Spark22
Jr. Member
Offline
Activity: 476
Merit: 2
|
|
September 04, 2023, 08:11:50 AM |
|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহুআমি বিটকয়েনটকে নতুন। গতকাল আমি গুগলে একটু ঘাটাঘাটি করছিলাম। তখন আমার সামনে Bitcointalk.org নামে ওয়েবসাইট আসল। তখন কী আগ্রহ করে সেখানে ঢুকে একটা একাউন্ট খুললাম। তারপর তার নিয়মগুলো পড়লাম। আমি জানতে পারলাম বাংলাদেশ নামে একটা থ্রেডও আছে। তখন আমার খুব আনন্দ লাগল। থ্রেডে এসে দেখলাম অনেক সিনিয়র এবং জুনিয়র মেম্বাররা আছেন। তারপর আমি সকল নিয়মকানুন পড়ে বুঝলাম এখানে অনেক সাবধানে কাজ করতে হবে। অনেকের লেখাগুলোও পড়লাম। দেখলাম অনেকের আইডি ব্যানও হয়ে গেছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগল Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলো। তিনি অনেক সুন্দর করে সবাইকে বোঝান। তার প্রত্যেকটা পোস্ট তথ্যমূলক। তার পোস্ট থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 04, 2023, 08:31:22 AM |
|
কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। আপনাকে বাংলাদেশ থ্রেড এবং বিটকয়েনটক এ স্বাগতম! যেহেতু আপনি বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেছেন, এখন থেকে যখনই এই থ্রেড এর কোনো আন সিন পোষ্ট থাকবে, তখন আপনি Show new replies to your posts. এই লিংক এ গেলেই আপনি আগে পোষ্ট করেছেন এমন থ্রেড গুলো দেখতে পাবেন। আবার আপনার প্রোফাইলে গিয়ে Show the last posts of this person. এ গিয়েও আপনার করা পোষ্ট গুলো দেখতে পারবেন এবং বাংলাদেশ এ সেখান থেকেও আসতে পারবেন। আরো একটা উপায় হলো ফোরামের একদম ফুটারের দিকে (নিচে) স্ক্রল করে গিয়ে দেখবেন Other languages/locations নামে একটা বোর্ড আছে, সেটাতে ঢোকার পর বাংলাদেশ থ্রেড টি পেয়ে যাবেন। আরো অনেক উপায় আছে। তবে সেগুলো এখনো আপনার জন্য প্রযোজ্য না।
|
|
|
|
tjtonmoy
|
|
September 04, 2023, 11:41:04 AM |
|
টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন? ১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।
কনসেপ্ট টা অনেক ইন্টারেস্টিং। তবে শিওরিটি কম থাকলেও রিস্ক ও কম। ১০০ ডলারকে ১.৬ মিলিয়ন না বানাতে পারলেও আশাকরি এই বুলরানের আগে অনেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবে এই ট্রিক্স টা ফলো করলে। সার্ভিস সেকশন এ আপনি এই বিষয়ে পোস্ট করতে পারেন। এইভাবে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ এইখানে অনেকগুলো বিশ্বস্ততার ব্যাপার রয়েছে। কোন বাউন্টি ম্যানেজার উনাকে কেন বিশ্বাস করবে? তা অবশ্য ঠিক। যে কেউ হুট করে কাউকে কাজে নিবে না। আর বাউন্টি সেকশন এ ডাটা এত বেশি যে তার মধ্যে ৩/৪ টা ডাটা ম্যানুপুলেট করলে কেউ বুঝতে পারে না এবং পরবর্তীতে ম্যানেজারদের কে প্যারা পোহাতে হয়। ফোরামে ভালো রেপুটেশন বা অ্যাাকাউন্ট এর ভালো র্যাঙ্ক থাকলে বিষয় টা আলাদা ভাবে দেখা যেত। মাঝে মধ্যে অবশ্য আমি ব্যস্ত হলে আমার ওয়াইফ আমাকে কিছু কাজ করে দেয়। আওয়ারলি পেমেন্ট নেয়।
আপনি ভাই অনেক লাকি। ভাবি কে আমার সালাম দিয়েন। এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আরো কয়েনজন পুরাতন মেম্বার এক্টিভ হচ্ছেন না। @DVlog ভাই দেখলাম গ্লোবালে এক্টিভ কিন্তু এইখানে না।
অনেক ঝামেলা এবং অসুস্থতার মধ্যে ছিলাম। এখন থেকে আশা করি আপনাদের সাথে সময় দিতে পারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহুকিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এই লিঙ্ক টি আপনার ব্রাউজার এ বুকমার্ক করে রাখতে পারেন। অথবা সর্টকাট এ সেভ করে রাখতে পারেন। যদি না পারেন তাহলে নিচের পিক ফলো করুন। সামনে থাকা সর্টকাট কে প্রেস করে ধরে রাখলে এডিট অপশন পাবেন। উপরে লিঙ্ক দিন এবং নিচে নাম দিয়ে সেভ করেন। ওইটাতে চাপ দিলে আপনাকে এই লোকাল কমিউনিটি তে নিয়ে আসবে।
