AirtelBuzz
|
 |
November 09, 2023, 11:27:39 AM Merited by fillippone (1) |
|
PGP
ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো। দুঃখিত আমি আসলে এ সম্পর্কে বেশি কিছু জানিনা তাই পিজিবি বিষয়টা কি সেটা জানতে চেয়েছিলাম? আপনি যদি ভাই একটু কষ্ট করে অলরেডি কোট করা পোস্টে ক্লিক করতেন তাহলেই পেয়ে যেতেন যে PGB কি। আমাদের Learn Bitcoin এর আগে এটা নিয়ে একটি টিউটোরিয়াল করেছে সেটি আমি আবার কোট করে দিলাম। পিজিপি কি?পিজিপিএর ফুল ফরম হলো প্রিটি গুড প্রাইভেসি। এটা এমন একটা টেকনোলোজি যেটা ব্যাবহার করে আপনি নির্দিষ্ট কাউকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে পারবেন। এই ম্যাসেজ সেই নির্দিষ্ট ব্যাক্তি বা ফিংগারপ্রিন্ট হোল্ডার ব্যাতিত অন্য কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। পিজিপি কোনো গুরুত্বপূর্ণ জানতে এই পোষ্ট টি পড়তে পারেন। এটা কি কোন কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে? আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ? উপরে Learn Bitcoin ভাইয়ের যে পোস্টটি কোট করেছি সেই পোস্টটি ভিজিট করলে দেখতে পাবেন অলরেডি সেখানে একটি সফটওয়্যার ( Gpg4win) ব্যবহার করার টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছেন। আর এটির মাধ্যমে আপনি মেসেজ থেকে শুরু করে ফাইল এনক্রিপশন এবং ডিক্রিপশন দুটি করতে পারবেন।  আমার জানা মতে এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার, এটি ওপেন পিজিবি এর স্ট্যান্ডার্ড ফলো করে। আর তাছাড়া এটি পিজিবি রিলেটেড সফটওয়্যার গুলোর মধ্যে জনপ্রিয় গুলির মধ্যে একটি, তাই আমার মনে হয় এটাতে ট্রাস্ট করা যেতে পারে। PGP মূলত ল্যাপটপ বা কম্পিউটার ডাউনলোড করা যায় মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করা যায় কিনা সেইটা আমি জানি না। @Learn Bitcoin ভায়ের পোস্ট পড়ে এবং তার ইনস্ট্রাকশন মোতাবেক PGP ডাউনলোড করার খুব চেষ্টা করি কিছুতেই পারি না তখন google এ সার্চ দেই। তারপর দেখি সেটা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করতে হবে। তখন নিজেই নিজেকে বোকা মনে হল। পিজিপি (প্রেটি গুড প্রাইভেসি) হল একটি ডিজিটাল ডেটা এনক্রিপশন প্রোগ্রাম যা 1997-2000 থেকে কম্পিউটার প্রফেশনালস ফর সোশ্যাল রেসপনসিবিলিটি (CPSR) এর বিশেষ পরিচালক ফিল জিমারম্যান তৈরি করেছিল। ফিল জিমারম্যান ডিজিটাল যুগের গোপনীয়তা সমস্যা সম্পর্কে সচেতনতা প্রচার করার জন্য PGP তৈরি করেছেন। নিজের গোপনীয়তা রক্ষা করা নতুন কিছু নয়। যাইহোক, ডিজিটাল ডেটা (ডাটাবেস, ই-মেইল এবং আরও অনেক কিছুর তথ্য) অ্যাক্সেস, আটকানো এবং নিরীক্ষণ করার সহজতার কারণে এটি আজ আরও জরুরি হয়ে উঠেছে আমাগো সবার কাছে। যারাই @Learn Bitcoin ভায়ের PGP টিউটোরিয়াল থেকে PGP শিখতে চান তাদের এই কয়েকটি দাপ অনুসরণ করা উচিত। ধাপ 1: পিজিপি ডাউনলোড করাধাপ 2: PGP সফ্টওয়্যারটি আনজিপ করা এবং ইনস্টল করা ধাপ 3: আপনার পাবলিক এবং প্রাইভেট PGP কী সেট আপ করা (তৈরি করা)ধাপ 4: আপনার পাসফ্রেজ পরিবর্তন করাধাপ 5: আপনার সর্বজনীন কী বিতরণ করাধাপ ৬: সার্টিফিকেট সার্ভারের মাধ্যমে আপনার সর্বজনীন কী উপলব্ধ করাধাপ 7: আপনার কীরিংয়ে অন্য কারো পাবলিক কী পাওয়া এবং যোগ করাধাপ 8: নিরাপদ ই-মেইল পাঠাতে এবং গ্রহণ করতে PGP এনক্রিপশন সফ্টওয়্যার ব্যবহার করেধাপ 9: আপনার সমস্ত ই-মেইল বার্তাগুলির একটি ব্যাকআপ, এনক্রিপ্ট করা, পাঠযোগ্য অনুলিপি সংরক্ষণ করতে আপনার ডিফল্ট পাবলিক কী ব্যবহার করাধাপ 10: PGP আপনার নিজের আনক্রিপ্ট করা ই-মেইলে স্বাক্ষর করাধাপ 11: ট্রাস্টের ওয়েব বুনন--অন্য কারো পাবলিক কী স্বাক্ষর করাধাপ 12: আপনার ব্যক্তিগত নথিগুলিকে সুরক্ষিত (এনক্রিপ্ট) করতে PGP এনক্রিপশন সফ্টওয়্যার ব্যবহার করাধাপ 13: আপনার ডিস্ক থেকে ফাইল মুছে ফেলার জন্য PGP ব্যবহার করেধাপ 14: দরকারী PGP বিকল্পগুলি সম্পর্কে আপনার জানা উচিত এইখানে বিস্তারিত
