tjtonmoy
|
|
September 20, 2023, 01:02:01 PM |
|
একদম ঠিক বলছেন ভাই ইমোশন কন্ট্রোল আগে, তবে ট্রেডিং এর সম্পর্কে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল নলেজ না থাকলে সে যদি ট্রেডিং করে, তাহলে তো এটা অনেকটা জুয়া মতনই ভাবা যায় এইজন্য আর কি বললাম।
এইবার বুঝতে পেরেছি আপনি কি বুঝাইতে চেয়েছেন। আগে নলেজ, তারপর ইমোশন কন্ট্রোল এবং তারপর এক্সপেরিয়েন্স। হ্যা এই বিষয়ে আমি একমত। কারণ নলেজ না থাকলে আপনি কোন বিষয়ে ইমোশন কন্ট্রোল করবেন? আগে জানতে হবে, তারপর সেই বিষয়ে ইমোশন কন্ট্রোল করতে শিখতে হবে এবং তারপর এর প্রয়োগ করে ফলাফল পাবো আমরা।
আমি আগের পোস্ট এ ইমোশন কন্ট্রোল এর উপায় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। নিচে কিছু উপায় লিখলাম, আপনাদের আরো কিছু জানা থাকলে আমাকে জানাবেন। `সর্বপ্রথম আমাদের শিখতে হবে। ক্রিপ্ট কারেন্সি কি, ব্লকচেইন কি, এগুলা কিভাবে কাজ করে। কোন কয়েন নিয়ে আপনি শর্ট অথবা লং টার্ম এর মধ্যে বেশি প্রফিট করতে পারবেন এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। `আপনার ইনভেস্ট থেকে কত সময়ে আপনি কত প্রফিট পেতে চান তার একটি নির্দিষ্ট টার্গেট করতে হবে। তবে তা অবশ্যই এনালাইসিস এর মাধ্যমে করতে হবে। অন্যথায় আপনি কম বা বেশি লাভ পেলে হয় regret ফিল করবেন অথবা বেশি পেলে greedy ফিল করবেন। এথেকে আপনার মধ্যে ইমোশন এর সৃষ্টি হবে। এইজন্য টার্গেট এনালাইসিস এর থেকে কম রেখে টার্গেট পূরণ হওয়ার সাথে সাথে ট্রেড ক্লোজ করে দিতে হবে। `রিস্ক ম্যানেজমেন্ট, এটি আসলে কি? সবসময় বলা হয় আপনি অই টুকু অর্থ দিয়ে ট্রেড করেন যা আপনি হারাতে প্রস্তুত। আপানর দৈনন্দিন কাজ এবং বেঁচে থাকার জন্য প্রয়জনীয় অর্থ দিয়ে কখনই ট্রেড করবেন না। যেটি হারালে আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলবে না সেটি দিয়ে ট্রেড করুন। যদিও আমরা ওই অর্থ দিয়ে করি তা সত্বেও কি কেউ নিজ ইচ্ছায় টাকা হারাতে চাইবে? ক্রিপ্ট মার্কেট এর কথা বলা যায়না। যেকোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। আপনার ট্রেড লস এর দিকে চলে যেতে পারে হাজার এনালাইসিস করার পরও। রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা স্টপ লস এবং টেক প্রফিট সেট করা কে বুঝি। এতে করে একটি নির্দিষ্ট পরিমান লস এবং লাভ এর আগেই ট্রেড ক্লোজ হয়ে যাবে। এর ফলে আমরা লস এর পরিমান কমাইতে পারব যেনো আমরা পরের ট্রেড এর জন্য যথেষ্ট অর্থ রাখতে পারি। আর টেক প্রফিট হচ্ছে টার্গেট সেট করার মতই। যা আপনি এনালাইসিস করেছেন যেন ফলাফল একই থাকে এবং দাম বেশি হইলেও যেন আমরা লোভ এ না পরি। `আপনি যেই ট্রেডিং রুলস ফলো করতেছেন ওইটাই মেনে চলুন। এর বাইরে যাবেন না ট্রেডটি ক্লোজ হওয়া পর্যন্ত। এর বাইরে গেলেই ফলাফল ভিন্ন আসবে এবং ইমোশন এর শিকার হবেন। `সর্বশেষ বিষয় হচ্ছে হারতে শিখুন। আপনাকে সিখতে হবে যে লস করলে কেমন লাগে এবং এটি বার বার এক্সপেরিয়েন্স করতে করতে আপনি এটিতে আর ইমোশোনালি প্রভাবিত হবেন না। এজন্য ট্রেডিং জার্নি কম অর্থ দিয়ে শুরু করতে বলা হয়েছে। আগে ট্রায়াল দিয়ে শিখুন, পরিচিত হয়ে নিন, তারপর আপনি যখন পাকা হয়ে যাবেন তখন বেশি এমাউন্ট দিয়ে প্রপার ভাবে ট্রেডিং করুন। ২/১ টা বিষয় আপাতত মাথায় নেই এখন, তবে এগুলাই সাধারনত ফলো করলে আশা করি ইমোশন এর উপর ভালো কন্ট্রোল আনতে পারবেন। আপনাদের জানা কিছু থাকলে অবশ্যই জানাবেন।
|
|
|
|
DYING_S0UL
|
|
September 20, 2023, 01:46:02 PM Last edit: September 20, 2023, 04:46:18 PM by DYING_S0UL |
|
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন। তো মূল কথায় আসি, আমি আজ একটা নিউজ দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে। আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না। ১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না? ২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই? ৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না? ৪. ইত্যাদি ইত্যাদি। (সব পয়েন্ট উল্লেখ করা সম্ভব না)আমার এমন প্রশ্ন করার কারণ কি?