Negotiation
|
|
April 11, 2024, 04:23:12 PM |
|
ঈদ মুবারাক! আজকে সকাল থেকেই অনেক ঝামেলার মধ্যে দিয়ে ঈদের দিন টা শেষ হলো। যাইহোক ভালো কাটুক দিন গুলো সামনের কয়েকদিন সবাই সাবধানে চলাফেরা করবেন। আজকে রাস্তাই অনেকের প্রান গেছে এক্সিডেন্ট হয়ে । যারা বাইক চালান খুব সাবধানে চালাবেন।
|
|
|
|
Elissa~sH
Member
Offline
Activity: 84
Merit: 57
|
|
April 11, 2024, 05:21:08 PM |
|
ঈদ মুবারাক! আজকে সকাল থেকেই অনেক ঝামেলার মধ্যে দিয়ে ঈদের দিন টা শেষ হলো। যাইহোক ভালো কাটুক দিন গুলো সামনের কয়েকদিন সবাই সাবধানে চলাফেরা করবেন। আজকে রাস্তাই অনেকের প্রান গেছে এক্সিডেন্ট হয়ে । যারা বাইক চালান খুব সাবধানে চালাবেন।
ঈদ মোবারক ভাই। আমারো অনেক ভালো কাটছে দিনটা। পরিবারের সাথে একসাথে আনন্দ করেছি অনেক মজা হয়েছে ভাই। আর ভাই আপনিও সাবধানে চলাল কইরেন ভাই
|
|
|
|
HelliumZ
|
|
April 12, 2024, 06:15:26 AM |
|
...
মানুষকে হেদায়েত দান করা আল্লাহ তাআলার একান্ত ব্যাপার তবে আমাদের শত কষ্ট হলেও চেষ্টা করতে হবে। আপনার চেষ্টার মাধ্যমে যদি একজন লোকও নামাজী হয় তাতেও আপনার ও একজন লোকের কারণেই আল্লাহতালা আপনার উপর খুশি হয়ে জান্নাত দান করতে পারে। তাই হতাশা না হয়ে আপনার চেষ্টা চালিয়ে যান এবং দেখবেন আপনি আপনার এই অক্লান্ত পরিশ্রমের ফসল একসময় ঠিকই পেয়ে যাবেন। আপনার এলাকাতেও যেমন দু চারজন এরকম মানুষ আছে আমার এলাকাতেও এরকম মানুষ রয়েছে কিন্তু তারা ওভাবে বিরোধিতা করে না। তবে আমরা যদি এদের মাঝে ইসলামে দাওয়াত পৌঁছে দেই আল্লাহতালা সেরকম খুশি হবেন আপনার এলাকাতে ইসলামের দাওয়াত দিলে আল্লাহ তা'আলা সবচেয়ে বেশি খুশি হবেন। তাই মন খারাপ না করে চালিয়ে যান এবং আল্লাহ আপনাকে এরকম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে কবুল করুক।
|
|
|
|
Negotiation
|
|
April 13, 2024, 01:29:15 AM |
|
তাদের ধর্মের বিষয়ে কিছু জ্ঞান দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং উল্টো আমাদের বিভিন্ন মারফতি জ্ঞান দিয়ে বুঝিয়ে দেয় আমরা অহেতুক নামাজ রোজা করছি। সবাই না কিছু লোক বলে আখিরাত বলতে কোন জিনিস নেই বরং দুনিয়ায়তেই সবকিছু রয়েছে। তাদের কাছে গেলে আমাদেরকে অনেক অসহায় লাগে। ওই জামাতের লোক নিয়ে যদি বাড়ি বাড়ি দাওয়াত দিতে যাই বিশেষ করে নামাজের তখন প্রতি বাড়িতে মিনিমাম ২০ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয় লোকজন বের করে আনতে। এটাই যদি হয় বর্তমান জামানার কালচার তাহলে ভবিষ্যতে আমাদের বংশধরেরা ইসলামের দাওয়াত কিভাবে দেবে এটা আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না।
