DYING_S0UL
|
|
September 14, 2023, 09:40:00 AM |
|
কোট
হ্যা আগের থেকে বাংলা বোর্ডে এক্টিভিটি বাড়ছে এবং অনেক নতুন নতুন মেম্বার যুক্ত হয়েছে। এর মধ্যে আবার কিছু আছেন যারা অনেক পুরানো মেম্বার। সবাই কমবেশি চেষ্টা করতেছি বোর্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকাল অনেকেরেই দেখি ভালো ভালো ইনফরমেটিভ পোস্ট করতেছে। আমি মনে করি, মেম্বার সংখ্যা যদি তুলনা করা হয়, সে অনুপাতে আমরা যথেষ্ট ভালো আছি। কিন্তু এটা পর্যাপ্ত নয়, আমাদের নিজস্ব বোর্ড পাওয়ার জন্য। আমাদের আরো লেগে থাকতে হবে এটার পেছনে। কিছু কিছু মেম্বার অনেক ভালো পোস্ট করে, বাট আমাদের সাবজেক্ট বেজ টপিক করার সেই ক্ষমতা/এবিলিটি/অপসন এখনো নেই। লোকাল বোর্ড পেলে সব আলাদা ক্যাটাগরি করা যেতো। অনেক ভালো ভালো পোস্ট উপরে মাটিচাপা পড়ে গেছে, আপনার আমার আমাদের। এটা খুব দুঃখের বিষয়। দিনশেষে একটাই কথা, কোনো কিছু চাইলে সেটার পেছনে লেগে থাকতে হবে।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
September 14, 2023, 10:07:04 AM Last edit: September 14, 2023, 10:38:29 AM by Nothingtodo Merited by NicNacCoin (1), HelliumZ (1) |
|
দিনশেষে একটাই কথা, কোনো কিছু চাইলে সেটার পেছনে লেগে থাকতে হবে।
কথাটি আপনার অনেক মূল্যবান কোন কিছু পেতে চাইলে অবশ্যই ওই আকাঙ্ক্ষার পিছনে আপনাকে সময় দিতে হবে। আপনি বারবার ব্যর্থ হলেও আপনাকে ওই ব্যর্থতার পিছনেই সময় দিয়ে সফলতার মুখ দেখতে হবে। আপনারা সবাই ছোটবেলায় একটা কাহিনী শুনে থাকবেন যেখানে একটি অনুপ্রেরণামূলক গল্প শোনানো হয়েছিল। একদা স্কটল্যান্ড এর রাজা রবার্ট ব্রুচ তাহার মাতৃভূমি রাজ্য অন্য একটি রাজা দ্বারা দখল হয়ে যায়। পরাজিত রাজা নিজের মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সৈন্য বাড়াতে থাকে এবং নিজের রাজ্য ফিরিয়ে পেতে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে পরাজিত রাজা রবার্ট ব্রুচ যুদ্ধে পরাজিত হয় । এভাবে পরাজিত রাজা একাধারে 6 বার যুদ্ধে পরাজিত হয়শেষমেষ প্রাণ বাঁচানোর ভয়ে একটি পাহাড়ের গুহায় স্থান নেয়। একদিন গুহায় অবস্থানকালে একটি মাকড়সার একটি আত্মবিশ্বাসমূলক কাহিনী দেখে সে নিজের মধ্যে একটি পরিবর্তন ও সংকল্প তৈরি করেন। গুহায় মাকড়শাটি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য বারবার লাফাতে থাকে এবং বারবার লাফাতে লাফাতে কোন এক সময় মাকড়সাটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। এই কাহিনী থেকে রবারড ব্রুচ যুদ্ধের জয়লাভ করার জন্য নিজেকে আবার নতুনভাবে তৈরি করে এবং সপ্তম বারের মাথায় রবার্ট ব্রুচ যুদ্ধে জয়লাভ করে এবং তার মাতৃভূমিকে শত্রুমুক্ত করে। শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যতই নিজেকে ব্যর্থ ভাবি না কেন বারবার কাজ করার সংকল্প নিয়ে এগুতে থাকলে আমরা অবশ্যই সাকসেস হব।
|
|
|
|
Littlemini
Member
Offline
Activity: 64
Merit: 26
|
|
September 14, 2023, 10:55:43 AM |
|
যৌতুকের ভয়াবহতা,
যৌতুক হচ্ছে মরণবাদী ক্যান্সারের মত, আমাদের দেশ সমাজ অনেক উন্নত হয়েছে কিন্তু আমাদের মানসিকতার কোন পরিবর্তন হয়নি আজও অনেক নারী এই যৌতুকের শিকার হচ্ছে। আমার দেখা একটি ঘটনা, গৃহবধূকে তার শ্বশুরবাড়ি লোকজন তার স্বামী শশুর শাশুড়ি তাকে এমন মানসিক শারীরিক নির্যাতন করতো যা বলার মতো না। বিয়ের সময় তার বাবা তার স্বামীকে একটা মোটরসাইকেল দেয় নগদ এক লক্ষ টাকা দেয় তাতেও তাদের হচ্ছে না কিছুদিন যাওয়ার পরে বিভিন্ন বাহানা তাকে টাকা নিয়ে আসা চাপ দিত তার স্বামী টাকা লাগবে সে বেচারি সংসার ঠিক রাখার জন্য তার বাবার কাছে থেকে টাকা নিয়ে এসে দিত যাতে সংসারে শান্তি বজায় থাকে কিন্তু এতে রক্ষা হলো না তার দিন দিন তাদের যৌতুকের চাহিদা বেড়ে যাচ্ছিল। হঠাৎ করে তার স্বামীর একটি চাকরি ঠিক হলো তখন তার শ্বশুর বাড়ির লোকজন বলছে তোমার বাবার কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে আসো আর বাদ বাকি টাকা আমরা দিব তোমার স্বামী চাকরি হবে কিন্তু তখন তার বাবার এত টাকা দেওয়ার অবস্থা ছিল না তার কারণ তার একটি ছোট বোন কিছু দিনে আগেই বিয়ে হয়েছিল ওখানে কিছু খরচ করেছিল তার বাবা এই কারণে তার বাবার হাত ফাঁকা ছিল, তার বাবা বলেছিল আমাকে একটু সময় দিতে হবে আমাকে একটু সময় দিলে আমি টাকার ম্যানেজ করব কিন্তু এই সময়টুকু তার শ্বশুর বাড়ির লোকজনের সহ্য হয়নি শুরু হয়ে গেল মেয়েটির উপর শারীরিক নির্যাতন। এমন ভাবে মারধর করেছিল শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এ নিয়ে পুলিশ এসেছিল কেস এখনো চলছে সম্ভবত তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়া সম্ভাবনাটাই বেশি রয়েছে।
এই ঘটনাটি একদম বাস্তব ঘটনা তখন আমার মনে হল আমাদের দেশে এগিয়ে গেছে কই আমাদের দেশ আধুনিক হয়েছে এখনো যদি নারীদেরকে যৌতুকের কারণে এরকম শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাহলে কই আমরা সচেতন হলাম আমাদের এই জেনারেশনগুলা বর্তমান অনেক সচেতন তারপরে কিছু কিছু অর্থলোভ পুরুষের কারণে আমাদের দেশের এই অবস্থা আসুন আমরা সবাই মিলে যৌতুককে না বলি সুন্দর একটি সমাজ গড়ে তুলি।
আজকাল পত্রিকা বা ফেসবুক ঘাঁটলেই যে বিষয়টি ব্যাপকভাবে চোখে পড়ে তা হলো যৌতুক প্রথার বলি নারী। যৌতুকের দাবিতে তাদের ভয়াবহ নির্যাতন করা হয় কিংবা কখনো জীবননাশের মতো নির্মম পাশবিকতার খবরও পাওয়া যায়। কেন নারীর প্রতি এ আক্রোশ, কেন এই ভয়াবহ লোভী মানসিকতা? কেন নিজের ঘর-সংসার ছেড়ে পরম বিশ্বস্ততায় যার হাত ধরে স্বপ্নে বিভোর হয়ে থাকে একজন নারী, ভোর হওয়ার আগেই সে স্বপ্নের করুণ সমাপ্তি ঘটে? কেন নারীকে পরিণত করা হয় ক্রয়-বিক্রয়ের পণ্যরূপে? আমাদের পারিবারিক জীবনে, সমাজ জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনেও ভয়াবহ এক অভিশাপ হিসেবে বিরাজ করছে এ যৌতুক প্রথা। যৌতুক এমন এক বিষ, যার ক্রিয়ায় অনেক নিরপরাধ ও অবুঝ প্রাণ অকালে ঝরে গেছে। এটি আমাদের জন্য সত্যিই খুবই লজ্জাজনক ব্যাপার, মানবসভ্যতার এক অন্ধকার অধ্যায়।
