Learn Bitcoin
|
|
March 07, 2024, 04:01:32 AM |
|
ধুর মিয়া আপনি খালি জায়গা মতন হাতান, আমি কি বলেছি যে তাদের অল্ট আমিতো জাস্ট এটা বুঝাতে চেয়েছি যে তাহাদের বাচ্চা গণ হয়তো এখন আমাদের বাংলা থ্রেডের দায়িত্ব আপনি তঃ মিয়া সরাসরি আলট বইলা ফলাইলেন 🤭 হতেও তো পারে ওনাদের ছোট ভাই অথবা বাচ্চা গণ তাদের দায়িত্ব পালন করে ☹️ এজন্যই তো আমারে কেউ দেখতে পারে না। আমি যে বে-লাইনে কথা বলি, আমি ভালো হতে চাচ্ছি ভাই। আমি আর এসব নিয়ে কথা বলবো না। আমাদের থ্রেড এর আরেজন কে দেখলাম নতুন হিরো একাউন্ট কিনেছে। এবং সেটা দিয়ে পোষ্ট করতেছে। যদিও সেটা নতুন কিনে নাই। আগেই কিনেছে। তবে সেটা দিয়ে ২ মাস যাবৎ গ্লোবাল বোর্ড এ পোষ্ট করতেছে। ভাই সত্যি কথা বলতে আমি বিটকয়েনের প্রাইস আবার ডাম্প করুক এটা মনে প্রাণে চাইতেছি বেশিনা, এখন তো মনে হচ্ছে করেকশন আসতে আসতে অনেক সময় নিয়ে ফেলবে । যদিও এইতো জানিনা এইটা আমার ফোমো এর কারণে হচ্ছে কিনা। তবে ভাই বিটকয়েনের তো অলরেডি এর অল টাইম হাই প্রাইস টাচ করে ফেলেছে বিশেষ করে আমাদের বাংলাদেশী কারেন্সি টাকায় আরো আগে করে ফেলেছে । আমি আপাতত চাচ্ছিলাম ৭০ হাজারে কিছু প্রফিট ক্যাশ করে ফেলতে। আমি বেশ কিছু যাগয়া থেকে সব মিলিয়ে ২.৫ কে ডলার লোন করে ফেলছি। সেগুলো দিয়ে দিতে পারতাম। আপনিও তো পাবেন। এজন্য আমি চাচ্ছিলাম বিটকয়েন অন্তন এই সপ্তাহে অলটাইম হাই দিয়ে তারপর আবার বায় ব্যাক করার একটা সুযোগ দিক। বিটকয়েন তো ৬৯ থেকেই আবার নিচে চলে আসছে।
|
|
|
|
Bd officer
|
|
March 07, 2024, 04:34:39 AM |
|
তবে ভাই বিটকয়েনের তো অলরেডি এর অল টাইম হাই প্রাইস টাচ করে ফেলেছে বিশেষ করে আমাদের বাংলাদেশী কারেন্সি টাকায় আরো আগে করে ফেলেছে ।
ভাই বাংলাদেশী টাকায় তো ৫০ হাজার ডলারের অল টাইম হাই টাস করে ফেলেছে। ওনার পদক্ষেপকে আমি স্যালুট জানাই যদিও জানিনা সে আসলে কিভাবে টাকা গুলো ইনকাম করেছে তবে আমি আমার আশেপাশে এমনও লোক দেখেছি ওনার অর্ধেক পরিমাণ ক্রিপ্টো তার কাছে থেকে ছিনতাই হয়েছে সে মুখ বুঝে সহ্য করে গিয়েছে , কেছ কাবারির পিছনে যায়নি যে ক্রিপ্টো কারেন্সি অবৈধ এখানে উল্টো তারই ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে । যাইহোক বাংলাদেশে কি ক্রিপ্টো কারেন্সি এর বিষয়ে ছাড় দেওয়া শুরু করতেছে নাকি সব নিউজ মিডিয়া থেকে শুরু করে সবাই বিষয়টাকে পজিটিভলি নিতেছে । এইযে তার থেকে আত্বসাত করা বিটকয়েনের পরিমাণ। আমার মনে হয় না, ওই ফ্রিল্যান্সার ভাই সঠিক বিচার পাবে। বাংলাদেশে কিপ্টোকারেন্সি অবৈধ তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিলো। যদিও তিনি ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত ছিলো তাকে সতর্কতা অবলম্বন করা উচিত ছিলো। আমি বুঝলাম না, কেন ওই ভাইয়ে ফোনের মধ্যেই প্রায় ৫ টা বিটকয়েন বিন্যান্স একাউন্টে রেখে বাহিরে ঘুরাফেরা করেছে। এছাড়া এক্সচেঞ্জ ঝুকিপূর্ণ। আমার যদি এরকম ৫ টা বিটকয়েন থাকতো আমি তো আলাদা একটা ফোন কিনে তাও ২-৪ টা ওয়ালেটে রেখে দিতাম। ওই ফোন কাউকে দেখাইতাম না। আমি অবাক হলাম ফ্রিল্যান্সার ভাইয়ের কাছে প্রায় ৫ টি বিটিসি ছিলো। আসলে ওই ভাইয়ে কি কাজ করেছেন কেই কি সঠিক ভাবে জানেন? তিনি কি কাজের বিনিময়ে বিটকয়েন পেয়েছেন? নাকী তিনি p2p মাধ্যমে কিনেছেন?
