HelliumZ
|
|
October 19, 2023, 03:09:35 AM |
|
কাউকে সাহায্য করলে নিজের কখনো জ্ঞান কমে না। তাই ভাই কারো কোনো সাহায্য বা আপনার কোনো ইনফরমেশন এ যদি কারো ভালো হয় তাহলে দয়া করে সেই জিনিসটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন। যারা @Hhampuz এর বাঊন্টি Ethernity Cloud করছিলা প্রায় ২ বছর আগে শেষ হয়েছে, সেই ক্যাম্পেইন এর ETNY টোকেন এই সপ্তাহের শেষে ETNY To ECLD তে Swapp করতে পারবেন। তাই যাদের কাছে আছে তারা একটু খোজ রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাউন্টি লিংক এবং তাদের অফিসিয়াল গ্রুপ লিংক নিচে দিয়ে দিচ্ছি। Bounty Link :- https://bitcointalk.org/index.php?topic=5366916.0Group Link :- https://t.me/ethernitycloudশুভ কামনা সবার জন্য। হামপুজ আবার বাউন্টি ম্যানেজ করেছে। হ্যাঁ নিঃসন্দেহে একটি উপকারী পোষ্ট কেননা অনেকেই অতীতে বাউন্টি করেছিল কিন্তু তারা হয়তো এখন বিরত রয়েছে। নতুন আপডেট আসলে তারা নাও জানতে পারে । এই পোস্টের মাধ্যমে আমরা এই প্রজেক্ট এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারব এবং এক্সচেঞ্জ লিস্ট হবে কি হবে না এটাও জানতে পারবো। অফ টপিকএটা সত্যি কথা যে, এক সময় পাকিস্তান এবং ভারতের খেলা মানে বাংলাদেশ টানটান উত্তেজনা অনুভব করত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি উত্তেজনা অনুভব করে ভারত-বাংলাদেশের খেলায়। "পাকিস্তান এবং ভারতের খেলায় উত্তেজনাটা এখন আর আগের মত নাই।" পাকিস্তান-বাংলাদেশ বা বাংলাদেশ-ভারতের খেলাই বেশি উত্তেজনা অনুভব করে মানুষ। আজকে সে কাঙ্খিত বাংলাদেশ ভারত ম্যাচ। এই ম্যাচে অনেক উত্তেজনা বিরাজ করবে কেননা বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশ সাপোর্ট করবেই পাশাপাশি পাকিস্তানি সাপোর্টাররাও বাংলাদেশকে সাপোর্ট করবে। অস্ট্রেলিয়ার সাপোর্টার ও বাংলাদেশকে সাপোর্ট করবে কেননা অস্ট্রেলিয়া ইতিমধ্যে ভারতের সাথে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে অনেক অবনমিত অবস্থায় রয়েছে। ইংল্যান্ডেও একই সাথে ইন্ডিয়ার পরাজয় চাইবে এটাই স্বাভাবিক। সুপার4 পয়েন্ট টেবিলে রেংকিং এ থাকতে হলে উপরের দলগুলো দুর্বল দলগুলোর সাথে পরাজিত হলেই কেবল সম্ভব।
|
|
|
|
Bd officer
|
|
October 19, 2023, 03:34:40 AM |
|
জানি না এই বিষয়ে এখানে পোস্ট করা উচিত হবে কিনা? আমি কয়েক দিন হলো বিয়ে করেছি, গ্লোবালে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই। আমি আমার স্ত্রীকে বিটকয়েন সম্পর্কে শিখিয়েছি এবং তাকে কিছু বিটকয়েন উপহার দিয়েছি। যাইহোক আমার স্ত্রীকে বিটকয়েন শেখানোর সময় তিনি বিটকয়েন এর লগো দেখেছিলেন। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন মেয়েদের কাজ কী? এবং এক পর্যায়ে আমাকে উপহার দেওয়ার জন্য বিটকয়েনের লগো দিয়ে পকেট রুমাল বানানের উৎসাহ জাগে। আমার আর কী করার কথা না শুনলে তো । আমি তাকে তার প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। এক পর্যায়ে রুমাল বানিয়ে ফেলেছেন । আমি আমার স্ত্রীর এই রকম উপহার পেয়ে মুগ্ধ হয়েছি। যদিও এখন পকেট রুমাল এর ব্যবহার নেই। তবুও স্ত্রীর বানানো উপহার পকেটে রাখা লাগবে।
|
|
|
|
DT_MEMBER
Newbie
Offline
Activity: 14
Merit: 1
|
|
October 19, 2023, 04:19:25 AM |
|
জানি না এই বিষয়ে এখানে পোস্ট করা উচিত হবে কিনা? আমি কয়েক দিন হলো বিয়ে করেছি, গ্লোবালে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই। আমি আমার স্ত্রীকে বিটকয়েন সম্পর্কে শিখিয়েছি এবং তাকে কিছু বিটকয়েন উপহার দিয়েছি। যাইহোক আমার স্ত্রীকে বিটকয়েন শেখানোর সময় তিনি বিটকয়েন এর লগো দেখেছিলেন। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন মেয়েদের কাজ কী? এবং এক পর্যায়ে আমাকে উপহার দেওয়ার জন্য বিটকয়েনের লগো দিয়ে পকেট রুমাল বানানের উৎসাহ জাগে। আমার আর কী করার কথা না শুনলে তো । আমি তাকে তার প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। এক পর্যায়ে রুমাল বানিয়ে ফেলেছেন । আমি আমার স্ত্রীর এই রকম উপহার পেয়ে মুগ্ধ হয়েছি। যদিও এখন পকেট রুমাল এর ব্যবহার নেই। তবুও স্ত্রীর বানানো উপহার পকেটে রাখা লাগবে।