এরকম শিয়াল কুত্তা সব যায়গাতেই দুই একটা থাকে। এদের জন্য তো আর দাওয়াত দেয়া বন্ধ করা যাবে না। আপনাকে দেখতে হবে আপনি যেখানে আছেন, সেখানে কাদের সংখ্যা বেশি, যারা মারফতি জ্ঞান দিতে আসে, জেনে রাখেন তারা মুর্তাদ অথবা কাফের হয়ে গেছে। একজন মানুষকে মুসলমান হতে হলে অবশ্যই তাকে আখেরাত বিশ্বাস করতে হবে। আপনার আমার যা কাজ, তা আমাদের করতেই হবে। আপনি যেরকম বর্ননা করেছেন, এরকম হলে প্রথমে সবাইকে নিয়ে বসে এদের বুঝানোর চেষ্টা করতে হবে। এতে কাজ হলে এদেরকে সমাজ থেকে বের করে দিতে হবে। কিন্তু যদি এমন হয় যে এদের সংখ্যা বেশি এবং আপনিই এদের সমাজে বসবাস করছেন, আপনার জন্য এই সমাজ ত্যাগ করাই উত্তম বলে আমি মনে করি। ইমানের নিচের স্তরের কাজ হলো মনে মনে ঘৃণা করা। প্রথমে এদেরকে হাত দিয়ে আটকাতে হবে, যদি না পারেন তাহলে মুখে বলে বাধা দিতে হবে। সেটাও যদি না পারেন তাহলে মন থেকে ঘৃণা করতে হবে। এটাই হচ্ছে তাদের প্রতি আপনার দায়িত্ব। কোথায় কি বলবেন ভাই জনাব মিজানুর রহমান আজহারীকে দেশে থাকতে দেওয়া হয়নি, তারপর বাংলাদেশের বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব অথবা সেক্রেটারি সবগুলোই হিন্দু। আপনি কোথায় থেকে কি আশা করবেন আসলে এগুলা আশা করাটা একটা বোকামি তার কারণ একটা ধর্ম মন্ত্রণালয়ে যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। সেখানে বেশি অর্ধেক মানুষ বা সর্বোচ্চ ব্যক্তিরদের যদি বিধর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় যেটা নিয়মে বহির্ভূত। তাহলে কিভাবে আপনি এখান থেকে মুসলিমদের ভালো আসা করতে পারেন, সামনে যতদিন আসছে আমার মনে হয় খারাপের দিকটা বেশি চলে আসবে আরো। তবে সবাই যে ইসলামের খারাপ চায় তা না, তবে বেশিরভাগ বুঝে বা না বুঝেই খারাপ চায়।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 13, 2024, 05:22:26 AM |
|
কোথায় কি বলবেন ভাই জনাব মিজানুর রহমান আজহারীকে দেশে থাকতে দেওয়া হয়নি, তারপর বাংলাদেশের বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব অথবা সেক্রেটারি সবগুলোই হিন্দু। আপনি কোথায় থেকে কি আশা করবেন আসলে এগুলা আশা করাটা একটা বোকামি তার কারণ একটা ধর্ম মন্ত্রণালয়ে যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। সেখানে বেশি অর্ধেক মানুষ বা সর্বোচ্চ ব্যক্তিরদের যদি বিধর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় যেটা নিয়মে বহির্ভূত। তাহলে কিভাবে আপনি এখান থেকে মুসলিমদের ভালো আসা করতে পারেন, সামনে যতদিন আসছে আমার মনে হয় খারাপের দিকটা বেশি চলে আসবে আরো। তবে সবাই যে ইসলামের খারাপ চায় তা না, তবে বেশিরভাগ বুঝে বা না বুঝেই খারাপ চায়।
ভাই এখানে হিন্দুদের কথা আসলো কই থেকে? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু হিন্দুরা করে নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুসলমান নামের মুনাফিকরা। আপনি ধর্ম প্রচার করতে গেলে হিন্দুরা কিন্তু বাধা দেয় না। সমস্যা হয় অন্য মুসলমান নামের মুনাফেকদের। ইফতার আয়োজন বা কুরআন তিলাওয়াতের মতো ইভেন্টে হামলা করেছে কারা? এরা কি কেউ হিন্দু ছিলো? এরা কিন্তু সবাই নামধারী মুসলমান যারা মুনাফিক এবং খারেজি হিসেবে ধরা যায়। অন্য কোনো ধর্মের মানুষের সাথে আমার কোনো বিদ্বেষ নাই। কিন্তু সমস্যা হলো যখন তারা আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। বাংলাদেশে গত ১০ বছরে স্বাধীনতার নামে নাস্তিকতা চরম ভাবে বেড়ে গেছে। বেশিরভাগ নাস্তিকের জন্ম মুসলিম পরিবারে। শুধুমাত্র হিন্দুদের কে কখনোই দোষ দিতে চাই না।
