনোই শিশু শ্রম বন্ধ করতে পারবো না কারণ ফ্যামিলি অতিরিক্ত অভাবে না থাকলে কখনোই শিশুদের কর্ম ক্ষেত্রে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেয় না। শিশুদের শিশু শ্রম থেকে বের করে নিয়ে আসতে হলে আগে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে। যে শিশুর রাস্তায় কাজ করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করলে দেখা যাবে হয়তো তার পরিবারের ওইরকম কোন ব্যক্তি নেই যে ইনকাম করে তাদের ফ্যামিলি পরিচালনা করবে। দেশে বেকারত্বের হার কমাতে হবে এবং প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তবেই দেশে শিশু শ্রমের পরিমাণ কমে যাবে।

সমস্যা হচ্ছে বাংলাদেশে প্রতারকের সংখ্যা অনেক বেশি। যেখানে অরিজিনাল ভিকটিম আছে, সেখানে প্রতারক ও আছে। বাংলাদেশের রাস্তাঘাটে যেসব বাচ্চারা কাজ করে বা ভিক্ষা করে, এরা সবাই কিন্ত নিজেদের ফ্যামিলির জন্য কাজ করে না। এর মধ্যে প্রায় অর্ধেক বাচ্চারা তাদের ইনকামের পুরো টাকাই তাদের কোনো একজন ওস্তাদের হাতে তুলে দেয়। এদের বাবা মা নেই, অনেকেই নিজের বাবা মার নাম ও জানে না। এরা থাকে কোনো বড় ভাইয়ে আন্ডারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এসব বড় ভাইরা শিশুদের কে দিয়ে ছিনতাই সহ নানান অপরাধ মুলক কাজে লাগিয়ে দেয়। তবে কিছু রিয়েল আছে যারা পরিবারের কষ্ট লাঘব করার জন্য কাজ করে। কিন্ত সেটা কেস বাই কেস ভেরিফিকেশন করা ছাড়া হেল্প করা সম্ভব নয়। ধরেন আমি ভেরিফিকেশনের কাজটা করে দিলাম, একটা পরিবারকে স্বাভলম্বি করা আমার মতো সাধারন মানুষের কাজ নয়। এগিয়ে আসতে হবে যারা কর্ম সংস্থান তৈরী করে দিতে পারবে তাদের। সরকার একা কিন্তু সব করতে পারবে না।

▄▄███████████████████▄▄
▄███████████████████████▄
████████▀░░░░░░░▀████████
███████░░░░░░░░░░░███████
███████░░░░░░░░░░░███████
██████▀░░░░░░░░░░░▀██████
██████▄░░░░░▄███▄░▄██████
██████████▀▀█████████████
████▀▄██▀░░░░▀▀▀░▀██▄▀███
███░░▀░░░░░░░░░░░░░▀░░███
████▄▄░░░░▄███▄░░░░▄▄████
▀███████████████████████▀
▀▀███████████████████▀▀
 
 CHIPS.GG 
▄▄███████▄▄
▄████▀▀▀▀▀▀▀████▄
███▀░▄░▀▀▀▀▀░▄░▀███
▄███
░▄▀░░░░░░░░░▀▄░███▄
▄███░▄░░░▄█████▄░░░▄░███▄
███░▄▀░░░███████░░░▀▄░███
███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███
███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░██
▀███
░▀░▀▄██▀░▀██▄▀░▀░██▀
▀███
░▀▄░░░░░░░░░▄▀░██▀
▀███▄
░▀░▄▄▄▄▄░▀░▄███▀
▀█
███▄▄▄▄▄▄▄████▀
█████████████████████████
▄▄███████▄▄
███
████████████▄
▄█▀▀▀▄
█████████▄▀▀▀█▄
▄██████▀▄▄▄▄▄▀██████▄
▄█████████████▄████████▄
████████▄███████▄████████
█████▄█████████▄██████
██▄▄▀▀▀▀█████▀▀▀▀▄▄██
▀█████████▀▀███████████▀
▀███████████████████▀
██████████████████
▀████▄███▄▄
████▀
████████████████████████
3000+
UNIQUE
GAMES
|
12+
CURRENCIES
ACCEPTED
|
VIP
REWARD
PROGRAM
 