সত্যিই আপনি অনেক ভাগ্যবান। কারণ এরকম বউয়ের হাতে গিফট কয়জনেই বা পায়। আপনার যে রকম এখন অনুভূতি হচ্ছে যাদের বউ নেই তাদের হয়তো এরকম অনুভূতি হচ্ছে না। আপনার স্ত্রীর কারুশিল্পের দক্ষতা অনেক ভালো তা আপনাকে দেওয়া এই রুমাল দেখে বোঝা যাচ্ছে।
|
|
|
|
synchronym
|
|
October 19, 2023, 05:27:46 AM |
|
কাউকে সাহায্য করলে নিজের কখনো জ্ঞান কমে না। তাই ভাই কারো কোনো সাহায্য বা আপনার কোনো ইনফরমেশন এ যদি কারো ভালো হয় তাহলে দয়া করে সেই জিনিসটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন। যারা @Hhampuz এর বাঊন্টি Ethernity Cloud করছিলা প্রায় ২ বছর আগে শেষ হয়েছে, সেই ক্যাম্পেইন এর ETNY টোকেন এই সপ্তাহের শেষে ETNY To ECLD তে Swapp করতে পারবেন। তাই যাদের কাছে আছে তারা একটু খোজ রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাউন্টি লিংক এবং তাদের অফিসিয়াল গ্রুপ লিংক নিচে দিয়ে দিচ্ছি। Bounty Link :- https://bitcointalk.org/index.php?topic=5366916.0Group Link :- https://t.me/ethernitycloudশুভ কামনা সবার জন্য। হামপুজ আবার বাউন্টি ম্যানেজ করেছে। হ্যাঁ নিঃসন্দেহে একটি উপকারী পোষ্ট কেননা অনেকেই অতীতে বাউন্টি করেছিল কিন্তু তারা হয়তো এখন বিরত রয়েছে। নতুন আপডেট আসলে তারা নাও জানতে পারে । এই পোস্টের মাধ্যমে আমরা এই প্রজেক্ট এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারব এবং এক্সচেঞ্জ লিস্ট হবে কি হবে না এটাও জানতে পারবো। অফ টপিকএটা সত্যি কথা যে, এক সময় পাকিস্তান এবং ভারতের খেলা মানে বাংলাদেশ টানটান উত্তেজনা অনুভব করত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি উত্তেজনা অনুভব করে ভারত-বাংলাদেশের খেলায়। "পাকিস্তান এবং ভারতের খেলায় উত্তেজনাটা এখন আর আগের মত নাই।" পাকিস্তান-বাংলাদেশ বা বাংলাদেশ-ভারতের খেলাই বেশি উত্তেজনা অনুভব করে মানুষ। আজকে সে কাঙ্খিত বাংলাদেশ ভারত ম্যাচ। এই ম্যাচে অনেক উত্তেজনা বিরাজ করবে কেননা বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশ সাপোর্ট করবেই পাশাপাশি পাকিস্তানি সাপোর্টাররাও বাংলাদেশকে সাপোর্ট করবে। অস্ট্রেলিয়ার সাপোর্টার ও বাংলাদেশকে সাপোর্ট করবে কেননা অস্ট্রেলিয়া ইতিমধ্যে ভারতের সাথে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে অনেক অবনমিত অবস্থায় রয়েছে। ইংল্যান্ডেও একই সাথে ইন্ডিয়ার পরাজয় চাইবে এটাই স্বাভাবিক। সুপার4 পয়েন্ট টেবিলে রেংকিং এ থাকতে হলে উপরের দলগুলো দুর্বল দলগুলোর সাথে পরাজিত হলেই কেবল সম্ভব। আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।
|
|
|
|
cryptoWODL
|
|
October 19, 2023, 05:51:56 AM |
|
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা তারা নেট রান রেটে অনেক পিছিয়ে রয়েছে। আজকে পয়েন্ট টেবিল লক্ষ্য করে দেখলাম বাংলাদেশ ৬ নাম্বারে রয়েছে। ESPNcricinfo তবে আজকের ম্যাচে বাংলাদেশ ফেভারিট দল হিসেবে মাঠে নামবে তার অন্যতম কারণ হলো তারা এশিয়া কাপে ভারতকে হারিয়েছে এমনকি তার আগে একটি সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। আমরা অবশ্যই চাই বাংলাদেশ আজকে জয়লাভ করুক এবং পয়েন্ট টেবিলের নিচের স্থান শক্তপোক্ত করুক। ESPNcricinfo
|
| | . Duelbits | │ | | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | ██████████████████████████████████████████████████████ . PLAY NOW . ██████████████████████████████████████████████████████ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | |
|
|
|
HelliumZ
|
|
October 19, 2023, 06:12:06 AM |
|
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা তারা নেট রান রেটে অনেক পিছিয়ে রয়েছে। আজকে পয়েন্ট টেবিল লক্ষ্য করে দেখলাম বাংলাদেশ ৬ নাম্বারে রয়েছে। ESPNcricinfo তবে আজকের ম্যাচে বাংলাদেশ ফেভারিট দল হিসেবে মাঠে নামবে তার অন্যতম কারণ হলো তারা এশিয়া কাপে ভারতকে হারিয়েছে এমনকি তার আগে একটি সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। আমরা অবশ্যই চাই বাংলাদেশ আজকে জয়লাভ করুক এবং পয়েন্ট টেবিলের নিচের স্থান শক্তপোক্ত করুক। ESPNcricinfo বাংলাদেশের মিরপুর কে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য বলা হয়। এখানে অস্ট্রেলিয়া ,ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ,ওয়েস্ট ইন্ডিজ ,শ্রীলঙ্কা ,ভারত, পাকিস্তানসহ আরো অনেক দল সিরিজ পরাজিত হয়ে গেছে। তাই মিরপুরের রেজাল্ট নিয়ে এবারের বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করা সম্ভব হবে না। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে পরাজিত করা কখনো সহজ হবে না বরং একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের জন্য। যেখানে পাকিস্তানের মত দল সামান্য 191 রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার মত একটি দল ১৯৯ রানে আউট হয়ে যাচ্ছে। হয়তো তাদের চেয়ে একটু ভালো খেলবে কিন্তু ইন্ডিয়াকে হারানোর মতো দল বিশেষ করে এবারের বিশ্বকাপের আসরে সম্ভব হবে না। যদিও পরিসংখ্যানে মোট বাংলাদেশ ও ভারত 40 বারের মতো দেখা হয়েছে 31 বার ইন্ডিয়া জিতেছে এবং বাংলাদেশ মোট আটটিতে জিতেছে। বাকি একটি খেলা কোন ফলাফল হয়নি । বিশ্বকাপের আসরে বাংলাদেশের সাথে ভারতের চারবার দেখা হয়েছে তিনবার ভারত জয়লাভ করেছে এবং একবার বাংলাদেশ জয়লাভ করেছে। যেবার বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল সেই বছর ভারতে ক্রিকেটারদের চরমভাবে অপমানিত করা হয়েছিল এবং ক্রিকেট ভক্তদের এতটাই আক্রমণাত্মক দেখা গিয়েছিল যে ক্রিকেটারদের বাড়ি পর্যন্ত প্রশাসনের লোক দিয়ে পাহারা দেওয়া হয়েছিল। ঠিক এই পুনরাবৃত্তি যদি ভারতের মাটিতে বাংলাদেশের সাথে ঘটে তাহলে কি ফলাফল আসতে পারে একটু ভেবে দেখুন। আমরা ভক্তরা যতই বাংলাদেশকে নিয়ে জয়ের স্বপ্ন দেখি না কেন ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে সেটা সম্ভব হচ্ছে না।
|
|
|
|
SPARE
Jr. Member
Offline
Activity: 77
Merit: 6
|
|
October 19, 2023, 06:52:02 AM |
|
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন - - অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
- ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
- কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
- মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
|
|
|
|
roksana.hee
|
|
October 19, 2023, 07:20:01 AM |
|
আজকের এই ম্যাচটা বাংলাদেশের জেতা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জন্য। তাই সারা বাংলাদেশসহ, পাকিস্তান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সবার আজ মনের দাবী বাংলাদেশের জয়জয়কার। সেই সাথে সাকিবুল হাসানের জন্য সুবর্ণ সুযোগ বিরাট কোহলিকে টপকাইয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করা।
|
|
|
|
Bitcoin_people
|
|
October 19, 2023, 07:48:49 AM |
|
