Little Mouse
Legendary
Online
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
October 25, 2023, 02:18:11 PM |
|
তাপরুট এর আলাদা কি ফিচার আছে এবং এর সুবিধা কি?
সুবিধা অসুবিধা দুইটাই আছে। যদিও আমি নিজেও খুব বেশি কিছু জানি না কিভাবে কাজ করে এইটা, তবে ব্যাসিক নিয়ে দুই লাইন বলছি। আমরা যে লেনদেনগুলো বিটকয়েন দিয়ে করে থাকি সেগুলোর ফি নির্ভর করে উক্ত ট্রাঞ্জেকশন এর ইনপুট এবং আউটপুট এর উপর। একটা ট্রাঞ্জেকশনে যত বেশি ইনপুট কিংবা আউটপুট থাকবে, সেই ট্রাঞ্জেকশনের ফি তত বেশি হবে। তবে, আমরা যদি বিটকয়েন গ্রহণ করার সময় তাপরুট(Taproot) এড্রেস ব্যবহার করি, তাহলে পরবর্তীতে পাঠানোর সময় ফি কিছুটা কম লাগবে। ধরুন একটা ট্রাঞ্জেকশনে ৫টা ইনপুট আছে এবং ১ টা আউটপুট আছে। সেক্ষেত্রে ইনপুটগুলো যদি তাপরুট এড্রেস থেকে হয় তাহলে ফি তুলনামূলক কম লাগবে (অন্যান্য এড্রেস হলে যা লাগতো তার চেয়ে কম)। আবার তাপরুট এড্রেস থেকে আপনি ১টা ইনপুট থেকে যদি অনেকগুলো আউটপুট ক্রিয়েট করেন, তাহলে ন্যাটিভ সেগউইট এড্রেস থেকে একই কাজ করতে যে পরিমাণ ফি লাগতো, তাপরুটে আরো বেশি লাগবে। সহজ কথায়, বেশি ইনপুট হওয়ার সম্ভাবনা থাকলে তাপরুট এড্রেস ব্যবহার করা শ্রেয়। পক্ষান্তরে, আপনাকে যদি একটা ট্রাঞ্জেকশনে অনেক মানুষকে বিটকয়েন পাঠাতে হয়, তাহলে ন্যাটিভ সেগউইট ব্যবহার করাই শ্রেয়। এছাড়াও তাপরুট নাকি প্রাইভেসি বৃদ্ধি করে যদিও এই মেকানিজমের বর্ণনা আমি কোথাও পাই নি। বিস্তারিত পড়ার সময় পাচ্ছি না, এইটা একটা লং ডিউ আমার জন্য। পড়বো পড়বো করেও পড়া হচ্ছে না সময়ের অভাবে। আশা করি যতটুকু শেয়ার করেছি ততটুকু বুঝতে পেরেছেন।
কিছু ইউজার এইখানে এতটা যাচ্ছেতাই পোস্ট করছেন যেগুলো আসলে এইখানে শেয়ার করার মানেও হয় না। আমি ধীরে ধীরে লোকাল বোর্ডের এইরকম বাজে পোস্ট যারা করছেন তাদের ইগ্নোর করার চেষ্টা করছি। আশা করি এই লিস্ট খুবই ছোট হবে।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Z_MBFM
|
|
October 25, 2023, 03:05:04 PM Last edit: October 25, 2023, 03:43:34 PM by Z_MBFM |
|
পাবলিক নতুন নতুন একাউন্ট খুলে হুদাই আজাইরা স্প্যাম করে করে একাউন্ট এর র্যাংক বাড়াতো। তারপর আসলো মেরিট সিস্টেম। মেরিট সিষ্টেম আসার পর স্প্যামারদের মাথায় হাত। কোয়ালিটি পোষ্ট না করে আর কেউ র্যাংক আপ করতে পারবে না।
প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল? সেটা তো আমার জানা নাই ভাই। আমি কালকে অনেক খুজেছিলাম, একটা ওয়েবসাইট আছে যেখানে মেরিট ট্রানজেকশন এর হিষ্টোরি আছে। কিন্তু সেই পেইজ আমার কম্পিউটারে লোড হয় না। আপনি চাইলে চেক করে দেখতে পারেন। http://loyce.club/Merit/merit.htmlতবে আমার ধারনা হয়তো এডমিন নিজেই চেক করার জন্য কাউকে মেরিট দিয়ে চেক করে থাকতে পারেন। loyce.club এর ইনফরমেশন এবং LoyceV এর পোস্ট থেকে আমি যা জানতে পারলাম তা হলো Satoshi সর্বপ্রথম মেরিট সেন্ড করেন এবং Satoshi সর্বপ্রথম মেরিট রিসিভ করেন। Sent by satoshi since January 24, 2018Received by satoshi since January 24, 2018 এটাই আমার প্রথম পোস্ট তবে আমি crypto কারেন্সির সাথে জড়িত আছি অনেকদিন থেকে। আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। মার্কেটের দিকে তাকালে দেখা যায় শুধু লাল আর লাল। Bitcoin এর দাম কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে তবে অন্যান্য কয়েন গুলো সেরকম বৃদ্ধি পাচ্ছে না। আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে। বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।