সম্প্রতি আমি নিউজে দেখেছি, বাংলাদেশি মদ কোম্পানি কেরু নাকি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। তো তাদের এসব মদও তো কেউ না কেউ কনজিউম করতেছে। দেশি মদ ছাড়াও কিন্তু বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ (বৈধ অবৈধ পরের বিষয়) বিভিন্ন বার সহ অনেক জায়গায় বিক্রি হয়। হ্যাঁ এখানে হয়তো লাইসেন্স এর একটা বিষয় রয়েছে। কেরু বৈধ ভাবে তাদের ব্যবসা করেতেছে, আর যেগুলো মদ ধরা পড়ছে সেগুলো সব অবৈধ। বাট মদ তো মদ ই। হোক সেটা দেশি বা বিদেশি, মদের উপাদান তো আর চেন্জ হচ্ছে না, হয়তো আ্যালকোহলের মাত্রা আলাদা হতে পারে, বাট জিনিসটা তো যেই লাউ সেই কদুই। আশা করি বুঝতে পেরেছেন কি মিন করছি। হয়তো বাংলাদেশে এখন এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বা এসব হ্যানডেল করার মতো জনবল নেই। পৃথিবীর অন্যন্য দেশে এসব কিভাবে কি করা হয় তাও আমি জানিনা। আমি প্রায়ই একটা বিদেশি ভিডিও দেখতাম যেখানে এয়ারপোর্টে থাকা কাস্টমস্ অফিসারা মদ, সিগারেট, বা মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করতো। নিশ্চয় তারা এসব ফালায় দেয় না। কিছু না কিছু তো অবশ্যই করে। আপনাদের মাথায় কখনো কি এমন প্রশ্ন এসেছে? আমার মাথায় প্রায়ই এমন প্রশ্ন ঘোরে, বাট উত্তর পাই না। এটা কিন্তু কোনো মজার বিষয় না, একবার ভালোভাবে চিন্তা করে দেখুন তো। আমি কোনো বিধিমালা জানতে চাইনা, বরং নষ্ট না করে আল্টারনেটিভ কোনো রাস্তা ছিল কিনা তা জানতে চাই।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Nel Ghor
Newbie
Offline
Activity: 20
Merit: 0
|
|
September 20, 2023, 02:06:35 PM |
|
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন। তো মূল কথায় আসি, আমি আজ একটা নিউজ দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে। আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না। ১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না? ২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই? ৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না? ৪. ইত্যাদি ইত্যাদি। (সব পয়েন্ট উল্লেখ করা সম্ভব না)আমার এমন প্রশ্ন করার কারণ কি?সম্প্রতি আমি নিউজে দেখেছি, বাংলাদেশি মদ কোম্পানি কেরু নাকি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। তো তাদের এসব মদও তো কেউ না কেউ কনজিউম করতেছে। দেশি মদ ছাড়াও কিন্তু বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ (বৈধ অবৈধ পরের বিষয়) বিভিন্ন বার সহ অনেক জায়গায় বিক্রি হয়। হ্যাঁ এখানে হয়তো লাইসেন্স এর একটা বিষয় রয়েছে। কেরু বৈধ ভাবে তাদের ব্যবসা করেতেছে, আর যেগুলো মদ ধরা পড়ছে সেগুলো সব অবৈধ। বাট মদ তো মদ ই। হোক সেটা দেশি বা বিদেশি, মদের উপাদান তো আর চেন্জ হচ্ছে না, হয়তো আ্যালকোহলের মাত্রা আলাদা হতে পারে, বাট জিনিসটা তো যেই লাউ সেই কদুই। আশা করি বুঝতে পেরেছেন কি মিন করছি। হয়তো বাংলাদেশে এখন এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বা এসব হ্যানডেল করার মতো জনবল নেই। পৃথিবীর অন্যন্য দেশে এসব কিভাবে কি করা হয় তাও আমি জানিনা। আমি প্রায়ই একটা বিদেশি ভিডিও দেখতাম যেখানে এয়ারপোর্টে থাকা কাস্টমস্ অফিসারা মদ, সিগারেট, বা মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করতো। নিশ্চয় তারা এসব ফালায় দেয় না। কিছু না কিছু তো অবশ্যই করে। আপনাদের মাথায় কখনো কি এমন প্রশ্ন এসেছে? আমার মাথায় প্রায়ই এমন প্রশ্ন ঘোরে, বাট উত্তর পাই না। এটা কিন্তু কোনো মজার বিষয় না, একবার ভালোভাবে চিন্তা করে দেখুন তো। আপনার চিন্তাভাবনা শুনে একটু অবাকই হলাম। কারন আমার মনে হয় না এমন ভাবে এর আগে কেউ কখনো ভেবেছে। তবে আপনি সঠিক টিই বলেছেন কারণ আমাদের দেশের যেভাবে জব্দ করা মদ নষ্ট করে দেওয়া হয়। সেটা যদি বাইরের দেশে রপ্তানি করা হতো বা যেকোন ভাবে রিসাইকেলিং করা যেত তাহলে আর্থিকভাবে অনেক উপকৃত হত। আমি আপনার মতামতের সাথে একমত। আগের যে পোস্টটি করেছিলাম সেই পোস্টের সোর্স লিংক নিচে দেয়া হল : https://bitcointalk.org/index.php?topic=5335270.msg62868253#msg62868253
|
|
|
|
Synonyms
Jr. Member
Offline
Activity: 33
Merit: 4
|
|
September 20, 2023, 03:35:42 PM |
|
আপনার দেওয়া নিউজে যে মদ গুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মদ নয়। সেগুলো হলো ভারতের যেগুলো প্রায় প্রতি বছরই সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয় এবং দেখা যায় প্রচুর পরিমাণে ধরা খায় এবং প্রায় উৎসব আকারে এগুলো ধ্বংস করা হয়। আমাদের দেশীয় মদ গুলো কিন্তু এভাবে ধ্বংস করা হয় না। বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই।
অবশ্যই নিয়ম আছে মধ্যপানের ব্যাপারে। যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়াএ দেশে মদ নিষিদ্ধ এবং এদেশের মুসলিম নাগরিকদের জন্য মদ্যপান করা অবৈধ বটে। কোন মুসলিম চিকিৎসা প্রয়োজন ব্যতীত কোন মধ্য পান করতে পারবে না। ভাই মদ্যপান নিয়ে অনেক নিয়ম কানুন রয়েছে বলতে গেলে প্রায় শেষ হবে না।
|
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
September 20, 2023, 04:43:36 PM |
|