জানি না এই বিষয়ে এখানে পোস্ট করা উচিত হবে কিনা? আমি কয়েক দিন হলো বিয়ে করেছি, গ্লোবালে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই। আমি আমার স্ত্রীকে বিটকয়েন সম্পর্কে শিখিয়েছি এবং তাকে কিছু বিটকয়েন উপহার দিয়েছি। যাইহোক আমার স্ত্রীকে বিটকয়েন শেখানোর সময় তিনি বিটকয়েন এর লগো দেখেছিলেন। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন মেয়েদের কাজ কী? এবং এক পর্যায়ে আমাকে উপহার দেওয়ার জন্য বিটকয়েনের লগো দিয়ে পকেট রুমাল বানানের উৎসাহ জাগে। আমার আর কী করার কথা না শুনলে তো । আমি তাকে তার প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। এক পর্যায়ে রুমাল বানিয়ে ফেলেছেন । আমি আমার স্ত্রীর এই রকম উপহার পেয়ে মুগ্ধ হয়েছি। যদিও এখন পকেট রুমাল এর ব্যবহার নেই। তবুও স্ত্রীর বানানো উপহার পকেটে রাখা লাগবে।
আকর্ষণীয়, সত্যি বলতে এই হাতের কাজটি দেখতে সুন্দর দেখাচ্ছে সবাইকে মগ্ন করবে। আমি দেখে সত্যিই আশ্চর্য হয়েছি যে এত সুন্দর করে আপনার স্ত্রী এই রুমালটি তৈরি করেছে। যাইহোক যেহেতু আপনি গ্লোবাল একটি পোস্ট করেছেন আপনার স্ত্রীকে বিটকয়েন উপহার দিয়েছেন এটা ভাল একটি উদ্যোগ আমি মনে করি। যেহেতু আপনি কয়েকদিন যাবত বিয়ে করেছেন তাই আপনার হয়তো এটি খুবই ভালো লেগেছে আপনার স্ত্রীকে বিটকয়েন উপহার দিয়ে তবে আমি আশা করব আপনার স্ত্রীকে আরো ভালোভাবে বিটকয়েন শিক্ষা গ্রহণ করা এটা ভালো হবে। আপনার স্ত্রী যেহেতু এই মুহূর্তে বিটকয়েন সম্পর্কে জেনেছে এবং হয়তো ভবিষ্যতে ভালো খ্যাতি অর্জন করতে পারবে তাই আপনি তাকে শিক্ষা দিতে পারেন বিটকয়েনের সকল বিষয়। যাইহোক আপনার এই রুমালটি যত্নে রাখা উচিত যেহেতু আপনার ভালবাসার মানুষ যাকে নিয়ে আপনি সারা জীবন পার করবেন সে কষ্ট করে বানিয়ে দিয়েছে এটি অবশ্যই আপনার সঙ্গে রাখা উচিত। তাছাড়া আপনাদের স্ত্রী আছে উপহার দেওয়ার লোক আছে কিন্তু আমরা তো সিঙ্গেল ভাই আমাদের কোন কিছু দেওয়ার লোক নাই।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
October 19, 2023, 07:58:33 AM |
|
শুভ কামনা রইলো @DYING_S0UL ভাই আপনার জন্যে পরিশেষে আপনিও ফুল মেম্বার হয়ে গেছেন। ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আরো কিছু ভালো মেম্বার পাবো।
|
|
|
|
Learn Bitcoin
|
|
October 19, 2023, 11:02:39 AM |
|
ক্রিপ্টো রিলেটেড ছাড়াও অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছে কয়েকদিন ধরে কিন্তু তবুও বাংলাদেশ থ্রেড এ পোস্ট করতে পারছি না। কখন আবার আমার পোস্ট ও ডিলেট হয়ে যায়। আজকে সকালে ফিলিস্তিনের অনেক গুলো ভিডিও দেখে খুব খারাপ লাগছিলো। প্রথমেই খুজেছি বিটকয়েনের মাধ্যমে কোনোভাবে সেখানে ডোনেশন পাঠানো যায় কি না। কিন্তু তেমন কিছু খুজে পাই নি। আবার ভেবে দেখলাম এগুলো কতোটা রিলাইয়েব্ল হবে সেটাও জানি না। হতে পারে স্ক্যামার রা ফিলিস্তিনের নাম করে বিটকয়েন এড্রেস দিয়ে রাখবে। তারপর খোজ শুরু করলাম বাংলাদেশে ফিলিস্তিনের এম্বাসির এড্রেস যাদের মাধ্যমে ডোনেশন দেয়া যাবে। আর পেয়েও গেলাম তাদের ব্যাংক হিসাব। আপনারা যদি ডোনেশন পাঠাতে চান তবে এইগুলো ব্যাবহার করে ডোনেশন পাঠাতে পারেন। Official mobile financial services: 1. Bkash account – 01937791254 (Merchant account – Make Payment Option or Donation Option) 2. Nagad account – 01937791254 (Merchant account – Payment Option or Donation Option) 3. Upay account – 01937791254 (Merchant account – Payment Option) 4. Tap account: 01937791254 (Merchant account – Payment Option or Donation Option) Or Bank details: Account Number: 1804017746 Account Name: Embassy of the State of Palestine, Dhaka Bank Name: Commercial Bank of Ceylon PLC, Gulshan Branch, Bangladesh Swift Code: CCEYBDDH Routing Number: 080261722 তথ্য গুলো ফারাজ করিম চৌধুরীর ফেইসবুক পেইজ থেকে নেয়া। আমি আমার সাধ্য মতো চেস্টা করেছি। আপনার যদি ফিলিস্তিনের ভাই বোন দের জন্য একটু ও মায়া হয়, দয়া করে সাধ্যমতো ডোনেট করবেন। আজকে যদি কেউ আল্লাহর জন্য রোজা রেখে থাকেন, আমার পক্ষ থেকে আপনাকে অনেক বেশি ধন্যবাদ!
