Shishir99
|
|
October 24, 2023, 01:11:25 PM |
|
পাবলিক নতুন নতুন একাউন্ট খুলে হুদাই আজাইরা স্প্যাম করে করে একাউন্ট এর র্যাংক বাড়াতো। তারপর আসলো মেরিট সিস্টেম। মেরিট সিষ্টেম আসার পর স্প্যামারদের মাথায় হাত। কোয়ালিটি পোষ্ট না করে আর কেউ র্যাংক আপ করতে পারবে না।
প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল? সেটা তো আমার জানা নাই ভাই। আমি কালকে অনেক খুজেছিলাম, একটা ওয়েবসাইট আছে যেখানে মেরিট ট্রানজেকশন এর হিষ্টোরি আছে। কিন্তু সেই পেইজ আমার কম্পিউটারে লোড হয় না। আপনি চাইলে চেক করে দেখতে পারেন। http://loyce.club/Merit/merit.htmlতবে আমার ধারনা হয়তো এডমিন নিজেই চেক করার জন্য কাউকে মেরিট দিয়ে চেক করে থাকতে পারেন।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
DVlog
|
|
October 24, 2023, 01:41:19 PM |
|
এটা অনেকটা কার্যকরী বিশেষ করে যারা ইমোজি লাভার। তবে এগুলো বাংলাতে শেয়ার করে কোন লাভ নাই আপনি বাংলা থেকে আপনার ন্যায্য কোন কিছু পাবেন না। কারণ হলো এখানে সব সময় স্বজনপ্রীতি চলে আর আল্ট অ্যাকাউন্টগুলো বড় করে সিগনেচারে লাগানোর চেষ্টা চলে। আমি আপনার উপরের ২ পেজ আর পরের পোস্টগুলো দেখেন। কেমন পোস্টে মেরিট দেওয়া হইতেছে কিন্তু আপনি কষ্ট করে JS কোড লিখে এমন একটা স্ক্রিপ্ট বানাইছেন তবে আপনার পোস্টে কোনো মেরিট নাই। Learn Bitcoin এর আগে এক পোস্টে বলছিলো যে বাংলাদেশের কমিউনিটি ২-৩ ভাগে ভাগ হইয়ে যাচ্ছে আমি বলবো যাচ্ছে না ইতিমধ্যে হইয়ে গেছে। আর বাংলা বোর্ডের পতন শুরু হইয়া গেছে।
বাংলা বোর্ডটার অবস্থা হইছে (আল্টকয়েনটক) এর মতো একটা সময় ছিলো ঐ ফোরামটা অনেক এক্টিভ ছিলো এর পর সেখানে বাউন্টি, সিগনেচার যাওয়া শুরু করলো আর শুরু হইলো একজন আরেকজনের পেছনে লাগা এভাবে ফোরাম ছাড়তে শুরু করলো ইউজাররা আর এখন পুরা ফোরামি প্রায় ইনএক্টিভ হইয়া গেছে। আমাগো বাংলা বোর্ডটাও কিছুদিন অনেক গরম ছিলো তবে দলে দলে ভাগ হইয়া যাওয়ায় কেমন জানি হইয়া যাইতেছে।
আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা। কাল থেকে তো মনে হচ্ছে আমাদের বোর্ডে মিলাদ মাহফিল চলতেসে।
|
|
|
|
BD Technical
Member
Offline
Activity: 196
Merit: 14
|
|
October 24, 2023, 01:45:50 PM |
|
সবাই সবার প্রথম উপার্জন এখানে শেয়ার করতেছেন তাই আমিও আমার ছোট একটা উপার্জন শেয়ার করতে আসলাম। আমার প্রথম উপার্জন ছিলো ৭৬৪৮ টাকা তবে আমি আমার এই উপার্জন কে আল্লাহ এর দান মনে করি কেননা আমি আমার এই উপার্জন দিয়ে আমার বাবার চিকিৎসায় সাহায্য করতে পেরেছি। আমার বাবার জন্য ঔষুধ আর ফ্যামিলির জন্য কিছু বাজার ও করতে পেরেছি। আমি যখন আমার এই উপার্জন দিয়ে প্রথম বাজার করলাম এবং বাসার কেউ জানতো না হুট করে সব কিনে এনে সবাইকে চমকে দিলাম সবাই অবাক হয়ে বলেছিলো আমি টাকা কই পেলাম তখন আমি আমার মা এর হাতে কিছু টাকা দিতে বললাম মা এটি আমার প্রথম উপার্জন অনলাইন থেকে মা। মা আমায় মোবাইল টেপার জন্য অনেক বকা দিতো আমি শুধু বলতাম মা দেইখো আমি একদিন দেখাবো কেনো আমি এত ফোন টিপি। আর আমি তা করে দেখিয়েছি। আর আমি আমার এই প্রথম উপার্জন টা পেয়েছি একটা এয়ারড্রপ থেকে । এয়ারড্রপটি ছিলো টুইটার এয়ার ড্রপ। আসলে আমি আগে ভাবতাম কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কিন্তু কোনোদিন কল্পনাও করিনি যে এত গুলো টাকা আমি পাবো। আসলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আর আমি এখনো এখান থেকে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারিনি সেটার জন্য মেম্বার র্যাংক লাগবে মিনিমাম। তার জন্য আমার পর্যাপ্ত মেরিট নেই। তবে আশা করছি খুব শিগ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে। ইনশআল্লাহ একদিন আমিও পারবো। আমি করে দেখিয়ে দিবো। আপনার মূল্যবান মতামত এখানে জানানোর জন্য অনেক ভালো লাগলো। বিশেষ করে সবার এরকম মা বাবার প্রতি ভালোবাসা থাকা উচিত। আমি জীবনে দেখেছি অনেকে অনেক জিনিস বিদেশ থেকে নিয়ে আসে অথচ মা-বাবার জন্য কোন কিছু না নিয়ে আসলেও তাদের সন্তান যে তাদের বুকে ফিরে আসে এটাই তাদের কাছে অনেক। তাই মা-বাবার তুলনা এই পৃথিবীতে তুলনা হয় না। যার মা-বাবা জীবিত আছে সে পৃথিবীতে কখনো গরিব নয়। আপনি বিটকয়েন ফোরামে নিয়মিত একটিভ থাকবেন দেখবেন একদিন না একদিন আপনিও বড় মেম্বার হতে পারবেন। কোন জিনিসই অসাধ্য নয় বরং কঠোর সাধনা ও পরিশ্রম করে গেলে অবশ্যই সফলতার মুখ দেখবেন। সবার মা বাবা ভালো থাকুক। সবাই সবার মা বাবা দের সাথে নিয়ে বেচে থাকুক, তার সাথে যেনো আল্লাহ আমাকেও ভালো রাখে। আর ভাই আমি আপনাদের অনেক ফলো করি আপনাদের পোষ্ট আপনাদের নিয়ম কানুন। আসলে ভাই সবাই চায় সফল হতে আমি তার ব্যাতিক্রম নই। ইনশআল্লাহ আমিও একদিন এখান থেকে সফল হবো এবং আমার মা বাবার জন্য অনেক কিছু করবো। ভাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবো যেনো আপনিও ভালো সুস্থ থাকেন। আমি চাই আপনাদের সাথে সাথে যেনো আমরাও একদিন সফলতার সর্বচ্চ চূড়ায় পৌছাতে পাড়ি।
|
|
|
|
Crypto Library
|
|
October 24, 2023, 02:34:51 PM |
|
