roksana.hee
|
|
September 07, 2023, 02:34:10 PM |
|
বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ।
আমি আপনার মতামতের সাথে একশভাগ সহমত পোষণ করছি। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি বিটকয়েন টকের পুরান ইউজার। যাই হোক, আপনার পোস্টটা একটা প্রতিবাদ মূলক পোস্ট। আপনি যদি পুরান বিটকয়েনটক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এটা আপনার নতুন কোন আইডি। যাই হোক ভাই, আপনার এই পোস্টটি পড়ে আমার ভালো লাগছে। আশাকরি বিটকয়েনটক ফোরামের (বাংলাদেশ) সবারই ভালো লাগবে। এই সমস্যাগুলো ওভারকাম করে চলার চেষ্টা করি। আর একটা কথা হ্যাঁ ভাই, আপনার প্রতি অনুরোধ রইলো। আপনি নিজেও এই রুলসটা ফলো করবেন। Newbies - Read before postingUnofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQBTCtalk Activity timesFAQ: Everything you need to know about forum 'activity, account ranks and meritMerit & new rank requirementsযদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল, "এই পোস্টগুলা একটু ভালো করে পড়ে নিবেন" বিশেষ করে @Little Mouse, @Shasan, @Cripto Libery, @LDL, @Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলা করার চেষ্টা করবেন।
|
|
|
|
Z_MBFM
|
|
September 07, 2023, 03:49:06 PM Last edit: September 07, 2023, 04:00:40 PM by Z_MBFM |
|
সবাই মনে করে মেরিট বাড়ানো খুব কঠিন কাজ কিন্তু আসলে সেটা খুবই সহজ। কিছু কিছু মেম্বার আছে যাদের বিটকয়েনটক আইডির বয়স ২ থেকে ৩ বছর তবুও তাদের কোনো মেরিট নেই। তাদের রেঙ্ক আপ করতে খুবই কষ্ট হয়। তাদের মধ্যে কিছু কিছু মেম্বার আছে যারা রেঙ্ক আপ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। দিন শেষে তাদের খালি হাতেই ফিরে যেতে হয়। মেরিট না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বান্টি ক্যাম্পেইন এ কাজ করা। যারা বান্টি ক্যাম্পেইনে কাজ করে তারা মেরিট পাওয়ার জন্য চেষ্টাও করে না। কারণ তারা মেরিট বাড়ানোর সময়ই পান না। বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ। এইসব সমস্যা দূর করতে পারলে সবাই সবার আইডির র্যাঙ্ক আপ করতে পারবে। পোস্টের গুনগতমান উন্নত হবে এবং বাঙালি মেম্বারদের উন্নতি হবে। এর সাথে বাংলাদেশ থ্রেডও উন্নত হবে। আমার আশা বাংলাদেশ যেন আগামীতে নিজস্ব বোর্ড পায়।
ভাই আগে নিজে কিছু মেরিট পান তারপর বলেন যে মেরিট পাওয়া অনেক সহজ। আপনি সবে মাত্র একাউন্ট খুলে এমন কথা বলছেন যেন আপনি এই ফোরামে দীর্ঘদিন যাবত আছেন আর আপনার বড় কোনো একাউন্ট আগে থেকেই আছে থাকলেও সমস্যা না কারন এই ফোরামে আল্ট একাউন্ট থাকা কোনো অপরাধ না। তবে ভাই একটা কথা কি সব একাউন্টের সাথে সব ধরনের পোস্ট যায় না। আপনি যে লেকচার দিলেন তাতে আপনার এই একাউন্টের সাথে এই লেকচার যায় না। আপনি সবে মাত্র একাউন্ট খুলছেন আর এই পোস্ট হলো আপনার ২য় পোস্ট আর আপনি বাউন্টি সম্পর্কে জানেন আবার সবাইকে এতো সুন্দর ভাবে এডভাইস করছেন আবার মনের খোভ প্রকাশ করছেন। আমি আপনার এই পোস্ট দেখে সত্যিই আশ্চর্য হইছি ভাই। ভাই আমার ছবিগুলো থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমি পিকগুলো আরও সুন্দর করে দিলাম।
আরে ভাই এতো বড় বড় ইমেজ কেউ পোস্ট করে নাকি। সুন্দরের নামে আরো অসুন্দর করছেন। এগুলো দেখতে অনেক বাজে লগতাইছে। ইমেজের height / Width কমিয়ে ইমেজ ছোট করেন এতে ওগুলা দেখতে ভালো লাগবে। [img height=300 width=250]https://www.talkimg.com/images/2023/09/04/mnW3m.jpeg[/img]
[img height=300 width=250]https://www.talkimg.com/images/2023/09/04/mnOS1.jpeg[/img]
[img height=300 width=250]https://www.talkimg.com/images/2023/09/04/mnpbl.jpeg[/img]
[img height=300 width=250]https://www.talkimg.com/images/2023/09/04/mnbJT.jpeg[/img]
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Dimitri94
|
|
September 07, 2023, 09:18:46 PM |
|
অভিনন্দন @2Pizza410000BTC দ্রুত আরও একটি র্যাংক অর্জন করার জন্য। বাংলা কমিউনিটিতে আর একজন ফুলমেম্বার সদস্য যুক্ত হল। পরিশ্রম কখনই বৃথা যায় না যারা পরিশ্রম করবে তারা বিফলে যাবে না। মহান আল্লাহ তাদের কে অবশ্যই তার পরিশ্রমের পারিশ্রমিক দিবেন। যাই হোক বাংলা কমিউনিটি আগের চেয়ে তুলনামুলকভাবে এখন অনেক স্ট্রং এবং আগামি দিনগুলোতে এর আরও প্রসার ঘটবে। Learn Bitcoin ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি যে বিষয়টি নিয়ে অনুবাদ করেছেন তা ছোট কোন বিষয় নয়। আমি লেখাটি ইগনর করেছিলাম কারন এটি অনেক বড় আর্টিকেল ছিল তবে উপেক্ষা করতে পারলাম না অনেক তথ্য এবং উপাত্তে ভরা রয়েছে আর্টিকেলটি এবং যার হেড লানটি ছিল এমন যে আমার পড়া উচিত। তবে সম্পূর্ণ পরে খুবই সামান্য ধারনা নিয়েছি। বিষয়টি অনেক জটিল যেটি নিয়ে আপনি কাজ করেছেন। স্বাভাবিকভাবেই এটি একটি সময় সাপেক্ষ্য পরিশ্রমের কাজ যেখানে ধৈর্য্য ছাড়া করা সম্ভব নয়। আমি বুঝতাম না যদি না আমি আপনার অনুবাদটি না পরতাম। জুলিয়ান অ্যাসাঞ্জ একজন অস্ট্রেলিয় সাংবাদিক যিনি সর্বদা তথ্যের মুক্তির জন্য কাজ করার আহবান জানিয়ে আসছিলেন। তার কর্মের কারনে তাকে দীর্ঘ সময় যাবৎ কারারুদ্ধ জীবন যাপন করতে হচ্ছে। সত্য এবং গোপন তথ্য প্রকাশের জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে। অনলাইনে গোপন তথ্য প্রকাশ করার ক্ষেত্রে যার ব্যাপক সুনাম তৈরী হয়েছিল। তবে জনগনের ব্যেক্তিগত তথ্য নিরাপদে রাখার জন্য তিনি সর্বদা আগ্রহি ছিলেন। তিনি যেমন তথ্য প্রকাশের স্বাধীনতা চেয়েছেন সেই সাথে ব্যেক্তিগত তথ্য গোপন রাখতেও গুরত্ব দিয়েছেন। তার কাজের জন্য তিনি প্রায়ই সরকারের সাথে বিরোধের জেরে অভিযুক্ত হতেন এবং এক পর্যায়ে একটি মামলায় তিনি অভিযুক্ত আছেন কিন্তু তিনি সেখানে নিজেকে নির্দোশ বলে দাবি করেন। ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি।