|
|
|
|
Shishir99
|
|
March 07, 2024, 05:50:39 AM |
|
আসলে ভাই সমস্যা টা হচ্ছে বাংলাদেশের ব্যাবস্থাপনাতেই সঠিক কোনো কাজ বা সঠিক ভাবে কোন বিচার খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে। এখন এখন দেখার বিষয় হচ্ছে যে সে যেহেতু বিনান্স ব্যাবহার করছে মামলা সে আরও একটা খাবেই, আর বিচার চলমান বিষয়ে কথা বলার জন্যে আইসিটি আইনে আরও একটা মামলা খাবার সম্ভাবনা আছে। এখন অই রেঞ্জ এর পুলিশ সুপার যদি খালি একবার বলে যে ডিবি পুলিশের কোন দোষ নাই তাইলে মনে করে খেলা ঘুরে যাবে। খেলা কেমনে ঘুরবে ভাই? ডিবি পুলিশের জন্য কি সব কিছু কি হালাল নাকি? তারা যে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ১০ লাখ টাকা নিলো সেটা কি হালাল ছিলো? আর অভিযুক্ত সবাইকেই কিন্তু বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার মানে প্রাথমিক ভাবে তাদেরকে দোষি হিসেবে ধরেই বরখাস্ত করা হয়েছে। তবে এই ১০ লাখ টাকা ফেরত পেলেও সেই সাড়ে ৩ কোটি টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই বলে আমার মনে হয়। বাংলাদেশের সব যায়গাতেই ভালো লোক আছে, আবার খারাপ লোক ও আছে। যারা মাদকের ব্যাবসা করে, পুলিশ কিন্তু ওদের সবাইরে চিনে। কিন্তু ওদের ধরে নিয়ে গেলে তো আর পুলিশের লাভ হচ্ছে না। পুলিশের লাভ হবে যখন এরা ব্যাবসা করবে এবং সেই ব্যাবসার কমিশন পুলিশকে দিবে।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Negotiation
|
|
March 07, 2024, 07:24:31 AM |
|
খেলা কেমনে ঘুরবে ভাই? ডিবি পুলিশের জন্য কি সব কিছু কি হালাল নাকি? তারা যে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ১০ লাখ টাকা নিলো সেটা কি হালাল ছিলো? আর অভিযুক্ত সবাইকেই কিন্তু বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার মানে প্রাথমিক ভাবে তাদেরকে দোষি হিসেবে ধরেই বরখাস্ত করা হয়েছে। তবে এই ১০ লাখ টাকা ফেরত পেলেও সেই সাড়ে ৩ কোটি টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই বলে আমার মনে হয়।
বাংলাদেশের সব যায়গাতেই ভালো লোক আছে, আবার খারাপ লোক ও আছে। যারা মাদকের ব্যাবসা করে, পুলিশ কিন্তু ওদের সবাইরে চিনে। কিন্তু ওদের ধরে নিয়ে গেলে তো আর পুলিশের লাভ হচ্ছে না। পুলিশের লাভ হবে যখন এরা ব্যাবসা করবে এবং সেই ব্যাবসার কমিশন পুলিশকে দিবে।
ভাই আপনার সাথে আমি পুরোপুরি একমত কিন্তু হাতে গোনা দু একটা বিষয় ছাড়া পুলিশের সাথে মামলা করে কেউ ভালো কিছু করতে পারেনি। আর এখন বর্তমানে হালাল হারাম তো বেশিরভাগ মানুষই ভাই দেখে না সেভাবে সবাই চাই কিভাবে টাকা উপার্জন করা যায় এবং কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়।
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 08, 2024, 06:04:08 AM |
|
আমার মনে হয় না, ওই ফ্রিল্যান্সার ভাই সঠিক বিচার পাবে। বাংলাদেশে কিপ্টোকারেন্সি অবৈধ তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিলো। যদিও তিনি ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত ছিলো তাকে সতর্কতা অবলম্বন করা উচিত ছিলো। আমি বুঝলাম না, কেন ওই ভাইয়ে ফোনের মধ্যেই প্রায় ৫ টা বিটকয়েন বিন্যান্স একাউন্টে রেখে বাহিরে ঘুরাফেরা করেছে। এছাড়া এক্সচেঞ্জ ঝুকিপূর্ণ।
সকালে ইউটিউবে ঢুকেই আজকে এই ব্যাপারে আরেকটা নিউজ চোখে পড়লো যে ওই ব্যাক্তির স্ত্রী ডিবি পুলিশ সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং আদালত পিবিআই কে তদন্ত করার জন্য বলেছে। টাকা টা হয়তো সেই লোক আর ফেতর পাবে না। তবে যে মিথ্যা মামলা গুলোতে ফেসে গেছে, সেগুলো থেকে হয়তো রেহাই পেতে পারে। এই মামলায় এই লোকের অনেক টাকা পয়সা খরচ হবে। কিন্তু তিনি আর তার টাকা ফেরত পাবেন বলে মনে হয় না। এই মামলা করায় ওই লোকের হয়তো কোনো উপকার হলো না, কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা অংশ জানতে পারলো যে পুলিশ মানুষের সাথে কি আচরন করে। এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা হয়ে থাকবে। https://www.youtube.com/watch?v=6EIKyWqtXHk