|
|
|
|
Crypto Library
|
|
September 04, 2023, 02:47:09 PM |
|
@Crypto Library
আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে? যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না তাই এই বিষয় নিয়া ভয় পাইতেছি। আপনারা একটু বিষয়টা বলবেন আপনাদের থেকে পরামর্শ চাইতেছি।
ধন্যবাদ
ভাই আমরা বাংলাদেশে থাকি যেখানে আইন থাকলেও প্রয়োগ নাই আবার আইনে না থাকলেও টাকা খাওয়ার জন্য পুলিশ নিজেদের আইন বানায়। আর কালেক্টিভগুলো যদি হয় বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টো কয়েন তাহলে এগুলো নিয়ে ঝামেলা হবার কথা না আবার ঝামেলা একেবারেই হবে না এটাও বলা যায় না। এখন বাংলাদেশে ক্রিপ্টোর জন্য অনেক অভিজান চালাচ্ছে প্রশাসন কারন MTFE বাংলাদেশ থেকে শতকোটি টাকা স্কাম করছে তাই বাংলাদেশ প্রশাসন অনেক খেপা। তাই একটি সাবধান থাকাই ভালো কারন এইসব সাধারণ বিষয়গুলোর জন্যও তারা ঝামেলা করতে দ্বিদাবোধ করবো না যদি সুযোগ পায়। তাই এখন এটা আপনার ব্যাক্তিগত বিষয় যে রিস্ক নিয়া সেগুলো আনবেন কি না। আমি বিষয়টির ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
@Crypto Library
আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে? যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না তাই এই বিষয় নিয়া ভয় পাইতেছি। আপনারা একটু বিষয়টা বলবেন আপনাদের থেকে পরামর্শ চাইতেছি।
ধন্যবাদ
ভাই আমরা বাংলাদেশে থাকি যেখানে আইন থাকলেও প্রয়োগ নাই আবার আইনে না থাকলেও টাকা খাওয়ার জন্য পুলিশ নিজেদের আইন বানায়। আর কালেক্টিভগুলো যদি হয় বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টো কয়েন তাহলে এগুলো নিয়ে ঝামেলা হবার কথা না আবার ঝামেলা একেবারেই হবে না এটাও বলা যায় না। এখন বাংলাদেশে ক্রিপ্টোর জন্য অনেক অভিজান চালাচ্ছে প্রশাসন কারন MTFE বাংলাদেশ থেকে শতকোটি টাকা স্কাম করছে তাই বাংলাদেশ প্রশাসন অনেক খেপা। তাই একটি সাবধান থাকাই ভালো কারন এইসব সাধারণ বিষয়গুলোর জন্যও তারা ঝামেলা করতে দ্বিদাবোধ করবো না যদি সুযোগ পায়। তাই এখন এটা আপনার ব্যাক্তিগত বিষয় যে রিস্ক নিয়া সেগুলো আনবেন কি না। আমি বিষয়টির ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র ভাই আমাদের দেশের আইন যেহেতু নড়ভরে সেখানে অজথাই নিজেদের ঝামেলাই ফেলবার কোনো দরকার নেই, ঝামেলা থেকে দূরে থাকাই অনেক ভালো। গতো কালকে 'ডাচ বাংলা' ব্যংকে গিয়েছিলাম আমার পরিচিত একজনের সাথে, MTFE এর কারন দেখিয়ে তারা প্রতিদিনের লেনদেনের পরিমান অনেক কমায়ে দিছে, কিছুদিন আগেও 'ডাচ বাংলা' এর ATM বুথ থেকে যে কোনো কার্ড দিয়ে ১ লাখ টাকা উঠানো যেতো, এখন তা বেশিরভাগ কার্ডে ৪০-৫০ হাজার টাকা করে দিয়েছে। আর নতুন নিয়ম করতে যাচ্ছে ৫০ হাজার বা তার বেশি টাকা পাঠাতে গেলে এনআইডি কার্ড, পারপাস এবং কেনো পাঠাচ্ছে তার কাগজ পত্র লাগবে। আর এদিকে পোশাকের বিপরিতে শত কোটি টাকা হাওয়া । নিচে পুরো খবরের লিংক দেয়া হলো। পোশাক রপ্তানির আড়ালে ১০ কোম্পানির ৩০০ কোটি টাকা ‘পাচার’।
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