|
|
|
|
LDL
|
|
September 07, 2023, 09:55:50 PM Last edit: September 07, 2023, 10:38:50 PM by LDL |
|
গত জুলাই (২৮৬) মাসের তুলনায় লোকাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটিতে পোস্টের সংখ্যা আগস্টের বৃদ্ধি পেয়েছে ৩৭২টি অর্থাৎ আগস্ট মাসে পোষ্ট বৃদ্ধি পেয়েছে ৮৬ টি। সমীক্ষার চার্ট পর্যালোচনা করে দেখা যায় যে আগস্টে আমাদের লোকাল কমিউনিটিতে একটু বেশি অ্যাক্টিভ থেকেছে। হ্যাঁ এখানে গত জুলাই মাসে একটিভ ইউজার সংখ্যা ছিল ৫২ জন কিন্তু আগস্ট মাসে এসে একটিভ ইউজার সংখ্যা কিছুটা কমে গেছে। আগস্টে একটিভ ইউজার সংখ্যা ছিল ৪৯ জন। বাংলাদেশ লোকাল কমিউনিটিতে একটিভ ইউজার সংখ্যা কিছুটা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের কিছু লোকাল কমিউনিটির ইউজার কিছু ভুল করায় পার্মানেন্টলি ব্যান্ড করে দেয়া হয়েছে এজন্য আগস্টে আমাদের কিছু মেম্বার ইনঅ্যাক্টিভ দেখাইছে এ কারণে তিনজন মেম্বার কমে গেছে। আশা করি আগামী মাসগুলোতে এরকম ভুল করার পরিমাণ কমে যাবে এবং একটিভ ইউজার সংখ্যা আমরা আরো বেশি পাব। ক্যাটাগরিভিত্তিক ইউজারদের পোষ্টের সংখ্যা আগের মতই স্থিতিশীল রয়েছে এবং আশা করি সেপ্টেম্বর মাসে আমাদের প্রত্যেকের পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা সেই লক্ষ্য অর্জনে সর্বদা বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব। এই মাসে লোকালে মেরিট ট্রান্সফার সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে লোকাল কমিউনিটিতে মেরিট আদান-প্রদান হয়েছে ৯২ টি কিন্তু এবার আগস্ট মাসে মেরিট আদান-প্রদান বৃদ্ধি পেয়ে ১৪৬ টি হয়েছে। এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় কেননা কোন মেরিট সোর্স না থাকা অবস্থায় আমাদের একান্ত প্রচেষ্টায় মেরিট উপার্জন করে সেই মেরিট এখানে ডিস্ট্রিবিউশন করে অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ডের তুলনায় আমরা অনেকটা এগিয়েই আছি বলা যায়। এরকম মাইল ফলক যাতে সর্বদা ধরে রাখতে পারি এর জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আগস্টে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি পোস্ট করা ইউজারের নাম ও পোস্ট সংখ্যা 1. Learn Bitcoin [46] 2. DYING_S0UL [43] 3. Bitcoin_people [27] 4. 2Pizza410000BTC [26] 5. Bd officer [24] 6. LDL [16] 7. Lion02 [14] 8. Shishir99 [14] 9. Z_MBFM [14] 10. Little Mouse [13]
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Learn Bitcoin
|
|
September 08, 2023, 02:08:28 AM |
|
ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি। যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?
|
|
|
|
DYING_S0UL
|
|
September 08, 2023, 02:48:09 AM Last edit: September 08, 2023, 02:58:50 AM by DYING_S0UL |
|
ক্যাটাগরিভিত্তিক ইউজারদের পোষ্টের সংখ্যা আগের মতই স্থিতিশীল রয়েছে এবং আশা করি সেপ্টেম্বর মাসে আমাদের প্রত্যেকের পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা সেই লক্ষ্য অর্জনে সর্বদা বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব।
এই মাসে লোকালে মেরিট ট্রান্সফার সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে লোকাল কমিউনিটিতে মেরিট আদান-প্রদান হয়েছে ৯২ টি কিন্তু এবার আগস্ট মাসে মেরিট আদান-প্রদান বৃদ্ধি পেয়ে ১৪৬ টি হয়েছে। এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় কেননা কোন মেরিট সোর্স না থাকা অবস্থায় আমাদের একান্ত প্রচেষ্টায় মেরিট উপার্জন করে সেই মেরিট এখানে ডিস্ট্রিবিউশন করে অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ডের তুলনায় আমরা অনেকটা এগিয়েই আছি বলা যায়। এরকম মাইল ফলক যাতে সর্বদা ধরে রাখতে পারি এর জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
আগস্টে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি পোস্ট করা ইউজারের নাম ও পোস্ট সংখ্যা 1. Learn Bitcoin [46] 2. DYING_S0UL [43] 3. Bitcoin_people [27] 4. 2Pizza410000BTC [26] 5. Bd officer [24] 6. LDL [16] 7. Lion02 [14] 8. Shishir99 [14] 9. Z_MBFM [14] 10. Little Mouse [13]
ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল। নেট: লিংকটা পেয়েছি LDL ভাইয়ের কোট এই ছিল ভুলে গিছিলাম। আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার!সবশেষে নিজের কথা বলি। আমি এতোগুলো পোস্ট কবে করলাম নিজেও কনফিউজড । এক বছর আগে আইডিটি বানালেও আমি মাত্র একমাস হলাম আক্টিভ। তখন কিছু ব্যক্তিগত কারনে ফোরামে থাকা হয়নি। যাই হোক আশা করি এভাবেই বাংলা বোর্ডে উপরে থাকতে পারবো। এমন কি Learn Bitcoin ভাইয়ের উপরে ও!