|
|
|
|
Negotiation
|
|
April 13, 2024, 06:41:45 AM |
|
কোথায় কি বলবেন ভাই জনাব মিজানুর রহমান আজহারীকে দেশে থাকতে দেওয়া হয়নি, তারপর বাংলাদেশের বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব অথবা সেক্রেটারি সবগুলোই হিন্দু। আপনি কোথায় থেকে কি আশা করবেন আসলে এগুলা আশা করাটা একটা বোকামি তার কারণ একটা ধর্ম মন্ত্রণালয়ে যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। সেখানে বেশি অর্ধেক মানুষ বা সর্বোচ্চ ব্যক্তিরদের যদি বিধর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় যেটা নিয়মে বহির্ভূত। তাহলে কিভাবে আপনি এখান থেকে মুসলিমদের ভালো আসা করতে পারেন, সামনে যতদিন আসছে আমার মনে হয় খারাপের দিকটা বেশি চলে আসবে আরো। তবে সবাই যে ইসলামের খারাপ চায় তা না, তবে বেশিরভাগ বুঝে বা না বুঝেই খারাপ চায়।
ভাই এখানে হিন্দুদের কথা আসলো কই থেকে? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু হিন্দুরা করে নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুসলমান নামের মুনাফিকরা। আপনি ধর্ম প্রচার করতে গেলে হিন্দুরা কিন্তু বাধা দেয় না। সমস্যা হয় অন্য মুসলমান নামের মুনাফেকদের। ইফতার আয়োজন বা কুরআন তিলাওয়াতের মতো ইভেন্টে হামলা করেছে কারা? এরা কি কেউ হিন্দু ছিলো? এরা কিন্তু সবাই নামধারী মুসলমান যারা মুনাফিক এবং খারেজি হিসেবে ধরা যায়। অন্য কোনো ধর্মের মানুষের সাথে আমার কোনো বিদ্বেষ নাই। কিন্তু সমস্যা হলো যখন তারা আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। বাংলাদেশে গত ১০ বছরে স্বাধীনতার নামে নাস্তিকতা চরম ভাবে বেড়ে গেছে। বেশিরভাগ নাস্তিকের জন্ম মুসলিম পরিবারে। শুধুমাত্র হিন্দুদের কে কখনোই দোষ দিতে চাই না। ভাই আপনার সাথে দ্বিমত পোষণ করার কিছু নাই। কিন্তু এখানে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যদি আপনার উপরে বা সর্বোচ্চ ব্যক্তিরা অন্য মতাদর্শে হয় বা আপনি যেটা চাচ্ছেন সেটা তারা যদি না চায়, তাহলে আপনি যদি তাদের নিচে পর্যায়ে কেউ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। আপনার সাথে আমি একমত যে বেশিরভাগ কার্যক্রম মুসলমানরাই ঘটাচ্ছে তাতে কোন সন্দেহ নাই। মিডিয়াতে আমরা তাই দেখছি, কিন্তু এগুলা মাস্টারমাইন্ড কারা এগুলা কিন্তু আমরা কেউ জানিনা প্রতিটা ঘটনা ঘটে যাওয়ার পর সেটার সামনে আসে না।
|
|
|
|
LDL
|
|
April 13, 2024, 09:30:10 PM |
|