|
|
|
|
roksana.hee
|
|
October 19, 2023, 11:28:55 AM |
|
@DYING_S0UL, বাংলা কমিউনিটিকে সমৃদ্ধ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
|
|
|
|
DYING_S0UL
|
|
October 19, 2023, 12:05:04 PM |
|
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Synonyms
Jr. Member
Offline
Activity: 33
Merit: 4
|
|
October 19, 2023, 12:16:44 PM |
|
ভাই এগুলো খুবই হৃদয়বিদারক ঘটনা এই ভিডিওটা যাদের হার্ট দুর্বল তারা দেখবেন না। যুগের পর যুগ ফিলিস্তিনের মানুষরা ইসরাইলি শয়তানি ইহুদীদের কাছে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। ইজরাইলরা এমনি পাপিষ্ট যে তারা নির্বিচারে শিশু বৃদ্ধ যুবক সবাইকে হত্যা করে। শুধু আল আকসা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিনেরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। তাদের কাছে তাদের জীবনের থেকে আল আকসা মসজিদ রক্ষা করা বড়। আমাদের সবারই উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। এমনকি তাদের জন্য প্রার্থনা করা।
|
|
|
|
Fuso.hp
|
|
October 19, 2023, 12:43:01 PM |
|
জানি না এই বিষয়ে এখানে পোস্ট করা উচিত হবে কিনা? আমি কয়েক দিন হলো বিয়ে করেছি, গ্লোবালে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই। আমি আমার স্ত্রীকে বিটকয়েন সম্পর্কে শিখিয়েছি এবং তাকে কিছু বিটকয়েন উপহার দিয়েছি। যাইহোক আমার স্ত্রীকে বিটকয়েন শেখানোর সময় তিনি বিটকয়েন এর লগো দেখেছিলেন। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন মেয়েদের কাজ কী? এবং এক পর্যায়ে আমাকে উপহার দেওয়ার জন্য বিটকয়েনের লগো দিয়ে পকেট রুমাল বানানের উৎসাহ জাগে। আমার আর কী করার কথা না শুনলে তো । আমি তাকে তার প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। এক পর্যায়ে রুমাল বানিয়ে ফেলেছেন । আমি আমার স্ত্রীর এই রকম উপহার পেয়ে মুগ্ধ হয়েছি। যদিও এখন পকেট রুমাল এর ব্যবহার নেই। তবুও স্ত্রীর বানানো উপহার পকেটে রাখা লাগবে। আপনি আপনার বউকে বিটকয়েন উপহার দিয়েছেন এবং আপনার বউ আপনাকে উপহার হিসেবে পকেট রুমালের মধ্যে বিটকয়েন লোগো এমব্রয়ডারি করে আপনাকে উপহার দিয়েছে বিষয়টি সত্যি অন্যরকম। যাই হোক আপনি আপনার বউয়ের দেওয়া উপহার পকেটে করে নিয়ে ঘুরতে পারবেন। আজকের এই ম্যাচটা বাংলাদেশের জেতা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জন্য। তাই সারা বাংলাদেশসহ, পাকিস্তান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সবার আজ মনের দাবী বাংলাদেশের জয়জয়কার। সেই সাথে সাকিবুল হাসানের জন্য সুবর্ণ সুযোগ বিরাট কোহলিকে টপকাইয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করা। সাকিব আল হাসানের সামনে সুযোগ ছিল বিরাট কোহলি কে টপকে যাওয়ার কিন্তু ইনজুরির কারণে তিনি ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেনি। ইংল্যান্ড প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ পরাজিত হয়েছে এবং বাংলাদেশ প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ পরাজিত হয়েছে এবং আজকে তাদের চতুর্থ খেলা চলমান আছে। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশে প্রথম ইনিংসে যে রান করেছে তাতে নিশ্চিত ভাবে বাংলাদেশ এই ম্যাচে পরাজিত হতে চলেছে কারণ যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটে এভারেজ স্কোর ৩০০ প্লাস। আজকের এই ম্যাচে বাংলাদেশ পরাজিত হলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া পরবর্তী ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পদোন্নতি করতে পারবে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Dimitri94
|
কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।
