2Pizza410000BTC
Sr. Member
Online
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
September 29, 2023, 05:30:58 AM |
|
আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো। 1. @2Pizza410000BTC - লোকাল বোর্ডের পোস্ট - 10 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62729101#msg62729101~snip বিটকয়েনটক বাংলাদেশ লোকাল থ্রেডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ভালো ভালো পোস্ট করার জন্য উৎসাহিত করছি। এই পোস্টে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং প্রচুর পরিশ্রম করে আগস্ট মাসের সর্বোচ্চ মেরিট হান্টিং তালিকা তৈরি করেছেন। আপনার এই তালিকা তৈরীর মাধ্যমে আমি অনেক উৎসাহ পেলাম। শুধু আমি নই আমার মত এখানে যারা লিপিবদ্ধ হয়েছে তারাও অনেক উৎসাহ পেয়েছে বলে মনে করি। আশা করি ভবিষ্যতে আরো ভালো পোস্ট করব এবং পরবর্তীতে যেন এই তালিকায় উঠে আসতে পারি। আর শুধু আমি নই সকলেই চেষ্টা করবে এখানে ভালো এবং উন্নত মানের পোস্ট দিয়ে পরবর্তী মাসের প্রথম তালিকায় উঠে আসতে। ভালো পোস্ট হলে অবশ্যই আমাদের বাংলা লোকাল বোর্ড এগিয়ে যাবে। আসুন আমরা সকলেই এখানে নিয়মিত একটিভ থাকি কনস্ট্রাক্টিভ পোস্ট করি এবং আমাদের বোর্ডকে এগিয়ে নিয়ে যাই। 💝ধন্যবাদ সকলকে💝
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 29, 2023, 10:18:58 AM |
|
আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।
ব্যাপারটা আসলেই সুন্দর হবে আমার মাথায় এর আগে থেকে একটা আইডিয়া ছিল। যদিও ফোরামে সরাসরি শেয়ার করা হয়নি। কথাগুলো বলার আগে প্রথমেই বলে নেই আমাদের লোকাল থ্রেডটা কিন্তু অন্যান্য লোকাল বোর্ড থেকে অনেকটা গুছানো। যেমন নতুন একজন ব্যক্তি যে ইংরেজি কম বুঝে কিন্তু এই ফোরাম সম্পর্কে বা এই ফোরামে কাজ করতে চায় তার জন্য প্রাথমিক যা যা দরকার তা কিন্তু সুন্দরভাবে এডিট এর মাধ্যমে আমাদের লোকাল থ্রেড এ উপস্থাপিত রয়েছে। এখন আমার আইডিয়াটা হলো গিয়ে আপনি যেমন ইনফরমেটিভ পোস্ট আর্কাইভ নাম বললেন এই ধরনের আরো কয়েকটা লিংক যদি আমাদের থ্রেডের টপিক এর প্রথম পেজে BitCoinDream ভাই এডিট করে বসিয়ে দেয় তাহলে আমাদের লোকাল থ্রেডটা অনেকটা লোকাল বোর্ডের মতন করা যাবে, মানে বিষয়টি আর একটু বুঝিয়ে বলি আমাদের ফোরাম এর মেটাবোর্ডে সাধারণত কি রিলেটেড আলোচনা হয়? - এখানে ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের প্রথম পেজে যদি এরকম কয়েকটা পোস্টের লিংক বসানো যেত - যদিও আপনার আইডিয়াটা আমারটার থেকে কিছুটা ভিন্ন, তবুও আপনারটা আরো লিজেন্ডারি মানের একটা আইডিয়া। আপনি যে উদাহারন দিলেন, এভাবে আমরা চাইলেই লোকাল থ্রেড কে একটা বোর্ড বানিয়ে ফেলতে পারি। কেউ পোষ্ট করলে তার পোষ্ট এর নিচে ক্যাটাগরির নাম উল্লেখ করে দিতে পারে। তবে সব পোষ্ট ওখানে যায়গা পাওয়ার মতো নয়। শুধুমাত্র সিলেক্টেড কিছু পোষ্ট সেখানে যায়গা পেতে পারে। আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
|
|
|
|
Bd officer
|
|
September 29, 2023, 11:45:29 AM |
|
আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
এটা অনেক ভালো একটা আইডিয়া। অনেকে আছেন যারা নিয়মিত লোকাল থ্রেডে এক্টিভ থাকে না আবার দেখা যায় অনেক নতুন মেম্বার থ্রেডে আসে, তাদের জন্য আপনার আইডিয়া টা অনেক গুরুত্বপূর্ণ। আমি একটা আলাদা ভাবে কথা বলতে চাই জানি না আমার যুক্তিটা কেমন হবে। এমনও হতে পারে অনকেই পোস্ট দিতে চাইবেন, নির্দিষ্ট করে দেওয়াটা এই বিষয় টা কেমন হবে? মানে এমন ব্যক্তি নির্দিষ্ট করে দেন যে ভালো মানের পোস্ট গুলো চিহ্নিত করতে পারবে, নিয়মিত এক্টিভ থাকে। আপনারা যারা সিনিয়র তারা বিবেচনা করতে পারেন।
