HelliumZ
|
|
October 27, 2023, 12:15:42 AM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই। আমি বাদে আমার যত বন্ধুবান্ধব আছে সবারই একই সমস্যা, ইন্টারনেট পায় না, লল। পোলাপাইন যত আছে সবাই রাউটার অন অফ রিস্টার্ট মারতে মারতে বেহুশ। আর এদিকে আমি কোপায়ে মুভি স্ট্রিম করতেছি। কিভাবে জানি আমি বেঁচে গেলাম। আমি গ্রামে থাকি। আমাদের গ্রামে হাতে গোনা ৪-৫ জন ওয়াইফাই চালায়। আর এদিকে ওরা শহরে থেকেও মারা। একবার অবশ্য সমস্যা হইছিল ব্রাউজারে, হঠাৎ করে ২-৩ সেকেন্ড এর জন্য সাইট/পেজ ল্যাগ বা নন রিসপনসিভ যাই বলেন, হইছিল। বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ। রাতে কখন ওয়াইফাই আসলো বলতে পারলাম না। ওয়াইফাই নেট সমস্যা দেখে রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দুইটার পরে দেখলাম নেট আসছে। যাহোক ভাই বিএনপি'র মিছিল মিটিং সমাবেশ এর আগে এরকম নেট সমস্যা, মোবাইল নেটওয়ার্ক সমস্যা, সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম অফ করে দেবে এটা স্বাভাবিক। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এরকম এরকম নাটকীয় ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই নতুন করে এগুলো নিয়ে আর ভাবি না। ২৮ তারিখ সামনে আছে তো মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা হলে কোন কিছু মনে করবেন না। মনে করবেন এটাও বাংলাদেশের একটি উন্নয়নের অংশ।
|
|
|
|
Learn Bitcoin
|
|
October 27, 2023, 12:33:56 AM |
|
বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
https://www.prothomalo.com/bangladesh/capital/08hubqfz9sবাংলাদেশের প্রায় ৭০- থেকে ৮০ পার্সেন্ট ব্যান্ডউইথ এখান থেকে সাপ্লাই হয় - যার সব গুলোই এখন ডাউন - ঢাকা ট্রিবিউন কে একজন কর্মকর্তা জানিয়েছেন। কিছু কিছু আই এস পি এর সার্ভার ভবনের অন্য তলায় এবং কিছু কিছু সার্ভার অন্যান্য যায়গায়। তবে ইন্টারনেট যে পরিমান স্লো হয়েছে, সেটা কবে নাগাদ ঠিক হবে, সেটার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। বাংলাদেশের আরেকটি সমস্যা হলো ব্যাকআপ না রাখা। যদিও ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো সার্ভারের প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে নিয়ে আসে, ভবনের মেরামতের কাজ শেষ করে সার্ভার সেটআপ করতে অনেক সময়ের প্রয়োজন। নতুন করে সার্ভার কনফিগার করতেও অনেক সময় লাগবে। আর সবচাইতে বড় ব্যাপার তাদের সব নতুন করে করতে হবে।
|
|
|
|
HelliumZ
|
|
October 27, 2023, 12:59:17 AM |
|
বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
https://www.prothomalo.com/bangladesh/capital/08hubqfz9sবাংলাদেশের প্রায় ৭০- থেকে ৮০ পার্সেন্ট ব্যান্ডউইথ এখান থেকে সাপ্লাই হয় - যার সব গুলোই এখন ডাউন - ঢাকা ট্রিবিউন কে একজন কর্মকর্তা জানিয়েছেন। কিছু কিছু আই এস পি এর সার্ভার ভবনের অন্য তলায় এবং কিছু কিছু সার্ভার অন্যান্য যায়গায়। তবে ইন্টারনেট যে পরিমান স্লো হয়েছে, সেটা কবে নাগাদ ঠিক হবে, সেটার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। বাংলাদেশের আরেকটি সমস্যা হলো ব্যাকআপ না রাখা। যদিও ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো সার্ভারের প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে নিয়ে আসে, ভবনের মেরামতের কাজ শেষ করে সার্ভার সেটআপ করতে অনেক সময়ের প্রয়োজন। নতুন করে সার্ভার কনফিগার করতেও অনেক সময় লাগবে। আর সবচাইতে বড় ব্যাপার তাদের সব নতুন করে করতে হবে। ভাই আমার ফোনের মোবাইল নেটওয়ার্ক এতো স্লো যে অনলাইনে কাজ করতে অনেক সমস্যা হয়। এটাও কি ওই একই সমস্যা নাকি আমার ফোনে এরকম সমস্যা। বেশ কিছুদিন ধরে আমার ফোনে EDGE ছাড়া অন্য কোন নেটওয়ার্ক ধরছে না। রুমের মধ্যে একটা পোস্ট লিখে রুমের বাইরে যেতে হয় পোস্ট করার জন্য রুমের ভিতরে এর সমস্যাটি হচ্ছে। আগে এই সমস্যা হতো না রুমের মধ্যে থেকেই পোস্ট করতে পারতাম।
|
|
|
|
Learn Bitcoin
|
|
October 27, 2023, 01:25:40 AM |
|
ভাই আমার ফোনের মোবাইল নেটওয়ার্ক এতো স্লো যে অনলাইনে কাজ করতে অনেক সমস্যা হয়। এটাও কি ওই একই সমস্যা নাকি আমার ফোনে এরকম সমস্যা। বেশ কিছুদিন ধরে আমার ফোনে EDGE ছাড়া অন্য কোন নেটওয়ার্ক ধরছে না। রুমের মধ্যে একটা পোস্ট লিখে রুমের বাইরে যেতে হয় পোস্ট করার জন্য রুমের ভিতরে এর সমস্যাটি হচ্ছে। আগে এই সমস্যা হতো না রুমের মধ্যে থেকেই পোস্ট করতে পারতাম।