কোথায় কি বলবেন ভাই জনাব মিজানুর রহমান আজহারীকে দেশে থাকতে দেওয়া হয়নি, তারপর বাংলাদেশের বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব অথবা সেক্রেটারি সবগুলোই হিন্দু। আপনি কোথায় থেকে কি আশা করবেন আসলে এগুলা আশা করাটা একটা বোকামি তার কারণ একটা ধর্ম মন্ত্রণালয়ে যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। সেখানে বেশি অর্ধেক মানুষ বা সর্বোচ্চ ব্যক্তিরদের যদি বিধর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় যেটা নিয়মে বহির্ভূত। তাহলে কিভাবে আপনি এখান থেকে মুসলিমদের ভালো আসা করতে পারেন, সামনে যতদিন আসছে আমার মনে হয় খারাপের দিকটা বেশি চলে আসবে আরো। তবে সবাই যে ইসলামের খারাপ চায় তা না, তবে বেশিরভাগ বুঝে বা না বুঝেই খারাপ চায়।
ভাই এখানে হিন্দুদের কথা আসলো কই থেকে? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু হিন্দুরা করে নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুসলমান নামের মুনাফিকরা। আপনি ধর্ম প্রচার করতে গেলে হিন্দুরা কিন্তু বাধা দেয় না। সমস্যা হয় অন্য মুসলমান নামের মুনাফেকদের। ইফতার আয়োজন বা কুরআন তিলাওয়াতের মতো ইভেন্টে হামলা করেছে কারা? এরা কি কেউ হিন্দু ছিলো? এরা কিন্তু সবাই নামধারী মুসলমান যারা মুনাফিক এবং খারেজি হিসেবে ধরা যায়। অন্য কোনো ধর্মের মানুষের সাথে আমার কোনো বিদ্বেষ নাই। কিন্তু সমস্যা হলো যখন তারা আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। বাংলাদেশে গত ১০ বছরে স্বাধীনতার নামে নাস্তিকতা চরম ভাবে বেড়ে গেছে। বেশিরভাগ নাস্তিকের জন্ম মুসলিম পরিবারে। শুধুমাত্র হিন্দুদের কে কখনোই দোষ দিতে চাই না। ভাই আপনার সাথে দ্বিমত পোষণ করার কিছু নাই। কিন্তু এখানে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যদি আপনার উপরে বা সর্বোচ্চ ব্যক্তিরা অন্য মতাদর্শে হয় বা আপনি যেটা চাচ্ছেন সেটা তারা যদি না চায়, তাহলে আপনি যদি তাদের নিচে পর্যায়ে কেউ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। আপনার সাথে আমি একমত যে বেশিরভাগ কার্যক্রম মুসলমানরাই ঘটাচ্ছে তাতে কোন সন্দেহ নাই। মিডিয়াতে আমরা তাই দেখছি, কিন্তু এগুলা মাস্টারমাইন্ড কারা এগুলা কিন্তু আমরা কেউ জানিনা প্রতিটা ঘটনা ঘটে যাওয়ার পর সেটার সামনে আসে না। বাংলাদেশের ঘটে যাওয়া একটি সুই পর্যন্ত নাড়াচাড়া ঘটে অন্য দেশের ইন্ধনে। আমি আমার জীবনে যতগুলো ফেনোমেনা দেখেছি সবগুলোর কোন তদন্ত হয় না।একটি ঘটনা চাপা দেওয়ার জন্য আরেকটি ঘটনার জন্ম হয়েছে এই দেশে। আমি এই দেশের সমস্যা নিয়ে কথা বলতে চাই না কিন্তু বাস্তবিক পক্ষে আপনি একটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেখুন আপাতত একটি ঘটনা দেখবেন এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সৃষ্টি করার পেছনে আসলেই আমাদের দোষ কেননা আমরা আসলেই অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারি না। অন্যরা ভাই কখন সাহায্য করবে যখন তারা সাহায্য করার বিনিময়ে কিছু পাবে তখনই তো সাহায্য সহযোগিতা করবে। ঠিক আমার আপনার ক্ষেত্রেই বলুন আমরা যখন কাউকে সাহায্য সহযোগিতা করতে ভালো করে একটি উদাহরণ না দিলে বিষয়টি পরিষ্কার করে বোঝানো যাবে না।