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
HelliumZ
|
|
September 08, 2023, 02:56:54 AM Merited by Nothingtodo (1) |
|
ক্যাটাগরিভিত্তিক ইউজারদের পোষ্টের সংখ্যা আগের মতই স্থিতিশীল রয়েছে এবং আশা করি সেপ্টেম্বর মাসে আমাদের প্রত্যেকের পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা সেই লক্ষ্য অর্জনে সর্বদা বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব।
এই মাসে লোকালে মেরিট ট্রান্সফার সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে লোকাল কমিউনিটিতে মেরিট আদান-প্রদান হয়েছে ৯২ টি কিন্তু এবার আগস্ট মাসে মেরিট আদান-প্রদান বৃদ্ধি পেয়ে ১৪৬ টি হয়েছে। এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় কেননা কোন মেরিট সোর্স না থাকা অবস্থায় আমাদের একান্ত প্রচেষ্টায় মেরিট উপার্জন করে সেই মেরিট এখানে ডিস্ট্রিবিউশন করে অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ডের তুলনায় আমরা অনেকটা এগিয়েই আছি বলা যায়। এরকম মাইল ফলক যাতে সর্বদা ধরে রাখতে পারি এর জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
আগস্টে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি পোস্ট করা ইউজারের নাম ও পোস্ট সংখ্যা 1. Learn Bitcoin [46] 2. DYING_S0UL [43] 3. Bitcoin_people [27] 4. 2Pizza410000BTC [26] 5. Bd officer [24] 6. LDL [16] 7. Lion02 [14] 8. Shishir99 [14] 9. Z_MBFM [14] 10. Little Mouse [13]
ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল।আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার!সবশেষে নিজের কথা বলি। আমি এতোগুলো পোস্ট কবে করলাম নিজেও কনফিউজড । এক বছর আগেও আইডিটি বানালেও আমি মাত্র একমাস হলাম আক্টিভ। তখন কিছু ব্যক্তিগত কারনে ফোরামে থাকা হয়নি। যাই হোক আশা করি এভাবেই বাংলা বোর্ডে উপরে থাকতে পারবো। এমন কি Learn Bitcoin ভাইয়ের উপরের? LDL সিনিয়র ভাই যে লিঃ এনেছেন তা তো উপরেই দেয়া আছে। আপনি শুধু ওই লিংকে ক্লিক করলেই অরজিনাল পোস্টে নিয়ে যাবে। জীবনের প্রথম মেরিট ভাই আমি আপনার থেকেই শুরু করলাম। আমরা জানি কখনো নিজে নিজে বড় হওয়া সম্ভব নয়। একে অন্যের সহযোগিতা ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। আমি ফোরামে পরিশ্রম করতে চাই এবং আপনাদের সহযোগিতা অন্যদের মতো আমিও ফোরামের সেবা করতে চাই।
খুব মজাদার সত্য একটা ইনফরমেশন যা আমি আপনাদের জন্য পোস্ট করলাম। বিষয়টি সবার জীবনের সাথে ম্যাচ করে যায় কেননা আমরা যখন আমাদের জমা করা বিটকয়েন বা কিপটো কারেন্সি বিক্রি করে দেই ঠিক তার পরের দিন থেকে মার্কেট উর্ধ্বমুখী হয়। যতদিন নিজের কাছে হোল্ড করে রাখা হয় ততদিন মাকে রেললাইনের মত সমান্তরাল থাকে। আবার যখন কয়েন ক্রয় করি তখন ঠিক মার্কেট নিম্নমুখী হয়। এই বিষয়গুলো বোঝানোর জন্যই এই মজাদার ছবিটি পোস্ট করলাম। যদিও আমি এই পোস্টটি টুইটার থেকে সংগ্রহীত করেছি।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 08, 2023, 03:04:29 AM |
|
ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল। ইন্টারন্যাশনাল বোর্ড গুলোতে লোকাল বোর্ড নিয়ে কথা হয় সেটার জন্য আবেদন করলে। আমাদের অনেক পুরাতন একটা এপ্লিকেশন আছে লোকাল বোর্ড এর জন্য। কিন্তু সেটা ইনএকটিভ। আমরা আরো বেশি মেম্বার এবং রেপুটেশন বিল্ড আপ করে নতুন করে এপ্লিকেশন করবো। সেটার জন্য আমাদের কে একটিভিটি ধরে রাখতে হবে। আর লিংক তো অলরেডি পেয়েছেন মনে হয়। আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার! আমাদের এখান থেকে মেরিট সোর্স এর একটা এপ্লিকেশন ও আছে https://bitcointalk.org/index.php?topic=5277099.0তবে উনি আর একটিভ না আর উনি মেরিট সোর্স এপ্লিকেশনে বলেছেন উনি আর মেরিট সোর্স হতে চান না। মেরিট সোর্স হওয়ার জন্য অনেক বেশি যোগ্যতা লাগে না। যেটা লাগে সেটা অনেক বেশি নলেজ। কোন পোষ্ট এ মেরিট দেয়া যাবে, কোনটায় যাবে না, একটিভ থাকা, ইত্যাদি। অোমাদের থ্রেড থেকে এখনো নতুন করে কেউ এপ্লাই করেনি। অঅর লোকাল থ্রেড এ মেরিট এর প্রসংগ আসলে বলবো সবাই যার যার মতো করে চেষ্টা করেন। এর বেশি কিছু বলার নেই।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
September 08, 2023, 03:15:47 AM |
|
আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি?