|
|
|
|
NicNacCoin
|
|
September 14, 2023, 11:22:25 AM |
|
Cut
যুগ যুগ ধরে এই বাংলায় যৌতুক প্রথার বিরুদ্ধে শত শত আন্দোলন হয়েছে কিন্তু কোন আন্দোলনেই যৌতুকের বিরুদ্ধে সাকসেস হতে পারে নাই। যৌতুক প্রথার বিরুদ্ধে শত শত মানুষ বিভিন্ন সময় লেখালেখি করেও সফল হতে পারেননি। তাই আমাদের সমাজকে বদলাতে হলে প্রত্যেক মানুষকে নিজের ভেতরের সত্তাকে পরিবর্তন করতে হবে। কথাটি আপনার অনেক মূল্যবান কোন কিছু পেতে চাইলে অবশ্যই ওই আকাঙ্ক্ষার পিছনে আপনাকে সময় দিতে হবে। আপনি বারবার ব্যর্থ হলেও আপনাকে ওই ব্যর্থতার পিছনেই সময় দিয়ে সফলতার মুখ দেখতে হবে। আপনারা সবাই ছোটবেলায় একটা কাহিনী শুনে থাকবেন যেখানে একটি অনুপ্রেরণামূলক গল্প শোনানো হয়েছিল। একদা স্কটল্যান্ড এর রাজা রবার্ট ব্রুচ তাহার মাতৃভূমি রাজ্য অন্য একটি রাজা দ্বারা দখল হয়ে যায়। পরাজিত রাজা নিজের মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সৈন্য বাড়াতে থাকে এবং নিজের রাজ্য ফিরিয়ে পেতে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে পরাজিত রাজা রবার্ট ব্রুচ যুদ্ধে পরাজিত হয় । এভাবে পরাজিত রাজা একাধারে 6 বার যুদ্ধে পরাজিত হয়শেষমেষ প্রাণ বাঁচানোর ভয়ে একটি পাহাড়ের গুহায় স্থান নেয়। একদিন গুহায় অবস্থানকালে একটি মাকড়সার একটি আত্মবিশ্বাসমূলক কাহিনী দেখে সে নিজের মধ্যে একটি পরিবর্তন ও সংকল্প তৈরি করেন। গুহায় মাকড়শাটি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য বারবার লাফাতে থাকে এবং বারবার লাফাতে লাফাতে কোন এক সময় মাকড়সাটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। এই কাহিনী থেকে রবারড ব্রুচ যুদ্ধের জয়লাভ করার জন্য নিজেকে আবার নতুনভাবে তৈরি করে এবং সপ্তম বারের মাথায় রবার্ট ব্রুচ যুদ্ধে জয়লাভ করে এবং তার মাতৃভূমিকে শত্রুমুক্ত করে। শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যতই নিজেকে ব্যর্থ ভাবি না কেন বারবার কাজ করার সংকল্প নিয়ে এগুতে থাকলে আমরা অবশ্যই সাকসেস হব।
ঘটনাটি একটি ধৈর্যশক্তির মূর্ত প্রতীক। যদিও মানুষ একবার চেষ্টায় ব্যর্থ হলে দ্বিতীয় বার তো দূরের কথা পরবর্তীতে ওই কাজের প্রতি ফিরেও তাকায় না । অনেকেই নিজে যদি কাজ করতে না পারে তাহলে তার সমাজের মানুষের মধ্যে এক প্রকার অনীহা সৃষ্টি করে এবং সকল কাজের প্রতি এক প্রকার নেগেটিভ মনোভাব দেখায় ফলে সামাজিকভাবে মানুষ উন্নতি করতে পারে না। +১ দিলাম আপনার এই মূল্যবান স্টোরি লেখার জন্য। চালিয়ে যান।
|
|
|
|
HelliumZ
|
|
September 14, 2023, 03:26:34 PM Last edit: September 14, 2023, 03:45:19 PM by HelliumZ Merited by Nothingtodo (2), Subbir (1) |
|
বিটকয়েনের উপর বিভিন্ন ব্যাক্তি , প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিডিকশন করেছেন তার মধ্যে কিছু বাস্তবিক কিছু অবাস্তবিক বলে মনে হচ্ছে। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিডিকশন হাস্যকর ব্যাপার বলে মনে হয়েছে এবং তাহা বর্জনও করা হয়েছে।আজ আমি কতগুলো বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান থেকে প্রদত্ত প্রিডিকশন আপনাদের সামনে উপস্থাপন করবো যদি গ্রহনযোগ্য মনে হয় তাহলে গুরুত্বসহকারে অনুধাবন করবেন আর বর্জন উপযোগী হলে সাথে সাথে বর্জন করতে পারেন। 2024 সালে বিটকয়েনের দামের ভবিষ্যতবানীTim Draper: $250k Adam Back: $100k Tom Lee: $180,000 JP Morgan: $45,000 Arthur Hayes: $70,000 Robert Kiyosaki: $100k Cathie Wood: $1 million Mike Novogratz: $500k Pantera Capital: $148,000 Standard Chartered: Layah Heilpern: $75,000sourceCathie Wood: $1 millionএই ভবিষ্যৎ বাণীটি কিভাবে করলেন মাত্র কয়েক মাসের ব্যবধানে বিটকয়েন এত বৃদ্ধি পাবে এটা আমি কেন দুনিয়ার কেউ এত সহজে বিশ্বাস করবে না। এটাই যদি সম্ভব হতো তাহলে যার যা কিছু আছে সব বিক্রি করে দিয়ে বিটকয়েনে বিনিয়োগ করত। Tim Draper: $250k Mike Novogratz: $500kএ সকল ভবিষ্যৎবাণী আপাতত সুদূর ভবিষ্যতে সম্ভব কিন্তু ২০২৪ সালে অবাস্তব অবাস্তব বলে মনে হচ্ছে। যা হোক বিটকয়েন ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিন্তু এত বেশি বৃদ্ধি পাবে এমনটি ভাবতে গেলে নিজের কাছে কেমন যেন কাল্পনিক জগতে রয়েছে বলে মনে হয়।
|
|
|
|
tjtonmoy
|
|
September 14, 2023, 04:03:46 PM |
|
~কাট
এইখানে কিছু কথা বলতে চাই। এইসব প্রেডিকশন দেখা বাদ দেন। যতদিন আপনি অন্যদের দেওয়া এইসব জিনিষ নিয়ে ঘাটাঘটি করবেন ততদিন আপনি নিজের মস্তিষ্ক দিয়ে ভাবতে পারবেন না। আমি ও চাইলে বলতে পারি বিটকয়েন ২ মিলিয়ন প্রাইস পয়েন্ট এ যাবে। কিন্তু কবে যাবে তা কিন্তু বলি নাই। আর বিটকয়েন এর ইতিহাস দেখলে অনেকেই অনেক মন্তব্য করতেই পারে। তবে তাদের মন্তব্য কি আসলেই সঠিক? আজ আমি এই ভবিষ্যতবাণী টা করলাম, হয়ত একদিন এইটা হবে। তখন আমি কিন্তু এই পোস্টটি দেখিয়ে লোকজন কে বলতে পারি যে আমি আগে এইটা বলছিলাম ২০২৩ সালে। আমার ভবিষ্যতবাণী সঠিক হয়েছে। সুতরাং এরপর যা যা প্রেডিকশন করব তা ও সঠিক হবে। এইভাবেই লোকজন অন্যদেরকে ম্যানুপুলেট করে এবং নিজেদের কাজে লাগায়। আপনি ভবিষ্যতবাণী টি শুনে ইনভেস্ট করলেন। আপনার সাথে আপনার মত আরও অনেকে করল। এতে দাম উপরে যাবে ঠিক ই কিন্তু যে প্রেডিকশন টি দেওয়া হয়েছে তার আগেই দেখবেন যে আপনাকে ম্যানুপুলেট করেছে সে তার হোল্ড করা বিটকয়েন সেল করে দিয়েছে। এতে সে লাভ করবে এবং আপনি লস এ পরে যাবেন। সুতরাং এইসব থেকে দূরে থাকেন এবং নিজের মত করে এনালাইসিস করে ইনভেস্ট করেন। এইটাই প্রথম কারণ FOMO তে জড়িয়ে পরার। সুতরাং সাবধান হয়ে যান আগে থেকেই।