সমস্যা যদি আগে থেকেই হয়ে থাকে, তাহলে এই সমস্যা অন্য কোনো কারনে। কারন খাজা টাওয়ারে আগুন লেগেছে গতকাল বিকেল ৫ টার দিকে। তারপর থেকেই দেশের বেশিরভাগ ব্রড ব্যান্ড সার্ভিস ডাউন। আর বাংলালিংক সিম এর কল টোটালি ডাউন ছিলো। বর্তমানে কি অবস্থা আমার জানা নেই। তবে অন্যান্য সিমেও নেটওয়ার্ক সমস্যা করছে। আপনার সমস্যা আপনার এলাকার নেটওয়ার্রে সাথে রিলেটেড হয়তো।
এরকম গুরুত্বপূর্ণ একটা সার্ভিস এর জন্র সব কোম্পানিগুলো একই বিল্ডিং কেনো বেছে নেয়? একটা বিল্ডিং এ আগুন লাগায় দেশের আনাচে কানাচে নেট বন্ধ হয়ে আছে। পুরো ডিজিটাল একটা দেশ, এক বিল্ডিং এর আগুনে এনালগ হয়ে গেছে।
|
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
October 27, 2023, 01:29:36 AM |
|
বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
https://www.prothomalo.com/bangladesh/capital/08hubqfz9sবাংলাদেশের প্রায় ৭০- থেকে ৮০ পার্সেন্ট ব্যান্ডউইথ এখান থেকে সাপ্লাই হয় - যার সব গুলোই এখন ডাউন - ঢাকা ট্রিবিউন কে একজন কর্মকর্তা জানিয়েছেন। কিছু কিছু আই এস পি এর সার্ভার ভবনের অন্য তলায় এবং কিছু কিছু সার্ভার অন্যান্য যায়গায়। তবে ইন্টারনেট যে পরিমান স্লো হয়েছে, সেটা কবে নাগাদ ঠিক হবে, সেটার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। বাংলাদেশের আরেকটি সমস্যা হলো ব্যাকআপ না রাখা। যদিও ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো সার্ভারের প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে নিয়ে আসে, ভবনের মেরামতের কাজ শেষ করে সার্ভার সেটআপ করতে অনেক সময়ের প্রয়োজন। নতুন করে সার্ভার কনফিগার করতেও অনেক সময় লাগবে। আর সবচাইতে বড় ব্যাপার তাদের সব নতুন করে করতে হবে। আসলে জেই বিল্ডিং এ আগুন ধরেছে তার ১০ম তলাতে ব্যাকআপ তারা রেখেছিলো এখোন দেখার বিষয় পুরো সিস্টেম যদি পুরে যায় তাইলে সময় লাগবে অনেক, আর যদি ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে সবকিছু চালু করতে পারে তাহলে দ্রুতই সাভাবিক হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ একটা সার্ভিস এর জন্র সব কোম্পানিগুলো একই বিল্ডিং কেনো বেছে নেয়? একটা বিল্ডিং এ আগুন লাগায় দেশের আনাচে কানাচে নেট বন্ধ হয়ে আছে। পুরো ডিজিটাল একটা দেশ, এক বিল্ডিং এর আগুনে এনালগ হয়ে গেছে।
ভাই ভ্যাট এবং ট্যাক্স ফাকি দেয়া অনেক সহজ হয়, কয়েক বছর আগে একটা বিল্ডিং এ আগুন ধরেছিলো নিউজ দেখছিলাম এক বিল্ডিং এই ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান ছিলো।
|
|
|
|
Learn Bitcoin
|
|
October 27, 2023, 01:48:25 AM |
|
আসলে জেই বিল্ডিং এ আগুন ধরেছে তার ১০ম তলাতে ব্যাকআপ তারা রেখেছিলো এখোন দেখার বিষয় পুরো সিস্টেম যদি পুরে যায় তাইলে সময় লাগবে অনেক, আর যদি ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে সবকিছু চালু করতে পারে তাহলে দ্রুতই সাভাবিক হয়ে যাবে। এই ব্যাক আপ থাকার ব্যাপারটা কতোটা সত্য জানি না। তবে যেটা জানি সেটা হলো বাংলাদেশি কোম্পানিগুলো ব্যাক আপ রাখার ব্যাপারে একবারেই উদাসিন। আর যতোদূর জানি বিল্ডিং এর কয়েকটা ফ্লোর এ আগুন ছড়িয়ে গেছে ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে। ১০-১১-১২-১৩ এগুলোতেই সম্ভবত সবচাইতে বেশি আগুন ছড়িয়েছে। ব্যাকআপ যদি নষ্ট না হয়ে থাকে, তাহলে তো ভালো। তবে সারভার রান করার প্রওয়াজনীয় সব প্রোডাক্ট এই মুহুর্তে বাংলাদেশে পাবে বলে মনে হয় না। অঅর বিল্ডিং মেরামত করা ছাড়া এগুলো কিছুই করা সম্ভব নয়। বাংলাদেশে তো তদন্তের নাম করেই ১ মাস একটা যায়গা তালা মেরে রাখে। ভাই ভ্যাট এবং ট্যাক্স ফাকি দেয়া অনেক সহজ হয়, কয়েক বছর আগে একটা বিল্ডিং এ আগুন ধরেছিলো নিউজ দেখছিলাম এক বিল্ডিং এই ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান ছিলো।
আর এতে করে মরলে সব একসাথেই মরে। সাথে সাথে পুরো দেশের কোমড় ভেঙ্গে দেয়।
|
|
|
|
Bitcoin_people
|
|
October 27, 2023, 02:22:52 AM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই। আমি বাদে আমার যত বন্ধুবান্ধব আছে সবারই একই সমস্যা, ইন্টারনেট পায় না, লল। পোলাপাইন যত আছে সবাই রাউটার অন অফ রিস্টার্ট মারতে মারতে বেহুশ। আর এদিকে আমি কোপায়ে মুভি স্ট্রিম করতেছি। কিভাবে জানি আমি বেঁচে গেলাম। আমি গ্রামে থাকি। আমাদের গ্রামে হাতে গোনা ৪-৫ জন ওয়াইফাই চালায়। আর এদিকে ওরা শহরে থেকেও মারা। একবার অবশ্য সমস্যা হইছিল ব্রাউজারে, হঠাৎ করে ২-৩ সেকেন্ড এর জন্য সাইট/পেজ ল্যাগ বা নন রিসপনসিভ যাই বলেন, হইছিল। বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ। রাতে কখন ওয়াইফাই আসলো বলতে পারলাম না। ওয়াইফাই নেট সমস্যা দেখে রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দুইটার পরে দেখলাম নেট আসছে। যাহোক ভাই বিএনপি'র মিছিল মিটিং সমাবেশ এর আগে এরকম নেট সমস্যা, মোবাইল নেটওয়ার্ক সমস্যা, সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম অফ করে দেবে এটা স্বাভাবিক। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এরকম এরকম নাটকীয় ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই নতুন করে এগুলো নিয়ে আর ভাবি না। ২৮ তারিখ সামনে আছে তো মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা হলে কোন কিছু মনে করবেন না। মনে করবেন এটাও বাংলাদেশের একটি উন্নয়নের অংশ। আমি কালকে রাতে এক ভাইয়ের ফেসবুক কমেন্ট পড়ে তার সাথে একমত হয়েছি যে তিনি সেখানে উল্লেখ করেছে আমরা এ ধরনের ঘটনা আজকে প্রথম দেখছি না বরং আগেও এমন ঘটনা ঘটেছে। ঘটনাগুলো সত্যিই হাস্যকর যে সারা বছর কোন খবর নেই কিন্তু যদি প্রতিপক্ষ দলের কোন সমাবেশ মিটিং মিছিল থাকে ঠিক তার আগে কোন না কোন সমস্যা ঘটে যায় বাংলাদেশে। তাছাড়া আমি মনে করি মূলত এই কাজটি হয়তো সেজন্যই করা হয়েছে যে গত ২৮ শে অক্টোবর বিএনপি এর বিশাল একটি মহাসমাবেশ আছে সে জন্যই হবে। তাছাড়া ও তার চেয়ে বড় বিষয় হচ্ছে শুধু বিএনপির সমাবেশ নয় জামায়াত ও জানিয়েছে তারা ২৮ তারিখে শাপলা চত্বরে সমাবেশ করবে সে জন্য হয়তো এই ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছে আমরা। যেহেতু দুটি দলই রাজনীতিতে বর্তমানে অনেক বেশি রাজপথে লড়াই করতেছে সরকার পতনের উদ্দেশ্যে সেজন্যই হয়তো এই ধরনের নেটওয়ার্ক সমস্যা এবং ইন্টারনেট সার্ভার ে সমস্যা হয়েছে এবং আগুন লাগিয়েছে। এটাই স্বাভাবিক যে বাংলাদেশে কোন কিছু হওয়ার আগে অবশ্যই এই ধরনের সমস্যাগুলো করতেই হবে তা না হলে জনগণ কিভাবে বুঝবে নাটক।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
HelliumZ
|
|
October 27, 2023, 02:56:18 AM |
|
বিটকয়েনের দামের একটি ক্রমবর্ধমান গতিশীল একটি ভিডিও পেয়েছি আপনারা ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন। বিটকয়েন কত উত্থান পত্থান ঘটিয়ে বর্তমান পজিশনে এসে দাঁড়িয়েছে। কখনো মার্কেট উর্ধ্বমুখী হয়েছে আবার কখনো মার্কেট নিম্নমুখী হয়েছে যাব বর্তমানে যেভাবে হচ্ছে অতীতে ঠিক একইভাবে ঘটেছিল। এবং বর্তমানে যেভাবে আছে ভবিষ্যতে আরো নামতেও পারে উঠতেও পারে এটা নিয়ে কোন চিন্তার কিছু নেই। https://x.com/BitcoinNewsCom/status/1717683367460630539?t=0TMI3adw3dJxlXdG0--D2A&s=09
|
|
|
|
synchronym
|
|
October 27, 2023, 03:59:05 AM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই। আমি বাদে আমার যত বন্ধুবান্ধব আছে সবারই একই সমস্যা, ইন্টারনেট পায় না, লল। পোলাপাইন যত আছে সবাই রাউটার অন অফ রিস্টার্ট মারতে মারতে বেহুশ। আর এদিকে আমি কোপায়ে মুভি স্ট্রিম করতেছি। কিভাবে জানি আমি বেঁচে গেলাম। আমি গ্রামে থাকি। আমাদের গ্রামে হাতে গোনা ৪-৫ জন ওয়াইফাই চালায়। আর এদিকে ওরা শহরে থেকেও মারা। একবার অবশ্য সমস্যা হইছিল ব্রাউজারে, হঠাৎ করে ২-৩ সেকেন্ড এর জন্য সাইট/পেজ ল্যাগ বা নন রিসপনসিভ যাই বলেন, হইছিল। বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ। রাতে কখন ওয়াইফাই আসলো বলতে পারলাম না। ওয়াইফাই নেট সমস্যা দেখে রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দুইটার পরে দেখলাম নেট আসছে। যাহোক ভাই বিএনপি'র মিছিল মিটিং সমাবেশ এর আগে এরকম নেট সমস্যা, মোবাইল নেটওয়ার্ক সমস্যা, সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম অফ করে দেবে এটা স্বাভাবিক। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এরকম এরকম নাটকীয় ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই নতুন করে এগুলো নিয়ে আর ভাবি না। ২৮ তারিখ সামনে আছে তো মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা হলে কোন কিছু মনে করবেন না। মনে করবেন এটাও বাংলাদেশের একটি উন্নয়নের অংশ। ওয়াইফাই এর কথার কি বলবো কিছুক্ষণ যদি ভালোভাবে সার্ভিস দেয় তারপরে কারেন্ট চলে যায় তখন ওয়াইফাই বন্ধ হয়ে যায়। কালকে বিকাল থেকেই ওয়াইফাই সমস্যা হচ্ছিল আমি নেট সেন্টারে ফোন দিলাম কি সমস্যা ওয়াইফাই আসছে না ।তখন তারা বলল যে তাদের মেন লাইনে আগুন লেগেছে ওয়াইফাই আসতে সময় লাগবে। কালকে সন্ধ্যার সময় ওয়াইফাই চলে গেছে এখন পর্যন্ত ওয়াইফাই আসেনি। কি আর করা বাধ্য হয়ে মোবাইলে এমবি নিলাম তারপরে ফোরজি দিয়ে কাজ করার চেষ্টা করলাম ফোরজিতে অনেক সমস্যা করছিল প্রথম দিকে অনেক কষ্ট করে কাজ শেষ করলাম । ওয়াইফাই ব্যবহার করে এমন অভ্যাস হয়ে গেছে কিছুক্ষণের যদি না থাকে বড্ড অসহায় লাগে কি করবো বুঝতে পারি না।
|
|
|
|
Bitcoin_people
|
|
October 27, 2023, 04:15:11 AM Last edit: October 27, 2023, 05:40:01 AM by Bitcoin_people |
|
দেশের যে অবস্থা দেখতেছি ভাই আজকে মনে হয় আমার ঢাকা যাওয়া হবে না, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য আমি বাহির হয়েছি কিন্তু গাড়ির যে অবস্থা দেখতেছি তাতে মনে হয় দুদিনের ঢাকা যেতে পারবো কিনা সন্দেহ আছে। চট্টগ্রাম বাসস্ট্যান্ডে এসে আমি বাস ের টিকিট পাচ্ছিনা এমন একটা অবস্থা বিএনপি'র সমাবেশ কে ঘিরে হয়তো এই ধরনের পরিকল্পনা করা হয়েছে। আর রাস্তায় কোন টোল বসাইছে কিনা তা কে জানে আগামীকালকে কেন্দ্র করে যানবাহনের অবস্থা খুব একটা ভালো নেই দেশে কি করবো বুঝতে পারছি না এখন আমি ঢাকা যাওয়ার জন্য বাস পাচ্ছি না। আজকে আমি চট্টগ্রাম থেকে ঢাকা যেতে পারবো কিনা সেটা সঠিক বলতে পারতেছি না যে অবস্থা দেখতেছি, এই দেশের জনগণের যত কষ্ট হয়েছে। কি বলভাম দুঃখের কথা এই দেশের জনগণ এতটা সুখের মধ্যে রয়েছে যেখানে সকল কিছুর চাহিদা পড়ে গিয়েছে যেখানে সরকার এর কোন চাহিদা পূরণ না করে আর যত চাহিদা বাড়ানো যায় সেই পরিকল্পনা করে। কিছু করার নাই এটাই আমাদের দেশ যেখানে মানুষের সব কষ্ট দুঃখ। দুঃখের কথা কি বলবো ভাই এখন চলাফেরাও অনেক সমস্যায় পড়তে হয় সরকার শুধু বলে উন্নতি করেছে কিন্তু আমি এই উন্নতির কোন ফায়দা দেখতেছি না যেখানে আমরা ভালোভাবে যদি যাতায়াতি না করতে পারি তাহলে কিসের উন্নয়ন। আজকে আমার ঢাকা যাওয়াটা খুবই জরুরী ছিল কিন্তু যানবাহনের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে না যে আজকে পৌঁছাতে পারব। আসলে আমি রাজনীতি নিয়ে কথা বলতেছি না এটাই বাস্তব , বলতে চাই না এই সব কথা কিন্তু তবুও অটোমেটিক আপনাদের কাছে বললাম মনের ভাষা প্রকাশ করার জন্য ।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Bitcoin Halving
Newbie
Offline
Activity: 8
Merit: 0
|
|
October 27, 2023, 04:40:47 AM |
|
হুন্ডি আর মানিলন্ডারিং কেন বন্ধ করা যায় না?আমি মোবাইল ফোনে পত্রিকা পড়ার সময় আজকে এই সংবাদটি দেখলাম যার জন্য এখানে এটি তুলে ধরলাম। সংবাদে হুন্ডি এবং মানি লন্ডারিং এর বিষয় তুলে ধরা হয়েছে। হুন্ডি হচ্ছে চোরাচালানি, সরকারকে ফাঁকি দিয়ে ব্যাংকিং পদ্ধতির বাইরের অর্থ লেনদেনের একটি উপায়। একে বাণিজ্যিক আদান প্রদান ও লেনদেনের অনানুষ্ঠানিক দলিলও বলা যেতে পারে। যার মাধ্যমে দুই পক্ষ বা ব্যক্তির মধ্যে টাকা লেনদেন হয়। বিশ্বের প্রচলিত ব্যাংকিং পদ্ধতির অনুসরণ হয় না বলে হুন্ডির লেনদেনে দেশের সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।প্রবাসীরা তাদের আয় দেশে পাঠালেও হুন্ডির কারণে তা যোগ হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ভান্ডারে। সরকারের কোনো পদক্ষেপেই থামছে না হুন্ডির দৌরাত্ম। অপরদিকে, কোনো অবৈধ অর্থকে বৈধ করাকে মানি লন্ডারিং বলা হয় বা যে প্রক্রিয়ায় কালো টাকা অর্থ লেনদেনের একটি কাহিনী বৃত্তের মধ্যে প্রবেশ করানো হয় তথা বিশোধিত করা হয়, যাতে তা অন্য প্রান্ত দিয়ে বৈধ অর্থ তথা সাদা টাকা হিসেবে বেরিয়ে আসে। মানি লন্ডারিং করে আমাদের বাংলাদেশী থেকে অনেকে প্রচুর টাকা বিদেশে পাঠাচ্ছে। এসব ক্ষেত্রে বেশিরভাগই জড়িত রাজনীতি ব্যক্তিরা। নিউজটি এখানে পাওয়া যাবে
|
|
|
|
Fuso.hp
|
|
October 27, 2023, 05:34:34 AM |
|
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
রাত ১১ঃ০০ টা পর্যন্ত হয়তো এই সমস্যা ছিল। ব্রড ব্যান্ড ইন্টারনেটের একটা অফিসে আগুন লাগার কারণে সাধারণত এই সাময়িক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ডিভাইসে নো ইন্টারনেট দেখাচ্ছিল কিন্তু নো ইন্টারনেট দেখানোর পরও ফেসবুক মেসেঞ্জার ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করতে পেরেছি কিন্তু সমস্যা হয়েছে শুধুমাত্র ফোরামে একটিভ হওয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রাউজার ব্যবহার করা। ওয়াই ফাই এর এরকম সমস্যা দেখে আমি মোবাইল ডাটা ব্যবহার করি, তবে মোবাইল ডাটা ব্যবহার করে সব ধরনের কাজ ভালোভাবে করা সম্ভব হচ্ছিল। ইন্টারনেট বিঘ্নিত সমস্যাটি নিয়ে প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো রাজনৈতিক ইস্যু নিয়ে সিস্টেমের এরকম সমস্যা তৈরি করা হয়েছে কিন্তু যখন নিউজ চ্যানেলে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাই তখন আমার কাছে বিষয়টি ক্লিয়ার হয়।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