কপি ট্রেডিং হচ্ছে মুলত এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ব্যবহারকারীকে নিজ থেকে ট্রেড করতে হয়না। মুলত যারা ট্রেড করতে না পারেন কিংবা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু ভালো প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে ভালো একজন ট্রেডারকে কপি করতে পারেন। এতে করে সেই ট্রেডারের গৃহীত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকবে। নিজ থেকে আপনার, ট্রেড করার কোনও প্রয়োজন নেই। উৎসআপনি এই পোস্ট লক্ষ্য করলে বিস্তারিত জানতে পারবেনফোরামের প্রিভিয়াস কিছু আলোচনায় চোখ বুলাচ্ছিলাম সেখানে আমাদের মাঝে এক ভাই @DYING_S0UL (ভাইকে অভিনন্দন ফুলমেম্বার র্যাংক অর্জন এবং ফোরামে কন্সট্রাকটিভ আলোচনায় ভাল কন্ট্রবিউশন রাখার জন্য) তার একটি প্রশ্নের দিকে হঠাৎ চোখ পরে যায়। তিনি জানতে চেয়েছিলেন কপি ট্রেডিং সম্পর্কে ইতমধ্যে @cryptoWODL ভাই ভাল একটি রিপ্লাই দিয়েছে। বর্তমান সময়ে কপি ট্রেডিং এর বেশ জনপ্রিয়তা বেড়েছে এবং ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন প্লাটফরমেই কপি ট্রেডিং নিয়ে নানা আলোচনা চলছে। হয়তো নতুন অনেকেই এখনো বিষয়টি জানে না তাদের উদেশ্য লেখার চেস্টা করলাম। কপি ট্রেডিং কি?কপি ট্রেডিং হল এমন একধরনের ট্রেড কে বুঝায় যেই ট্রেডে সাধারনত অন্য কোন ব্যেক্তিদ্বারা কোন ট্রেডকে কপি করা হয়। অর্থাৎ একজন ব্যেক্তি ট্রেড করছে তাকে আপনি ফলো করছেন। তিনি যেই সব ট্রেড গুলো নিচ্ছেন কপি ট্রেডিং এর মাধ্যমে অটোমেটিকালি আপনার সেই সব ট্রেড নেওয়া হচ্ছে। তিনি যদি তার ট্রেডে লাভাবান হন তাহলে আপনিও লাভবান হবেন। বিপরীতে তার লস হলে আপনারও লস হবে। এখানে আপনাকে সামান্য পরিমান চার্য ধার্য করা হবে। যদি কোন প্লাটফরমে 10 শতাংশ নেয় তাহলে আপনি 90 শতাংশ প্রফিট পাবেন। এটি একটি ট্রেডিং চার্য হিসেবে মনে করতে পারেন। কিভাবে কপি ট্রেড করা যায়? কপি ট্রেড করা খুবই সহজ একটি কাজ। বিশেষ করে যাদের বাইন্যান্স একাউন্ট আছে তারা অবশ্যই কপি ট্রেডিং করার একটি অপশন খুজে পাবেন। যার মাধ্যমে আপনি কপি ট্রেড করতে পারেন। সাধারন আপনার বাইন্যান্স মোবাইল এপ্লিকেশনটি অন করার পর ফিউচার অপশনটিতে ক্লিক করলেই উপরের ডান কর্নারে কপি ট্রেডিং অপশনটি খুজে পাবেন। সেখানে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ি ট্রেডিং করার সুবিধা পাবেন। কপি ট্রেডিং এর কিছু সুবিধা # কপি ট্রেডিং এর মাধ্যমে একজন ট্রেডার ট্রেডিং সম্পর্কে আইডিয়া না থাকলেও তিনি কোন অভিজ্ঞ ট্রেডারকে ফলো করার মাধ্যমে লাভবান হতে পারেন। অনঅভিজ্ঞ হলেও বভিষ্যতে একজন ভাল ট্রেডার হয়ে উঠতে পারেন। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনি সেই ট্রোডারকে কিভাবে ফলো করছেন। যদি তার ট্রেডিং পজিশন এবং ট্রেডিং এর সময় এবং অন্যান্য কারন গুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করতে পারেন তাহলে সহজেই সফল ট্রেডার হওয়ার সম্ভাবনা থাকে। # কপি ট্রেডিং এর মাধ্যমে আপনি আপনার সময় সেভ করতে পারেন কারন আপনাকে ট্রেড নিতে কোন গবেষনা করতে হবে না। যাকে কপি করবেন তারই গবেষনা করতে হবে। ফলে আপনার কোন সময়েরও অপচয় হবে না। # আপনি বিভিন্ন ট্রেডারের বিভিন্ন কৌশল সম্পর্কেও জানতে পারবেন। এর কিছু অসুবিধাও রয়েছে যা অবশ্যই মনে রাখা উচিত# কপি ট্রেডিং করলে সেখানে ঝুকি বিদ্যমান থাকে। যাকে কপি করা হচ্ছে তার উপর নির্ভর করতে হবে। তিনি লস করছেন আপনার লস স্বীকার করে নিতে হবে। # যেহেতু কপি ট্রেডিং করতে হলে আপনাকে নির্দিস্ট পরিমান চার্য দিতে হয় সেহেতু স্বাভাবিকভাবেই আপনাকে লাভের কিছুটা ছাড় দিতে হবে। কপি ট্রেডিং এর ভাল এবং মন্দ বিচার করে একজন ট্রেডারকে সীধান্ত নিতে হবে যে এটি তার জন্য উপযুক্ত কি না? যদি তিনি মনে করেন এটি তার জন্য একটি ভাল অপারচুনিটি তাহলে তিনি কপি ট্রেডিং শুরু করতে পারেন। যে কোন ট্রেডিংয়ে ঝুকি আছে তাই ট্রেডারকে অবশ্যই ঝুকি স্বীকারই করেই উদ্যোগ নিতে হবে। কপি ট্রেডিং শুরু করার আগে অবশ্যই যাকে কপি করার চিন্তা করছেন তার ট্রেডিং সক্রান্ত ডাটা গুলি ভালভাবে পর্যবেক্ষন করতে হবে। পাশাপাশি আপনি যেই পরিমান অর্থ হারাতে প্রস্তুত সেই পরিমান অর্থ সেখানে রাখতে পারেন। আমি কাউকে কপি ট্রেডিং এর জন্য পরামর্শ দিচ্ছি না তবে যদি কেউ কপি ট্রেডিং করার ইচ্ছা পোষন করেন তাহলে উক্ত বিষয়গুলো বিবেচনা করে সীধান্ত নিতে পারেন।
|
|
|
|
cryptoWODL
|
যদিও এটা অনেক দিনের পুরনো পোস্ট তারপরও আজকে আমি রিপ্লাই করছি কারণ Z_MBFM বলেছিল যে, আপনি কি এটা ট্রাই করছেন যেটা আপনি নিজে ট্রাই করে দেখেননি সেটা কেন অন্যকে সাজেস্ট করেন? বাংলাদেশ থেকে বিনান্সের Copy Trade করা যায় না।