দেখুন আমাদের বাংলাদেশ কতটা খারাপ হলে এরকমটি হতে পারে। প্রতিনিয়ত এরকম শত শত ঘটনার জন্ম দিচ্ছে যেখানে অন্যান্য উন্নত দেশ পাঁচ বছরে এরকম একটি ঘটনার জন্ম দেয় না অথচ আমার সোনার বাংলা এরকম শত শত ঘটনা গর্ভে ধারণ করে প্রতিনিয়ত জন্ম দিয়ে যাচ্ছে। বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি সোনা গায়েব হয়েছে। এই যে সোনা গায়েব হওয়া এটা কি মেনে নেওয়া যায় যেখানে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় থাকা লকার থেকে কিভাবে ৫৫ কেজি শোনা গায়েব হবে। তাও গায়েব হয়েছে তিন চারদিন আগে অথচ সে খবর প্রকাশ পায় রবিবারে চারদিন পরে। বাংলাদেশ যে সকল ঘটনা জন্ম দিচ্ছে এই প্রত্যেকটি ঘটনার জন্ম দাতাকে প্রকাশ্যে ধরেও বিচারের আওতায় আনা হয় না। তাইলে আমার দেশে শত কোটি টাকা পাচার করলেও ওই পাচারকারী ও সংস্থাকে কখনো বিচারের আওতায় আনা হবে না। এগুলো নিয়ে আপনি ও আমি যতই লেখালেখি করি না কেন কোন ফায়দা হবে না বরং উল্টো আমার ও আপনার নামে এই সকল সোনা পাচারের মামলা হতে পারে। তাছাড়া আমি ও আপনি যেহেতু এই বিটকয়েন ফোরামের সদস্য সেহেতু এই তথ্য যদি তারা পায় তাহলে আমাদের মানিলন্ডারিং মামলা দিয়ে আমাদের বকরবকর করা বন্ধ করে দেবে। খবর প্রকাশ: https://www.prothomalo.com/bangladesh/c1a8kffdos
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 05, 2023, 01:33:14 AM |
|
আমি আসলে বাংলাদেশ এর আইন তেমন জানি না। বিদেশ এ টাকা পাঠাতে হলে কিভাবে পাঠাতে হয় তা নিয়ে আমার কোনো ধারনা নেই। তবে এই নিউজে যেটা বলা হচ্ছে হাওয়া, সেটা কি আসলেই হাওয়া? ব্যাপারটা তেমন না ও হতে পারে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলো পন্য রপ্তানির যে ডলার গুলো দেশে আসে, সেগুলোর রেট খুব ১০৬-১০৭ টাকা করে দিয়ে থাকে। কিছু কিছু কোম্পানি অন্য চ্যানেলেও পেমেন্ট নিয়ে থাকতে পারে যেটা বাংলাদেশে বৈধ নয়। একটা ব্যাপার আমার জানার আগ্রহ আছে। ধরেন আমি প্রোডাক্ট তৈরী করেছি এবং আমি সেগুলো বিদেশে বিক্রি করে আমি সেখানেই জমি কিনবো বা ইনভেষ্ট করবো। সেটা পাচার হবে কেনো? সেগুলো তো আমার নিজের টাকা। বাংলাদেশের আইন এটা নিয়ে কি বলে?
|
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
September 05, 2023, 03:21:48 AM |
|
আমি আসলে বাংলাদেশ এর আইন তেমন জানি না। বিদেশ এ টাকা পাঠাতে হলে কিভাবে পাঠাতে হয় তা নিয়ে আমার কোনো ধারনা নেই। তবে এই নিউজে যেটা বলা হচ্ছে হাওয়া, সেটা কি আসলেই হাওয়া? ব্যাপারটা তেমন না ও হতে পারে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলো পন্য রপ্তানির যে ডলার গুলো দেশে আসে, সেগুলোর রেট খুব ১০৬-১০৭ টাকা করে দিয়ে থাকে। কিছু কিছু কোম্পানি অন্য চ্যানেলেও পেমেন্ট নিয়ে থাকতে পারে যেটা বাংলাদেশে বৈধ নয়। একটা ব্যাপার আমার জানার আগ্রহ আছে। ধরেন আমি প্রোডাক্ট তৈরী করেছি এবং আমি সেগুলো বিদেশে বিক্রি করে আমি সেখানেই জমি কিনবো বা ইনভেষ্ট করবো। সেটা পাচার হবে কেনো? সেগুলো তো আমার নিজের টাকা। বাংলাদেশের আইন এটা নিয়ে কি বলে? দেশে মানি লন্ডারিং অপরাধ কত ধরনের।-prothomaloএখান থেকে হয়তো আপনি কিছুটা ধারনা পাবনে যে বাংলাদেশে মানি লন্ডারিং এর ধরন গুলা, মনে করেন আপনি একজন বাংলাদেশের সাধারন নাগরিক আপনার পাস্পোর্ট আছে এবং আপনি তা এন্ডোর্সমেন্ট করেছেন যেকোনো একটা ব্যাংক থেকে সেখানে আপনি সর্বোচ্ছ ১২হাজার ডলার ব্যাবহার করতে পারবেন যদিনা আপনি বাংলাদেশের সরকারের কাছে গুরুত্তপুর্ন কোনো ব্যাক্তি না হয়ে থাকেন। এখন আপনি যদি কোনোভাবে ১২হাজার ডলারের বেশি খরস করেন তাহলে বাংলাদেশ সরকার মনে করবে আপনি অর্থ পাচার করেছেন, বাংলাদেশের সম্পদ যদি আপনি অন্য কোনো দেশে নিয়ে যান সেটাই একটা অপরাধ বলে ধরা হয়ে থাকে। এইটাই আযব একটা আইন যে আপনার সম্পদ আপনি দেশের বাইরে নিয়ে যেতে পারবেন না । মানি লন্ডারিং-উইকিপিডিয়ামানিলন্ডারিং-প্রতিরোধ-আইন-acc.org.bd মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে। বিদ্রঃ সোর্সঃ উপরের আলোচনার কিছু অংশ হুবুহু মিলে যেতে পারে, যেহেতু আমি