Learn Bitcoin এর আগে এক পোস্টে বলছিলো যে বাংলাদেশের কমিউনিটি ২-৩ ভাগে ভাগ হইয়ে যাচ্ছে আমি বলবো যাচ্ছে না ইতিমধ্যে হইয়ে গেছে। আর বাংলা বোর্ডের পতন শুরু হইয়া গেছে। বাংলা বোর্ডটার অবস্থা হইছে (আল্টকয়েনটক) এর মতো একটা সময় ছিলো ঐ ফোরামটা অনেক এক্টিভ ছিলো এর পর সেখানে বাউন্টি, সিগনেচার যাওয়া শুরু করলো আর শুরু হইলো একজন আরেকজনের পেছনে লাগা এভাবে ফোরাম ছাড়তে শুরু করলো ইউজাররা আর এখন পুরা ফোরামি প্রায় ইনএক্টিভ হইয়া গেছে। আমাগো বাংলা বোর্ডটাও কিছুদিন অনেক গরম ছিলো তবে দলে দলে ভাগ হইয়া যাওয়ায় কেমন জানি হইয়া যাইতেছে।
বিষয়টা আসলে দুঃখজনক। কয়েক দিন ধরে বাংলাদেশ লোকাল থ্রেড নিয়ে যা হচ্ছে সবকিছুই দেখেছি নীরব থাকা ছাড়া আর কিছুই করার নাই। যেগুলো নিয়ে ঝামেলা লেগেছে সেগুলোও দেখলাম আমি আসলে কোনটারই বিরুদ্ধে কথা বলতে চাই না। ট্রানসলেশন নিয়ে কথা বলব আমার এই ফোরামের যাত্রা যখন শুরু হয়েছে তখন এ ট্রান্সলেশন গুলো আমার অনেক কাজে দিয়েছে, কারন আমি ইংলিশে তেমন অত দক্ষ নই, তখন ফোরাম সম্পর্কে তেমন ভালো নলেজে ছিল না আর ইংলিশ পড়তে পড়তে বোরিং হয়ে যেতাম পরে যখন আমাদের লোকাল থ্রেডের দেখা পেলাম নিয়ম-কানুন থেকে প্রাথমিক বিষয়গুলো প্রায় বেশিরভাগই বাংলায় পড়ে জানতে পেরেছি। এক্ষেত্রে বর্তমানে Learn Bitcoin ভাই, আপনি তাছাড়া আরও দুই একজনের, ট্রান্সলেশন দেখেছি যদিও সবার সবগুলো পড়া হয়নি তবে কয়েকটা পড়া হয়েছে এর মধ্য দিয়ে অনেক নতুন বিষয় সম্পর্কে ধারণা হয়েছে যেগুলো সম্পর্কে ধারণা ছিল না, তারপর যেগুলো সম্পর্কে হালকা ধারণা ছিল সেগুলো আরো বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে কিছু কিছু ট্রান্সলেশন থেকে লাভবানই হয়েছি। তারপর নিউজ এর প্রসঙ্গে যদি কিছু বলি তাহলে বলব এটাও তেমন খারাপ না কারণ অনেক সময় কিছু কিছু নিউজ যেটা আমার চোখে পড়ে নাই সেটা এইখান থেকে পেয়েছি কিন্তু একটা লিমিট আছে জাস্ট কপি পেস্ট করে পোস্ট এক্টিভিটি বাড়ানোর কোন কারনি নেই নতুন অনেক মেম্বারদের দেখলাম জাস্ট কপি পেস্ট করে নিচে লিংক দিয়ে দিতেছে। একটু নিজেদেরও কথা এখানে যদি অ্যাড করে তাহলে বিষয়টা আসলে এতটা খারাপ পর্যায়ে যেত না। যাই হোক সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করব। বাংলাদেশ থ্রেড সম্পর্কে আগে ফোরামের মেম্বারদের যতটা নেগেটিভ ধারণা ছিল সেটা মাঝখানে চেঞ্জ হতে ছিল কিন্তু এখন আবার সেটার দফারফা হতে দেখতেছি। তাই বলবো দলে দলে ভাগ না হয়ে নিজেরা পরস্পরকে সাহায্য করি নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য ভুলগুলো হালকা ক্রিটিসিজম এর মাধ্যমে ধরিয়ে দেই এভাবেই চলুক। আর একটা কথা নিজেদের ঘরের ময়লা কাপড় বাইরে শুকাতে না দিয়ে নিজেদের ঘরের মধ্যেই শুকাতে দিলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে। তারপরও যদি ময়লা না যায় তাহলে কাপড়কে বাইরে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা। কাল থেকে তো মনে হচ্ছে আমাদের বোর্ডে মিলাদ মাহফিল চলতেসে।
এই আপনারা দুইজন খালি সঠিক জায়গায় হাত দেন। বেচারা অ্যাকাউন্ট ফার্মারদের ভাতে মারবেন আপনারাই। যাইহোক এগুলো সম্পর্কে কিছু বলার নাই জাস্ট দেখি আর চুপ হয়ে থাকি। একটা সময় ছিল পোস্ট তেমন বেশি না থাকলেও এরকম আউটফাউল পোস্ট কম হতো। যখন আমি একদম নতুন আপনাকে দেখতাম আর্টিকেল লিখতেন, সেগুলো ভালো কাজে লাগতো। মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন, যাইহোক আবার কাম ব্যাক করেছেন আশা করি এই একাউন্ট ফার্মারদের থেকে আপনার মত মেম্বারদের পোস্ট বেশি চোখে পড়বে। আর না হলে মিলাদ মাহফিল দেখা ছাড়া আর কোন কিছু থাকবে না। মাঝে মাঝে আমি বলি যে অভাগা যেদিকে যায়, সেদিকে সাগর শুকিয়ে মরুভুমি হয়ে যায়। আমি সাধারনত ট্রেড করি না। কিন্তু যখন করি, তখন মনে হয় আমি ট্রেড নিয়েছি বলেই মারকেট আমার বিপরীতে যাচ্ছে। আমরা যতই এটাকে কো-ইনসিডেন্ট বলি না কেনো, মাঝে মাঝে আমার এটাই মনে হয়। আমি ট্রেড নেয়ার আগ অবদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি কোনো ট্রেড এ পজিশন ওপেন করলেই মারকেট আমার বিপরীতে চলা শুরু করে। যাই হোক, ফিউচার ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এগুলো জুয়া খেলার মতো। আপনি একটা ভূল করেছেন যে আপনি স্টপ লস ব্যাবহার করেন নাই। ১০০ ডলার লস হলেই ট্রেড ক্লোজ করার দরকার ছিলো। এখন আর চিন্তা করে লাভ হবে না ভাই আমার। আপাতত ফিউচার ট্রেডিং এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা বন্ধ রাখেন। শরীরের জন্য এবং হার্টের জন্য ভালো হবে।
কি ভাই কষ্ট নাকি, এই দুঃখে এখন শুধু বিটকয়েন এবং টপ কিছু অল্ট কয়েনে ট্রেডিং করা ছাড়া অন্য কিছুতে যেতাম না যাই হোক আমরা বাঙালি স্বভাব যায় নাই দেখে কিছুদিন আগে একটা অল্ট কয়েন ১০০ ডলারের মত কিনেছিলাম মনে করেছিলাম একটু হোল্ড করলে কিছুটা প্রফিট নিতে পারবো, তা দেখি কদিন পরে ৯৬ ডলারে এসেছে তারপর সময় দিলাম লসটা রিকভার হওয়ার জন্য আরো কিছুদিন যাওয়ার পর এখন কমতে কমতে ৬০ ডলারেরও নিচে নেমে গেছে। আর বাংলাদেশের খেলা বাদ দেন ভাই নেদারল্যান্ডের খেলা দেইখেন তাও ভালো।