ধরেন আপনি একটি নৌকা বানিয়েছেন এবং এই নৌকা আপনি নদীতে নামাবেন তাই কয়েকজন লোককে আপনি ডাকলেন হে ভাই সকল আপনারা আমার নৌকাটি একটু নদীতে নামানোর কাজে সাহায্য সহযোগিতা করুন। দেখবেন একজন লোকও আপনার ডাকে সাড়া দেবে না কিন্তু আপনি যখন বলবেন ভাই সকল আপনারা আমার নৌকাটি নদীতে নামানোর জন্য সাহায্য সহযোগিতা করুন বিনিময়ে আমি আপনাদের প্রত্যেককে ১০০ টাকা করে দেবো এবং মিষ্টি খাওয়াবো দেখবেন তারা আপনার ডাকে সাড়া দেবে। বাংলাদেশের বিষয়টিও ঠিক তেমনি হয়েছে, কেউ এই দেশকে সাহায্য সহযোগিতা করবে বিনিময়ে কিছুই নেবে না এমনটি কখনোই হবে না। আমার দেশের হিন্দুত্ববাদী মনোভাব সৃষ্টি হয়েছে মূলত আমাদের কারনেই @Learn Bitcoin ইতোমধ্যেই উল্লেখ করেছেন। এই দেশে হিন্দুত্ববাদী টিকে রাখতে হলে অবশ্যই কি কি করতে হবে এটা তারা অবশ্যই জানে।তাই আপাতত আমরা যারা বাংলাদেশে আছি তারা এগুলোর প্রতিবাদ করে কোন ফায়দা হবে বলে মনে হচ্ছে না। কেননা বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা পরিকল্পিত এবং এগুলো ঘটাচ্ছে আমার সোনার বাংলার সোনার মানুষেরাই। আগেই বলেছি আমার দেশের সুঁই পর্যন্ত নাড়াচাড়া...........আর কমু না।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
SpaceSuite
Member
Offline
Activity: 87
Merit: 27
|
|
April 13, 2024, 11:02:04 PM |
|
~শুভ নববর্ষ ১৪৩১~ নতুন বছরের শুরুতেই নিজের পায়ে কুড়ুল মারলো ইরান। Crypto market ঘুরে দাঁড়াবে। কিন্তু এই ইরান আর ঘুরে দাঁড়াতে পারবে না। ইরানের বর্তমান শাসককে শেষ করে দেবে ইসরায়েল। নিজের শেষের শুরু নিজেই লিখলো খামেনেই... https://twitter.com/khamenei_ir/status/1779250053909028956
|
|
|
|
Bd officer
|
|
April 14, 2024, 01:37:23 AM |
|
ভাই এখানে হিন্দুদের কথা আসলো কই থেকে? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু হিন্দুরা করে নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুসলমান নামের মুনাফিকরা। আপনি ধর্ম প্রচার করতে গেলে হিন্দুরা কিন্তু বাধা দেয় না। সমস্যা হয় অন্য মুসলমান নামের মুনাফেকদের। ইফতার আয়োজন বা কুরআন তিলাওয়াতের মতো ইভেন্টে হামলা করেছে কারা? এরা কি কেউ হিন্দু ছিলো? এরা কিন্তু সবাই নামধারী মুসলমান যারা মুনাফিক এবং খারেজি হিসেবে ধরা যায়।
অন্য কোনো ধর্মের মানুষের সাথে আমার কোনো বিদ্বেষ নাই। কিন্তু সমস্যা হলো যখন তারা আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। বাংলাদেশে গত ১০ বছরে স্বাধীনতার নামে নাস্তিকতা চরম ভাবে বেড়ে গেছে। বেশিরভাগ নাস্তিকের জন্ম মুসলিম পরিবারে। শুধুমাত্র হিন্দুদের কে কখনোই দোষ দিতে চাই না।
