আচ্ছা ভাই আপনাদের মধ্যে কি কেউ quora তে আর্টিকেল পাবলিশ করেন বা Quora ব্যবহার করেন? একচুয়ালি আমি কিছুদিন আগে Quoraতে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম যদিও সময় বাঁচানোর জন্য একটা AI কন্টেন্ট সেখানে পোস্ট করেছিলাম। কিছুদিন অ্যাকাউন্ট চললেও এখন দেখি আমার একাউন্ট ব্যান হয়ে গিয়েছে। আমি আসলে google এ সার্চ করেছি যে Quora এ আই ব্যবহার করা যাবে কিনা কিন্তু সেটা আসলে ভালো কোন ক্লিয়ার উত্তর খুঁজে পাইনি। আপনারা কি কেউ এ বিষয়ে জানেন?
Quora একাউন্ট জ্ঞান ভাগ করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম। Quora এক সময় এতটা জনপ্রিয় ছিল না সমান সময় কুয়ারা অনেক জনপ্রিয় এখান থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায়। বর্তমানে এমন কোন প্লাটফর্ম নাই যেখানে পোস্ট করলে বা কোন কিছু জানতে চাইলে অনেক বেশি রিচ হয়। Quora এখন খুবই জনপ্রিয় একটা প্লাটফর্ম।
আমি ২০১৯ সালে SEO এর কাজ করার জন্য একাউন্ট খুলেছিলাম যেটা এখনো রানিং আছে৷ আমি SEO সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পোস্ট করি। বিশেষ করে যারা নতুন তারা SEO শিখে তাদের জন্য খুবই উপকার পায় আমার পোস্টগুলো থেকে। পোস্ট গুলো খুবই রিচ পেতো। এত পরিমাণ রিচ হতো যেটা বলার বাহিরে।
Quora ব্যবহার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমি বলে দিচ্ছি:১: বর্তমানে একাউন্ট করলে নতুন কোন জি-মেইল দিয়ে একাউন্ট করা যাবে না। একাউন্ট করলে অবশ্যই পুরানো জি-মেইল দিয়ে একাউন্ট করতে হবে। কোন সাব জি-মেইল দিয়ে একাউন্ট করবেন না।
২: আপত্তিকর ভাষা মানে খারাপ কোন ভাষা ব্যবহার করা যাবে না। আপনার কারো পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যাবেন সেটায় ন্যায় ভালো এগুলো নিয়ে কিছু বলার দরকার নেই এড়িয়ে যাবেন।
৩: প্রথম দিকে একাউন্ট কে স্থায়ী করতে আপনাকে ভালো পোস্ট দিতে হবে। পোস্টটা যেনো কেউ পড়লে উপকৃত হয় বা সেটা সম্পর্কে জানতে আপভোটের মাধ্যমে রিসপশন পান।
৪: প্রথম দিকে পোস্টে কোন লিংক এড করবেন না। মোটামুটি ভালো করে এজটা আর্টিকেল লিখে পোস্ট করে দিবেন। কোন সোর্স থেকে লিখলেন এটার লিংক দেওয়ার প্রয়োজন নাই। লিংক দিলে নতুন একাউন্টগুলো ব্যান করে দেয় এখন।
৫: কাউকে কোন ভুল ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন না। না পারলে কোন কিছু বলবেন না কিন্তু কাউকে ভুল ইনফরমেশন দিবেন না।
৬: অপ্রাসঙ্গিক বা অফ টপিকের মন্তব্য করা থেকে এড়িয়ে চলবেন এটা করার দরকার নেই।
৭: স্পামিং করবেন না এটা করলে প্রথম দিনেই একাউন্ট নষ্ট হয়ে যাবে। স্পামিং থেকে এড়িয়ে চলবেন এটা করলে একাউন্ট একদিন ও টিকবে না বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে একাউন্ট।
৮: এমন পোস্ট করবেন যেন অনেক রিচ হয় এবং আপনার একাউন্টে ভোটিং এর মাধ্যমে রিচ হয় তাহলে ট্রাস্ট লিস্টে চলে যাবেন অ্যাকাউন্ট টিকে যাবে আর নষ্ট হবে না।
৯: AI পোস্ট করবেন না। আপনি নতুন একাউন্ট করে তখনই যদি গিয়ে AI পোস্ট করেন তাহলে অবশ্যই তারা ব্যান করে দিবে।
Quora তে একটা যদি ভালো পুরাতন একাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট এর মূল্য অনেক বেশি। আর টেকনিক্যালি যদি এগিয়ে আসতে পারেন তাহলে অ্যাকাউন্ট টিকবেন না হলে যত একাউন্ট করুন না কেন টিকবে না।
ইম্পরট্যান্ট কথা :
একাউন্ট ব্যান্ড হলেও কোন সমস্যা নেই কিছু কিছু সময় দেখা যায় যেন কোন ভুল কারণে একাউন্ট ব্যান করে আসলে যদি ওই রকমের কোন সমস্যা না করে থাকেন তাহলে আপিল করলে সেটা ছাড়িয়ে দেয়। আপনি আপিল করলেও কাজ হবে না কারন যে কথাটা বলছেন সেখানে আপিল করে লাভ হবে না।
আমি যে নির্দেশনা গুলো দিলাম এগুলো ফলো করেন দেখবেন আপনার অ্যাকাউন্ট আর নষ্ট হবে না। আমরা নিজেরাও এই ভাবেই একাউন্ট তুলে নিয়ে এসেছি আশা করি আপনারাও কোন সমস্যা হবে না।
Quora তে সাহায্য পাওয়ার জন্য : https://help.quora.com/hc/en-usQuora তে যোগাযোগ করার জন্য: https://help.quora.com/hc/en-us/requests/newআপনাদের একটু Quora তে রিচ কিরকম ভিজিটরস কি রকম এটা সম্পর্কে একটু জানাতে চাই দেখুন। ডিজিটাল সেগুলো দেখলে চোখ আকাশে উঠে যাবে। এটা ভুল না এটা আসলেই সত্য। যদিও আমি লোকাল আইএসপি ব্যবহার করি না আমার ডেডিকেট আইপি
আপনি যদি সঠিক পথে করতে পারেন তাহলে আইপির কোনো সমস্যা হয় না আপনার আইপি সমস্যা হওয়ার যে বিষয়টা আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু আসলে এটা কোন কিছু না।
তাহলে কি AI content ব্যবহার করার জন্য আমাকে ব্যান করা হয়েছে?
CL ভাই একদিকে আপনার একাউন্ট নতুন আবার করছেন তো AI পোস্ট এর জন্যই আপনাকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি শুরুতেই ভুল করেছেন এর জন্যই এরকমটা হয়েছে। যদি আমার সাথে এমনটা হয়েছে কিন্তু আমার যে পুরাতন একাউন্ট সেটা কখনোই নষ্ট হয় না এর পরবর্তী সময়ে আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম এরকম এলোমেলো পোস্ট করেছিলাম তারপরের দিনই দেখেছি আমাকে ব্যান করে দিয়েছে।
CL ভাই আশা করি আপনি আপনার সলুশন পেয়ে গেছেন। এবং কি সামনে যারা এটা ব্যবহার করবেন তারা এটা ফলো করতে পারেন তাহলে আপনাদের টাও নষ্ট হবে না। আমার দিক থেকে যতটুকু জানি আপনাদের সাহায্য করার চেষ্টা করলাম ধন্যবাদ।
Wonder Work