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Shishir99
|
 |
November 09, 2023, 12:22:01 PM |
|
ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি  ভাই আপনাকে দোষ দিতে যাবো কেনো, আপনি আমি তো ভবিষ্যত দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে তা জানি না। হয় এই ছোট বিনিয়োগ থেকে লাভবান হবো, আর না হয় কিছু ডলার লস খেয়ে যাবো বেশি পরিমানে তো আর বিনিয়োগ করতে যাচ্ছি না। তবে @LM ভাই আমাদের এই লোকাল থ্রেডের গর্ব এবং সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি, আমি মনে করে LM ভাইয়ের পরামর্শ পজিটিভ দিকে নিয়ে যাবে। @LM ভাই $১০০ দিয়ে শুরু করেছেন, আমি কিছু টা কমিয়ে বিনিয়োগ শুরু করতে যাচ্ছি। তবে আমি বর্তমানে কু-কয়েন ইউজ করতেছি, আমি কু কয়েন থেকে এনজিন কয়েন কেনার চিন্তা ভাবনা করছি। কু-কয়েন থেকে কেনা কেমন হবে?  উনি আরো বেশ আগেই ইনভেষ্ট করেছে যার কারনে উনি এখনই প্রফিটে আছে। তবে আমার মনে হয় ওনার টার্গেট লং টার্ম আর ম্যাসিভ গেইন করা। আমি ৩২০ টার মতো কয়েন কিনেছি গতকাল রাতে যেটর বায়িং প্রাইস পড়লো প্রায় ৩১ সেন্ট। আপাতত আমিও ১০০ ডলারের কিনলাম। যদি আরেকটু ডাউন হয়, তবে আরো ৫০ ডলারের কেনার প্ল্যান আছে। ভেবে দেখেন যদি এখান থেকে পেছনের বুল রানের অল টাইম হাই ক্রস করে, তাহলে প্রায় ২০ গুন প্রফিট দেবে যার মানে দাড়ায় ১০০ ডলার দিয়ে ২০০০ ডলার প্রফিট। যাইেোক, এতা বেশি আশা করতে চাই না। তবে সবার মনে মনে একটা টার্গেট সেট করা তো আছেই। আগামী ২ সপ্তাহ পরে আরেকটু ইনভেষ্ট করবো। আপাতত বিটকয়েন নেটওয়্যার্কের জ্যাম খুবই বিরক্তিকর লাগছে।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
synchronym
|
 |
November 09, 2023, 12:47:39 PM |
|
২০২৪ সালে আপনারা বিটকয়েন আবস্থা কেমন হবে বলে মনে করছে? এখন বর্তমান সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটিভাবে স্টেবল হচ্ছে। এই দ্বারা অবহ্যাত থাকলে ২০২৪ সালের বিটকয়েনের অবস্থা কেমন হতে পারে বলে মনে করেন? আর এই দ্বারা অব্যহত থাকবে কি না থাকবে না এটা নিয়েও আপনার মন্তব্য শেয়ার করবেন।
মার্কেট সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, আজকে মার্কেট যে অবস্থায় রয়েছে ভবিষ্যতে মার্কেট কেমন অবস্থা যাবে এরকম কোন নিশ্চয়তা নাই তবে মার্কেটের গতিবিধি অনুযায়ী কিছুটা ধারণা করা যায় যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কেমন হতে পারে। বিটকয়েনের মার্কেট আপনি বলেছেন স্টাবল অবস্থায় রয়েছে কিন্তু মার্কেট স্টাবল অবস্থায় নেই বরং বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার এর মধ্যে অবস্থান করছে এবং গত রাতে আমি দেখেছি বিটকয়েনের মূল্য ৩৬ হাজার ডলার অতিক্রম করেছে। অর্থাৎ বিটকয়েনের মার্কেট প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তনশীল। মার্কেট যদি আপনি ভালভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মার্কেটের ক্যান্ডেলগুলো নিয়মিত উঠানামা করছে অর্থাৎ কখনোই ক্যান্ডেল গুলো স্থির অবস্থায় থাকে না। ২০২৩ সালের শেষের দিকে আমরা রয়েছি, শেষের দিকটা যদি পজিটিভ ভাবে শেষ হয় তাহলে ২০২৪ সালের শুরুর দিকটা বিটকয়েনের জন্য ভালো হতে পারে। ২০২৪ সালে মার্কেট যদি ৪৫ হাজার ডলার থেকে 50000 ডলার এর মধ্যে অবস্থান করে তাহলে আমি মনে করব সেটা বিটকয়েনের জন্য খুবই পজেটিভ একটি দিক। ভাই এটা সত্যি কথা যে বিটকয়েন বাজার সম্পর্কে নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারবে না কারণ বিটকয়েনের বাজার পরিবর্তনশীল। বর্তমান বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার অবস্থান করছে মাঝে মাঝে উঠানামা করছে। বিটকয়েনের বাজার কোমশই পরিবর্তনশীল হচ্ছে তাই এখন যদি আমি বিটকয়েনে আরো কিছু অর্থ ইনভেস্ট করতে চাই তাহলে কি আমার জন্য এটা ঠিক হবে?