কিছুটা নিজের মতো করে লিখেছি তাই নির্দিষ্ট সোর্স দিতে পারছিনা। কেউ মিল পেলে জানাবেন আমি সোর্স লিংক দিয়ে দেবো। এগুলো নিয়ে আপনি ও আমি যতই লেখালেখি করি না কেন কোন ফায়দা হবে না বরং উল্টো আমার ও আপনার নামে এই সকল সোনা পাচারের মামলা হতে পারে। তাছাড়া আমি ও আপনি যেহেতু এই বিটকয়েন ফোরামের সদস্য সেহেতু এই তথ্য যদি তারা পায় তাহলে আমাদের মানিলন্ডারিং মামলা দিয়ে আমাদের বকরবকর করা বন্ধ করে দেবে। খবর প্রকাশ: https://www.prothomalo.com/bangladesh/c1a8kffdosযত সব পারে ক্ষমতা দেখাবে জন সাধারনের উপরে সব।
|
|
|
|
LDL
|
|
September 05, 2023, 09:58:46 AM Last edit: September 07, 2023, 07:00:14 PM by LDL |
|
বিটকয়েনের টাকায় অপারেশনবিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি। আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
September 05, 2023, 10:20:12 AM |
|
বিটকয়েনের টাকায় অপারেশন
শুনতে অড লাগলেও বাস্তবেই এই ফোরাম অনেক মানুষের জীবনে কতটা সহায়ক হয়েছে আমরা হয়ত চিন্তাও করতে পারছি না। সিগ্নেচার ক্যাম্পেইন অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছে। অনেক স্টুডেন্ট তাদের পড়াশুনার ফি দিয়েছে এই সিগ্নেচার ক্যাম্পেইন থেকে। কয়েকদিন আগে একজন বলল। আমার নিজের ক্ষেত্রেও একই। আমি যখন এমবিএ করছিলাম তখন আমি একটা প্রাইভেট কম্পানিতে জব করি। তারা যে স্যালারি দিত সেটা দিয়েই আমার নিজের খরচও ঠিক মত হত না। সিগ্নেচার ক্যাম্পেইন এ পুরো মনোযোগ দিয়ে জব ছেড়ে দিয়েছিলাম। এমবিএ শেষ করা পর্যন্ত আর জবে জয়েন করি নি। এইরকম হাজারও মানুষ আছে যাদের ভাগ্যই বদলে দিয়েছে এই ফোরামের সিগ্নেচার ক্যাম্পেইন। সিগ্নেচার ক্যাম্পেইন এর জন্য ফোরামের মান কমে যাচ্ছে এইটা ঠিক, কিন্তু আমার মনে হয় এডমিন থিমস শুধু মানুষের কথা ভেবেই সিগ্নেচার অফ করছে না। না হলে হয়তবা অনেক আগেই বন্ধ করে দিত।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
DYING_S0UL
|
|
September 05, 2023, 10:38:47 AM |
|
বিটকয়েনের টাকায় অপারেশনবিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি। আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম। শুনে আসলেই ভালো লাগলো ভাই। আসলেই মন থেকে বলতেছি। বিটকয়েন বা ক্রিপ্টো যাই বলেননা কেনো এগুলো যে আমাদের কি পরিমাণ সাহায্য করেছে তা হাতে গোনার বাহিরে। বলে শেষ করা যাবে না। আপনার তো করোনার কথা অবশ্যই মনে আছে! তখন কি ই না খারাপ অবস্থা চলছিল সবার, চাকরি নাই, টাকা নাই, চিকিৎসা করাতে পারেনা আরো কত কি! ফ্যামিলিতে কারোর জবও ছিলনা তখন। কেমন একটা অবস্থা। পরে বিটকয়েনের বৈদলতে সব ঘুরে দাড়ায়। আমার এক বড় ভাই আছে তারও এমন অবস্থা ছিল। করোনা সময়। শুধুমাত্র ক্রিপ্টের জোড়ে এতদূর চলে আসছে। সে মাএ অনার্স শেষ করা ছাএ। নিজের টাকায় ২ তালা ভিটের ছাদের বাড়ি বানাইছে, সম্পূর্ন নিজের খরচে কল বসাইছে, জমি কিনছে, খামার করতেছে, মোটরসাইকেল কিনার চেষ্টা করতেছে, বিয়ে সাদিও করে ফেলেছে। একাই সব সামাল দিতে সক্ষম। একেবাকে ঘুরে দাড়ানো অবস্থা। কি আর বলবো ভাই। আপনার জন্য শুভ কামনা আর ভাবী যেন তাগাতাড়ি সুস্থ হন এই চাই। আর আমাদের জন্যও দোয়া রাইখেন আমরাও যেন এই লাইনে এগোতে পারি। বিশেষ করে স্টুডেন্ট যারা, যারা মেসে থেকে পড়াশোনা করে, ৩ বেলার জায়গায় ২ বেলা খায়, ৫ টাকা বাচানোর জন্য ২০ মিনিট হাটে তারা যেন কোনো ভালো লাইন করতে পারে। (স্টুডেন্ট এর বিষয়টা তোলার কারণ এটি আমার সাথে ঘটিত, কলেজে যখন পড়তাম তখন অনেক কষ্ট হতো, তারপরেও অনেক কষ্ট করে পড়ালেখা করছি, আর মধ্যবিত্ত পরিবার বোঝেনইতো ইচ্ছা করেও জোর করতে পারিনা টাকার বিষয়ে, নিজের কাছে অপরাধী লাগতো টাকা চাইলে)। দিনশেষে একটাই কথা সবাই ভালো থাকুক।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