আপনি যেহেতু আগে বাউন্টি করছেন তাই আমি মনে করি আপনি অনেকদিন যাবত ক্রিপ্টোর সাথে জড়িত। তাই মার্কেট সম্পর্কে আপনার অনেকটা জ্ঞান আছে বলে আমার মনে হয়। আপনি নিজেই এই সিদ্ধান্ত নিলে নিতে পারেন। তবে যেহেতু আপনি একটি পরামর্শ চেয়েছেন। তাই আমি বলব আপনি বিটকয়েনে ইনভেস্ট করেন। কারণ আপনার ফাইনানশিয়াল অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। আর এ কারণে আপনার একটি secure ইনভেস্টমেন্ট প্রয়োজন। আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনের থেকে ভালো এবং সেফ ইনভেস্টমেন্ট অন্য কোনো কয়েন হতে পারে না। আর বিটকয়েনের যেহেতু এখন অনেক কম তাই সুযোগটা কাগে লাগাতে পারেন। আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা। কাল থেকে তো মনে হচ্ছে আমাদের বোর্ডে মিলাদ মাহফিল চলতেসে।
এই আপনারা দুইজন খালি সঠিক জায়গায় হাত দেন। বেচারা অ্যাকাউন্ট ফার্মারদের ভাতে মারবেন আপনারাই। যাইহোক এগুলো সম্পর্কে কিছু বলার নাই জাস্ট দেখি আর চুপ হয়ে থাকি। স্কুল কলেজে মাস্টাররা যেভাবে বেতের বাড়ি দিয়ে বেয়ারা ছাত্রদের মানুষের মতো মানুষ করতো সেভাবে দুই একজন একাউন্ট ফার্মারদের ট্যাগ দিলেই বাকি ফার্মাররা মানুষের মতো মানুষ হয়ে যাবে। পড়ালেখা করে ভালো রেজাল্ট করবে, নকল করে না। নতুনদের পোস্ট কোয়ালিটি প্রথম দিকে ভালো না হওয়াই স্বাভাবিক। কিন্তু যারা এসব লো কোয়ালিটি পোস্ট গুলোতেও মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফার্মিং করতেছেন তাদের এখনই সাবধান হওয়া উচিত। আমাদের লোকাল বোর্ডেও কিন্তু DT মেম্বার আছে। কিছু কিছু একাউন্ট আছে যাদের ইনকামিং আর আউটগোইং সব মেরিট শুরুমাত্র লোকাল বোর্ডে সীমাবদ্ধ। ৫০ টা মেরিটের মধ্যে যদি ১০ টা মেরিটও গ্লোবালে কোনো গ্লোবাল মেম্বার থেকে পেতো তাও একটা কথা ছিলো। তারা মনে করে তাদের এসব কেউ হয়তো দেখে না। চাইলেই ফাঁকি দিয়ে চলে যেতে পারবে। এসব চালাকদের মধ্যে আবার কিছু কিছু আছে যারা বিভিন্ন রেপুটেড মেম্বার থেকে দুই দিন না যেতেই নিউট্রাল (সিটপোস্টার, স্প্যামপোস্টার) ট্যাগ খেয়ে বসে আছে, লল। প্রতিটা অ্যাকাউন্ট এর মেরিট হিস্ট্রি দেখলে বোঝা যায় কোন একাউন্ট কোন একাউন্টের আল্ট। আর একটা সত্য কথা হল, যারা মেরিট ফার্মিং করতেছে। তাদের প্রত্যেকের একটি করে মূল অ্যাকাউন্ট আছে যেটা প্রাইমারি একাউন্ট হিসেবে ব্যবহার করে আর অন্যান্য একাউন্টগুলা মেরিট আর্ন করে সেই প্রাইমারি একাউন্টে মেরিট ট্রান্সফার করে আবার প্রাইমারি একাউন্ট থিকা সোর্স একাউন্টগুলাতে মেরিট দিয়ে Smerit জেনারেট করে। মানে আল্ট একাউন্টগুলা মেরিট সোর্স হিসেবে ব্যবহার করে। আর ৪-৫ টা একাউন্ট খুইলা মেরিট সার্কেল তৈরি করে এভাবে একাধিক একাউন্ট তৈরি করতেছে। যাইহোক এগুলো বলা ঠিক না কারন উপর দিকে ছ্যাপ ফেললে নিজের সরিলেই পরে কারন আমরা আমাদের কমিউনিটি নিয়ে এমন মন্তব্য করলে গ্লোবালে থেকে আরো বেশি এগুলা নিয়া কথা হবে। যে যাই করেন না কেনো আমি অনুরোধ করব শুধুমাত্র আল্ট একাউন্টগুলা বড় করার জন্য বা আল্ট একাউন্ট থেকে মেরিট নিয়ে নিজের প্রাইমারি একাউন্ট বড় করার জন্য মরিয়া না হইয়া সবাই মিলামিশা থাকেন সবাই শুধুমাত্র ভালো পোস্টেই মেরিট শেয়ার করেন সেটা যার পোস্ট হোক না কেনো। শিটপোস্টে মেরিট বিতরন কইরা নিজেই নিজের বিপদ ডাইকা আইনেন না আর বাংলা বোর্ড নিয়ে অন্যদের তামাসা করার সুযোগ দিয়েন না।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
AirtelBuzz
|
|
October 25, 2023, 03:26:48 PM |
|
আপনি যেহেতু আগে বাউন্টি করছেন তাই আমি মনে করি আপনি অনেকদিন যাবত ক্রিপ্টোর সাথে জড়িত। তাই মার্কেট সম্পর্কে আপনার অনেকটা জ্ঞান আছে বলে আমার মনে হয়। আপনি নিজেই এই সিদ্ধান্ত নিলে নিতে পারেন। তবে যেহেতু আপনি একটি পরামর্শ চেয়েছেন। তাই আমি বলব আপনি বিটকয়েনে ইনভেস্ট করেন। কারণ আপনার ফাইনানশিয়াল অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। আর এ কারণে আপনার একটি secure ইনভেস্টমেন্ট প্রয়োজন। আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনের থেকে ভালো এবং সেফ ইনভেস্টমেন্ট অন্য কোনো কয়েন হতে পারে না। আর বিটকয়েনের যেহেতু এখন অনেক কম তাই সুযোগটা কাগে লাগাতে পারেন।