|
|
|
|
cryptoWODL
|
 |
November 09, 2023, 01:28:51 PM |
|
উনি আরো বেশ আগেই ইনভেষ্ট করেছে যার কারনে উনি এখনই প্রফিটে আছে। তবে আমার মনে হয় ওনার টার্গেট লং টার্ম আর ম্যাসিভ গেইন করা। আমি ৩২০ টার মতো কয়েন কিনেছি গতকাল রাতে যেটর বায়িং প্রাইস পড়লো প্রায় ৩১ সেন্ট। আপাতত আমিও ১০০ ডলারের কিনলাম। যদি আরেকটু ডাউন হয়, তবে আরো ৫০ ডলারের কেনার প্ল্যান আছে। ভেবে দেখেন যদি এখান থেকে পেছনের বুল রানের অল টাইম হাই ক্রস করে, তাহলে প্রায় ২০ গুন প্রফিট দেবে যার মানে দাড়ায় ১০০ ডলার দিয়ে ২০০০ ডলার প্রফিট। যাইেোক, এতা বেশি আশা করতে চাই না। তবে সবার মনে মনে একটা টার্গেট সেট করা তো আছেই। আগামী ২ সপ্তাহ পরে আরেকটু ইনভেষ্ট করবো। আপাতত বিটকয়েন নেটওয়্যার্কের জ্যাম খুবই বিরক্তিকর লাগছে।
আমিও বিনিয়োগ করেছি ভাই আপনার মত তবে আমি মাত্র ৫০ ডলার এর মত কিনেছি। দেখা যাক কি হয়, তবে আমি আমার নিজের বুদ্ধিতে এবং নিজের জ্ঞানে কিনেছি কারো উৎসাহে বা পরামর্শে নয়। আমি এই কয়েনটি কিনেছি প্রায় ০.০৩০৬৬ দামে। আশা করি কিছুটা pro ফিট পেতে পারি।  ভাই এটা সত্যি কথা যে বিটকয়েন বাজার সম্পর্কে নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারবে না কারণ বিটকয়েনের বাজার পরিবর্তনশীল। বর্তমান বিটকয়েনের মার্কেট ৩৪ হাজার ডলার থেকে ৩৬ হাজার ডলার অবস্থান করছে মাঝে মাঝে উঠানামা করছে। বিটকয়েনের বাজার কোমশই পরিবর্তনশীল হচ্ছে তাই এখন যদি আমি বিটকয়েনে আরো কিছু অর্থ ইনভেস্ট করতে চাই তাহলে কি আমার জন্য এটা ঠিক হবে?
সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন আবার নাও করতে পারেন। বিটকয়েনে বিনিয়োগ করার একটা সুবিধা হল যে, মার্কেট একটু Dump হলে সেটা আবার দ্রুত রিকভার হয়ে যায়। আমার মনে হয় যে আল্ট কয়েন গুলো থেকে বিটকয়েন বিনিয়োগ করাই নিরাপদ এবং ভালো।
|
| | . Duelbits | │ | | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | ██████████████████████████████████████████████████████ . PLAY NOW . ██████████████████████████████████████████████████████ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | |
|
|
|
Fuso.hp
|
 |
November 09, 2023, 04:38:47 PM |
|
আমি বিটকয়েনে আরো কিছু অর্থ ইনভেস্ট করতে চাই তাহলে কি আমার জন্য এটা ঠিক হবে?
বিনিয়োগ করার সিদ্ধান্ত আপনার নিজেকে নিতে হবে, আপনি হয়তো নিয়মিতই মার্কেটের অস্থিরতা দেখে থাকবেন এবং এক মাসের ব্যবধানে বিটকয়েনের মূল্য কতটা পরিবর্তন হয়েছে তা হয়তো আপনি লক্ষ্য করেছেন, এসব পরিবর্তন দেখে আপনি যদি মনে করেন আপনি বিটকয়েনে বিনিয়োগ করবেন তাহলে আপনাকে বিটকয়েনে বিনিয়োগ স্বাগতম। বিনিয়োগের ঝুঁকি আপনাকে নিতে হবে, বিনিয়োগ করে অর্থ লাভ করলে যেমন আমরা তার ভাগ নিব না তেমনি বিনিয়োগ করে যদি আপনি অর্থ ক্ষতিগ্রস্ত হন তার দায়ভারও কিন্তু আমাদের নয়। যদি বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ থাকে এবং আপনি যদি বর্তমান সময় বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। বর্তমান মার্কেটে যদি বিনিয়োগ করতে চান তাহলে বিনিয়োগ করার পূর্বে আরও একবার মার্কেট ভালোভাবে পর্যবেক্ষণ করে নিবেন।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
2Pizza410000BTC
|
 |
November 09, 2023, 04:54:18 PM Last edit: November 09, 2023, 06:31:10 PM by 2Pizza410000BTC |
|
আমি কোন ফিন্যান্সিয়াল এডভাইস দেই না। কে কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনার নিজের জ্ঞান খরচ করে বিনিয়োগ করাই শ্রেয়। তাছাড়া, আমি একজন ব্যাড ট্রেডার বলতে পারেন। যার কারণে আমি শর্ট ট্রেড করিই না। আমার বিনিয়োগ প্ল্যান সবগুলোই দীর্ঘদিনের জন্য। আর দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে হলে যথেষ্ট সময় সবার দেয়া উচিত। অন্যের কথার উপর নির্ভর করে বিনিয়োগ নয়।
উপরের যে প্ল্যান আমি শেয়ার করেছি সেটাও কোন উপদেশ নয়। আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি। মুল্য ১০০ ডলার। এইটা লস হলেও আমার সমস্যা নাই।