আর সবার উদ্দেশ্যে বলতেছি এটা একটু ভিন্ন প্রসঙ্গ হতে পারে। আপনারা অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করেন মাঝেমধ্যে সেগুলো খুজে পেতে অনেক কষ্ট হয় আমার আমার মনে হয় এটা আরো অনেকের ক্ষেত্রে হয়। এজন্য বলতেছি নিজেদের ওইসব গুরুত্বপূর্ণ পোস্টগুলোকে একটি লিস্ট আকারে একটা পোস্টে লিংক আকারে এড করে রাখবেন। আমার অনেক সময় এরকম হয়েছে, একটা পোস্ট আমার কাজে লাগবে পোস্টটি এই XXX মেম্বার করেছিল নাম মনে আছে কিন্তু তার পোস্ট খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। আর যেহেতু আমাদের বোর্ড নেই তাই এটা করলেও খারাপ হবে না। তাছাড়া একটি উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে মাসিক ভালো পোস্টগুলো একত্র করার। এটারই একটা লিটল ভার্সন।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bitcoin_people
|
|
October 24, 2023, 02:45:02 PM |
|
---
মাঝে মাঝে আমি বলি যে অভাগা যেদিকে যায়, সেদিকে সাগর শুকিয়ে মরুভুমি হয়ে যায়। আমি সাধারনত ট্রেড করি না। কিন্তু যখন করি, তখন মনে হয় আমি ট্রেড নিয়েছি বলেই মারকেট আমার বিপরীতে যাচ্ছে। আমরা যতই এটাকে কো-ইনসিডেন্ট বলি না কেনো, মাঝে মাঝে আমার এটাই মনে হয়। আমি ট্রেড নেয়ার আগ অবদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি কোনো ট্রেড এ পজিশন ওপেন করলেই মারকেট আমার বিপরীতে চলা শুরু করে। যাই হোক, ফিউচার ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এগুলো জুয়া খেলার মতো। আপনি একটা ভূল করেছেন যে আপনি স্টপ লস ব্যাবহার করেন নাই। ১০০ ডলার লস হলেই ট্রেড ক্লোজ করার দরকার ছিলো। এখন আর চিন্তা করে লাভ হবে না ভাই আমার। আপাতত ফিউচার ট্রেডিং এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা বন্ধ রাখেন। শরীরের জন্য এবং হার্টের জন্য ভালো হবে। আপনি একদম আমার মনের কথাটা বলেছেন ভাই আমারও একশ বারের বেশি এই কথাটাই মনে হয়েছে। যখনই আমি ট্রেডিং করতে যাই তখন মার্কেট বিপরীত কাজ করে যখন আমি মনে করি এখন মার্কেট নিচের দিকে যাবে ঠিক তখনই উপরের দিকে উঠে যায় আবার যখন মনে করি নিচের দিকে যাবে তখনই উপরের দিকে চলে যায়। ট্রেড নেওয়ার আগে সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু যখনই আমি ট্রেড নেই ঠিক তখনই মার্কেট আমার বিপরীতে কাজ করে, যদিও এই বিষয়টা ফেলে দিলে চলবে না এটা আসলে আমি মনে করি সঠিক বলে মনে হয়। যদি এই বিষয়টি সঠিক না হয় তাহলে কেন আমার সাথে এমন ঘটনা ঘটে, তাছাড়া আগামীকালের বিষয়টি যদিও অনেক লোকের সাথেই এই ধরনের আচরণ করেছে মার্কেট। ফিউচার ট্রেডিং এবং জুয়া খেলা এর মধ্যে কোন পার্থক্য নেই একদম এক যেমন জুয়ায় একবার আসক্ত হলে সেখান থেকে ফিরে আসা যেমন কঠিন ঠিক তেমনি ফিউচার ট্রেডিং এ একবার গেলে সেখান থেকে ফিরে আসা কঠিন। আমি এর আগের ও কয়েকবার ফিউচার ট্রেডিং করেছিলাম কিন্তু গতকালের মত এত লস খাইনি খুব অল্প সংখ্য লস খেয়েছি। ভাই আপনার কথা একদম ১০০% সঠিক বর্তমানে বাংলাদেশের খেলা দেখা আর ফিউচার ট্রেডিং করা একই, গতকালই আমার হার্ড অনেকটা দুর্বল হয়ে গিয়ে, আর আজকে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য নিজেকে আর টিভির পর্দায় নেইনি যদি হার্ট স্টক হয়ে যায় সেজন্য। শুধুমাত্র সাউথ আফ্রিকার খেলা দেখেই আমি পুরা গাবরে গেছি তারা কি করে, আর বাংলাদেশের খেলা যদি দেখি তাহলে হয়তো কতটা যে কষ্ট বুকের ভিতরে চাপা পড়বে সেটা বলে বোঝানো যাবে না। সেজন্য স্কোর দেখেছি কিন্তু খেলার দিকে যায়নি এটা অবশ্যই আমাদের শরীর স্বাস্থ্য এবং হার্ট সবকিছুই ভালো থাকবে।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
tjtonmoy
|
|
October 24, 2023, 04:04:52 PM |
|
সবই বুঝলাম ভাই কিন্তু নিজের পার্সোনাল ইনফরমেশন গুলো কখনোই অনলাইন প্লাটফর্মে শেয়ার করবেন না. হোক সেটা এক বা দুই ডলার. আমার মতে এখানে দেওয়া ছবিটা সরিয়ে ফেলাই ভালো. কিছু মনে করবেন না তবে এইটা আপনার ভালোর জন্যই বলছি.
কথা গুলো অনেক সুন্দর বলেছেন, নিজের ব্যাক্তিগত তথ্য যত সেভ রাখা যায় ততই ভালো। তার পিকচার টি ফলো করলাম সেখানে এমন কোন তথ্য দেখতে পেলাম না, যে তাকে সেই তথ্য ফলো করে আইনের লোকেরা সনাক্ত করতে পারবে। যাইহোক সবাই সতর্ক থাকুন এবং সাবধানে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। পোটেনশিয়াল টার্গেট বলে একটা কথা আছে. যারা স্ক্যাম করে বা হ্যাক করে তারা কিন্তু তাদের টার্গেটকে একদিনেই স্ক্যাম বা হ্যাকের শিকার করে না. বহুদিন ধরে পর্যবেক্ষণের উপর রেখে যথাসময়ে টার্গেটের উপর হামলা করে. যখন দেখবে আপনার কাছে ডলার আছে এবং আপনি প্রতিনিয়ত ইনকাম করছেন তখন তারা আপনাকে টার্গেট হিসেবে গণ্য করবে. এখান থেকেই শুরু হয় আসল খেলা. আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন উপায়ে আপনার তথ্য কিভাবে চুরি করা যায় সেই বিষয়ে এরা উঠে পড়ে লাগবে. এবং আপনার একটিমাত্র ভুলের ফলে আপনি হ্যাক বা স্ক্যাম এর শিকার হবেন. এখন আইন বিভাগের কথায় আসা যাক. ফোরামে আসার পরে হুট করেই তো আর কাজ পাই না. ফোরামে আসার পরে সর্ব প্রথম ইনকামের উপায় হচ্ছে বাউন্টি করা. একটা spreadsheet কত তথ্য বহন করে তা অনুমান করা কঠিন. এবং একটি তথ্যের ভিত্তিতে আরো অনেক তথ্য বেরিয়ে আসে ছোটখাটো ঘাটাঘাটি করলে. সুতরাং বুঝতেই পারছেন নিজের প্রাইভেসি সেভ করা কত জরুরী. আর একটা ছবির ডেটা থেকে ডিভাইসের ইনফরমেশন, লোকেশন এমনকি কখন কোথায় এটি ব্যবহৃত হচ্ছে তা সবকিছু জানা যায়. চাইলে আপনাদের জন্য সেই টিউটোরিয়ালটি নিয়ে আসতে পারি. যদি জানতে চান তাহলে জানাবেন অবশ্যই অ্যাড করব.