 
  Play Now  
Z_MBFM
Sr. Member
****
Offline Offline

Activity: 602
Merit: 322



View Profile WWW
August 28, 2023, 12:40:07 PM
 #8295

বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
বাংগালী এরকমই বিশেষ করে বয়স্কদের মধ্যে এটা বসচেয়ে বেশি দেখা যায়। কারণ বয়স্কদের মধ্যে টেকনিক্যাল জ্ঞান নাই বললেই চলে। এ কারণে তারা এসব বিশ্বাস করতে চায় না। আর তারা যা বোঝে তাই বলে। তাই এইসব বিষয় নিয়া বিভ্রান্ত হবার কিছু নাই আবার আছেও কারন এখনো আমাগো সাজে আসে পাসে বয়স্ক মানুষ অনেক আছে। তাই তারা সবাই যদি এরকম বলতে থাকে তাইলে সমস্যা হতে পারে। কারন এখনকার পুলিশ হলো ডাকাতের মতো তারা সবসময় চাইয়া থাকে কই থিকা টাকা খাওয়া পারবো তাই এরকম কিছুর খোজ পাইলে হামলা দিতে দ্বিধাবোধ করবো না। কারন এলাকায় আইলে বয়স্করা না বুঝেও উলটা পালটা রিপোর্ট দিয়া দিবো৷ এইসব বিষয় বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। তাই প্রত্যেকেই বিটকয়েনে ইনভেস্ট বা ট্রেডিং বিষয় হাইড রাখার চেষ্টা করা উচিৎ এতে নিজে নিরাপদ থাকা যাবে।











██
██
██████
R


▀▀██████▄▄
████████████████
▀█████▀▀▀█████
████████▌███▐████
▄█████▄▄▄█████
████████████████
▄▄██████▀▀
LLBIT
██████
██
██
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
██████████████
 
 TH#1 SOLANA CASINO 
██████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
████████████▄
▀▀██████▀▀███
██▄▄▀▀▄▄████
████████████
██████████
███▀████████
▄▄█████████
████████████
████████████
████████████
████████████
█████████████
████████████▀
████████████▄
▀▀▀▀▀▀▀██████
████████████
███████████
██▄█████████
████▄███████
████████████
█░▀▀████████
▀▀██████████
█████▄█████
████▀▄▀████
▄▄▄▄▄▄▄██████
████████████▀
[
[
5,000+
GAMES
INSTANT
WITHDRAWALS
][
][
HUGE
   REWARDS   
VIP
PROGRAM
]
]
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
████████████████████████████████████████████████
 
PLAY NOW
 

████████████████████████████████████████████████
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
Bd officer
Sr. Member
****
Offline Offline

Activity: 602
Merit: 369


Betunlim|Welcome Bonus 100%|Upto 1000€


View Profile WWW
August 28, 2023, 01:12:24 PM
 #8296

বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা ডলারে কিভাবে থাকবে? আপনার টাকা বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা বিটকয়েনেই থাকবে।
আমি যেভাবে বুঝেছিলাম, যদি বিটকয়েনে বিনিয়োগ করি তাহলে বিটকয়েনের দাম ১ বিটকয়েন = $২৬০০০ ডলার প্রায়। কিন্তু বিটকয়েন টাকায় থাকে না, ডলারে বিটকয়েন এর দাম শো করে, কেননা বিটকয়েন পুরো বিশ্বব্যাপী। আমি এভাবে মনে করে বলেছিলাম।
আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন?
আমি আমার এক ফ্রেন্ড কে বলেছিলাম বিটকয়েন এর কথা কিন্তু তার মাধ্যমে দুই একজন লোকে শুনেছে। তাই তারা এটা মনে করে জুয়া খেলা। আমি শুধু বিটকয়েনে বিনিয়োগ করছি এমন নয়। বর্তমানে আমি প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো জব করছি। তেমন ভাবে কেউ জানে না।