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন। তো মূল কথায় আসি, আমি আজ একটা নিউজ দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে। আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না। মদ খাওয়া ও বিক্রির অনুমতি পাবেন যারা.উপরে থেকে অনেক কিছুই জানতে পারবেন। মদ খাওয়া বাংলাদেশে কোন অপরাধ না বরং মদ খেয়ে মাতলামো করা একটা অপরাধ, আমরা জখন মদ খাওয়া শুরু করি তখন আমাদের কোন লিমিট থাকেনা, কিন্তু বলা হয়ে থাকে শীত প্রাধান দেশগুলোতে ৫০ থেকে ১০০ গ্রাম মদ খায় কারণ শরীরকে গরম রাখার জন্যে । আর আমাদের দেশের মানুষ মদ খায় পরিবেশ গরম করার জন্যে যায় হোক মদ যেহেতু আমাদের মুসলিম ধর্মে হারাম এবং বাংলাদেশি বেশিরভাগ মুসলিম তাই এটা নিয়ে আমরা আর বেশিদূর না আগাই।
|
|
|
|
Dimitri94
|
|
September 20, 2023, 07:57:02 PM |
|
সম্প্রতি আমি নিউজে দেখেছি, বাংলাদেশি মদ কোম্পানি কেরু নাকি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। তো তাদের এসব মদও তো কেউ না কেউ কনজিউম করতেছে। দেশি মদ ছাড়াও কিন্তু বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ (বৈধ অবৈধ পরের বিষয়) বিভিন্ন বার সহ অনেক জায়গায় বিক্রি হয়। হ্যাঁ এখানে হয়তো লাইসেন্স এর একটা বিষয় রয়েছে। কেরু বৈধ ভাবে তাদের ব্যবসা করেতেছে, আর যেগুলো মদ ধরা পড়ছে সেগুলো সব অবৈধ। বাট মদ তো মদ ই। হোক সেটা দেশি বা বিদেশি, মদের উপাদান তো আর চেন্জ হচ্ছে না, হয়তো আ্যালকোহলের মাত্রা আলাদা হতে পারে, বাট জিনিসটা তো যেই লাউ সেই কদুই। আশা করি বুঝতে পেরেছেন কি মিন করছি।
হয়তো বাংলাদেশে এখন এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বা এসব হ্যানডেল করার মতো জনবল নেই। পৃথিবীর অন্যন্য দেশে এসব কিভাবে কি করা হয় তাও আমি জানিনা। আমি প্রায়ই একটা বিদেশি ভিডিও দেখতাম যেখানে এয়ারপোর্টে থাকা কাস্টমস্ অফিসারা মদ, সিগারেট, বা মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করতো। নিশ্চয় তারা এসব ফালায় দেয় না। কিছু না কিছু তো অবশ্যই করে।
আপনাদের মাথায় কখনো কি এমন প্রশ্ন এসেছে? আমার মাথায় প্রায়ই এমন প্রশ্ন ঘোরে, বাট উত্তর পাই না। এটা কিন্তু কোনো মজার বিষয় না, একবার ভালোভাবে চিন্তা করে দেখুন তো।
সত্যিকার অর্থে জানার কোন শেষ নেই। ওপি কে ধন্যবাদ যে উনি উনার মনের লুকোনো প্রশ্নটি করেছে। এখানেও অনেক কিছু জানারও আছে। প্রথমত বলতে চাই বিধিমালা দিয়ে কোন লাভ নেই যদি আমাদের মধ্যে কোন পরিবর্তন না আসে। কারন আমি যতদুর জানি যে যেই পরিমান মদ জব্দ করা হয় তার চেয়ে বেশি পরিমান মদ কিন্তু ঠিকই আমদানি করা হচ্ছে যেমনটি আমরা শোনা বারের দিকে তাকালে বুঝতে পারব। আমি এখানে সোনার বারের কথা শুধুমাত্র রিলেট করার জন্য উল্লেখ করলাম। আমরা প্রায়ই সোনার বার গুলো এয়ারপোর্টে জব্দ করতে দেখি এবং আমার যা মনে হয় যে এই ধরনের নিউজ আমি ছোট বেলায় থেকেই দেখে আসছি। সেখানে একটি বার চিন্তা করুন এতদামি সোনার বার গুলো ধরা পরার পরও তা দেশে অবৈধভাবে আনা হয়। এর অর্থ হল যারা সোনা আনছেন তারা গড়ে 100 টি বার আনলে সেখানে 5 টি বার যদি জব্দ করার জন্য রাখেন যাতে তাদের কোন প্রবলেম না হয়। যদি তাই না হত তাহলে অবৈধভাবে সোনা আনা বন্ধ হত। আপনি কি কখনও সোনা বৌধভাবে আমাদের দেশের ইমপোর্ট করার কথা শুনেছেন? আমি শুনিনি তবে অবশ্যই বৈধভাবে ক্রয় করা হয় যার পরিমান হতে পারে খুবই সামান্য। ঠিক মদের ব্যাপারটিও প্রায় একই। যে পরিমান মদ জব্দ বা নস্ট করা হচ্ছে তার চেয়ে বেশি আনা হচ্ছে। আনার জন্য যদি 20 শতাংশ লস দিয়েও আনা হয় তবুও ব্যবসায়িরা লাভবান হবে। অবশ্যই প্রতেকটি জিনিসেরেই পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো রয়েছে। আমরা যদি মদকে শুধুমাত্র নেশা হিসেবে মনে করি তাহলে এটি নেতিবাচক দিককে প্রভাবিত করবে কিন্তু এর যে কিছু পজিটিভ দিকগুলো আছে তা আমরা এড়িয়ে যাই। মদ্যপান নিষিদ্ধ এটি শুধুমাত্র লিখিত একটি আইন কিন্তু এর প্রয়োগ তেমনভাবে প্রতিফলিত হয় না। কয়জন লোক মদ্যপানের জন্য জেলে গিয়েছে? যারা মদ্যপান করে তারা ঠিকই যে কোন উপায়ে মদ্যপান করছে। যদি প্রশাসন তাদের কে বিরত রাখতে পারত তাহলে অন্তত্য ভাবতাম যে এই আইনটি শুধুমাত্র লিখিত নয় যার প্রয়োগও আছে। মদ্যপান যে শুধুমাত্র অন্যধর্মের লোকই করে তা নয় মুসলিমদের মধ্যেও এখন এটি কালচারে পরিনত হয়েছে এবং আর্ন্তজাতিক বিশ্বে মুসলিম দেশগুলোতে এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে।
|
|
|
|
Synonyms
Jr. Member
Offline
Activity: 33
Merit: 4
|
|
September 21, 2023, 03:58:52 AM |
|