September 05, 2023, 10:57:34 AM |
|
বিটকয়েনের টাকায় অপারেশনবিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি। আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার এই মুল্যবান মতামত এখানে শেয়ার করার জন্য। আসলেই Bitcoin ফোরামে আমাদের জন্য একটি উপার্জনের সুযোগ করে দিয়েছে। এখান থেকে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সার্ভিস সেকশনে যতগুলো সিগনেচার ক্যাম্পেইন চলে তার উপর ভিত্তি করে হাজারো মানুষের পরিবারের সদস্যদের সাপোর্ট হচ্ছে।আমরা শুধু সিগনেচার ক্যাম্পেইনের কথা বল্লাম আরেকটি বিষয় হলো বাউন্টি ক্যাম্পেইন যেখানে হাজার হাজার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছে। আপনার কথাটি আজকে বিবেচনা করা যাক যেখানে আপনি বিটকয়েনের বিক্রি করা টাকা দিয়ে আপনার বউয়ের চিকিৎসা করছেন। আপনার যদি এই বিটকয়েন ফোরামে না থাকতো তাহলে আল্লাহ পাক হয়তো টাকা ব্যবস্থা করে দিতেন কিন্তু বিটকয়েন ফোরাম আছে বলেই আজ সেই কাজটি অনেক সহজ হয়েছে। দোয়া করি আপনার স্ত্রী অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আপনি খাজা ইউনুস আলী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসছেন।এটা আমার বাড়ি কড্ডার মোর হতো 45 মিনিটের রাস্তা।যাহোক অতিশীঘ্রই আল্লাহ আপনাকে উত্তম সাহায্য করবেন।
|
|
|
|
Bd officer
|
|
September 05, 2023, 11:27:34 AM |
|
বিটকয়েনের টাকায় অপারেশন বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি। আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
প্রথমে আপনার স্ত্রীর জন্য দোয়া করি, আপনার স্ত্রী যেন এই কঠিন রোগ থেকে অতি শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। সত্যিই বিটকয়েন ফরমে সিংনেচার করে অনেকেই তাদের সংসার চালাচ্ছেন। আবার শোনা যায় অনেকেই বাউন্টি করে গাড়ি বাড়ি করেছেন, কিন্তু বর্তমানে কাউন্টির অবস্থা ভালো নয়। শুধু যে সিগনেচার বা বাউন্টি করছেন এমন নয় অনকেই বিটকয়েনে বিনিয়োগ করে দীর্ঘদিন হোল্ড করে অনেক লাভবান হয়েছেন। আমি নিজেও বিটকয়েনে বিনিয়োগ করে হোল্ড করে রেখেছি ভালো প্রফিট এর আশায়। কিন্তু যারা সিগনেচার বা যেভাবে হোক বিটকয়েনের সাথে জড়িত আছে কেউ প্রকাশ্য ব্যবহার করতে পারছে না। আমাদের দেশে বিটকয়েন অবৈধ থাকার কারনে। জানি না কবে আমাদের দেশে বিটকয়েন বৈধ করবে আমরা প্রকাশ্যেই বিটকয়েন ব্যবহার করতে পারবো।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 05, 2023, 11:33:37 AM |
|
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
আপনাকে ধন্যবাদ। সোর্স গুলোর ভেতর থেকে আমার পড়ার প্রয়োজন হয়নি। আপনার এখানের পোষ্ট টা পড়েই বুঝতে পেরেছি। আমার কাছে সেন্ড করার মতো মেরিট নেই। আপনার পোষ্ট টা তথ্য বহুল এবং সেটা মেরিট ডিজার্ভ করে। আমার কাছে মেরিট হলে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ! আসলেই নিয়ম টা দেখতে অদ্ভুত মনে হলেও আসলে সরকার এ ধরনের নিয়ম করতে বাধ্য। নচেৎ দেশে ইনকাম করা টাকা বিদেশে নিয়ে মানুষ ঐসব দেশের উন্নয়নে ভুমিকা রাখবে। যেটা বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে দিবে। এজন্যই হয়তো সরকার এরকম কিছু আইন পাশ করে রেখেছে যেনো মানুষ বিদেশে টাকা নিয়ে যেতে না পারে। এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে? বিটকয়েনের টাকায় অপারেশন আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
দোয়া করি অপারেশন ঠিকঠাক ভাবে হোক এবং আল্লাহ তালা আপনাদের সহায় হোন!