আমি বলতে চাই আজকে আমি আমার Binance exchange ঢোকার পর Futures অপশনে ক্লিক করার পর Copy Trading এ ক্লিক করি এবং সেখানে গিয়ে Copy লেখায় ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করে। বাংলাদেশে এখন Copy Trading বৈধ করা হয়েছে তার অন্যতম উদাহরণ হচ্ছে এই ছবিটা। যদি বাংলাদেশে Copy Trading বৈধ না হতো তাহলে এই পেজে নিয়ে আসতো না। তারপরও @Z_MBFMআপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন যে বাংলাদেশে আসলে এটি বৈধ হয়েছে কিনা।
|
| | . Duelbits | │ | | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | ██████████████████████████████████████████████████████ . PLAY NOW . ██████████████████████████████████████████████████████ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | |
|
|
|
Z_MBFM
|
|
October 19, 2023, 02:14:45 PM |
|
যদিও এটা অনেক দিনের পুরনো পোস্ট তারপরও আজকে আমি রিপ্লাই করছি কারণ Z_MBFM বলেছিল যে, আপনি কি এটা ট্রাই করছেন যেটা আপনি নিজে ট্রাই করে দেখেননি সেটা কেন অন্যকে সাজেস্ট করেন? বাংলাদেশ থেকে বিনান্সের Copy Trade করা যায় না।
আমি বলতে চাই আজকে আমি আমার Binance exchange ঢোকার পর Futures অপশনে ক্লিক করার পর Copy Trading এ ক্লিক করি এবং সেখানে গিয়ে Copy লেখায় ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করে। বাংলাদেশে এখন Copy Trading বৈধ করা হয়েছে তার অন্যতম উদাহরণ হচ্ছে এই ছবিটা। যদি বাংলাদেশে Copy Trading বৈধ না হতো তাহলে এই পেজে নিয়ে আসতো না। তারপরও @Z_MBFMআপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন যে বাংলাদেশে আসলে এটি বৈধ হয়েছে কিনা। আপডেট রাখার জন্য ধন্যবাদ। রিসেন্টলি বিনান্স এটা চালু করছে। আমি যেদিন পোস্ট করছিলাম সেদিন পর্যন্তও বাংলাদেশের জন্য copy Trading বন্ধ ছিল। তবে আজকে আপনার এই পোস্ট দেখার পর আমি আবারও বিনান্সে ঢুকে দেখলাম copy trading সত্যিই বাংলাদেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটা অনেকটাই ভালো সুযোগ একজন এক্সপার্ট ট্রেডারকে ফলো করে বটের মাধ্যমে অটোমেটিক ট্রেড করার। তবে এখানেও রিস্ক থাকে লস হবার। তাই এখানে টাকা ইনভেস্ট করার আগে একাধিকবার চিন্তা করা উচিত। তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত যে copy trading করা উচিত কিনা
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Crypto Library
|
|
October 19, 2023, 03:07:54 PM |
|
ক্রিপ্টো রিলেটেড ছাড়াও অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছে কয়েকদিন ধরে কিন্তু তবুও বাংলাদেশ থ্রেড এ পোস্ট করতে পারছি না। কখন আবার আমার পোস্ট ও ডিলেট হয়ে যায়। আজকে সকালে ফিলিস্তিনের অনেক গুলো ভিডিও দেখে খুব খারাপ লাগছিলো। প্রথমেই খুজেছি বিটকয়েনের মাধ্যমে কোনোভাবে সেখানে ডোনেশন পাঠানো যায় কি না। কিন্তু তেমন কিছু খুজে পাই নি। আবার ভেবে দেখলাম এগুলো কতোটা রিলাইয়েব্ল হবে সেটাও জানি না। হতে পারে স্ক্যামার রা ফিলিস্তিনের নাম করে বিটকয়েন এড্রেস দিয়ে রাখবে। তারপর খোজ শুরু করলাম বাংলাদেশে ফিলিস্তিনের এম্বাসির এড্রেস যাদের মাধ্যমে ডোনেশন দেয়া যাবে। আর পেয়েও গেলাম তাদের ব্যাংক হিসাব। আপনারা যদি ডোনেশন পাঠাতে চান তবে এইগুলো ব্যাবহার করে ডোনেশন পাঠাতে পারেন। ~~
কিছুই বলার নাই ভাই, আপনার এই পোস্ট যে ডিলিট হবে না এখনো গ্যারান্টি দিতে পারতেছি না। এটা শুধুমাত্র ফিলিস্তিন দেখেই এর জায়গায় অন্য কোন দেশ বা সম্প্রদায় থাকলে ইতিমধ্যেই দেখতে পেয়ে যেতেন বড় কোন মেম্বার দ্বারা ডোনেশনের জন্য টপিক ক্রিয়েট করা হয়েছে। যাই হোক আমি ফারাজ করিমের পোস্টগুলোকে ফলো করতেছি এটি আমার চোখে আগেও এসেছিল। তারপরও আপনাকে ধন্যবাদ আবার এটাকে এখানে উল্লেখ করার জন্য। আশা করি এখান থেকেও কিছুটা সাহায্য পাবে তারা। রিসেন্টলি বিনান্স এটা চালু করছে। আমি যেদিন পোস্ট করছিলাম সেদিন পর্যন্তও বাংলাদেশের জন্য copy Trading বন্ধ ছিল। তবে আজকে আপনার এই পোস্ট দেখার পর আমি আবারও বিনান্সে ঢুকে দেখলাম copy trading সত্যিই বাংলাদেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটা অনেকটাই ভালো সুযোগ একজন এক্সপার্ট ট্রেডারকে ফলো করে বটের মাধ্যমে অটোমেটিক ট্রেড করার। তবে এখানেও রিস্ক থাকে লস হবার। তাই এখানে টাকা ইনভেস্ট করার আগে একাধিকবার চিন্তা করা উচিত। তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত যে copy trading করা উচিত কিনা