https://www.friend.tech/এটা কি আসলে সত্যি নাকি ফেক। আমারে এক বড় ভাই বলল যে এখান থেকে বেশ ইথার নামক টোকেন পাওয়া যায়। এমনকি অনেকের ইতিমধ্যে এই টোকেন পেয়েছে। এবং এটার কাজ করার প্রসেস হচ্ছে যে প্রথমে জিমেইল দিয়ে সাইনআপ করে তারপর নিজের twitter account এর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আমি বলতে চাই টুইটার একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে যেহেতু লগইন করতে হয় তাহলে তো টুইটার তাদের হয়ে যাওয়ার কথা। অভিজ্ঞতের পরামর্শ চাচ্ছি এটা কি সত্যি আসল নাকি ফেক।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 21, 2023, 06:57:45 AM |
|
১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না? বিদেশ থেকে অলরেডি ইমপোর্ট যেগুলো করা হয়েছে, সেগুলো আপনার দেশের আইন অনুযায়ী বৈধ না হলে বা দেশে এর কোনো কোম্পানি না থাকলে আপনি লিগ্যালি সেগুলো এক্সপোর্ট করতে পারবেন না। ধরেন আমাদের দেশে বিটকয়েন মাইনারের কোনো ফ্যাক্টরি নাই। অবৈধ পথে কিছু মাইনার ইমপোর্ট করা হয়েছে। এসব কোম্পানীর ক্ষেত্রে লাইসেন্স থাকা বাধ্যতা মূলক। এক্সপোর্ট করার জন্য অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যেহেতু বাংলাদেশে কারো এগুলোর লাইসেন্স নাই, এই নামে কোনো কোম্পানীও বাংলাদেশে নাই, আপনি চাইলেই সেগুলো রপ্তানি করতে পারবেন না। বিশ্বের অনেক দেশে গাজা বৈধ, এরকম হলে বাংলাদেশ গাজা না পুড়িয়ে সেসব দেশে গাজা রপ্তানি করে দিতো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই? রিসাইকেল কোষ্ট মোটামোটি ভালেই হবে। কিন্তু রিসাইকেল করার পরে কি কেম কোয়ালিটি আসবে সেটা আমরা জানি না। আর রিসাইকেল করার প্রযুক্তি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। ৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না? ব্যাবহার করতে গেলে রিসাইকেল করতে হবে। এ প্রযুক্তি বাংলাদেশে আছে বলে মনে হয় না। আর রিসাইকেল করার পর সেটার যে দাম থাকবে, এই দামে বা এই খরচে নতুন করে এ্যালকোহল বানানো যাবে। এজন্য হুদাই খরচ করে লো কোয়ালিটির এলকোহল বানানোর প্রয়োজনীয়তা নেই।
|
|
|
|
Bd officer
|
|
September 21, 2023, 01:17:27 PM |
|
গ্লোবালে কয়েকদিন আগে আমি একটি পোস্ট দেখেছিলাম ভাবলাম আমাদের এই লোকাল থ্রেডে শেয়ার করি। প্রতিবছর অ্যাপল আইফোন এর নতুন সিরিজ রিলিজ করে থাকে। এবারো iPhone 15 রিলিজ করবে সম্ভবত আগামী কাল রিলিজ করা হবে। আমাদের এখানে হয়তো অনেকেই সখ পুরুন করার জন্য আইফোন কেনার প্রস্তুতি নিয়ে রয়েছে, আপনাদের মাঝে কি কেউ আইফোন কিনতে ইচ্ছুক? আমাদের বাংলাদেশ অনেকেই প্রস্তুতি নিয়ে রয়েছে আইফোন কিনবে। যদি আজকে আইফোন কিনে একদিন ব্যবহার করেন আগামী কাল এর দাম মার্কেট প্রাইজ থেকে কিছুটা কমে যাবে। দিন যাবে আপনার আইফোনের মুল্য হাড়াতে থাকবে। আইফোনের মুল্য কী বৃদ্ধি পাবে? যাইহোক আমি নিউজে আইফোন প্রো ম্যাক্স এর প্রাইজ ২ লাখ টাকা দেখলাম। জানি না সঠিক দাম কিনা। যদি আইফোন প্রাইজ প্রায় $১৭০০ ডলার প্রায় (কম বেশি হতে পারে) যা দিয়ে আপনি ০.০৬৫ প্রায় (কম বেশি হতে পারে) বিটকয়েন কিনতে পারবেন। আপনি বিটকয়েন কিনে রাখলে বিটকয়েনের দাম দিন যাবে বৃদ্ধি পাবে। এছাড়া আগামী বছর বিটকয়েন হালভিং ডে। আপনি যদি আইফোনের মুল্য দিয়ে বিটকয়েন কিনে রাখেন পরবর্তী ২০২৫ সালে দেখা যাবে আপনি সেই বিটকয়েন দিয়ে ২ টা বা বেশিই আইফোন কেনার অর্থ প্রফিট পেতে পারেন। যাইহোক আইফোন কেনার চেয়ে কিন্তু নরমল ফোন ও ব্যবহার করা যায়। তাই আইফোন কে বর্জন করি বিটকয়েন বেছে নিই। সোর্স: আমি এই ট্রপিক অনুযায়ী আমার নিজের মতো করে লিখে পোস্ট করেছি।
|
|
|
|
Shishir99
|
|
September 21, 2023, 01:18:49 PM |
|
এটা কি আসলে সত্যি নাকি ফেক। আমারে এক বড় ভাই বলল যে এখান থেকে বেশ ইথার নামক টোকেন পাওয়া যায়। এমনকি অনেকের ইতিমধ্যে এই টোকেন পেয়েছে। এবং এটার কাজ করার প্রসেস হচ্ছে যে প্রথমে জিমেইল দিয়ে সাইনআপ করে তারপর নিজের twitter account এর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আমি বলতে চাই টুইটার একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে যেহেতু লগইন করতে হয় তাহলে তো টুইটার তাদের হয়ে যাওয়ার কথা। অভিজ্ঞতের পরামর্শ চাচ্ছি এটা কি সত্যি আসল নাকি ফেক।
সেই বড় ভাইকে বলেন বিস্তারিত জানানোর জন্য। আপনি যে স্ক্রিনশট শেয়ার করলেন সেখানে তো তেমন কিছু দেখতে পেলাম না। না কোনো ব্যালেন্স, না কোনো ট্রানজেকশন। তো এটা দেখে আসলে কোনো ফায়দা নাই। কোনো ওয়েবসাইটে লগইন করার জন্য যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড দিতে হয়, আমি মনে করি সেটা ফিশিং ওয়েবসাইট। আপনি পাসওয়ার্ড দেয়ার পর সেই একাউন্ট হ্যাক হয়ে যাবে। কোনো ওয়েবসাইটে যদি সোশ্যাল মিডিয়া দিয়ে লগইন করার সিষ্টেম থাকে, তাহলে তাদের ওয়েবসাইটের লগো দেয়া থাকে যেটাতে ক্লিক করলে আপনাকে সেই সোশ্যাল মিডিয়ায় রিডিরেক্ট করে নিয়ে যাবে এবং পারমিশন চাইবে। পারমিশন দেয়ার আগে খেয়াল করবেন যে কি কি একসেস নিচ্ছে। লিংক দেখে মোটেই কোনো প্রফেশনাল ওয়েবসাইট মনে হচ্ছে না। চেক করার জন্যেও ট্রাই করার কোনো ইচ্ছে নেই।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Z_MBFM