ধন্যবাদ সুন্দর সাজেস্ট করার জন্য। সুযোগটা কাজে লাগানোর জন্যই আজকে আমি এখানে সবার মতামত এবং উপদেশ নিতে চাইছি এবং সবাই আমাকে সঠিক উপদেশ দিয়েছে। হয়তো বিটকয়েনে বিনিয়োগ করলেই ভালো হবে যার জন্য আমি আমার উক্ত ডলারের অর্ধেক পরিমাণ দিয়ে বিটকয়েন ক্রয় করেছি। প্রতিটা অ্যাকাউন্ট এর মেরিট হিস্ট্রি দেখলে বোঝা যায় কোন একাউন্ট কোন একাউন্টের আল্ট। আর একটা সত্য কথা হল, যারা মেরিট ফার্মিং করতেছে। তাদের প্রত্যেকের একটি করে মূল অ্যাকাউন্ট আছে যেটা প্রাইমারি একাউন্ট হিসেবে ব্যবহার করে আর অন্যান্য একাউন্টগুলা মেরিট আর্ন করে সেই প্রাইমারি একাউন্টে মেরিট ট্রান্সফার করে আবার প্রাইমারি একাউন্ট থিকা সোর্স একাউন্টগুলাতে মেরিট দিয়ে Smerit জেনারেট করে। মানে আল্ট একাউন্টগুলা মেরিট সোর্স হিসেবে ব্যবহার করে। আর ৪-৫ টা একাউন্ট খুইলা মেরিট সার্কেল তৈরি করে এভাবে একাধিক একাউন্ট তৈরি করতেছে। যাইহোক এগুলো বলা ঠিক না কারন উপর দিকে ছ্যাপ ফেললে নিজের সরিলেই পরে কারন আমরা আমাদের কমিউনিটি নিয়ে এমন মন্তব্য করলে গ্লোবালে থেকে আরো বেশি এগুলা নিয়া কথা হবে।
যে যাই করেন না কেনো আমি অনুরোধ করব শুধুমাত্র আল্ট একাউন্টগুলা বড় করার জন্য বা আল্ট একাউন্ট থেকে মেরিট নিয়ে নিজের প্রাইমারি একাউন্ট বড় করার জন্য মরিয়া না হইয়া সবাই মিলামিশা থাকেন সবাই শুধুমাত্র ভালো পোস্টেই মেরিট শেয়ার করেন সেটা যার পোস্ট হোক না কেনো। শিটপোস্টে মেরিট বিতরন কইরা নিজেই নিজের বিপদ ডাইকা আইনেন না আর বাংলা বোর্ড নিয়ে অন্যদের তামাসা করার সুযোগ দিয়েন না।
আচ্ছা আরেকটা কথা বলি আপনাদের কাছে আমি কি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করলে মেরিট পাব। আমি যেহেতু নিউভি এর জন্য বলছিলাম আরকি। কতটা গঠনমূলক এবং তথ্যবহুল পোস্ট হলে মেরিট পাওয়া যাবে। আমি নতুন এখানে হয়তো এগুলো বলা ঠিক হচ্ছে না তারপরও জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Shishir99
|
|
October 25, 2023, 03:32:38 PM |
|
আমরা যে লেনদেনগুলো বিটকয়েন দিয়ে করে থাকি সেগুলোর ফি নির্ভর করে উক্ত ট্রাঞ্জেকশন এর ইনপুট এবং আউটপুট এর উপর। একটা ট্রাঞ্জেকশনে যত বেশি ইনপুট কিংবা আউটপুট থাকবে, সেই ট্রাঞ্জেকশনের ফি তত বেশি হবে। তবে, আমরা যদি বিটকয়েন গ্রহণ করার সময় তাপরুট(Taproot) এড্রেস ব্যবহার করি, তাহলে পরবর্তীতে পাঠানোর সময় ফি কিছুটা কম লাগবে। ধরুন একটা ট্রাঞ্জেকশনে ৫টা ইনপুট আছে এবং ১ টা আউটপুট আছে। সেক্ষেত্রে ইনপুটগুলো যদি তাপরুট এড্রেস থেকে হয় তাহলে ফি তুলনামূলক কম লাগবে (অন্যান্য এড্রেস হলে যা লাগতো তার চেয়ে কম)। আবার তাপরুট এড্রেস থেকে আপনি ১টা ইনপুট থেকে যদি অনেকগুলো আউটপুট ক্রিয়েট করেন, তাহলে ন্যাটিভ সেগউইট এড্রেস থেকে একই কাজ করতে যে পরিমাণ ফি লাগতো, তাপরুটে আরো বেশি লাগবে। সহজ কথায়, বেশি ইনপুট হওয়ার সম্ভাবনা থাকলে তাপরুট এড্রেস ব্যবহার করা শ্রেয়। পক্ষান্তরে, আপনাকে যদি একটা ট্রাঞ্জেকশনে অনেক মানুষকে বিটকয়েন পাঠাতে হয়, তাহলে ন্যাটিভ সেগউইট ব্যবহার করাই শ্রেয়।
আমরা যে সিগনেচার ক্যাম্পেইনের পেমেন্ট রিসিভ করি, এটার জন্য কোন এড্রেস ব্যাবহার করা ভালো হবে? সেগউইথ নাকি তাপরুট? আমরা সাধারনত একই এড্রেস এ মাসে ৪-৫ বার পেমেন্ট রিসিভ করে থাকি। তারপর আমরা যখন আবার কাউকে বিটকয়েন সেন্ড করি, তখন সাধারন আউটপুট হয় একটা আর ইনপুট হয় অনেকগুলো। যতোগুলো ট্রানজেকশনে রিসিভ করেছি, সবগুলোই ইনপুট হিসেবে কাউন্ট হয়। আপনার এক্সপ্লেনেশান থেকে যতটুকু বুঝেছি, এই ক্ষেত্রে তাপরুট এড্রেস ব্যাবহার করাই শ্রেয়। কিন্তু আমি কোনো ক্যাম্পেইনেই দেখিনি যে ম্যানেজারগন তাপরুট এড্রেস একসেপ্ট করে। আরেকটা প্রশ্ন হলো কোন কোন ওয়ালেট তাপরুট এড্রেস সাপোর্ট করে? ইলেকট্রামে মূলত সেগউইথ এড্রেস ই থাকে।
loyce.club এর ইনফরমেশন এবং LoyceV এর পোস্ট থেকে আমি যা জানতে পারলাম তা হলো Satoshi সর্বপ্রথম মেরিট সেন্ড করেন এবং Satoshi সর্বপ্রথম মেরিট রিসিভ করেন। Sent by satoshi since January 24, 2018Received by satoshi since January 24, 2018 সম্পূর্ণ ভূল তথ্য। সাতোশি ফোরাম থেকে গায়েব হয়ে আরো বেশ কয়েক বছর আগে। সুতরাং, ২০১৮ সালে সাতোশি নাকামোতোর মেরিট ট্রানজেকশন করার প্রশ্নই আসে না।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Little Mouse