মেরিট যে কোন জায়গায় শেয়ার করা যেতে পারে, যেমনটা যে কোন জায়গা থেকে আর্ন করা যেতে পারে। তবে আমিও এই মতবাদের পক্ষে যে, যেহজেতু আমাদের লোকালে কোন মেরিট সোর্স নাই, আমাদের উচিত আমাদের কাছে থাকা এস.মেরিটের ব্যবহার আমাদের লোকাল বোর্ডে করা তবে অবশ্যই সেটা যেন হত মানসম্মত পোস্টে। আজেবাজে পোস্টে নয়। মেরিট সোর্স কবে পাবো কিংবা সেই পর্যায়ে যেতে পারে নি?আমাদের লোকালে মান্থলি হিসেব করলে মোটামুটি যথেষ্ট পোস্ট হয়। তবে, এইসব পোস্ট যদি সব সুন্দর, গঠনমুলক আলোচনা হত তাহলে নিঃসন্দেহে আমরা মেরিট সোর্স ডিজার্ভ করি। বি অনেষ্ট, আমরা এখনো ভালো মানের পোস্ট করছি না, ভালো মানের আলোচনা করছি না, ভালো মানের উদ্যেগ নিচ্ছি না। আমাদের লোকাল থ্রেডে কেউ যদি ভিন্ন কিছু করে থাকে সেটা ১- Dtalk যিনি সবসময় চেয়েছেন টেকনিক্যাল আলোচনা করতে, বিটকয়েনকে সহজ ভাষায় বুঝতে কিংবা বুঝাতে। সাড়া না পেয়ে এখন গায়েব হয়ে গিয়েছেন। আর ১- coinalap (যেটার সাথে আমিও যুক্ত আছি) যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ছোটখাটো একটা প্রজেক্ট শুরু করেছে। হোক কয়েনআলাপের ক্রিপ্টোকারেন্সি সংবাদ সাইট অনেক ছোট, তবে উদ্যেগটা কিন্তু ছোট নয়। বাকি চিন্তা করলে কয়জন আমরা ভিন্ন কিছু করেছি কিংবা কয়জন আমরা বিটকয়েন সম্পর্কে ভালোমত জানি কিংবা জানার চেষ্টা করেছি কিংবা যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, আমি অন্য সবার অবদানকে ছোট করছি না কারণ অবদান ছোট বড় বলা উচিত না। এই টপিক আগে ছিল গার্বেজে ভরা, এখন সেটা অনেক বদলেছে। কিন্তু মেরিট সোর্স পাওয়ার উপযুক্ত কি? আমি এখনো মনে করি না আমাদের মেরিট সোর্স দরকার। সেই লেভেলের পোস্ট হলে আমরা বোর্ড পেয়ে যাবো মেরিট সোর্সের আগে।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
LDL
|
|
September 08, 2023, 03:16:08 AM |
|
ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল। ইন্টারন্যাশনাল বোর্ড গুলোতে লোকাল বোর্ড নিয়ে কথা হয় সেটার জন্য আবেদন করলে। আমাদের অনেক পুরাতন একটা এপ্লিকেশন আছে লোকাল বোর্ড এর জন্য। কিন্তু সেটা ইনএকটিভ। আমরা আরো বেশি মেম্বার এবং রেপুটেশন বিল্ড আপ করে নতুন করে এপ্লিকেশন করবো। সেটার জন্য আমাদের কে একটিভিটি ধরে রাখতে হবে। আর লিংক তো অলরেডি পেয়েছেন মনে হয়। আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার! আমাদের এখান থেকে মেরিট সোর্স এর একটা এপ্লিকেশন ও আছে https://bitcointalk.org/index.php?topic=5277099.0তবে উনি আর একটিভ না আর উনি মেরিট সোর্স এপ্লিকেশনে বলেছেন উনি আর মেরিট সোর্স হতে চান না। মেরিট সোর্স হওয়ার জন্য অনেক বেশি যোগ্যতা লাগে না। যেটা লাগে সেটা অনেক বেশি নলেজ। কোন পোষ্ট এ মেরিট দেয়া যাবে, কোনটায় যাবে না, একটিভ থাকা, ইত্যাদি। অোমাদের থ্রেড থেকে এখনো নতুন করে কেউ এপ্লাই করেনি। অঅর লোকাল থ্রেড এ মেরিট এর প্রসংগ আসলে বলবো সবাই যার যার মতো করে চেষ্টা করেন। এর বেশি কিছু বলার নেই। @DYING_S0UL @Learn Bitcoin লোকাল বোর্ডের চেয়ে আবেদন ও মেরিট সোর্সের জন্য আবেদন করতে আলাদা থ্রেড খুলতে হবে। এই নিয়ে একদিন লিটল মাউস ভাইয়ের সাথে আলাপ করলাম তিনি আরো কিছুদিন ওয়েট করতে বললেন। অবশ্য ওই ভাই ঠিক সিদ্ধান্তই জানিয়ে দিয়েছেন। @BitcoinDream এই বড় ভাইটি মেরিট সোর্স চেয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন ঠিকই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীতে এই বড় ভাই আবার মানা করে দেয় এবং মেরিট সোর্স না নেওয়ার জন্য রিকুয়েস্ট করেন। তবে লিটল মাউস ভাইকে আমি মেরিট সোর্সের জন্য আবেদন করতে বলেছিলাম কিন্তু ভাই আবেদন করতে চান না। তবে মেরিট সোর্স ও আলাদা লোকাল বোর্ড খোলার জন্য একজন বিশ্বস্ত ও খুব একটিভ মেম্বার দরকার। আমি এই মুহূর্তে @Learn Bitcoin ভাইকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। আর মাস ৬এক যাক তারপর learn bitcoin ভাইকে দিয়ে আবেদন করাবো। @Learn Bitcoin ভাই যদি আবেদন করে তাহলে অবশ্যই আমরা গ্লোবাল থেকে সাপোর্ট পাবো। তাছাড়া লিটল মাউস ভাই বেশ কয়েক মাস অপেক্ষা করতে বললেন যেন এখান থেকে আরও ডজনখানে আপাতত ফুল মেম্বার ও সিনিয়র মেম্বার ইউজার তৈরি হয়। মেরিট সোর্স ও নিজস্ব লোকাল ভোট পেতে অবশ্যই আমাদের কিছু দরকারি ইউজার দরকার। এটা নিজস্ব আমার ব্যক্তিগত মতামত, আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে আপনারা এখানে শেয়ার করতে পারেন।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Bd officer
|
|
September 08, 2023, 03:42:27 AM |
|
এটা নিজস্ব আমার ব্যক্তিগত মতামত, আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে আপনারা এখানে শেয়ার করতে পারেন।
এই বিষয়ের জন্য আমি আপনার সাথে একমত পোষণ করছি। @Learn Bitcoin ভাই সবসময়ই আমাদের লোকাল থ্রেডে একটিভ থাকেন। যে কারো সমস্যায় তিনি সমাধান দিয়ে থাকেন, দেওয়ার চেষ্টা করেন। @Learn Bitcoin ভাই জ্ঞান, মেধা সবদিক দিয়েই আমি তাকে পারফেক্ট মনে করি, কোন পোস্টে মেরিট সেন্ড করা যাবে, কোন পোস্টে সেন্ড করা যাবে না, সে বিষয়ে তার ভালো ধারনা আছে। @Learn Bitcoin ভাইকে আমি একটি শিক্ষকের মত মনে করি, নতুনরা কোন কিছু না বুঝতে পারলে, একজন শিক্ষক যেভাবে ছাত্রদের বুঝিয়ে থাকে তিনি সেভাবে বুঝিয়ে দিয়ে থাকে। বর্তমানে পোস্ট করার দিক দিয়েও তিনি সবার উপরে থাকেন। আমিও চাই, আমাদের লোকাল থ্রেডের মরিট সোর্স হওয়ার জন্য @Learn Bitcoin ভাই পারফেক্ট সদস্য, ।
|
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
September 08, 2023, 03:52:38 AM Last edit: September 08, 2023, 04:21:32 AM by Subbir |
|
অনলাইনে লেনদেন-বিনিয়োগে সতর্ক করল বাংলাদেশ ব্যাংকহুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে সংঘটিত অবৈধ লেনদেন বৃদ্ধি পাওয়ায় সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশে ব্যাংকে আয়োজিত এক সভা শেষে এ নির্দেশ দেয়া হয়।
ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে এসব অপরাধ হুন্ডি প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করছে। এর ফলে একদিকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে এবং অন্যদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বক্তরা।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউ হুন্ডি তথা অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধসহ সকল ধরনের অর্থ পাচার রোধকল্পে অন্যান্য সংস্থাসমূহের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। এ সমস্ত অপরাধ প্রতিরোধে বিএফআইইউ ইতোমধ্যেই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও বিএফআইইউ প্রতিনিয়ত আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এ বিষয়ক ইন্টেলিজেন্স সরবরাহ করে যাচ্ছে এবং এ সংক্রান্ত ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ ও ইউটিউব লিংক চিহ্নিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা বরাবর প্রেরণ করছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।নিউজ লিংক ও সোর্সঃ somoynewsMTFE এর প্রতারনার পর থেকেই বাংলাদেশের প্রশাসন ও বিভিন্ন্য সংস্থা অনলাইন বা অফলাইন সকল কিছুতেই নজরদারি করা শুরু করেছে, যারা বিটকয়েনটল্ক এ কাজ করছেন তারা সকল প্রকার সোসিয়াল মিডিয়া বা যেখানে লোকোসমাগম বেশি সেই সকল যায়গা থেকে বিটকয়েন নিয়ে আলোচনা থেকে দূরে থাকেন, দেখা যাবে যে আপনি কোনো বড় লেনদেনকারি কেউ না তারপরেও আপনি টার্গেটেড হয়ে যেতে পারেন। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি?
