Bitcoin Forum
December 15, 2024, 03:50:48 AM *
News: Latest Bitcoin Core release: 28.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 415 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 [433] 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482 483 ... 579 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 5462584 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1830 posts by 89+ users deleted.)
Spark22
Jr. Member
*
Offline Offline

Activity: 476
Merit: 2


View Profile
September 22, 2023, 03:39:26 PM
 #8641

গ্লোবালে অর্থনীতি নিয়ে আলোচনা হলেও আমাদের এই থ্রেডে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় না। কিভাবে আমরা আমদের জীবন চালাবো কিভাবে আমাদের সংসারে উন্নতি করবো? যাইহোক আমার এলাকার বুজুর্গ মুরুব্বী  আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, তা হলো যদি আমি ১ টাকা ইনকাম করি ৭৫ পয়সা ব্যয় করতে বলেছেন। এবং অবশিষ্ট ২৫ পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বলেছেন, (আপনি আরো বেশি সঞ্চয় করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার)। এই উপদেশ টি যুক্তিসঙ্গত মনে করি। এই উপদেশ টি আমি মনে করি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যদি আপনার সংসার উন্নতি করতে চান তাহলে আপনাকে আয়ের থেকে ব্যয় কমিয়ে রাখতে হবে। যার দেখবেন আয়ের থেকে ব্যয় বেশি সেই ব্যাক্তি দেখবেন ঋণগ্রস্ত হয়ে আছেন। যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে সেই ব্যক্তির সংসারে কখনো দরিদ্রতা ছাড়ে না। আমরা যদি ১ টাকা কামাই করি যদি ২৫ পয়সা সঞ্চয় করার জন্য রেখে দেই। এখন এই ২৫ পয়সার থেকে ১০ পয়সা বিটকয়েনে বিনিয়োগ করে রাখা অনেক ভালো মনে করি। এবং বাকি ১৫ পয়সা যেকোন ভৌত সম্পদের মধ্যে রাখতে পারেন বা টাকাই ব্যাংকে রাখতে পারেন। আমি সম্পূর্ণ টাকা বিটকয়েনে বিনিয়োগ করার পরামর্শ কখনো দিবো না, কারন বিটকয়েনে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। আবার সম্পুর্ন টাকা ব্যাংকে রাখা উচিত না কারন আমাদের দেশে দিন দিন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে চলেছে। আপনার টাকার মুল্য দিন দিন হাড়াতে থাকবে। সঞ্চয়ের অর্ধেকের বেশি টাকা ভৌত সম্পদ রাখা ভালো, আপনি যদি ব্যাংকে রাখতে চান রাখতে পারেন আমি ব্যাংকে রাখা ভালো মনে করি না, ভৌত সম্পদে বা বাংকে রাখার পর বাকি টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখলে, ভবিষ্যতে আপনি অনেক লাভবান হতে পারেন। তাই যা কামাই করুন তার থেকে অল্প পরিমান ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। সঞ্চয়ের কিছু টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন।

এই বিষয়ে আপনাদের মতামত কী শেয়ার করুন?

সোর্স: আমার এলাকার মুরুব্বি দেওয়া উপদেশ এর উপর ভিত্তি করে ও economics বোর্ড থেকে জ্ঞান অর্জন করে আমার নিজের মতো করে পোস্ট টি লিখেছি।

আপনার এলাকার বুজুর্গ মুরুব্বীর উপদেশ টি অনেক ভালো এবং আমার মনে হয় তিনি একজন জ্ঞানী ব্যক্তি । তবে আমার মনে হয় আয়ের ৭৫% ব্যয়, ১০% সঞ্চয়, ১০% বিনিয়োগ, ৫% দান এ রকম প্লান করলে বেশি ভালো হবে। কারণ আমাদের সবাইকে আখিরাতের জন্য কিছু করতে হবে। তাই আপনার আয়ের কিছু অংশ আপনাকে দান করতে হবে। দান করলে আল্লাহ তায়ালা সকল বিপদ থেকে মুক্তি দেন।

আপনি যদি বিটকয়েনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার কিছু ঝুকি হতে পারে। যেমন :

১. বিটকয়েনের দাম কমে গেলে আপনার বিরাট লস হতে পারে।
২. আপনার বিটকয়েন ওয়ালেট বা অ্যাকাউন্টে হারিয়ে আপনি আপনার অর্থ হারাতে পারেন।
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 518
Merit: 488


Payment Gateway Allows Recurring Payments


View Profile WWW
September 22, 2023, 04:38:27 PM
Merited by GazetaBitcoin (5), Subbir (1), DVlog (1)
 #8642

লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Silk Road Case: The Real, Untold Story. Is Karpelès Satoshi or DPR?




কেউ কি Ross Ulbricht এর লেটেস্ট ডকুমেন্টারিটি দেখেছেন? এটা ইউটিউবে পাওয়া যাবে (বা এই ২য় লিংকে) এবং এটি Free Ross সংস্থাটির দ্বারা নির্মিত।

আমার এসব বলার করার কারণ, বিচারের সময় করা সকল অবিচার ছাড়াও আমি আরো কিছু আকর্ষণীয় অভিযোগ লক্ষ্য করেছি। Ross এর প্রতি যে যে অবিচার করা হয়েছে (আমি মনে করি) তা এই মামলা সম্পর্কে অবগত সবাই জানেন, এর মধ্যে xtraelv অনেক সুন্দরভাবে তার একটি টপিকে বিস্তারিত বর্ণনা করেছেন

যাইহোক, কিছু অজানা তথ্য (অন্ততপক্ষে আমার জন্য) এই ডকুমেন্টারির মাধ্যমে উন্মোচিত করা হয়। এর মধ্যে কিছু কিছু খুবই অবাস্তব (যেমন Mark Karpelès এর Satoshi হওয়ার সন্দেহ, যা কিনা আমি মিথ্যা মনে করি, তবে কেউই এখনো সত্যটা জানে না), তবে কিছু এর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন... এছাড়াও, এই ফিল্মটি Karpelès এর শুধুমাত্র Satoshi নয়, বরং DPR হওয়ার বিষয়টিও তুলে ধরেছে।

  • উদাহরণস্বরূপ, ডকুমেন্টারির একেবারে শুরুতেই (০:০৪ থেকে ০৯:২২ এর মাঝে), বলা হয়েছে যে SR এর কথা প্রথম উল্লেখ করা হয়েছে এখানে, silkroad নামক এক ইউজারের মাধ্যমে, এই টপিকটিতে Silk Road: anonymous marketplace. Feedback requested Smiley (যা সম্পূর্ন সঠিক)। Jared Der-Yeghiayan, এই SR এর প্রথম তদন্তকারী (যিনি কখনো বলেননি তিনি কিভাবে এর অস্তিত্ব বের করেন), খুজে পান যে টপিকটিতে উল্লেখ করা সাইটটি (silkroadmarket.org) শুধুমাত্র একটি উপরি স্তরের ওয়েব প্লাটফর্ম যা তাদের ইউজারদের Tor ব্যবহার করে কিভাবে ডার্ক ওয়েবে থাকা আসল SR সাইট অ্যাক্সেস করা যাবে তার নিয়ম বলে দেয়। Der-Yeghiayan দেখেন silkroadmarket.org এই সাইটটি XTA.net নামক একটি ডোমেন সার্ভারের মাধ্যমে রেজিস্ট্রেশন করা, এটি মূলত Mark Karpelès এর মালিকানাধীন Mutum Sigillum নামক কোম্পানির একটা অংশ। আমরা ইতিমধ্যেই জানি, Karpelès Mt. Gox এর প্রাক্তন মালিক। এই মুহূর্তে সন্দেহ করা হয় যে DPR (Ross তার সাইটের মালিকানাধীন হস্তান্তন করার পর, SR এর নতুন মালিক) এবং Mt. Gox এর মালিক একই ব্যক্তি।
  • Ross এর স্টেটমেন্ট অনুযায়ী, তিনি সেই সময়, Silkroad এর মালিক ছিলেন না। তিনি বলেন, যে ব্যক্তিটি তাকে এই সাইটটি বানাতে সাহায্য করে, তাকে তিনি সাইটটির মালিকানা দিয়ে দিতে রাজি হন। ঐ ব্যক্তিটির নিকনেম ছিল DPR (Dread Pirate Roberts) এবং তিনিই Karpelès (সন্দেহ) মনে করা হয়।
  • এখান থেকে, বিষয়গুলো আরো ইন্টারেস্টিং হতে থাকে: Karpelès যখন Mt. Gox ক্রয় করেছিলেন ঠিক একই সময়ে SR ও লঞ্চ করা হয়েছিল। ডকুমেন্টারিতে আরো সন্দেহ করা হয় যে Karpelès হয়তোবা Satoshi (যা আমি সন্দেহ করি) এবং তার কাছে পৃথিবীর সকল কারণ ছিল SR খোলার জন্য কারণ, সেখানে তিনি তার Mt. Gox থেকে আয়কৃত BTC গুলো রাখতে পারতেন। মজার এই কাকতালীয় ঘটনার পাশাপাশি, এখানে আরো একটি অযৌক্তিক অভিযোগও রয়েছে - যা হচ্ছে Karpelès হলেন বিটকয়েনটকের মালিক, এই তথ্যটি Der-Yeghaigan এর এক গোপন তথ্যদাতা দেয়, যিনি কিনা আগে Karpelès এর জন্য কাজ করতো। ফিল্মে উল্লেখ করা আরো একটি কাকতালীয় ঘটনার পর এটি ধারণা করা হয়, বিষয়টি নিম্নরূপ: বিটকয়েনটক সাইটের জন্য ব্যবহৃত SMF প্ল্যাটফর্মটি, SR এ আয়োজিত আলোচনা ফোরামের জন্যও ব্যবহৃত হয়েছে। পাশাপাশি, ফোরামের ক্ষেত্রে SMF খুব কম ব্যবহৃত হতো, কিন্তু BitcoinTalk এবং SR উভয় ক্ষেত্রেই এর ব্যবহার তদন্তকারীর সন্দেহ আরো জাগিয়ে তোলে, ফলে সন্দেহ আরো বেড়ে যায় যে দুইটি সাইটের মালিক একই ব্যক্তি, মানে Karpelès ই হয়তোবা Satoshi।

সাইট দুইটির মধ্যে UI এর মিলের উদাহরণ:


  • এখন Ross এর কাছে ফিরে যাওয়া যাক এবং কিভাবে তদন্তটি শুরু হয়েছিল তা দেখা যাক (৩২:০০ - ৩৪:৪৬): এখানে বলা হয়েছে সরকার তাকে ফাঁসানোর জন্য একটি আলাদা তদন্ত (মিথ্যা) ব্যবহার করে যাতে করে তাকে আসল DPR এর মতো দেখায়। আরো সুনির্দিষ্টভাবে যদি বলি, একজন আইআরএস এজেন্ট (Gary Alford) বিটকয়েনটকে থাকা একটি পোস্টে Ross এর ইমেইল অ্যাড্রেসটি খুঁজে পান, যা কিনা Der-Yeghiayan এর উল্লেখ করা থ্রেডের আগেই লেখা হয়েছিল (উপরে উল্লেখিত)। মূলত, Der-Yeghiayan এর খুঁজে পাওয়া টপিকটি Silk Road: anonymous marketplace. Feedback requested Smiley, পহেলা মার্চ, ২০১১ এ পোস্ট করা হয় silkroad নামে এক ইউজারের দ্বারা, অন্যদিকে Alford বলেন তিনি জানুয়ারি ২৯, ২০১১ এ altoid নামে এক ইউজারের পোস্ট খুঁজে পান (টপিকটির বিষয় উল্লেখ না করেই)। ডকুমেন্টারিতে বলা হয়েছে Der-Yeghiayan তার তদন্তের সময় কোনোভাবেই এই পোস্ট খুঁজে পেতো না কারণ সে সময় এই পোস্টটির কোনো অস্তিত্বই ছিল না। Alford দাবি করেন SR নিয়ে আলোচনার সময় অন্য এক ইউজার এই পোস্টটি কোট করেন যার মাধ্যমে তিনি এটি খুঁজে পান (যদিও আমি এই পোস্টটি খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু খুঁজে পাইনাই)। এরপরে, Alford altoid এর একটি আসল পোস্ট উল্লেখ করেন, অক্টোবর ১১, ২০১১ (ভেঞ্চার ব্যাকড বিটকয়েন স্টার্টআপের জন্য আইটি প্রো প্রয়োজন), যেখানে একটি ইমেইল অ্যাড্রেস দেয়া ছিল: "rossulbricht at gmail dot com"। এবং এখান থেকেই, সরকার সন্দেহ করে যে SR এর পেছনে Ross ছিলেন।

যদিও, ডকুমেন্টারিতে দাবি করা হয়, এই তথ্য সম্ভবতো Karpelès নিজে (বিটকয়েনটকের অভিযুক্ত মালিক) অথবা অন্য কোনো ইউজার যার কাছে উচ্চ পর্যাযের অ্যাক্সেস ছিল সে বসিয়েছিল। পাশাপাশি, Alford যেভাবে ইমেইল অ্যাড্রেসটি খুঁজে পান সেটা "ইন্টারনেটর সমান একটি খড়ের গাদার মধ্যে সুই খুজে পাওয়ার সমতুল্য" (যার সাথে আমি সম্পূর্ন একমত)। অন্য ভাষায় যদি বলি, যে সমস্ত লোক SR এর মালিককে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল, তার মধ্যে Alfrod শুধুমাত্র এই ইমেইল অ্যাড্রেস খুঁজে পেতে সক্ষম হয়। এখান থেকেই ধারণার সূত্রপাত ঘটে যে এই তথ্যেটি ইচ্ছা করেই প্লান্ট করা হয়েছিল। কারণ উচ্চ অ্যাক্সেসের কেউ যদি সংশ্লিষ্ট পোস্টটি Ross এর নামে তৈরি করে Alford এর কাছে হস্তান্তর করে, তাহলে সবকিছু আরও বাস্তবসম্মত দেখায়।

সম্পূর্ন ডকুমেন্টারিটিই খুব ইন্টারেস্টিং, কিন্তু, প্রথম ৩৫ মিনিটেই এই টপিকের সকল প্রশ্ন উত্থাপন করে ফেলা হয়েছে। Karpelès কি Satoshi বা DPR হতে পারে? আরো একটা দিক, যা ডকুমেন্টারিতে উল্লেখ ছিল না, কিন্তু ফোরামের অভ্যন্তরের সবার জানে, Karpelès একবার বিটকয়েনটকের উপর একটি অডিট করেছিলেন। হয়তো এটি ডকুমেন্টারিতে আরও সন্দেহের জন্ম দিতে পারতো।

আমি বিশ্বাস করি যে ঠিক এইভাবে আক্রমণটি করা হয়েছিল: ২০১১ সালে ফোরামটি হ্যাক করার পর, হ্যাকার ফোরামে কিছু ব্যাকডোর বসিয়ে দেয়। পরে Mark Karpelès হ্যাক-পরবর্তী অডিটে এসব সরিয়ে দিলেও, কিছুক্ষণ পরে হ্যাকার আবারো হ্যাক করা ডাটাবেস থেকে প্রাপ্ত পাসওয়ার্ড হ্যাশগুলি ব্যবহার করে একজন অ্যাডমিনের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যাকডোর গুলোকে আবারো সক্রিয় করে দেয়।

সর্বশেষে, আমি উল্লেখ করতে চাই যে সম্পূর্ন ফিল্মটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এটি Ross এর কেসকে নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে, যেমন বিচারকের অবিশ্বাস্য ব্যবহার Ross এর প্রতি বা এক গোপন এজেন্সি / এজেন্ট অন্যান্য এজেন্সি / এজেন্টদের প্রতি যে নাশকতা করেছিল সে সম্পর্কে। আমি সবাইকে এটি দেখার জন্য পরামর্শ দিচ্ছি, এটি একটি না দেখলেই নয় ডকুমেন্টারি!

cryptomus.   
  