|
|
|
|
DVlog
|
|
October 24, 2023, 04:39:11 PM |
|
আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা। কাল থেকে তো মনে হচ্ছে আমাদের বোর্ডে মিলাদ মাহফিল চলতেসে।
এই আপনারা দুইজন খালি সঠিক জায়গায় হাত দেন। বেচারা অ্যাকাউন্ট ফার্মারদের ভাতে মারবেন আপনারাই। যাইহোক এগুলো সম্পর্কে কিছু বলার নাই জাস্ট দেখি আর চুপ হয়ে থাকি। একটা সময় ছিল পোস্ট তেমন বেশি না থাকলেও এরকম আউটফাউল পোস্ট কম হতো। যখন আমি একদম নতুন আপনাকে দেখতাম আর্টিকেল লিখতেন, সেগুলো ভালো কাজে লাগতো। মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন, যাইহোক আবার কাম ব্যাক করেছেন আশা করি এই একাউন্ট ফার্মারদের থেকে আপনার মত মেম্বারদের পোস্ট বেশি চোখে পড়বে। আর না হলে মিলাদ মাহফিল দেখা ছাড়া আর কোন কিছু থাকবে না। স্কুল কলেজে মাস্টাররা যেভাবে বেতের বাড়ি দিয়ে বেয়ারা ছাত্রদের মানুষের মতো মানুষ করতো সেভাবে দুই একজন একাউন্ট ফার্মারদের ট্যাগ দিলেই বাকি ফার্মাররা মানুষের মতো মানুষ হয়ে যাবে। পড়ালেখা করে ভালো রেজাল্ট করবে, নকল করে না। নতুনদের পোস্ট কোয়ালিটি প্রথম দিকে ভালো না হওয়াই স্বাভাবিক। কিন্তু যারা এসব লো কোয়ালিটি পোস্ট গুলোতেও মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফার্মিং করতেছেন তাদের এখনই সাবধান হওয়া উচিত। আমাদের লোকাল বোর্ডেও কিন্তু DT মেম্বার আছে।
|
|
|
|
synchronym
|
|
October 24, 2023, 04:49:55 PM |
|
ভাই দেশটা রসাতলে চলে গেছে। সরকার শুধু উপরে উপরে সবাই কে দেখায় সবকিছু নিয়ন্ত্রণে আছে। দেখায় ফিটফাট বাট আসলে সদরঘাট। আর হয়তো বেশিদিন নাই, যখন বাংলাদেশও শ্রীলংকার মতো দেউলিয়া হয়ে যাবে। ইতিমধ্যেই IMF এর কাছে যে পরিমাণ ঋণি বাংলাদেশ তা পরিশোধ করতে সাধারণ মানুষের রক্ত বেচা লাগবে। দেশটা মনে হয় তাদের বাপের। শত শত কোটি কোটি টাকা দিয়ে যে উন্নয়ন করছে তাতে শুধুমাত্র উচ্চশ্রেণীর মানুষদের ফয়দা হইছে, নিম্নবিত্ত, গরিবদের জীবনের মানে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।
আজ বাজারে গেছিলাম, সাধারণত সব বাজারসাজার আমিই করি। আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উধ্বগতি, তারপরে আজ দেখলাম দাম আবার বাড়ছে। ৪৫ টাকায় আলু কিনা সাধ্যের বাহিরে অনেকের, আজ শুনি ৫০ টাকা কেজি। ২ দিন আগেও ডিম এক কেস ছিল ৩৬০ করে আজ শুনি ৩৮০ টাকা। ইন্ডিয়ান পিয়াজ ৭৫ টাকা, দেশিটা ৯০ টাকা। দেশে নাকি আলু পেয়াজের যথেষ্ট মজুদ আছে। লল। আদা রসুনের কথা আর কি বলবো, এক দাম ২০০ টাকা কেজি। ২৫০ গ্রাম করে কেনা ছাড়া উপায় নাই। প্যাকেট তেল চলে ৯৬০, হাহা। মাছ মাংসের কথা বাদ দিলাম, ঐটা বড়লোকি ব্যাপার স্যাপার।
আজ আমরা কই ছিলাম আর কই আছি। আমাদের ভবিষ্যৎ কোথায়? যারা বড় বড় গদিতে বসে আছে, উচু উচু এসি বিল্ডিং এ থাকে, মার্সেডিসে চলে তারা কেমনে বুঝবে আমাদের কষ্ট। তারা কেমনে বুঝবে কি পরিমাণ অসহায় আমরা।
বিশ্বাস করেন ভাই, আজ আমার কি পরিমাণ যে খারাপ লাগছে বাজার করতে যেয়ে। রাগে, ক্ষোভে মরে যেতে ইচ্ছা হয় মাঝে মাঝে।একটা জিনিস কিনতে গেলে ১০০ টা দোকান ঘুরতে হয় ১০০ বার ভাবছে হয়, নিবো কিনা নিবোনা। মানুষ কিভাবে যে বেঁচে আছে, তা উপরওয়ালা ছাড়া আর কেউ জানেনা।
বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক সমস্যা তার মূল্য দিতে হচ্ছে সবাইকে কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস দ্রব্যমূলের দাম দিন দিন বেড়ে চলেছে। একজন মধ্যবিত্ত ফ্যামিলির লোকই বুঝতে পারে সংসার চালানো কতটা কষ্টকর কাচা বাজারে যখন আমরা যাই তখন প্রত্যেকটা জিনিসের এত দাম মানুষ তার পছন্দমত বাজারে ক্রয় করতে পারে না। এমন এমন ফ্যামিলি আছে যারা কোরবানি ঈদ ছাড়া গরুর মাংস কখনো খেতে পারে না। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা শুধু দেশ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করবে সে নিয়ে ব্যস্ত থাকে। জনগণের ভোটে নির্বাচিত হয় অথচ নির্বাচিত হওয়ার পর জনগণের কোন সুযোগ-সুবিধাই দেখে না সরকার। সরকার যদি বাজারে মনিট করে তাহলে হয়তো আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম অনেকটাই কমে যাবে। আমাদের পাশে দেশ ভারতে আমরা যদি লক্ষ্য করে দেখা যাবে যে সেখানকার দ্রব্যমূল্যের দাম আমাদের দেশের দ্রব্যমূল্যের থেকে অনেক কম।
|
|
|
|
Bd officer
|
|
October 24, 2023, 05:09:21 PM |
|
ভাই আপনার কথা একদম ১০০% সঠিক বর্তমানে বাংলাদেশের খেলা দেখা আর ফিউচার ট্রেডিং করা একই, গতকালই আমার হার্ড অনেকটা দুর্বল হয়ে গিয়ে, আর আজকে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য নিজেকে আর টিভির পর্দায় নেইনি যদি হার্ট স্টক হয়ে যায় সেজন্য। শুধুমাত্র সাউথ আফ্রিকার খেলা দেখেই আমি পুরা গাবরে গেছি তারা কি করে, আর বাংলাদেশের খেলা যদি দেখি তাহলে হয়তো কতটা যে কষ্ট বুকের ভিতরে চাপা পড়বে সেটা বলে বোঝানো যাবে না। সেজন্য স্কোর দেখেছি কিন্তু খেলার দিকে যায়নি এটা অবশ্যই আমাদের শরীর স্বাস্থ্য এবং হার্ট সবকিছুই ভালো থাকবে। খেলা ধুলা নিয়ে আমাদের এই থ্রেডে পোস্ট করা উচিত নয়, তবুও আপনার এই বাংলাদেশ দল নিয়ে পোস্ট লেখায় নিজেকে আর শান্ত রাখা পারলাম না। আমি গ্লোবালেও বাংলাদেশ টিম নিয়ে পোস্ট দিয়েছি, এখানেও কিছু আলোচনা করি যদিও উচিত নয়। বাংলাদেশের এই এত অধঃপতনের কারন কী? বিশ্বকাপে পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে এর মাঝে আমাদের বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে এটা আমাদের গর্বের বিষয়। যখন বাংলাদেশের খেলা হয় অনেক আনন্দ ভরা মুখ নিয়ে খেলা দেখা শুরু করি কিন্তু শেষ মুহূর্তে মন টা খারপ হয়ে ফোন