Legendary
Online
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
October 25, 2023, 03:40:27 PM |
|
আপনার এক্সপ্লেনেশান থেকে যতটুকু বুঝেছি, এই ক্ষেত্রে তাপরুট এড্রেস ব্যাবহার করাই শ্রেয়। কিন্তু আমি কোনো ক্যাম্পেইনেই দেখিনি যে ম্যানেজারগন তাপরুট এড্রেস একসেপ্ট করে। আরেকটা প্রশ্ন হলো কোন কোন ওয়ালেট তাপরুট এড্রেস সাপোর্ট করে? ইলেকট্রামে মূলত সেগউইথ এড্রেস ই থাকে।
সিগ্নেচার ক্যাম্পেইন এ পেমেন্ট রিসিভ করার জন্য তাপরুট অবশ্যই বেস্ট অপশন বর্তমানে। ক্যাম্পেইন ম্যানেজার এইখানে কোন এড্রেসে পাঠাচ্ছে সেটা কথা না, কথা হল কোন এড্রেস ব্যবহার করছে। যেহেতু তার আউটপুট বেশি, সে ন্যাটিভ সেগউইট ব্যবহার করাটাই শ্রেয়। ওয়ালেটের তালিকা এইখানে পাবেন- https://bitcointalk.org/index.php?topic=5405946.0ইমেজগুলো আউটডেটেড।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Essential10
|
|
October 25, 2023, 03:53:23 PM |
|
আচ্ছা আরেকটা কথা বলি আপনাদের কাছে আমি কি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করলে মেরিট পাব। আমি যেহেতু নিউভি এর জন্য বলছিলাম আরকি। কতটা গঠনমূলক এবং তথ্যবহুল পোস্ট হলে মেরিট পাওয়া যাবে। আমি নতুন এখানে হয়তো এগুলো বলা ঠিক হচ্ছে না তারপরও জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে।
প্রথমত ভাই আপনাকে ভুলে যেতে হবে মেরিট এর চিন্তাভাবনা, কি ধরনের পোস্ট করলে মেরিট পাওয়া যাবে সে চিন্তা না করে আপনি চিন্তা করুন কিভাবে গঠনমূলক পোস্ট করা যায়। মেরিট এর চিন্তাভাবনা যদি আপনার মাথায় ঘুরতে থাকে এবং আপনি যদি পোস্ট করার পর মিনিট না পান তাহলে আপনি হতাশ হয়ে পড়বেন তাই আপনি যে পর্যায়ে রয়েছেন সে পর্যায়ে মেরিট আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। গঠনমূলক পোস্ট বলতে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে সঠিক আলোচনা করতে হবে এবং অফ টপিক আলোচনা আপনাকে এড়িয়ে চলতে হবে। অফ ট্রপিকের বাইরে আপনি যদি একটি বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করতে পারেন এবং সেই আলোচনা যদি কোন সদস্যের ভালো লাগে এবং আপনার পোস্ট পড়ে কোন সদস্য নতুন কিছু সম্পর্কে জানতে পারে তাহলে সে চাইলে অবশ্যই আপনাকে একটি মেরিট দিতে পারে। ফোরামে যুক্ত হয়েছেন এবং ফোরামে নিয়মিত সময় দিতে থাকুন, শুরুর দিকেই মেরিট পাওয়া যেন আপনার মূল উদ্দেশ্য না হয়।
|
|
|
|
Z_MBFM
|
|
October 25, 2023, 03:57:38 PM |
|
সম্পূর্ণ ভূল তথ্য। সাতোশি ফোরাম থেকে গায়েব হয়ে আরো বেশ কয়েক বছর আগে। সুতরাং, ২০১৮ সালে সাতোশি নাকামোতোর মেরিট ট্রানজেকশন করার প্রশ্নই আসে না।
হ্যা বিষয়টা আমার বোঝার ভূল ছিলো কারন সাতোশি সর্বশেষ এক্টিভ ছিলো December 13, 2010 তাইলে কিভাবে সে ২০১৮ সালে মেরিট সেন্ড করতে পারে। ২০১৮ সালে মেরিট পাইতে পারে কিন্তু সেন্ড করতে পারবো না। এইটা আমার বড় মিস্টেক ছিলো বিষয়টা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই... Update (22-6-2018): Visit https://loyce.club/Merit/history/459836.html for my full history. Change the userID to any other user that has either received or sent merit. Each user mentioned on the link has a link to his own history, so you can quickly "walk around". এই হিস্ট্রি থেকে দেখা যায় যে সর্বপ্রথম মেরিট ট্রানজেকশন হলো OgNasty এর যেটা সে করে ২০১৮ সালের জানুয়ারির ২৫ তারিখে। তবে এটাই সঠিক কিনা তা আমি গেরান্টি দিতে পারতেছি না। আমি LoyceV এর Loyce.club ওয়েবসাইটের ডেটা থেকে পাইলাম। লিংটা কোট করে দেওয়া আছে এখানে সবাই দেখে নিতে পারে নিজের মতো করে
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
shasan
Copper Member
Legendary
Online
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
October 25, 2023, 05:59:58 PM |