.
lllllllllllllllllll CRYPTO
PAYMENT GATEWAY
▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄
██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█
██░▀▄██░░░███▄███░░░███░░▄█
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄
███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█
██▀▄███░░░██░░░██░░░█▄███░█
▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀

▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄
█▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██
█▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
ACCEPT
CRYPTO
PAYMENTS
██████
██
██







██
██
██████

GET STARTED
██████
██
██








██
██
██████
GazetaBitcoin
Legendary
*
pizza
Offline Offline

Activity: 1918
Merit: 7695


Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker


View Profile
September 22, 2023, 04:48:35 PM
 #8643

[...]

ধন্যবাদ DYING_S0UL, আপনাকে আমার এই বিশেষ টপিকটি অনুবাদ করার জন্য, এটি মূলত রস উলব্রিখটের প্রতি অন্যায় বিচারের বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। অনেকেই তার মামলার বিষয়ে সঠিক জ্ঞান ছাড়াই তাকে বিভিন্নভাবে অভিযুক্ত করেছেন। আপনি চাইলেই খুব সহজে একজনের বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু আপনি যখন এই ডকুমেন্টারিটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার কেসটি যতটা সিম্পল মনে হয় ততটাও সিম্পল ছিল না। এজেন্সিগুলো একে অপরের সাথে যুদ্ধে লেগে যায় এই কেসটি দখলের জন্য; দুর্নীতিবাজ DEA এজেন্টের সিল্করোড থেকে BTC চুরি; আদালতে রসের অনুমোদিত সাক্ষীদের অ্যালাও না করা; প্রসিকিউশন দ্বারা আদালতে আনা অননুমোদিত প্রমাণ - এই সব কিছু এবং আরো এই টপিকটি ও ডকুমেন্টারি থেকে জানা যাবে।

সর্বোপরি, আমাদের কাছে এমন একজন ব্যক্তি আছেন যিনি ২টা যাবজ্জীবন কারাদণ্ড + ৪০ বছরের বোনাস (কেউ কিভাবে এত বড় সাঁজা শেষ করতে পারে?!?) ভোগ করছেন কোনো রকম সাঁজা মাফ হওয়ার সম্ভবনা ছাড়াই, তাও আবার সামান্য একটি ওয়েবসাইট চালানোর দায়ে (!!!) এবং অন্যদিকে SR ২.০, ৩.০ বা অন্য ডার্ক মার্কেটের অ্যাডমিনিস্ট্রেটররা ধরা পড়ে, কারাবরণ করে, ছাড়াও পেয়ে গেছে। এটা কি ন্যায় বিচার?

█▀▀▀











█▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀
e
▄▄▄▄▄▄▄▄▄▄▄
█████████████
████████████▄███
██▐███████▄█████▀
█████████▄████▀
███▐████▄███▀
████▐██████▀
█████▀█████
███████████▄
████████████▄
██▄█████▀█████▄
▄█████████▀█████▀
███████████▀██▀
████▀█████████
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
c.h.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀█











▄▄▄█
▄██████▄▄▄
█████████████▄▄
███████████████
███████████████
███████████████
███████████████
███░░█████████
███▌▐█████████
█████████████
███████████▀
██████████▀
████████▀
▀██▀▀
Subbir
Full Member
***
Offline Offline

Activity: 798
Merit: 104

🎄 Allah is The Best Planner 🥀


View Profile
September 23, 2023, 03:58:14 AM
 #8644

গ্লোবালে অর্থনীতি নিয়ে আলোচনা হলেও আমাদের এই থ্রেডে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় না। কিভাবে আমরা আমদের জীবন চালাবো কিভাবে আমাদের সংসারে উন্নতি করবো? যাইহোক আমার এলাকার বুজুর্গ মুরুব্বী  আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, তা হলো যদি আমি ১ টাকা ইনকাম করি ৭৫ পয়সা ব্যয় করতে বলেছেন। এবং অবশিষ্ট ২৫ পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বলেছেন, (আপনি আরো বেশি সঞ্চয় করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার)। এই উপদেশ টি যুক্তিসঙ্গত মনে করি। এই উপদেশ টি আমি মনে করি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যদি আপনার সংসার উন্নতি করতে চান তাহলে আপনাকে আয়ের থেকে ব্যয় কমিয়ে রাখতে হবে। যার দেখবেন আয়ের থেকে ব্যয় বেশি সেই ব্যাক্তি দেখবেন ঋণগ্রস্ত হয়ে আছেন। যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে সেই ব্যক্তির সংসারে কখনো দরিদ্রতা ছাড়ে না। আমরা যদি ১ টাকা কামাই করি যদি ২৫ পয়সা সঞ্চয় করার জন্য রেখে দেই। এখন এই ২৫ পয়সার থেকে ১০ পয়সা বিটকয়েনে বিনিয়োগ করে রাখা অনেক ভালো মনে করি। এবং বাকি ১৫ পয়সা যেকোন ভৌত সম্পদের মধ্যে রাখতে পারেন বা টাকাই ব্যাংকে রাখতে পারেন। আমি সম্পূর্ণ টাকা বিটকয়েনে বিনিয়োগ করার পরামর্শ কখনো দিবো না, কারন বিটকয়েনে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। আবার সম্পুর্ন টাকা ব্যাংকে রাখা উচিত না কারন আমাদের দেশে দিন দিন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে চলেছে। আপনার টাকার মুল্য দিন দিন হাড়াতে থাকবে। সঞ্চয়ের অর্ধেকের বেশি টাকা ভৌত সম্পদ রাখা ভালো, আপনি যদি ব্যাংকে রাখতে চান রাখতে পারেন আমি ব্যাংকে রাখা ভালো মনে করি না, ভৌত সম্পদে বা বাংকে রাখার পর বাকি টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখলে, ভবিষ্যতে আপনি অনেক লাভবান হতে পারেন। তাই যা কামাই করুন তার থেকে অল্প পরিমান ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। সঞ্চয়ের কিছু টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন।

এই বিষয়ে আপনাদের মতামত কী শেয়ার করুন?

সোর্স: আমার এলাকার মুরুব্বি দেওয়া উপদেশ এর উপর ভিত্তি করে ও economics বোর্ড থেকে জ্ঞান অর্জন করে আমার নিজের মতো করে পোস্ট টি লিখেছি।

বাংলাদেশের রিজার্ভ ও অর্থনীতি বর্ত্মানের পরিবেশ মোটেও ভালো কোনো বার্তা দেয়না, কিন্তু আমরা যদি সমসাময়িক সমস্যা গুলো নিয়ে আলোচনা করি তাহলে আমাদের অনেক সমস্যা নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ত করে তাদের মধ্যে অল্প কিছু মানুষ ছাড়া বাকি সবাই দুর্নীতী ও অর্থ পাচারের সাথে যুক্ত হয়ে পরেছে, অল্প কিছু মানুষ ভালো আছেন বলেই আমরা এখনো সবকিছু কিছুটা হলেও ভালো ভাবে পাচ্ছি, তবে আমাদের দেশের অভ্যন্তরীন যে সকল সমস্যা গুলো আছে তা দূর করতে আগামী এক দশক লেগে যেতে পারে যা আমাদের জন্যে খারাপ একটা বার্তা দিয়ে থাকে।

বাংলাদেশের অর্থনীতি নিয়ে পত্রিকা গুলো দেখেন শুধুমাত্র নেগেটিভ খবরে সবকিছু ভর্তি,

আমার লেখার যদি কেউ কোনো মিল পেয়ে থাকেন তাহলে জানাবেন তাহলে আমি সোর্স দিয়ে দেবো,

বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।


@Little Mouse
@shasan
@Learn Bitcoin
@Crypto Library
@Shishir99
@tjtonmoy
@Z_MBFM
@Bitcoin_people

Bd officer
Sr. Member
****
Offline Offline

Activity: 602
Merit: 369


Betunlim|Welcome Bonus 100%|Upto 1000€


View Profile WWW
September 23, 2023, 05:09:30 AM
 #8645

......
আপনি যদি বিটকয়েনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার কিছু ঝুকি হতে পারে। যেমন :

১. বিটকয়েনের দাম কমে গেলে আপনার বিরাট লস হতে পারে।
২. আপনার বিটকয়েন ওয়ালেট বা অ্যাকাউন্টে হারিয়ে আপনি আপনার অর্থ হারাতে পারেন।
জীবনে চলার পথে আপনি যে কাজই করেন না কেন সবকিছুর মধ্যেই ঝুঁকি রয়েছে। আপনী যদি কোন ব্যবসা করতে চান ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদি আপনি গরুর খামার দিতে চান গরু মারা যাওয়ার ঝুকি রয়েছে। আপনি বিল্ডিং দিয়ে বাসা বাড়া দিবেন বিল্ডিং  ভূমিকম্প হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের জীবিনেরও ঝুঁকি রয়েছে কখন মারা যাবো বলা যায় না। তাই ভাই সফলতা অর্জন করলে অবশ্যই ঝুঁকি নিয়েই করতে হবে। ঝুঁকি না নিয়ে আপনি সহজেই ভালো কিছু করতে পারবেন না।


আমি একটা বিষয়ে লক্ষ্য করেছি আপনারা কি সেই বিষয়ে লক্ষ্য করেছেন। হয়তো আপনারা এই বিষয়ে লক্ষ্য করেন নি। @Spark22 ও Tiger420 আপনার আসলে ভাই আমাদের বাংলা সম্প্রদায়ের লোক নাকী পাকিস্তান সম্প্রদায়ের লোক? আপনারা দুজনেই দেখি আমাদের বাংলা থ্রেডে পোস্ট করেন আবার দেখা যায় খুবই সুন্দর করে উর্দু ভাষায় পাকিস্তান থ্রেডে পোস্ট করেন। এই ধরনের কাজ করা কি ঠিক?
@Spark22 এর পাকিস্তান থ্রেডে পোস্ট. পোস্ট 1 পোস্ট 2
@Tiger420 এর পাকিস্তান থ্রেডে পোস্ট. পোস্ট 1
তাদের দুজনের কর্মকাণ্ড কী ঠিক হইছে বলে মনে করেন সিনিয়র ভাইয়েদের মতামত চাই?

Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
September 23, 2023, 05:31:25 AM
 #8646

বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।

ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

তাদের দুজনের কর্মকাণ্ড কী ঠিক হইছে বলে মনে করেন সিনিয়র ভাইয়েদের মতামত চাই?

যে কেউ তাদের ইচ্ছা মতো যেকোনো ভাসায় পোষ্ট পোষ্ট করতে পারে। এত করে কোনো সমস্যা নেই। আমিও পাকিস্তান থ্রেডে এবং ইন্ডিয়ান বোর্ড এ পোষ্ট করেছি। এখানে মূল ব্যাপার হলো আপনি যেখানে পোষ্ট করছেন, আপনি সেখানের ভাষা জানেন কি না। আপনি যদি ভাষা জানেন, তাহলে পোষ্ট করতে পারেন। আর যদি আপনি কোনো ট্রান্সলেটর ব্যাবহার করেন যেটা ফোরামে নিষিদ্ধ, তাহলে আপনি রুলস ভায়োলেট করবেন।

▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
Popkon6
Sr. Member
****
Offline Offline

Activity: 812
Merit: 377



View Profile
September 23, 2023, 06:07:15 AM
Merited by hugeblack (1)
 #8647

গ্লোবালে কয়েকদিন আগে আমি একটি পোস্ট দেখেছিলাম ভাবলাম আমাদের এই লোকাল থ্রেডে শেয়ার করি। প্রতিবছর অ্যাপল আইফোন এর নতুন সিরিজ রিলিজ করে থাকে। এবারো iPhone 15 রিলিজ করবে সম্ভবত আগামী কাল রিলিজ করা হবে। আমাদের এখানে হয়তো অনেকেই সখ পুরুন করার জন্য আইফোন কেনার প্রস্তুতি নিয়ে রয়েছে, আপনাদের মাঝে কি কেউ আইফোন কিনতে ইচ্ছুক? আমাদের বাংলাদেশ অনেকেই প্রস্তুতি নিয়ে রয়েছে আইফোন কিনবে। যদি আজকে আইফোন কিনে একদিন ব্যবহার করেন আগামী কাল এর দাম মার্কেট প্রাইজ থেকে কিছুটা কমে যাবে। দিন যাবে আপনার আইফোনের মুল্য হাড়াতে থাকবে। আইফোনের মুল্য কী বৃদ্ধি পাবে? যাইহোক আমি নিউজে আইফোন প্রো ম্যাক্স এর প্রাইজ ২ লাখ টাকা দেখলাম। জানি না সঠিক দাম কিনা। যদি আইফোন প্রাইজ প্রায় $১৭০০ ডলার প্রায় (কম বেশি হতে পারে) যা দিয়ে আপনি ০.০৬৫ প্রায় (কম বেশি হতে পারে) বিটকয়েন কিনতে পারবেন। আপনি বিটকয়েন কিনে রাখলে বিটকয়েনের দাম দিন যাবে বৃদ্ধি পাবে। এছাড়া আগামী বছর বিটকয়েন হালভিং ডে। আপনি যদি আইফোনের মুল্য দিয়ে বিটকয়েন কিনে রাখেন পরবর্তী ২০২৫ সালে দেখা যাবে আপনি সেই বিটকয়েন দিয়ে ২ টা বা বেশিই আইফোন কেনার অর্থ প্রফিট পেতে পারেন। যাইহোক আইফোন কেনার চেয়ে কিন্তু নরমল ফোন ও ব্যবহার করা যায়। তাই আইফোন কে বর্জন করি বিটকয়েন বেছে নিই।

সোর্স: আমি এই ট্রপিক অনুযায়ী আমার নিজের মতো করে লিখে পোস্ট করেছি।

আপনি কিভাবে বুঝতে পারলেন iphone বাদ রেখে বিটকয়েন ক্রয় করবে। মূলত আইফোন ইউজার যারা রয়েছে তারা হয়তো শিল্পপতি (অথবা শিল্পপতি বাবার ছেলে), ভিডিও ক্রিয়েট করে, স্টার এবং অনেক ধন সম্পদের মালিক এই সকল ব্যক্তিরাই মূলত আইফোন ব্যবহার করে থাকে। এবং অনেকেই শখ পূরণ করার জন্য আইফোন ক্রয় করতে পারেন।
কিন্তু আপনি বিটকয়েন সম্পর্কে যে দাওয়াত দিয়েছেন এই বিটকয়েন সম্পর্কে তারা হয়তো জানেনা। তাই আপনার পরিচিত মধ্যে এবং বন্ধু সার্কেলের মধ্যে যদি কোন ব্যক্তি আইফোন ক্রয় করতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই তাকে বিটকয়েন ক্রয়ের পরামর্শ দিতে পারেন।