|
|
|
|
Negotiation
|
|
March 08, 2024, 01:18:13 PM |
|
আমার মনে হয় না, ওই ফ্রিল্যান্সার ভাই সঠিক বিচার পাবে। বাংলাদেশে কিপ্টোকারেন্সি অবৈধ তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিলো। যদিও তিনি ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত ছিলো তাকে সতর্কতা অবলম্বন করা উচিত ছিলো। আমি বুঝলাম না, কেন ওই ভাইয়ে ফোনের মধ্যেই প্রায় ৫ টা বিটকয়েন বিন্যান্স একাউন্টে রেখে বাহিরে ঘুরাফেরা করেছে। এছাড়া এক্সচেঞ্জ ঝুকিপূর্ণ।
সকালে ইউটিউবে ঢুকেই আজকে এই ব্যাপারে আরেকটা নিউজ চোখে পড়লো যে ওই ব্যাক্তির স্ত্রী ডিবি পুলিশ সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং আদালত পিবিআই কে তদন্ত করার জন্য বলেছে। টাকা টা হয়তো সেই লোক আর ফেতর পাবে না। তবে যে মিথ্যা মামলা গুলোতে ফেসে গেছে, সেগুলো থেকে হয়তো রেহাই পেতে পারে। এই মামলায় এই লোকের অনেক টাকা পয়সা খরচ হবে। কিন্তু তিনি আর তার টাকা ফেরত পাবেন বলে মনে হয় না। এই মামলা করায় ওই লোকের হয়তো কোনো উপকার হলো না, কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা অংশ জানতে পারলো যে পুলিশ মানুষের সাথে কি আচরন করে। এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা হয়ে থাকবে। https://www.youtube.com/watch?v=6EIKyWqtXHkভাই বাংলাদেশ পুলিশ বাংলাদেশের মানুষের সাথে কি ধরনের আচরণ করে এটা সবাই কম বেশি জানে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে একটু ভিন্ন হয়ে গেছে ব্যাপারটা তার অনেক টাকা হারাইছে এটার জন্য খারাপ লাগছে। বিষয়টা কিন্তু পুলিশের সাথে যারা মামলা লড়ছে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আপনার সাথে আমি এখানে একমত শেষ পর্যন্ত কি হবে এটা দেখার বিষয় এখন। আসলে বাংলাদেশের ইতিহাসে অতীতে যদি আপনি একটু ঘটনাগুলো দেখেন। তাহলে দেখবেন যে পুলিশি বা প্রশাসনের সাথে যারা মামলায় জড়াইছে এদের শেষ পর্যন্ত কেউই তেমন একটা লাভ করতে পারেনি বরঞ্চ উল্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।
|
|
|
|
BTC_pokaop
Member
Offline
Activity: 94
Merit: 28
|
|
March 08, 2024, 02:22:42 PM |
|
ভাই বাংলাদেশ পুলিশ বাংলাদেশের মানুষের সাথে কি ধরনের আচরণ করে এটা সবাই কম বেশি জানে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে একটু ভিন্ন হয়ে গেছে ব্যাপারটা তার অনেক টাকা হারাইছে এটার জন্য খারাপ লাগছে। বিষয়টা কিন্তু পুলিশের সাথে যারা মামলা লড়ছে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আপনার সাথে আমি এখানে একমত শেষ পর্যন্ত কি হবে এটা দেখার বিষয় এখন। আসলে বাংলাদেশের ইতিহাসে অতীতে যদি আপনি একটু ঘটনাগুলো দেখেন। তাহলে দেখবেন যে পুলিশি বা প্রশাসনের সাথে যারা মামলায় জড়াইছে এদের শেষ পর্যন্ত কেউই তেমন একটা লাভ করতে পারেনি বরঞ্চ উল্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশের পুলিশরা সবচেয়ে জঘন্য, পুলিশ দেখলেই আমার রাগ ওঠে, নেয় অন্যায় কোন কিছু না বুঝেই ঘুষ খাওয়ার জন্য ধান্দা করে। এখন এই ঘটনাটি দেখে একটা প্রবাদ মনে পরল, মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়া, যদি রশি পাগল হয়ে যায় তাহলে কি দিয়ে বাঁধবে। যেখানে চোরে জনগণের কোন কিছু আত্মসাৎ করলে পুলিশরাই উদ্ধার করবে, কিন্তু এখানে দেখি ব্যতিক্রম ঘটনা পুলিশ রাই জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। তবে ওই লোকটা অন্য কোন মাধ্যমে টাকা হারালে ফেরত পেত, কিন্তু যেসব ঘটনার সাথে জড়িত হয়েছে তাতে তিনি টাকা ফেরত পাবে না। এখানেই একটা বিষয় পরিষ্কার সকলেই সতর্ক থাকুন, এমন হতে পারে সেম ঘটনা আপনার আমার সাথেও ঘটে যেতে পারে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 08, 2024, 02:28:46 PM |
|