|
cryptorank একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন। ২০ জন অংশগ্রহণকারী পুরস্কার জয়ী হতে পারবেন। একেজন বিজেতা ৫০ ডলার এবং এক বছরের ফ্রী ভিপিএন উপভোগ করতে পারবেন। এবং সকল অংশ গ্রহণ কারী এক মাসের ফ্রি ভিপিএন ব্যাবহার করতে পারবেন। তাই দেরি না করে অংশগ্রহণ করুন। বিস্তারিতঃ https://cryptorank.io/earn/rewards/deguard-raffle
|
|
|
|
synchronym
|
|
October 25, 2023, 08:24:27 PM Last edit: October 26, 2023, 03:47:57 AM by synchronym |
|
আচ্ছা আরেকটা কথা বলি আপনাদের কাছে আমি কি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করলে মেরিট পাব। আমি যেহেতু নিউভি এর জন্য বলছিলাম আরকি। কতটা গঠনমূলক এবং তথ্যবহুল পোস্ট হলে মেরিট পাওয়া যাবে। আমি নতুন এখানে হয়তো এগুলো বলা ঠিক হচ্ছে না তারপরও জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে।
প্রথমত ভাই আপনাকে ভুলে যেতে হবে মেরিট এর চিন্তাভাবনা, কি ধরনের পোস্ট করলে মেরিট পাওয়া যাবে সে চিন্তা না করে আপনি চিন্তা করুন কিভাবে গঠনমূলক পোস্ট করা যায়। মেরিট এর চিন্তাভাবনা যদি আপনার মাথায় ঘুরতে থাকে এবং আপনি যদি পোস্ট করার পর মিনিট না পান তাহলে আপনি হতাশ হয়ে পড়বেন তাই আপনি যে পর্যায়ে রয়েছেন সে পর্যায়ে মেরিট আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। গঠনমূলক পোস্ট বলতে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে সঠিক আলোচনা করতে হবে এবং অফ টপিক আলোচনা আপনাকে এড়িয়ে চলতে হবে। অফ ট্রপিকের বাইরে আপনি যদি একটি বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করতে পারেন এবং সেই আলোচনা যদি কোন সদস্যের ভালো লাগে এবং আপনার পোস্ট পড়ে কোন সদস্য নতুন কিছু সম্পর্কে জানতে পারে তাহলে সে চাইলে অবশ্যই আপনাকে একটি মেরিট দিতে পারে। ফোরামে যুক্ত হয়েছেন এবং ফোরামে নিয়মিত সময় দিতে থাকুন, শুরুর দিকেই মেরিট পাওয়া যেন আপনার মূল উদ্দেশ্য না হয়। আপনি যদি সিগনেচারে নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রথমে উচিত হবে মেরিট কথা চিন্তা না করে ভালো মানের পোস্ট তৈরি করা যদি ভাল মানের পোস্ট তৈরি করা যায় তাহলে মেরিট আপনা-আপনি পাওয়া যাবে। আপনার উচিত হবে এখন মেরিট নিয়ে চিন্তা না করে আপনি ভালো মানের পোস্ট তৈরি করুন আপনার পোস্ট যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে মেরিট দিবে। যদি আপনি মেরিট নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন তাহলে দেখা যাবে আপনি কিছুদিন পোস্ট দেওয়ার পরে যদি আপনি মেরিট না পান তাহলে আপনি হতাশ হয়ে পড়বেন। তাই মেরিট পান আর না পান আপনাকে হতাশ হওয়া যাবে না সময় নিন ভালো মানের পোস্ট তৈরি করুন এভাবে সামনের দিকে এগিয়ে যান।
|
|
|
|
Fuso.hp
|
|
October 26, 2023, 07:01:28 AM |
|
যেহেতু আপনি একজন নতুন ইনভেস্টর তাই আপনাকে প্রথমে ঝুঁকি অর্থটা রিস্ক না নেওয়াই ভালো হবে। সে ক্ষেত্রে আপনি বিটিসি ক্রয় করে রেখে দিতে পারেন।
সে একজন নতুন বিনিয়োগকারী তাই আপনি তাকে অর্থের ঝুঁকি নিতে মানা করছেন কিন্তু তার পরের লাইনেই আপনি তাকে বিটিসি ক্রয় করে রেখে দিতে বলছেন তাহলে অর্থের ঝুঁকি কোনটাকে বোঝায়? বিনিয়োগ বলতে আমরা সাধারণত বুঝি নির্দিষ্ট কোন কয়েন ক্রয় করে দীর্ঘ একটা সময়ের জন্য রেখে দেওয়া এবং দীর্ঘ একটা সময়ের জন্য নির্দিষ্ট একটি কয়েন ক্রয় করে রেখে দেওয়া মানে হচ্ছে অর্থের ঝুঁকি নেওয়া। আপনি তাকে বিটকয়েন ক্রয় করার কথা বলেছেন এখানে সে যদি অর্থের ঝুঁকি না নেয় তাহলে সে কিভাবে বিটকয়েন ক্রয় করবে। উনি বিটকয়েন ক্রয় করে রেখে দিলেই যে একটা সময় পরে ভালো পরিমাণ অর্থ লাভ করতে পারবে এরকম কিন্তু কোন নিশ্চয়তা নাই অর্থাৎ তাকে ভালো কিছুর প্রত্যাশায় অর্থের ঝুঁকি নিতে হবে। একই লাইনে আপনি তাকে দুই রকম উপদেশ দিয়েছেন।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Dimitri94
|
|
October 26, 2023, 08:12:45 AM |
|
প্রুফ অব রিজার্ভ কি ?