ট্রেডিং বিষয়টি যেহেতু অর্থ সংশ্লিষ্ঠ এবং অধিক ঝুকিপুর্ণ তাই কেউই ইচ্ছাকৃতভাবে অন্যকে কোন প্রকার পরামর্শ দেয় না। তবে আপনি আমাদের লোকাল বোর্ডের একজন সম্মানিত এবং বিজ্ঞ সদস্য হিসেবে আপনার প্রতি অনেকেরই চাওয়া বেশি থাকতে পারে। ট্রেডিং ঝুকিপুর্ণ এবং আমরা যা মনে করি তা হল অর্থ যার ঝুকিও তার। তাই এটিকে বিরক্ত হিসেবে মনে না করে যদি মাঝে মাঝে কয়েকটি ট্রেডিং সংক্রান্ত পরামর্শ দেন তাহলে অবশ্যই সেটি ফলপ্রসু হতে পারে। ENJ কয়েন নিয়ে আপনার ট্রেডিংপরিকল্পনা সেটি অবশ্যই একটি ভাল সীধান্ত ছিল। বুল মার্কটে ট্রেডিং করা তুলনামুলক সহজ। কিন্তু নতুনদের ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞানের অভাবে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। যারা ক্রিপ্টো মার্কেটে দীর্ঘদিন যাবৎ পর্যবেক্ষন করেন এবং ট্রেডিং এর সাথে জরিত তারা বিষয় গুলো সম্পর্কে ভাল জানেন। আমরা কম বেশি প্রায়ই কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গিককোর মতো সাইট গুলো প্রায়ই দেখি। বিনিয়োগের জন্য সত্যিকার অর্থে আমাদের কোনটি পছন্দ করা উচিত তা আমরা অনেকেই নির্ধারন করতে পাারি না বিশেষ করে যারা ট্রেডিং এ নতুন। অনেকেই লোভে পরে এমন কিছু কয়েনে বিনিয়োগ করেন যার আর কোন উত্থান হয় না। সেই সব বিনিয়োগকারীদের জন্য অবশ্যই সাজেশন একটি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে তাদের লস থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনার এই উদ্যোগটি(100 ডলার এক্সপেরিমেন্ট) অবশ্যই ফলপ্রুস হবে যার আগাম বার্তা ইতমধ্যে পাওয়া যাচ্ছে। আমাদের লোকাল বোর্ডের নতুন এবং পুরাতন অনেকেই হয়তো ট্রেডিং করতে পছন্দ করে যদি ট্রেডিং সংক্রান্ত আপনার মুল্যবান মতামত শেয়ার করেন তাহলে অনেকেই উপকৃত হতে পারে। বিশেষ করে আগামি দিনগুলোতে মার্কেটের অবস্থা আরও ভাল হওয়ার সম্ভাবনা আছে। যদিও এটি একটি ঝামেলাপুর্ণ কাজ তবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বিষয়টিতে দয়াকরে নজর দিবেন। ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
synchronym
|
 |
November 09, 2023, 04:58:55 PM |
|
আমি বিটকয়েনে আরো কিছু অর্থ ইনভেস্ট করতে চাই তাহলে কি আমার জন্য এটা ঠিক হবে?
বিনিয়োগ করার সিদ্ধান্ত আপনার নিজেকে নিতে হবে, আপনি হয়তো নিয়মিতই মার্কেটের অস্থিরতা দেখে থাকবেন এবং এক মাসের ব্যবধানে বিটকয়েনের মূল্য কতটা পরিবর্তন হয়েছে তা হয়তো আপনি লক্ষ্য করেছেন, এসব পরিবর্তন দেখে আপনি যদি মনে করেন আপনি বিটকয়েনে বিনিয়োগ করবেন তাহলে আপনাকে বিটকয়েনে বিনিয়োগ স্বাগতম। বিনিয়োগের ঝুঁকি আপনাকে নিতে হবে, বিনিয়োগ করে অর্থ লাভ করলে যেমন আমরা তার ভাগ নিব না তেমনি বিনিয়োগ করে যদি আপনি অর্থ ক্ষতিগ্রস্ত হন তার দায়ভারও কিন্তু আমাদের নয়। যদি বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ থাকে এবং আপনি যদি বর্তমান সময় বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। বর্তমান মার্কেটে যদি বিনিয়োগ করতে চান তাহলে বিনিয়োগ করার পূর্বে আরও একবার মার্কেট ভালোভাবে পর্যবেক্ষণ করে নিবেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে বোঝানোর জন্য। বিটকয়েন ইনভেস্ট করার জন্য সিদ্ধান্ত তো আমাকে নিতে হবে তারপরও আপনাদের কাছ থেকে একটু মতামত জানলাম। আপনার উত্তরটা আমার অনেক ভালো লেগেছে। বিটকয়েনে ইনভেস্ট করার আগে অবশ্যই আমাকে আর একবার ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ।করার পর আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি বিটকয়েন ইনভেস্ট করব কিনা।
|
|
|
|
Review Master
|
 |
November 09, 2023, 05:42:28 PM |
|
সময়কে কাজে লাগান
যদিও আমি এখানে অনেকবার পোষ্ট করেছি, কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয়নি এবং দেয় নাহ। আশা করতেছি, এটাতেও দিবে নাহ। কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। যাই হোকে, এর আগেও অনেকবার বিভিন্ন নতুন প্রেজক্টে সম্পর্কে পোষ্ট করেছিলাম। সহজ ভাষায়, ভালো প্রজেক্ট এবং ভালো মানের বিনিয়োগ রয়েছে অনেক প্রজেক্টগুলোতে এবং সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। যারা ব্যবহার করেছেন, তারা হয়তো সময় মতো লাভবান হবেন। কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:KTX Finance: https://twitter.com/officialbitbyte/status/1641522875097321472আমি প্রায় বছরের শুরুদিকে KTX Finance এর টেস্টনেটি সম্পর্কিত এই পোষ্টটি এখানে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম এটিতে অংশগ্রহণ করতে। যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। KTX Finance তাদের এয়ারড্রপের ইতিমধ্যে snapshot নিয়েছে এবং সকলের এয়ারড্রপের পরিমাণটি প্রকাশ করেছে। বলে রাখা ভালো, টেস্টনেটে তারা কিছু নির্দিষ্ট কাজ দিয়েছিলো, তাই টেস্টনেটের রিওয়ার্ড নির্দিষ্ট, কিন্তু যারা mainnet এ ট্রেড করেছেন, তারা আরো বেশি পরিমাণ এয়ারড্রপ পেয়েছেন। --> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://app.ktx.finance/rewardsবি:দ্র: BNB Chain এ ওয়ালেটকে রেখে কানেক্ট করিয়েন, কারণ এয়ারড্রপ শুধুমাত্র BNB Chain ব্যবহাকারীদের জন্য। ভালো লাগলে, টুইটটিকে লাইক এবং রিটুইট করে দিয়েন  : https://twitter.com/officialbitbyte/status/1722661120165683557
আমি ব্যক্তিগতভাবে vaultka এয়ারড্রপের টোকেনগুলো স্টেকিং-এ রেখে দিয়েছি। কারণ আমি মনে করি, টোকনটি $১ কিংবা এর কাছাকাছি যেতে পারে। যেহেতু esVKA এর vesting আছে, তাই VKA টোকেনের মূল্য $0.50 স্পর্শ করলে, আমি vesting এ দিবো, যেন esVKA টোকেনকে VKA টোকেনে পেতে পারি। টুইট লিংক: https://twitter.com/officialbitbyte/status/1720043359941894562গত পোষ্টে আমি Vaultka প্রজেক্টটির $VKA টোকেনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা ক্রয়ও করেছিলেন, তারা এখন ৩৫% লাভে রয়েছেন এবং আমার মতো যারা TGE/IDO তে ক্রয় করেছি, তারা মোটোমোটি 2x লাভে রয়েছে। তাদের আরো কিছু পার্টনারশিপ এবং প্রডাক্ট আসবে সামনের দিনগুলোতে। আশা করি, এটির মূল্য আরো বৃদ্ধি হতে পারে। বাকি সকলে নিজেদের বিশ্লেষণ শেষে ক্রয়-বিক্রয় করুন এবং আপনার লাভ কিংবা ক্ষতির জন্য কেউ অংশীদ্বার হবে নাহ।  Coignecko লিংক: https://www.coingecko.com/en/coins/vaultka
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1148
Merit: 1023
Find your Digital Services at- cryptolibrary.pro
|
 |
November 09, 2023, 05:50:53 PM Last edit: November 09, 2023, 06:02:07 PM by Crypto Library |
|
উনি আরো বেশ আগেই ইনভেষ্ট করেছে যার কারনে উনি এখনই প্রফিটে আছে। তবে আমার মনে হয় ওনার টার্গেট লং টার্ম আর ম্যাসিভ গেইন করা। আমি ৩২০ টার মতো কয়েন কিনেছি গতকাল রাতে যেটর বায়িং প্রাইস পড়লো প্রায় ৩১ সেন্ট। আপাতত আমিও ১০০ ডলারের কিনলাম। যদি আরেকটু ডাউন হয়, তবে আরো ৫০ ডলারের কেনার প্ল্যান আছে। ভেবে দেখেন যদি এখান থেকে পেছনের বুল রানের অল টাইম হাই ক্রস করে, তাহলে প্রায় ২০ গুন প্রফিট দেবে যার মানে দাড়ায় ১০০ ডলার দিয়ে ২০০০ ডলার প্রফিট। যাইেোক, এতা বেশি আশা করতে চাই না। তবে সবার মনে মনে একটা টার্গেট সেট করা তো আছেই। আগামী ২ সপ্তাহ পরে আরেকটু ইনভেষ্ট করবো। আপাতত বিটকয়েন নেটওয়্যার্কের জ্যাম খুবই বিরক্তিকর লাগছে।
যেহেতু এই ধরনের ইনভেস্টমেন্টে প্রথমেই রিস্ক নিতে হবে ইনভেস্ট কৃত ফান্ড এর, তাই যদি সে এই রিস্ক নিয়ে বর্তমানে ইনভেসমেন্ট করতে চায় তাহলে আপনি যেভাবে ট্রেড করতেছেন এভাবেই করতে হবে। তাছাড়া আমার নিকট আরেকটা আইডিয়া আছে যে সময় থেকে Enjin প্রজেক্টটি নিয়ে ইনভেস্টমেন্ট শুরু করা হয়েছে তখন এটির দাম ছিল ০.২৩৩$ তখন ১০০ ডলার ইনভেস্টমেন্ট করলে টোটাল ৪২৯.১৮টির মতন Enjin পাওয়া যেত। বর্তমানে কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে ২৯ এর নিচে নেমে গিয়েছে। তো এই বর্তমান সময়ে যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য ১২২+. ডলার সমপরিমাণ লাগবে। আর ২২ ডলার এর রিস্ক নিয়ে এই জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন। 
আর আবারও krogothmanhattan তার ৫৩৬তম ফ্রী রাফেল আয়োজন করেছে। আর এখনো সেখানে মোটামুটি অনেকগুলো স্লট খালি রয়েছে আপনারা চাইলে খালি নাম্বার গুলো নিয়ে ফ্রি রাফেল এ অংশগ্রহণ করতে পারেন। আর অ্যাকাউন্ট অবশ্যই এক জুলাইয়ের আগে রেজিস্টার্ড হতে হবে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Tiger420
Jr. Member
Offline
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
|
 |
November 09, 2023, 06:12:07 PM Last edit: November 09, 2023, 06:23:18 PM by Tiger420 |
|