মেরিট যে কোন জায়গায় শেয়ার করা যেতে পারে, যেমনটা যে কোন জায়গা থেকে আর্ন করা যেতে পারে। তবে আমিও এই মতবাদের পক্ষে যে, যেহজেতু আমাদের লোকালে কোন মেরিট সোর্স নাই, আমাদের উচিত আমাদের কাছে থাকা এস.মেরিটের ব্যবহার আমাদের লোকাল বোর্ডে করা তবে অবশ্যই সেটা যেন হত মানসম্মত পোস্টে। আজেবাজে পোস্টে নয়। মেরিট সোর্স কবে পাবো কিংবা সেই পর্যায়ে যেতে পারে নি?আমাদের লোকালে মান্থলি হিসেব করলে মোটামুটি যথেষ্ট পোস্ট হয়। তবে, এইসব পোস্ট যদি সব সুন্দর, গঠনমুলক আলোচনা হত তাহলে নিঃসন্দেহে আমরা মেরিট সোর্স ডিজার্ভ করি। বি অনেষ্ট, আমরা এখনো ভালো মানের পোস্ট করছি না, ভালো মানের আলোচনা করছি না, ভালো মানের উদ্যেগ নিচ্ছি না। আমাদের লোকাল থ্রেডে কেউ যদি ভিন্ন কিছু করে থাকে সেটা ১- Dtalk যিনি সবসময় চেয়েছেন টেকনিক্যাল আলোচনা করতে, বিটকয়েনকে সহজ ভাষায় বুঝতে কিংবা বুঝাতে। সাড়া না পেয়ে এখন গায়েব হয়ে গিয়েছেন। আর ১- coinalap (যেটার সাথে আমিও যুক্ত আছি) যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ছোটখাটো একটা প্রজেক্ট শুরু করেছে। হোক কয়েনআলাপের ক্রিপ্টোকারেন্সি সংবাদ সাইট অনেক ছোট, তবে উদ্যেগটা কিন্তু ছোট নয়। বাকি চিন্তা করলে কয়জন আমরা ভিন্ন কিছু করেছি কিংবা কয়জন আমরা বিটকয়েন সম্পর্কে ভালোমত জানি কিংবা জানার চেষ্টা করেছি কিংবা যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, আমি অন্য সবার অবদানকে ছোট করছি না কারণ অবদান ছোট বড় বলা উচিত না। এই টপিক আগে ছিল গার্বেজে ভরা, এখন সেটা অনেক বদলেছে। কিন্তু মেরিট সোর্স পাওয়ার উপযুক্ত কি? আমি এখনো মনে করি না আমাদের মেরিট সোর্স দরকার। সেই লেভেলের পোস্ট হলে আমরা বোর্ড পেয়ে যাবো মেরিট সোর্সের আগে। আপনার সাথে আমি একমত ভাই, আমাদেরকে আরো ভালো মানের এবং তথ্যবহুল আলোচনা করতে হবে যেখান থেকে মানুষ কিছু জানতে পারবে এবং ভালো কিছু শিখতে পারবে, তবে আগের তুলনাই বেশ কিছু ভালো মানের পোস্ট আমরা পাচ্ছি সামনে হয়তো আরো ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। বিদ্রঃ সোর্সঃ যদিও নিজের মতো করে লেখার চেস্টা করি তারপরেও আমার লেখাতে কেউ কোনো সোর্স বা মিল পেলে জানাবেন আমি সেই সোর্স লিংকটি দিয়ে দেবো। Edited.
|
|
|
|
Bd officer
|
|
September 08, 2023, 05:41:01 AM |
|
আমরা মানুষ কোন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি মারা যান, ধরে নিন ভৌত সম্পদ মধ্যে মাঠে আপনার ৫ একর জমি আছে। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী আপনার জমি বন্টন করে নিবে। আপনার যদি সম্পত্তির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনার নামে যদি কোন ভৌত সম্পদ থাকে কোন ভাবে তা আপনার ছেলে মেয়ে ভোগ করতে পারবে।
এখানে আমরা অনেক সদস্য আছি যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, কেউ আবার সিংনেচার করে ইনকাম করছেন। সবাই জানে আমাদের বাংলাদেশ বিটকয়েন কত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আপনি-আমি চিরকাল বেচে থাকবো না। হঠাৎ করে মারা যেতে পারি। ভৌত সম্পদের মত আপনার ছেলে মেয়েরা আপনার গুপ্ত বিটকয়েন খুঁজে পাবেনা। আপনি ছাড়া কেউ ওয়ালেটের গোপনীয়তা জানতে পারবে না। এখন মুল বিষয় হলো আপনারা বিটকয়েন ধারন করে রেখেছেন একটি নিদিষ্ট ওয়ালেটে, আপনারা ওয়ালেটের গোপনীয়তা কিভাবে সংরক্ষন করছেন? আপনি মারা যাওয়া পর আপনার ছেলে মেয়ে কিভাবে আপনার বিটকয়েন ভোগ করতে পারবে? এ বিষয়ে আপনি কেমন পদক্ষেপ গ্রহন করেছেন ?
|
|
|
|
DYING_S0UL
|
|
September 08, 2023, 07:02:18 AM |
|
আমরা মানুষ কোন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি মারা যান, ধরে নিন ভৌত সম্পদ মধ্যে মাঠে আপনার ৫ একর জমি আছে। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী আপনার জমি বন্টন করে নিবে। আপনার যদি সম্পত্তির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনার নামে যদি কোন ভৌত সম্পদ থাকে কোন ভাবে তা আপনার ছেলে মেয়ে ভোগ করতে পারবে।
এখানে আমরা অনেক সদস্য আছি যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, কেউ আবার সিংনেচার করে ইনকাম করছেন। সবাই জানে আমাদের বাংলাদেশ বিটকয়েন কত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আপনি-আমি চিরকাল বেচে থাকবো না। হঠাৎ করে মারা যেতে পারি। ভৌত সম্পদের মত আপনার ছেলে মেয়েরা আপনার গুপ্ত বিটকয়েন খুঁজে পাবেনা। আপনি ছাড়া কেউ ওয়ালেটের গোপনীয়তা জানতে পারবে না। এখন মুল বিষয় হলো আপনারা বিটকয়েন ধারন করে রেখেছেন একটি নিদিষ্ট ওয়ালেটে, আপনারা ওয়ালেটের গোপনীয়তা কিভাবে সংরক্ষন করছেন? আপনি মারা যাওয়া পর আপনার ছেলে মেয়ে কিভাবে আপনার বিটকয়েন ভোগ করতে পারবে? এ বিষয়ে আপনি কেমন পদক্ষেপ গ্রহন করেছেন ?