না হয় টিবির সামনে থেকে ছেকা খাওয়ার মত চলে আসতে হয়। মা চাচীরা বলে পুরান চালে ভাত বাড়ে। সেই রকম হয়েছে বাংলাদেশ দলের সাথে, নতুন ব্যাটিং গুলো কে ভালো খেলতেছেন, ঘুরে ফিরে মাহমুদউল্লাহ, মুসফিক, লিটন দুই এক ম্যাচে কিন্তু সাকিব এই বিশ্বকাপে ভালো করতে পারতেছেন না কিন্তু পুরনো খেলোয়াড় গুলো ভালো ব্যাটিং করেন। বাংলাদেশ অন্যতম সেরা ওপেনিং ব্যাটিং তামিম ইকবাল কে বাদ দিয়েই নতুন ওপেনার নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন। Tanzid Hasan তিনি এবার কি খেলতেছেন মাত্র ১ ম্যচে ভালো করেছিলেন। এখন তার পরিবর্তে যদি তামিম ইকবাল থাকতেন তাহলে কি তিনি Tanzid Hasan থেকে ভালো করতে পারতো না? অবশ্যই তার থেকে তামিম অনেক ভালো ব্যাটিং করতেন। একটা দলের ভালো রান করা নির্ভর করে ওপেনিং ব্যাটিং এর উপর ওপেনিং ভালো হলে পরবর্তী ব্যাটিং ভালো করতে পারে। এই দোষ টা কাদের? আমি মনে করি টিম ম্যানেজমেন্ট এর যারা খেলোয়াড় নির্বাচন করেন। এছাড়া একটা বিষয়ে খেয়াল করলে একদম খারাপ লাগে। আজকের ম্যাচটা নিয়েই বলি আরো অনেক দেখেছি। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করলো তখন ঠিকই ব্যাটিং পিচ ছিলো, কিন্তু বাংলাদেশের বেলায় কি দেখলেন? তারা ৩৮৩ রানের টার্গেটে ভয়ে চাপে পড়ে বোলিং পিচ বানিয়েছেন। আসলে ৩৮৩ রানে আমরা জানি বাংলাদেশ জিততে পারবে না, কিন্তু হারার তো একটা লিমিট আছে তাই না? অল্প রানে হেরে যাক ২০-৩০ প্রতিদ্বন্দিতা করুক। কিন্তু শেষ পর্যন্ত ১০০+ ১৫০+ রানে হেরে যায়। আসলে একটা বিষয় দেখলে আরও খারাপ লাগে, অন্যান্য দেশের ব্যাটিং গুলো কেমন ব্যাটিং করে আর আমাদের বাংলাদেশের ব্যাটিং কি করে? দল চাপে পড়লে তখন বল দুই একটা ডট যাবে, কিন্তু বাংলাদেশ ব্যাটিং আপনারা দেখেছেন তো কেউ আসে ৩২ বলে করে ১৪ রান এইটা রান হলো। অন্যান্য দেশের খেলোয়াড়রা ব্যাটিং করে না, বাংলাদেশের ব্যাটিং এর মতো এত বল ডট খায়। যা শুধু বাংলাদেশ পক্ষে সম্বব। আজকে বাংলাদেশ হার ১৪৯ রানে । ভাবছিলাম আরো বেশি রানে হারবে কিন্তু মাহমুদউল্লাহ কারনে আজকে কিছু রান কমেছে। [Edit] . চাইলে আপনাদের জন্য সেই টিউটোরিয়ালটি নিয়ে আসতে পারি. যদি জানতে চান তাহলে জানাবেন অবশ্যই অ্যাড করব.
ভাই যদি টিউটোরিয়াল নিয়ে আসেন অনেক ভালো হবে। আশা করি নিয়ে আসবেন। এই বিষয়ে আরো ভালোভাবে জানতে পারবো ও বেশি সতর্ক থাকতে পারবো।
|
|
|
|
DYING_S0UL
|
|
October 24, 2023, 05:13:45 PM |
|
আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা। কাল থেকে তো মনে হচ্ছে আমাদের বোর্ডে মিলাদ মাহফিল চলতেসে।
এই আপনারা দুইজন খালি সঠিক জায়গায় হাত দেন। বেচারা অ্যাকাউন্ট ফার্মারদের ভাতে মারবেন আপনারাই। যাইহোক এগুলো সম্পর্কে কিছু বলার নাই জাস্ট দেখি আর চুপ হয়ে থাকি। স্কুল কলেজে মাস্টাররা যেভাবে বেতের বাড়ি দিয়ে বেয়ারা ছাত্রদের মানুষের মতো মানুষ করতো সেভাবে দুই একজন একাউন্ট ফার্মারদের ট্যাগ দিলেই বাকি ফার্মাররা মানুষের মতো মানুষ হয়ে যাবে। পড়ালেখা করে ভালো রেজাল্ট করবে, নকল করে না। নতুনদের পোস্ট কোয়ালিটি প্রথম দিকে ভালো না হওয়াই স্বাভাবিক। কিন্তু যারা এসব লো কোয়ালিটি পোস্ট গুলোতেও মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফার্মিং করতেছেন তাদের এখনই সাবধান হওয়া উচিত। আমাদের লোকাল বোর্ডেও কিন্তু DT মেম্বার আছে। কিছু কিছু একাউন্ট আছে যাদের ইনকামিং আর আউটগোইং সব মেরিট শুরুমাত্র লোকাল বোর্ডে সীমাবদ্ধ। ৫০ টা মেরিটের মধ্যে যদি ১০ টা মেরিটও গ্লোবালে কোনো গ্লোবাল মেম্বার থেকে পেতো তাও একটা কথা ছিলো। তারা মনে করে তাদের এসব কেউ হয়তো দেখে না। চাইলেই ফাঁকি দিয়ে চলে যেতে পারবে। এসব চালাকদের মধ্যে আবার কিছু কিছু আছে যারা বিভিন্ন রেপুটেড মেম্বার থেকে দুই দিন না যেতেই নিউট্রাল (সিটপোস্টার, স্প্যামপোস্টার) ট্যাগ খেয়ে বসে আছে, লল।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Negotiation
|
|
October 25, 2023, 04:11:02 AM |
|
এই বিটকয়েনটক থেকে অনেকেই অনেক ভাবে উপার্জন করেছেন এবং বর্তমানে উপার্জন করতেছেন, আমি নিজেও এই বিটকয়েনটক ফরাম থেকে উপার্জন করতেছি।
অনেকেই আছেন যাদের শুধু মাত্র সংসার চালানোর জন্য একমাত্র আয়ের উৎস হচ্ছে এই বিটকয়েনটক সিংনেচার এবং বাউন্টি আবার কেউ এয়ারড্রপ যাইহোক বাউন্টি ও এয়ারড্রপ বর্তমানে ভালো না। একমাত্র সিংনেচার ক্যাম্পাইনে শুধু মাত্র ভালো তবে এর মাঝে যারা ভালো কোন ক্যম্পেইনে যুক্ত হয়েছেন। জানিনা এমন কখনো হবে কী না? আমিও চাই না এরকম কখনো হোক। যদি কখনো এই ফরাম থেকে সিগনেচার বন্ধ হয়ে যায়। তখন কি হবে যারা শুধু মাত্র এই সিংনেচার এর উপর ভড়সা করে পারিবারিক চাহিদা পুরন করেন? যেমন, Negotiation ভাই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি চাকরি করতেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন তিনি এই সিংনেচার থেকে ইনকাম করে সংসার চালাচ্ছেন। যদি সিংনেচার ক্যাম্পাইন বন্ধ হয় তিনি কি করবেন? যাইহোক এই সকল কথা বলার একমাত্র উদ্দেশ্য হলো সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা যারা সিংনেচার করে ইনকাম করেন আমি মনে করি তাদের উচিত কোন জব বা ছোট ব্যবসা করা এবং পাশাপাশি সিংনেচার করুন। এতে ভবিষ্যতে আপনার ও আপনার সন্তানদের জন্য ভালো হতে পারে। তবে এর মাঝে যারা পড়াশোনা করেন তাদের জন্য খুবই পারফেক্ট এই সিংনেচার ক্যম্পেইন, কিন্তু তাদের উচিত পড়াশোনা ঠিক রেখে এই ফরামে সময় দেওয়া। এই ফরামে সিংনেচার এর পাশাপাশি কে কি কাজ করেন, জব নাকী ব্যবসায় বা ইত্যাদি আরও অনেক কাজ রয়েছে। আপনারা কি শেয়ার করবেন সিংনেচার এর পাশাপাশি কে কি করেন?