|
|
|
|
Bitcoin_people
|
|
September 15, 2023, 12:44:52 AM |
|
দিনশেষে একটাই কথা, কোনো কিছু চাইলে সেটার পেছনে লেগে থাকতে হবে।
~~ শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যতই নিজেকে ব্যর্থ ভাবি না কেন বারবার কাজ করার সংকল্প নিয়ে এগুতে থাকলে আমরা অবশ্যই সাকসেস হব।অবশ্যই একজন ব্যক্তি যখন বারবার ব্যর্থ হতে থাকে কোন একটি কাজে সে যদি সেই কাজ পুনরায় আবার চেষ্টা করতে থাকে তাহলে একসময় সেই সফল হবে। হাদিসে বর্ণিত আছে সফল হতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কখনোই সৃষ্ট মেলেনা সেজন্যই আমাদের উচিত যে কাজ কয়েকবার করে সম্পূর্ণ করা যায় না সেই কাজ অবশ্যই আরো কয়েকবার করা উচিত। তাছাড়া আমরা ছোটবেলায় কবিতা পড়েছি একবার না পারিলে দেখো শতবার, অবশ্যই কবি আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যদি তোমরা কয়েকবার সফল হতে না পারো তাহলে আরো কয়েকবার চেষ্টা করো তবে সফলতা আসবে। আমাদেরকে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে তবে আমরা সফলতার মুখ দেখতে পাবো, আর যে কাজ আমরা একবারে সম্পূর্ণ না করতে পারি সেই কাজ শতবার করে সম্পন্ন করা সম্ভব হয় এক সময় সেই কাজটি চেষ্টা করার পর সম্পূর্ণ হয়।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Bd officer
|
|
September 15, 2023, 12:47:36 AM Last edit: September 15, 2023, 01:11:25 AM by Bd officer Merited by fillippone (1) |
|
বিটকয়েনের উপর বিভিন্ন ব্যাক্তি , প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিডিকশন করেছেন তার মধ্যে কিছু বাস্তবিক কিছু অবাস্তবিক বলে মনে হচ্ছে। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিডিকশন হাস্যকর ব্যাপার বলে মনে হয়েছে এবং তাহা বর্জনও করা হয়েছে।আজ আমি কতগুলো বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান থেকে প্রদত্ত প্রিডিকশন আপনাদের সামনে উপস্থাপন করবো যদি গ্রহনযোগ্য মনে হয় তাহলে গুরুত্বসহকারে অনুধাবন করবেন আর বর্জন উপযোগী হলে সাথে সাথে বর্জন করতে পারেন। 2024 সালে বিটকয়েনের দামের ভবিষ্যতবানী
এই ধরনের ভবিষ্যৎবাণী অনেকেই করে থাকেন যা বাস্তবে কখনো সত্যি হয় না। এখানে দেখতে পাচ্ছি কেউ ৪৫k নিচে ভবিষ্যৎবাণী করেনি। কয়েকদিন আগে নিউজ এ শুনেছিলাম কে যেনো বলেছিলেন বিটকয়েনের দাম জুনে ১ মিলিয়ন ডলার হবে, তিনি আবার বাজি লাগিয়েছিলেন। কই জুন মাসে তো বিটকয়েন ৩৫ হাজারের উপরে দেখতে পেলাম না। বিটকয়েন ২০২৪ সালে বৃদ্ধি পাবে তবুও এতটা বৃদ্ধি পাবেনা। ২০২৪ সালে হালবিং বছর, ২০২০ সালে হালভিং ডে ছিলো ২০২০ সালে বিটকয়েনের দাম এত তা বৃদ্ধি পেয়েছিল না, ২০২১ সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ মূল্য ৬৯ হাজারে উঠেছিলো। তাই সেই অনুপাতে দেখলে বোঝা যায় বিটকয়েনে দাম ২০২৪ সালে এতটা হতে পারে না, ২০২৫ সালে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে আশা করা যায়। তবে ২০২৪ সালের হালভিং কেন্দ্র করে অসংখ্য মানুষ বিটকয়েনের বিনিয়োগ করে রেখেছেন। বিটকয়েনের দাম বাড়লেই সেল করে দিতে শুরু করবে। ২০২৪-২৫ সালে বিটকয়েনে দাম বাড়বে তবে এতটা বাড়বে কিনা তা কেউ সঠিক ভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না। তাই এই ধরনের ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে কখনো বিনিয়োগ করা উচিত নয়। তবে ২০২৪ সালের হালবিং বছর সামনে রেখে বিনিয়োগ করা যেতে পারে। JP Morgan: $45,000 Arthur Hayes: $70,000
তারা দুজনে যে ভবিষ্যৎবাণী করেছেন যুক্তিসঙ্গত আছে, আর বাকী গুলো অযৌক্তিকর মনে হচ্ছে। যাইহোক কেউ সঠিক ভাবে বলতে পারবে না। ২০২৪ সালে বিটকয়েনের দাম কত হতে পারে।
|
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
এ সকল ভবিষ্যৎবাণী আপাতত সুদূর ভবিষ্যতে সম্ভব কিন্তু ২০২৪ সালে অবাস্তব অবাস্তব বলে মনে হচ্ছে। যা হোক বিটকয়েন ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিন্তু এত বেশি বৃদ্ধি পাবে এমনটি ভাবতে গেলে নিজের কাছে কেমন যেন কাল্পনিক জগতে রয়েছে বলে মনে হয়।
যেভাবে সবাই প্রেডিকশন করছে তাতে ২০২৪ সালে বিটকয়েনের দাম কোথায় যে ঠেকবে এটা বলা কঠিন, কিন্তু ২০২৪ সালে যদি বিটকয়েনের দাম নাও বাড়ে তারপরও আশা করা যায় ২০২৫ অথবা ২০২৬ সালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করবে, এবং পৃথিবীতে ইতিহাসের বড় মার্কেট দখল করতে যাচ্ছে কোন সন্দেহ নেই, আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি বিটকয়েনের দাম কমবে বা বাড়বে, এগুলা নিয়ে কিন্তু বিটকয়েনের একটা শক্ত অবস্থান তৈরী হয়, ফলে দাম বাড়তে থাকে এবং বিটকয়েনের দাম বেড়েই চলবে তাই আমরা বলতে পারি, ২০২৪ সালের মধ্যে যদি বিটকয়েনের দাম নাও বাড়ে, বা খুব ভালো পর্যায়ে নাও যায, তাহলে হয়তো ২০২৫ এর অথবা ২০২৬ সালের মধ্যে ভালো একটা বাজার দখল করবে এখানে কোন ধরনের সন্দেহ নেই, অতএব শর্ট টাইমে যে সকল প্রেডিকশন এগুলো না দেখাই ভালো এবং যদি সম্ভব হয় তাহলে বিটকয়েন সঞ্চয় করা ভালো। ~কাট