ভাই বাংলাদেশ পুলিশ বাংলাদেশের মানুষের সাথে কি ধরনের আচরণ করে এটা সবাই কম বেশি জানে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে একটু ভিন্ন হয়ে গেছে ব্যাপারটা তার অনেক টাকা হারাইছে এটার জন্য খারাপ লাগছে। বিষয়টা কিন্তু পুলিশের সাথে যারা মামলা লড়ছে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আপনার সাথে আমি এখানে একমত শেষ পর্যন্ত কি হবে এটা দেখার বিষয় এখন। আসলে বাংলাদেশের ইতিহাসে অতীতে যদি আপনি একটু ঘটনাগুলো দেখেন। তাহলে দেখবেন যে পুলিশি বা প্রশাসনের সাথে যারা মামলায় জড়াইছে এদের শেষ পর্যন্ত কেউই তেমন একটা লাভ করতে পারেনি বরঞ্চ উল্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আপনি যা বললেন, তার সাথে আমি একমত। যারা মিডিয়া কভারেজ পায়নি, তারা মামলা করে কিছুই করতে পারেনি। কিন্তু যারা মিডিয়া কভারেজ পেয়েছে, তাদের উপকার না হলেও খুব একটা অসুবিধা হয়নি। যেমন মেজর সিনহা হত্যার সাথে ওসি প্রদিপ জরিত থাকার প্রমান পাওয়ার পর কিন্তু সে আর ছাড় পায়নি। যদিও এখানে মামলা ভিন্ন। তবে যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ, সেজন্য এই ব্যাক্তির জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে। নইলে হয়তো ভালো একটা রেজাল্ট আশা করা যেতো। পুলিশের সাথে আমার এক্সপেরিয়েন্স খুব একটা খারাপ না। কয়েকদিন আগে ৯৯৯ এ ফোন করে পুলিশের একটা সেবা পেয়েছি বলার মতো। গুলিস্তান বাস টার্মিনালে কুলির চাদাবাজির খপ্পরে পড়েছিলাম। তারপর ৯৯৯ এ কল করার পর পুলিশ বক্স থেকে লোক পাঠিয়েছে সমস্যা সমাধান করার জন্য। আবার থানা থেকে একজন এস আই কল করে আমার সমস্যা সমাধান হয়েছে কি না জানতে চেয়েছেন। সব যায়গায় ভালো খারাপ মিলিয়েই লোক থাকে।
|
|
|
|
synchronym
|
|
March 08, 2024, 02:37:07 PM |
|
ভাই বাংলাদেশ পুলিশ বাংলাদেশের মানুষের সাথে কি ধরনের আচরণ করে এটা সবাই কম বেশি জানে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে একটু ভিন্ন হয়ে গেছে ব্যাপারটা তার অনেক টাকা হারাইছে এটার জন্য খারাপ লাগছে। বিষয়টা কিন্তু পুলিশের সাথে যারা মামলা লড়ছে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আপনার সাথে আমি এখানে একমত শেষ পর্যন্ত কি হবে এটা দেখার বিষয় এখন। আসলে বাংলাদেশের ইতিহাসে অতীতে যদি আপনি একটু ঘটনাগুলো দেখেন। তাহলে দেখবেন যে পুলিশি বা প্রশাসনের সাথে যারা মামলায় জড়াইছে এদের শেষ পর্যন্ত কেউই তেমন একটা লাভ করতে পারেনি বরঞ্চ উল্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশের পুলিশরা সবচেয়ে জঘন্য, পুলিশ দেখলেই আমার রাগ ওঠে, নেয় অন্যায় কোন কিছু না বুঝেই ঘুষ খাওয়ার জন্য ধান্দা করে। এখন এই ঘটনাটি দেখে একটা প্রবাদ মনে পরল, মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়া, যদি রশি পাগল হয়ে যায় তাহলে কি দিয়ে বাঁধবে। যেখানে চোরে জনগণের কোন কিছু আত্মসাৎ করলে পুলিশরাই উদ্ধার করবে, কিন্তু এখানে দেখি ব্যতিক্রম ঘটনা পুলিশ রাই জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। তবে ওই লোকটা অন্য কোন মাধ্যমে টাকা হারালে ফেরত পেত, কিন্তু যেসব ঘটনার সাথে জড়িত হয়েছে তাতে তিনি টাকা ফেরত পাবে না। এখানেই একটা বিষয় পরিষ্কার সকলেই সতর্ক থাকুন, এমন হতে পারে সেম ঘটনা আপনার আমার সাথেও ঘটে যেতে পারে। দিন যত যাচ্ছে পুলিশের আচরণ ততই খারাপ হচ্ছে বলতে গেলে এক প্রকার চাঁদাবাজি পুলিশ হচ্ছে সাধারণ জনগণের রক্ষক সে রক্ষক যদি সাধারণ জনগণকে রক্ষা না করে ক্ষতি করার চেষ্টা করে তাহলে দেশটা চলবে কেমন করে। পুলিশ কে দেখলে সাধারন মানুষ কেউই সম্মানের চোখে দেখে না একমাত্র তাদের আচরণের কারণে পুলিশ যদি সৎ হতো অবশ্যই পুলিশকে সম্মান টা পেত পুলিশ মূলত জনগণের সেবায় নিয়োজিত অথচ তারা জনগণের সেবা না করে বরঞ্চ জনগণকে হেনস্তা করছে। তবে দিন যত যাবে পুলিশের চাঁদাবাজি তত বাড়বে এই পুলিশের চাঁদাবাজি আদৌ কোনদিন বন্ধ হবে কিনা সেটা বলা কঠিন। পুলিশের সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যায় সাংবাদিক ভাই বোনেরাও অনেক সত্য নিউজটাকে মিথ্যা বলে চালিয়ে যায় পুলিশ যেরকম অনেকটাই দোষী যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করতে যাই সাংবাদিক রাও যারা অসাধু সাংবাদিক আছে তারা অনেকটাই সত্যি আড়াল করার পিছনে সমান ভাবে দোষী।