DYING_S0UL
|
|
October 27, 2023, 05:51:22 AM Last edit: October 27, 2023, 06:16:48 AM by DYING_S0UL |
|
ভাই আজকে কেউ বাজারে গেছিলেন? আমি তো তব্দা খেয়ে গেছি জিনিসের দাম শুনে। দুই দিন আগে একটা পোস্টে বলেছিলাম আলু কেজি ৫০ টাকা, আর আজকে কিনলাম ৫৫ টাকা দরে। হাসবো না কাদবো বুঝতেছিনা। মানে আলুর মতো সাধারণ জিনিস কেমনে ৫৫ টাকা হতে পারে? কেমনে ভাই, হিসাব আমি বুঝতেছিনা। চাল, ডাল, পিয়াজ, তেল এগুলোর দাম আগে থেকেই আকাশছোঁয়া ছিল, এগুলোর দাম বৃদ্ধির ২-১ টা কারন ছিল। বাট আলু কেমনে ৫৫ টাকা হয়? কিছু টুকটাক বাজার বাকি ছিল, ৫০০ টাকা নিয়ে গেছিলাম, মাত্র ৪ টা আইটেম কিনতে পারছি, লল। মাঝে মাঝে ভাবি এসব কি কারোর চোঁখে পড়ে না?! মধ্যবিত্তদের কথা বাদই দিলাম, যারা একেবারেই নিম্নবিত্ত, যা দুবেলা সামান্য আলু ভর্তা ডাল ভাত খেয়ে বেঁচে থাকে তাদের কি একটা অবস্থা এখন। গরিবের পেটে লাথি মারার বিষয়টা সরকারের কাছে সাধারণ বিষয় হয়ে গেছে। তারা বাজার নিয়ন্ত্রনে একেবারে ব্যর্থ। পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বড়বড় কথা ঝাড়ে, বাট সামান্য বাজার নিয়ন্ত্রনে আনতে পারেনা। আপনাদের দিকে বাজারের পরিস্থিতি কেমন? আমরা এমন একটা দেশে বাস করি যাকে বলা হয়, মাছে ভাতে বাঙালি। মাছ তো দূরের কথা ভাতও জুটতেছেনা অনেকের।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
October 27, 2023, 06:05:07 AM |
|
আসলে জেই বিল্ডিং এ আগুন ধরেছে তার ১০ম তলাতে ব্যাকআপ তারা রেখেছিলো এখোন দেখার বিষয় পুরো সিস্টেম যদি পুরে যায় তাইলে সময় লাগবে অনেক, আর যদি ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে সবকিছু চালু করতে পারে তাহলে দ্রুতই সাভাবিক হয়ে যাবে। এই ব্যাক আপ থাকার ব্যাপারটা কতোটা সত্য জানি না। তবে যেটা জানি সেটা হলো বাংলাদেশি কোম্পানিগুলো ব্যাক আপ রাখার ব্যাপারে একবারেই উদাসিন। আর যতোদূর জানি বিল্ডিং এর কয়েকটা ফ্লোর এ আগুন ছড়িয়ে গেছে ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে। ১০-১১-১২-১৩ এগুলোতেই সম্ভবত সবচাইতে বেশি আগুন ছড়িয়েছে। ব্যাকআপ যদি নষ্ট না হয়ে থাকে, তাহলে তো ভালো। তবে সারভার রান করার প্রওয়াজনীয় সব প্রোডাক্ট এই মুহুর্তে বাংলাদেশে পাবে বলে মনে হয় না। অঅর বিল্ডিং মেরামত করা ছাড়া এগুলো কিছুই করা সম্ভব নয়। বাংলাদেশে তো তদন্তের নাম করেই ১ মাস একটা যায়গা তালা মেরে রাখে। ভাই ভ্যাট এবং ট্যাক্স ফাকি দেয়া অনেক সহজ হয়, কয়েক বছর আগে একটা বিল্ডিং এ আগুন ধরেছিলো নিউজ দেখছিলাম এক বিল্ডিং এই ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান ছিলো।
আর এতে করে মরলে সব একসাথেই মরে। সাথে সাথে পুরো দেশের কোমড় ভেঙ্গে দেয়। ব্যাক আপ আছে কিন্তু অজানা কারনে প্রশাসন এখোনো ভবনটির এ্যাক্সেস কাউকে দেয়নি, মানে সেখানে কেউ যেতে পারছেনা, যেহেতু সার্ভার স্টেশন আরো আছে তাই অন্য সার্ভার স্টেশন এর সাথে মাইগ্রেট করে কানেক্টেড করা খুব বেশি জটিল বলে মনে হয়না। তবে আপনার সাথে আমি একমত যে একটা বিল্ডিং এর উপরে সবার নির্ভরশীল হওয়া মোটেও ভালো কোনো লক্ষন না। যখন যাবে তখন সবকিছু নিয়েই যাবে।
|
|
|
|
Z_MBFM
|
|
October 27, 2023, 06:41:38 AM |
|
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange. আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে। এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত
সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানেই আমি মনে করি আপনার ফান্ডগুলো অন্য কারো দ্বারা কন্ট্রোলকৃত। সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে যখন ফান্ড রাখবেন তখন সেটা আর শুধু আপনার ফান্ড থাকেনা। তাই বলবো যদি লং টার্মের জন্য হোল্ডিং এর প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে এই সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে ডলার বা অন্য কোন কারেন্সি হোল্ড করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ব্যবহার করা সবচাইতে উত্তম, কারণ এটার কন্ট্রোল শুধু একমাত্র আপনার নিকটই থাকবে। কারণ কথায় আছে নট ইওর কিস(চাবি) নট ইওর ওয়ালেট(ফান্ড)। হ্যা আমরা Binance, Kucoin এর মতো এক্সচেঞ্জারগুলারে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এগুলো অনেক বড় কোম্পানি এবং বিশ্বস্ত এটা সত্য কিন্তু যদি কোন কারনে এই কোম্পানিগুলো ব্যাংকক্রাফ্ট হয় তাহলে সবাই বিপদে পড়বে কারণ এসব সেন্ট্রালাইসড এক্সচেঞ্জে কোন কিছু হোল্ড করলে তা