সুতরাং এইসব থেকে দূরে থাকেন এবং নিজের মত করে এনালাইসিস করে ইনভেস্ট করেন। এইটাই প্রথম কারণ FOMO তে জড়িয়ে পরার। সুতরাং সাবধান হয়ে যান আগে থেকেই। এখানে মূল সমস্যা হচ্ছে যে আমাদের দেশে বা বাংলাতে বিটকয়েন ইনভেস্ট করা এবং হচ্ছে, বিটকয়েন নিয়ে মোটামুটি ভালো অবস্থানে যাওয়ার জন্য পরামর্শ বলেন এবং ভালো একটা গাইডলাইন বলে্ এই ধরনের কোন ব্যবস্থা নেই এই কারণে অনেকেই যদি একটু বেশি প্রেডিকশন দেয় তাহলে সেটা সঠিক কিনা সঠিক কিনা যাচাই করা যায় না। এখানে বেশিরভাগ পেডিকশনগুলো অনুমানের উপর ভিত্তি করেই হয়, যে কারণে আমরা যদি চাই তারপরও অনেক কিছু থেকে সতর্ক থাকা সম্ভব না, তবে কোন সময় ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ এটা বোঝা একটা কঠিন ব্যাপার, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নতুনদের জন্য একটু সুবিধা হবে এবং যারা একটু ভালো বোঝেন তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে নতুনরা ইনভেস্ট করতে সাহস পাবে অনেক, অন্যথায় দাম বারতে দেখলে কিনবে আর কমে যাবে তখন তারা বিক্রি করবে। সোর্সঃ বিভিন্ন সোর্স থেকে নিজের মতো করে লেখা।
|
|
|
|
Shishir99
|
|
September 15, 2023, 01:23:09 AM |
|
এখানে বেশিরভাগ পেডিকশনগুলো অনুমানের উপর ভিত্তি করেই হয়, যে কারণে আমরা যদি চাই তারপরও অনেক কিছু থেকে সতর্ক থাকা সম্ভব না, তবে কোন সময় ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ এটা বোঝা একটা কঠিন ব্যাপার, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নতুনদের জন্য একটু সুবিধা হবে এবং যারা একটু ভালো বোঝেন তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে নতুনরা ইনভেস্ট করতে সাহস পাবে অনেক, অন্যথায় দাম বারতে দেখলে কিনবে আর কমে যাবে তখন তারা বিক্রি করবে। যত প্রেডিকশন এর কথাই বলেন, সবই আসলে অনুমান। এখানে কয়জন এ্যানালাইসিস করে প্রেডিকশন দেয়? হাতে গোনা কয়েকজন আছে যারা মূলত এ্যানালাইসিস করে প্রেডিক্ট করে। তারপরেও তাদের প্রেডিকশন যে সত্যি হবে সেটার ও কোনো নিশ্চয়তা নেই। প্ল্যান বি এর কথা অনেকেই জানেন মনে হয়। তিনি তো বিটকয়েন ১০০ কে হবে সেটা অনেক আগে প্রেডিক্ট করেছেন। বিটকয়েন কি ১০০কে হিট করেছে? করে নাই। প্ল্যান বি কে এই সময়ের সবচাইতে জনপ্রিয় বিটকয়েন এ্যানালিষ্ট হিসেবে ধরা হয়। তবুও তার প্রেডিকশন ১০০ ভাগ সঠিক হয় না। তাহলে আমরা যারা দুই শুক্রবার ধরে মারকেট এ আসছি, আমাদের প্রেডিকশনের ওপর ডিপেন্ড করে কি আপনার সিদ্ধান্ত নেয়া ঠিক হবে? এজন্য দেখবেন সবাই বলে ডু ইউর অউন রিসার্চ! দিস ইজ নট ফাইনান্সিয়াল এডভাইজ!
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Z_MBFM
|
একটা কথা বলতে চাই না তারপরও বলতে হয়। কিছুদিন যাবত দেখা যাইতেছে এখানে কয়েকজন হিউজ পরিমানে আল্ট একাউন্ট বানাইতেছেন। আর নিজেই নিজের একাউন্ট থেকে মেরিট নিয়ে তাড়াতাড়ি র্যাংক আপ করার চেষ্টা করতেছেন। ভাই আপনারা যতই নিজেকে চালাক মনে করেন। আপনাদের সব কর্মকান্ডই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাইতাছে। তাই যাই করেন একটু সতর্কতার সাথে কইরেন। নইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কোনো পোস্টে মেরিট দেওয়া অপরাধ না। তয় আপনারা এমন পোস্টে মেরিট দেওয়া শুরু করছেন। যার কারণে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। মনে রাইখেন দ্রুত কোন কিছুই ভালো না। লাউ গাছ দেখবেন খুব দ্রুত বড় হয় আবার একটু বাতাস আসলেই পড়ে যায়। আর বাশ দেখেন ধীরে ধীরে বড় হয় কিন্তু বাতাশে কিছু হয় না। তাই আপনারা লাউ গাছ হয়েন না বাশ হবার চেষ্টা করেন। লাউ গাছ দিয়ে এই বাংলা থ্রেডের কোন লাভ হবে না উল্টা দুন্নাম হবে।
মাল্টি অ্যাকাউন্টে মেরিট ট্রান্সফার করা, স্বজন প্রীতি এইগুলা কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণে বাইরা গেছে। আপনাদের কিছুই বলার নাই কারণ আপনারা বাঙালি। তবে একটা কথা বলি যে বাংলা থ্রেড এখন কিছুটা উন্নতির পথে তাই এই সময় আইসা বাংলা বোর্ডকে আর ডাবাইয়েন না।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
September 15, 2023, 02:08:40 AM |
|
~snip~ যত প্রেডিকশন এর কথাই বলেন, সবই আসলে অনুমান। এখানে কয়জন এ্যানালাইসিস করে প্রেডিকশন দেয়? হাতে গোনা কয়েকজন আছে যারা মূলত এ্যানালাইসিস করে প্রেডিক্ট করে। তারপরেও তাদের প্রেডিকশন যে সত্যি হবে সেটার ও কোনো নিশ্চয়তা নেই। প্ল্যান বি এর কথা অনেকেই জানেন মনে হয়। তিনি তো বিটকয়েন ১০০ কে হবে সেটা অনেক আগে প্রেডিক্ট করেছেন। বিটকয়েন কি ১০০কে হিট করেছে? করে নাই। প্ল্যান বি কে এই সময়ের সবচাইতে জনপ্রিয় বিটকয়েন এ্যানালিষ্ট হিসেবে ধরা হয়। তবুও তার প্রেডিকশন ১০০ ভাগ সঠিক হয় না। তাহলে আমরা যারা দুই শুক্রবার ধরে মারকেট এ আসছি, আমাদের প্রেডিকশনের ওপর ডিপেন্ড করে কি আপনার সিদ্ধান্ত নেয়া ঠিক হবে? এজন্য দেখবেন সবাই বলে ডু ইউর অউন রিসার্চ! দিস ইজ নট ফাইনান্সিয়াল এডভাইজ! আমি আসলে এখানে বলতে চাইছিলাম যেটা যে টেকনিক্যাল এনালাইসিস করে থাকে তাদের কয়েকটা রেঞ্জ থাকে, এই কয়েকটা রেঞ্জের মধ্যে যে প্রেডিকশন গুলা হয়ে থাকে তাদের মধ্যে যে কোন একটা হয়তো খুব দ্রুত বা লং টাইম যেটাই প্রেডিকশন করে থাকুক না কেন, একটা না একটা সঠিক হয় তো আপনি যখন টেকনিক্যাল এনালাইসিস করে প্রেডিকশন করবেন তখন সেটা কিছুটা হলেও কাছাকাছি একটা অনুমান ধরা যায়, যে সেখানে একটা মানদন্ড দাঁড় করানো সম্ভব, কিন্তু যখন আপনি শুধু অনুমানের উপর ভিত্তি করে বলবেন এবং যখন বলবেন যে বিটকয়েন ৳১মিলিয়ন অতিক্রম করবে বা তার বেশি ডলার অতিক্রম করবে তখন এটা আসলে অনেক খারাপ একটা দিক কারণ দাম কমেও যেতে পারে, আর আপনি যদি টেকনিক্যাল এনালাইসিস পারেন বা বোঝেন বা যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনি লস করলে সেটা খুব দ্রুত রিকভার করতে পারছেন এবং আপনার লস করলেও সেটা পরিমাণ খুব কম হবে, কিন্তু যারা শুধু আবেগের বসে ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে লসের পরিমাণটা অনেক বেশি হয় এবং রিকভারি করার কোন ধরনের সম্ভাবনা থাকে না। টেকনিক্যাল এনালাইসিস