Little Mouse
Legendary
*
Offline Offline

Activity: 2268
Merit: 2324


Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse


View Profile WWW
August 28, 2023, 02:02:59 PM
Merited by Bd officer (1)
 #8297

এটা সত্যি যে বিটকয়েন ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি সতর্ক থাকতে হবে, আমি এমনো শুনেছি যে আমাদের দেশে কিছু গ্রাম বা এলাকা রয়েছে যেখানে প্রতিটা পরিবারের মানুষ বিটকয়েনটল্ক বা বিটকয়েন এর সাথে জরিত, আর এটার উপরে নির্ভর করেই তাদের পরিবার চালোনা করে থাকে, আমার ব্যাক্তিগত ভাবে তাদের কয়েকজনের সাথে কথা হয়েছিলো এবং দেখাও হয়েছে।
কোন এলাকা ভাই? পাবলিকে না বলে মেসেজ দিয়ে বলা যায়? শুনে খুবই অবাক হচ্ছি যে এইরকম পুরো একটা এলাকা জুড়ে বিটকয়েনটক মেম্বার রয়েছে। সম্ভব হলে জানাবেন।

আমি যেভাবে বুঝেছিলাম, যদি বিটকয়েনে বিনিয়োগ করি তাহলে বিটকয়েনের দাম ১ বিটকয়েন = $২৬০০০ ডলার প্রায়। কিন্তু বিটকয়েন টাকায় থাকে না, ডলারে বিটকয়েন এর দাম শো করে, কেননা বিটকয়েন পুরো বিশ্বব্যাপী। আমি এভাবে মনে করে বলেছিলাম।
ডলারে যে দাম দেখছেন সেটা তো বিটকয়েনের দাম, সেটা হতে পারে ডলারে, টাকায় কিংবা অন্য যে কোন কারেন্সিতে। যেমন আপনি বাইন্যান্স পিটুপিতে গেলে বিটকয়েনের বর্তমান দাম টাকায় দেখতে পারবেন। কিংবা গুগলে যদি বিটকয়েন টু বিডিটি দিয়ে সার্চ করেন তাহলেও বিটকয়েনের দাম টাকায় দেখতে পাবেন। তার মানে কি আপনি টাকায় বিনিয়োগ করেছেন? এই দামটা তো ভ্যালুয়েশন। আপনি যখন বিটকয়েন হোল্ড করছেন তখন সেটা অন্য কোন কারেন্সি নয় স্ব্যং বিটকয়েনই। আপনি যদি ডলার ব্যাকড কারেন্সি যেমন ইউ.এস.ডি.টি হোল্ড করেন তাহলে বলতে পারবেন আপনি ডলারে রেখেছেন। যদি গোল্ড ব্যাকড কারেন্সি যেমন প্যাক্স গোল্ড কিংবা টেথার গোল্ডে বিনিয়োগ করেন তাহলে বলতে পারবেন গোল্ডে বিনিয়োগ করেছেন যদিও গোল্ড ব্যাকড কারেন্সির অনেক হেরফের রয়েছে। আদৌ কি তারা প্রতিটা কয়েনের বিপক্ষে র-গোল্ড সংরক্ষণ করে কি না এইরকম একটা প্রশ্ন থেকেই যায়।

██████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
██████████████████████
.SHUFFLE.COM..███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
█████████████████████
████████████████████
██████████████████████
████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████████
██████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
.
...Next Generation Crypto Casino...
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 518
Merit: 489


Payment Gateway Allows Recurring Payments


View Profile WWW
August 28, 2023, 02:51:19 PM
 #8298

বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
এটা একদম সত্য কথা ভাই যে আপনি যখনই বিটকয়েন ব্যবহার করবেন অবশ্যই এর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসির প্রয়োজন আছে। তাছাড়া আমি যদি বিটকয়েন বিনিয়োগ করি তাহলে আমার এলাকার লোক কেন এটি সম্পর্কে জানবে যদি নিজের প্রাইভেসি নিজেই তৈরি না করতে পারি তাহলে তো লোকেরা এরকম খারাপ প্রসঙ্গ করতেই পারে। যেহেতু আমাদের দেশে বিটকয়েন এর কোন অনুমোদন নেই এবং আইনি অপরাধ তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি থাকতে হবে এবং বিটকয়েন বিনিয়োগ করতে হবে তাছাড়া আমাদের নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।