হ্যাঁ অবশ্যই বিটকয়েন ২০২৪ সালের মাঝামাঝি সময়ে হালভিং রয়েছে এবং আমি দেখেছি ২০২০ সালের হালভিং পরবর্তী বছর ২০২১ সালে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। তাই এবারও হয়তো ২০২৫ সালের দিকে বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাবে এবং অনেকেই ধারণা করেছেন এক লক্ষ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই বিটকয়েনে বিনিয়োগ কে অবশ্যই আমি সমর্থন করি এবং আমি নিজেও বিনিয়োগ করতে ব্যস্ত আছি কারণ বর্তমান এই সময় আর পাওয়া যাবে না। বর্তমান বিটকয়েনের দাম কম থাকা এটাই বিনিয়োগের উত্তম সুযোগ।

▄████████████████████████▄
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
██████████████████████████
▀████████████████████████▀
EVO.io 
BRIDGING THE GAP
BETWEEN CRYPTO
AND PLAY 
█████████████████████████
█████████████████████████
████████▀▀░░█░░▀▀████████
██████▀▄░░▄▄█▄▄░░▄▀██████
█████░░░█▀▄▄▄▄▄▀█░░░█████
████░░░███████████░░░████
████▀▀▀███████████▄▄▄████
████░░░███████████░░░████
█████░░░█▄▀▀▀▀▀▄█░░░█████
██████▄▀░░▀▀█▀▀░░▀▄██████
████████▄▄░░█░░▄▄████████
█████████████████████████
█████████████████████████

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
 
ROULETTE
SLOTS
GAME SHOWS
MANY MORE
|
DEPOSIT BONUS
 
UP
TO
1 BTC + 150 
FREE
SPINS
|████████████▄▄▀▀█
░▄▄▄██████████
██▀▄░▄▄▄███▄███
██▄▀███████
█▀▀████████████
░█████████████████
██████████████████
███████▄▄████▀████
█▄▄██▄█▀▀███▀█████
░█▀██▀▀▀▀███████
▀█▀██▀████████████
██▀█▀▀▀█▀█▀█████████
██▄▄▀▄▄▄█▄▄██████████▄
[ 
Play Now
]
Z_MBFM
Sr. Member
****
Offline Offline

Activity: 602
Merit: 322



View Profile WWW
September 23, 2023, 06:22:59 AM
Last edit: September 23, 2023, 07:25:17 AM by Z_MBFM
 #8648

লেখক:fillippone
মেইন টপিক:Everything you wanted to know about BTC futures but were afraid to ask!



Bakkt Futures লঞ্চ করার সাথে সাথে, আমি এখানে ফোরামে অনেক লোককে ভবিষ্যৎ কী তা জিজ্ঞাসা করতে দেখি, অথবা কেবল ধারণাটি ভুল, বা আবার, বিভ্রান্তিকর ধারণা এবং শর্তাদি বিনিময় করছেন।
আমি এই থ্রেডে কয়েকটি পয়েন্ট স্পষ্ট করার চেষ্টা করব, জিনিসগুলিকে যতটা সম্ভব সহজ করার চেষ্টা করব, এবং বাস্তব ক্ষেত্রে একটি উদাহরণ গ্রহণ করব, সম্ভব হলে BAKKT এবং CME বিটকয়েন ফিউচার ব্যবহার করে বা অন্যান্য কোনো উদাহরণ।

ফিউচার সংজ্ঞা
ফিউচার হল আর্থিক চুক্তি যা ক্রেতাকে (বিক্রেতাকে) একটি সম্পদ (যাকে "অন্তর্নিহিত সম্পদ" বলা হয়), যেমন একটি ফিজিক্যাল পণ্য বা আর্থিক উপকরণ, একটি পূর্বনির্ধারিত ভবিষ্যতের তারিখ এবং মূল্যে ক্রয় (বিক্রয় করতে) বাধ্য করে।

চলো একটা উদাহরণ দেখা যাক:



আমি যদি ৭,৯৪২.৫ মূল্যে একটি BAKKT ভবিষ্যত কিনি, তার মানে হল চুক্তির মেয়াদ শেষ হলে, ১৭ অক্টোবর ২০১৯-এ, আমার বাধ্যবাধকতা আছে Bakkt ওয়্যারহাউস থেকে ডলার ৭,৯৪২.৫ মূল্যে একটি একক বিটকয়েন কেনার। ভবিষ্যতের প্রকৃত ডেলিভারি পরের দিন অক্টোবর ১৮ই ২০১৯ তারিখে সম্পাদিত হবে। আমি এই ভবিষ্যৎটি ১৬ অক্টোবর ২০১৯ পর্যন্ত ট্রেড করতে পারি।

একইভাবে, যদি আমি একটি BAKKT ভবিষ্যৎ ৭,৯৪২.৫-এ বিক্রি করি, তার মানে হল চুক্তির মেয়াদ শেষ হলে, ১৭ অক্টোবর, ২০১৯-এ, আমার বাধ্যবাধকতা আছে Bakkt ওয়্যারহাউস থেকে ডলার ৭,৯৪২.৫ মূল্যে একটি বিটকয়েন বিক্রি করার।

নিম্নলিখিত চিত্রটি ভবিষ্যতের জন্য সমস্ত প্রাসঙ্গিক তারিখের বিবরণ দেয়:


  • FTD (প্রথম ট্রেড তারিখ): ভবিষ্যত চুক্তি ট্রেড করার জন্য উপলব্ধ প্রাথমিক তারিখ।
  • LTD (শেষ বাণিজ্য তারিখ): ভবিষ্যত চুক্তির ট্রেডিংয়ের জন্য উপলব্ধ চূড়ান্ত তারিখ.
  • FND (প্রথম নোটিশের দিন):প্রথম তারিখ যখন এক্সচেঞ্জ ধারককে অন্তর্নিহিত সম্পদ (এই ক্ষেত্রে বিটকয়েন হতে পারে) ডেলিভারির দীর্ঘ ভবিষ্যত অবস্থান সম্পর্কে অবহিত করতে পারে, এটিও প্রথম তারিখ যখন এক্সচেঞ্জ সংক্ষিপ্ত ধারককে অবহিত করতে পারে তাকে অন্তর্নিহিত সম্পদ সরবরাহ করতে হবে। ডেলিভারি পয়েন্ট.
  • LND (শেষ নোটিশের তারিখ): এটি শেষ তারিখ যখন এক্সচেঞ্জ উপরে বর্ণিত ক্রিয়াগুলি সম্পাদন করতে পারে.
  • FDD (প্রথম ডেলিভারির তারিখ): প্রথম তারিখ যখন এক্সচেঞ্জ প্রকৃতপক্ষে দীর্ঘ ভবিষ্যত অবস্থানে স্থানান্তর করতে পারে ডেলিভারি পয়েন্টে অন্তর্নিহিত সম্পদের সম্পত্তি (এই ক্ষেত্রে BAKKT গুদামে বিটকয়েন).
  • LDD (শেষ ডেলিভারির তারিখ): একইভাবে এটি শেষ তারিখ যখন এক্সচেঞ্জ প্রকৃতপক্ষে দীর্ঘ ভবিষ্যৎ অবস্থানে স্থানান্তর করতে পারে অন্তর্নিহিত সম্পদের সম্পত্তি ডেলিভারি পয়েন্টে (এই ক্ষেত্রে BAKKT গুদামে বিটকয়েন)। আবার এই ক্ষেত্রে FDD এবং LDD মিলে যায়।
  • FSD (চূড়ান্ত নিষ্পত্তির তারিখ): ভবিষ্যত পজিশন হোল্ডার এবং এক্সচেঞ্জের মধ্যে পেমেন্ট করার সময় এটিই চূড়ান্ত তারিখ।

ফিউচার চুক্তিগুলি গুণমান এবং পরিমাণ এবং অন্তর্নিহিত সম্পদের বিতরণের বিন্দুর বিশদ বিবরণ দেয়; এগুলি অগত্যা প্রমিত হয় কারণ সেগুলি একটি বিনিময়ে লেনদেন করা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভবিষ্যত শেষে শারীরিকভাবে লেনদেন করা সম্পদ একটি নির্দিষ্ট পরিমাণ এবং গুণমানের। এটি একটি আর্থিক উপকরণের জন্য সহজ হতে পারে যখন এটি শারীরিক পণ্যগুলির জন্য একটি বিশাল সীমাবদ্ধতা। AAPL শেয়ারের কথা ভাবুন সব সমান, যখন এক ব্যারেল তেল অনেক গুণের ক্ষেত্রে খুব আলাদা হতে পারে।

উদাহরণ স্বরূপ, CME-তে WTI ভবিষ্যত নিম্নোক্ত সংজ্ঞার সাথে অন্তর্নিহিত সম্পদের বিবরণ দেয়চুক্তির স্পেসিফিকেশন:

Quote
২০০১০১ এটি ডেলিভারেবল ক্রুডস
১. বিতরণযোগ্য অপরিশোধিত স্ট্রীম
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (“WTI”) টাইপের হালকা মিষ্টি অপরিশোধিত স্ট্রিমগুলির মিশ্রণগুলি শুধুমাত্র তখনই সরবরাহযোগ্য হয় যদি এই ধরনের মিশ্রণগুলি একটি পাইপলাইনের মনোনীত "কমন স্ট্রিম" চালান গঠন করে যা গার্হস্থ্য অপরিশোধিত ক্রুডের জন্য গ্রেড এবং গুণমানের নির্দিষ্টকরণ পূরণ করে। এন্টারপ্রাইজ পণ্য অংশীদার L.P. (এই ধরনের ক্ষমতার যে কোনো উত্তরসূরি সহ, "এন্টারপ্রাইজ") এবং এনব্রিজ পাইপলাইন (ওজার্ক) এলএলসি (এই ধরনের ক্ষমতার যে কোনো উত্তরসূরি সহ, "এনব্রিজ") কমন ডোমেস্টিক সুইট ("DSW") স্ট্রীম যা বিভাগে গুণমানের বৈশিষ্ট্য পূরণ করে ১০১.এ.২.- ১২. এই নিয়মের ডোমেস্টিক ক্রুড হিসাবে বিতরণযোগ্য।
২. সালফার: ASTM স্ট্যান্ডার্ড ডি-৪২৯৪ দ্বারা নির্ধারিত ওজন দ্বারা ০.৪২% বা এর কম, বা এর সর্বশেষ সংশোধন;
৩. মহাকর্ষ:.৩৭ ডিগ্রির কম নয় আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (“API”), বা ASTM স্ট্যান্ডার্ড ডি-২৮৭ দ্বারা নির্ধারিত ৪২ ডিগ্রি API, বা এর সর্বশেষ সংশোধন;
৪. সান্দ্রতা: ASTM স্ট্যান্ডার্ড ডি-৪৪৫ দ্বারা পরিমাপ করা ১০০ ডিগ্রী ফারেনহাইটে সর্বোচ্চ ৬০ সায়বোল্ট ইউনিভার্সাল সেকেন্ড এবং ASTM স্ট্যান্ডার্ড ডি-২১৬১দ্বারা সায়বোল্ট সেকেন্ডের জন্য গণনা করা হয়েছে;
৫. রিড বাষ্পের চাপ: ১০০ ডিগ্রি ফারেনহাইটে প্রতি বর্গ ইঞ্চিতে ৯.৫ পাউন্ডের কম, যেমন ASTM স্ট্যান্ডার্ড ডি-৫১৯১-৯৬ দ্বারা নির্ধারিত, বা এর সর্বশেষ সংশোধন;
৬. ব্যাসিক পলল, জল এবং অন্যান্য অমেধ্য: ASTM ডি-৯৬-৪৪ বা D-৪০০৭, বা তাদের সর্বশেষ সংশোধন দ্বারা নির্ধারিত ১% এর কম;
৭. ঢালা বিন্দু: ASTM স্ট্যান্ডার্ড ডি-৯৭দ্বারা নির্ধারিত ৫০ ডিগ্রি ফারেনহাইটের বেশি নয়;
৮. মাইক্রো পদ্ধতি কার্বন অবশিষ্টাংশ: ভর দ্বারা ২.৪% বা কম; ASTM স্ট্যান্ডার্ড ডি ৪৫৩০-১৫দ্বারা নির্ধারিত, বা এর সর্বশেষ সংশোধন;
© কপিরাইট ২০০৯ নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ, ইনক। সর্বস্বত্ব সংরক্ষিত। পৃষ্ঠা ২ এর ৬
৯. মোট অ্যাসিড সংখ্যা (TAN): ০.২৮ মিলিগ্রাম KOH/g বা তার কম প্রথম ইনফ্লেকশন পয়েন্ট দ্বারা নির্ধারিত; ASTM স্ট্যান্ডার্ড ডি ৬৬৪-১১এ (২০১৭), বা এর সর্বশেষ সংশোধন ব্যবহার করে;
১০. নিকেল: ভর দ্বারা প্রতি মিলিয়ন (পিপিএম) বা কম ৮ অংশ; ASTM স্ট্যান্ডার্ড D৫৭০৮-১৫, টেস্ট মেথড B, বা এর সর্বশেষ সংশোধন দ্বারা নির্ধারিত;
১১. ভ্যানডিয়াম: ভর দ্বারা ১৫ পিপিএম বা কম; ASTM স্ট্যান্ডার্ড D৫৭০৮-১৫, টেস্ট মেথড B, বা এর সর্বশেষ সংশোধন দ্বারা নির্ধারিত;
১২. ASTM স্ট্যান্ডার্ড D৭১৬৯-১৬দ্বারা নির্ধারিত উচ্চ-তাপমাত্রা সিমুলেটেড ডিস্টিলেশন (HTSD), বা এর সর্বশেষ সংশোধন, নিম্নরূপ:
(ক) আলো এইচটিএসডি দ্বারা <২২০° ফাঃ শেষ হয়: ভর দ্বারা ১৯% এর বেশি নয়;
(খ) এইচটিএসডি দ্বারা ৫০% পয়েন্ট: x৪৭০°ফাঃ- ৫৭০°ফাঃ;
(গ) এইচটিএসডি দ্বারা ভ্যাকুয়াম রেসিডুয়াম >১০২০°ফাঃ: ভর দ্বারা ১৬% এর বেশি নয়।
২০০১০২. ট্রেডিং স্পেসিফিকেশন

আপনি দেখতে পাচ্ছেন যে একটি ব্যারেল তেলের গুণমানের বিশদ বিবরণ BAKKT ভবিষ্যতের অন্তর্নিহিত সম্পদের বিবরণের চেয়ে অনেক বেশি জটিল:

Quote
১ বিটকয়েন

এখানে সিএমই ভবিষ্যতের সাথে আমাদের পার্থক্য রয়েছে।
যদিও BAKKT-এ একটি ভবিষ্যত চুক্তি ১ বিটকয়েন নিয়ন্ত্রণ করে, CME-তে ১টি ভবিষ্যত ৫টি বিটকয়েন নিয়ন্ত্রণ করে:

Quote
CME CF বিটকয়েন রেফারেন্স রেট (BRR) দ্বারা সংজ্ঞায়িত চুক্তি ইউনিট ৫ বিটকয়েন

সুতরাং যখন BAKKT ভবিষ্যতের নামমাত্র মূল্য ডলার ৮০০০ এর কাছাকাছি, CME ভবিষ্যতের একটি ধারনাগত মান ৬*ডলার ৮০০০= ডলার ৪০,০০০