|
|
|
|
Learn Bitcoin
|
আমি একটা আলাদা ভাবে কথা বলতে চাই জানি না আমার যুক্তিটা কেমন হবে। এমনও হতে পারে অনকেই পোস্ট দিতে চাইবেন, নির্দিষ্ট করে দেওয়াটা এই বিষয় টা কেমন হবে? মানে এমন ব্যক্তি নির্দিষ্ট করে দেন যে ভালো মানের পোস্ট গুলো চিহ্নিত করতে পারবে, নিয়মিত এক্টিভ থাকে। আপনারা যারা সিনিয়র তারা বিবেচনা করতে পারেন।
ভালো কথা বলেছেন। সবার সব আইডিয়া থাকে না। পোষ্ট জাজ করার জন্য অবশ্যই ভালো আইডিয়া থাকা জরুরী। আমি একটা পোষ্ট এর সাথে একমত মানেই যে পোষ্ট টা ভালো, আমি একমত না বলে পোষ্ট টা খারাপ, ব্যাপারটা এমন নয়। মাসে শেষে কে পোষ্ট গুলো একসাথে করবে সেটা আপনারাই ডিসাইড করে দিলে ভালো হবে। আপনাদের কারো সমস্যা না থাকলে সামনের মাসে আমি করতে পারি, অথবা আপনারা কাউকে মনোনীত করতে পারেন।
PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
|
|
|
|
LDL
|
|
September 29, 2023, 12:48:30 PM Last edit: September 29, 2023, 12:59:40 PM by LDL Merited by Little Mouse (1) |
|
বাংলাদেশে ক্রিপটো কারেন্সির প্রতারণা বেড়েই চলেছে ওমরসানী মৌসুমী দম্পতির ছেলে ফারদিনের 2 কোটি টাকা আত্মসাৎ নিউজকয়েকদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলোতে ও মিডিয়াগুলোতে MTFE নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। কিন্তু বর্তমানে এ বিষয়ে আর আলোচনা হয় না বললেই চলে। কিন্তু আজকে একটি অনলাইন পত্রিকায় ক্রিপ্টোকারেন্সির প্রতারণা বিষয়ে একটি নিউজ দেখতে পেলাম যেখানে বাংলাদেশের একসময়ের জনপ্রিয় তারকা জুটি ওমর সানির ছেলে Cryptocurrency/ Bitcoin এর মাধ্যমে জালিয়াতির শিকার হয়েছে। দু চার লক্ষ টাকা নয় বরং দুই কোটি টাকার উপরে প্রতারণার শিকার হয়েছে। বিষয়ে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরো ঘটনার বিস্তারিত জবানবন্দি দিয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে একজন শিক্ষিত তারকা জুটির ছেলে হয়ে তিনি কিভাবে একটি প্রতারণা চক্রের জালে পা দিলেন এই বিষয় নিয়ে একটু চিন্তাভাবনার বিষয় আছে। ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এর আগে ওই চক্রের সকল ব্যাংক একাউন্ট চেক করে পুরো ঘটনা একটি রহস্যময় জেনেও কেন পরবর্তীতে তিনি অতিরিক্ত মুনাফার লোভে টাকা ইনভেস্ট করলেন এটা আরেকটি গবেষণার বিষয়। আমরা যদি প্রতারক চক্রকে আরো বেশি টাকা আত্মসাৎ করার সুযোগ করে দেয় তাহলে তো তারা আত্মসাৎ করবেই। প্রতারক চক্র জানে বাংলাদেশের যেকোনো ধরনের দুর্নীতির সুষ্ঠ কোন তদন্ত হয় না এবং তদন্ত হলেও পরবর্তীতে কোন বিচার ব্যবস্থা গ্রহণ করা হয় না বা জবাবদিহিতার প্রয়োজনীয়তা না থাকায় স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে ক্রিপটো কারেন্সির মাধ্যমে প্রতারণা বেড়েই চলেছে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Shishir99
|
|
September 29, 2023, 12:50:56 PM |
|