আগামী বছর ভোট হবে। এই ভোটের কারণে বাংলাদেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আজকাল শুধুমাত্র হরতাল আর অবরোধ চলছে। অনেকে স্কুল, কলেজ, অফিস-আদালতে যেতে ভয় পাচ্ছে। সব দলের নেতারা শুধু বাসায় বসে বসে তামাশা দেখছে। তারা অবরোধ আর হরতাল ঘোষণা করে বাসায় ঘাপটি মেরে বসে রয়েছে। আর সাধারণ জনগণকে পাঠাচ্ছে মিছিলে। এতে নেতাদের কোনো ক্ষতি হবে না, হবে শুধু সাধারণ মানুষের। আবার হরতাল করার সময় সাধারণ মানুষের গাড়ি, দোকানপাট ইত্যাদি আগুনে পোড়াচ্ছে এবং ভেঙে ফেলছে। আরে মানুষ যে মসজিদে গিয়ে শান্তি করে নামাজ পরবে তাও পারছে না। এতে বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কোনো কোনো জায়গায় তো মানুষকেও মেরে ফেলা হচ্ছে। একবার বিএনপি হরতাল ঘোষণা করে তে আবার জামাত অবরোধ ঘোষণা করে। এমন মনে হচ্ছে এই হরতাল আর অবরোধ আর থামবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। আর মানুষের মধ্যে অশান্তি আর ভয় বিরাজ করবে। আরে কেউ অসুস্থ হলেও তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না, এই হরাতালের ভয়ে। মানুষ নিরাপত্তার সাথে চলাফেরায় করতে পারছে না। কখন কোথায় মারামারি শুরু হয় এই ভয়ে। আরে ভাই অনেক হরতাল আর অবরোধ হয়ছে। এবার একটু থামেন। আমাদেরকে একটু শান্তিতে বাচতে দেন। এতে নেতাদের কোনো প্রকার ক্ষতি হচ্ছে না, তারা শুধু সাধারণ মানুষের হাতে বন্দুক আর বোমা তুলে দিয়ে তাদেরকে হরতালে নামিয়ে দিচ্ছে। এতে ক্ষতি কাদের হচ্ছে? আমাদের হচ্ছে। নেতারা যাদের হরতালে নামায় পুলিশ শুধু তাদের ধরে নিয়ে যায়। আর কত কষ্ট দিবেন সাধারণ মানুষকে।
এ বিষয়ে একটা সত্য ঘটনা : গতকাল রাতে আমার বাসার সামনে বিএনপির লোকজন একটা মিছিল বের করেছে। সবার হাতে আগুনের মশাল। সবাই নানা দোকানপাটে, গাড়িতে রাস্তাঘাটে আগুন লাগাচ্ছে। আবার বোমাও ফাটাচ্ছে। তো আমাদের এলাকার সবাই আওয়ামী লীগ। সবাই আবার লাঠি নিয়ে ওদের তাড়া করেছে। কিছু লোকের কাছে মোটরসাইকেল ছিল। কয়েকটা মোটরসাইকেল ফেলেই তাড়া চলে গিয়েছিল। আওয়ামী লীগের লোকজন তো সেইসব মোটরসাইকেল ভেঙে গুড়া গুড়া করে দিয়েছে। আবার এর পাশে একটা মাদরাসা ছিল, সেই মাদরাসার কয়েকজন হুজুরের মোটরসাইকেলও তারা ভেঙে চুড়মুড় করে দিয়েছে। আমার ছোট ছেলে সেদিন এশার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল। আসার সময় রাস্থার উপর গাড়ি ভাঙচুর করতে দেখে ও খুব ভয় পেছে যায়। পরে একজন লোক ওকে একটা গলির মধ্যে দিয়ে বাসায় পৌঁছে দিয়েছে। বাসায় এসে ও বলে, আমি আর কোনোদিন নামাজ পড়তে যাবো না।
এতে কাদের ক্ষতি হলো, কাদের? আমাদের, সাধারণ জনগণের।
|
TonTogether.com | Saving Empowers Winning Join Launchpool > Jan 10th - Feb 10th
|
|
|
Bd officer
|
 |
November 09, 2023, 11:51:23 PM |
|
আমাদের লোকাল বোর্ডের নতুন এবং পুরাতন অনেকেই হয়তো ট্রেডিং করতে পছন্দ করে যদি ট্রেডিং সংক্রান্ত আপনার মুল্যবান মতামত শেয়ার করেন তাহলে অনেকেই উপকৃত হতে পারে। বিশেষ করে আগামি দিনগুলোতে মার্কেটের অবস্থা আরও ভাল হওয়ার সম্ভাবনা আছে। যদিও এটি একটি ঝামেলাপুর্ণ কাজ তবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বিষয়টিতে দয়াকরে নজর দিবেন।
ভাই ট্রেডিং মানেই ঝুঁকি, আবার যারা প্রফেশনাল ট্রেডার তারা সহজেই অনেক মুনাফা অর্জন করতেছেন। আমি যতবার ট্রেডিং করেছি ততবার শুধু লস ছাড়া কিছু পাই নাই। কারন আমি ট্রেডিং এ প্রফেশনাল কোন ট্রেডার নয়। ট্রেডিং সবার জন্য না, কিন্তু বিনিয়োগ সবার জন্য সহজ। যদি LM ভাই ট্রেডিং সম্পর্কে মতামত শেয়ার করেন তাহলে অবশ্যই আমাদের উপকারে আসবে। আশা করি LM ভাই এই বিষয়ে নজর দিবেন। ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
ভাই এতে আপনি হতাশ হবে না ধৈর্য ধরে হোল্ড করে রাখেন আশা করা অবশ্যই ভালো প্রফিট পাবেন। আবার দাম $০.২৯ উঠে এসেছে। ENJ দাম কমেছিলো আমরা যারা আগে কিনি নাই আমাদের বেশ উপকার হয়েছে, আমি এই অপেক্ষায় ছিলাম মার্কেট একটু কমলে কিনে ফেলবো সাধ্য অনুযায়ী কিনেছি। যদিও আমি দাম না কমলেও $০.৩১-০.৩২ কিনে রাখতাম। আর আবারও krogothmanhattan তার ৫৩৬তম ফ্রী রাফেল আয়োজন করেছে। আর এখনো সেখানে মোটামুটি অনেকগুলো স্লট খালি রয়েছে আপনারা চাইলে খালি নাম্বার গুলো নিয়ে ফ্রি রাফেল এ অংশগ্রহণ করতে পারেন। আর অ্যাকাউন্ট অবশ্যই এক জুলাইয়ের আগে রেজিস্টার্ড হতে হবে।
ভাই আমি এই ফ্রি রাফেলে কখনো অংশগ্রহণ করি নি। প্রত্যেক বার এখানে শেয়ার করা হয়, আমি শুধু দেখি বাট কখনো অংশগ্রহণ করতে পারি না। কেমনে এই ফ্রি রেফেলে অংশগ্রহন করা হয়?