ক্রিপ্টোকারন্সিতে প্রায়ই আমরা প্রুফ অব রিজার্ভ কথাটি শুনে থাকি কিন্তু অনেকেই আমরা জানি না যে এটি কি? তাই এই বিষয়টি নিয়ে লেখার চেস্টা করলাম। প্রুফ অব রিজার্ভ হল একটি পদ্ধতি যেটি সাধারনত অর্থ সংশ্লিস্ট যে কোন প্রতিষ্ঠান বা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলোতে ব্যবহার করা হয় যার মাধ্যমে সেই প্রতিষ্ঠান বা ক্রিপ্টোএকচেঞ্জগুলো বিনিয়োগকারীদের রাখা সম্পদের বিপরীতে একটি প্রমান পত্র দেয়। আমরা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলো ব্যবহার করি সেখানে আমাদের ডিপোজিটের বিপরীতে সেই সব একচেঞ্জার যে পরিমান অর্থ ব্যাকআপ রাখে মুলত সেটিই হল প্রুফ অব রিজার্ব। সাধারন আমরা যদি বাইন্যান্সে এক ডলার ডিপোজিট করি তাহলে বাইন্যান্স 1 ডলারের বিপরীতে 1 ডলার ব্যাকআপ রাখবে এটাই মুলত প্রুফ অব রিজার্ভ।
যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জার তাদের ক্লায়েন্টের রাখা সম্পদের বিপরীতে প্রায়ই তারা তাদের প্রুফ অব রিজার্ভ প্রমান পত্র পাবলিশ করে থাকে। এটি সাধারন তৃতীয় কোন প্রতিষ্ঠান দ্বারা অডিট করা হয় এবং তার পর সেই অডিটের রিপোর্ট প্রমান হিসেবে ব্যবহার করা হয়। একজন বিনিয়োগকারী সাধারনত এই সব তথ্য উপাত্তের উপর নির্ভর করে তিনি বিশ্বাস স্থাপন করতে পারেন। এর মাধ্যমে বিশ্বাস, স্বচ্ছতা এবং অর্থনৌতিক সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী পরিপুর্ণ ধারনা পান।
ক্রিপ্টোকারেন্সি জগতে রিজার্ভের প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোন একচেঞ্জ সাইট এই কাজটি যথাযথেভাবে সম্পন্ন না করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কোন সমস্যা রয়েছে। নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে। স্থিতিশীলতা এবং নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে প্রুভ অব রিজার্ভ খুবই গুরুত্বর্পুণ ভুমিকা পালন করে।
|
|
|
|
HelliumZ
|
|
October 26, 2023, 09:08:55 AM |
|
প্রুফ অব রিজার্ভ কি ?
ক্রিপ্টোকারন্সিতে প্রায়ই আমরা প্রুফ অব রিজার্ভ কথাটি শুনে থাকি কিন্তু অনেকেই আমরা জানি না যে এটি কি? তাই এই বিষয়টি নিয়ে লেখার চেস্টা করলাম। প্রুফ অব রিজার্ভ হল একটি পদ্ধতি যেটি সাধারনত অর্থ সংশ্লিস্ট যে কোন প্রতিষ্ঠান বা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলোতে ব্যবহার করা হয় যার মাধ্যমে সেই প্রতিষ্ঠান বা ক্রিপ্টোএকচেঞ্জগুলো বিনিয়োগকারীদের রাখা সম্পদের বিপরীতে একটি প্রমান পত্র দেয়। আমরা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলো ব্যবহার করি সেখানে আমাদের ডিপোজিটের বিপরীতে সেই সব একচেঞ্জার যে পরিমান অর্থ ব্যাকআপ রাখে মুলত সেটিই হল প্রুফ অব রিজার্ব। সাধারন আমরা যদি বাইন্যান্সে এক ডলার ডিপোজিট করি তাহলে বাইন্যান্স 1 ডলারের বিপরীতে 1 ডলার ব্যাকআপ রাখবে এটাই মুলত প্রুফ অব রিজার্ভ।
যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জার তাদের ক্লায়েন্টের রাখা সম্পদের বিপরীতে প্রায়ই তারা তাদের প্রুফ অব রিজার্ভ প্রমান পত্র পাবলিশ করে থাকে। এটি সাধারন তৃতীয় কোন প্রতিষ্ঠান দ্বারা অডিট করা হয় এবং তার পর সেই অডিটের রিপোর্ট প্রমান হিসেবে ব্যবহার করা হয়। একজন বিনিয়োগকারী সাধারনত এই সব তথ্য উপাত্তের উপর নির্ভর করে তিনি বিশ্বাস স্থাপন করতে পারেন। এর মাধ্যমে বিশ্বাস, স্বচ্ছতা এবং অর্থনৌতিক সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী পরিপুর্ণ ধারনা পান।