এছাড়াও চুক্তির আকার ন্যূনতম মূল্যের গতিবিধিকে প্রভাবিত করে: চুক্তির মান যত কম হবে, ন্যূনতম মূল্যের গতিবিধি তত কম হবে (ট্রিকস মান):

BAKKT
Quote
ন্যূনতম মূল্যের ওঠানামা
বিটকয়েন প্রতি $২.৫০ (প্রতি চুক্তি $২.৫০)।

CME:
Quote
সর্বনিম্ন মূল্যের ওঠানামা সরাসরি: ৫.০০ প্রতি বিটকয়েন = $২৫.০০
এর মানে হল BAKKT চুক্তি ৮,০০০ থেকে ৮,০০২.৫ এ যেতে পারে, যার অর্থ একটি চুক্তির ধারক ২.৫ ডলার লাভ করে, যেখানে CME ভবিষ্যত ৮,০০০থেকে ৮,০০৫ এ যেতে পারে, যার অর্থ একটি চুক্তির ধারক ২৫ ডলার লাভ করে।


প্রকৃতপক্ষে অন্তর্নিহিত সম্পদ সরবরাহ করা বাধ্যতামূলক নয়।

ফিউচারের মধ্যে প্রথম পার্থক্য হল ফিজিক্যালভাবে টেলড বনাম নগদ সেটেলডের মধ্যে:

অনুসারে উইকিপিডিয়া(স্বচ্ছতার জন্য ছোটখাট সম্পাদনা)
Quote
  • ফিজিক্যাল ডেলিভারি - চুক্তির অন্তর্নিহিত সম্পদের নির্দিষ্ট পরিমাণ চুক্তির বিক্রেতা এক্সচেঞ্জে এবং বিনিময়ের মাধ্যমে চুক্তির ক্রেতাদের কাছে বিতরণ করে। শারীরিক বিতরণ পণ্য এবং বন্ডের সাথে সাধারণ। বাস্তবে, এটি কেবলমাত্র সংখ্যালঘু চুক্তিতে ঘটে। [...] Nymex অপরিশোধিত ফিউচার চুক্তি মেয়াদ শেষ হওয়ার পরে নিষ্পত্তির এই পদ্ধতি ব্যবহার করে।
  • নগদ নিষ্পত্তি - অন্তর্নিহিত রেফারেন্স হারের উপর ভিত্তি করে একটি নগদ অর্থ প্রদান করা হয় [...]। চুক্তির মেয়াদ শেষ হলে নগদে চুক্তির সাথে সম্পর্কিত ক্ষতি/লাভ পরিশোধ/প্রাপ্তির মাধ্যমে পক্ষগুলি নিষ্পত্তি করে।[১১] [...]

এখানে BAKKT ফিউচারের প্রথম উদ্ভাবন আসে, যা শারীরিকভাবে স্থির হয়, একটি প্রকৃত বিটকয়েন ভবিষ্যতের ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়; CME ফিউচার এর পরিবর্তে নগদ নিষ্পত্তি করা হয়, যার অর্থ ভবিষ্যতের শেষে বিটকয়েনের সমতুল্য ডলার ভবিষ্যতের ধারককে প্রদান করা হয়।

ডেলিভারি পয়েন্ট সম্পর্কে, WTI আবার বিটকয়েনের চেয়ে অনেক বেশি জটিল।

WTI:
Quote
এন্টারপ্রাইজ, কুশিং স্টোরেজ বা এনব্রিজ, কুশিং স্টোরেজের পাইপলাইন অ্যাক্সেস সহ কুশিং, ওকলাহোমা-এর যেকোন পাইপলাইন বা স্টোরেজ সুবিধায় বিনামূল্যে-অন-বোর্ড ("F.O.B") ডেলিভারি করা হবে। ডেলিভারি সমস্ত প্রযোজ্য ফেডারেল নির্বাহী আদেশ এবং সমস্ত প্রযোজ্য ফেডারেল, রাজ্য এবং স্থানীয় আইন এবং প্রবিধান অনুযায়ী করা হবে।

ক্রেতার বিকল্পে, নিম্নলিখিত যে কোনও পদ্ধতির মাধ্যমে ডেলিভারি করা হবে: (১) বিক্রেতার আগত পাইপলাইন বা স্টোরেজ সুবিধার অ্যাক্সেস সহ একটি মনোনীত পাইপলাইনে বা স্টোরেজ সুবিধাতে ইন্টারফ্যাসিলিটি ট্রান্সফার ("পাম্পওভার") দ্বারা; (২) ক্রেতার কাছে ইন-লাইন (বা ইন-সিস্টেম) স্থানান্তর, বা বই-আউট শিরোনাম দ্বারা; অথবা (৩) যদি বিক্রেতা এই ধরনের হস্তান্তর করতে সম্মত হন এবং যদি বিক্রেতার দ্বারা ব্যবহৃত সুবিধাটি পণ্যের শারীরিক নড়াচড়া ছাড়াই, ট্যাঙ্কের মাধ্যমে ক্রেতার কাছে শিরোনাম হস্তান্তর করার অনুমতি দেয়।

BAKKT:

Quote
ডেলিভারি অবস্থান
Bakkt গুদাম

তখন বেশ সহজ। BAKKT প্রকৃতপক্ষে ক্লায়েন্টদের একটি গুদাম (মূলত, একটি ওয়ালেট) প্রদান করছে যেখানে তারা তাদের বিটকয়েন তাদের ভবিষ্যতের বিপরীতে লেনদেনের জন্য জমা করতে পারে।

বাস্তব বাজারে, ফিউচার চুক্তিতে নির্দিষ্ট করা অন্তর্নিহিত পণ্যের প্রকৃত ডেলিভারির হার খুবই কম: লেনদেন করা ফিউচারের মাত্র কয়েকটিই শারীরিক বা আর্থিকভাবে স্থায়ী হয়। বেশিরভাগ ফিউচার পজিশন প্রকৃতপক্ষে বন্ধ করা হয়, বা ভবিষ্যতের প্রকৃত মেয়াদ শেষ হওয়ার আগে প্রস্থান করে, একটি বিপরীত ক্রিয়া সম্পাদন করে: ভবিষ্যতের ক্রেতারা (বিক্রেতারা) একই ভবিষ্যতের চুক্তির সমপরিমাণ বিক্রি (ক্রয়) বিনিময়ের দিকে তাদের অবস্থান অফসেট করে, কার্যকরভাবে প্রস্থান করে ভবিষ্যতের ডেলিভারি না নিয়েই আপনার অবস্থান।

এটি ভবিষ্যতে অন্য ধারণার দিকে নিয়ে যায়: উন্মুক্ত আগ্রহ এবং আয়তন।
এবার থেকে উইকিপিডিয়া:
Quote
উন্মুক্ত সুদ (ওপেন কন্ট্রাক্ট বা ওপেন কমিটমেন্ট নামেও পরিচিত) বলতে বোঝায় বকেয়া ডেরিভেটিভ কন্ট্রাক্টের মোট সংখ্যা যা নিষ্পত্তি করা হয়নি (ডেলিভারির মাধ্যমে অফসেট)।

ফিউচার চুক্তির প্রতিটি ক্রেতার জন্য একজন বিক্রেতা থাকতে হবে। ক্রেতা বা বিক্রেতা চুক্তিটি খোলার সময় থেকে কাউন্টার-পার্টি এটি বন্ধ না করা পর্যন্ত, সেই চুক্তিটি "ওপেন" হিসাবে বিবেচিত হয়।

ভলিউম পরিবর্তে বেশ সহজবোধ্য সংজ্ঞা:

Quote
ভলিউম হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সিকিউরিটি বা একটি সম্পূর্ণ বাজারে লেনদেন করা শেয়ার বা চুক্তির সংখ্যা। প্রতিটি ক্রেতার জন্য, একজন বিক্রেতা রয়েছে এবং প্রতিটি লেনদেন মোট ভলিউমের গণনায় অবদান রাখে। অর্থাৎ, যখন ক্রেতা এবং বিক্রেতারা একটি নির্দিষ্ট মূল্যে একটি লেনদেন করতে সম্মত হন, তখন এটি একটি লেনদেন হিসাবে বিবেচিত হয়। যদি একদিনে মাত্র পাঁচটি লেনদেন হয়, তাহলে দিনের আয়তন পাঁচটি

চলো একটা উদাহরণ দেখি:

  • ক একটি ভবিষ্যত খ এর কাছে বিক্রি করে: মোট আয়তন হল ১, খোলা সুদ ১
  • গ একটি ভবিষ্যত খ এর কাছে বিক্রি করে: মোট আয়তন হল ২, খোলা সুদ হল ২৷
  • ঘ ক এর কাছে একটি ভবিষ্যত বিক্রি করে: মোট আয়তন ৩, খোলা সুদ ২

শেষ ট্রেডে ক তার অবস্থান বন্ধ করে দিয়েছে, যারা ঘ-এর কাছে "পাস" হয়েছে: তাই বাজারে খোলা মোট পজিশন গ২-এ অপরিবর্তিত রয়েছে: খ দীর্ঘ ২ চুক্তি,গ এবং ঘ ছোট ১ টি।

  • খ সি এর কাছে একটি ভবিষ্যত বিক্রি করে: মোট আয়তন ৪, খোলা সুদ ১
  • খ একটি ভবিষ্যত ঘ এর কাছে বিক্রি করে: মোট আয়তন ৫, খোলা সুদ ০

এই ৫ টি ট্রেডের পরে (ভলিউম = ৫), আর কোনও উন্মুক্ত আগ্রহ নেই, ভবিষ্যতের সমস্ত অবস্থান বন্ধ, সবাই সমতল, এক্সচেঞ্জে কোনও চূড়ান্ত নিষ্পত্তি হয় না।

BAKKT-এ আমরা শুধুমাত্র ভলিউম সম্পর্কে তথ্য পাই, উন্মুক্ত সুদ নয় (আপডেট: উন্মুক্ত আগ্রহের পরিসংখ্যান এখন ব্লুমবার্গ টার্মিনালের মাধ্যমে উপলব্ধ রয়েছে এটি দেখুন আপডেট).




২৫ শে সেপ্টেম্বর ১৩১ টি চুক্তির লেনদেন হয়েছিল, কিন্তু কিভাবে উন্মুক্ত আগ্রহ পরিবর্তিত হয়েছে সে সম্পর্কে আমরা কিছুই জানি না।

CME তে  আমরা পাই উভয় তথ্য:













██
██
██████
R


▀▀██████▄▄
████████████████
▀█████▀▀▀█████
████████▌███▐████
▄█████▄▄▄█████
████████████████
▄▄██████▀▀
LLBIT
██████
██
██
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
██████████████
 
 TH#1 SOLANA CASINO 
██████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
████████████▄
▀▀██████▀▀███
██▄▄▀▀▄▄████
████████████
██████████
███▀████████
▄▄█████████
████████████
████████████
████████████
████████████
█████████████
████████████▀
████████████▄
▀▀▀▀▀▀▀██████
████████████
███████████
██▄█████████
████▄███████
████████████
█░▀▀████████
▀▀██████████
█████▄█████
████▀▄▀████
▄▄▄▄▄▄▄██████
████████████▀
[
[
5,000+
GAMES
INSTANT
WITHDRAWALS
][
][
HUGE
   REWARDS   
VIP
PROGRAM
]
]
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
████████████████████████████████████████████████
 
PLAY NOW
 

████████████████████████████████████████████████
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
Z_MBFM
Sr. Member
****
Offline Offline

Activity: 602
Merit: 322



View Profile WWW
September 23, 2023, 06:34:12 AM
 #8649

এটি পোস্টের ২য় অংশ, একবারে পুরাটা পোস্ট হলো না। মনে হচ্ছে ক্যারেক্টার লিমিটেশন আছে একটা টপিকের রিপ্লে দেওয়ার জন্য। আমি মোডারেটরকে বলবো সম্ভব হলে আমার এই পোস্ট দুটি মার্জ করে দেওয়ার জন্য
সেপ্টেম্বরের ২৫ তারিখে ৫,৮২৪ চুক্তির লেনদেন হয়েছিল সেপ্টেম্বরের মেয়াদ শেষ হওয়ার দিনে, মোট ১১৭২ টি চুক্তি খোলা আছে, গতকাল বন্ধের চেয়ে ৭৩৭ টি কম (আসলে ওই বাস্তব সময়ে আপডেট করা হয় না, তাই এই উভয় পরিসংখ্যানই একদিন আগে সম্পর্কিত, কিন্তু আপনি ধারণা পান)। এর মানে হল বাজারে আগের ক্লোজ "লাইভ" থেকে ৭৩৭ টি কম চুক্তি আছে, যা ভবিষ্যতের পরিপক্কতায় ডেলিভারিযোগ্য।

ভবিষ্যৎ ব্যবহার

ফিউচারগুলি অন্তর্নিহিত সম্পদের দামের গতিবিধি হেজ বা অনুমান করতে ব্যবহার করা যেতে পারে।

উদাহরণস্বরূপ, একটি বিটকয়েন সংবেদনশীল ব্যবসা (একজন খনির কথা চিন্তা করুন) বিটকয়েনের দামের গতিবিধির উপর তার মুনাফা নির্ভরতা কমাতে, দামের একটি নির্দিষ্ট স্তরে লক করতে, এইভাবে ঝুঁকি কমাতে, উপযুক্ত পরিমাণে বিটকয়েন ফিউচার বিক্রি করতে ব্যবহার করতে পারে।
বিটকয়েনের দাম বাড়ার ক্ষেত্রে, খনির লাভ বাড়বে, কিন্তু এটি বিটকয়েনের ভবিষ্যতে ক্ষতির দ্বারা মোকাবেলা করা হবে, এইভাবে অন্তর্নিহিত সম্পদের মূল্য আন্দোলনের অর্থনৈতিক প্রভাব মুছে ফেলবে।
বিপরীত পরিস্থিতিতে, বিটকয়েনের মূল্য হ্রাস খনির কার্যক্রমে কম লাভে অনুবাদ করবে, কিন্তু ভবিষ্যতের সংক্ষিপ্ত অবস্থান একই আকারের লাভের কারণ হবে।
উভয় পরিস্থিতিতেই খনি শ্রমিকের চূড়ান্ত লাভ, খনির কাজের যোগফল এবং ভবিষ্যতের অবস্থান থেকে লাভ/লোকসান প্রভাবিত হবে না।
এই প্রক্রিয়াটিকে হেজিং বলা হয়: হেজিংয়ের উদ্দেশ্য হল এই উদাহরণে বিটকয়েনের অন্তর্নিহিত সম্পদের অনুকূল মূল্যের নড়াচড়া থেকে লাভ করা নয়, কিন্তু প্রতিকূল মূল্যের গতিবিধি থেকে ক্ষতি প্রতিরোধ করা এবং একটি পূর্বনির্ধারিত আর্থিক ফলাফল বজায় রাখা: খনি প্রকৃতপক্ষে বিটকয়েন থেকে নিজেকে হেজ করেছে যে কোনো বিটকয়েনের মূল্য পরিস্থিতির সাথে একই স্তরের লাভজনকতা অর্জন করে দামের গতিবিধি। অবশ্যই এটি বিটকয়েনের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে লাভ বাজেয়াপ্ত করেছে, কিন্তু কম দামের একটি দৃশ্য থেকে নিজেকে রক্ষা করেছে যা সম্ভাব্যভাবে প্রথম স্থানে খনির কাজ শেষ করতে পারে।