আমার কথা হল ট্রেডিংই পারি না আবার ফিউচার ট্রেডিং। ব্যক্তিগতভাবে আসলে আমার ফিউচার ট্রেডিংকে আগে থেকেই কেন জানি ভালো লাগেনা, এই জন্য ছোটখাট যা ট্রেডিং করি সব স্পট ট্রেডিংই হয়ে থাকে। যাইহোক কপি ট্রেডিং করলে প্রাথমিকভাবে আমরা মূলত লিডার বোর্ডে যারা প্রথম সাড়িতে থাকে তাদেরকে বেশি ফলো করি। যেহেতু প্রথম দিকে অবস্থান করে তারা তাই বলে যে এখানে রিস্ক থাকবে না এমন কোন কিন্তু কথা নেই। ট্রেডিং করতে গেলে যে সব সময় লাভ হয় তা কিন্তু নয় এটা সবার ক্ষেত্রে সে যতই লিডার বোর্ডে উপরে থাকুক না কেন। তাই আমি বলব কপি ট্রেডিং করলেও নজর রাখা উচিত সবসময় ট্রেড টি কখন কোন অবস্থায় রয়েছে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Spark22
Jr. Member
Offline
Activity: 462
Merit: 2
|
|
October 19, 2023, 04:04:16 PM |
|
প্রশ্ন : কিভাবে নিজের ওয়ালেট হ্যাক হওয়ার হাত থেকে সংরক্ষণ করব? আজকাল চারিদিকে শুধুমাত্র হ্যাকিং এর জয় জয় কার। সেখানেই যায় সেখানেই শুনি এর ওয়ালেট হ্যাক হয়ে গেছে ওর ওয়ালেট হ্যাক হয়ে গেছে। তাই নিজের ওয়ালেট কীভাবে হ্যাক হওয়ার হাত থেকে সংরক্ষণ করব এ সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার ছোট জ্ঞানের ভান্ডারে যা আছে, যতটুকু সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে সেটুকুই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সর্বপ্রথমে আপনাকে একটা কঠিন পাসওয়ার্ড সেট করতে হবে। যদি আপনি সেই পাসওয়ার্ডটা ভুলে যেতে লাগেন তাহলে আপনি সেই পাসওয়ার্ডটা কোনো জায়গায় লিখে রাখতে পারেন। নিজের ওয়ালেটের পিন, পাসওয়ার্ড, রিকোভার ফ্রেজ, প্রাইভেট চাবি, সিড ফ্রেজ ইত্যাদি কোনো কারো সাথে শেয়ার করবেন না। নিজের ওয়ালেটের পিন, পাসওয়ার্ড, রিকোভার ফ্রেজ, প্রাইভেট চাবি, সিড ফ্রেজ ইত্যাদি নিরাপদ এবং নিজের কাছে বেকআপ রাখার জন্য কোনো খাতায় লিখে রাখবেন। পেপার ওয়ালেট, হার্ডওয়ার ওয়ালেট, কোল্ড স্টোরেজ ইত্যাদির মতো সিকিউর মেথোড ব্যবহার করবেন। আপনার ওয়ালেটের সফটওয়্যার ভারশোন আপডেট রাখতে হবে। এটা করলে আপনার সিকিউরিটি আরো উন্নত হবে। আপনার ওয়ালেটের এক্সেসের জন্য বিশ্বস্ত নেটওয়ার্ক ব্যবহার করেন। পাবলিক ওয়াইফাই, হটস্পট ইত্যাদি নেটওয়ার্ক এড়িয়ে চলুন। আপনার ওয়ালেটের সিকিউরিটি নিয়মিত চেক করেন। আপনার ওয়ালেটটা শুধুমাত্র একটা ডিভাইসে ব্যবহার করেন। কখনো একাধিক ডিভাইসে ব্যবহার করবেন না। আপনার ওয়ালেটের এক্সেসের জন্য টু ফেক্টোর অথেন্টিকেশন (2FA) চালু করেন। এটা আপনার ওয়ালেটকে আনঅথোরাইজ এক্সেস থেকে রক্ষা করবে। আপনি আপনার ওয়ালেটের পাসওয়ার্ড প্রতিদিন পাল্টাতে পারেন। আপনাকে প্রতিদিন আপনাট ওয়ালেটের খবরাখবর নিতে হবে। এই উপায়গুলি অনুসরণ করে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট সুরক্ষিত রাখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষার জন্য ব্যক্তিগত দ্বিধান্ত সুরক্ষা মেনে আপনাকে আপনার ওয়ালেট ব্যবহার করতে হবে। মনে রাখবেন ক্রিপ্টোকারেন্সির জগতে আপনার ওয়ালেটের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ওয়ালেট অ্যাক্সেস হারান, তাহলে আপনি স্থায়ীভাবে আপনার জমানো অর্থ হারাতে পারেন। সর্বদা সতর্কতা অবলম্বন করুন এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিন।
আপনার ওয়ালেট নিয়মিত আপডেট দেওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন। ১. আপনার মোবাইলের প্লে ইস্টোর এপসে ঢুকুন। ২. তারপর আপনার প্রোফাইলে ক্লিক করুন এবং Manage apps and device বাটনে চাপুন। ৩. Updates available বাটনে ক্লিক করুন এবং Update All এ ক্লিক করুন। এরপরে সব এপস আপডেট হওয়া শুরু করবে। কিছুক্ষণ পরে সব এপস আপডেট হয়ে যাবে।
|
|
|
|
|