|
|
|
|
Shishir99
|
বিটকয়েনের টাকায় অপারেশন
ভাই, ইন্টারনেট ফোরামে ব্যাক্তিগত তথ্য শেয়ারের ব্যাপারে আরেকটু সতর্ক থাকার জন্য আপনাকে অনুরোধ রইলো। কিছু কিছু তথ্য এডিট করে মুছে বা ব্লার করে দিবেন যেনো সেগুলো পড়া না যায়। মানুষের সকল তথ্যই গুরুত্বপূর্ণ। সেটা যেকোনো ব্যাক্তিগত তথ্যই হোক না কেনো। ইন্টারনেট এ তথ্য শেয়ার করা অত্যান্ত ঝুকিপূর্ণ। আর ব্যাপারটা যদি হয় বাংলাদেশ রিলেটেড, তাহলে সেগুলো আরো খারাপ হতে পারে। বাইনান্সে যারা পি টু পি তে লেনদেন করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সতর্ক থাকার জন্য। ধরেন আপনি যার কাছে ডলার সেল করলেন, সেই ব্যাক্তিই যদি অন্য নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে বলে, দেখেন ভাই, আপনি যে বিটকয়েন ইউজ করেন, আমি সেটা জানি। আমাকে আপনি কিছু টাকা দেন, নইলে আপনার ফোন নাম্বার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে বলবো আমি দেখেছি উনি বিটকয়েন লেনদেন করে। এরকম হওয়ার সম্ভাবনা কম থাকলেও, এরকম টা হলে একটা ফাপরে পড়ে যাবেন। অনলাইনে নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Crypto Library
|
|
September 05, 2023, 03:22:41 PM |
|
বিটকয়েনের টাকায় অপারেশন
শুনতে অড লাগলেও বাস্তবেই এই ফোরাম অনেক মানুষের জীবনে কতটা সহায়ক হয়েছে আমরা হয়ত চিন্তাও করতে পারছি না। সিগ্নেচার ক্যাম্পেইন অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছে। অনেক স্টুডেন্ট তাদের পড়াশুনার ফি দিয়েছে এই সিগ্নেচার ক্যাম্পেইন থেকে। কয়েকদিন আগে একজন বলল। আমার নিজের ক্ষেত্রেও একই। আমি যখন এমবিএ করছিলাম তখন আমি একটা প্রাইভেট কম্পানিতে জব করি। তারা যে স্যালারি দিত সেটা দিয়েই আমার নিজের খরচও ঠিক মত হত না। সিগ্নেচার ক্যাম্পেইন এ পুরো মনোযোগ দিয়ে জব ছেড়ে দিয়েছিলাম। এমবিএ শেষ করা পর্যন্ত আর জবে জয়েন করি নি। এইরকম হাজারও মানুষ আছে যাদের ভাগ্যই বদলে দিয়েছে এই ফোরামের সিগ্নেচার ক্যাম্পেইন। সিগ্নেচার ক্যাম্পেইন এর জন্য ফোরামের মান কমে যাচ্ছে এইটা ঠিক, কিন্তু আমার মনে হয় এডমিন থিমস শুধু মানুষের কথা ভেবেই সিগ্নেচার অফ করছে না। না হলে হয়তবা অনেক আগেই বন্ধ করে দিত। শুনতে ভাই অড না ভালই লাগে, যত যাই বলেন এই সিগনেচার ক্যাম্পেইন গুলোর জন্যই ফোরামের প্রতি মেম্বার অ্যাট্রাকশন রয়েছে। এই সিগনেচার ক্যাম্পেইন গুলো মূলত ভালো ভালো পোস্টারদের আরো ভালো পোস্ট করার জন্য মোটিভেশন দেয় । কথায় আছে মানি ইজ দা বিগ মোটিভেশন, তবে আপনার কথাটা যদি বলি ম্যানেজাররা যদি তাদের করা দায়িত্বে থাকে তাহলে আমি মনে করি না এই সিগনেচার ক্যাম্পেইনের জন্য ফোরামের মান কমে যাবে বরং এই দিক থেকে পোস্ট কোয়ালিটি বিবেচনা করে পার্টিসিপেন্ট যদি বাছাই করে তাহলে প্রতিটা পার্টিসিপেন্টে চাইবে তার পোস্ট কোয়ালিটি ভালো করার, নতুন নতুন আইডিয়া বের করবে মেরিট পাবে র্যাঙ্ক বাড়াবে। আমার ফুল মেম্বার হওয়া থেকে শুরু করে আজকের এই পর্যন্ত সিগনেচারের এই মোটিভেশন টাও কিন্তু আমার অনেকটা কাজে দিয়েছে পোস্ট কোয়ালিটি ভালো করার জন্য, কারণ Royse777 স্ত্রিক্লি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে তাতে আমার একটা প্রেসারও ছিল যে আমার ভালো পোস্ট করতে হবে। আমি আসলে ভাই সত্যটা বলে দিলাম কারণ আমি নিজেও মনে করি মান ইজ দা