ভবিষ্যত চুক্তির দ্বিতীয় প্রধান ব্যবহার হল অনুমান।
অনুমান করার অর্থ হল অন্তর্নিহিত সম্পদের দামের গতিবিধি থেকে ভবিষ্যত অবস্থানের উপর লাভ করা।
যদি একজন বাজার অংশগ্রহণকারী ভবিষ্যতে অন্তর্নিহিত সম্পদের মূল্য বৃদ্ধির বিষয়ে অনুমান করতে চায়, তাহলে সে একটি ফিউচার চুক্তি ক্রয় করে এবং পরবর্তীতে ভবিষ্যতের বাজারে উচ্চ মূল্যে বিক্রি করে অথবা অনুকূল মূল্যের পার্থক্য থেকে লাভবান হওয়ার মাধ্যমে লাভ করতে পারে। ভবিষ্যৎ স্থির হয়ে গেলে স্পট মার্কেট (ভবিষ্যত স্থির হওয়ার পর অন্তর্নিহিত সম্পদের সরবরাহ গ্রহণ এবং স্পট মার্কেটে বিক্রি করা)।
ঝুঁকি অবশ্যই একটি প্রতিকূল মূল্য আন্দোলনের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হয়, এই ক্ষেত্রে দাম একটি মন্দা. দাম যদি ভবিষ্যত পজিশন খোলার সময় যা ছিল তার চেয়ে কম হলে লং পজিশনের ধারক ট্রেড ইনসেপশনের মুহুর্তে সেট দামে অন্তর্নিহিত জিনিস কিনবে এবং কম দামে অন্তর্নিহিত সম্পদ বিক্রি করবে। স্পট মার্কেট, এইভাবে ক্ষতির সম্মুখীন।
এর বিপরীতে, যিনি কম দাম থেকে লাভ করতে চান, তার ভবিষ্যত বিক্রি করা উচিত, কার্যকরভাবে কম দামে কেনা থেকে লাভবান হওয়া ভবিষ্যৎ স্থির করার জন্য ভবিষ্যতের দীর্ঘ অবস্থানের ধারককে পূর্বে নির্ধারিত উচ্চ মূল্যে বিক্রি করে।

ভবিষ্যৎ মূল্যের ঢাল: কন্টাঙ্গো এবং পশ্চাৎপদ

আসুন বর্তমানে সিএমই-তে উদ্ধৃত ভবিষ্যত দেখি:
সিএমই অনুসারে নিম্নলিখিত চুক্তিগুলি অবশ্যই উদ্ধৃত করা উচিত:

  তালিকাভুক্ত চুক্তি   ত্রৈমাসিক চুক্তি (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) টানা ২ ত্রৈমাসিক এবং নিকটতম ২ সিরিয়াল মাসের জন্য তালিকাভুক্ত.


প্রকৃতপক্ষে উদ্ধৃত চুক্তিগুলি নিম্নরূপ:

   ভবিষ্যৎ          মাস              শেষ ট্রেডের তারিখ      দাম               সুদ    
   বিটিসি ক৯      অক্টবর-১৯      ২৫/১০/২০১৯      ৮২৭৫      ২১৪২   
   বিটিসি খ৯      নভেম্বর-১৯      ১৯/১১/২০১৯      ৮২৯০      ২৪৮   
   বিটিসি গ৯     ডিসেম্বর-১৯      ২৭/১২/২০১৯      ৮৩৬০      ৯৪৩   
   বিটিসি ঘ০      মার্চ-২০      ২৭/০৩/২০২০      ০              ০   
                              


লেখার মুহুর্তে সেপ্টেম্বরের মেয়াদ শেষ হয়ে গেছে তাই দুটি প্রধান চক্রের মেয়াদ শেষ হয়েছে ১৯ ডিসেম্বর এবং ২০ মার্চ (শুধু উদ্ধৃত, এখনও ট্রেড করা হয়নি), যখন সিরিয়ালগুলি হল অক্টোবর ১৯ এবং ১৯ নভেম্বর৷
আমরা লক্ষ্য করি যে বড় ওপেন ইন্টারেস্ট ফ্রন্ট কন্ট্রাক্টে আছে, যখন সিরিয়াল কন্ট্রাক্টে সামান্য ইন্টারেস্ট আছে এবং শেষ সিরিয়াল কন্ট্রাক্টটি খুব নতুন যে কোনো ওপেন ইন্টারেস্ট নেই (এটি কয়েক ঘন্টা থেকে উদ্ধৃত করা হয়েছে)।

আমরা যদি দামের দিকে তাকাই তবে আমরা দেখতে পাব যে সেগুলি বাড়ছে: ক্যালেন্ডার স্প্রেড (বিভিন্ন মেয়াদের দামের মধ্যে পার্থক্য) ইতিবাচক।
একজনকে মনে করা উচিত যে এটি আজ থেকে ডিসেম্বরের মধ্যে "বিটকয়েনের দাম বৃদ্ধির বাজারের প্রত্যাশা"।
আচ্ছা, এটা ভুল!
ভবিষ্যতে দামের জন্য সর্বোত্তম প্রত্যাশা হল স্পট মূল্য, কারণ এটি ভবিষ্যতের দামের জন্য উপলব্ধ সমস্ত জনসাধারণের তথ্যকে অন্তর্ভুক্ত করে। আমি যদি এক বছরে বিটকয়েনের মূল্য বৃদ্ধির নিশ্চিততা থাকতাম, অথবা যদি আমি এই বিষয়ে একটি যুক্তিসঙ্গত প্রত্যাশা রাখতাম, তাহলে আমি কেবল বিটকয়েন কিনতে পারতাম, যার ফলে মূল্য বৃদ্ধি পাবে, এবং তাই স্পট মূল্যকে ভবিষ্যতের মূল্যের কাছাকাছি নিয়ে যেতে পারতাম। এটি, কিছু অত্যধিক সরলীকরণ সহ, একটি নন-আরবিট্রেজ শর্ত যা বিভিন্ন সময়ে একই সম্পদের মূল্য নির্ধারণ করে।
ভবিষ্যৎ মূল্য সবসময় এরকম কিছু হওয়া উচিত:

ভবিষ্যতের দাম = স্পট মূল্য (১ + ঝুঁকিমুক্ত হার) + বহনের খরচ - সুবিধার ফলন।

আসুন দেখি এর অর্থ কী:

স্পট মূল্য: যেমন আমরা দেখেছি ভবিষ্যতের দামের জন্য সর্বোত্তম অনুমান হল স্পট মূল্য, কারণ ভবিষ্যতের সমস্ত জনসাধারণের তথ্য ইতিমধ্যেই বাজার মূল্যে ছাড় দেওয়া হয়েছে (আধা-শক্তিশালী বাজার দক্ষতা থেকে ফামা).
তহবিল খরচ: অংশ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় (১ + ঝুঁকিমুক্ত হার): একটি বিটকয়েন কেনা এবং ট্রেডিং ভবিষ্যৎ অবস্থানের জন্য অর্থায়ন প্রয়োজন। কম সুদের হার বিশ্বব্যাপী এই ফ্যাক্টরের গুরুত্বকে কমিয়ে দেয়, যা একটি খরচ হওয়া উচিত এবং তাই ভবিষ্যতের দাম বাড়াতে থাকে।
বহনের খরচ: বা ভবিষ্যতের পরিপক্কতা পর্যন্ত বিটকয়েন ধরে রাখার খরচ, এটিই মূলত ভবিষ্যতের দামের ঢালকে প্রভাবিত করে ঊর্ধ্বমুখী বা নিম্নগামী ঢালু। বহনের খরচ হল একটি বিটকয়েন সংরক্ষণের খরচ। অন্যান্য ভবিষ্যতের অন্তর্নিহিত সম্পদের তুলনায় এটি বিটকয়েনের জন্য কম হতে পারে (একটি সোনার বুলিয়ন বা এক ব্যারেল তেল সঞ্চয় করার পরিবর্তে একটি বিটকয়েন সঞ্চয় করার কথা ভাবুন), কিন্তু হায়, শিল্প স্তরে বীমা খরচ এবং সঞ্চয়স্থানকে উপেক্ষা করা যায় না। সংক্ষেপে বলতে গেলে, আমার অন্তর্নিহিত সম্পদ সঞ্চয় করার জন্য যদি আমার খরচ হয়, তাহলে এর অর্থ হল যে ভবিষ্যতে আমি এই সম্পদটি যে মূল্যে বিক্রি করতে চাই তা স্পট থেকে বেশি হবে, এই ধরনের খরচের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তাই ভবিষ্যতের মূল্য বৃদ্ধি পাবে।
সুবিধার ফলন হল ভবিষ্যত পরিপক্কতা পর্যন্ত অন্তর্নিহিত সম্পদের ব্যবহারের প্রাপ্যতা থাকার মূল্য। এটি আর্থিক সম্পদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, স্পট তারিখ থেকে ভবিষ্যত পরিপক্কতা পর্যন্ত প্রদত্ত কুপন বা লভ্যাংশের প্রতিনিধিত্ব করে। এটাকে স্টোরেজের নেতিবাচক খরচ, এক ধরনের "সঞ্চয়স্থানের জন্য আয়" বা সম্পদের মালিকানা থেকে আসা লাভের মতো ভাবা যেতে পারে। বিটকয়েনের ক্ষেত্রে সুবিধাজনক ফলন সম্ভবত আমার বিটকয়েনকে একটি এক্সচেঞ্জ বা তৃতীয় পক্ষকে ধার দেওয়া থেকে আগত সুদ থেকে আসতে পারে (BlockFI এর কথা ভাবুন): আমি যদি আমার বিটকয়েন ব্লকফাইতে ধার দিয়ে সুদ অর্জন করি তবে আমি সেগুলি কিনতে রাজি হব স্পট এবং বর্তমান বাজার মূল্যের নিচে ভবিষ্যতে সেগুলি বিক্রি করুন, যদি পার্থক্য অর্জিত সুদের দ্বারা ক্ষতিপূরণের চেয়ে বেশি হয়।

যে কারণে ভবিষ্যৎ মূল্যগুলি একটি ইতিবাচক (বা নেতিবাচক) ঢালু আকৃতি প্রদর্শন করে তা পজিশনের বহনের খরচ বনাম সুবিধার ফলনের সাথে সম্পর্কযুক্ত: যদি সুবিধার ফলন বহনের খরচের চেয়ে কম হয়, তবে কোনো ভৌত পণ্যের কথা চিন্তা করুন, তাহলে ভবিষ্যত বক্ররেখা একটি কনট্যাঙ্গো প্রদর্শন করবে, যখন সুবিধার ফলন স্টোরেজ খরচের চেয়ে বেশি হয় (এটি ভবিষ্যতে অনেক আর্থিক সম্পদের ক্ষেত্রে সত্য) তাহলে ভবিষ্যতের মূল্য ঢাল একটি পশ্চাদপদতা দ্বারা চিহ্নিত করা হবে।
বক্ররেখার আকৃতিও সময়ের সাথে পরিবর্তিত হতে পারে: যখন এটি আজ কন্টাঙ্গোতে আছে, এটি সবসময় এমন ছিল না কারণ এটি  ছিলCME/CBOE ভবিষ্যত লঞ্চের সময় পশ্চাৎপদ. বিটকয়েনের মতো অন্তর্নিহিত এক ধরণের "মিশ্র প্রকৃতির" মধ্যে কোন শক্তিগুলি বক্ররেখার ঢালকে চালিত করছে তা বিবেচনা করা সবসময়ই মূল্যবান।

ব্যবসায়ীদের প্রতিশ্রুতি:

প্রতিটি এক্সচেঞ্জের একটি "ব্যবসায়ীদের প্রতিশ্রুতি" প্রতিবেদন রয়েছে, যেখানে আপনি এক্সচেঞ্জে খেলোয়াড়দের অবস্থান সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে পারেন।
CME তে বিটকয়েন ফিউচারের জন্য ট্রেডারদের রিপোর্টের প্রতিশ্রুতি (এই মুহূর্তের জন্য একমাত্র প্রাসঙ্গিক) নিম্নলিখিতটিতে পাওয়া যাবে লিংকএবং ইক্যুইটি সূচক, তারপর ক্রিপ্টোকারেন্সি এবং অবশেষে বিটকয়েন অন্তর্নিহিত হিসাবে নির্বাচন করা:


আমি দৃঢ়ভাবে আপনাকে পড়ার পরামর্শ দিচ্ছি ব্যবহারকারীর নির্দেশিকা এই চার্টটি কীভাবে তৈরি করা হয়েছে তার সমস্ত প্রযুক্তিগত বিশদ বিবরণ, তবে এখানে আমি আপনাকে প্রধান জিনিসটি বলব:

অবশ্যই মোট খোলা বড় পজিশনগুলি ছোট পজিশনের সমান, যদি একটি সামগ্রিক পরিমাণের দিকে তাকান: খোলা আগ্রহ লং (বা শর্টস) + স্প্রেড পজিশনের সমষ্টির সমান।
আমরা যদি টেবিল দ্বারা একটি ভাঙ্গন দেখি তবে এটি পরিষ্কার হয়:



অবশ্যই বিভিন্ন ধরণের প্লেয়ারের ট্রেডিং করার জন্য আলাদা পদ্ধতি রয়েছে, তাই তারা লম্বা বা ছোট কিনা তা জানা কিছুটা কার্যকর হতে পারে।

আরও আকর্ষণীয় হল দীর্ঘ/স্বল্প ভারসাম্য, আয়তন এবং উন্মুক্ত আগ্রহের বিবর্তন অধ্যয়ন করা: এটি আমাদের একটি ইঙ্গিত দিতে পারে যে কীভাবে খেলোয়াড়দের অবস্থান মূল্য ক্রিয়াকে প্রভাবিত করছে।


উপকারী লিংক গুলো

আরেকটি সম্পদ যা আমি দৃঢ়ভাবে সমর্থন করি তা হল CME দ্বারা এই কোর্সটি অনুসরণ করি:

ফিউচারের ভূমিকা: একটি ফিউচার চুক্তির সংজ্ঞা

এটি আসলে ফিউচারের উপর একটি সম্পূর্ণ কোর্স, যা সিএমই-তে ফিউচারের সংজ্ঞা, ব্যবহার এবং সমস্ত বাস্তবায়নের বিবরণ সম্পর্কে খুব দরকারী তথ্য প্রদান করে। অবশ্যই একটি পড়ার মূল্য.