আমরা মুলত রিলেশন করে বিয়ে করেছিলাম, এর পরে বাড়িতে থেকে মেনে নেয়নি সেই জন্যেই আমরা এখোনো ভাড়া বাসাতে থাকি, আমাদের একটা মেয়ে সন্তান আছে তার ১ বছর পুর্ণ হলো তারপরেও মেনে নেয়নি, আমার জীবনে আমি খুব সাদা-সিধা ভাবে চলার চেস্টা করি, ছোটো খাটো অনেক কিছুই করার চেস্টা করেছি জীবনে কিন্তু সফলতা পায়নি, এটা আমার ভাগ্য হতে পারে, সবথেকে বেশি সমস্যার মধ্যে পরে যায় যখন কয়েক কোটি টাকার একটা প্রোজেক্ট এ আমাকে অন্যায় ভাবে অফার দেয়া হয় আমি যেনো কাজটি করিয়ে দেয়, সেই কাজটি আমি না করাতে, এমন একটি পরিবেশ তৈরি করে কয়েকজন মিলে সেখানে আমার থাকা অসম্ভাব হয়ে পরে, এই সবকিছু নিয়ে যখন আমি সেই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টরের সাথে কথা বলি, তিনি এটার ব্যাবস্থা নেয়ার জন্যে আমাকে ছাটাই করেন, আমি তখন আরো বড় সমস্যার মধ্যে পরে যায় এমন একটা অবস্থা যে একদিকে আমার বাচ্চা অসুস্থ অন্যদিকে আমার উপার্যনের কোনো যায়গা নেই, পরবর্তীতে পরিচিত একজন একটা কাজের সুজোগ দেয় সে যতোদিন না থাক্কবে তার পরিবর্তে একটা তার যে কাজ সবকিছু করে দিতে হবে সেটাও কিছুদিন করি তারপরে সে দেশে ফিরার পরে সেটাও বন্ধ হয়ে যায়। এর পরে থেকে আমি পুরোপুরী ফরামের উপরে নীর্ভরশীল । কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।। আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।। আপনার জন্য অনেক দোয়া করি যেন আরো ভালো করতে পারেন, ফোরামের নিয়ম মেনে কাজ করুন উলটা পাল্টা তাহলে এখানে থেকেই হয়তো আপনার জীবন বদলে যেতে পারে।
|
|
|
|
AirtelBuzz
|
|
October 25, 2023, 05:14:18 AM |
|
এটাই আমার প্রথম পোস্ট তবে আমি crypto কারেন্সির সাথে জড়িত আছি অনেকদিন থেকে। আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। মার্কেটের দিকে তাকালে দেখা যায় শুধু লাল আর লাল। Bitcoin এর দাম কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে তবে অন্যান্য কয়েন গুলো সেরকম বৃদ্ধি পাচ্ছে না। আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে। বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
roksana.hee
|
|
October 25, 2023, 05:23:29 AM Last edit: October 25, 2023, 05:36:37 AM by roksana.hee |
|
আপনার বয়স যদি ৮০ থেকে ৯০ দশকের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি সবগুলো মুদ্রাই দেখেছেন আশা করি। বাংলাদেশের মুদ্রা এবং তার উৎপাদন সাল। আপনি কোন কোন মুদ্রা ব্যবহার করেছেন? আমার মনে আছে ৯০ দশকের শুরুর দিকে। আমি ৩ টাকা হালি ডিম বিক্রি করেছি। আর আমার সেই সোনার বাংলায় সেই ডিম এখন ৬০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা কিনে খেতে হয়। যেখানে ইটালিতে এক কেজি গরুর মাংস ৫০০ টাকার মধ্যেই পাওয়া যায়, সেখানে বাংলাদেশে ১ কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা গুনতে হয়! গত ২ বছর আগেও এক পোয়া মরিচ কিনতাম মাত্র ৫ টাকা দিয়ে, এখন এক পোয়া কিনতে হয় ৪০ টাকা, ৫০ টাকা দিয়ে। হায়রে... আমার সোনার বাংলা? বিশ্বকবির "সোনার বাংলা"; নজরুলের "বাংলাদেশ" জীবনানন্দের "রূপসী বাংলা" রূপের যে তার নেইকো শেষ, "বাংলাদেশ"। আমার প্রশ্ন হচ্ছে, জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ যদি এখন বেঁচে থাকতো তাহলে কি উনারা বাংলাদেশে অবস্থান করতেন? আমি তো নিশ্চিত, নজরুল কৈলাশে অবস্থান করতেন। ~ আলহামদুলিল্লাহ তাহলে বিটকয়েনের সুদিন আসতেছে মনে হচ্ছে। যাইহোক সকল বিটকয়েন হোল্ডারদের প্রতি শুভকামনা রইল। আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়।
যাক একজনকে তো পাওয়া গেল, যিনি বলতেছেন বাউন্টি করে এখন আর কিছু হয় না। আমি তো শুনেছি ভাই, বাউন্টি করে অনেকেই লাখপতি হয়ে গেছেন। ভাই, আপনি যেটাই করেন, মনোযোগ স্থির করে একটা বিষয়ে প্রকাশ করেন, এত ভালো করতে পারবেন। আল্লাহর উপর বিশ্বাস রাখেন, যেকোনো একটা বিষয়ে ফোকাস করেন। দেখবেন আল্লাহ কোথায় আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কেউ জানেন না। বিটকয়েন ফোরামের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে। বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।
আমার মনে হয় এই বিষয়ে ভালো বলতে পারবেন @Little Mouse ভাই, @Shasan ভাই, @LDL ভাই, @LEarn Bitcoin ভাই। আশা করি ওনারা আপনাকে ভালো একটা পরামর্শ দিবেন।
|
|
|
|
HelliumZ
|
|
October 25, 2023, 06:47:48 AM |
|
এটাই আমার প্রথম পোস্ট তবে আমি crypto কারেন্সির সাথে জড়িত আছি অনেকদিন থেকে। আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। মার্কেটের দিকে তাকালে দেখা যায় শুধু লাল আর লাল। Bitcoin এর দাম কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে তবে অন্যান্য কয়েন গুলো সেরকম বৃদ্ধি পাচ্ছে না। আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে। বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।
আপনি আপনার ১২৯ ডলার দিয়ে বিটকয়েন কিনে হোল্ড করতে পারেন। তবে আপনি কয়েন মার্কেটের টপ দশটি কয়েনের যে কোনটি কিনতে পারেন তবে মনে রাখবেন বিটকয়েন কিনে রাখলে কোন ঝুঁকি নেই। আপনি অন্য কোন কয়েন না কিনে শুধুমাত্র বিটকয়েনে বিনিয়োগ করে কয়েক বছরের জন্য হোল্ড করুন। সামনের বছর বিটকয়েন হালবিং শুরু হবে এবং হালভিং এর পরের বছর বিটকয়েন ১ লক্ষ ডলার হওয়ার কথা। কে বলতে পারে যদি হয়েই যায় তাহলে আপনার ১২৯ ডলার ৫০০ ডলারের উপরে হয়ে যাবে।
|
|
|
|
roksana.hee
|
|
October 25, 2023, 07:24:08 AM |
|
~
তবে মনে রাখবেন বিটকয়েন কিনে রাখলে কোন ঝুঁকি নেই। আপনি অন্য কোন কয়েন না কিনে শুধুমাত্র বিটকয়েনে বিনিয়োগ করে কয়েক বছরের জন্য হোল্ড করুন। আমি আপনার @HelliumZ সাথে একমত কিন্তু যদি @AirtelBuzz আপনি সীমিত সময়ের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবারো লসে পড়বেন। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি যেটাই করবেন চিন্তা ভাবনা করে সঠিক ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করবেন। কারো পরামর্শে পরিচালিত হয়ে, কোন ভুল সিদ্ধান্ত নিবেন না। আপনি চাইলে সিনিয়র ভাইদের পরামর্শ নিতে পারেন। তবে @HelliumZ ভাইয়ের পরামর্শ অনুযায়ী, আপনি অন্য কোন কারেন্সিতে ইনভেস্ট না করে বিটকয়েনে ইনভেস্ট করতে পারেন।
|
|
|
|
development327
Newbie
Offline
Activity: 23
Merit: 10
|
|
October 25, 2023, 07:58:40 AM |
|
