বাংলা লোকাল থ্রেডের উন্নতির জন্য আমাদের কি কি করতে হবে?
১. সর্বপ্রথম সবাইকে এক্টিভ হতে হবে। কারণ সবাই যদি এক্টিভই না হয় তাহলে তো আর বাংলা লোকাল থ্রেডের উন্নতি করা সম্ভব নয়।
২. বাংলা লোকাল থ্রেডে সবাইকে প্রতিদিন কমপক্ষে ১ টি করে তথ্যমূলক এবং গঠনমূলক পোস্ট করা উচিৎ। আর হ্যাঁ যেই বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় সম্পর্কিত পোস্ট করা উচিৎ। তাছাড়া যে বিষয়ে আপনার জ্ঞান নেয় সেই বিষয়ে পোস্ট না করাই ভালো।
৩. বাংলা লোকাল থ্রেডের সুন্দর, পরিপাটি এবং তথ্যমূলক পোস্টগুলিকে মেরিট দেওয়া উচিৎ। এর মাধ্যমে এই থ্রেডের মেম্বাররা ভালো পোস্ট করার জন্য উৎসাহিত হবে এবং এই থ্রেডের গুণমান বাড়তে থাকবে।
৪. ভালো পোস্টগুলিকে মেরিট দিতে হলে অবশ্যই এই থ্রেডে একজন মেরিট সোর্স অত্যান্ত জুরুরি। আর আমার মতে পাকিস্তান থ্রেড একমাত্র মেরিট সোর্সের জন্যই বাংলা লোকাল থ্রেড থেকে এত এগিয়ে গেছে। তাই Little Mouse এবং Learn Bitcoin ভাইয়ের কাছে আমার একটাই রিকুয়েষ্ট যেন তারা বাংলা লোকাল থ্রেডের জন্য কমপক্ষে একটা মেরিট সোর্স জোগাড় করে।
৫. বাংলা লোকাল থ্রেডের উন্নতির জন্য মেম্বারের সংখ্যা বাড়াতে হবে। এ জন্য এই থ্রেডে বিভিন্ন ধরনের কুইজ, প্রতিযোগিতা, বিতর্ক, গিভওয়ের ইত্যাদির ব্যবস্থা করা দরকার। এর ফলে বাংলা লোকাল থ্রেডে আসার জন্য মেম্বাররা আকৃষ্ট হবে এবং এই থ্রেডের এক্টিভ মেম্বারদের সংখ্যা বাড়তে থাকবে।
৬. সবাইকে বিভিন্ন বোর্ডে গিয়ে বাংলাদেশ এবং বাংলা লোকাল থ্রেড সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে হবে। এতে বাইরের দেশের লোকজনও বাংলা লোকাল থ্রেড দেখতে আসবে এবং এই থ্রেডের মেম্বার আরও বাড়বে।
৭. বাংলা লোকাল থ্রেডের তো দুইজন মডারেটর আছে। তবুও সিনিয়র কোনো মেম্বারকে এই থ্রেডের প্রধান হিসেবে মনোনীত করা। যে বাংলা লোকাল থ্রেডের মেম্বারদের স্প্যামিং, প্লাগিয়ারিস্ম, স্ক্যাম পোস্ট সম্পর্কে সবাইকে জানাবে এবং এর অপকারিতা সম্পর্কে বিভিন্ন পোস্ট করবে। তাছাড়া প্রতিদিন সে একটা করে বিটকয়েনটক ফোরামের নিয়ম বাংলা লোকাল থ্রেডের নতুন এবং পুরাতন মেম্বারদের বুঝিয়ে দেবে।
৮. এই থ্রেডে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিষয় ছাড়াও বিভিন্ন খবরাখবর নিয়েও পোস্ট করা উচিৎ। এতে করে মেম্বাররা খবরাখবর দেখার জন্য ফেসবুক বা ইউটিউব দেখতো তখন তারা এই ফোরামেই সেগুলো দেখতে পারবে এবং বিটকয়েন ফোরামের সাথে নিয়মিত যুক্ত থাকতে পারবেন। তবে এই ধরনের পোস্ট বেশি পরিমাণে করা যাবে না, খুব অল্প পরিসরে। তাছাড়া শিট পোস্টও খুব অল্প পরিসরে করতে হবে।
৯. বাংলা লোকাল থ্রেডে সম্পর্কিত বিভিন্ন বাংলা ভিডিও, ব্লগ, পোস্ট ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা উচিৎ। এতে করে অনেকে বাংলায় ক্রিপ্টো শেখার সুযোগ পাবেন।
১০. বাংলা লোকাল থ্রেডে বিটকয়েন এবং ক্রিপ্টো সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, সমস্যা, পরামর্শ, অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে আলোচনা করা উচিৎ। এতে করে মেম্বাররা একে অন্যকে সহায়তা করতে পারবেন এবং ক্রিপ্টো সম্পর্কে আরো জ্ঞানবান হতে পারবেন।
১১. বাংলা লোকাল থ্রেডের পোস্টগুলিকে উন্নত করতে হবে। যাতে একজন আরেকজনের পোস্টগুলো পড়তে আরও আগ্রহী হয়। পোস্ট কোয়ালিটি ভালো করার উপায় আপনারা
এখানে দেখতে পারেন।
১২. সর্বশেষে প্রতি মাসের সেরা পোস্টগুলোকে একটা শিট এ আবদ্ধ করে পোস্ট করতে হবে। যাতে নতুনরা এসে সেরা পোস্টগুলো পড়ে কিছু শিখতে পারে।
এই নিয়মগুলি অনুসরণ করতে পারলে ইনশাআল্লাহ বাংলা লোকাল থ্রেড একদিন বাংলা লোকাল বোর্ডে রূপান্তরিত হবে।