আপনার কাছের মানুষরাই আপনার সবচাইতে বেশি সমস্যার সৃষ্টি করবে।

বিটকয়েন রিলেটিভ কোনো বিষয় কাউকে না বলাই বেটার বলে আমি মনে করি। ভাই বিশ্বাস করেন বা না করেন, অনেকে সমস্যা করবে করে এসব জানতে পারলে। এজন্য এ বিষয়ে সর্বোচ্চ প্রাইভেসি মেইনটেন করে চলাফেরা করি। আমি ৩-৪ বছর ধরে এইসব সম্পর্কে জানি। আজ পর্যন্ত কেউ জানেনা আমাদের ফ্যামিলির ইনকাম সোর্স কি! সবই করতেছি, চলাফেরা, বাজারসাজার, দৈনন্দিন জীবন সব কিন্তু কেউ কিছু জানেনা। আশেপাশের লোক আমাদের দেখে অনেক জ্বলে, অনেকে বলে এতো টাকা কিভাবে আসে, বাট বলিনা। আর এখানকার লোকেরাও ভালোনা। কারোর ভালো কারোর সহ্য হয়না, কেউ দেখতে পারেনা। দিনশেষে নিজের ফ্যামিলি নিয়ে খুব শান্তিতে আছি।

আর বাংলাদেশে বিটকয়েন বা ক্রিপ্টো এখনো অবৈধ আমি যতোদূর জানি। তাই এগুলো প্রাইভেট রাখাই বেটার। এজন্য একাধিক ফোন ব্যবহার করি। ক্রিপ্টো রিলেটিভ ফোন, ল্যাপটপ সবসময় বাসায় থাকে। বাহিরে গেলে অন্য ফোন। আবার কিছুদিন ধরে দেখি পুলিশ নাকি মোবাইল চেক করতেছে, এতে করে সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ।

আর আমি মনে করি আশে পাশের মানুষদের এসব বলা উচিত না। এরা বোঝে কম চিল্লাই বেশি। যদি একান্তই জানাতে চান তাহলে নিজের পরিবারকে এ বিষয়ে জানানো উচিত সতেচন করা উচিত। ঘরের বাহিরে আমি এ বিষয়ে বিন্দুমাত্র কিছু বলিনা বা জানিনা।

cryptomus.   
  
.
lllllllllllllllllll CRYPTO
PAYMENT GATEWAY
▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄
██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█
██░▀▄██░░░███▄███░░░███░░▄█
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄
███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█
██▀▄███░░░██░░░██░░░█▄███░█
▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀

▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄
█▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██
█▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
ACCEPT
CRYPTO
PAYMENTS
██████
██
██







██
██
██████

GET STARTED
██████
██
██








██
██
██████
Lion02
Newbie
*
Offline Offline

Activity: 28
Merit: 1


View Profile
August 28, 2023, 03:29:20 PM
Last edit: August 28, 2023, 04:17:46 PM by Lion02
 #8299

আজকাল আমাদের লোকাল থ্রেডের বেশ উন্নতি হচ্ছে। সম্প্রতি আমাদের লোকাল বোর্ডের Learn Bitcoin, Z_MBFM, Tiger420 ভাইদের রেঙ্ক আপ হয়েছে। তাই আমি ভাবলাম একটা রেঙ্ক লিস্ট তৈরি করি।

                                                                       Bangladesh Board Members
                                                                                

                  Legendary                                                               Hero                                                                      Sr. Member                  
           _________________                                                 _________________                                                      _________________
                 Little Mouse                                                          Crypto Library                                                             Learn Bitcoin
                    Shasan                                                                                                                                                           Shishir99
                BitCoinDream                                                                                                                                                         LD


                Full Member                                                             Member                                                              Jr. Member                  
           _________________                                                 _________________                                                      _________________
                  Z_MBFM                                                                   Bd officer                                                                    Tiger420
                  Popkon6                                                                 DYING_S0UL                                                               Poorman2
                   Fuso.hp                                                             2Pizza410000BTC                                                         Essential10
            Bitcoin_people                                                             synchronym
              Negotiation
                Dimitri94
                RewFrew
2Pizza410000BTC
Sr. Member
****
Offline Offline

Activity: 588
Merit: 317


WOLFBET.COM - Exclusive VIP Rewards


View Profile
August 28, 2023, 03:35:12 PM
Last edit: August 28, 2023, 04:16:36 PM by 2Pizza410000BTC
Merited by Bitcoin_people (1)
 #8300

আজকাল আমাদের লোকাল থ্রেডের বেশ উন্নতি হচ্ছে। সম্প্রতি আমাদের লোকাল বোর্ডের Learn Bitcoin, Z_MBFM, Tiger420 ভাইদের রেঙ্ক আপ হয়েছে। তাই আমি ভাবলাম একটা রেঙ্ক লিস্ট তৈরি করি।