বিগ মোটিভেশন। শুরুতে যখন মোটিভেশনটা পেলাম তারপরে কাজ করার স্পৃহা মেম্বারদের নতুন কিছু শেয়ার করার স্পৃহা ট্রিক্স অ্যান্ড টিপস দেওয়া শুরু এখনো চলতেছে সামনে আশা করি আরো এভাবেই চালিয়ে যাব ফোরামটা মূলত বিটকয়েন এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে ডিসকাশন এর জন্য মেম্বার গুলো একে অপরকে হেল্প করবে আর মেম্বারদের এই কাজগুলো আরো বেশি ভালো করে করার জন্য এই সিগনেচার ক্যাম্পেন গুলো মোটিভেশন করবে। তবে এই ক্ষেত্রে ম্যানেজারদের ভূমিকা ও রয়েছে তারা কিভাবে তাদের কাজগুলো সম্পন্ন করছে।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Bd officer
|
|
September 06, 2023, 04:18:44 AM |
|
বাইনান্সে যারা পি টু পি তে লেনদেন করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সতর্ক থাকার জন্য। ধরেন আপনি যার কাছে ডলার সেল করলেন, সেই ব্যাক্তিই যদি অন্য নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে বলে, দেখেন ভাই, আপনি যে বিটকয়েন ইউজ করেন, আমি সেটা জানি। আমাকে আপনি কিছু টাকা দেন, নইলে আপনার ফোন নাম্বার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে বলবো আমি দেখেছি উনি বিটকয়েন লেনদেন করে। এরকম হওয়ার সম্ভাবনা কম থাকলেও, এরকম টা হলে একটা ফাপরে পড়ে যাবেন। অনলাইনে নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
কেউ কোনদিন এই ধরনের সমস্যায় পরছে কিনা তা জানিনা। কিন্তু আমি নিজে কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হই নি। আমার মনে হয় যারা পি টু পি লেনদেনে ডলার কিনে থাকেন (বায়ার যারা) তারা কখনোই এ ধরনের কাজ করতে যাবে না। কারণ তারা যদি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আমার নাম্বার দিয়ে, যদি বলে ওনি বিটকয়েন এর সাথে জড়িত আছে। তাহলে কিন্তু সেই বায়ার ও ফেঁসে যাবে। এখন বলি কেমনে ফেঁসে যাবে, ধরে নিন আমাকে পুলিশে ধরে নিল, তখন আমিও কিন্তু বলবো এই নাম্বার থেকে আমাকে টাকা দেওয়া হয়েছে। নগদে বা বিকাশে টাকা দিলে কিন্তু অবশ্যই কিন্তু উদ্যোক্তার নাম্বার থাকে, কোন নাম্বার থেকে টাকা রিসিভ হল । তখন কিন্তু উদ্যোক্তার তথ্য ফাঁস হয়ে যাবে। একজনকে ফাঁসাতে গিয়ে বায়ার সহ সেলারও দুজনেই ফেসে যাবে।
|
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
September 06, 2023, 04:38:28 AM Last edit: September 06, 2023, 04:51:25 AM by Subbir Merited by Learn Bitcoin (1) |
|
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে? প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ ছেরে চলে যাবেন এইটার অনুমতি বাংলাদেশ সরকার আপনাকে কোনোভাবেই দেবেনা, আর আপনি ১২হাজার ডলারের বেশি থাকলেও নিয়ে যেতে পারবেন না কারন ১২ হাজার ডলারের বেশি ব্যাবহার করতে হলে বাংলাদেশ সরকারের গ্যাজেটেট ব্যাক্তি, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির গুরুত্তপুর্ন প্রশাসক, ব্যাসিস এর সদস্য, দিদেশি দাতা সংস্থার কেউ(মানে UN মিশনের সাথে কাজ করে এমন কেউ) আরো কিছু রয়েছে যা বিশেষ ভাবে বিবেচনা করে দেয়া হয়ে থাকে , এসব ক্ষেত্রে আপনি ১২হাজারের বেশি ডলার ব্যাবহার করতে পারবেন ট্রাভেল,ব্যাবসা,শিক্ষা এইসব ক্ষেত্রে এছাড়া আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। ঢাকাতে এমন অনেক বাড়ির মালিক আছে যাদের গুলশান এলাকাতে বাড়ি কিন্তু বিক্রি করে যেতে পারছেনা। বিদ্রঃ সোর্সঃ কিছু বিষয় আমি বাংলাদেশ ব্যংকের মুদ্রা নীতি ও অন্যান্য সোর্স থেকে নেয়া তবে আমার নিজের মত করে লিখার, কেউ কোনো অংশের পুরো মিল বা সোর্স পেয়ে থাকলে জানাবেন আমি সোর্স লিংক দিয়ে দেবো। বিটকয়েনের টাকায় অপারেশন বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি। আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