এই বিষয়ে আমি ইন্টারন্যাশনাল সেকশনে একটি পোস্ট পড়েছিলাম। লিংকটা হারাই ফেলেছি। বিষয়টা আমার স্পষ্ট মনে নাই, বাট কনসেপ্টটা হলো বিটকয়েন ওয়ালেটে locktime না কি জানি উপায়ে বিটকয়েনকে signed transaction করে রাখা যায়। আপনি আপনার ছেলেমেয়েদের সকল তথ্য দিয়ে রাখবেন। কিন্তু তারা সেটি চাইলেও সাথে সাথে বের করতে পারবেন না। যেমন ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর এমন টাইম বেধে লক করা যায়। ঐ নিদিষ্ট তারিখের পরই ব্লকটি ভ্যালিড হবে এবং আপনি টাকা উত্তলন করতে পারবেন। আমি ঠিকমতো হয়তো বুঝাইতে পারিনাই। নোট: LoyceV এর এই পোস্টটি পড়েন, আশা করি অনেক অনেক উপকারে আসবে।পোস্ট লিংক: https://bitcointalk.org/index.php?topic=5180850.0২য়, আপনি উইল করে দিয়ে যেতে পারেন এবং প্রাইভেট কি কে ৩-৪ ভাগে একটা আপনার উইল অন্য ২টি আপনার সন্তানদের যদি ২ জন হয় এভাবে ভাগে ভাগে দিতে পারেন। এভাবে তারা চাইলেও টাকা বের করতে পারবে না। আপনার মৃৃত্যবরণের পরই শুধুমাত্র ঐ উইল থেকে বাকি মিসিং কি টা পেতে পারবে। আমি এই দুই উপায় জানি। আমি যদি কখনো আমার ক্রিপ্টো রেখে যেতে চাই তাহলে ১ম উপায়ে রাখবো।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Dimitri94
|
|
September 08, 2023, 07:05:41 AM |
|
ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি। যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে? আপনার এই রিপ্লাইয়ের ভিত্তিতে এখন অনেকটাই আসস্ত হলাম যে জুলিয়ান কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিটকয়েনের জনক না হলেও তার চিন্তার মধ্যেই কিন্তু বিটকয়েনের বিষয়টি আবৃস্কার হয়েছিল। তিনি অনুভব করেছিলেন যে এই ধরনের একটি পেমেন্ট ব্যবস্থা তাকে এবং জনসাধারন কে আর্থিকভাবে নিরাপত্তা দিতে পারে। যারা জাতীয় পর্যায়ে রাজনেতিক কোন ইস্যুতে বা অন্যকোন কারনে রেসট্রিকটেড হয়ে পরেন তাদের জন্য বিটকয়েন একটি স্বাধীনতা দিয়েছেন। সাতোষি সেই সময়ে পরিস্থিতি বিবেচনা করে তাকে বেনামি হিসেবে পরিচিত করেছেন এটা নিসন্দেহে একটি ভাল সীধান্ত ছিল। অন্যথায় হয়তো বিটকয়েন এতটা দুর পর্যন্ত আসতে পারত না। তবে জুলিয়ান সম্পর্কে যদি আপনার সুন্দর টাইটেল না পড়তাম তাহলে হয়তো এমন একটি গুরুত্বপুর্ণ আমার জানা হত না। আমি সাতিষিকে বিটকয়েনের উদ্ভাবক বা আবৃস্কারক যাই সম্মোধন করি না কেন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির আইডল হিসেবে জুলিয়ানের গুরুত্বকে আজকের পর থেকে অস্বীকার করতে পারব না।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 08, 2023, 08:53:02 AM |
|
--
---
ভাই আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু আপনাদের পোস্ট দেখে আমি লজ্জা পাচ্ছি। কারণ আমাকে নিয়ে যেগুলো আলোচনা করছেন, সেই রাস্তায় যেতে বহুদুর। আমার পোস্ট টা একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন কেনো এই কথা বললাম। প্রথম কথা হলো, বাংলাদেশের রেপুটেশন। বাংলাদেশ এর ফোরাম ইউজারদের রেপুটেশন সব সময় প্রশ্নবিদ্ধ ছিলো এবং এখনো আছে। আমি এখানে সিনিয়র মেম্বার বা হিরো মেম্বার হলাম, তার মানেই কিন্তু এই না আমি সব কিছু ছাড়িয়ে গেছি। মেরিট সোর্স বা মোডারেটর হওয়ার জন্য ফোরামে এতো বেশি পোস্ট করা জরুরি না। জরুরি হলো অনেক বেশি পোস্ট করা এবং ফোরাম কে বুঝা। আপনারা খেয়াল করলে দেখবেন, বেশির ভাগ ফোরাম মোডারেটর বা এডমিন তেমন একটা পোস্ট করেন না। তার কারন তাদের কে অনেক বেশি পোস্ট পড়তে হয়। পোস্ট না পড়লে কিন্তু তারা কোন পোস্ট ডিলেট করবে আর কোন পোস্ট এ মেরিট দিবে, সেটা বুঝতে পারবে না। আমি বোঝাতে চাইছি যে এসব মেরিট সোর্স বা মোডারেটর হওয়ার ক্ষেত্রে ফোরামে খুব একটিভ হওয়া জরুরি না। সুতরাং আপনারা যদি আমার পোস্ট করার ফ্রিকোয়েন্সী দেখে আমাকে জাজ করেন, সেটা ভুল হবে। ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। আজকেই একজন আমার নামে একটা নেগেটিভ কথা বললে ফোরামের ৯০% লোক ভেরিফাই করা ছাড়াই সেটা বিশ্বাস করবে কারন আমি ফোরামে এখনো কোনো রেপুটেশন বিল্ড করতে পারি নাই। মেরিট সোর্স হওয়ার জন্য রেপুটেশন থাকা অত্যন্ত জরুরী। আপনাকে এরকম একটা আস্থা কমিউনিটি থেকে পেতে হবে যেনো কেউ আপনাকে সন্দেহ না করে যে হয়তো আপনি মাল্টি একাউন্ট খুলে নিজে মেরিট সেন্ড করছেন। বা আপনি মেরিট সেল করছেন। এরকম একটা পজিশন আপনাকে বানাতে হবে যেনো আপনাকে নিয়ে কারো মনে এরকম কোনো সন্দেহ না হয়। রেপুটেশন ছাড়া কোনো মেরিট সোর্স এপয়েন্ট করা হবে না এটা আমি শতভাগ শিওর। এই ক্ষেত্রে আমাদের থ্রেড এ দুইজন একটিভ ভ্যালিড ক্যান্ডিডেট হলেন Shasan & Little Mouse আপাতত ওনাদের ছাড়া আমাদের এখানে রেপুটেশন বানিয়ে ফেলেছেন এমন কাউকে দেখছি না। আবার আমি লিজেন্ডারি হয়ে গেলেই যে মেরিট সোর্স এর ক্যান্ডিডেট হতে পারবো, ব্যাপার টা সেরকম ও না। তখনো সেই একই ব্যাপার। রেপুটেশন কেমন সেটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদি কোনোদিন মেরিট সোর্স হওয়ার জন্য এপ্লাই করি, সেদিন আমার নিজের মেরিট ২-৩ হাজারের ওপরে থাকবে। এর আগেই হয়তো আমরা লোকাল বোর্ড পাবো, আর মেরিট সোর্স ও!