ভাই আমি আপনার গেমবিলিং সেকশনে https://bitcointalk.org/index.php?topic=5464732.msg62909857#msg62909857এই পোষ্টের উত্তর দিয়েছিলাম যেখানে আপনি বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটের স্কোয়াড একটি শিক্ষামূলক সফর ছাড়া অন্য কিছু নয়। বিষয়টি ১০০% সত্য কেননা বাংলাদেশ অতীতে যতগুলো ম্যাচ হেরেছে এবং পরাজয় শেষে সংবাদ সম্মেলনে এসে মুখস্থ করা সেই কতগুলো বাক্য পটপট করে বলে দেয়। আমি আজকে অনেক খোঁজাখুঁজি করে আপনার কথার সত্যতা প্রমাণের জন্য একটি ভিডিও এখানে শেয়ার করলাম। যদিও ভিডিওতে বাংলাদেশের ক্রিকেটে একদম সত্য কাহিনি উঠে এসেছে তবুও শুধুমাত্র বিনোদনের জন্য এখানে তুলে ধরা হলো। কেউ বিষয়টি সিরিয়াসলি নেবেন না। https://fb.watch/nl6mdgBk6h/?mibextid=NnVzG8বাংলাদেশের ১৫ জন স্কোয়াডে তিন জন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে এবং বাকি আট জন যাদের কারো কারো ওডিআই ম্যাচ খেলার কোন অভিজ্ঞতাই নেই অথচ বাংলাদেশ স্কোয়াডে তাদের নাম লিস্ট করা হয়েছে। আজব দেশ আজব স্কোয়াড। এটা এক ধরনের পিকনিকও বলা চলে। সরি ভাই আমি আপনার পোষ্ট খেয়াল করিনি। আসলে আমি কোনো নটিফিকেশন বট ব্যাবহার করি না তো, তাই কেউ কোট করলে বা মেনশন করলেও বুঝতে পারি না। যাই হোক, ক্রিকেট নিয়ে যদি বলেন, এটা আসলেই বাংলাদেশের জন্য একটা শিক্ষাসফর হতে যাচ্ছে। কারন বাংলাদেশের টিম টা মূলত তারুন্য নির্ভর যাদেরিএক্সপেরিয়েন্স অনেক কম। যদিও তানজিম সাকিব, তানজিদ তামিমদের যুব বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। আশা করি তাদের সেই এক্সপেরিয়েন্স এখানে কাজে দিবে। তবে ক্রিকেট পাড়ায় যা ঘঠেছে, তা জঘন্য পর্যায়ে চলে গেছে। সাকিবের ইন্টারভিউ দেখেই বুঝা যাচ্ছে সাকিব কতোটা তামিম বিদ্বেশী হয়ে লেগে আছে। শুধুমাত্র ব্যাক্তিগত কোন্দলে তামিমকে ভরকিয়ে দিয়ে দল থেকে বাদ দিয়ে দিলো।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Crypto Library
|
|
September 29, 2023, 12:59:15 PM |
|
যদিও আপনার আইডিয়াটা আমারটার থেকে কিছুটা ভিন্ন, তবুও আপনারটা আরো লিজেন্ডারি মানের একটা আইডিয়া। আপনি যে উদাহারন দিলেন, এভাবে আমরা চাইলেই লোকাল থ্রেড কে একটা বোর্ড বানিয়ে ফেলতে পারি। কেউ পোষ্ট করলে তার পোষ্ট এর নিচে ক্যাটাগরির নাম উল্লেখ করে দিতে পারে। তবে সব পোষ্ট ওখানে যায়গা পাওয়ার মতো নয়। শুধুমাত্র সিলেক্টেড কিছু পোষ্ট সেখানে যায়গা পেতে পারে।
আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
আপনি যে আইডিয়ার কথা বলেছেন সেটাও আমি বুঝেছি, সেটা তো আমরা করতেই পারব সমস্যা নেই সেখানে। আর হ্যাঁ আসলেই এ আপনার আইডিয়া এবং আমার আইডিয়া এই দুইটাতেই আমি মনে করি আমাদের সিনিয়র পারসন যারা রয়েছে তাদেরকে রাখা উচিত। কারণ কোন পোস্টকে রাখতে হবে কোন পোস্টকে রাখা যাবে না সেটা এক্সপেরিয়েন্স ওয়ালা লোকজনেই ভালো বুঝতে পারবেন। এক্ষেত্রে আমরা Little Mouse ভাই এর দৃষ্টি আকর্ষণ করতে পারি। তবে হ্যাঁ যে কেউ একজন পোস্টগুলো একত্রিত করে অনেকটা রিপোর্ট আকারে পোস্ট করতে পারে। তবে সিলেক্টর হিসেবে সিনিয়র পারসন হিসেবে একজনকে রাখাটা ভালো হবে। আমি শুধু এটা আপনার আইডিয়ার পাশাপাশি আমি যে আইডিয়া দিয়েছি সে ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। আর হ্যাঁ Learn Bitcoin ভাই মাসের ওই ভালো ইম্পরট্যান্ট পোস্টগুলো আপনি করলে আমার তাতে দ্বিমত নাই। কারণ আমি মনে করি, কোয়ালিটি ফুল পোস্ট জাজ করার সক্ষমতা আপনার ভালোভাবেই রয়েছে। আমরা লোকাল বোর্ড এখন না পাই , কিন্তু লোকাল বোর্ডের ভাইব তো ক্রিয়েট করার চেষ্টা করতেই পারি তাই না?