|
|
|
|
Negotiation
|
|
March 08, 2024, 06:10:13 PM |
|
আপনি যা বললেন, তার সাথে আমি একমত। যারা মিডিয়া কভারেজ পায়নি, তারা মামলা করে কিছুই করতে পারেনি। কিন্তু যারা মিডিয়া কভারেজ পেয়েছে, তাদের উপকার না হলেও খুব একটা অসুবিধা হয়নি। যেমন মেজর সিনহা হত্যার সাথে ওসি প্রদিপ জরিত থাকার প্রমান পাওয়ার পর কিন্তু সে আর ছাড় পায়নি। যদিও এখানে মামলা ভিন্ন। তবে যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ, সেজন্য এই ব্যাক্তির জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে। নইলে হয়তো ভালো একটা রেজাল্ট আশা করা যেতো।
পুলিশের সাথে আমার এক্সপেরিয়েন্স খুব একটা খারাপ না। কয়েকদিন আগে ৯৯৯ এ ফোন করে পুলিশের একটা সেবা পেয়েছি বলার মতো। গুলিস্তান বাস টার্মিনালে কুলির চাদাবাজির খপ্পরে পড়েছিলাম। তারপর ৯৯৯ এ কল করার পর পুলিশ বক্স থেকে লোক পাঠিয়েছে সমস্যা সমাধান করার জন্য। আবার থানা থেকে একজন এস আই কল করে আমার সমস্যা সমাধান হয়েছে কি না জানতে চেয়েছেন। সব যায়গায় ভালো খারাপ মিলিয়েই লোক থাকে।
হুম ভাই ভালো মন্ধ সব জায়গাতেই আছে, এখন এই ধরনের কেস গুলো খুব বেশীদিন হাইলাইট থাকেনা একটা মুচলেকা নিলেই বাঁদি পক্ষের কেউ আর মিডিয়ার সামনে কথা বলতে আসবেনা, তবে আমাদের কমুনিটির শক্ত কেউ নাই তাছাড়া এগুলো এতদূর বাড়তে পারতোনা। আসলে বাস্তব সত্য হলো আমাদের দেশের কিছু খারাপ মানুষের জন্যে অনলাইন সেক্টর টা এখন পর্ন্ত অবহেলিত।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2380
Merit: 1304
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
March 09, 2024, 03:58:53 AM Merited by Xal0lex (2), paid2 (1) |
|
paid2 একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#2)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যাদের মেরিট ১০০০ বা তার বেশি তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalk.org/index.php?topic=5488118
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 09, 2024, 02:33:11 PM |
|
হুম ভাই ভালো মন্ধ সব জায়গাতেই আছে, এখন এই ধরনের কেস গুলো খুব বেশীদিন হাইলাইট থাকেনা একটা মুচলেকা নিলেই বাঁদি পক্ষের কেউ আর মিডিয়ার সামনে কথা বলতে আসবেনা, তবে আমাদের কমুনিটির শক্ত কেউ নাই তাছাড়া এগুলো এতদূর বাড়তে পারতোনা। আসলে বাস্তব সত্য হলো আমাদের দেশের কিছু খারাপ মানুষের জন্যে অনলাইন সেক্টর টা এখন পর্ন্ত অবহেলিত।
আসলে আমাদের সিষ্টেমটাই উল্টা। বাংলাদেশ কিন্তু প্রায় সব ক্ষেত্রেই ভারতকে ফলো করে থাকে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির বেলায় কিন্তু ভারতকে ফলো করেনি। আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি অবৈধ, এটার সুযোগ নিচ্ছে একটা মহল। আইনি ভাবে আসলে আপনি তাদের বিরুদ্ধে কোনো একশন নিতে পারবেন না। কারন আইনের চোখে কিন্তু আপনি নিজেই একজন অপরাধী। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কিন্তু বাংলাদেশে প্রচুর স্ক্যাম এর ঘটনা ঘঠছে, তবে কেউ সাহস করে মামলা মোকদ্দমা করে না কারন তারা নিজেরা জানে যে তারা নিজেরাই এখানে আইনের চোখে অপরাধী। খুব বড় কোনো এমাউন্ট স্ক্যাম না হলে সেগুলো সবার চোখের সামনে আসে না। কমিউনিটির শক্ত কে থাকবে বলেন? আপনি অবৈধ কিছুর পক্ষে থেকে তো কিছু করতে পারবেন না। পলক সাহেব দু-চার কথা বলতো, এখন আর বলে না।
|
|
|
|
Negotiation
|
|
March 10, 2024, 02:55:17 AM |
|