করে থাকে,তাদের মধ্যে একটা প্রবণতা থাকে তারা রিক্স ফ্যাক্টর গুলা একটু দেখেশুনে তারপরে ইনভেস্ট করে এবং লাভ লস কত পার্সেন্ট নিবে এটা নির্ধারণ করে, টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করে এবং এখানে অনেক ধরনের হিসাব করে তারপরে তারা একটা সিদ্ধান্তে আসে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা ট্রেড ওপেন করে বা ইনভেস্ট করে থাকে। আর মার্কেটে আগে আসছেন বা পরে এটা কোন বিষয় না, আমি মনে করি যে আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে অল্প সময়েও আপনার ভালো কিছু হতে পারে বা করতে পারেন, যদি আপনার চেষ্টা থাকে এবং আপনি ভালো কারো সহযোগিতা পান তাহলে আপনি দ্রুত ভালো কিছু করতে পারবেন, যেমন আমার নিজের কথাই বলি আমার অনেক পরে এসেও অনেকে অনেক বড় রেঙ্ক অর্জন করেছে এবং এমনকি হিরো বা লেজেন্ডারিও হয়ে গেছেন অনেকে, কিন্তু আমি এখনো ফুল মেম্বার হতে পারেনি এটা একটা উদাহরণ হতে পারে যে আসলে সময়টা কোন বিষয় না।সোর্সঃ বিভিন্ন সোর্স থেকে নিজের মতো করে লেখা।(টপিক ট্রেডিং এবং টেকনিক্যাল আনালাইসিস)।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 15, 2023, 02:25:25 AM |
|
একটা কথা বলতে চাই না তারপরও বলতে হয়। কিছুদিন যাবত দেখা যাইতেছে এখানে কয়েকজন হিউজ পরিমানে আল্ট একাউন্ট বানাইতেছেন। আর নিজেই নিজের একাউন্ট থেকে মেরিট নিয়ে তাড়াতাড়ি র্যাংক আপ করার চেষ্টা করতেছেন। ভাই আপনারা যতই নিজেকে চালাক মনে করেন। আপনাদের সব কর্মকান্ডই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাইতাছে। তাই যাই করেন একটু সতর্কতার সাথে কইরেন। নইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কোনো পোস্টে মেরিট দেওয়া অপরাধ না। তয় আপনারা এমন পোস্টে মেরিট দেওয়া শুরু করছেন। যার কারণে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। মনে রাইখেন দ্রুত কোন কিছুই ভালো না। লাউ গাছ দেখবেন খুব দ্রুত বড় হয় আবার একটু বাতাস আসলেই পড়ে যায়। আর বাশ দেখেন ধীরে ধীরে বড় হয় কিন্তু বাতাশে কিছু হয় না। তাই আপনারা লাউ গাছ হয়েন না বাশ হবার চেষ্টা করেন। লাউ গাছ দিয়ে এই বাংলা থ্রেডের কোন লাভ হবে না উল্টা দুন্নাম হবে।
মাল্টি অ্যাকাউন্টে মেরিট ট্রান্সফার করা, স্বজন প্রীতি এইগুলা কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণে বাইরা গেছে। আপনাদের কিছুই বলার নাই কারণ আপনারা বাঙালি। তবে একটা কথা বলি যে বাংলা থ্রেড এখন কিছুটা উন্নতির পথে তাই এই সময় আইসা বাংলা বোর্ডকে আর ডাবাইয়েন না।
আমি এর আগেও মনে হয় কোনো একটা পোষ্ট এ বলেছিলাম, আমি যেসব জিনিসগুলো মনে মানে ভাবি, আপনি সেই ব্যাপারগুলো পোষ্ট করে ফেলেন। আপনার ভাবনার সাথে আমার চিন্তার অনেক মিল আছে। যাই হোক, আলোচ্য বিষয়ে আসা যাক। একজন যদি ১০ টা একাউন্ট করে আমার তাতে কোনো সমস্যা নাই। কারন ফেরাম যদি তাকে ১০ টা একাউন্ট করার পারমিশন দেয়, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি সেই ১০ টা একাউন্ট ব্যাবহার করে এক আইডি থেকে অন্য আইডি তে মেরিট দেয়, এক আইডি থেকে পোষ্ট করে আবার নিজেই তার আরেক আইডি তে রিপ্লাই দেয়, এগুলো ট্যাগ খাওয়ার মতো অফেন্স। এখন কথা হলো মানুষ বুঝবে কেমনে আমার অনেক একাউন্ট আছে? আরে ভাই মানুষ কি ভোদাই? প্রত্যেকটা একাউন্ট এর মেরিট সেকশনে গেলেই দেখা যাচ্ছে কে কোন একাউন্ট এ আর কোন পোষ্ট এ মেরিট দিচ্ছে। কারো যদি কমন সেন্স থাকে, সেই বুঝতে পারবে কোনটা কার অল্টারনেটিভ একাউন্ট। আমার কথা হলো আপনার ১০০ একাউন্ট থাকুক সমস্যা নাই। কিন্তু একাউন্ট দিয়ে এসব ভন্ডামি বন্ধ না করলে বিপদে পড়া লাগবে।
|
|
|
|
Z_MBFM
|
|
September 15, 2023, 02:40:53 AM |
|
একটা কথা বলতে চাই না তারপরও বলতে হয়। কিছুদিন যাবত দেখা যাইতেছে এখানে কয়েকজন হিউজ পরিমানে আল্ট একাউন্ট বানাইতেছেন। আর নিজেই নিজের একাউন্ট থেকে মেরিট নিয়ে তাড়াতাড়ি র্যাংক আপ করার চেষ্টা করতেছেন। ভাই আপনারা যতই নিজেকে চালাক মনে করেন। আপনাদের সব কর্মকান্ডই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাইতাছে। তাই যাই করেন একটু সতর্কতার সাথে কইরেন। নইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কোনো পোস্টে মেরিট দেওয়া অপরাধ না। তয় আপনারা এমন পোস্টে মেরিট দেওয়া শুরু করছেন। যার কারণে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। মনে রাইখেন দ্রুত কোন কিছুই ভালো না। লাউ গাছ দেখবেন খুব দ্রুত বড় হয় আবার একটু বাতাস আসলেই পড়ে যায়। আর বাশ দেখেন ধীরে ধীরে বড় হয় কিন্তু বাতাশে কিছু হয় না। তাই আপনারা লাউ গাছ হয়েন না বাশ হবার চেষ্টা করেন। লাউ গাছ দিয়ে এই বাংলা থ্রেডের কোন লাভ হবে না উল্টা দুন্নাম হবে।
মাল্টি অ্যাকাউন্টে মেরিট ট্রান্সফার করা, স্বজন প্রীতি এইগুলা কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণে বাইরা গেছে। আপনাদের কিছুই বলার নাই কারণ আপনারা বাঙালি। তবে একটা কথা বলি যে বাংলা থ্রেড এখন কিছুটা উন্নতির পথে তাই এই সময় আইসা বাংলা বোর্ডকে আর ডাবাইয়েন না।