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Nel Ghor
Newbie
Offline
Activity: 20
Merit: 0
|
|
September 29, 2023, 03:12:06 PM |
|
আলহামদুলিল্লাহ, আজ কঠোর নিরাপত্তার সাথে সড়কপথে পাবনায় পৌঁছালো রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরোনিয়াম। এই ইউরেনিয়াম জ্বালানি গুলো স্বদেশ গ্রুপ এর লড়ি যুক্ত ড্রাম ট্রাকে করে আনা হয়। এসময় সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। যা জানিয়ে দিচ্ছে বাংলাদেশের উন্নতির শিকল সীমারেখা। ঠিক একদিন বাংলাদেশের কাছেও থাকবে উন্নত মানের পারমাণবিক বোমা সহ বিভিন্ন সরঞ্জাম।এর মাধ্যমে প্রকাশ পাবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ যা বিশ্বের উন্নত রাষ্ট্রের দৃষ্টান্ত প্রকাশ করবে।
|
|
|
|
tjtonmoy
|
|
September 29, 2023, 06:09:04 PM |
|
~কাট
আপনাদের আইডিয়া গুলো দেখে ভালো লাগছে। আমি নিজে কিছু কন্ট্রিবিউট করতে চাই কিন্তু কিছু ব্যাস্ততার কারনে সময় দিতে পারছি না। সামনে পরীক্ষা সাথে আরও কিছু ব্যাস্ততা আছে। আমার একটা আইডিয়া ছিলো। শেয়ার করলাম ভালো লাগলে ফিডব্যাক জানাবেন। আমাদের লোকাল কমিউনিটি তে মেরিট সোর্স নেই, আমরা গ্লোবাল থেকে যা মেরিট পাই তার সবটুকু লোকাল এ ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেস্টা করি। অনেকে ভালো পোস্ট করেও মেরিট পান না। গ্লোবালে এক এর অধিক থ্রেড রয়েছে যেখানে আপনার বেস্ট পোস্ট গুলো উপস্থাপন করে মেরিট সোর্স এর কাছে থেকে মেরিট নেওয়া যায়। কিন্তু অনেক ভালো ভালো পোস্ট লোকাল কমিউনিটি তে আছে যেগুলো ওইসব থ্রেড এ উপস্থাপন করা যায় না ভাষার সিমাবদ্ধতার কারনে। সেক্ষেত্রে কেমন হত যদি আমরা লোকাল থ্রেড এ আপনাদের বেস্ট পোস্ট গুলো পেয়ে মেরিট সেন্ড করতে পারতাম? আমার আইডিয়া টা হচ্ছে আপনারা আপনাদের বেস্ট পোস্ট গুলো একটি লিস্ট করে আমাদের কাছে উপস্থাপন করেন। আমাদের কাছে sMerit থাকলে সবাই পোস্টটি তে মেরিট দিবো। এটির কিছু রুলস থাকা দরকার। কারণ সব পোস্টে মেরিট দেওয়া সম্ভব না। রুলস হতে পারে ২ টা বেস্ট পোস্ট। মাসে এক বার। মিনিমাম আইডি রিকয়ারমেন্ট মেম্বার/ফুল মেম্বার ইত্যাদি। পোস্ট এর কোয়ালিটি ম্যাটার তো আছেই তবে কেউ যেন মাল্টিপাল একাউন্ট করে এইটার এডভান্টেজ নিতে না পারে তার জন্য এই রুলস। আমার কাছে ১2 টা sMerit আছে। চাইলে শুরু করতে পারেন। এই বিষয়ে মতামত দেন, যদি আইডিয়া টা ভালো হয় তাহলে শুরু করব।
এরা করলে নিউজ হয় আর আমরা করলে জেল। ওয়েলকাম টু বাংলাদেশ।
|
|
|
|
HelliumZ
|
|
September 29, 2023, 10:44:36 PM |
|
এরা করলে নিউজ হয় আর আমরা করলে জেল। ওয়েলকাম টু বাংলাদেশ। ভাই আমরাও ফ্রিল্যান্সিং করি কিন্তু আমাদের টা অক্ষির অগোচরে এবং তাদের টা অক্ষির সামনে। অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন। যদিও এটা সাময়িকভাবে তাদের ইনকামের উপর নেতিবাচক প্রভাব পড়বে তবুও এটি তাদের জন্য এটি একটি বৈধ স্ট্যাটাস। কিন্তু আমাদের টা আমরা প্রকাশ্যে জাহির করতে পারিনা। সরকার আপাতত আমাদের ইনকামকে বৈধতা দেবে না। তাদের ইনকামের বৈধতা দেওয়ায় সরকারের সুবিধাগুলো দেখুন। আপনার শেয়ার করা ছবিতে যে লোকটির ইনকাম প্রতিমাসের ১৬ লক্ষ টাকা তাদের কাছ থেকে সরকার প্রতি মাসে কি পরিমাণ ট্যাক্স পাচ্ছে সেটা একটু অনুমান করে দেখুন। ১৬০০০০০ টাকায় প্রতিমাসে ১৬০০০০ হাজার টাকা ট্যাক্স পাবে তাহলে তাদের ইনকামে সরকার বাহবা দিবে না আমাদের ইনকামে সরকার বাহবা দেবে একটু ভেবে দেখুন।
|
|
|
|
Popkon6
|
|
September 30, 2023, 02:08:33 AM |
|
~কাট