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1148
Merit: 1023
Find your Digital Services at- cryptolibrary.pro
|
 |
November 10, 2023, 01:01:47 AM |
|
আর আবারও krogothmanhattan তার ৫৩৬তম ফ্রী রাফেল আয়োজন করেছে। আর এখনো সেখানে মোটামুটি অনেকগুলো স্লট খালি রয়েছে আপনারা চাইলে খালি নাম্বার গুলো নিয়ে ফ্রি রাফেল এ অংশগ্রহণ করতে পারেন। আর অ্যাকাউন্ট অবশ্যই এক জুলাইয়ের আগে রেজিস্টার্ড হতে হবে।
ভাই আমি এই ফ্রি রাফেলে কখনো অংশগ্রহণ করি নি। প্রত্যেক বার এখানে শেয়ার করা হয়, আমি শুধু দেখি বাট কখনো অংশগ্রহণ করতে পারি না। কেমনে এই ফ্রি রেফেলে অংশগ্রহন করা হয়? অংশগ্রহণ করা একদমই সহজ জাস্ট আমার কোট করা টপিকটিতে গিয়ে প্রাথমিকভাবে নিয়ম-কানুন গুলো দেখে নিবেন তারপর অংশ গ্রহণ করার জন্য ক্যাপাবল হলে উক্ত টপিকটিতে রিপ্লাই অপশনে ক্লিক করে krogothmanhattan যে ১০০ টি সংখ্যা বাছাই করার জন্য দিয়েছে সেগুলোর যেকোনো একটি যেটি অন্য কোন মেম্বাররা সিলেক্ট করেনি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ওই নাম্বারের সাথে আপনার নাম সহ ওই থ্রেডটিতে পোস্ট করতে হবে। 
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
HelliumZ
|
 |
November 10, 2023, 04:48:01 AM |
|
অতীতে আপনি অনেকগুলো এরকম উপকারী এ্যায়ারড্রোব শেয়ার করেছিলেন কিন্তু হয়তো অনেকে গুরুত্ব দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি আপনার দেওয়া এ এডোবে জয়েন হতে পারিনি। আশা করছি পরবর্তীতে আপনার কোন এয়ারড্রোব মিস করবো না। আমি আমার পার্শ্ববর্তী এলাকাতে একজন ছোট ভাই ১৭০০ ডলার পরিমাণ এয়ারড্রোব করে পেয়েছে। যাহোক আমি আপনার কোন ইয়ার্ডোব মিস করবো না। অনেক সময় এইরকম ছোট ছোট সুযোগ অনেক বড় ধরনের প্রফিট দেয়।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Fuso.hp
|
 |
November 10, 2023, 04:56:51 AM |
|
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
cryptoWODL
|
 |
November 10, 2023, 08:48:26 AM |
|
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন। ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য শক্তি এবং ইমোশন। দেখা যায় আমরা কোন কয়েন কিনলে সেটা যদি তিন থেকে চার ডলার লস হয়ে যায় তাহলে আমাদের ধৈর্য শক্তি কমে যায় আবার যখন দেখি যে সেই কয়েনের দাম একটু বৃদ্ধি পায় তখন মনে করি আমার ডলারগুলো রিকভার হয়েছে এখন বিক্রি করে দেই। এই যে আমাদের ইমোশন এবং ধৈর্য শক্তি এটা যদি আমরা কন্ট্রোল করতে পারতাম তাহলে আমরা হয়তো দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতাম তাহলে দেখা যেত যখন এই কয়েনের দাম অনেক বৃদ্ধি পেতো তখন আমাদের অনেক প্রফিট আসতো। কয়েক মাস আগেও মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না বর্তমানের তুলনায়। যার কারণে যে বিনিয়োগ করেছে সে হয়তো একটু লসের মধ্যে রয়েছে যার জন্য অনেকে বিনিয়োগ করার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে। বর্তমানে মার্কেট আবার ঊর্ধ্বগতি সম্পন্ন হচ্ছে এখন বিনিয়োগ করলে হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে।
|
| | . Duelbits | │ | | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | ██████████████████████████████████████████████████████ . PLAY NOW . ██████████████████████████████████████████████████████ | █████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ █████ | |
|
|
|
Fuso.hp
|
 |
November 10, 2023, 10:05:09 AM |
|
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন। ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য শক্তি এবং ইমোশন। দেখা যায় আমরা কোন কয়েন কিনলে সেটা যদি তিন থেকে চার ডলার লস হয়ে যায় তাহলে আমাদের ধৈর্য শক্তি কমে যায় আবার যখন দেখি যে সেই কয়েনের দাম একটু বৃদ্ধি পায় তখন মনে করি আমার ডলারগুলো রিকভার হয়েছে এখন বিক্রি করে দেই। এই যে আমাদের ইমোশন এবং ধৈর্য শক্তি এটা যদি আমরা কন্ট্রোল করতে পারতাম তাহলে আমরা হয়তো দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতাম তাহলে দেখা যেত যখন এই কয়েনের দাম অনেক বৃদ্ধি পেতো তখন আমাদের অনেক প্রফিট আসতো। কয়েক মাস আগেও মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না বর্তমানের তুলনায়। যার কারণে যে বিনিয়োগ করেছে সে হয়তো একটু লসের মধ্যে রয়েছে যার জন্য অনেকে বিনিয়োগ করার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে। বর্তমানে মার্কেট আবার ঊর্ধ্বগতি সম্পন্ন হচ্ছে এখন বিনিয়োগ করলে হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে। ট্রেডিং এর ক্ষেত্রে আমি ইমোশন এর বিন্দুমাত্র গুরুত্ব দেই না, আপনি নিজের অর্থ কাজে লাগিয়ে ব্যবসা করছেন সেখানে ইমোশনের কি কাজ। একজন ট্রেডার্সের ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তার ইমোশন মোটেও গুরুত্বপূর্ণ নয় বরং সে যদি অনেক বেশি আবেগপ্রবণ হয় তাহলে ট্রেডিং এর ক্ষেত্রে তার ভুল সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। ট্রেডিং এর ক্ষেত্রে ধৈর্য ধারণ করাটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মার্কেটের অস্থিরতার কারণে যদি মার্কেট কিছুটা পরিবর্তন হয় তাহলে ওই সময়ে উত্তেজিত না হয়ে বরং ধৈর্যধারণ করা উচিত এবং ভালো সময়ের অপেক্ষা করা উচিত। বেশিরভাগ টেডার্স এক্ষেত্রে ধৈর্যহীনতার পরিচয় দেয়, তারা বিনিয়োগ করার পর যখন মার্কেট কিছুটা পরিবর্তন হয় তখনই তাদের অস্থিরতা শুরু হয়ে যায় এবং সেই অস্থিরতার কারণে তারা তাদের ট্রেডিং এর উপর ভরসা না করে ক্ষতিতেই বিক্রি করে দেয় এটা ট্রেডিং এর খারাপ বলা যেতে পারে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