আমি এর আগেও মনে হয় কোনো একটা পোষ্ট এ বলেছিলাম, আমি যেসব জিনিসগুলো মনে মানে ভাবি, আপনি সেই ব্যাপারগুলো পোষ্ট করে ফেলেন। আপনার ভাবনার সাথে আমার চিন্তার অনেক মিল আছে। যাই হোক, আলোচ্য বিষয়ে আসা যাক। একজন যদি ১০ টা একাউন্ট করে আমার তাতে কোনো সমস্যা নাই। কারন ফেরাম যদি তাকে ১০ টা একাউন্ট করার পারমিশন দেয়, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি সেই ১০ টা একাউন্ট ব্যাবহার করে এক আইডি থেকে অন্য আইডি তে মেরিট দেয়, এক আইডি থেকে পোষ্ট করে আবার নিজেই তার আরেক আইডি তে রিপ্লাই দেয়, এগুলো ট্যাগ খাওয়ার মতো অফেন্স। আপনি আমার মাথা হ্যাক করছেন নয়লে আমি আপনার মাথা হ্যাক করছি ব্যাপারটা তাইলে এমন দারাইতেছ ফোরাম আল্ট ব্যবহারে বাধা দেয় না আর আল্ট একাউন্ট ব্যবহার করা কোন অপরাধ না। তবে ফোরাম আর্ট একাউন্ট ব্যবহার করার বিষয়টি এজন্যই অনুমতি দিয়েছে ইউজাররা যেন এক এক পারপাসের জন্য এক এক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। তবে আমরা বাঙালি আমাদের যতগুলোই উল্ট অ্যাকাউন্ট থাকুক না কেন আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই তা হলো সিগনেচার ক্যাম্পেন করা। কেউ যদি তার মাল্টি অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র সিগনেচারে এপ্লাই করে তাহলে এটা অবশ্যই স্পামিং এর কাতারে পরে। এখানে যতগুলো একাউন্ট Full Member + র্যাংক অর্জন করছে তার ৮০% নিজেই তার মাল্টি অ্যাকাউন্টগুলোতে সব আবর্জনা মার্কা পোস্টের মাধ্যমে মেরিট এক্সচেঞ্জ করে শুধু একাউন্ট বানাইয়া জাইতেছে। এর জন্য এখানে পোস্ট করতে আইসা আবার না কইরাই ফিরা যাই এইসব কাহিনি দেইখা। এখন কথা হলো মানুষ বুঝবে কেমনে আমার অনেক একাউন্ট আছে? আরে ভাই মানুষ কি ভোদাই? প্রত্যেকটা একাউন্ট এর মেরিট সেকশনে গেলেই দেখা যাচ্ছে কে কোন একাউন্ট এ আর কোন পোষ্ট এ মেরিট দিচ্ছে। কারো যদি কমন সেন্স থাকে, সেই বুঝতে পারবে কোনটা কার অল্টারনেটিভ একাউন্ট। আমার কথা হলো আপনার ১০০ একাউন্ট থাকুক সমস্যা নাই। কিন্তু একাউন্ট দিয়ে এসব ভন্ডামি বন্ধ না করলে বিপদে পড়া লাগবে।
যে অ্যাকাউন্ট গুলা রিসেন্টলি ফুল মেম্বার হয়েছে আর ফুল মেম্বার হওয়ার পথে এই অ্যাকাউন্ট গুলার মেরিট হিস্ট্রিতে গেলেই দেখা যাইতেছে যে কে কার আল্ট। আর এরা হয়তো বা ভাবতেছে যে ১২০ দিন কোনভাবে বাইচা গেলেই মেরিট হিস্ট্রি থেকে এগুলো মুছে যাব। তারপর আর কোনো ঝামেলা থাকবো না। তবে তারা জানে না যে Bpip, ninjastic, Loyce club এই টুলস গুলোর পাওয়ার কত। কেউ পোস্ট এডিট করলেও সেটি এখানে রেকর্ড থাকে আর তো মেরিড হিস্ট্রি।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
HelliumZ
|
|
September 15, 2023, 03:08:02 AM |
|
এই ফোরামটা এমন একটি স্পেস যেখানে কেউ একবার প্রবেশ করলে সেই ফোরামের বলয় পেরিয়ে সে বাহিরে থাকতে পারবে না। বিশেষ করে যারা ফোরামে একবার প্রবেশ করে ফোরামের টাকা উপার্জন করেছে সে কখনো ফোরাম থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেনা। হ্যাঁ এটা সত্য আমাদের বাংলাদেশ কমিউনিটিতে মাল্টি অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। অলট বর্তমানে তৈরি হচ্ছে এমনটি নয় বরং অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ওলট একাউন্ট তৈরি করা বন্ধ করা কখনো পসিবুল না।এই কমিউনিটিতে আপনার, আমার ওলট একাউন্ট বন্ধ করা সম্ভব হবে কিভাবে বলেন।ধরেন আমি অতীতে একটি একাউন্ট ছিল এবং সেই একাউন্ট দিয়ে আমি একটি সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতাম এবং প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতাম। হঠাৎ করে সেই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল অথবা অসদুপায় অবলম্বনের জন্য সেই একাউন্ট পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল। তাহলে তাহলে বলেন তো ওই একাউন্টের মালিক নিজেকে আর বসে রাখবে না বরং সে আরেকটি অল্টারনেটিভ একাউন্ট তৈরি করে ফোরামের কাজে লেগে যাবে মেরিট বাড়ানোর জন্য। অবশ্য বাংলাদেশ কমিউনিটিতে বিগত কয়েক মাসে বেশ কয়েকটি অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান্ড হয়েছে সে কারণে হয়তো এখানে কিছুটা অল্টারনেটিভ একাউন্ট তৈরি হচ্ছে। অল্টারনেটিভ একাউন্ট তৈরি করা ফোরামে বৈধতা আছে কিন্তু ওই অল্টারনেটিভ একাউন্টের দ্বারা বেশকিছু নিষিদ্ধ কাজ আছে যেগুলা করা যাবে না। একই ক্যাম্পেনে আপনার অল্টারনেটিভ অ্যাকাউন্ট গুলো ইনরোল করা যাবে না। একে অন্যের মেরিট ট্রান্সফার করা যাবে না। আরো অনেকগুলো বহুবিধ কারণ আছে যেগুলো অল্টারনেটিভ একাউন্ট তৈরির জন্য নিষিদ্ধ।
|
|
|
|
Fuso.hp
|
|
September 15, 2023, 05:56:45 AM Merited by synchronym (1) |
|
যৌতুকের ভয়াবহতা, ~কাট~
আজকাল পত্রিকা বা ফেসবুক ঘাঁটলেই যে বিষয়টি ব্যাপকভাবে চোখে পড়ে তা হলো যৌতুক প্রথার বলি নারী। যৌতুকের দাবিতে তাদের ভয়াবহ নির্যাতন করা হয় কিংবা কখনো জীবননাশের মতো নির্মম পাশবিকতার খবরও পাওয়া যায়। কেন নারীর প্রতি এ আক্রোশ, কেন এই ভয়াবহ লোভী মানসিকতা? কেন নিজের ঘর-সংসার ছেড়ে পরম বিশ্বস্ততায় যার হাত ধরে স্বপ্নে বিভোর হয়ে থাকে একজন নারী, ভোর হওয়ার আগেই সে স্বপ্নের করুণ সমাপ্তি ঘটে? কেন নারীকে পরিণত করা হয় ক্রয়-বিক্রয়ের পণ্যরূপে? আমাদের পারিবারিক জীবনে, সমাজ জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনেও ভয়াবহ এক অভিশাপ হিসেবে বিরাজ করছে এ যৌতুক প্রথা। যৌতুক এমন এক বিষ, যার ক্রিয়ায় অনেক নিরপরাধ ও অবুঝ প্রাণ অকালে ঝরে গেছে। এটি আমাদের জন্য সত্যিই খুবই লজ্জাজনক ব্যাপার, মানবসভ্যতার এক অন্ধকার অধ্যায়। দেশ যেহেতু ডিজিটাল হয়েছে তাই মানুষ এখন ডিজিটাল পদ্ধতিতে যৌতুক গ্রহণ করছে, আগে যৌতুকের বিষয়ে খোলাখুলি ভাবে আলোচনা করা হতো কিন্তু এখন সরাসরি ভাবে যৌতুক চাওয়া হয় না কিন্তু পাত্রপক্ষের গার্জিয়ানরা যৌতুক চাওয়ার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করে। এখন পাত্রপক্ষ থেকে কন্যা পক্ষদের বলা হয় আমরা যৌতুক হিসেবে কিছু চাই না কিন্তু আপনারা ছেলেকে যা দিবেন ওটা আপনার মেয়েরই থাকবে, ছেলে দূরে চাকরি করে এই মুহূর্তে ছেলের যদি একটা বাইক হত তাহলে ছেলের জন্য অনেক ভালো হতো অর্থাৎ আগে যেখানে ডাইরেক্টলি যৌতুক যাওয়া হতো এখন সেখানে ইনডাইরেক্টলি যৌতুক চাওয়া হয় কিন্তু যৌতুক প্রথা কিন্তু শেষ হয়নি। শহর অঞ্চলে যৌতুকের প্রথা কমে আসলেও গ্রাম অঞ্চলে এখনো যৌতুকের প্রথা চালু আছে। আমি একটা জিনিস বুঝি না যৌতুক কি কারো বাপের অধিকার নাকি অথবা পাত্রপক্ষের বাবা কি কন্যা পক্ষের বাবার কাছে অর্থ ইনকাম করে দিয়ে আসছে নাকি যে তারা মেনে নেওয়ার ক্ষেত্রে অর্থ দাবি করে। ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া যেমন সমান অপরাধ তেমনি যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া ও সমান অপরাধ তাই আমাদেরকে এই ধরনের লজ্জাজনক কাজ থেকে বের হয়ে আসতে হবে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