হবে অন্যের হাতে রেখে দেওয়া। আর এক্সচেঞ্জারগুলো আমাদের দেশের ব্যাংকের মতো। যতদিন ব্যাংক থাকবে ততদিন আপনার টাকা থাকবে আর ব্যাংক দেউলিয়া হলে আপনার টাকা শেষ। তবে ব্যাংকের ক্ষেত্রে তাদের একটা ইন্সুরেন্স থাকে বা বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু রিজার্ভ থাকে আর এই ক্ষেত্রে যদি কোন ব্যাংক দেউলিয়া হয় তাহলে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের কিছু ক্ষতিপূরণ দেব। কিন্তু এসব এক্সচেঞ্জারগুলা নিয়ন্ত্রণের জন্য কোন কেন্দ্রীয় এক্সচেঞ্জার নেই তাই এগুলোকে পুরোপুরি বিশ্বাস করা যাবে না। আর নিজের ডলারগুলো নিরাপদে রাখতে অবশ্যই এমন কোনো ওয়ালেট ব্যবহার করতে হবে যার সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে থাকবে যেমন ডিসেনট্রালাইসড ওয়ালেট, হার্ডওয়্যার ওয়ালেট এগুলা। আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
এই ইন্টারনেট সমস্যার জন্য গতকালকে রাত্রে ফোরামে ঢুকতে পারিনাই। তবে আমার এখানে আমার ওয়াইফাই লাইন কিছুটা অদ্ভুত আচরণ করছে আমার ডিভাইসে দেখাইছে যে আমার ওয়াইফাইতে ইন্টারনেট নাই অথচ ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইমো এগুলো ঠিকই চলছে কিন্তু গুগলের কোনকিছুই চলেলাই কোন কিছু ব্রাউজিং করা যায় নাই youtube চলে নাই। রাত্রে এরকমই ছিল কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর দেখি সবকিছু আবার ঠিক হইছে এখন কোন সমস্যা হইতেছে না আমার এই জায়গায়
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 574
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
October 27, 2023, 06:49:33 AM Last edit: October 27, 2023, 08:08:13 AM by 2Pizza410000BTC |
|
ভাই আজকে কেউ বাজারে গেছিলেন? আমি তো তব্দা খেয়ে গেছি জিনিসের দাম শুনে। দুই দিন আগে একটা পোস্টে বলেছিলাম আলু কেজি ৫০ টাকা, আর আজকে কিনলাম ৫৫ টাকা দরে। হাসবো না কাদবো বুঝতেছিনা। মানে আলুর মতো সাধারণ জিনিস কেমনে ৫৫ টাকা হতে পারে? কেমনে ভাই, হিসাব আমি বুঝতেছিনা। চাল, ডাল, পিয়াজ, তেল এগুলোর দাম আগে থেকেই আকাশছোঁয়া ছিল, এগুলোর দাম বৃদ্ধির ২-১ টা কারন ছিল। বাট আলু কেমনে ৫৫ টাকা হয়? কিছু টুকটাক বাজার বাকি ছিল, ৫০০ টাকা নিয়ে গেছিলাম, মাত্র ৪ টা আইটেম কিনতে পারছি, লল। মাঝে মাঝে ভাবি এসব কি কারোর চোঁখে পড়ে না?! মধ্যবিত্তদের কথা বাদই দিলাম, যারা একেবারেই নিম্নবিত্ত, যা দুবেলা সামান্য আলু ভর্তা ডাল ভাত খেয়ে বেঁচে থাকে তাদের কি একটা অবস্থা এখন। গরিবের পেটে লাথি মারার বিষয়টা সরকারের কাছে সাধারণ বিষয় হয়ে গেছে। তারা বাজার নিয়ন্ত্রনে একেবারে ব্যর্থ। পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বড়বড় কথা ঝাড়ে, বাট সামান্য বাজার নিয়ন্ত্রনে আনতে পারেনা। আপনাদের দিকে বাজারের পরিস্থিতি কেমন? আমরা এমন একটা দেশে বাস করি যাকে বলা হয়, মাছে ভাতে বাঙালি। মাছ তো দূরের কথা ভাতও জুটতেছেনা অনেকের। ভাই সারা বাংলাদেশে বাজারের অবস্থা একই রকম। যে আলু একটা সময় ৩ টাকা থেকে ৫ টাকা কেজি কেনা যেত সেই আলু এখন ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শুধু আলু নয় জীবনে প্রয়োজনীয় সব কিছুর দাম আকাশ সমান হয়ে গেছে। দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। আমাদের মত মধ্যবিত্ত এবং অভাবীদের বর্তমানে ভালো কিছু কেনার সাধ্য চলে গেছে। দেশে এমন পরিস্থিতি থাকলে মানুষ কেমনে চলবে সবাই এখন দিশেহারা হয়ে গেছে। একজন মানুষের ইনকাম আগের লেভেলে রয়ে গেছে কিন্তু দ্রব্যমূলের অর্ধগতি আকাশছোঁয়া হয়ে গেছে। এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে গরিব মানুষেরা না খেয়ে মরবে। সরকারি দল বলে আমাদের দেশ ইউরোপ আমেরিকার মতো উন্নতি হয়ে গেছে কই আমাদের দেশ ইউরোপ আমেরিকার মত উন্নতি হয়েছে? আমার ভাবতেই অবাক লাগে আমাদের দেশ কিভাবে এতটা উন্নতি লাভ করেছে।
|
|
|
|
synchronym
|
|
October 27, 2023, 06:57:39 AM |
|