|
|
September 21, 2023, 02:46:13 PM |
|
গ্লোবালে কয়েকদিন আগে আমি একটি পোস্ট দেখেছিলাম ভাবলাম আমাদের এই লোকাল থ্রেডে শেয়ার করি। প্রতিবছর অ্যাপল আইফোন এর নতুন সিরিজ রিলিজ করে থাকে। এবারো iPhone 15 রিলিজ করবে সম্ভবত আগামী কাল রিলিজ করা হবে। আমাদের এখানে হয়তো অনেকেই সখ পুরুন করার জন্য আইফোন কেনার প্রস্তুতি নিয়ে রয়েছে, আপনাদের মাঝে কি কেউ আইফোন কিনতে ইচ্ছুক? আমাদের বাংলাদেশ অনেকেই প্রস্তুতি নিয়ে রয়েছে আইফোন কিনবে। যদি আজকে আইফোন কিনে একদিন ব্যবহার করেন আগামী কাল এর দাম মার্কেট প্রাইজ থেকে কিছুটা কমে যাবে। দিন যাবে আপনার আইফোনের মুল্য হাড়াতে থাকবে। আইফোনের মুল্য কী বৃদ্ধি পাবে? যাইহোক আমি নিউজে আইফোন প্রো ম্যাক্স এর প্রাইজ ২ লাখ টাকা দেখলাম। জানি না সঠিক দাম কিনা। যদি আইফোন প্রাইজ প্রায় $১৭০০ ডলার প্রায় (কম বেশি হতে পারে) যা দিয়ে আপনি ০.০৬৫ প্রায় (কম বেশি হতে পারে) বিটকয়েন কিনতে পারবেন। আপনি বিটকয়েন কিনে রাখলে বিটকয়েনের দাম দিন যাবে বৃদ্ধি পাবে। এছাড়া আগামী বছর বিটকয়েন হালভিং ডে। আপনি যদি আইফোনের মুল্য দিয়ে বিটকয়েন কিনে রাখেন পরবর্তী ২০২৫ সালে দেখা যাবে আপনি সেই বিটকয়েন দিয়ে ২ টা বা বেশিই আইফোন কেনার অর্থ প্রফিট পেতে পারেন। যাইহোক আইফোন কেনার চেয়ে কিন্তু নরমল ফোন ও ব্যবহার করা যায়। তাই আইফোন কে বর্জন করি বিটকয়েন বেছে নিই। ভাই iphone সেই সমস্ত ব্যক্তিরা ব্যবহার করে যারা শো অফ করতে বেশি পছন্দ করে। সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে হয়তোবা কেউ অনেক বড় শিল্পপতি, কোন স্টার, কনটেন্ট ক্রিয়েটর, বড় কোনো কর্ম কর্মকর্তা বা বাপের অঢেল সম্পদ রয়েছে সেগুলো খরচ করে বেড়ায় কিংবা ভাগ্য ভালো থাকার কারনে জুয়া থেকে উচ্চ মানের কিছু জেতেন । এই সমস্ত লোকেরাই সবচাইতে বেশি আইফোন কেনেন। আর তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই বিটকয়েন সম্পর্কে অবগত নয়। আপনি একটি পোল ক্রিয়েট করতে পারেন এখানে দেখতে পাবেন এখান থেকে ৫% ব্যক্তিরাও আইফোন ব্যবহার করেন না। তাই এই বিষয়টি নিয়ে সবার চিন্তা খুব কমই রয়েছে। এটা কি আসলে সত্যি নাকি ফেক। আমারে এক বড় ভাই বলল যে এখান থেকে বেশ ইথার নামক টোকেন পাওয়া যায়। এমনকি অনেকের ইতিমধ্যে এই টোকেন পেয়েছে। এবং এটার কাজ করার প্রসেস হচ্ছে যে প্রথমে জিমেইল দিয়ে সাইনআপ করে তারপর নিজের twitter account এর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আমি বলতে চাই টুইটার একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে যেহেতু লগইন করতে হয় তাহলে তো টুইটার তাদের হয়ে যাওয়ার কথা। অভিজ্ঞতের পরামর্শ চাচ্ছি এটা কি সত্যি আসল নাকি ফেক।
এরকম এয়ারড্রপ থাকে যেখানে পার্টিসিপেট করার জন্য আপনাকে আপনার টুইটার কানেক্ট করে তাদের একটি টুইট রিটুইট করতে হয় এবং সাথে সাথে একটি রিওয়ার্ড পাওয়া যায়। আমার মনে আছে আমি একবার এমন একটি এয়ারড্রপে কয়েকটি টুইটার একাউন্ট দিয়ে $১৪০০ এর মতো পাইছিলাম। আমার টুইটার একাউন্ট দিয়ে প্রথমবার পাওয়ার পর বন্ধুদের টুইটার একাউন্ট নিয়ে নিয়ে এটি করছিলাম। যদি ভালো পরিমাণ রিওয়ার্ড পাওয়া যায় সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন কিন্তু এয়ারড্রপের টাস্ক পূরণ করে রিওয়ার্ড পাবার সাথে সাথে টুইটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে ভূইলেন না তাইলে টুইটার একাউন্ট হ্যাকও হতে পারে। আমি আপনাকে এটি করার জন্য উৎসাহ দিতাছি না। আমার এরকম একটি এক্সপেরিয়েন্স রয়েছে এর কারণে আমি আপনাকে এটি বললাম। তবে আমি যেটা করছিলাম সেখানে তাদের নিজস্ব টোকেন দিত। কিন্তু এখানে যেহেতু ETH দেওয়ার প্রতিশ্রুতি দিতাছে তাই এখানে কিছু সন্দেহ আছে। তাই এটা থেকে সতর্ক থাইকেন
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
DYING_S0UL
|
|
September 21, 2023, 03:43:39 PM |
|