ক্রিপ্টোকারেন্সি জগতে রিজার্ভের প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোন একচেঞ্জ সাইট এই কাজটি যথাযথেভাবে সম্পন্ন না করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কোন সমস্যা রয়েছে। নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে। স্থিতিশীলতা এবং নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে প্রুভ অব রিজার্ভ খুবই গুরুত্বর্পুণ ভুমিকা পালন করে।
Proof of Reserve কিভাবে করতে হয়? আমরা বাংলাদেশীরা Proof of Reserve করতে পারব কি? আইনি জটিলতায় পড়তে পারে কিনা? Proof of Reserve করলে এক্সট্রা fee দিতে হয় কিনা? আসলে এ সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ভবিষ্যতে এক্সচেঞ্জে ডলার সঞ্চয় করব তাদের জন্য এই গ্যারান্টিপত্র থাকা অতীত জরুরী। আপনি বিষয়গুলো একটু ভালোভাবে রিসার্চ করে আমাদের সাথে শেয়ার করবেন।
|
|
|
|
Dimitri94
|
|
October 26, 2023, 10:20:47 AM |
|
Proof of Reserve কিভাবে করতে হয়? আমরা বাংলাদেশীরা Proof of Reserve করতে পারব কি? আইনি জটিলতায় পড়তে পারে কিনা? Proof of Reserve করলে এক্সট্রা fee দিতে হয় কিনা? আসলে এ সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ভবিষ্যতে এক্সচেঞ্জে ডলার সঞ্চয় করব তাদের জন্য এই গ্যারান্টিপত্র থাকা অতীত জরুরী। আপনি বিষয়গুলো একটু ভালোভাবে রিসার্চ করে আমাদের সাথে শেয়ার করবেন।
যদি একটু ভালভাবে খেয়াল করেন তাহলে বিষয়টি পরিস্কার হবে এবং আশা করি আপনার প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবেন। এখানে প্রুফ অফ রিজার্ভ টার্মসটি মুলত যে কোন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে যেই সব আর্থিক প্রতিষ্ঠান গুলো তাদের দায়বদ্ধতা সঠিকভাবে প্রমানের জন্য তাদরে নিজস্ব সম্পদের মাধ্যমে পুরন করার সক্ষমতা দেখাতে পারে। বিষয়টিকে আরও সহজ করি ধরুন আপনি বাইন্যান্সের কাছে 20 ডলার অর্থ রেখেছেন বাইন্যান্স আপনার অর্থ রাখার জন্য তার দায়বদ্ধতা হিসেবে বাইন্যান্স 20 ডলার সমপরিমান তার নিজস্ব অর্থ দেখাবে যাকে আমরা প্রুফ অব রিজার্ভ বলি। এখানে তৃতীয় কোন পক্ষ্য দ্বারা সাধারনত এই কাজ গুলো করা হয়ে থাকে। রিজার্ভের প্রমান হিসেবে একটি প্রতিষ্ঠান কে স্বচ্ছ এবং সঠিক তথ্যনির্ভর প্রমান দেখাতে হয়। ক্রিপ্টোকারেন্সির জগতে প্রতিষ্ঠান গুলো মুলত তাদের পাবলিক ওয়ালেট এড্রেস প্রকাশের মাধ্যমে তার প্রমান গুলো দিয়ে থাকে। যার মাধ্যমে যদি কোন গ্রাহক ইচ্ছা করে তাহলে তিনি সেই সম্পদের যে কোন সময় যাচাই করতে পারবেন। যেহেতু এটি একটি প্রতিষ্ঠানের কাজ তাই কাজের ধরন এবং কিভাবে তারা কাজ করবে কাদের দ্বারা কাজটি সম্পন্ন করবে এটি মুলত সেই প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে এবং তার উপরে চার্য ধার্য হবে। আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে একটি লিঙ্ক প্রদান করছি এখানে আপনি প্রুফ অব রিজার্ভ সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন।
|
|
|
|
cryptoWODL
|
|
October 26, 2023, 10:35:13 AM Last edit: October 26, 2023, 10:55:48 AM by cryptoWODL Merited by roksana.hee (2), hugeblack (1), Fuso.hp (1) |
|
প্রুফ অব রিজার্ভ কি ?
যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange. আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে। এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত
|
| | . Duelbits | │ | | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | ██████████████████████████████████████████████████████ . PLAY NOW . ██████████████████████████████████████████████████████ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | |
|
|
|
roksana.hee
|
|
October 26, 2023, 11:53:05 AM Last edit: October 26, 2023, 01:48:44 PM by roksana.hee Merited by Bitcoin_people (1) |
|
বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে বিখ্যাত কারেন্সির মধ্যে অন্যতম। আবারো বিটকয়েনের মার্কেট সামনের দিকে অশ্বের ন্যায় ধাবিত হচ্ছে। এই ডিসেন্টালাইজ মুদ্রাটি বর্তমানে সবার দৃষ্টির কেন্দ্র বিন্দুতে রয়েছে। ঠিক যেন, বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের মত। রিয়াদ যেমন অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিজের প্রতিভাকে প্রজ্জ্বলিত করে যাচ্ছে। ঠিক তেমনি, অনেক দীর্ঘ সময় একই জায়গায় স্থির থেকে অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে, বিটকয়েন -ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিটকয়েনের সাম্প্রতিক পুনরুত্থান যেন স্বস্তির নিঃশ্বাস কারেন্সি হোল্ডারদের। ২০২৩ সালের এটি যেন " স্বর্ণ ক্ষণ...!" বড় বড় কর্পোরেশন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সহ প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীরা এখন বিটকয়েনকে ভবিষ্যতের হাতিয়ার হিসেবে গণ্য করছে।
|
|
|
|
Crypto Library
|
|
October 26, 2023, 03:07:53 PM |
|
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange. আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে। এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত
সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানেই আমি মনে করি আপনার ফান্ডগুলো অন্য কারো দ্বারা কন্ট্রোলকৃত। সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে যখন ফান্ড রাখবেন তখন সেটা আর শুধু আপনার ফান্ড থাকেনা। তাই বলবো যদি লং টার্মের জন্য হোল্ডিং এর প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে এই সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে ডলার বা অন্য কোন কারেন্সি হোল্ড করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ব্যবহার করা সবচাইতে উত্তম, কারণ এটার কন্ট্রোল শুধু একমাত্র আপনার নিকটই থাকবে। কারণ কথায় আছে নট ইওর কিস(চাবি) নট ইওর ওয়ালেট(ফান্ড)। প্রুপ অফ রিজার্ভের বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে অলরেডি একজন যে লিংক https://www.binance.com/en/proof-of-reserves দিয়েছে সেটিতে গেলে দেখতে পারবেন। আর এটা ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জার এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হতেই পারে। তবে প্রপ অফ রিজার্ভ ১ঃ১ থাকলে অবশ্যই সেখানে সামনে কোন গন্ডগোল হতেই পারে। বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে বিখ্যাত কারেন্সির মধ্যে অন্যতম। আবারো বিটকয়েনের মার্কেট সামনের দিকে অশ্বের ন্যায় ধাবিত হচ্ছে। এই ডিসেন্টালাইজ মুদ্রাটি বর্তমানে সবার দৃষ্টির কেন্দ্র বিন্দুতে রয়েছে। ঠিক যেন, বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের মত। রিয়াদ যেমন অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিজের প্রতিভাকে প্রজ্জ্বলিত করে যাচ্ছে। ঠিক তেমনি, অনেক দীর্ঘ সময় একই জায়গায় স্থির থেকে অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে, বিটকয়েন -ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিটকয়েনের সাম্প্রতিক পুনরুত্থান যেন স্বস্তির নিঃশ্বাস কারেন্সি হোল্ডারদের। ২০২৩ সালের এটি যেন " স্বর্ণ ক্ষণ...!" বড় বড় কর্পোরেশন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সহ প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীরা এখন বিটকয়েনকে ভবিষ্যতের হাতিয়ার হিসেবে গণ্য করছে। ভাই এত তাড়াতাড়ি উত্তেজিত হওয়া আমার মনে হয় না ঠিক হবে। বুল রান অবশ্যই হবে কিন্তু সেটা কবে হবে সবারই অজানা। কিন্তু ২০২৩ সালে এই ছোটখাটো হালকা পাম দেখে বুল রান স্টার্ট হবে দেখে বড় রকমের ফান্ড যদি কেউ ইনভেস্ট করে থাকেন আমার মনে হয় না সেটা ভালো আইডিয়া হবে। যদিও সেটা যদি হয় লং টার্মের জন্য তাহলে ভিন্ন কথা। আমার মনে হয় না ২০২৫ এর আগে বুল রানের দেখা পাব ।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
October 26, 2023, 03:35:21 PM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
|
|
|
|
Crypto Library
|
|
October 26, 2023, 03:43:08 PM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bitcoin Halving
Newbie
Offline
Activity: 8
Merit: 0
|
|
October 26, 2023, 03:47:53 PM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
তার জন্যই তো বলি নেট স্পিড পায় না কেন। খুব সমস্যা আজকে কোন কিছু গুগলে অথবা ক্রমে গিয়ে সার্চ করলে কিছুই আসছে না শুধু এরর দেখাচ্ছে। আমার ওয়াইফাই ইউটিউব এবং tiktok সহ অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে কিন্তু chrom browser এবং google ব্রাউজারে ঢুকতে সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে ফোনে এমবি কিনেছি তারপরও খুব একটা ভালোভাবে নেট পাচ্ছে না। আজকে আমি মেটা সেকশনে পোস্ট করার সময় দেখলাম যে বিভিন্ন দেশের লোকাল বোর্ড গুলোর পোস্ট নিয়ে কথা হচ্ছে এবং একটি এনিমেশন চার্ট তৈরি করা হয়েছে। animated চারটে দেওয়া রাশিয়ান, তুর্কি এবং নাইজেরিয়ানদের তুলনায় আমাদের বাংলাদেশ খুবই নগণ্য। আমাদের বাংলাদেশের আমরা সবাই মাত্র ৩৯১ পোস্ট করেছি। সেখানে বলাবলি হচ্ছে পাকিস্তান তাদের অবস্থা দিন দিন উন্নতি করছে। আমাদের বাংলাদেশকে নিয়ে কাউকে কিছু বলতে দেখলাম না।
|
|
|
|
DYING_S0UL
|
|
October 26, 2023, 05:57:50 PM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই। আমি বাদে আমার যত বন্ধুবান্ধব আছে সবারই একই সমস্যা, ইন্টারনেট পায় না, লল। পোলাপাইন যত আছে সবাই রাউটার অন অফ রিস্টার্ট মারতে মারতে বেহুশ। আর এদিকে আমি কোপায়ে মুভি স্ট্রিম করতেছি। কিভাবে জানি আমি বেঁচে গেলাম। আমি গ্রামে থাকি। আমাদের গ্রামে হাতে গোনা ৪-৫ জন ওয়াইফাই চালায়। আর এদিকে ওরা শহরে থেকেও মারা। একবার অবশ্য সমস্যা হইছিল ব্রাউজারে, হঠাৎ করে ২-৩ সেকেন্ড এর জন্য সাইট/পেজ ল্যাগ বা নন রিসপনসিভ যাই বলেন, হইছিল। বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
|