ভাই আজকে কেউ বাজারে গেছিলেন? আমি তো তব্দা খেয়ে গেছি জিনিসের দাম শুনে। দুই দিন আগে একটা পোস্টে বলেছিলাম আলু কেজি ৫০ টাকা, আর আজকে কিনলাম ৫৫ টাকা দরে। হাসবো না কাদবো বুঝতেছিনা। মানে আলুর মতো সাধারণ জিনিস কেমনে ৫৫ টাকা হতে পারে? কেমনে ভাই, হিসাব আমি বুঝতেছিনা। চাল, ডাল, পিয়াজ, তেল এগুলোর দাম আগে থেকেই আকাশছোঁয়া ছিল, এগুলোর দাম বৃদ্ধির ২-১ টা কারন ছিল। বাট আলু কেমনে ৫৫ টাকা হয়? কিছু টুকটাক বাজার বাকি ছিল, ৫০০ টাকা নিয়ে গেছিলাম, মাত্র ৪ টা আইটেম কিনতে পারছি, লল। মাঝে মাঝে ভাবি এসব কি কারোর চোঁখে পড়ে না?! মধ্যবিত্তদের কথা বাদই দিলাম, যারা একেবারেই নিম্নবিত্ত, যা দুবেলা সামান্য আলু ভর্তা ডাল ভাত খেয়ে বেঁচে থাকে তাদের কি একটা অবস্থা এখন। গরিবের পেটে লাথি মারার বিষয়টা সরকারের কাছে সাধারণ বিষয় হয়ে গেছে। তারা বাজার নিয়ন্ত্রনে একেবারে ব্যর্থ। পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বড়বড় কথা ঝাড়ে, বাট সামান্য বাজার নিয়ন্ত্রনে আনতে পারেনা। আপনাদের দিকে বাজারের পরিস্থিতি কেমন? আমরা এমন একটা দেশে বাস করি যাকে বলা হয়, মাছে ভাতে বাঙালি। মাছ তো দূরের কথা ভাতও জুটতেছেনা অনেকের। ভাই আফসোস করে লাভ নাই যখন কোন দ্রব্যমূলের দাম একবার বৃদ্ধি পায় সহজে ওই জিনিসের দাম আর কমে না দিন যত যাচ্ছে আস্তে আস্তে জিনিসপত্রের দাম গুলো বেড়ে যাচ্ছে। এতে করে আমাদের মত সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমি একটা বাস্তব চিত্র তুলে ধরছি আমি আজকে বাজার করতে গেছিলাম হঠাৎ করে দেখে একটা মুরুব্বী চাচা সেও বাজার করছে। প্রথমে চাচা দোকানদারকে জিজ্ঞেস করল ফুলকপির দাম কত আলুর দাম কত মোটামুটি সব তরকারির দাম জিজ্ঞেস করল তারপরে চাচা কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে চাচা হাফ কেজি লতা কিনলো হাফ কেজি আলু কিনলো। চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি আর কিছু কিনবেন না সে উত্তর দিল বাবা আমার কাছে টাকা নেই আমার হঠাৎ করে বুকের ভিতরটা কেমন করে যেন উঠলো তখন আমি চাচাকে বললাম আসেন চাচা আমার সাথে। আমি বাসার জন্য একটা মুরগি কিনলাম চাচা কেউ একটা মুরগি কিনে দিলাম চাচা অনেক খুশি হল আমার জন্য অনেক দোয়া করলো। তখন আমি বুঝতে পারলাম যে একজন নিম্নবিত্ত ফ্যামিলির মানুষের সংসার পরিচালনা করা অনেক কষ্টকর তারা হয়তো মাসের পর যায় তারা মাছ মাংস খেতে পারে না।
|
|
|
|
AirtelBuzz
|
|
October 27, 2023, 08:33:11 AM |
|
ভাই আজকে কেউ বাজারে গেছিলেন? আমি তো তব্দা খেয়ে গেছি জিনিসের দাম শুনে। দুই দিন আগে একটা পোস্টে বলেছিলাম আলু কেজি ৫০ টাকা, আর আজকে কিনলাম ৫৫ টাকা দরে। হাসবো না কাদবো বুঝতেছিনা। মানে আলুর মতো সাধারণ জিনিস কেমনে ৫৫ টাকা হতে পারে? কেমনে ভাই, হিসাব আমি বুঝতেছিনা। চাল, ডাল, পিয়াজ, তেল এগুলোর দাম আগে থেকেই আকাশছোঁয়া ছিল, এগুলোর দাম বৃদ্ধির ২-১ টা কারন ছিল। বাট আলু কেমনে ৫৫ টাকা হয়? কিছু টুকটাক বাজার বাকি ছিল, ৫০০ টাকা নিয়ে গেছিলাম, মাত্র ৪ টা আইটেম কিনতে পারছি, লল। মাঝে মাঝে ভাবি এসব কি কারোর চোঁখে পড়ে না?! মধ্যবিত্তদের কথা বাদই দিলাম, যারা একেবারেই নিম্নবিত্ত, যা দুবেলা সামান্য আলু ভর্তা ডাল ভাত খেয়ে বেঁচে থাকে তাদের কি একটা অবস্থা এখন। গরিবের পেটে লাথি মারার বিষয়টা সরকারের কাছে সাধারণ বিষয় হয়ে গেছে। তারা বাজার নিয়ন্ত্রনে একেবারে ব্যর্থ। পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বড়বড় কথা ঝাড়ে, বাট সামান্য বাজার নিয়ন্ত্রনে আনতে পারেনা। আপনাদের দিকে বাজারের পরিস্থিতি কেমন? আমরা এমন একটা দেশে বাস করি যাকে বলা হয়, মাছে ভাতে বাঙালি। মাছ তো দূরের কথা ভাতও জুটতেছেনা অনেকের। ভাই এখন আর আগের প্রভাদ খাটবে না আগে প্রবাদ ছিল " মাছে ভাতে বাঙালি।" এখন প্রবাদ হবে "না খেয়ে থাকা বাঙালি" নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারদর এতটা বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের কেনার সামর্থ্য হচ্ছে না সাধারণত আলু এবং বেগুন। বেগুন কত সপ্তাহে আমাদের এলাকার একটি হাটে দাম ছিল ৯০ টাকা কেজি। তবে সেই দিন আলুর দাম ৫০ টাকা কেজি ছিল। আমার কাছে একটা বিষয় আশ্চর্য লাগল যে, মাছের বাজারে গেছি মাছ কেনার জন্য এক মাছআলা কে জিজ্ঞেস করলাম তেলাপিয়া কত করে। মাছআলা আমাকে বলল যে, তেলাপিয়া মাছ কেজি ২৬০ টাকা করে। কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো তখন ওইখান থেকে রাগ করে চলে এসেছি এবং হাসির কথা কি বলবো এক ডজন ডিম কিনেছি মাছের পরিবর্ত। ডিম কিনতে এসে ও ঝামেলা দেখি ডিম হালি প্রতি 56 টাকা। দেশ কতটা রসাতলে গেলে এরকম হতে পারে। ভাই সারা বাংলাদেশে বাজারের অবস্থা একই রকম। যে আলু একটা সময় ৩ টাকা থেকে ৫ টাকা কেজি কেনা যেত সেই আলু এখন ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শুধু আলু নয় জীবনে প্রয়োজনীয় সব কিছুর দাম আকাশ সমান হয়ে গেছে। দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। আমাদের মত মধ্যবিত্ত এবং অভাবীদের বর্তমানে ভালো কিছু কেনার সাধ্য চলে গেছে। দেশে এমন পরিস্থিতি থাকলে মানুষ কেমনে চলবে সবাই এখন দিশেহারা হয়ে গেছে। একজন মানুষের ইনকাম আগের লেভেলে রয়ে গেছে কিন্তু দ্রব্যমূলের অর্ধগতি আকাশছোঁয়া হয়ে গেছে। এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে গরিব মানুষেরা না খেয়ে মরবে। সরকারি দল বলে আমাদের দেশ ইউরোপ আমেরিকার মতো উন্নতি হয়ে গেছে কই আমাদের দেশ ইউরোপ আমেরিকার মত উন্নতি হয়েছে? আমার ভাবতেই অবাক লাগে আমাদের দেশ কিভাবে এতটা উন্নতি লাভ করেছে।