গ্লোবালে কয়েকদিন আগে আমি একটি পোস্ট দেখেছিলাম ভাবলাম আমাদের এই লোকাল থ্রেডে শেয়ার করি। প্রতিবছর অ্যাপল আইফোন এর নতুন সিরিজ রিলিজ করে থাকে। এবারো iPhone 15 রিলিজ করবে সম্ভবত আগামী কাল রিলিজ করা হবে। আমাদের এখানে হয়তো অনেকেই সখ পুরুন করার জন্য আইফোন কেনার প্রস্তুতি নিয়ে রয়েছে, আপনাদের মাঝে কি কেউ আইফোন কিনতে ইচ্ছুক? আমাদের বাংলাদেশ অনেকেই প্রস্তুতি নিয়ে রয়েছে আইফোন কিনবে। যদি আজকে আইফোন কিনে একদিন ব্যবহার করেন আগামী কাল এর দাম মার্কেট প্রাইজ থেকে কিছুটা কমে যাবে। দিন যাবে আপনার আইফোনের মুল্য হাড়াতে থাকবে। আইফোনের মুল্য কী বৃদ্ধি পাবে? যাইহোক আমি নিউজে আইফোন প্রো ম্যাক্স এর প্রাইজ ২ লাখ টাকা দেখলাম। জানি না সঠিক দাম কিনা। যদি আইফোন প্রাইজ প্রায় $১৭০০ ডলার প্রায় (কম বেশি হতে পারে) যা দিয়ে আপনি ০.০৬৫ প্রায় (কম বেশি হতে পারে) বিটকয়েন কিনতে পারবেন। আপনি বিটকয়েন কিনে রাখলে বিটকয়েনের দাম দিন যাবে বৃদ্ধি পাবে। এছাড়া আগামী বছর বিটকয়েন হালভিং ডে। আপনি যদি আইফোনের মুল্য দিয়ে বিটকয়েন কিনে রাখেন পরবর্তী ২০২৫ সালে দেখা যাবে আপনি সেই বিটকয়েন দিয়ে ২ টা বা বেশিই আইফোন কেনার অর্থ প্রফিট পেতে পারেন। যাইহোক আইফোন কেনার চেয়ে কিন্তু নরমল ফোন ও ব্যবহার করা যায়। তাই আইফোন কে বর্জন করি বিটকয়েন বেছে নিই। সোর্স: আমি এই ট্রপিক অনুযায়ী আমার নিজের মতো করে লিখে পোস্ট করেছি।আইফোন কিনার কোনো যৌক্তিক কারণ দেখিনা ভাই। আমার কাছে টোটালি ওয়েস্ট অফ ম্যানি মনে হয়। হ্যা আপনার যদি লাখ লাখ টাকা থাকে, কোথায় হুদাই টাকা উড়াবেন খুজে পাননা সেক্ষেত্রে কিনতেই পারেন। কিন্তু আপনার আমার মতো মানুষের এইসব আইফোন কিনার থেকে সেই টাকা দিয়ে ফল কিনে খাওয়া বেশি বেটার বলে মনে করি। ফল খাওয়া দ্বারা টাকাটা ভালো কাজে লাগানোর কথা মিন করছি। আর ভাই এখনকার আইফোন গুলোত যত হারে সিপিইউ পাওয়ার, ক্যামেরা পাওয়ার, রাম রোম লাগানো হয় সেটা আদেও নরমাল ইউজারদের প্রয়োজন হয়না। প্রতিবছর খালি কালার চেন্জ করে নিউ নিউ ফোন লঞ্চ করে । আমি সেই কত আগের একটা ফোন চালাই, কখনো এমন মনে হয়নাই যে আমার আইফোনের দরকার।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Spark22
Jr. Member
Offline
Activity: 462
Merit: 2
|
|
September 21, 2023, 03:52:54 PM |
|
আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?
|
|
|
|
Tiger420
Jr. Member
Offline
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
|
|
September 21, 2023, 04:00:21 PM |
|
আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?
বিটকয়েনটক আইডির মেম্বারশিপ পরিবর্তন হওয়ার কারণ হতে পারে সেই আইডিটা অনেকদিন ধরে এই সাইটে লগ-ইন না করা। বিটকয়েনটকের নিয়মানুযায়ী, যদি কোনো মেম্বার ৩০ দিনের বেশি সাইটে লগ-ইন না করে, তাহলে তার মেম্বারশিপ কমে যায়। এরকম আইডির রেঙ্ক আপ করার জন্য আবার Merit আর Activity লাগবে। প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ।
|
TonTogether.com | Saving Empowers Winning Join Launchpool > Jan 10th - Feb 10th
|
|
|
DYING_S0UL
|
|
September 21, 2023, 04:53:12 PM |
|
আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?
বিটকয়েনটক আইডির মেম্বারশিপ পরিবর্তন হওয়ার কারণ হতে পারে সেই আইডিটা অনেকদিন ধরে এই সাইটে লগ-ইন না করা। বিটকয়েনটকের নিয়মানুযায়ী, যদি কোনো মেম্বার ৩০ দিনের বেশি সাইটে লগ-ইন না করে, তাহলে তার মেম্বারশিপ কমে যায়। এরকম আইডির রেঙ্ক আপ করার জন্য আবার Merit আর Activity লাগবে। প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ। না নিজের পোস্টে নিজে মেরিট দিতে পারবেন না। হ্যাঁ আপনি মেরিট দেয়ার ঐ ওয়েবপেজ পর্যন্ত যেতে পারবেন, কিন্তু মেনিট সেন্ড বাটনে চাপ দিলে ইরর সো করবে। আমি এ বিষয় নিয়ে একটি টপিক ও তৈরি করেছিলাম, চাইলে সেটা পড়তে পারেন।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Z_MBFM
|
|
September 22, 2023, 02:24:08 AM |
|
আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?
মেম্বারশিপ কমে যাওয়ার কারন হচ্ছে তার পোস্ট ডিলিট হওয়া। ভাই একটা র্যাঙ্ক রিচ করার জন্য মেরিটের পাশাপাশি প্রয়োজন হয় এক্টিভিটির আর activity হয় একটি নির্দিষ্ট সময়ের পর পর পোস্টের উপর ভিত্তি করে। এক্টিভিটি হওয়ার জন্য অবশ্যই আপনার সমপরিমাণ পোস্ট থাকা বাধ্যতামূলক আবার অনেক সময় বেশি পরিমাণে পোস্ট থাকলেও সেই সময় পরিমাণ এক্টিভিটি হয় না কারোর এক্টিভিটি শুধুমাত্র ১৪ দিন পর পর ১৪ টা করে বাড়ে। আর যদি কারো এক্টিভিটির থেকে পোস্ট ডিলিট হয়ে কমে যায় যেমন জুনিয়র মেম্বার হতে লাগে ৩০ এক্টিভিটি আর ১ টা মেরিট যদি কোন জুনিয়র মেম্বারের পোস্ট ডিলেট হইয়া ২৯ টা হয় তারপরে তার এক্টিভিটিও কমে যাবে আর র্যাংক ডাউন হবে। তবে আবার ১ টা পোস্ট করে ৩০ এক্টিভিটি মিল হলে আবারও জুনিয়র মেম্বার হবে। আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?