এই পোস্টটি শুধুমাত্র একটি প্রাথমিক সংস্করণ এবং শুধুমাত্র কয়েকটি বিষয় কভার করে।
আমি আরও গভীরে যেতে পারি বা অতিরিক্ত বিষয় কভার করতে পারি।

নিশ্চিতভাবে কয়েকটি বিষয় আমি আরও বিশদে ব্যাখ্যা করতে চাই:

  • মেয়াদী কাঠামো (কন্টাঙ্গো/পশ্চাৎপদ)
  • খোলা অবস্থানে মার্জিন (প্রাথমিক মার্জিন/প্রকরণ মার্জিন/মার্কিং টু মার্কেট)
  • ব্যবসায়ীদের প্রতিশ্রুতি উদাহরণ

থ্রেড উন্নত করার জন্য আমি আপনার পরামর্শের জন্য উন্মুক্ত। এই পোস্টটি কিভাবে উন্নত করা যায় তা আমাকে জানান।



এই পোস্টটি আমার প্রকল্পের জন্য যোগ্য:


Quote
আমি স্থানীয় বোর্ডের উপযোগিতায় দৃঢ় বিশ্বাসী।
আমি যথেষ্ট ভাগ্যবান যে অন্তত কয়েকটি ভাষায় নিজেকে প্রকাশ করতে পেরেছি, কিন্তু আমি জানি এটা সবার ক্ষেত্রে হয় না।
অনেক ব্যবহারকারী ভাষা বা সাংস্কৃতিক বাধা, আগ্রহের অভাব বা অন্য যেকোনো কারণে বিভিন্ন কারণে শুধুমাত্র স্থানীয় বোর্ডে পোস্ট করেন।
আমি ব্যক্তিগতভাবে অনেক ভাল ব্যবহারকারীকে জানি (প্রধানত ইতালীয় বিভাগ থেকে, স্পষ্ট কারণে) যারা আন্তর্জাতিক বিভাগে পোস্ট করেন না।
আমি মনে করি এই সমস্ত ব্যবহারকারীরা আন্তর্জাতিক (ইংরেজি) বিভাগে বা অন্যান্য বোর্ডে পোস্ট করা অনেক ভাল বিষয়বস্তু মিস করছে।

আপনি যদি মনে করেন আপনি এখানে সাহায্য করতে পারেন, শুধু থ্রেড দেখুন!

Russian Translation by FontSeli: Bce, чтo вы xoтeли бы знaть o фьючepcax нa BTC













██
██
██████
R


▀▀██████▄▄
████████████████
▀█████▀▀▀█████
████████▌███▐████
▄█████▄▄▄█████
████████████████
▄▄██████▀▀
LLBIT
██████
██
██
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
██████████████
 
 TH#1 SOLANA CASINO 
██████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
████████████▄
▀▀██████▀▀███
██▄▄▀▀▄▄████
████████████
██████████
███▀████████
▄▄█████████
████████████
████████████
████████████
████████████
█████████████
████████████▀
████████████▄
▀▀▀▀▀▀▀██████
████████████
███████████
██▄█████████
████▄███████
████████████
█░▀▀████████
▀▀██████████
█████▄█████
████▀▄▀████
▄▄▄▄▄▄▄██████
████████████▀
[
[
5,000+
GAMES
INSTANT
WITHDRAWALS
][
][
HUGE
   REWARDS   
VIP
PROGRAM
]
]
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
████████████████████████████████████████████████
 
PLAY NOW
 

████████████████████████████████████████████████
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
Bitcoin_people
Sr. Member
****
Online Online

Activity: 728
Merit: 380


🎗️🍁🎭


View Profile WWW
September 23, 2023, 08:40:58 AM
Merited by hugeblack (1), cryptoWODL (1)
 #8650

গ্লোবালে কয়েকদিন আগে আমি একটি পোস্ট দেখেছিলাম ভাবলাম আমাদের এই লোকাল থ্রেডে শেয়ার করি। প্রতিবছর অ্যাপল আইফোন এর নতুন সিরিজ রিলিজ করে থাকে। এবারো iPhone 15 রিলিজ করবে সম্ভবত আগামী কাল রিলিজ করা হবে। আমাদের এখানে হয়তো অনেকেই সখ পুরুন করার জন্য আইফোন কেনার প্রস্তুতি নিয়ে রয়েছে, আপনাদের মাঝে কি কেউ আইফোন কিনতে ইচ্ছুক? আমাদের বাংলাদেশ অনেকেই প্রস্তুতি নিয়ে রয়েছে আইফোন কিনবে। যদি আজকে আইফোন কিনে একদিন ব্যবহার করেন আগামী কাল এর দাম মার্কেট প্রাইজ থেকে কিছুটা কমে যাবে। দিন যাবে আপনার আইফোনের মুল্য হাড়াতে থাকবে। আইফোনের মুল্য কী বৃদ্ধি পাবে? যাইহোক আমি নিউজে আইফোন প্রো ম্যাক্স এর প্রাইজ ২ লাখ টাকা দেখলাম। জানি না সঠিক দাম কিনা। যদি আইফোন প্রাইজ প্রায় $১৭০০ ডলার প্রায় (কম বেশি হতে পারে) যা দিয়ে আপনি ০.০৬৫ প্রায় (কম বেশি হতে পারে) বিটকয়েন কিনতে পারবেন। আপনি বিটকয়েন কিনে রাখলে বিটকয়েনের দাম দিন যাবে বৃদ্ধি পাবে। এছাড়া আগামী বছর বিটকয়েন হালভিং ডে। আপনি যদি আইফোনের মুল্য দিয়ে বিটকয়েন কিনে রাখেন পরবর্তী ২০২৫ সালে দেখা যাবে আপনি সেই বিটকয়েন দিয়ে ২ টা বা বেশিই আইফোন কেনার অর্থ প্রফিট পেতে পারেন। যাইহোক আইফোন কেনার চেয়ে কিন্তু নরমল ফোন ও ব্যবহার করা যায়। তাই আইফোন কে বর্জন করি বিটকয়েন বেছে নিই।

সোর্স: আমি এই ট্রপিক অনুযায়ী আমার নিজের মতো করে লিখে পোস্ট করেছি।

আপনি কিভাবে বুঝতে পারলেন iphone বাদ রেখে বিটকয়েন ক্রয় করবে। মূলত আইফোন ইউজার যারা রয়েছে তারা হয়তো শিল্পপতি (অথবা শিল্পপতি বাবার ছেলে), ভিডিও ক্রিয়েট করে, স্টার এবং অনেক ধন সম্পদের মালিক এই সকল ব্যক্তিরাই মূলত আইফোন ব্যবহার করে থাকে। এবং অনেকেই শখ পূরণ করার জন্য আইফোন ক্রয় করতে পারেন।
কিন্তু আপনি বিটকয়েন সম্পর্কে যে দাওয়াত দিয়েছেন এই বিটকয়েন সম্পর্কে তারা হয়তো জানেনা। তাই আপনার পরিচিত মধ্যে এবং বন্ধু সার্কেলের মধ্যে যদি কোন ব্যক্তি আইফোন ক্রয় করতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই তাকে বিটকয়েন ক্রয়ের পরামর্শ দিতে পারেন।



আইফোন ক্রয় করা হচ্ছে একজন ব্যক্তির ভবিষ্যৎ স্বপ্ন যেটা সকলেই এই স্বপ্নটি পূরণ করার লক্ষ্যে এবং বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে অর্থ উপার্জন করার জন্য। যেহেতু একটি আইফোন কেনার জন্য প্রচুর টাকার প্রয়োজন তাই একজন মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা খুব কমই এই স্বপ্নটি পূরণ করতে পারে।
আপনি এই কথাটা ঠিক বলেছেন যে কোটিপতি বাবার ছেলেরাই একমাত্র iphone ব্যবহার করে এবং তারা চাইলে কয়েক মাস পর পর আইফোন চেঞ্জ করতে পারে। তাছাড়া অনেক শিল্পপতি রয়েছে যারা iphone ব্যবহার করে থাকি অথবা রাজনীতিবিদ যাদের অনেক টাকা রয়েছে তারাই ব্যবহার করতে পারে।
তবে আমার একটি স্বপ্ন আছে আমি ভবিষ্যতে আইফোন ক্রয় করেই ছাড়বো, সেজন্য আমি প্রথমত আমার যে পরিমাণ অর্থ রয়েছে সেগুলো বিটকয়েনে বিনিয়োগ করবো যাতে করে আমি ভবিষ্যতে এখান থেকে ভালো অর্থ উপার্জন করতে পারি। যদি আমি বিটকয়েন বিনিয়োগ করি সেখান থেকে দ্বিগুণ পরিমাণ লাভ অর্জন করতে পারি তবে অবশ্যই আমি একটি আইফোন ক্রয় করার মত অর্থ পাব সেই অর্থ দিয়েই আমার স্বপ্নটি পূরণ করতে পারো।
আমিও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই আমার এতটা সাধ্য নেই যে আমি নিজে থেকে অর্থ উপার্জন করে আইফোন ক্রয় করতে পারবো যে পরিমাণ অর্থ আমি উপার্জন করতে পারি সেই পরিমাণ অর্থ অবশ্যই বিটকয়েনে বিনিয়োগ করব এবং সেখান থেকে লাভ পাবো সেগুলো দিয়ে আইফোন কেনার চেষ্টা করব। অবশ্যই আমি পরামর্শ দিব একজন ব্যক্তি যখন তার অর্থ খুবই কম সে যেন বিটকয়েনে বিনিয়োগ করে এবং দীর্ঘ সময় অপেক্ষা করে তবে তার স্বপ্নগুলো পূরণ হওয়া সম্ভব হবে।

Quote
হ্যাঁ অবশ্যই বিটকয়েন ২০২৪ সালের মাঝামাঝি সময়ে হালভিং রয়েছে এবং আমি দেখেছি ২০২০ সালের হালভিং পরবর্তী বছর ২০২১ সালে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। তাই এবারও হয়তো ২০২৫ সালের দিকে বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাবে এবং অনেকেই ধারণা করেছেন এক লক্ষ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই বিটকয়েনে বিনিয়োগ কে অবশ্যই আমি সমর্থন করি এবং আমি নিজেও বিনিয়োগ করতে ব্যস্ত আছি কারণ বর্তমান এই সময় আর পাওয়া যাবে না। বর্তমান বিটকয়েনের দাম কম থাকা এটাই বিনিয়োগের উত্তম সুযোগ।
অবশ্যই ২০২৪ সালের এপ্রিল মাসে বিটকয়েনের এই হালভিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তখন যদি হালভিং সম্পন্ন হয় তবে অবশ্যই আমরা বিটকয়েনের ষাড়ের বাজার দেখতে পাব।
অতীতের হালভিং এগুলো লক্ষ্য করলে দেখা যায় কখন কিভাবে বিটকয়েনের বাজার বৃদ্ধি পেয়েছে এবং একটি কতটা পরিবর্তন হয়েছে।
২০২৪ সালের যদি বিটকয়েন এর বাজার হালভিং হয় তবে ২০২৫ সালের শুরুর দিকে গিয়ে অবশ্যই বিটকয়েনের মূল্য রাতারাতি বৃদ্ধি পাবে, এবং এই বিটকয়েনের মূল্য প্রায় ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা সত্য।
অনেক জ্ঞানীরা এই ভবিষ্যৎবাণী করেছে আর আমি এই ভবিষ্যৎবাণীটি সঠিক বলে মনে করি যদি এটি সঠিক হয় তাহলে অবশ্যই সকল বিনিয়োগকারীরা বিটকয়েন থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে এবং তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। Cheesy

.
Duelbits
█▀▀











█▄▄
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
KENONEW
.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀█











▄▄█
10,000x
 
MULTIPLIER
 
NEARLY
UP TO
50%
REWARDS
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
September 23, 2023, 10:03:44 AM
 #8651

অবশ্যই ২০২৪ সালের এপ্রিল মাসে বিটকয়েনের এই হালভিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তখন যদি হালভিং সম্পন্ন হয় তবে অবশ্যই আমরা বিটকয়েনের ষাড়ের বাজার দেখতে পাব।
খেয়াল রাখবেন ভাই। আবার ষাড়ের গুতা খেয়ে পড়ে থাকবেন না যেনো।  Cheesy Cheesy
বুল রানে প্রবেশ করার আগের সময়টা বোঝা যেমন জরুরী, কখন মারেকট থেকে প্রফি বের করে নিয়ে আসবেন সেটা বোঝাও অত্যান্ত জরুরী। নইলে দেখবেন হুট করে কারেকশন নেয়া শুরু করেছে, একরাতে ১০ হাজার ডলার কমে যাবে, ১ সপ্তাহে ৩০ হাজার ডলার কমে গেছে। মারকেটের মুভমেট বুঝা খুবই জরুরী। আমার প্রায় কয়েক হাজার ডলার ছিলো গত বুল রানে। বিটকয়েন ৬৯ হাজার থেকে যখন নামা শুরু করলো, আমি বুঝতেই পারিনি মারকেট কারেকশন হবে আর এটাই শেষ দৌড় ছিলো। আমি তখনো হোল্ড করছিলাম। শেষে আমার কয়েক হাজার ডলার ৮০০-৯০০ ডলারের মতো হয়ে গেছিলো।


▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
Shishir99
Hero Member
*****
Offline Offline

Activity: 840
Merit: 522



View Profile WWW
September 23, 2023, 10:12:51 AM
 #8652

আসসালামু আলাইকুম

আমি নতুন বিটকয়েন ইউজার আপনারা সকলেই মিলে আমাকে অনেক কিছু শিখার সুযোগ দিবেন আমি আপনাদের সাথে থেকে অনেক কিছু শিখতে চাই এবং আমার ভবিষ্যৎ বিটকয়েনের মাধ্যমে পরিবর্তন করতে চাই সকলেই আমার জন্য দোয়া করবেন এবং এখানে অনেক বড় ভাই-বাঁধার এবং স্যার আছেন আপনারা সবাই একটি সম্মানের ব্যক্তি আমি ছোট একটি একাউন্টের মালিক আমি যদি ভুল কিছু বলে থাকি সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

আচ্ছা, সবশেষে জানিয়ে দিলেন যে আপনিও বাংলাদেশি? আপনার কপাল ভালো আপনি নেগেটিভ ট্যাগ খান নাই। আর এমন একজনের কাছে গিয়ে মেরিটের জন্য মেসেজ করছেন যিনি অত্যান্ত ভালো মানুষ যেজন্য আপনাকে একটা নিউট্রাল ট্যাগ দিয়ে ছেড়ে দিছে। অন্য যে কোনো মেম্বার হইলেই নেগেটিভ ট্যাগ মেরে দিতো। কিসের এতা তাড়াহুড়া আপনাদের? ফোরামে একাউন্ট খুলে আপনার প্রথম পোষ্ট টা কি ছিলো? প্রথম পোষ্ট এই বলতেছেন আপনার বয়স ১৮ হয় নাই কিন্তু আপনি বিটকয়েন ভালোবাসেন তাই আপনাকে যেনো সবাই সাপোর্ট করে। আপনাকে কি সাপোর্ট করবে ভাই? ঠেকি স্বর্গে গেলেও ধান বানে একটা প্রবাদ আছে। বাংলাদেশিরা যেখানে যায় সেখানেই ভিক্ষা করা শুরু করে। আপনাদের হাতে গোনা কয়েকজনের জন্য গোটা জাতির এই অপবাদ। কয়েকদিন আগে খবর শুনেছিলাম এক বাংলাদেশি হজ্ব করতে গিয়ে ভিক্ষা করে দেশে আসছে। একাউন্ট খোলার ১২ ঘন্টার মাঝেই আপনি পারসোনাল মেসেজে মেরিট বেগিং শুরু করে দিছেন। আগে নিজেকে শোধরান, প্রথমে পেইজের সব গুলো পোষ্ট পড়ুন।

▄▄███████████████████▄▄
▄███████████████████████▄
████████▀░░░░░░░▀████████
███████░░░░░░░░░░░███████
███████░░░░░░░░░░░███████
██████▀░░░░░░░░░░░▀██████
██████▄░░░░░▄███▄░▄██████
██████████▀▀█████████████
████▀▄██▀░░░░▀▀▀░▀██▄▀███
███░░▀░░░░░░░░░░░░░▀░░███
████▄▄░░░░▄███▄░░░░▄▄████
▀███████████████████████▀
▀▀███████████████████▀▀
 