আপনাদের আইডিয়া গুলো দেখে ভালো লাগছে। আমি নিজে কিছু কন্ট্রিবিউট করতে চাই কিন্তু কিছু ব্যাস্ততার কারনে সময় দিতে পারছি না। সামনে পরীক্ষা সাথে আরও কিছু ব্যাস্ততা আছে। আমার একটা আইডিয়া ছিলো। শেয়ার করলাম ভালো লাগলে ফিডব্যাক জানাবেন। আমাদের লোকাল কমিউনিটি তে মেরিট সোর্স নেই, আমরা গ্লোবাল থেকে যা মেরিট পাই তার সবটুকু লোকাল এ ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেস্টা করি। অনেকে ভালো পোস্ট করেও মেরিট পান না। গ্লোবালে এক এর অধিক থ্রেড রয়েছে যেখানে আপনার বেস্ট পোস্ট গুলো উপস্থাপন করে মেরিট সোর্স এর কাছে থেকে মেরিট নেওয়া যায়। কিন্তু অনেক ভালো ভালো পোস্ট লোকাল কমিউনিটি তে আছে যেগুলো ওইসব থ্রেড এ উপস্থাপন করা যায় না ভাষার সিমাবদ্ধতার কারনে। সেক্ষেত্রে কেমন হত যদি আমরা লোকাল থ্রেড এ আপনাদের বেস্ট পোস্ট গুলো পেয়ে মেরিট সেন্ড করতে পারতাম? আমার আইডিয়া টা হচ্ছে আপনারা আপনাদের বেস্ট পোস্ট গুলো একটি লিস্ট করে আমাদের কাছে উপস্থাপন করেন। আমাদের কাছে sMerit থাকলে সবাই পোস্টটি তে মেরিট দিবো। এটির কিছু রুলস থাকা দরকার। কারণ সব পোস্টে মেরিট দেওয়া সম্ভব না। রুলস হতে পারে ২ টা বেস্ট পোস্ট। মাসে এক বার। মিনিমাম আইডি রিকয়ারমেন্ট মেম্বার/ফুল মেম্বার ইত্যাদি। পোস্ট এর কোয়ালিটি ম্যাটার তো আছেই তবে কেউ যেন মাল্টিপাল একাউন্ট করে এইটার এডভান্টেজ নিতে না পারে তার জন্য এই রুলস। আমার কাছে ১2 টা sMerit আছে। চাইলে শুরু করতে পারেন। এই বিষয়ে মতামত দেন, যদি আইডিয়া টা ভালো হয় তাহলে শুরু করব। এই আইডিয়াগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এখানে সেরা পোস্টগুলো যাচাই-বাছাই করে এনে দিলে অবশ্যই সবাইকে সাহায্য করা যাবে। কারণ কিছু কিছু ভালো এবং উন্নত মানের পোস্টগুলো অবশ্যই চোখের আড়ালে পড়ে যায় সেগুলোই একমাত্র দেওয়ার সুযোগ থাকবে। তাই আমার কাছে কিছু ইয়েস মেরিট আছে যা দিয়ে আমি আপাতত কিছু সাহায্য করতে পারবো। এবং এ বিষয়ে আমি আমার সম্মতি প্রকাশ করছি। এই পোস্টগুলো দেওয়ার রুলস অবশ্যই Op দ্বারা প্রথম পেজে রাখা উচিত যা একজন ইউজার মাসে একটিবার এ ধরনের পোস্ট করতে পারবে। এবং বিচারক হিসেবে থাকবে Little Mouse ভাই, Cripto Library, LDL, Learn Bitcoin এই ধরনের ইউজার অবশ্যই বিচারক হিসেবে থাকবে। তাহলে এই ধরনের পোস্ট করতে Scam করবে না কারণ আমাদের বাঙ্গালী ভাইদের দিয়ে কোন বিশ্বাস পাওয়া যায় না। তাই বিচারক হিসেবে আমি এদেরকে সমর্থন করি।
|
|
|
|
LDL
|
|
September 30, 2023, 03:06:11 AM |
|
বাংলা কমিউনিটিতে কনস্ট্রাক্টিভ ও উপকারী পোস্টগুলো ক্যাটাগোরিভিত্তিক সাজানোর আইডিয়াটি কিন্তু আমরা @roksana.hee এই ভাইয়ের কাছ থেকে পেয়েছি। তাই তাকে আমি আইডিয়ার অগ্রদূত হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক সময় ক্লাসের সবচেয়ে দুর্বল মেধাবী ছাত্রদের কাছ থেকেও আমরা ভালো কিছু শিখতে পারি এটাই সেই উদাহরণের প্রমাণ। আমরা হয়তো তাকে এখন মূল্যায়ন করছি না যখন আমরা এই ক্যাটাগরি ভিত্তিক আইডিয়াটা পরবর্তীতে এই কমিউনিটিতে কাজে লাগাবো তখন এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। যাহোক আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি তুর্কি, ইন্দোনেশিয়ান, রাশিয়ান , নাইজেরিয়ান ইত্যাদি লোকাল বোর্ড গুলোতে খেয়াল করি তাহলে আমরা এই ক্যাটাগরি ভিত্তিক পোস্টগুলো দেখতে পাবো। তারা ভালো ভালো কনস্ট্রাক্টিভ পোস্টগুলো তাদের কমিউনিটিতে শেয়ার করে যা থেকে পরবর্তীতে তারা জ্ঞানমূলক কিছু অনুশীলন শিখতে পারে। আমাদের এই আইডিয়াটা কাজে লাগালে আমরা হয়তো আমাদের কমিউনিটিকে আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। অন্যান্য লোকাল বোর্ডগুলোতে ক্যাটেগরিভিত্তিক পোস্টগুলোর অ্যারেন্জমেন্ট ইন্দোনেশিয়ান: Re: [HELP]Bantuan untuk menaikkan Rank (Newbie s.d Hero) V.2 [UPDATE]@roksana.hee অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরো মূল্যবান আইডিয়া দিয়ে ফোরামের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা কামনা করছি।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
roksana.hee
|
|
September 30, 2023, 05:44:51 AM |
|
আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো। 1. @2Pizza410000BTC - লোকাল বোর্ডের পোস্ট - 10 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62729101#msg62729101বাংলা কমিউনিটিতে কনস্ট্রাক্টিভ ও উপকারী পোস্টগুলো ক্যাটাগোরিভিত্তিক সাজানোর আইডিয়াটি কিন্তু আমরা @roksana.hee এই ভাইয়ের কাছ থেকে পেয়েছি। তাই তাকে আমি আইডিয়ার অগ্রদূত হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক সময় ক্লাসের সবচেয়ে দুর্বল মেধাবী ছাত্রদের কাছ থেকেও আমরা ভালো কিছু শিখতে পারি এটাই সেই উদাহরণের প্রমাণ। আমরা হয়তো তাকে এখন মূল্যায়ন করছি না যখন আমরা এই ক্যাটাগরি ভিত্তিক আইডিয়াটা পরবর্তীতে এই কমিউনিটিতে কাজে লাগাবো তখন এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। যাহোক আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি তুর্কি, ইন্দোনেশিয়ান, রাশিয়ান , নাইজেরিয়ান ইত্যাদি লোকাল বোর্ড গুলোতে খেয়াল করি তাহলে আমরা এই ক্যাটাগরি ভিত্তিক পোস্টগুলো দেখতে পাবো। তারা ভালো ভালো কনস্ট্রাক্টিভ পোস্টগুলো তাদের কমিউনিটিতে শেয়ার করে যা থেকে পরবর্তীতে তারা জ্ঞানমূলক কিছু অনুশীলন শিখতে পারে। আমাদের এই আইডিয়াটা কাজে লাগালে আমরা হয়তো আমাদের কমিউনিটিকে আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। অন্যান্য লোকাল বোর্ডগুলোতে ক্যাটেগরিভিত্তিক পোস্টগুলোর অ্যারেন্জমেন্ট ইন্দোনেশিয়ান: Re: [HELP]Bantuan untuk menaikkan Rank (Newbie s.d Hero) V.2 [UPDATE]@roksana.hee অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরো মূল্যবান আইডিয়া দিয়ে ফোরামের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাপন করছি @LDL ভাইয়ের প্রতি। আসলে আমি অনেকদিন ধরেই এটা নিয়ে রিসার্চ করতেছি। আমি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডের প্রথম পৃষ্ঠা থেকে ১৫০ পৃষ্ঠা পর্যন্ত ভালো কনস্ট্রাক্টিভ এবং ভালো পোস্টগুলা ফাইন্ড আউট করে ফেলেছি। আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ থাকার কারণে এবং আমার ল্যাপটপ এর সমস্যা হওয়ার কারণে কাজ করতে পারিনি। মাঝখানে এই দুইটা মাস যদি আমি কাজ করতে পারতাম তাহলে দুই মাস আগেই আমি আমার ব্যাঙ্ক করতে পারতাম। আমার পরেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকেই ব্যাঙ্ক করে ফেলেছে। আমি তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি অচিরেই প্রথম পেজ থেকে ৪৪০ নাম্বার পেজ পর্যন্ত যত কনস্ট্রাক্টিভ পোস্ট আছে তার মাস ওয়াইজ একটা করে পোস্ট করে দিব। আশা করি, আমার এই কাজে "বাংলাদেশ লোকাল থ্রেডের যত সিনিয়র বড় ভাইয়েরা আছেন, আমাকে সহযোগিতা করবেন।" আমি সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ!
|
|
|
|
DYING_S0UL
|
|
September 30, 2023, 06:32:11 AM Last edit: December 15, 2023, 04:26:46 AM by DYING_S0UL |
|
GazetaBitcoin কে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাঝে এতো সুন্দর সুন্দর টপিক তুলে ধরার জন্য। আমি মনে করি এই টপিকগুলো সবার একবার হলেও পড়া উচিত। এজন্য তার সকল টপিক অনুবাদ সহ একসাথে লিস্ট করে দিলাম। আশা করি সবাই টপিকগুলো পড়বেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। এরই সাথে Learn Bitcoin ভাইকে ধন্যবাদ জানাই অনুবাদগুলো করার জন্য। এখানে বেশিরভাগ অনুবাদ তার দ্বারা করা এবং কিছু আমার দ্বারা, DYING_S0UL। আমি জানি এটা বাংলা বোর্ড, তারপরও ইংরেজি টাইটেল সহ লিস্ট তৈরি করা যুক্তিসংগত মনে হয়েছে।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
September 30, 2023, 06:42:42 AM |
|
PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের সকলের জানা উচিত। এইটার বিস্তারিত গাইডলাইন এবং কেন প্রয়োজন সেটা নিয়ে লিখতে পারেন। আশা করছি অল্প কিছু মানুষ হলেও এইটা নিয়ে আগ্রহী হবে। অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন।
আমি যতদুর জানি এইটা ভুয়া। ফ্রিল্যান্সিং ইনকামের উপরে এইরকম কোন কর ধার্য করা হয় নি।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Fuso.hp
|
|
September 30, 2023, 07:39:16 AM |
|
বাংলাদেশে ক্রিপটো কারেন্সির প্রতারণা বেড়েই চলেছে ওমরসানী মৌসুমী দম্পতির ছেলে ফারদিনের 2 কোটি টাকা আত্মসাৎ ~কাট~
বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন প্রতারণা বা অপরাধমূলক কাজ সম্পর্কে বাংলাদেশের শীর্ষস্থানীয় মিডিয়াগুলোর প্রতিবেদন হরহামেশাই দেখা যায়। কিছুদিন পর পর যদি এই ধরনের কার্যক্রম প্রচারিত হয় তাহলে অবশ্যই বিটকয়েন এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠিন পদক্ষেপ নিবে এমনটাই স্বাভাবিক। অনেকদিন আগে আমি এক রাজনৈতিক নেতার বক্তব্য শুনি সেখানে তাকে বিটকয়েন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি ভাবে বলেন আমাদের দেশে কিছু পরিমাণ ই-কমার্স প্রতিষ্ঠানে আমাদের দেশের মানুষ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে যদি আমাদের দেশে ক্রিপ্তকারেন্সির বৈধতা দেওয়া হয় তাহলে মানুষ তার বাড়িঘর বিক্রি করে বিটকয়েনে বিনিয়োগ করবে। আমি ওই সময়টাতে এই কথাটার এতটা গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছি তিনি কেন কথা বলেছিলেন। আমরা হয়তো জানি বিটকয়েনের মাধ্যমে খুবই কম পরিমাণ অপরাধমূলক কাজ হয় কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো মানুষের কাছে এইটা বোঝায় যে বিটকয়েনের মাধ্যমে সবথেকে অপরাধমূলক কাজ বেশি হয় এবং বিটকয়েন বিনিয়োগ করে মানুষ সর্বস্বান্ত হয়। চিত্রনায়ক ওমর সানি এবং মৌসুমীর ছেলে যে কাজ করেছে যদি এই ধরনের কাজ ভবিষ্যতে নিয়মিত অন্য সকল সেলিব্রিটিরা করে থাকে তাহলে বাংলাদেশ সরকার বিটকয়েন সম্পর্কে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
September 30, 2023, 08:47:33 AM |
|
অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন।
আমি যতদুর জানি এইটা ভুয়া। ফ্রিল্যান্সিং ইনকামের উপরে এইরকম কোন কর ধার্য করা হয় নি। ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স থেকে দিতে হবে ১০ শতাংশ কর। আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন গতকাল বুধবার এ নির্দেশনা দেন।
জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে নির্দেশনাটি যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর কমিশনারের কার্যলয় থেকে চিঠি দেওয়া হয়েছিল।
তাতে বলা হয়, বিদেশে থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে। সোর্সঃ The Daily Star Banglaএইটা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এখানে দেখুন। এটা হচ্ছে মুল যে চিঠি বা প্রজ্ঞাপন, ভাই The Daily Star একেবারে কোনো ফেইক নিউজ সহজে করেনা এখনো এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, কালকে কয়েকজন (ট্যাক্স কর্মকর্তা) এটা ভুয়া বলেছিলো এবং ফেইসবুকে পোস্ট করেছিলো অনেকেই রেফারেন্স হিসেবে যখন মুল চিঠি টি কমেন্ট করে পরে তারা কোনো যোক্তিক উত্তর না দিতে পেরে পোস্ট ডিলেট করে দিয়েছে । এখন যদি আপনি এটা দেখেন তাহলে বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন সেটার সাথে সাংঘ্ররশিক। আমরা যা সাধারনত জেনে থাকি যে সর্বশেষ প্রজ্ঞাপনই হলো চূড়ান্ত প্রজ্ঞাপন তাহলে ১০% দেয়া লাগবে, আর ফ্রিল্যান্সার আইডি কার্ড ও অন্য কোনো উপায়ে যদি আবার প্রজ্ঞাপন দেয় তাহলে সেটা বাদ যাবে। তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে। ধন্যবাদ ।
|
|
|
|
Learn Bitcoin
|
|
September 30, 2023, 09:06:47 AM |
|
পোস্ট এর কোয়ালিটি ম্যাটার তো আছেই তবে কেউ যেন মাল্টিপাল একাউন্ট করে এইটার এডভান্টেজ নিতে না পারে তার জন্য এই রুলস। আমার কাছে ১2 টা sMerit আছে। চাইলে শুরু করতে পারেন। এই বিষয়ে মতামত দেন, যদি আইডিয়া টা ভালো হয় তাহলে শুরু করব। আপনার আইডিয়াটা তো ঠিকই আছে, তবে এই আইডিয়া আমাদের থ্রেড এ কাজে লাগাতে গিয়ে আবার নতুন করে ঝামেলা পাকায় কি না, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। সবাই বলবে আমার অল্ট একাউন্ট নাই, কিন্তু তলে তলে অনেকেরই আছে। এমনিতেই তো আমাদের থ্রেড এ মেরিট এবিউজ হওয়ার এলিগেশন লেগে থাকে, আবার এটা করতে গিয়ে নতুন কোনো ঝামেলা বাড়ার সম্ভাবনাও আছে।
PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের সকলের জানা উচিত। এইটার বিস্তারিত গাইডলাইন এবং কেন প্রয়োজন সেটা নিয়ে লিখতে পারেন। আশা করছি অল্প কিছু মানুষ হলেও এইটা নিয়ে আগ্রহী হবে। ধন্যবাদ ভাই। যেহেতু আমি উইনডোজ ইউজার, আপাতত উইনডোজ এ কিভাবে ব্যাবহার করবে, সেটার স্ক্রিনশট সহ বিস্তারিত একটা পোষ্ট লিখবো। তবে পোষ্ট খুব বেশি ডিপ ডিটেইলস হবে না, কারন আমি নিজেই নতুন শিখেছি। তবে এর কনসেপ্ট টা আমার কাছে ইন্টারেষ্টিং মনে হয়েছে।