DYING_S0UL
|
|
September 15, 2023, 06:01:39 AM |
|
একটা কথা বলতে চাই না তারপরও বলতে হয়। কিছুদিন যাবত দেখা যাইতেছে এখানে কয়েকজন হিউজ পরিমানে আল্ট একাউন্ট বানাইতেছেন। আর নিজেই নিজের একাউন্ট থেকে মেরিট নিয়ে তাড়াতাড়ি র্যাংক আপ করার চেষ্টা করতেছেন। ভাই আপনারা যতই নিজেকে চালাক মনে করেন। আপনাদের সব কর্মকান্ডই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাইতাছে। তাই যাই করেন একটু সতর্কতার সাথে কইরেন। নইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কোনো পোস্টে মেরিট দেওয়া অপরাধ না। তয় আপনারা এমন পোস্টে মেরিট দেওয়া শুরু করছেন। যার কারণে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। মনে রাইখেন দ্রুত কোন কিছুই ভালো না। লাউ গাছ দেখবেন খুব দ্রুত বড় হয় আবার একটু বাতাস আসলেই পড়ে যায়। আর বাশ দেখেন ধীরে ধীরে বড় হয় কিন্তু বাতাশে কিছু হয় না। তাই আপনারা লাউ গাছ হয়েন না বাশ হবার চেষ্টা করেন। লাউ গাছ দিয়ে এই বাংলা থ্রেডের কোন লাভ হবে না উল্টা দুন্নাম হবে।
মাল্টি অ্যাকাউন্টে মেরিট ট্রান্সফার করা, স্বজন প্রীতি এইগুলা কিছুদিন ধরে অনেক বেশি পরিমাণে বাইরা গেছে। আপনাদের কিছুই বলার নাই কারণ আপনারা বাঙালি। তবে একটা কথা বলি যে বাংলা থ্রেড এখন কিছুটা উন্নতির পথে তাই এই সময় আইসা বাংলা বোর্ডকে আর ডাবাইয়েন না।
আমি এর আগেও মনে হয় কোনো একটা পোষ্ট এ বলেছিলাম, আমি যেসব জিনিসগুলো মনে মানে ভাবি, আপনি সেই ব্যাপারগুলো পোষ্ট করে ফেলেন। আপনার ভাবনার সাথে আমার চিন্তার অনেক মিল আছে। যাই হোক, আলোচ্য বিষয়ে আসা যাক। একজন যদি ১০ টা একাউন্ট করে আমার তাতে কোনো সমস্যা নাই। কারন ফেরাম যদি তাকে ১০ টা একাউন্ট করার পারমিশন দেয়, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি সেই ১০ টা একাউন্ট ব্যাবহার করে এক আইডি থেকে অন্য আইডি তে মেরিট দেয়, এক আইডি থেকে পোষ্ট করে আবার নিজেই তার আরেক আইডি তে রিপ্লাই দেয়, এগুলো ট্যাগ খাওয়ার মতো অফেন্স। আপনি আমার মাথা হ্যাক করছেন নয়লে আমি আপনার মাথা হ্যাক করছি ব্যাপারটা তাইলে এমন দারাইতেছ ফোরাম আল্ট ব্যবহারে বাধা দেয় না আর আল্ট একাউন্ট ব্যবহার করা কোন অপরাধ না। তবে ফোরাম আর্ট একাউন্ট ব্যবহার করার বিষয়টি এজন্যই অনুমতি দিয়েছে ইউজাররা যেন এক এক পারপাসের জন্য এক এক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। তবে আমরা বাঙালি আমাদের যতগুলোই উল্ট অ্যাকাউন্ট থাকুক না কেন আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই তা হলো সিগনেচার ক্যাম্পেন করা। কেউ যদি তার মাল্টি অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র সিগনেচারে এপ্লাই করে তাহলে এটা অবশ্যই স্পামিং এর কাতারে পরে। এখানে যতগুলো একাউন্ট Full Member + র্যাংক অর্জন করছে তার ৮০% নিজেই তার মাল্টি অ্যাকাউন্টগুলোতে সব আবর্জনা মার্কা পোস্টের মাধ্যমে মেরিট এক্সচেঞ্জ করে শুধু একাউন্ট বানাইয়া জাইতেছে। এর জন্য এখানে পোস্ট করতে আইসা আবার না কইরাই ফিরা যাই এইসব কাহিনি দেইখা। এখন কথা হলো মানুষ বুঝবে কেমনে আমার অনেক একাউন্ট আছে? আরে ভাই মানুষ কি ভোদাই? প্রত্যেকটা একাউন্ট এর মেরিট সেকশনে গেলেই দেখা যাচ্ছে কে কোন একাউন্ট এ আর কোন পোষ্ট এ মেরিট দিচ্ছে। কারো যদি কমন সেন্স থাকে, সেই বুঝতে পারবে কোনটা কার অল্টারনেটিভ একাউন্ট। আমার কথা হলো আপনার ১০০ একাউন্ট থাকুক সমস্যা নাই। কিন্তু একাউন্ট দিয়ে এসব ভন্ডামি বন্ধ না করলে বিপদে পড়া লাগবে।
যে অ্যাকাউন্ট গুলা রিসেন্টলি ফুল মেম্বার হয়েছে আর ফুল মেম্বার হওয়ার পথে এই অ্যাকাউন্ট গুলার মেরিট হিস্ট্রিতে গেলেই দেখা যাইতেছে যে কে কার আল্ট। আর এরা হয়তো বা ভাবতেছে যে ১২০ দিন কোনভাবে বাইচা গেলেই মেরিট হিস্ট্রি থেকে এগুলো মুছে যাব। তারপর আর কোনো ঝামেলা থাকবো না। তবে তারা জানে না যে Bpip, ninjastic, Loyce club এই টুলস গুলোর পাওয়ার কত। কেউ পোস্ট এডিট করলেও সেটি এখানে রেকর্ড থাকে আর তো মেরিড হিস্ট্রি। আমি নিজেও বিষয়টা লক্ষ করেছি। এতোদিন চুপ ছিলাম। বাট এখন যেহেতু বিষয়টা অফিসিয়ালি চলে আসছে তাই বলতেছি। অনেক কম রাঙ্কের মেম্বাররা আমাকে ইদানিং মেসেজও করেছে, তাদের সার্পোট চাই এই বিষয়ে। অনেকে আমাকে মেরিটও দিয়েছে। আমি নামে যাবোনা বাট এটা সত্য। As a gratitude আমি নিজেও ১টা করে মেরিট দিয়েছি। অবশ্যই সবার মেরিট দেয়ার চিন্ত ভাবনা এক নয়। এজন্য হুদাই পোস্টে মেরিট না দিয়ে যেসব পোস্টে old মেম্বাররা মেরিট দিয়েছে সেসব পোস্ট মেরিট দিই। যেমন: Bd Officer, Little Mouse ভাই ইত্যাদি। এতে করে সে পোস্টে কোয়ালিটি নিয়ে কোন প্রশ্ন থাকে না। আপনারা আপনার মেরিট কারে দিবেন আপনার ইচ্ছা, Farming করেন বা না করেন, শুধুমাত্র যোগ্য পোস্টে মেরিট দিন, যা আমি আগে থেকেই বলে আসছি। আমি অনেকদিক ধরে চেষ্টা করতেছি, নিজের পোস্ট ভালো করার চেষ্টা করতেছি তাও মাএ ৬০-৬৫ এ আছি আমি। ( Gazeta Bitcoin ভাইয়ের মেরিট যদি আলাদা করেন তাহলে হয়তো আমি এতোদিনে ৩৫-৪০ এ থাকতাম)। অবাক করা বিষয় যে আইডি আজ দেখলাম ০ সে আইডি দুইদিন পর দেখি ২০ বা ২০ থেকে ৫০। মানে মেরিট পাওয়া কি এতো সহজ?