Bangladesh Board Members


       Legendary             Hero            Sr. Member             Full Member        Member             Jr. Member
_________________       _________________   _________________       _________________    _________________     _________________
    Little Mouse             Crypto Library            Learn Bitcoin                Z_MBFM                    Bd officer                   Tiger420
   GazetaBitcoin                                                   Shishir99               Bitcoin_people            DYING_S0UL               Poorman2
                                                                                    LDL                        RewFrew              2Pizza410000BTC        Essential10
                                                                                                                   Popkon6                  synchronym
                                                                                                                   Dimitri94
                                                                                                                    Fuso.hp
                                                                                                                  Negotiation
আপনার সামান্য ভুল হয়েছে। আপনি GazetaBitcoin কে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সদস্য হিসেবে লিস্ট করেছেন। আসলে সে আমাদের কমিউনিটির সদস্য নন। মাঝে মাঝে সে এখানে পোস্ট করে তার পোস্টের অনুবাদের বিশ্লেষণ করার জন্য।
আপনাকে ধন্যবাদ কেননা এই ধরনের লিস্ট এখন পর্যন্ত কেউ করেনি ‌‌। আপনার এই পোস্টের জন্য পরবর্তীতে আরও ভালো ভাবে আপডেট করে পোস্ট করা হবে যেমনি পোস্ট করা হয় অনন্যা লোকাল বোর্ড।

Legendary Member: Little Mouse, Shasan, BitCoinDream, malekbaba

Hero Member: Crypto Library, Mahdirakib ,

Sr Member: LDL, Learn Bitcoin, Shishir99, Rana590, Review Master, Tjtonmoy, NicNacCoin

Full Member: Bitcoin People, Dimetri94, Popkon6, Z_MBFM, Fuso.hp, Negotiation, RewFrew, BD Crypto , wtsimis

Member: Bd officer, DYING_S0UL, 2Pizza410000BTC, synchronym, roksana.hee, Suzume, Worsh , First Registration ,Mr.corol

Jr member: Poorman2, Essential10, Tiger420

বাংলা কমিউনিটিতে আরও শত শত মেম্বার আছে যারা কমিউনিটিতে বর্তমানে এক্টিভ না কিন্তু গ্লোবালে তারা সবসময় একটিভ থাকে। তাই তাদের নাম এখানে আনতে পারলাম না। পরবর্তীতে যদি কোনদিন সময় পাই তাহলে সবার নাম উল্লেখ করে দেবো।

▄███████████████████████▄
██████░▀█████████▀░██████
█████▀░▄██▀███▀██▄░▀█████
█████░▄████████▄██▄░█████
████▀░██▀▀▀███▀▀▀██░▀████
███▀░▀██▄██▄░▄██▄▄░▀░▀███
██▀██▄██▀▀█████▀▀███▄░▀██
████▀████▄▄███▄▄████▀████
███▄██▀█░███████░█▀██▄███
█████▄██▀███████▀██▄█████
███████▄██▀█░█▀██▄███████
█████████▄█████▄█████████
▀███████████████████████▀

WOLFBET.

████████████████████████████████████████████████████████
██████████████████████████████████████████████████

eCrypto Casino & Sportsbooke

███████████████████████████████████████████████████████
.

░░░▄░▐███▀░▄█████▄░▀███▌░▄
▄██▌░█▀░▄█████████▄░▀█░▐██▄
▀▀▀▀▀░░░▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀░░░▀▀▀▀▀
▀█████▌░▐███████████▌░▐█████▀

░░█████░░███████████░░█████
░░░▀███▌░▐█████████▌░▐███▀
░░░░░███░░█████████░░███
░░░░░░██▌░▐███████▌░▐██
░░░░░░░▀█░░███████░░█▀
░░░░░░░░▀█░▐█████▌░█▀
░░░
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
██████

EXCLUSIVE VIP██
REWARDS


██████
█▀▀▀▀▀











█▄▄▄▄▄

 PLAY NOW
▀▀▀▀▀█











▄▄▄▄▄█
Pages: « 1 ... 365 366 367 368 369 370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 [415] 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 ... 579 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!