বিটকয়েনটক আইডির মেম্বারশিপ পরিবর্তন হওয়ার কারণ হতে পারে সেই আইডিটা অনেকদিন ধরে এই সাইটে লগ-ইন না করা। বিটকয়েনটকের নিয়মানুযায়ী, যদি কোনো মেম্বার ৩০ দিনের বেশি সাইটে লগ-ইন না করে, তাহলে তার মেম্বারশিপ কমে যায়। ভাই যেটা জানেন না সেটার ভুল ভাল উত্তর দেন কেন? আপনি এটা কোথায় দেখছেন যে ৩০ দিনের বেশি সময় এই ফোরামে লগইন না করলে rank কমে যায়? ভাই যে জিনিসটা আপনি কনফার্ম জানবেন সেই জিনিসটা অন্যদের জানাবেন ভুলভাল কিছু এখানে পোস্ট করে অন্যদের বিভ্রান্ত করবেন না। প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ।
কেন কোন দুঃখে আপনি আপনার নিজের পোস্টেই মেরিট দিবেন? যদি নিজেই নিজের অ্যাকাউন্টে মেরিট দেন তাইলে অন্যরা কিভাবে আপনার পোস্ট এটি ভালো পোস্ট হিসেবে গণ্য করে মেরে দেবে আপনি নিজেই তো নিজের বিচার করলেন তাইলে। আর ফোরাম এই অপশন রাখেনাই আপনি নিজেই নিজের একাউন্ট দিয়া সেই অ্যাকাউন্টে মেরিট দিতে পারবে না তবে আপনার যদি কোন আল্টাকরণ থাকে তাহলে দিতে পারবেন। তাই যদি ধরা খান তাহলে একাউন্টে রেট খাইতে পারেন Merit Abuser হিসেবে
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
September 22, 2023, 12:38:26 PM |
|
প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ।
কেন কোন দুঃখে আপনি আপনার নিজের পোস্টেই মেরিট দিবেন? যদি নিজেই নিজের অ্যাকাউন্টে মেরিট দেন তাইলে অন্যরা কিভাবে আপনার পোস্ট এটি ভালো পোস্ট হিসেবে গণ্য করে মেরে দেবে আপনি নিজেই তো নিজের বিচার করলেন তাইলে। আর ফোরাম এই অপশন রাখেনাই আপনি নিজেই নিজের একাউন্ট দিয়া সেই অ্যাকাউন্টে মেরিট দিতে পারবে না তবে আপনার যদি কোন আল্টাকরণ থাকে তাহলে দিতে পারবেন। তাই যদি ধরা খান তাহলে একাউন্টে রেট খাইতে পারেন Merit Abuser হিসেবে । ভাই যাদেরকে সয়তানে নাড়াচাড়া করে তারা ছাড়া এইসব কাজ কর্ম কেউ করার চেস্টা করেনা, কারন তারা জানে যে এ্যাকাউন্টে পরে সমস্যা হবে, ভাই আপ্নারা মেরিট নিয়ে এতো হতাস হয়েন না রেগুলার পোস্ট করতে থাকেন তাহলে আর আপনার পোস্টের মাধ্যমে যদি অন্যদের হেল্প হয়, বা পোস্টের মান ভালো হয় তাহলে সময় লাগতে পারে কিন্তু মেরিট পাবেন তাতে কোনো সন্দেহ নাই। আমার এ্যাকাউন্ট রেজিস্টার করা October 07, 2019 এই দিনে কিন্তু আমার ফুল মেম্বার হতে ৪বছরের মতো লেগে গেছে, অনেকেই আবার এই সময়ের মধ্যে ভালো পোস্ট করে লেজেন্ডারিও হয়ে গেছেন, সবাই একটু বেশি সময় দেন তাহলে দেখবেন মেরিট পাচ্ছেন।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 22, 2023, 01:15:58 PM |
|
আইফোন কিনার কোনো যৌক্তিক কারণ দেখিনা ভাই। আমার কাছে টোটালি ওয়েস্ট অফ ম্যানি মনে হয়। হ্যা আপনার যদি লাখ লাখ টাকা থাকে, কোথায় হুদাই টাকা উড়াবেন খুজে পাননা সেক্ষেত্রে কিনতেই পারেন। কিন্তু আপনার আমার মতো মানুষের এইসব আইফোন কিনার থেকে সেই টাকা দিয়ে ফল কিনে খাওয়া বেশি বেটার বলে মনে করি। ফল খাওয়া দ্বারা টাকাটা ভালো কাজে লাগানোর কথা মিন করছি। আর ভাই এখনকার আইফোন গুলোত যত হারে সিপিইউ পাওয়ার, ক্যামেরা পাওয়ার, রাম রোম লাগানো হয় সেটা আদেও নরমাল ইউজারদের প্রয়োজন হয়না। প্রতিবছর খালি কালার চেন্জ করে নিউ নিউ ফোন লঞ্চ করে । আমি সেই কত আগের একটা ফোন চালাই, কখনো এমন মনে হয়নাই যে আমার আইফোনের দরকার। আইফোন কেনার পর সাধারনত এর গ্রাহকরা এ্যাপল এর একটা ইকো সিষ্টেম এ ঢোকার ঝুকিতে পড়ে। আপনি আইফোন কেনার পর আপনার যেটা দরকার হবে সেটা হলো এয়ারপড! হুদাই এক্সপেন্সিভ একটা জিনিস। তারপর আপনার লাগবে এ্যপল ওয়াচ! সেটা আপনার আইফোনের সাথে পেয়ার করে বেশ কিছু ফিচারের সুবিধা নিতে পারবেন। আই ফোন কেউ কেউ শো অফ করার জন্য কেনে, অনেকে আবার শখ করে কেনে। অনেকে আবার কাজের জন্য কিনে। অনেক গেমার আছে যারা আই ফোন কিনে ভালো মোবাইল গেমস খেলার জন্য আর ষ্ট্রিমিং করার জন্য। আই ফোনে গেম গুলো অনেক ষ্ট্যাবল হয়ে থাকে। তবে এটা কিনতে যেমন খরচ, কোনো কিছু ড্যামেজ হলে মেরামত করতেও খরচ।
|
|
|
|
Negotiation
|
|
September 22, 2023, 02:57:25 PM |
|