আসলে আমাদের সিষ্টেমটাই উল্টা। বাংলাদেশ কিন্তু প্রায় সব ক্ষেত্রেই ভারতকে ফলো করে থাকে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির বেলায় কিন্তু ভারতকে ফলো করেনি। আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি অবৈধ, এটার সুযোগ নিচ্ছে একটা মহল। আইনি ভাবে আসলে আপনি তাদের বিরুদ্ধে কোনো একশন নিতে পারবেন না। কারন আইনের চোখে কিন্তু আপনি নিজেই একজন অপরাধী। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কিন্তু বাংলাদেশে প্রচুর স্ক্যাম এর ঘটনা ঘঠছে, তবে কেউ সাহস করে মামলা মোকদ্দমা করে না কারন তারা নিজেরা জানে যে তারা নিজেরাই এখানে আইনের চোখে অপরাধী। খুব বড় কোনো এমাউন্ট স্ক্যাম না হলে সেগুলো সবার চোখের সামনে আসে না। কমিউনিটির শক্ত কে থাকবে বলেন? আপনি অবৈধ কিছুর পক্ষে থেকে তো কিছু করতে পারবেন না। পলক সাহেব দু-চার কথা বলতো, এখন আর বলে না।
আসলে পলক সাহেব অনেক চেস্টা করেছেন একটা ক্মুনিটি দ্বার করাতে, বিভিন্ন্য উদ্যগ নিয়েওছেন কিন্তু যাদের দায়ীত্ব দিয়েছেন, তারা পরে চাটাচাটিতেই ব্যাস্ত হয়েছেন। কমুনিটির জন্যে কাজের কাজ কিছুই করেন নি। আমাদের দেশের আসলে সবকিছুই উল্টা। আর আমরা ভারতকে ফলো করি কিন্ত কিন্ত খারাপ জিনিশ গুলোকে বেশি ফলো করছি কিন্তু ভালো কাজ গুলোকে ফলো করিনা।
|
|
|
|
Crypto Library
|
|
March 10, 2024, 07:46:37 PM |
|
এজন্যই তো আমারে কেউ দেখতে পারে না। আমি যে বে-লাইনে কথা বলি, আমি ভালো হতে চাচ্ছি ভাই। আমি আর এসব নিয়ে কথা বলবো না। আমাদের থ্রেড এর আরেজন কে দেখলাম নতুন হিরো একাউন্ট কিনেছে। এবং সেটা দিয়ে পোষ্ট করতেছে। যদিও সেটা নতুন কিনে নাই। আগেই কিনেছে। তবে সেটা দিয়ে ২ মাস যাবৎ গ্লোবাল বোর্ড এ পোষ্ট করতেছে।
তাই নাকি ভাই, এরকম তো কোন পুণ্যবান বান্দা আমার চোখের সামনে এবার তো পড়েনি। যদিও কয়েকদিন আমি ট্যুরে থাকার কারণে আরো কিছু নিজের ব্যক্তিগত কাজের কারণে এইসব এক্সপ্লোরেশন কমিয়ে দিয়েছিলাম। যাই হোক ভাই ওই পুণ্যবান বান্দাটি কে আমাকে একটু পার্সোনাল মেসেজে বলি দিয়েন। আমি তাহারে আঁখিতে আঁখিতে রাখিতে চাহিতে চাই। আমি আপাতত চাচ্ছিলাম ৭০ হাজারে কিছু প্রফিট ক্যাশ করে ফেলতে। আমি বেশ কিছু যাগয়া থেকে সব মিলিয়ে ২.৫ কে ডলার লোন করে ফেলছি। সেগুলো দিয়ে দিতে পারতাম। আপনিও তো পাবেন। এজন্য আমি চাচ্ছিলাম বিটকয়েন অন্তন এই সপ্তাহে অলটাইম হাই দিয়ে তারপর আবার বায় ব্যাক করার একটা সুযোগ দিক। বিটকয়েন তো ৬৯ থেকেই আবার নিচে চলে আসছে।
অভিনন্দন ভাই আপনার ইচ্ছাই পূরণ হল। আমি তো ভাই আপনাকে বলতে চাই যে লং টার্ম এর জন্য হোল্ডিং এমাউন্ট কে ক্যাশ না করতেই যদিও আর কোনো উপায় না থাকলে কিছু করার নেই। তারপরও আমি আপনাকে বলব আপনার বিটকয়েন আপনি হোল্ডিং চালিয়ে যান। আর লোনের টাকাগুলো অন্যান্য আর্নিং সোর্স থেকে অল্প অল্প করে জমা করা শুরু করেন। আমি তো ভুল করে শুধু মাথা থাপড়াইতাছি যদিও শুধু ৪০০ ডলার এর বিটকয়েন ছিল সেগুলোকেই সেল করে আমার দুখের সীমানা নাই কারেকশনকে দেখতেই পাচ্ছি না। আসলে আমাদের সিষ্টেমটাই উল্টা। বাংলাদেশ কিন্তু প্রায় সব ক্ষেত্রেই ভারতকে ফলো করে থাকে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির বেলায় কিন্তু ভারতকে ফলো করেনি। আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি অবৈধ, এটার সুযোগ নিচ্ছে একটা মহল। আইনি ভাবে আসলে আপনি তাদের বিরুদ্ধে কোনো একশন নিতে পারবেন না। কারন আইনের চোখে কিন্তু আপনি নিজেই একজন অপরাধী। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কিন্তু বাংলাদেশে প্রচুর স্ক্যাম এর ঘটনা ঘঠছে, তবে কেউ সাহস করে মামলা মোকদ্দমা করে না কারন তারা নিজেরা জানে যে তারা নিজেরাই এখানে আইনের চোখে অপরাধী। খুব বড় কোনো এমাউন্ট স্ক্যাম না হলে সেগুলো সবার চোখের সামনে আসে না। কমিউনিটির শক্ত কে থাকবে বলেন? আপনি অবৈধ কিছুর পক্ষে থেকে তো কিছু করতে পারবেন না।