আলু ৩ থেকে ৫ টাকা কেজি কেনা যায়তো সেটা অনেক আগে হয়তো ২০০১ অথবা ২০০২ সালের দিকে। আমি ১২ থেকে ১৩ টাকা কেজি করে আলু খেয়েছি। বর্তমানের বাজার দর দেখে খুবই খারাপ লাগে আর মনে মনে বলি কোন দেশে বাস করি আমরা। সরকার বাংলাদেশকে উন্নত করা কথা বলে চিল্লাইলেও আমাদের দেশের মানুষ বুঝতে পারছে যে এ দেশে দুর্ভিক্ষ হতে আর বেশি দেরি নেই। মানুষের বেঁচে থাকার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন সেই সব জিনিসপত্রের দাম দুই গুণ বৃদ্ধি পেয়েছে। মাঝে মাঝে দেখা যায় কোন কিছুর দাম 5 টাকা কমলে তারপরের সপ্তাহ 10 টাকা বৃদ্ধি পেয়েছে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Shishir99
|
|
October 27, 2023, 09:27:25 AM |
|
আপনারা কি গ্লোবাল থ্রেড গুলো চেক করেন না? বা বাংলাদেশ থ্রেড এ কি নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো চেক করেন না? কোনো যায়গা থেকে সরাসরি কপি পেষ্ট করে পোষ্ট করার কারনে এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আপনারা নিউজ শেয়ার করে সেখানে নিজের কোনো মতামত শেয়ার করছেন না। এই যে শুধু কপি পেষ্ট করে যাচ্ছেন, এত করে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। আপনাকে সবাই স্প্যামার বলে ধরে নিচ্ছে। এধরনের অভ্যাস পরিবর্তন করা অত্যান্ত জরুরী। কোনো নতুন একাউন্ট বা জুনিয়র রা নিউজ কপি পেষ্ট করতে দেখলে সবার আগে মাথায় একটা ব্যাপারই আসে যে এরা মেরিট ফার্মিং করার জন্য নিউজ কপি পেষ্ট করছে এবং এরা কোনো প্রকার ডিসকাশনে জয়েন করার কোনো জেনুইন ইনটারেষ্ট নাই। আপনারা এগুলো বন্ধ করেন, অন্যথায় আমি নিজেই নিউট্র্যাল মেরে মেরে অস্থির করে দেবো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
AirtelBuzz
|
|
October 27, 2023, 09:58:05 AM |
|
বিস্তারিত জানতে এই লিংক থেকে দেখে নিন এটিও এখান থেকেই নেওয়া। https://www.[Suspicious link removed] আপনারা কি গ্লোবাল থ্রেড গুলো চেক করেন না? বা বাংলাদেশ থ্রেড এ কি নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো চেক করেন না? কোনো যায়গা থেকে সরাসরি কপি পেষ্ট করে পোষ্ট করার কারনে এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আপনারা নিউজ শেয়ার করে সেখানে নিজের কোনো মতামত শেয়ার করছেন না। এই যে শুধু কপি পেষ্ট করে যাচ্ছেন, এত করে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। আপনাকে সবাই স্প্যামার বলে ধরে নিচ্ছে। এধরনের অভ্যাস পরিবর্তন করা অত্যান্ত জরুরী। কোনো নতুন একাউন্ট বা জুনিয়র রা নিউজ কপি পেষ্ট করতে দেখলে সবার আগে মাথায় একটা ব্যাপারই আসে যে এরা মেরিট ফার্মিং করার জন্য নিউজ কপি পেষ্ট করছে এবং এরা কোনো প্রকার ডিসকাশনে জয়েন করার কোনো জেনুইন ইনটারেষ্ট নাই। আপনারা এগুলো বন্ধ করেন, অন্যথায় আমি নিজেই নিউট্র্যাল মেরে মেরে অস্থির করে দেবো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। ভাই নিউজ শেয়ার করা কি অপরাধ নতুন তো তাই বুঝতে পারছি না। অন্যের লেখা চুরি করা বা কপি পেস্ট করা সমান অপরাধ।
আমাগো বাংলাদেশের কয়েকদিন থেকেই ওয়াইফাই এবং ফোনের ইন্টারনেট সমস্যা করছে। এমনকি বিভিন্ন সার্ভার ও সমস্যা করছে যেমন ধরুন google chrom ইত্যাদি। এই সমস্যার জন্য দায়ী মূলত রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগ। রাজধানীর মহাখালী খাজা টাওয়ার একটি পূর্ণাঙ্গ টেলিকম হাব। এতে রয়েছে অসংখ্য ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মুঠোফোন কোম্পানির ডাটা সেন্টার। এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় দেশের ৭০ শতাংশ প্রযুক্তি সার্ভার. মহাখালী খাজা টাওয়ার সংযুক্ত এলাকার মানুষদের খুবই সাবধানে এবং নিরাপদে চলাফেরা করতে বলা হয়েছে কারণ সেখানে বৈদ্যুতিক তার যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার ফলে মানুষ যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য সতর্ক করা হয়েছে। সেই খাজা টাওয়ারে আগুন লাগায় হয়তো আমাদের এলাকাসহ সারা ঢাকা বিভাগ জুড়ে সবার নেট সমস্যা করছে এবং বিভিন্ন সার্ভারে প্রবলেম দেখাচ্ছে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
|