আইফোন কিনার কোনো যৌক্তিক কারণ দেখিনা ভাই। আমার কাছে টোটালি ওয়েস্ট অফ ম্যানি মনে হয়। হ্যা আপনার যদি লাখ লাখ টাকা থাকে, কোথায় হুদাই টাকা উড়াবেন খুজে পাননা সেক্ষেত্রে কিনতেই পারেন। কিন্তু আপনার আমার মতো মানুষের এইসব আইফোন কিনার থেকে সেই টাকা দিয়ে ফল কিনে খাওয়া বেশি বেটার বলে মনে করি। ফল খাওয়া দ্বারা টাকাটা ভালো কাজে লাগানোর কথা মিন করছি। আর ভাই এখনকার আইফোন গুলোত যত হারে সিপিইউ পাওয়ার, ক্যামেরা পাওয়ার, রাম রোম লাগানো হয় সেটা আদেও নরমাল ইউজারদের প্রয়োজন হয়না। প্রতিবছর খালি কালার চেন্জ করে নিউ নিউ ফোন লঞ্চ করে । আমি সেই কত আগের একটা ফোন চালাই, কখনো এমন মনে হয়নাই যে আমার আইফোনের দরকার। আইফোন কেনার পর সাধারনত এর গ্রাহকরা এ্যাপল এর একটা ইকো সিষ্টেম এ ঢোকার ঝুকিতে পড়ে। আপনি আইফোন কেনার পর আপনার যেটা দরকার হবে সেটা হলো এয়ারপড! হুদাই এক্সপেন্সিভ একটা জিনিস। তারপর আপনার লাগবে এ্যপল ওয়াচ! সেটা আপনার আইফোনের সাথে পেয়ার করে বেশ কিছু ফিচারের সুবিধা নিতে পারবেন। আই ফোন কেউ কেউ শো অফ করার জন্য কেনে, অনেকে আবার শখ করে কেনে। অনেকে আবার কাজের জন্য কিনে। অনেক গেমার আছে যারা আই ফোন কিনে ভালো মোবাইল গেমস খেলার জন্য আর ষ্ট্রিমিং করার জন্য। আই ফোনে গেম গুলো অনেক ষ্ট্যাবল হয়ে থাকে। তবে এটা কিনতে যেমন খরচ, কোনো কিছু ড্যামেজ হলে মেরামত করতেও খরচ। আইফোন,আইপ্যাড,ম্যাকবুক, এ্যাপেল ওয়াচ (iWatch), এগুলা আসলে একটা ডিভাইস আরেকটা ডিভাইস এর সাথে খুব সহজে কানেক্ট করা যায়, ফাইল থেকে ডেটা সবকিছুই খুব সহজে হ্যান্ডেল করা যায়, মনে করেন আপনি কোনো কারনে ম্যাকবুকে আপনার একটা ফাইল সেভ করতে ভুলে গেছেন দেখবেন সেটা দেখবেন অই অবস্থাই থেকে গেছে এবং আইফোন থেকে সেটা ম্যানেজ করতে পারবেন, আবার আপনার আইপ্যাড এর একটা ডিজাইন করেছেন সেটা আবার আপনার ম্যাকবুক থেকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। এ্যপেল এর প্রোডাক্ট অনেক লং লাস্টিং করে, ভালোভাবে ব্যাবহার করতে পারলে খুব সহজে কিছু হয়না। আর সিকিউরিটি নিয়ে তো কোনো কিছু বলারই নাই, এ্যাপেল যেভাবে সবকিছু খুব সহজ কানেক্ট করে অন্য কোনো ডিভাইস তা পারেনা। এই জন্যে এ্যাপেল কে কেউ টিক্কা দিতে পারেনি। আরো অনেক ফিউচার আছে একটু ইউটিউব করলেই পেয়ে যাবেন, আমিও বিভিন্ন্য ভিডিও দেখেই এগুলা যেনেছি।
|
|
|
|
Bd officer
|
গ্লোবালে অর্থনীতি নিয়ে আলোচনা হলেও আমাদের এই থ্রেডে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় না। কিভাবে আমরা আমদের জীবন চালাবো কিভাবে আমাদের সংসারে উন্নতি করবো? যাইহোক আমার এলাকার বুজুর্গ মুরুব্বী আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, তা হলো যদি আমি ১ টাকা ইনকাম করি ৭৫ পয়সা ব্যয় করতে বলেছেন। এবং অবশিষ্ট ২৫ পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বলেছেন, (আপনি আরো বেশি সঞ্চয় করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার)। এই উপদেশ টি যুক্তিসঙ্গত মনে করি। এই উপদেশ টি আমি মনে করি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যদি আপনার সংসার উন্নতি করতে চান তাহলে আপনাকে আয়ের থেকে ব্যয় কমিয়ে রাখতে হবে। যার দেখবেন আয়ের থেকে ব্যয় বেশি সেই ব্যাক্তি দেখবেন ঋণগ্রস্ত হয়ে আছেন। যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে সেই ব্যক্তির সংসারে কখনো দরিদ্রতা ছাড়ে না। আমরা যদি ১ টাকা কামাই করি যদি ২৫ পয়সা সঞ্চয় করার জন্য রেখে দেই। এখন এই ২৫ পয়সার থেকে ১০ পয়সা বিটকয়েনে বিনিয়োগ করে রাখা অনেক ভালো মনে করি। এবং বাকি ১৫ পয়সা যেকোন ভৌত সম্পদের মধ্যে রাখতে পারেন বা টাকাই ব্যাংকে রাখতে পারেন। আমি সম্পূর্ণ টাকা বিটকয়েনে বিনিয়োগ করার পরামর্শ কখনো দিবো না, কারন বিটকয়েনে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। আবার সম্পুর্ন টাকা ব্যাংকে রাখা উচিত না কারন আমাদের দেশে দিন দিন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে চলেছে। আপনার টাকার মুল্য দিন দিন হাড়াতে থাকবে। সঞ্চয়ের অর্ধেকের বেশি টাকা ভৌত সম্পদ রাখা ভালো, আপনি যদি ব্যাংকে রাখতে চান রাখতে পারেন আমি ব্যাংকে রাখা ভালো মনে করি না, ভৌত সম্পদে বা বাংকে রাখার পর বাকি টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখলে, ভবিষ্যতে আপনি অনেক লাভবান হতে পারেন। তাই যা কামাই করুন তার থেকে অল্প পরিমান ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। সঞ্চয়ের কিছু টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন। এই বিষয়ে আপনাদের মতামত কী শেয়ার করুন?সোর্স: আমার এলাকার মুরুব্বি দেওয়া উপদেশ এর উপর ভিত্তি করে ও economics বোর্ড থেকে জ্ঞান অর্জন করে আমার নিজের মতো করে পোস্ট টি লিখেছি।
|
|
|
|
|