যে বিষয়টি নিয়ে আসলে কথা হচ্ছে, মানে যে ফ্রিল্যান্সার এর সাথে ওই ঘটনাটি ঘটে গেল ওনার ন্যায়বিচার করতে গেলে এখন সাজা ওনার এবং যারা টাকাগুলো নিয়েছে উভয়েরই হবে। ওনারও সাজা হবে কারণ আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ সে হিসেবে সে আইন লঙ্ঘন করেছে সে হিসেবে তার সাজা হবে । কিন্তু মাঝখান থেকে সাজার নামে নাটক হবে যারা টাকাগুলো হাতিয়ে নিয়েছে। হয়তো কিছুদিন বসিয়ে রেখে আবার চাকরিতে চালান করে দিবে, জেলে না। পলক সাহেব দু-চার কথা বলতো, এখন আর বলে না। কারে কি বলবো ভাই, উনি দুই চার কথা কেমনে বলবে বলেন তো দেখি প্রহসনের নির্বাচন হলেও নির্বাচন তো হয়েছে, নিজের দলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলেও তো হয়েছে একটু দৌড়ঝাপ। আর তাছাড়া মনে হয় সে শুধু এইসব মুখের মধু দিয়ে তরুণদের অন্তর টাই জয় করতে চেয়েছে আর কিছু না। সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bd officer
|
|
March 11, 2024, 06:24:45 AM |
|
@krogothmanhattan আবারো ৫৫৪ তম ফ্রি র্যাফেল এনেছেন। আমাদের লোকাল থেকে @shasan আবেদন করেছেন আমিও আবেদন করেছি। ভাবছিলাম shasan ভাই এখানে পোস্ট করবেন, কিন্তু ভাইয়ে পোস্ট টা করেন নাই। যাইহোক, যারা আবেদন করতে চান, আবেদন করে ফেলুন। যারা ১লা ফেব্রুয়ারির আগে একাউন্ট রেজিষ্ট্রেশন করেছেন তারা আবেদন করতে পারবেন। র্যাফেল লিংক: https://bitcointalk.org/index.php?topic=5488334.msg63787322#msg63787322Only one spot per person. No NEWBIES registered anytime after 1st of February 2024
পিক উৎস সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেলো, আবার আমাদের মাঝে রমজান মাসে চলে এসেছে। আল্লহ যেন সকল কে ২৯/৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসটা এবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করবেন।
|
|
|
|
Z_MBFM
|
|
March 11, 2024, 08:55:48 AM |
|
হুম ভাই ভালো মন্ধ সব জায়গাতেই আছে, এখন এই ধরনের কেস গুলো খুব বেশীদিন হাইলাইট থাকেনা একটা মুচলেকা নিলেই বাঁদি পক্ষের কেউ আর মিডিয়ার সামনে কথা বলতে আসবেনা, তবে আমাদের কমুনিটির শক্ত কেউ নাই তাছাড়া এগুলো এতদূর বাড়তে পারতোনা। আসলে বাস্তব সত্য হলো আমাদের দেশের কিছু খারাপ মানুষের জন্যে অনলাইন সেক্টর টা এখন পর্ন্ত অবহেলিত।
আসলে আমাদের সিষ্টেমটাই উল্টা। বাংলাদেশ কিন্তু প্রায় সব ক্ষেত্রেই ভারতকে ফলো করে থাকে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির বেলায় কিন্তু ভারতকে ফলো করেনি। আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি অবৈধ, এটার সুযোগ নিচ্ছে একটা মহল। আইনি ভাবে আসলে আপনি তাদের বিরুদ্ধে কোনো একশন নিতে পারবেন না। কারন আইনের চোখে কিন্তু আপনি নিজেই একজন অপরাধী। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কিন্তু বাংলাদেশে প্রচুর স্ক্যাম এর ঘটনা ঘঠছে, তবে কেউ সাহস করে মামলা মোকদ্দমা করে না কারন তারা নিজেরা জানে যে তারা নিজেরাই এখানে আইনের চোখে অপরাধী। খুব বড় কোনো এমাউন্ট স্ক্যাম না হলে সেগুলো সবার চোখের সামনে আসে না। কমিউনিটির শক্ত কে থাকবে বলেন? আপনি অবৈধ কিছুর পক্ষে থেকে তো কিছু করতে পারবেন না। পলক সাহেব দু-চার কথা বলতো, এখন আর বলে না। বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে সবল না তাই এখানে বিটকয়েনকে বৈধতা দিয়ে দেশ আরো বিপদে পড়বে। আর আমরা সবাই জানি যে বাংলাদেশে কী চলে। বিটকয়েনের বৈধতা দেওয়া হয়নাই কিন্তু ঠিকি দুমাইয়া ক্রয় বিক্রয় হইতেছে এটা দুর্নিতিবাজদের জন্যও একটা প্লাস পয়েন্ট কারন তারা টাকা পয়সা বিভিন্ন উপায়ে বিটকয়েনে ডুকিয়ে ইচ্ছা রকম টাকা পাচার করছে। যে যেখানে পুরো দেশ পরিচালনা করছে তারাই সেখানে বিটকয়েনকে বৈধতা দিয়া নিজেদের সহজ পথ বন্ধ করবে বলে আপনার মনে হয়? যাইহোক আমি নিজেও বিটকয়েনের বৈধতা/অবৈধতা নিয়ে উৎসাহিত না। পলক সাহেব ইয়াং লোক তো তার মাথায় অনেক ভালো কিছু আছে সে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ICT বিভাগকে চালাতে চান কিন্তু সে একা চাইলে তো হবে না ভাই তাই সেও এই বিষয়গুলা নিয়া বলা বাদ দিয়ে দিছে।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