 CHIPS.GG 
▄▄███████▄▄
▄████▀▀▀▀▀▀▀████▄
███▀░▄░▀▀▀▀▀░▄░▀███
▄███
░▄▀░░░░░░░░░▀▄░███▄
▄███░▄░░░▄█████▄░░░▄░███▄
███░▄▀░░░███████░░░▀▄░███
███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███
███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░██
▀███
░▀░▀▄██▀░▀██▄▀░▀░██▀
▀███
░▀▄░░░░░░░░░▄▀░██▀
▀███▄
░▀░▄▄▄▄▄░▀░▄███▀
▀█
███▄▄▄▄▄▄▄████▀
█████████████████████████
▄▄███████▄▄
███
████████████▄
▄█▀▀▀▄
█████████▄▀▀▀█▄
▄██████▀▄▄▄▄▄▀██████▄
▄█████████████▄████████▄
████████▄███████▄████████
█████▄█████████▄██████
██▄▄▀▀▀▀█████▀▀▀▀▄▄██
▀█████████▀▀███████████▀
▀███████████████████▀
██████████████████
▀████▄███▄▄
████▀
████████████████████████
3000+
UNIQUE
GAMES
|
12+
CURRENCIES
ACCEPTED
|
VIP
REWARD
PROGRAM
 
 
  Play Now  
Subbir
Full Member
***
Offline Offline

Activity: 798
Merit: 104

🎄 Allah is The Best Planner 🥀


View Profile
September 23, 2023, 01:42:24 PM
 #8653

বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।
ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

ধন্যবাদ ভাই এটা নিয়ে কনফিউশনে ছিলাম, নিজের মত করে লিখলেও অনেক সময় তা কিছুটা হলেও মিলে যেতে পারে এই জন্যে ভয় হতো, কোথাও থেকে জদিউ হুবুহু তথ্য দেয়ার প্রয়োজন পরে তাহলে সোর্স দেবো । আমার মত অনেকেই এটা নিয়ে হয়তো কনফিউশনে ছিলো আপাততো এটা দূর হলো।
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
September 23, 2023, 01:50:36 PM
 #8654

বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।
ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

ধন্যবাদ ভাই এটা নিয়ে কনফিউশনে ছিলাম, নিজের মত করে লিখলেও অনেক সময় তা কিছুটা হলেও মিলে যেতে পারে এই জন্যে ভয় হতো, কোথাও থেকে জদিউ হুবুহু তথ্য দেয়ার প্রয়োজন পরে তাহলে সোর্স দেবো । আমার মত অনেকেই এটা নিয়ে হয়তো কনফিউশনে ছিলো আপাততো এটা দূর হলো।

কিছুটা মিলে যাওয়া মানে এই নয় যে একটা লাইনের প্রত্যেকটা বাক্য মিলে যাবে। তাহলে সেটা কপি পেষ্ট হিসেবে গন্য হবে। আপনি একই জিনিস সাজিয়ে গুছিয়ে বিভিন্ন ভাবে লিখতে পারেন। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, একই জিনিস অন্য রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে কষ্ট হওয়ার কথা নয়। আর এসব ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি এক লাইনের সব গুলো বাক্য একই রকম ভাবে লিখেন, সেটা কপি পেষ্ট এর আওতায় চলে আসবে। তখন দেখা যাবে রিপোর্ট খেয়ে বসে থাকবেন।

আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |

আপনার জন্য সাজেশন থাকবে প্রথম পেইজ এ উল্লেখ করা সব গুলো পোষ্ট ভালো করে পড়বেন। তারপর যদি কোনো কিছু না বুঝতে পারেন, তখন এই ত্রেড এ বাংলায় পোষ্ট করবেন। এতে করে আপনি সহজে অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন।

▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
tjtonmoy
Sr. Member
****
Offline Offline

Activity: 1008
Merit: 366


View Profile WWW
September 23, 2023, 02:20:18 PM
 #8655

আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |
কাল রাতে একাউন্ট খুলে আপানার প্রথম কাজ ছিলো মেরিট এর জন্য ভিক্ষা করা? নতুন বলে কিছু বুঝতে পারেন নাই বললেই কি সবাই মেনে নিবে? সবাই কি এতই বোকা? অন্য কিছু বোঝেন না কিন্তু মেরিট কি জিনিশ সেইটা ভালোই বোঝেন? বলার থেকে কাজ এর মাধ্যমে করে দেখান। আপনি যে ট্যাগ খাইছেন আপনার এক্টিভিটি অবশ্যই নজরদারীতে রাখা হবে। পরবর্তীতে কিন্তু হয় ব্যান নইলে রেড ট্যাগ খাবেন। আর লাস্ট একটা উপদেশ দিতে চাই। আপনার ইংরেজি একটু ইম্প্রুভ করুন।

বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।

আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে।
আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে। - কপি পেস্ট

আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে।
আমার ক্ষুদা লেগেছে তাই আমি ভাত খাবো। - নিজের মত করে লেখা

নিজের মত করে লেখা কে কপি পেস্ট বলা হয় না। আপনি হুবহু যদি কপি পেস্ট করেন তাহলে ওইটা কোট করে দিতে হবে এবং নিচে সোর্স দিতে হবে। অথবা শুধু সোর্স দিলেও চলবে।
আর নিজের মত করে লিখলে না দিলেও চলে। এতে বাধা ধরা কোনো নিয়ম নেই।
Information collected from this Source. এইভাবে ও দিতে পারেন। সেক্ষেত্রে সোর্স লিঙ্ক থকাতে হবে। না থাকলে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সে ক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন যে কালেক্টেড [সোর্সঃ অজানা] / collected [Source: N/A]
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 518
Merit: 488


Payment Gateway Allows Recurring Payments


View Profile WWW
September 23, 2023, 05:50:19 PM
 #8656


আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |

ভাই আপনার এসব কথা শুনলে আমার হাসি পায়, অবাস্তব মনে হয়। আপনি ভাঁজা মাছ উল্টায়ে খাইতে পারেন না কিন্তু ইনবক্স গিয়ে ঠিকই মেরিট ভিক্ষা করতে পারেন, এটা কোনো ভাবেই বাস্তবসম্মত নয়। মেরিট কি জিনিস, কিভাবে পায়, এটার গুরুত্ব কি, এসব আপনার জানারই কথা না। এর উপর আবার আপনি ভালো মানুষকে ইনবক্স করছেন! বাহ, হাততালি আপনার জন্য! LoyceV কে আপনার বিন্দুমাত্র আইডিয়া আছে?

আমি যখন প্রথম ফোরামে জয়েন করি তখন আমি নিজে মনে মনে বলেছিলাম আমি কি এইসব আজাইরা সাইটে ঢুকলাম। কই দিয়ে পোস্ট করে, কই দিয়ে লাইক মারে, কই দিয়ে রিপ্লাই করে কিছুই বুঝতাম না। সবকিছু অন্ধকার হয়ে গেছিলো আমার কাছে। মেরিটের ম ও জানতাম না। পরে আস্তে আস্তে ইমনিই মেরিট পাওয়া শুরু করি।

প্রথমেই যদি এমন ট্যাগ খেয়ে বসেন তাহলে ভবিষ্যতে এগোতে পারবেন না ভাই।

cryptomus.   
  
.
lllllllllllllllllll CRYPTO
PAYMENT GATEWAY
▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄
██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█
██░▀▄██░░░███▄███░░░███░░▄█
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄
███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█
██▀▄███░░░██░░░██░░░█▄███░█
▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀

▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄
█▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██
█▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
ACCEPT
CRYPTO
PAYMENTS
██████
██
██







██
██
██████

GET STARTED
██████
██
██








██
██
██████
Crypto Library
Hero Member
*****
Offline Offline

Activity: 1078
Merit: 952


Find your Digital Services at- cryptolibrary.pro


View Profile WWW
September 23, 2023, 06:28:09 PM
 #8657

সুন্দর একটা  আর্টিকেল তুলে ধরলেন ধন্যবাদ ভাই। আপনার আর্টিকেল পড়ার পরের দিনই এই যে দেখুন বিটকয়েন বা  ক্রিপ্টোকারেন্সি এর ওপর  সরকারের অত্যাচার,  অনুমোদন দিচ্ছেই না মোবাইল ব্যাংকিং  অ্যাপস  গুলোর নোটিফিকেশন দিয়ে আইন দেখাচ্ছে ,  ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরত থাকুন।  এইসব নোটিফিকেশন দেখে মাঝেমধ্যে মনের ভেতর আটকে উঠি,  এই বুঝি RAB  দরজার সামনে আসলো । যাইহোক আমরা আমাদের ক্রিপ্ত কারেন্সি ব্যবহারের অনুমোদন চাই তবে  এমন অনুমোদন না যে আবার ভ্যাট এই আমাদের সবকিছু শেষ হবে।
আর কার কার নিকটে নোটিফিকেশন গিয়েছে আমাকে জানাবেন নাকি শুধু আমার একাই আসলো।  Roll Eyes



~~
তাও ভাগ্য ভালো উনি শুধুমাত্র LoyceV  কে pm  করেছে,   ভাই আবার theymos  কে পিএম করে বসেন নাই  মেরিটের জন্য.
উনার বিষয়টা হইছে কি,  "হাম পাগল নেহি হে ভাইয়া হামারা দিমাগ থোরা খারাপ হে" যাইহোক উনার ছাইড়া দেন একটা মেরিট অন্তত পাইছে।
যাই হোক উনার প্রতি সাজেশন রইল, পরবর্তীতে নিয়ম কানুন গুলো যেন মেনে চলুন। এইসব ক্রিটিসাইজে জন্য মন খারাপ করেন না ভালোভাবে কাজ করা শুরু করুন নিয়ম-কানুন গুলো পড়ুনTongue


আজকে আমাদের লোকাল থ্রেডকে  অনেকটা পরিপূর্ণ লাগতেছে,  অনেক সুন্দর সুন্দর ট্রান্সলেশন করতেছেন আপনারা  এগিয়ে যান  যদিও ট্রান্সলেশন গুলো এত বড় যে  একদম ফ্রি টাইম ছাড়া সম্পূর্ণ করে  বোঝা মুশকিল।
ধন্যবাদ(Learn Bitcoin , DYING_S0UL , Z_MBFM) ভাই আপনাদেরকে উনাদের আর্টিকেলগুলো  আমাদের  লোকাল থ্রেডে   নিয়ে আসার জন্য, অনেক কিছুই আমরা জানিনা  এগুলো বেশি বেশি আসলে  আমাদের অনেক কিছু সম্পর্কে ধারণা হবে।  আপনাদেরকে দেওয়ার মত আমার মেরিট নেই তা না হলে  আপনাদেরকে আপ্রেসিয়েট করতাম।

███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 518
Merit: 488


Payment Gateway Allows Recurring Payments


View Profile WWW
September 24, 2023, 05:19:12 AM
 #8658



আজকে আমাদের লোকাল থ্রেডকে  অনেকটা পরিপূর্ণ লাগতেছে,  অনেক সুন্দর সুন্দর ট্রান্সলেশন করতেছেন আপনারা  এগিয়ে যান  যদিও ট্রান্সলেশন গুলো এত বড় যে  একদম ফ্রি টাইম ছাড়া সম্পূর্ণ করে  বোঝা মুশকিল।
ধন্যবাদ(Learn Bitcoin , DYING_S0UL , Z_MBFM) ভাই আপনাদেরকে উনাদের আর্টিকেলগুলো  আমাদের  লোকাল থ্রেডে   নিয়ে আসার জন্য, অনেক কিছুই আমরা জানিনা  এগুলো বেশি বেশি আসলে  আমাদের অনেক কিছু সম্পর্কে ধারণা হবে।  আপনাদেরকে দেওয়ার মত আমার মেরিট নেই তা না হলে  আপনাদেরকে আপ্রেসিয়েট করতাম।

ধন্যবাদ ভাই। আসলেই আমারো অনেক ভালো লাগতেছে। আর খুশির বিষয় হলো, Gazeta'র প্রায় সব টপিক বাংলা ভাষায় ট্রান্সলেট করা হয়ে গেছে। শুধুমাত্র লাস্ট একটা টপিক আছে যেটা Learn Bitcoin ভাই করতেছে। আশা করা যাচ্ছে ২-১ দিনে সেটাও সম্পূর্ন হয়ে যাবে। মনে হইতেছে যে, একটা ধাঁধার শেষ অংশ খুঁজে পাওয়া গেছে। 

এই মুহূর্তে নিজস্ব বোর্ডের অভাব বোধ করতেছি। যারা রেগুলার এক্টিভ তারা এই টপিকগুলো পড়লেও নতুনরা/আনএক্টিভ মেম্বাররা পড়ার সুযোগ পাবেনা। টপিকগুলো উপরের পেজে ধামাচাপা পড়ে যাবে।

আমরা একটি প্রশ্ন আর ইচ্ছা ছিল। আমরা যখন নিজস্ব বোর্ড পাবো তখন আমাদের এতো পোস্টগুলো কি হবে? বিশেষ করে, যেগুলো ট্রান্সলেশন পোস্ট বা ইমপোটেন্ট পোস্ট সেগুলো। এগুলো কি মুভ করার ওয়ে থাকবে তখন? নাকি নতুন করে থ্রেড খুলে টপিকগুলো রিপোস্ট করতে হবে। যাই হোক না কোনো, সব ইমপোটেন্ট টপিকগুলো আলাদা আলাদা ক্যাটেগরি হিসেবে সাজাতে চাই। এটা আমার প্লান।

cryptomus.   
  