|
|
|
|
tjtonmoy
|
|
September 30, 2023, 12:40:56 PM |
|
আপনার আইডিয়াটা তো ঠিকই আছে, তবে এই আইডিয়া আমাদের থ্রেড এ কাজে লাগাতে গিয়ে আবার নতুন করে ঝামেলা পাকায় কি না, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। সবাই বলবে আমার অল্ট একাউন্ট নাই, কিন্তু তলে তলে অনেকেরই আছে। এমনিতেই তো আমাদের থ্রেড এ মেরিট এবিউজ হওয়ার এলিগেশন লেগে থাকে, আবার এটা করতে গিয়ে নতুন কোনো ঝামেলা বাড়ার সম্ভাবনাও আছে।
এ জন্যই তো স্ট্রিক্ট রুলস লাগবে। এমন কিছু রুলস থাকতে হবে যার ফলে কেউ যেন মেরিট এবিউজ করতে না পারে। ধরেন পুরনো আইডি ছাড়া নতুন আইডি তে মেরিট আদান প্রদান করা যাবে না। মিনিমান র্যাংক একটা সেট করতে হবে। লিমিটেড মেরিট সেন্ড এর একটা রুলস যেমন এক পোস্ট এ একজন সর্বচ্চ ২-৩ টি মেরিট দিতে পারবে এমন। আর আমরা সকলে করলে সেখানে কোনো ঝামেলা হবার কথা নয়। ঝামেলা তখনই হয় যখন ২/৩ টা একাউন্ট একজন আরেকজন এর সাথে মেরিট আদান প্রদান করে। অনেক কিছু ভেবে চিন্তে আইডিয়া টা উপস্থাপন করলাম। কিছু অতিরিক্ত সমাধান যদি আপনাদের মাথায় আসে তাহলে জানাবেন।
|
|
|
|
HelliumZ
|
অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন।
আমি যতদুর জানি এইটা ভুয়া। ফ্রিল্যান্সিং ইনকামের উপরে এইরকম কোন কর ধার্য করা হয় নি। ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স থেকে দিতে হবে ১০ শতাংশ কর। আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন গতকাল বুধবার এ নির্দেশনা দেন।
জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে নির্দেশনাটি যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর কমিশনারের কার্যলয় থেকে চিঠি দেওয়া হয়েছিল।
তাতে বলা হয়, বিদেশে থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে। সোর্সঃ The Daily Star Banglaএইটা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এখানে দেখুন। এটা হচ্ছে মুল যে চিঠি বা প্রজ্ঞাপন, ভাই The Daily Star একেবারে কোনো ফেইক নিউজ সহজে করেনা এখনো এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, কালকে কয়েকজন (ট্যাক্স কর্মকর্তা) এটা ভুয়া বলেছিলো এবং ফেইসবুকে পোস্ট করেছিলো অনেকেই রেফারেন্স হিসেবে যখন মুল চিঠি টি কমেন্ট করে পরে তারা কোনো যোক্তিক উত্তর না দিতে পেরে পোস্ট ডিলেট করে দিয়েছে । এখন যদি আপনি এটা দেখেন তাহলে বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন সেটার সাথে সাংঘ্ররশিক। আমরা যা সাধারনত জেনে থাকি যে সর্বশেষ প্রজ্ঞাপনই হলো চূড়ান্ত প্রজ্ঞাপন তাহলে ১০% দেয়া লাগবে, আর ফ্রিল্যান্সার আইডি কার্ড ও অন্য কোনো উপায়ে যদি আবার প্রজ্ঞাপন দেয় তাহলে সেটা বাদ যাবে। তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে। ধন্যবাদ । আসলে কোনটি বিশ্বাস করব এটাও ভেবে পাচ্ছি না তবে এ কথা সত্য যে সরকার বৈদেশিক রেমিটেন্স এর উপরে ১০% কর ধার্য করেছে কিন্তু সেটা যে ফ্রিল্যান্সারদের উপরে এই শিরোনামটি মিথ্যা। আজকে শনিবার ৩০ শে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক একথা নিশ্চিত করেছেন যে ফ্রিল্যান্সারদের উপরে ১০% কর কার্যকর করা হয়নি বা এই সংবাদটি মিথ্যা। তবে একটি বিশেষ সেবা খাত যেখানে বৈদেশিক পণ্য জাহাজ বা শিপিং লাইনে পরিবহন করলে যে পরিমাণ আয় হবে সে আয়ের উপর একপ্রকারের অর্থাৎ ১০% কর ধার্য করা হয়েছে। এখানে কোন অবস্থাতেই ফ্রিল্যান্সারদের উপর ১০% করের কথা বলা হয়নি। আমরা প্রথমে নিউজটি পড়ে এরকমটি বুঝেছিলাম যে হয়তো বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের আয়ের উপর ১০% কর ধার্যকর করেছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন পত্রিকাতেও শিরোনামে ফ্রিল্যান্সারদের উপর 10% কর ধার্যকর কথা ঢালাওভাবে প্রচার করে কিন্তু আমরা পরবর্তীতে ফ্রিল্যান্সারদের উপর কর ধার্যকর হয়নি সেই নিউজটিও পেলাম।
|
|
|
|
|