শুভ কামনা রইলো @LDL ভাই আপনার জন্যে, তবে কিছু ব্যাক্তিগত তথ্য হাইড করে রাখাই ভালো ছিলো, কারন আমার জানা মতে, বাংলাদেশ সাইবার সিকিউরিটি এবং গোয়েন্দা সন্থার অনেকেই হয়তো এই ফোরামেও আছে, আর সতর্ক থাকাই ভালো।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 06, 2023, 05:01:20 AM |
|
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে? প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ ছেরে চলে যাবেন এইটার অনুমতি বাংলাদেশ সরকার আপনাকে কোনোভাবেই দেবেনা, আর আপনি ১২হাজার ডলারের বেশি থাকলেও নিয়ে যেতে পারবেন না কারন ১২ হাজার ডলারের বেশি ব্যাবহার করতে হলে বাংলাদেশ সরকারের গ্যাজেটেট ব্যাক্তি, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির গুরুত্তপুর্ন প্রশাসক, ব্যাসিস এর সদস্য, দিদেশি দাতা সংস্থার কেউ(মানে UN মিশনের সাথে কাজ করে এমন কেউ) আরো কিছু রয়েছে যা বিশেষ ভাবে বিবেচনা করে দেয়া হয়ে থাকে , এসব ক্ষেত্রে আপনি ১২হাজারের বেশি ডলার ব্যাবহার করতে পারবেন ট্রাভেল,ব্যাবসা,শিক্ষা এইসব ক্ষেত্রে এছাড়া আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। ঢাকাতে এমন অনেক বাড়ির মালিক আছে যাদের গুলশান এলাকাতে বাড়ি কিন্তু বিক্রি করে যেতে পারছেনা। বিদ্রঃ সোর্সঃ কিছু বিষয় আমি বাংলাদেশ ব্যংকের মুদ্রা নীতি ও অন্যান্য সোর্স থেকে নেয়া তবে আমার নিজের মত করে লিখার, কেউ কোনো অংশের পুরো মিল বা সোর্স পেয়ে থাকলে জানাবেন আমি সোর্স লিংক দিয়ে দেবো। ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। যদিও দেশ ছেড়ে একবারে চলে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নাই। একটা দেশের অর্থনীতির জন্য এসব আইন অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু নিজের দিক থেকে চিন্তা করে দেখেন তো? আপনি নিজের কামাই করা টাকা নিয়ে দেশের বাইরে কোথাও সেটেল হতে পারবেন না। বাংলাদেশের এমন অকে সেক্টর আর সরকারি সার্ভিস আছে যেগুলোতে মানুষ হয়রানির স্বীকার হতে হতে পাগল হয়ে যায়। বাংলাদেশের এমন অনেক এলাকা আছে যেখানে মানুষ একদম জিম্মি হয়ে আছে। স্বাধীন বাংলাদেশে এখনো ভূমিদস্যু আছে। মানুষ নিজের জমিতে নিজেরা যেতে পারে না। সরকার রাস্তা করার সময় যেসব জমী অধীগ্রহন করে, সেসব জমি একজনের টা আরেকজন লিখে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। ঢাকা-মাওয়া মহাসড়কে এই ঘটনা দারুন আলোচনার জন্ম দিয়েছে। সেই দেশ থেকে কেউ চলে যেতে চাইলে সে পারবে না। এখানেই বিটকয়েনের প্রযোজনীয়তা! এখানেই সাতোশির আবিস্কার আমাদের হেল্প করছে!
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Offline
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।
আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সেই পোস্টে মেরিট দিয়েন
ধন্যবাদ সবাইকে
|
|
|
|
|