.
lllllllllllllllllll CRYPTO
PAYMENT GATEWAY
▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄
██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█
██░▀▄██░░░███▄███░░░███░░▄█
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄
███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█
██▀▄███░░░██░░░██░░░█▄███░█
▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀

▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄
█▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██
█▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███
▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀
ACCEPT
CRYPTO
PAYMENTS
██████
██
██







██
██
██████

GET STARTED
██████
██
██








██
██
██████
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 742
Merit: 1017


Vires in numeris


View Profile WWW
September 24, 2023, 06:28:12 AM
Merited by GazetaBitcoin (5), DYING_S0UL (1)
 #8659

লেখক: GazetaBitcoin
মেইন টপিক: A Declaration of the Independence of Cyberspace - We all should read it




এই টপিকটি আমার আগের টপিকগুলোর একটি সিক্যুয়াল -- ক্রিপ্টো নৈরাজ্যবাদী ফতোয়া - আমাদের সকলের পড়া উচিৎ এবং জুলিয়ানের জন্য ডাক || দ্যা উইকিলকস ম্যানিফেসতো - আমাদের সকলের পড়া উচিৎ



আরো একটা আর্টিকেল যা যেকোন বিটকয়েনার, স্বাধীনতাবাদী বা ক্রিপ্টো-নৈরাজ্যবাদীদের অবশ্যই জানা উচিত: জন পেরি বারলোর সাইবারস্পেসের স্বাধীনতার ঘোষণা। প্রবন্ধটা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা জন পেরি বারলো লিখেছেন, যা ইন্টারনেটে স্বাধীনতার জন্য একটা ভিত্তি ছিলো। আরেকজন আইকনিক ব্যক্তিত্ব ছিলেন জন গিলমোর যিনি EFF এর সদস্য ছিলেন।

বারলোর ঘোষণাটা মূলত ১৯৯৬ সালের টেলিকমিউনিকেশন আইনের উত্তর হিসাবে দেয়া হয়েছিলো, যে আইন ১৯৯৬ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাশ হয়েছিল। পুরো ডকুমেন্টটি সাইবারস্পেসের উপর সরকারের সার্বভৌমত্বকে অস্বীকার করে, সাইবারস্পেসে সরকারের উপস্থিতি থাকার অধিকারকে ডিনাই করে এবং সাইবার স্পেসের নাগরিকদেরকে সরকার শাসন করার অধিকারকে ডিনাই করে। ডকুমেন্টটি দ্রুত খুব জনপ্রিয় হয়ে ওঠে, ৪০,০০০ টিরও বেশি ওয়েবসাইট কপি করে এবং পাবলিশ করে।

সম্পূর্ণ ডিক্লেরেশনটি নীচে দেয়া হলো (টেক্সট ফরম্যাটিংটি আমার):

Quote
"ইন্ডাষ্ট্রিয়াল দুনিয়ার সরকার, লোহা আর মাংসে গড়া জায়ান্ট, আমি সাইবারস্পেস থেকে বলছি, যেটা মনের একটা নতুন বাড়ি। ভবিষ্যতের পক্ষ থেকে, আমি আপনাকে বলছি আমাদের অতীতকে একা ছেড়ে দিন। আমাদের মাঝে আপনাকে ডেকে আনা হয়নি। আমরা যেখানে একত্র হই সেখানে আপনাদের কোনো সার্বভৌমত্ব নেই।

আমাদের নির্বাচিত কোন সরকার নেই, বা আমাদের কোনো সরকার হওয়ার সম্ভাবনাও নেই, তাই আমি আপনাকে সম্বোধন করি তার চেয়ে বড় কোন কর্তৃত্ব নেই যার সাথে স্বাধীনতা নিজেই সবসময় কথা বলে। আমি ঘোষণা করছি যে দুনিয়াজুড়ে আমরা যে সামাজিক স্পেস তৈরি করছি তা স্বৈরাচারীতা থেকে স্বাভাবিকভাবেই স্বাধীন যা আপনারা আমাদের উপর চাপিয়ে দিতে চান। আমাদেরকে শাসন করার মতো কোনো নৈতিক অধিকার আপনার নেই বা আপনার কাছে ব্যাবহার করার মতো কোনো পদ্ধতি নেই যেটা আমাদের সত্যিকারের ভয়ের কারণ হতে পারে।

সরকাররা জনগনের কাছ থেকে তাদের ন্যায্য ক্ষমতা অর্জন করে। আপনি আমাদের অনুরোধ করেননি বা আমাদের অনুরোধে আসেননি। আমরা আপনাকে আমন্ত্রণ করিনি। আপনি আমাদের চিনেন না, আপনি আমাদের পৃথিবী সম্পর্কেও জানেন না। সাইবারস্পেস আপনার সীমানার মধ্যে পড়ে না। ভাববেন না যে আপনি এটা তৈরি করতে পারবেন, যেন এটা একটা পাবলিক কনস্ট্রাকশন প্রজেক্ট। আপনি পারেন না। এটি প্রকৃতির একটা নিয়ম এবং এটা আমাদের সম্মিলিত কাজের মাধ্যমে এমনিতেই বৃদ্ধি পাবে।

আপনি আমাদের বিশিষ্ট এবং সমাবেশ এর মতো কনভারসেশনে ছিলেন না, বা আপনি আমাদের মারকেট প্লেসের সম্পত্তি তৈরি করেননি। আপনি আমাদের সংস্কৃতি, আমাদের এথিকস্, বা অলিখিত কোডগুলো জানেন না যা অলরেডি আমাদের সোসাইটিকে আপনার চাপিয়ে দেওয়া যে কোনও আইন কার্যকর হওয়ার চেয়ে আরও বেশি শৃঙ্খলায় রেখেছে

আপনি দাবি করেন যে আমাদের মধ্যে কিছু সমস্যা আছে যা আপনাকে সমাধান করতে হবে। আপনি আমাদের জগতকে আক্রমণ করার একটা অজুহাত হিসাবে এই দাবি করছেন। আসলে এমন কোনো সমস্যা নেই। যেখানে সত্যিকারের দ্বন্দ্ব আছে, যেখানে ভুল আছে, আমরা নিজেরাই সেগুলো বের করবো এবং আমরা সেগুলোর সমাধান করব। আমরা আমাদের নিজস্ব সামাজিক নিয়ম তৈরি করেছি। এখানের শাসন ব্যাবস্থা হবে আমাদের নিয়ম অনুযায়ী, আপনার নিয়ম অনুযায়ী নয়। আমাদের দুনিয়া অন্যরকম।

সাইবারস্পেস কিছু লেনদেন, সম্পর্ক এবং চিন্তাভাবনা নিয়ে তৈরী, আমাদের যোগাযোগের ওয়েব একটা স্ট্যান্ডিং ওয়েভ এর মতো করে ডিজাইন করা। আমাদের জগৎটা এমন যেটা সবখানেই আছে আবার কোনোখানেই নেই, এ জগৎটা এমন না যেখানে মানুষের শরীর বসবাস করে।

আমরা এমন একটি দুনিয়া বানাচ্ছি যেখানে সব জাতি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি বা জন্মসূত্রে পাওয়া বিশেষ সুবিধা বা কুসংস্কার ছাড়াই প্রবেশ করতে পারে।

আমরা এমন একটি দুনিয়া বানাচ্ছি যেখানে জোর করে চুপ করিয়ে দেয়ার ভয় ছাড়াই যে কেউ যে কোনো জায়গায় তার বিশ্বাস প্রকাশ করতে পারে, সেটা যতই একক বিশ্বাস হোক না কেন।

সম্পত্তি, অভিব্যক্তি, পরিচয়, আন্দোলন সম্পর্কে আপনার আইন আমাদের জন্য প্রযোজ্য না। এগুলি সবই কোনো কিছুর উপর ভিত্তি করে হয়, এবং এখানে এগুলোর কোন ভিত্তি নেই।

ইন্টারনেটে আমাদের পরিচয়ের কোন শরীর নেই, তাই আপনার মত, আমরা শারীরিক জবরদস্তির মতো আদেশ পেতে ও দিতে পারি না। আমরা বিশ্বাস করি যে নৈতিকতা, শিক্ষিত আত্মস্বার্থ এবং কমনওয়েলথ থেকে আমাদের প্রশাসনের উতপত্তি হবে। আমাদের আইডেনটিটি আপনার অনেক এড়িয়া জুড়ে ডিষ্ট্রিবিউট হতে পারে। একমাত্র আইন যা আমাদের সব সংস্কৃতি সাধারণভাবে স্বীকৃতি দেবে তা হল সুবর্ণ নিয়ম। আমরা আশা করি যে আমরা এই ভিত্তিতে আমাদের নির্দিষ্ট সমাধানগুলো করতে পারবো। কিন্তু আপনি যে সমাধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা তা গ্রহণ করতে পারি না।

মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি আজ একটা আইন বানিয়েছেন, টেলিকমিউনিকেশনস রিফর্ম অ্যাক্ট, যে আইন আপনার নিজের সংবিধানকে অস্বীকার করে এবং জেফারসন, ওয়াশিংটন, মিল, ম্যাডিসন, ডিটোকভিল এবং ব্র্যান্ডেসের স্বপ্নকে অপমান করে। এই স্বপ্নগুলো এখন আমাদের মধ্যে নতুন করে জন্ম নিতে হবে।

আপনি আপনার নিজের সন্তানদের নিয়ে আতঙ্কিত, তারা এমন একটা দুনিয়ার স্থায়ী বাসিন্দা যেখানে আপনি সবসময় অভিবাসী থাকবেন। যেহেতু আপনি তাদের ভয় পান, আপনি আপনার আমলাদেরকে পিতা মাতাদের মতো দায়িত্ব দিয়ে দেন যেটা আপনি নিজে করার বেলায় একজন কাপুরুষ। আমাদের পৃথিবীতে, মানবতার সমস্ত অনুভূতি , অবমাননা থেকে ফেরেশতাসুলভ পর্যন্ত, প্রতি বিটই কোনো অংশ বিহীন গ্লোবাল কনভারসেশন এর অংশ। আমরা ডানা ঝাপটানো বাতাস থেকে দম বন্ধ করা বাতাস আলাদা করতে পারবো না

চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, সিঙ্গাপুর, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি সাইবারস্পেসের সীমানায় গার্ড পোস্ট লাগিয়ে স্বাধীনতার ভাইরাস থেকে রক্ষা করার চেষ্টা করছেন। এগুলো অল্প সময়ের জন্য সংক্রামককে দূরে রাখতে পারবে, তবে এগুলো এমন একটা দুনিয়ায় কাজ করবে না যা খুব তাড়াতাড়ি বিট-বিয়ারিং মিডিয়াতে কম্বলের মতো হয়ে যাবে।

আপনার ক্রমবর্ধমান অবসোলেট ইনফরমেশন ইনডাষ্ট্রি আমেরিকা এবং অন্যান্য যায়গায় আইন পাসের প্রস্তাব দিয়ে নিজেদেরকে স্থায়ী করবে, যেগুলো আসলে সারা দুনিয়ায় নিজের বক্তব্যের মালিক বলে দাবি করে। এই আইনগুলোর ধারণাগুলো অন্য ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাক্ট হিসাবে ঘোষণা করবে, যা আসলে লোহার শুকরের চেয়ে আর ভালো কিছু না। আমাদের পৃথিবীতে, মানুষের মন যা কিছু সৃষ্টি করতে পারে তা বিনা মূল্যে রিপ্রডিউস এবং আনলিমিটেড ভাবে ছড়িয়ে দেয়া যায়। চিন্তার বৈশ্বিক পরিবহণের জন্য আর আপনার কারখানার প্রয়োজন হচ্ছে না।

প্রতিনিয়ত বাড়তে থাকা এই প্রতিকূল এবং ঔপনিবেশিক সিদ্ধান্তগুলো আমাদের সেই আগের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের প্রেমিকদের মতো সেই অবস্থানে নিয়ে যাচ্ছে, যাদের দূরবর্তী, অজানা শক্তির অথরিটিকে দমন করতে হয়েছিল। আমরা আমাদের ভার্চুয়াল লাইফকে আপনার সার্বভৌমত্ব থেকে মুক্ত ঘোষনা করতেই হবে, যদিও আমরা আমাদের  উপর আপনার ফিজিক্যালি শাসনে আমরা সম্মত। আমরা প্ল্যানেটজুড়ে নিজেদের ছড়িয়ে দেব যাতে কেউ আমাদের চিন্তাকে আটকাতে না পারে।

আমরা সাইবারস্পেসে আমাদের মনের সভ্যতা তৈরি করব। আপনার সরকারগুলো আগে যে দুনিয়া বানিয়েছে তার চেয়ে এটা আরও মানবিক এবং ন্যায্য হোক।"

▄▄███████▄▄
▄██████████████▄
▄██████████████████▄
▄████▀▀▀▀███▀▀▀▀█████▄
▄█████████████▄█▀████▄
███████████▄███████████
██████████▄█▀███████████
██████████▀████████████
▀█████▄█▀█████████████▀
▀████▄▄▄▄███▄▄▄▄████▀
▀██████████████████▀
▀███████████████▀
▀▀███████▀▀
.
 MΞTAWIN  THE FIRST WEB3 CASINO   
.
.. PLAY NOW ..
Bitcoin_people
Sr. Member
****
Online Online

Activity: 728
Merit: 380


🎗️🍁🎭


View Profile WWW
September 24, 2023, 07:49:58 AM
Merited by hugeblack (2)
 #8660

আমি ভাইয়া বুঝতে পেরেছি এখন থেকে আমি প্রত্যেকটি কাজ ভেবেচিন্তে এবং সবকিছু চিন্তা করেই করার চেষ্টা করব আর একটি মানুষ ভুল না করলে কিছু শিখতে পারেনা আমি যেমন একটি ভুল করে অনেক কিছুই শিখলাম এবং আপনাদের সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগতেছে আমি আর পরবর্তীতে কোন ভুল করবোনা এখন যে বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ আমি এই কথারই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যতদূর জানা থাকবে |

আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |

আপনি পোস্ট করার আগে আপনাকে সকল বিষয়ে জানা উচিত ছিল। কিছু না জেনে কখনোই কেউ পোস্ট করতে পারেনা কিছু ধারণা থাকলে তবেই সে পোস্ট করতে পারে, তবে আমার মনে হয় আপনার অবশ্যই ফোরাম সম্পর্কে কিছুটা হলে ধারণা আছে এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে আপনি ভুল করেছেন এটা স্বীকার করা যতটা সহজ কিন্তু এর খেসারত দেওয়া এতটা সহজ নয়, যদি ভবিষ্যতে আপনি আপনার অ্যাকাউন্ট নিয়ে কোন সমস্যার সম্মুখীন হতে হবে এই ছোটখাটো ভুলগুলো সেখানে তুলে ধরা হয়। তাই আপনার পোস্ট করার আগে অবশ্যই বাংলা লোকাল বোর্ডের কিছু নিয়ম অনুসরণ করে পোস্ট করা উচিত ছিল এবং সেগুলো লক্ষ্য করলে আপনি অবশ্যই কখনোই ভুল করতেন না। https://bitcointalk.org/index.php?topic=631891.msg7033740#msg7033740 আপনার উচিত ছিল এই রুলস গুলো লক্ষ্য করা এবং এগুলো পড়ে ভালো জ্ঞান অর্জন করা তবে আপনি কখনোই ভুল করতেন না।
যাইহোক ভুল মানুষই করে কিন্তু পরবর্তীতে সেই মানুষই পস্তায়, সেজন্য যে কোন কাজ করার আগে কয়েকবার ভাবা উচিত যে এই কাজটি করলে পরবর্তীতে কি হতে পারে।
তবে আপনি যেহেতু আগামী কালকে অ্যাকাউন্টটি খুলেছেন তাই আপনার অবশ্যই ফোরাম সম্পর্কে জানার পর পরবর্তীতে পোস্ট করা উচিত ছিল।
অনেকেই আপনাকে অনেক পরামর্শ দিয়েছে তাই আমি আর পরামর্শ দিতে চাই না তবে আপনাকে বলব ট্রান্সলেট করে এবং কপি পেস্ট করে কখনোই পোস্ট করবেন না এতে আপনার আইডির ক্ষতি হবে এবং আইডি ব্যান হতে পারে। এর আগে অনেকেই দেখা গেছে এরকম কপি পেস্ট এবং ট্রান্সলেট করে পোস্ট করেছেন এবং তাদেরকে এই ফোরাম থেকে নিষিদ্ধ করা হয়েছে সেজন্যই সতর্কের সাথে পোস্ট করুন তবে সফল হতে পারবেন।

.
Duelbits
█▀▀











█▄▄
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀
 
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
███
▀▀▀
███
▀▀▀

███
▀▀▀
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
KENONEW
.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀█











▄▄█
10,000x
 
MULTIPLIER
 
NEARLY
UP TO
50%
REWARDS
Pages: « 1 ... 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 415 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 [433] 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482 483 ... 579 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!