সবাই সবার প্রথম উপার্জন এখানে শেয়ার করতেছেন তাই আমিও আমার ছোট একটা উপার্জন শেয়ার করতে আসলাম। আমার প্রথম উপার্জন ছিলো ৭৬৪৮ টাকা তবে আমি আমার এই উপার্জন কে আল্লাহ এর দান মনে করি কেননা আমি আমার এই উপার্জন দিয়ে আমার বাবার চিকিৎসায় সাহায্য করতে পেরেছি। আমার বাবার জন্য ঔষুধ আর ফ্যামিলির জন্য কিছু বাজার ও করতে পেরেছি। আমি যখন আমার এই উপার্জন দিয়ে প্রথম বাজার করলাম এবং বাসার কেউ জানতো না হুট করে সব কিনে এনে সবাইকে চমকে দিলাম সবাই অবাক হয়ে বলেছিলো আমি টাকা কই পেলাম তখন আমি আমার মা এর হাতে কিছু টাকা দিতে বললাম মা এটি আমার প্রথম উপার্জন অনলাইন থেকে মা। মা আমায় মোবাইল টেপার জন্য অনেক বকা দিতো আমি শুধু বলতাম মা দেইখো আমি একদিন দেখাবো কেনো আমি এত ফোন টিপি। আর আমি তা করে দেখিয়েছি। আর আমি আমার এই প্রথম উপার্জন টা পেয়েছি একটা এয়ারড্রপ থেকে । এয়ারড্রপটি ছিলো টুইটার এয়ার ড্রপ। আসলে আমি আগে ভাবতাম কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কিন্তু কোনোদিন কল্পনাও করিনি যে এত গুলো টাকা আমি পাবো। আসলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আর আমি এখনো এখান থেকে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারিনি সেটার জন্য মেম্বার র্যাংক লাগবে মিনিমাম। তার জন্য আমার পর্যাপ্ত মেরিট নেই। তবে আশা করছি খুব শিগ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে। ইনশআল্লাহ একদিন আমিও পারবো। আমি করে দেখিয়ে দিবো। https://www.talkimg.com/image/TzFIcঅভিনন্দন আপনাকে যে আপনি আপনার প্রথম ইনকাম দিয়ে আপনার বাবার চিকিৎসা করিয়েছেন। আপনার মনমানসিকতা আমার খুব ভালো লেগেছে। অনেক তার প্রথম ইনকাম দিয়ে বন্ধুদের সাথে বাজে আড্ডা দিয়ে টাকা নষ্ট করে। কিন্তু আপনি আপনার বাবা মাকে খুশি করতে চেয়েছেন। আপনার প্রতি দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে। ধৈর্য ধরে নিজেকে সৎ রেখে কাজ করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সফলতা আসবে।
|
|
|
|
AirtelBuzz
|
|
October 25, 2023, 08:06:49 AM Last edit: October 25, 2023, 08:22:56 AM by AirtelBuzz |
|
এটাই আমার প্রথম পোস্ট তবে আমি crypto কারেন্সির সাথে জড়িত আছি অনেকদিন থেকে। আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। মার্কেটের দিকে তাকালে দেখা যায় শুধু লাল আর লাল। Bitcoin এর দাম কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে তবে অন্যান্য কয়েন গুলো সেরকম বৃদ্ধি পাচ্ছে না। আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে। বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।
আপনি আপনার ১২৯ ডলার দিয়ে বিটকয়েন কিনে হোল্ড করতে পারেন। তবে আপনি কয়েন মার্কেটের টপ দশটি কয়েনের যে কোনটি কিনতে পারেন তবে মনে রাখবেন বিটকয়েন কিনে রাখলে কোন ঝুঁকি নেই। আপনি অন্য কোন কয়েন না কিনে শুধুমাত্র বিটকয়েনে বিনিয়োগ করে কয়েক বছরের জন্য হোল্ড করুন। সামনের বছর বিটকয়েন হালবিং শুরু হবে এবং হালভিং এর পরের বছর বিটকয়েন ১ লক্ষ ডলার হওয়ার কথা। কে বলতে পারে যদি হয়েই যায় তাহলে আপনার ১২৯ ডলার ৫০০ ডলারের উপরে হয়ে যাবে। আমি যখন পোস্টটি করেছিলাম তখন দেখলাম বিটকয়েনের দাম ৩৪ হাজার ডলারের কিছুটা উপরে রয়েছে আর এখন দেখছি বিটকয়েনের দাম ৩৩ হাজার ৮০০ ডলার হয়েছে। এত অল্প সময়ে এত দ্রুত ডাম্পিং হলো মার্কেটের। আমি যদি তখন ডলার দিয়ে বিটকয়েন কিনতাম তাহলে এতক্ষণে হয়তো তিন থেকে চার ডলার লসে হয়ে থাকতাম। সামনে যদি বিটকয়েন halving হয় তাহলে তখন bitcoin এর দাম আরো কমবে তবে halving পরে অবশ্যই বৃদ্ধি পাবে যেটা আপনি বলেছেন। বিটকয়েন হালবিং এর সময় কিনে রাখলে ভালো হবে নাকি এখনি কিনব আমি এটা শিওর হতে পারছি না। আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি টোকেন ক্রয় করতে চান তাহলে Matic, op, arb, bnb, sol, xrp বেস্ট হবে যখন BTC $50k+ হবে নিঃসন্দেহে এই টোকেন গুলো আপনাকে ভালো প্রফিট দিবে। এবং আপনি যদি মনে করেন বিটিসি ক্রয় করবেন তাহলে তো কথাই নেই। বিটিসি সকলের উর্ধ্বে তবে আপনি যদি বিটিসি ক্রয় করে থাকেন, তাহলে বিটিসি নিয়ে আপনার কোন চিন্তা নেই এবং কনো রিস্ক থাকেনা। কিন্তু টোকেনে রিস্ক থেকে যায়।
একটা বিষয় ভালো লাগছে এখানে পোস্ট করেছি আমি জানার জন্য সবাই সাহায্যের জন্য এগিয়ে এসেছে এবং যার যতটুকু জ্ঞান আছে সব টুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। ভাই আপনার বলা টোকেন গুলোর মধ্যে Matic, op, arb, bnb, sol, xrp একসময় এগুলোর দাম অনেক ছিল। আমি যখন Bounty কাজ করতাম BNB কয়েনের দাম ৬০০ ডলারের উপরে যেতে দেখেছি। এখন এই কয়েনটি এত কমে গেছে যে ৩০০ ডলার থেকে নিচে রয়েছে। আপনাদের মতামতের ভিত্তিতে আমি এই সিদ্ধান্তে উপনতি হয়েছি যে, বিটকয়েন কিনে হোল্ড করলে হয়তো ভালো হবে অনেকে বলেছে এতে ঝুঁকিও কম থাকবে। আমি তো অনেক ছোট এবং আমার প্রথম বিনিয়োগ তাই আমার পক্ষে ঝুঁকি না নেওয়া উচিত।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
synchronym
|
|
October 25, 2023, 09:02:33 AM |
|
এই বিটকয়েনটক থেকে অনেকেই অনেক ভাবে উপার্জন করেছেন এবং বর্তমানে উপার্জন করতেছেন, আমি নিজেও এই বিটকয়েনটক ফরাম থেকে উপার্জন করতেছি।
অনেকেই আছেন যাদের শুধু মাত্র সংসার চালানোর জন্য একমাত্র আয়ের উৎস হচ্ছে এই বিটকয়েনটক সিংনেচার এবং বাউন্টি আবার কেউ এয়ারড্রপ যাইহোক বাউন্টি ও এয়ারড্রপ বর্তমানে ভালো না। একমাত্র সিংনেচার ক্যাম্পাইনে শুধু মাত্র ভালো তবে এর মাঝে যারা ভালো কোন ক্যম্পেইনে যুক্ত হয়েছেন। জানিনা এমন কখনো হবে কী না? আমিও চাই না এরকম কখনো হোক। যদি কখনো এই ফরাম থেকে সিগনেচার বন্ধ হয়ে যায়। তখন কি হবে যারা শুধু মাত্র এই সিংনেচার এর উপর ভড়সা করে পারিবারিক চাহিদা পুরন করেন? যেমন, Negotiation ভাই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি চাকরি করতেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন তিনি এই সিংনেচার থেকে ইনকাম করে সংসার চালাচ্ছেন। যদি সিংনেচার ক্যাম্পাইন বন্ধ হয় তিনি কি করবেন? যাইহোক এই সকল কথা বলার একমাত্র উদ্দেশ্য হলো সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা যারা সিংনেচার করে ইনকাম করেন আমি মনে করি তাদের উচিত কোন জব বা ছোট ব্যবসা করা এবং পাশাপাশি সিংনেচার করুন। এতে ভবিষ্যতে আপনার ও আপনার সন্তানদের জন্য ভালো হতে পারে। তবে এর মাঝে যারা পড়াশোনা করেন তাদের জন্য খুবই পারফেক্ট এই সিংনেচার ক্যম্পেইন, কিন্তু তাদের উচিত পড়াশোনা ঠিক রেখে এই ফরামে সময় দেওয়া। এই ফরামে সিংনেচার এর পাশাপাশি কে কি কাজ করেন, জব নাকী ব্যবসায় বা ইত্যাদি আরও অনেক কাজ রয়েছে। আপনারা কি শেয়ার করবেন সিংনেচার এর পাশাপাশি কে কি করেন?