Elissa~sH
Member
Offline
Activity: 84
Merit: 57
|
|
March 11, 2024, 04:28:29 PM |
|
সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেলো, আবার আমাদের মাঝে রমজান মাসে চলে এসেছে। আল্লহ যেন সকল কে ২৯/৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসটা এবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করবেন।
আসসালামুয়ালাইকুম সবাই দেখতে দেখতে আবার মাহে রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাসে আমরা দীর্ঘ ৩০ দিন রোযা রাখি।
ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ্ ভাই আল্লাহ্ তৌফিক দিলে সবগুলো রোজা রাখার ইচ্ছে আছে। আমার সকল বাঙ্গালী ভাইদের জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। আমাদের মুসলমানদের জন্য রমজান মাস একটি ফজিলত পূর্ণ মাস৷ আমরা মুসলমানরা এই মাসের আমাদের সংযমের মধ্যে দিয়ে পালন করি। এই মাসটায় শয়তানকে করা হয় বন্ধি এবং আমাদের জন্য একটা সুযোগ বেশি বেশি এবাদত করে আল্লাহ্ নৈকট্য লাভ করা। আমার সকল মুসলিম ভাইয়েরা সবাই রোজা রাখবেন নামায পরবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আমার জন্যও দোয়া রাখবেন সবাই। Ramadan Mubarak
|
|
|
|
synchronym
|
|
March 11, 2024, 06:02:40 PM |
|
সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেলো, আবার আমাদের মাঝে রমজান মাসে চলে এসেছে। আল্লহ যেন সকল কে ২৯/৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসটা এবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করবেন।
আসসালামুয়ালাইকুম সবাই দেখতে দেখতে আবার মাহে রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাসে আমরা দীর্ঘ ৩০ দিন রোযা রাখি।
ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ্ ভাই আল্লাহ্ তৌফিক দিলে সবগুলো রোজা রাখার ইচ্ছে আছে। আমার সকল বাঙ্গালী ভাইদের জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। আমাদের মুসলমানদের জন্য রমজান মাস একটি ফজিলত পূর্ণ মাস৷ আমরা মুসলমানরা এই মাসের আমাদের সংযমের মধ্যে দিয়ে পালন করি। এই মাসটায় শয়তানকে করা হয় বন্ধি এবং আমাদের জন্য একটা সুযোগ বেশি বেশি এবাদত করে আল্লাহ্ নৈকট্য লাভ করা। আমার সকল মুসলিম ভাইয়েরা সবাই রোজা রাখবেন নামায পরবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আমার জন্যও দোয়া রাখবেন সবাই। Ramadan Mubarak Ramadan Mubarak দীর্ঘ এক বছর পরে পবিত্র মাহে রমজান আমাদের ধারে এসেছে রহমত বরকতময় এই মাসটি মহান আল্লাহ তায়ালা আমাদেরকে এই পবিত্র মাসে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। পবিত্র মাহে রমজান এ মাসটি মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মুসলমানরা এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করে।মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।
|
|
|
|
Learn Bitcoin
|
|
March 12, 2024, 04:59:27 AM |
|
আমি একটু মানষিক ভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। ফোরামে তেমন সময় দিতে পারছি না। নতুন একটা ব্যাবসা শুরু করেছিলাম, সেখানেও ঠিক ভাবে সময় দিতে পারছি না। হালাল কামাই করার একটা ইচ্ছা মনের ভেতরে সব সময় ছিলো। কিন্তু ক্যাসিনো প্রমোট করা তো হারাম। তাই সেখানের ইনকাম দিয়ে মন কে কখনোই শান্তনা দিতে পারছিলাম না। তাই ফোরামে তেমন পোষ্ট করতেও ইচ্ছা হয় না। ফ্যামিলিতে নানান সমস্যার ভেতরে যাচ্ছি। গতকাল ইচ্ছা করেই সিগন্যাচার ক্যাম্পেইন থেকে লিভ নিয়েছি। মন মানষিকতা নষ্ট হয়ে গেছে বেশ কিছু কারনে। আমি আপাতত অল্টকয়েনটকে বেশি একটিভ থাকবো। এখানেও একটিভ থাকবো। রমজান মাস চলছে, আমি চাই না কারো সাথে ঝামেলায় জড়াতে। আমার কারনে যাদের সমস্যা হয়েছে, আমাকে নিজ গুনে ক্ষমা করবেন। সকালেই একটা বাজে স্বপ্ন দেখলাম।
|
|
|
|
|