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Crypto Library
|
|
September 15, 2023, 07:46:09 AM |
|
snip
আসলে আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো আসলে ঠিক আছে মানে এদেরকে সতর্ক করে দেওয়া উচিত না হলে শুধু এরা না আমাদের পুরো কমিউনিটি নিয়ে ডুবাবে মান সম্মান যাবে। Learn Bitcoin ভাইয়ের মনেও চলতেছে এইসব কথা চলতেছে ,ওইসব বলতে চায় এখন আমি বলি আমিও ওইসব অনেক আগে থেকে দেখতেছি মন অনেক কিছু বলতেও চায় অনেকজনকে, কিন্তু চুপ রয়েছি আমার মনে হয় আমার ওপরের সিনিয়রগন যারা আছে তারাও এইসব ব্যাপারে নজরদারি করতেছেন। তবে আমার চুপ থাকার কারন হচ্ছে কি আমাদের কমিউনিটি এখন ভালই গ্রো করতেছিল এক্টিভিটি থেকে শুরু করে মেরিট এর কথা যদি বলি সবকিছুই অনেক ঊর্ধ্বে যাইতেছে তাই এইসব নিয়ে আমি আর কোন কিছু বলিও না এখন যারা এসব করতেছে তাদের উদ্দেশ্যে আমার কথা যে অনেকটা আমাদের শিক্ষা মন্ত্রী বলেছিল নাহিদ কর্মচারীদের ঘুষের ব্যাপারে হয়তোবা। মানে আমি কিন্তু পোলাও খাইতে খুব পছন্দ করি কিন্তু প্রতিদিন যদি পোলাও খাই খাই পরিমাণের বেশি খাই তাহলে আমি হয়তোবা কোন রোগে আক্রান্ত হব হয়তোবা আমার পেট খারাপ হবে, আবার সব সেইগুলা বের হয়ে যাবে বরং খরচ পাতি আরো বেশি হবে। সো তাদেরকে বলছে সতর্ক হয়ে যান কিন্তু আমি এইসব ব্যাপারে বেশি কথাবার্তা বলিনি জাস্ট ফর আমাদের কমিউনিটি কমিউনিটি যেন আবার ধ্বংস না হয়ে যায় বাংলাদেশ লোকাল বোর্ড অনেক এগিয়ে গিয়েছে এখন অল্টারনেটিভ একাউন্ট যারা করেছেন ফোরামে যদি অনুমতি দিয়ে থাকে ঠিক আছে তবে মেরিট দ্বারা অপব্যবহার করবেন না ।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
DYING_S0UL
|
|
September 15, 2023, 08:29:02 AM |
|
ভাই সবই ঠিক আছে। বাট আমি কিছু কথা যোগ করতে চাই। চুরি করলেও চুরিটা একটু চুরির মতো করা উচিত, এটা আমার কথা। সোজা বাংলায় এখানে professionalism বলতে কিছু রাখে নি। এমন ভাবে চুরি হচ্ছে যে চোরেরও নাক কাটা যাচ্ছে। চোর যদি এসব দেখতো তাহলে লজ্জায় মাটির নিচে মুখ লুকাতো। হ্যা সবার সবার সাথে মিউচুয়াল understanding রাখা ভালো। যে আমাকে মেরিট দেয় তাকে gratitude হিসেবে মেরিট ব্যাক করা ভালো। বাট আজেবাজে সিটপোস্টে যে মেরিট দিবে এটা মেনে নেয়া যায়না। চাইলেই কিন্তু একটু ভালো কোয়ালিটির পোস্ট করা যায়। জাস্ট একটু চেষ্টা প্রয়োজন! বাট না!!! যে যাই পোস্ট করুন যে পোস্টই করুক, গনহারে মেরিট দেয়া শুধু করছে! আর এটা হাতের বাহিরে চলে যাচ্ছে। এতে করে আমাদের বোর্ডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মজার একটা বিষয় দেখলাম, যে হারে মেরিট পাচ্ছে একজন, তাতে সে ১ মাসে আরামসে ১০০ মেরিটে চলে যাবে, কিন্তু মজার বিষয় এদের কোনো এক্টিভিটিই নাই। আমি নিজের কথাই বলি আমি এখন ৮৪ এক্টিভিটিতে আছি। তারমানে আমার এখনো ২ মাস লাগবে ১২০ এক্টিভিটিতে যেতে। তো আমি যদি এই ২ মাসে/ ৬০ দিনে, ১ করেও মেরিট পাই তাহলে ১০০ তে পৌছে যাবো (বর্তমান ৬৫ মেরিট)। এখন কথা হলো এমন কিছু একাউন্ট দেখলাম একেবাকে নিউ, এরা চাইলেও ১ মাসে full মেম্বার হবেনা, কারণ এক্টিভিটি কম। এদের মিনিমাম ২-৩ মাস লাগবে! তো ভাই আপনারা যারা আছেন তারা যদি এই ৯০ দিন কষ্ট করেন তাহলে তো ইমনিই full মেম্বারে চলে যাচ্ছেন! Farming করার দরকার কি? আপনি চাইলেও তো full এ যেতে পারবেন না, ৩ মাস অপেক্ষা না করে। এতটুকুও কি ধৈর্য নাই? এখনো সময় আছে শুধরানোর। শুধরে গেলে কেউ অতীতের কিছু মনে রাখবে না।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Learn Bitcoin
|
|
September 15, 2023, 08:35:20 AM |
|
তাদের উদ্দেশ্যে আমার কথা যে অনেকটা আমাদের শিক্ষা মন্ত্রী বলেছিল নাহিদ কর্মচারীদের ঘুষের ব্যাপারে শিক্ষা মন্ত্রী নাহিদ সাহেবের মতো বলবেন, ঘুষ খাও কিন্তু কম কম খাও। নাকি? মেরিট এবিউজ করো কিন্তু কম কম করো, ব্যাপারটা কি এরকম? ঠাট্টা বাদ দিলাম। এগুলো যে কতো টা সিরিয়াস ব্যাপার, এটা কিন্তু বুঝতেছে না। মানুষ যতই একাধিক একাউন্ট করুক না কেনো। একটা সময় এসে ধরা খেয়ে যাবে। তখন যদি প্রোফাইল চেক করে কোনো এবিউজ না পায়, কারো বাপের সাধ্য নেই ট্যাগ করার। করলেও সে ডিটি তে থাকার যোগ্য না। কিন্তু যদি একাউন্ট চেক করার পর দেখে এক একাউন্ট থেকে অন্য একাউন্ট এ মেরিট শেয়ার করছে, নিজেই নিজেকে কোট করে রিপ্লাই দিয়েছে, তখন তো ট্যাগ খেয়ে যাবে। আমাদের থ্রেড এ কয়েকদিন আগেই এরকম একটা কেস ছিলো। এখন দুই একাউন্ট ই ট্যাগ খেয়ে বসে আছে। ব্যাপার টা জোস না?
|
|
|
|
|