আমরা মুলত রিলেশন করে বিয়ে করেছিলাম, এর পরে বাড়িতে থেকে মেনে নেয়নি সেই জন্যেই আমরা এখোনো ভাড়া বাসাতে থাকি, আমাদের একটা মেয়ে সন্তান আছে তার ১ বছর পুর্ণ হলো তারপরেও মেনে নেয়নি, আমার জীবনে আমি খুব সাদা-সিধা ভাবে চলার চেস্টা করি, ছোটো খাটো অনেক কিছুই করার চেস্টা করেছি জীবনে কিন্তু সফলতা পায়নি, এটা আমার ভাগ্য হতে পারে, সবথেকে বেশি সমস্যার মধ্যে পরে যায় যখন কয়েক কোটি টাকার একটা প্রোজেক্ট এ আমাকে অন্যায় ভাবে অফার দেয়া হয় আমি যেনো কাজটি করিয়ে দেয়, সেই কাজটি আমি না করাতে, এমন একটি পরিবেশ তৈরি করে কয়েকজন মিলে সেখানে আমার থাকা অসম্ভাব হয়ে পরে, এই সবকিছু নিয়ে যখন আমি সেই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টরের সাথে কথা বলি, তিনি এটার ব্যাবস্থা নেয়ার জন্যে আমাকে ছাটাই করেন, আমি তখন আরো বড় সমস্যার মধ্যে পরে যায় এমন একটা অবস্থা যে একদিকে আমার বাচ্চা অসুস্থ অন্যদিকে আমার উপার্যনের কোনো যায়গা নেই, পরবর্তীতে পরিচিত একজন একটা কাজের সুজোগ দেয় সে যতোদিন না থাক্কবে তার পরিবর্তে একটা তার যে কাজ সবকিছু করে দিতে হবে সেটাও কিছুদিন করি তারপরে সে দেশে ফিরার পরে সেটাও বন্ধ হয়ে যায়। এর পরে থেকে আমি পুরোপুরী ফরামের উপরে নীর্ভরশীল । কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।। আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।। আপনার জন্য অনেক দোয়া করি যেন আরো ভালো করতে পারেন, ফোরামের নিয়ম মেনে কাজ করুন উলটা পাল্টা তাহলে এখানে থেকেই হয়তো আপনার জীবন বদলে যেতে পারে। হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত এখনো অনেক ফ্যামিলি আছে যারা অনলাইনের মাধ্যমে বিটকয়েন বা সিগনেচার এর মাধ্যমে যে অর্থ উপার্জন করে তা দিয়ে তাদের সংসার পরিচালনা করে । এটা অবশ্যই অনেক ভালো দিক অনেকে আছে যারা ছাত্র বয়স থেকে বিটকয়েনের ট্রেড করে বা সিগনেচার করে তখন দেখা যায় তারা যে তাদের লেখাপড়ার যে খরচটা সেটা তারা নিজেরাই বেয়ার করতে পারে। পাশাপাশি তারা তার ফ্যামিলি পরিচালনা করার জন্য তার বাবাকে কিছু সহযোগিতা করতে পারে। আবার অনেকে আছে যারা সিগনেচারের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করে তারা হয়তো বা আর কোন কাজ না করে এর মাধ্যমে তাদের সংসারকে পরিচালনা করে। আমরা অবশ্য চাইবো না সিগনেচার ক্যাম্পেন গুলো বন্ধ হয়ে যাক তবে বন্ধ হতেও পারে। তাই আমাদের কিছু বিকল্প ব্যবস্থা নিতে হবে যেমন আপনি সিগনেচার পাশাপাশি ব্যবসা করতে পারেন ছোটখাটো জব করতে পারেন । সিগনেচার বন্ধ হয়ে পেলে তখন আপনি সংসার পরিচালনা করতে কোন প্রকার কষ্ট হবে না তাই পাশাপাশি ব্যবসা ব্যবসা বা চাকরি করতে পারেন।
|
|
|
|
Fuso.hp
|
|
October 25, 2023, 09:28:36 AM |
|
~~~
এগুলা আমাদের জন্য সোনালী অতীত ছিল, ২৫ পয়সা ৫০ পয়সা বা এক টাকার ব্যবহার যখন ছিল তখন দিনগুলা আসলেই সুন্দর ছিল, যখনই এই ধরনের স্মৃতি মনে পড়ে তখনই ভেতর থেকে অনেক খারাপ লাগে এবং মনে হয় জীবন থেকে সোনালী মুহূর্তগুলো হয়তো হারিয়ে ফেলেছি এবং নিজের অজান্তেই আবারো সেই ছোটবেলায় ফিরে যাইতে মন চায়। আপনি বাংলাদেশের যে মুদ্রা গুলো উল্লেখ করেছেন তার মধ্যে থেকে আমি সর্বপ্রথম ২৫ পয়সার ব্যবহার করেছে যদিও আমার কাছে ৫ পয়সা বা 10 পয়সা ছিল কিন্তু সেগুলার ব্যবহার আমার ছোটবেলায় ছিল না। আমার এখনো মনে আছে ২৫ পয়সা দিয়ে দোকান থেকে চারটা লজেন্স কেনা যেত এবং চারজন বন্ধু মিলে সেই লজেন্স ভাগ করে খেতাম, এখন হয়তো আল্লাহ তাআলা রেস্টুরেন্টে বসে ভালো কিছু খাওয়ার তৌফিক দান করেছেন কিন্তু চারজন বন্ধু মিলে চারটা লজেন্স ভাগ করে খাওয়া স্বাদ হয়তো রেস্টুরেন্টে বসে দামি খাবার খাওয়ার মধ্যে নেই।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Shishir99
|
টেকনিক্যাল তেমন কিছু তো আলোচনা হয় না। আমি অনেক আগে তাপরুট এবং সেগুইথ নিয়ে পড়েছিলাম, কিন্তু এখন এর কিছুই মনে নাই। এমন অনেক হয় যে অনেক কিছে জেনেছি এবং মনে কএই আমি এটা জানি, কিন্তু পরে আবার ভুলে যাই। তাপরুট এড্রেস আর সেগুইথ এড্রেস প্রায় একই রকমের হয় যেগুলো শুরু হয় bc1 দিয়ে কিন্তু একটা মনে হয় bc1q দিয়ে আরেকটা bc1p। আমার আসলে মনে নাই। এই দুইটার মধ্যে আসলে তফাৎ টা কি? ইলেকট্রাম ওয়ালেটে শুধু সেগুইথ এড্রেস ই থাকে। তাপরুট এর আলাদা কি ফিচার আছে এবং এর সুবিধা কি?
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
|