synchronym
|
 |
November 10, 2023, 11:33:25 AM |
|
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন। আমরা যখন ট্রেডিং করি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের লাভও হতে পারে বা ক্ষতি হতে পারে। যখন আমরা ট্রেডিং করি মনের এক কোনায় হয়তোবা সফলতার আশা থাকে যখন দেখি শুধু লস হচ্ছে তখন মানসিকভাবে ভেঙে পরি। আমি নিজেও জানি ট্রেডিং এর ক্ষেত্রে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি এবার ট্রেডিং করে সফলতা না পাওয়া যায় অবশ্যই আমাদের ধৈর্য হারালে চলবে না। ধৈর্য ধরে ট্রেডিং করতে হবে একদিন সফলতা আসবে।
|
|
|
|
2Pizza410000BTC
|
 |
November 10, 2023, 01:29:19 PM |
|
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন। আমরা যখন ট্রেডিং করি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের লাভও হতে পারে বা ক্ষতি হতে পারে। যখন আমরা ট্রেডিং করি মনের এক কোনায় হয়তোবা সফলতার আশা থাকে যখন দেখি শুধু লস হচ্ছে তখন মানসিকভাবে ভেঙে পরি। আমি নিজেও জানি ট্রেডিং এর ক্ষেত্রে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি এবার ট্রেডিং করে সফলতা না পাওয়া যায় অবশ্যই আমাদের ধৈর্য হারালে চলবে না। ধৈর্য ধরে ট্রেডিং করতে হবে একদিন সফলতা আসবে। ট্রেডিং করার সময় লাভ লস বিবেচনা করেই ট্রেডিংয়ে অংশগ্রহণ করি। কিন্তু খারাপ তখনই লাগে যখন অন্যান্য কয়েন বৃদ্ধি পায় কিন্তু আমি যে কয়েন নিয়ে ট্রেডিং করি সেই কয়েন বৃদ্ধি না পায়। আমি মূলত ENJ কয়েন বাই করেছি শর্ট টাইম ট্রেডিং করার জন্য কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েন মার্কেট এবং অনন্য কয়েনের মার্কেট রিকভারি হলেও আমার এই ENJ রিকভারি হয়নি। তবে অপেক্ষা করব খুব শীঘ্রই আমার এই কয়েন রিকভারি হবে। আর আমি যে কোন ক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করি আমি জানি ধৈর্যের ফল অবশ্যই সুন্দর হয়।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Shishir99
|
 |
November 10, 2023, 02:16:44 PM |
|
বর্তমানে কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে ২৯ এর নিচে নেমে গিয়েছে। তো এই বর্তমান সময়ে যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য ১২২+. ডলার সমপরিমাণ লাগবে। আর ২২ ডলার এর রিস্ক নিয়ে এই জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে 
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
synchronym
|
 |
November 10, 2023, 02:22:20 PM |
|
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন। আমরা যখন ট্রেডিং করি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের লাভও হতে পারে বা ক্ষতি হতে পারে। যখন আমরা ট্রেডিং করি মনের এক কোনায় হয়তোবা সফলতার আশা থাকে যখন দেখি শুধু লস হচ্ছে তখন মানসিকভাবে ভেঙে পরি। আমি নিজেও জানি ট্রেডিং এর ক্ষেত্রে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি এবার ট্রেডিং করে সফলতা না পাওয়া যায় অবশ্যই আমাদের ধৈর্য হারালে চলবে না। ধৈর্য ধরে ট্রেডিং করতে হবে একদিন সফলতা আসবে। ট্রেডিং করার সময় লাভ লস বিবেচনা করেই ট্রেডিংয়ে অংশগ্রহণ করি। কিন্তু খারাপ তখনই লাগে যখন অন্যান্য কয়েন বৃদ্ধি পায় কিন্তু আমি যে কয়েন নিয়ে ট্রেডিং করি সেই কয়েন বৃদ্ধি না পায়। আমি মূলত ENJ কয়েন বাই করেছি শর্ট টাইম ট্রেডিং করার জন্য কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েন মার্কেট এবং অনন্য কয়েনের মার্কেট রিকভারি হলেও আমার এই ENJ রিকভারি হয়নি। তবে অপেক্ষা করব খুব শীঘ্রই আমার এই কয়েন রিকভারি হবে। আর আমি যে কোন ক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করি আমি জানি ধৈর্যের ফল অবশ্যই সুন্দর হয়। ভাই কিছুটা ভাগ্যের উপর ও নির্ভর করে তার কারণ অনেক সময় আমাদের এরকম মনে হয় যে আমি যখন যে কয়েন ট্রেডিং করি। তৎক্ষণিক যদি ওই কয়েনের দাম কমে যায় তখন হয়তো আমাদের এরকম মনে হওয়াটা স্বাভাবিক যে অভাগা যেদিকে যায় সমুদ্র নাকি শুকিয়ে যায়। এরকম কিছু যদি হয় তাহলে খারাপ লাগাটা স্বাভাবিক তাই আপনার জন্য শুভকামনা থাকবে খুব দ্রুতENJ রিকভারি হয়। তাহলে আপনার সকল আফসোস দূর হয়ে যাবে অবশ্যই আপনি ধৈর্য ধারণ করেছেন ।আরো ধৈর্য ধরেন ইনশাল্লাহ সামনে সময় ভালো আসবে।
|
|
|
|
|