|
|
|
|
Spark22
Jr. Member
Offline
Activity: 476
Merit: 2
|
|
September 08, 2023, 09:09:32 AM |
|
আমরা সবাই বাঙালি। তাই ভাবলাম বাঙালিদের কিছু গুণের একটা তালিকা বানায়।
বাঙালি জাতির কিছু বিশেষ গুণ
১. বাঙালি জাতির প্রত্যেকটা মানুষই বাচাল। সবসময় শুধু কথা বলে। কোনো কারণ ছাড়াই প্রচুর কথা বলে। থামতে বললে কিছুক্ষণ পরে আবার শুরু করে। আর কথা বলার সময় শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা বলাকে একটা ফ্যাশান বানিয়ে ফেলেছে। কথা বেকার সময় দেখা ৯০ ভাগ মিথ্যা কথা বলে আর মাত্র ১০ ভাগ সত্য কথা বলে।
২. বাঙালিরা কখনো কারও থেকে কিছু শিখতে চায় না। শুধু শেখাতে চায়। বর্তমানে অনেক শিশু আছে যারা শিক্ষকেই মানে না।
৩. বাঙালি সবসময় সত্য কথা বলতে ভয় পায়। সত্য কথা বললে যদি জেলে যেতে হয়, তাই বাঙালি মিথ্যার কাছেই মাথা নতুন করে থাকে। বিড়ালের মতো ১০০ বছর বাঁচার কোনো লাভ নাই, সিংহের মতো ১ ঘণ্টা বাঁচতে চাই।
৪. বাঙালি শুধু নিজের সুবিধাটুকু বোঝে। অন্যেরটা নয়। বাঙালি শুধু অন্যের অসুবিধা করে নিজের সুবিধা খোজে।
৫. বর্তমানে বাঙালি জাতির কেউ কাউকে সম্মান ও শ্রদ্ধা করে না। নিজেকে একাই একশ মনে করে। বাঙালি জাতির প্রত্যেকে বড়দের প্রতি সবসময় অভদ্রের মতো আচরণ করে।
৬. বাঙালি জাতির আরেকটা গুন হচ্ছে অন্যকে অপমান করে নিজেকে সম্মানিত করে। আবার কেউ যদি কাউকে অপমান করে খুশি হয়।
৭. বাঙালি জাতির সবাই শুধু অন্যের ভুল ধরতে ব্যস্ত। কিন্তু কেউ নিজের ভুলগুলো খোজে না।
৮. যার ক্ষমতা বেশি বাঙালি তাদের সবসময় মেনে চলে। তাদের সমস্ত অন্যায়কেও মেনে চলে। কেউ প্রতিবাদ করে না। তাদের চরিত্র যদি খারাপও হয়, তাও বাঙালি মনে করে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র।
৯. বাঙালি আরেকটা কাজও ভালো করতে পারে সেটা হচ্ছে ভণ্ডামি। আমরা তাহেরি হুজুরের জিকির শুনলেই এটা বুঝে যাব।
১০. বাঙালির একটা পুরাতন স্বভাব সেটা বাঙালিদের কাছ থেকে আর গেল না। সেটা হচ্ছে ঋণ পরিশোধ না করা। বাঙালি ঋণ পরিশোধ করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
বাঙালিদের আরও অনেক গুণ আছে। যেমন : চোর, দুদুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর। আসলে বাঙালি জাতি একটা গুণসম্পন্ন জাতি। যাদের গুণের কথা বলি শেষ করা যাবে না। অন্য কোন জাতির বাঙালি জাতির মত এত গুন থাকে না।
|
|
|
|
Popkon6
|
|
September 08, 2023, 09:26:05 AM |
|
আমরা মানুষ কোন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি মারা যান, ধরে নিন ভৌত সম্পদ মধ্যে মাঠে আপনার ৫ একর জমি আছে। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী আপনার জমি বন্টন করে নিবে। আপনার যদি সম্পত্তির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনার নামে যদি কোন ভৌত সম্পদ থাকে কোন ভাবে তা আপনার ছেলে মেয়ে ভোগ করতে পারবে।
এখানে আমরা অনেক সদস্য আছি যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, কেউ আবার সিংনেচার করে ইনকাম করছেন। সবাই জানে আমাদের বাংলাদেশ বিটকয়েন কত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আপনি-আমি চিরকাল বেচে থাকবো না। হঠাৎ করে মারা যেতে পারি। ভৌত সম্পদের মত আপনার ছেলে মেয়েরা আপনার গুপ্ত বিটকয়েন খুঁজে পাবেনা। আপনি ছাড়া কেউ ওয়ালেটের গোপনীয়তা জানতে পারবে না। এখন মুল বিষয় হলো আপনারা বিটকয়েন ধারন করে রেখেছেন একটি নিদিষ্ট ওয়ালেটে, আপনারা ওয়ালেটের গোপনীয়তা কিভাবে সংরক্ষন করছেন? আপনি মারা যাওয়া পর আপনার ছেলে মেয়ে কিভাবে আপনার বিটকয়েন ভোগ করতে পারবে? এ বিষয়ে আপনি কেমন পদক্ষেপ গ্রহন করেছেন ?
এই বিষয়ে আমি ইন্টারন্যাশনাল সেকশনে একটি পোস্ট পড়েছিলাম। লিংকটা হারাই ফেলেছি। বিষয়টা আমার স্পষ্ট মনে নাই, বাট কনসেপ্টটা হলো বিটকয়েন ওয়ালেটে locktime না কি জানি উপায়ে বিটকয়েনকে signed transaction করে রাখা যায়। আপনি আপনার ছেলেমেয়েদের সকল তথ্য দিয়ে রাখবেন। কিন্তু তারা সেটি চাইলেও সাথে সাথে বের করতে পারবেন না। যেমন ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর এমন টাইম বেধে লক করা যায়। ঐ নিদিষ্ট তারিখের পরই ব্লকটি ভ্যালিড হবে এবং আপনি টাকা উত্তলন করতে পারবেন। আমি ঠিকমতো হয়তো বুঝাইতে পারিনাই। নোট: LoyceV এর এই পোস্টটি পড়েন, আশা করি অনেক অনেক উপকারে আসবে।পোস্ট লিংক: https://bitcointalk.org/index.php?topic=5180850.0২য়, আপনি উইল করে দিয়ে যেতে পারেন এবং প্রাইভেট কি কে ৩-৪ ভাগে একটা আপনার উইল অন্য ২টি আপনার সন্তানদের যদি ২ জন হয় এভাবে ভাগে ভাগে দিতে পারেন। এভাবে তারা চাইলেও টাকা বের করতে পারবে না। আপনার মৃৃত্যবরণের পরই শুধুমাত্র ঐ উইল থেকে বাকি মিসিং কি টা পেতে পারবে। আমি এই দুই উপায় জানি। আমি যদি কখনো আমার ক্রিপ্টো রেখে যেতে চাই তাহলে ১ম উপায়ে রাখবো। প্রথম বিষয় আমি সমর্থন করি। কিন্তু দ্বিতীয় পদক্ষেপের ক্ষেত্রে আমি কাগজের মানিব্যাগ পছন্দ করি। কাগজের মানিব্যাগ সবচেয়ে বেশি নিরাপদ কারণ এটি হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নাই যদি আপনি হারিয়ে না ফেলেন। আমি হার্ডওয়ার ওয়ালেট সংরক্ষণ করেছি যার চাবি কাগজের ডাইরি তে সংরক্ষণ করে নিরাপদ স্থানে রেখে দিয়েছি যা পরবর্তী প্রজন্ম এটাকে খুঁজে পাবে। এবং আমাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। আমি মারা যাব এটা চিরন্তন সত্য কিন্তু আমার রেখে যাওয়া বিটকয়েন ওয়ালেটের চাবি একমাত্র কাগজের পাতায় লিপিবদ্ধ থাকবে। কাগজের মানিব্যাগ (ডাইড়ি) আগুন থেকে দূরে এমন স্থানে রেখে দিলে সবচেয়ে নিরাপদ হবে।
|
|
|
|
tjtonmoy
|
|
September 08, 2023, 10:07:53 AM |
|
~কাট
সবচেয়ে ভালো উপায় হইলো আপনার দলিল নামা করে রেখে যাওয়া। কোনো ব্যাংক অথবা সেফ হিসেবে যেখানে আমানত রাখা যায়। আপনার ওয়ালেট এর কি ব্যাকআপ করে আপনি মৃত্যু বরণ করলে কে ওই আমানত এর মালিক হবে তার কাছে হস্তান্তর করতে পারবে ওই ব্যাংক অথবা যেই সার্ভিসটি আপনি ব্যবহার করতে চান। এই ক্ষেত্রে আপনাকে কোনো ডিভাইস অথবা এমন কিছু ব্যবহার করতে হবে যেটা সহজে নষ্ট হবে না। হতে পারে কোনো পেনড্রাইভ অথবা কাঠ এ খোদাই করা এমন কিছু। আমার জানা মতে আপনি এই সব লকার এ একটি নির্দিষ্ট কারো জন্য এবং লিগ্যাল ভাবে তাদের বয়ষ কত হইলে তারা তা বের করতে পারবে তা নির্ধারন করা যায়। তবে এক এর অধিক জায়গায় রাখা টা বুদ্ধিমানের কাজ। আপনি এই প্রোসেসটা ফলো করলে আশা করি বেস্ট রেজাল্ট পাবেন। আরও উপায় আছে যেমন DYING_S0UL ভাই বলেছেন। ওগুলা ও ফলো করতে পারবেন। তবে বিষয় টা আমার কাছে কমপ্লিকেটেড মনে হয়। ধরেন যদি কি হারিয়ে ফেললেন। অথবা আরও বিষয় আছে যার ফলে ক্ষতি হতে পারে। এই জন্য ম্যানুয়ালী করা টা আমারে কাছে বেটার মনে হয়।
|
|
|
|
HelliumZ
|
|
September 08, 2023, 04:25:31 PM Merited by Bd officer (1) |
|
যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?
সাতোশি মার্কিন সরকারের কবলে পড়েছে বা পড়তে পারে দুটি সম্ভাবনা রয়েছে তবে এটা সত্যি যে সাতোশি আর পৃথিবীতে নেই। তবে কোন ব্যক্তি যদি সরকারের অধীনে গুম হয় তবে তার তথ্য অবশ্যই লিক হয় কিন্তু সাতোশি আজও অব্দি জীবিত অবস্থায় আছে না মৃত অবস্থায় রয়েছে সেটা এখনো একটি ধোঁয়াশায় রয়েছে। মার্কিন সরকার যদি তাকে সত্যিই মেরে ফেলে তাহলে তার 1মিলিয়ন বিটকয়েনের লোভ সামলাতে পারবেনা। অবশ্যই সাতোশির ওয়ালেট থেকে তার নিখোঁজ হওয়ার পর বিটকয়েন ট্রানসেকশন হতো। অনেকেই সাতোশিকে Hal finney এর সাথে তুলনা করে যদিও হাল ফিননি আজ থেকে এক যুগ আগে মারা গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়েই কি সাতোশি যুগের শেষ হয়ে গেছে কিনা কে জানে। তবে প্রথম বিটকয়েন রিসেভার হিসাবে সাতোশি কেনই বা হাল ফিননিকে বেছে নিল। এটাও তো হতে পারে যে হাল ফিন্নি পরীক্ষামূলক ভাবে তার অল্টারনেটিভ ওয়ালেটে ৫০ টি বিটকয়েন পাঠিয়ে লেনদেনের সত্যতা প্রমাণ করলো। তবে সব কিছুর ধোঁয়াশা কেবল সাতোশিকে গিরেই রয়েছে। যদি মার্কিন সরকার বিশেষ গোয়েন্দা বাহিনী দিয়ে সাতসীকে মেরেই ফেলে তাহলে ওই গোয়েন্দা বাহিনী হয়তো আর পৃথিবীতে নেই। কেননা আমরা অনেক সিনেমায় দেখেছি কিলার মিশন সাকসেসফুল করার পর ওই কিলারকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় যাতে তথ্য লিক না হয়। 1000000 বিটকয়েন কোন সরকারের কাছে থাকলে সেই বিটকয়েন সরকার বিক্রি করবে না এটা বিশ্বাস করতে পারিনা। Ross Ulbricht এর বাজেয়াপ্ত বিটকয়েন মার্কিন সরকার কয়েক মাস আগে বিক্রির জন্য কয়েনবেস ওয়ালেটে ট্রান্সফারিং করেছে এটা মোটামুটি সবাই জানি। তাই সাতোশির বিটকয়েন খুব সম্ভবত হারিয়ে গেছে। এটা আর উদ্ধার করা সম্ভব নয়।
|
|
|
|
|