ভাই এই বিষয়ে আপনি ঠিকই বলেছেন। আমি কখনো দেখি নাই কোন হিন্দুরা কোন ওয়াজ মাহফিলে গিয়ে হুজুরদের কে হুমকী দিয়ে মাহফিল বন্ধ করেছে। কিন্তু আমি কয়েক টা ইউটিউবে ভিডিও দেখেছি যে মুসলমান নামক কিছু মুনাফিকের দল আছে যাদের উচিত কথা বললে গায়ে লেগে যায়, সেই সকল মুসলমান নামক মুনাফিকরা ওয়াজ মাহফিলে গিয়ে বাধা দেয় দের হুমকি দেয়। তবে আমাদের দেশে হিন্দুদের সংখ্যা খুবই কম, তাই হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে কথা বলার কোন সাহস পায় না। আমাদের দেশে কয়টা খাটি মুসলমান পাওয়া যাবে? গতকাল কে আমার এক চাচাতো বোনের বিয়ের কথা শুনলাম যার সাথে বিয়ে দিবে সে নাকী কুরআনের হাফেজ হুজুর। তিনি বিয়ে করবে ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক নেবে। তখন অবাক হলাম হুজুরেরাই যদি যৌতুক চায় তাহলে সাধারণ মানুষেরা কি করবে? আমাদের বাংলাদেশে শুধু নামে মুসলমান কিন্তু খাটি মুসলমান পাওয়া কঠিন। ভাই যদি আমাদের দেশের সরকারের পতন হয় তাহলে দেখবেন সব কিছুই ঠিক হয়েছে। আমাদের গোরা নষ্ট হয়ে গেছে, মাথায় পানি ঠেলে কোন লাভ হবে না। আজকে আমাদের দেশে হক কথা বলা আলেমগন দেশে থাকতে পারে না, দেশে থাকলেও জেলের ভিতর থেকেই মরতে হয়। যা আমরা বাস্তব উদাহরণ পেয়েছি।
|
|
|
|
LDL
|
|
April 14, 2024, 01:47:38 AM |
|
রকেট হামলার ঘটনা প্রচারিত হওয়ার পর থেকেই ১০ মিনিটে ৬০০০ ডলার বিটকয়েন শেষ। আমি জীবনে শেষ হয়ে গেছি।৪০০০ ডলার দিয়ে Dogwifhat কিনেছিলাম। কয়েকদিন কিছু কিছু লাভ করেছিলাম কিন্তু এখন আমার ১৫০০ ডলার শো করছে। আশা করছি আগামী হালবিং এর পরে এ ডলারও শো করবে না। শালার মার্কেট দেখাইছে কলা খাইতে দিছে করলা। এই মার্কেট খুব সম্ভবত হ্যাল্ভিং এর পরবর্তী এক বছরেও রিকভারি হওয়ার কোন সম্ভাবনা নেই। যখন মার্কেটে নেগেটিভ এনাউন্সমেন্ট আসতে শুরু করে তখন মার্কেটে সামান্য এনাউন্সমেন্টে হিউজ পরিমাণ ডাম্পিং হতে থাকে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি মার্কেটের কন্ডিশন ঠিক হবে। WatcherGuru এর রিপোর্ট অনুযায়ী রকেট হামলার ঘটনার পরপর 130 মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। এর আগে ৮৪৪ মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। দুইবার পরপর ১০০০ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেশন হয়েছে যা সহজে রিকভারি করা সম্ভব হবে না। হালবিং এর আগে এরকম বড় ধরনের মার্কেটে লিকুইডেনেশন হবে এটা কেউ আন্দাজ করতে পারেনি ফলে যে কোন ধরনের বিনিয়োগকারীরা এই মার্কেটে ব্যাপক ডলার লিকুইডেশন খেয়েছে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Negotiation
|
|
April 14, 2024, 07:00:26 AM |
|
রকেট হামলার ঘটনা প্রচারিত হওয়ার পর থেকেই ১০ মিনিটে ৬০০০ ডলার বিটকয়েন শেষ। আমি জীবনে শেষ হয়ে গেছি।৪০০০ ডলার দিয়ে Dogwifhat কিনেছিলাম। কয়েকদিন কিছু কিছু লাভ করেছিলাম কিন্তু এখন আমার ১৫০০ ডলার শো করছে। আশা করছি আগামী হালবিং এর পরে এ ডলারও শো করবে না। শালার মার্কেট দেখাইছে কলা খাইতে দিছে করলা। এই মার্কেট খুব সম্ভবত হ্যাল্ভিং এর পরবর্তী এক বছরেও রিকভারি হওয়ার কোন সম্ভাবনা নেই। যখন মার্কেটে নেগেটিভ এনাউন্সমেন্ট আসতে শুরু করে তখন মার্কেটে সামান্য এনাউন্সমেন্টে হিউজ পরিমাণ ডাম্পিং হতে থাকে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি মার্কেটের কন্ডিশন ঠিক হবে। WatcherGuru এর রিপোর্ট অনুযায়ী রকেট হামলার ঘটনার পরপর 130 মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। এর আগে ৮৪৪ মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। দুইবার পরপর ১০০০ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেশন হয়েছে যা সহজে রিকভারি করা সম্ভব হবে না। হালবিং এর আগে এরকম বড় ধরনের মার্কেটে লিকুইডেনেশন হবে এটা কেউ আন্দাজ করতে পারেনি ফলে যে কোন ধরনের বিনিয়োগকারীরা এই মার্কেটে ব্যাপক ডলার লিকুইডেশন খেয়েছে। ভাই আপনারা অভিজ্ঞ মানুষ যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে কেমন ভাবে চলে। আপনি আমি সবাই জানি যে মার্কেট যদি ডাম্প হয় তাহলে রিকভারি করতে সময় লাগে, কিন্তু এখন যেহেতু কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার মত অবস্থা বা অলরেডি গেছে। এখন এটা সাধারণ বিষয় যে রিকভারি করতে হয়তো সময় লাগবে আবার যদি সবকিছু মীমাংসা হয়। তাহলে খুব দ্রুতই ঘোরে দাঁড়াতে পারবে মার্কেট, কিন্তু এটা নির্ভর করছে ইসরাইল ইরান ও আশেপাশের দেশগুলোর মধ্যে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 14, 2024, 01:22:31 PM |
|
ভাই এই বিষয়ে আপনি ঠিকই বলেছেন। আমি কখনো দেখি নাই কোন হিন্দুরা কোন ওয়াজ মাহফিলে গিয়ে হুজুরদের কে হুমকী দিয়ে মাহফিল বন্ধ করেছে। কিন্তু আমি কয়েক টা ইউটিউবে ভিডিও দেখেছি যে মুসলমান নামক কিছু মুনাফিকের দল আছে যাদের উচিত কথা বললে গায়ে লেগে যায়, সেই সকল মুসলমান নামক মুনাফিকরা ওয়াজ মাহফিলে গিয়ে বাধা দেয় দের হুমকি দেয়। এটাই আমিও বলতে চাইছিলাম। বাংলাদেশে ধর্ম নিয়ে যত সমস্যা দেখবেন, খুজে দেখবেন এরা আসলে মুসলিম পরিবারের সন্তান। মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। অমুক নেতার অর্ডার, তমুক নেতার অর্ডার, ক্ষমতা হাতে নিতে গিয়ে ধর্ম থেকে খারিজ হয়ে যাচ্ছে। ধর্ম প্র্যাক্টিস করা ব্যাক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। আপনি চাইলেই আরেকজনের ধর্মে বাধা দিতে পারবেন না। যদি দেন, তাহলে আপনি সংবিধান লংঘন করছেন। আর ২য় কথা হলো, ইসলামেও ধর্ম পালনে বাধা দিতে নিষেধ করা হয়েছে। গতকাল কে আমার এক চাচাতো বোনের বিয়ের কথা শুনলাম যার সাথে বিয়ে দিবে সে নাকী কুরআনের হাফেজ হুজুর। তিনি বিয়ে করবে ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক নেবে। তখন অবাক হলাম হুজুরেরাই যদি যৌতুক চায় তাহলে সাধারণ মানুষেরা কি করবে? আমাদের বাংলাদেশে শুধু নামে মুসলমান কিন্তু খাটি মুসলমান পাওয়া কঠিন।
ভাই আমি জানি না আপনি কোন এলাকার। তবে এসব যৌতুক প্রথা ডিপেন্ড করে এলাকা ভিত্তিক ভাবে। চট্টগ্রামে দেখবেন ইমাম বিড়ি খেয়ে গিয়ে নামাজ পড়াচ্ছে। মেয়ের জামাইর বাড়িতে ইফতার পাঠানো মাষ্ট। এরকমই কিছু কিছু এলাকায় যৌতুক নেয় একটা আর্ট হয়ে গেছে। তবে বাংলাদেশে যৌতুক দেয়া নেয়া অনেক কমে গেছে।
|
|
|
|
Crypto Library
|
|
April 14, 2024, 08:20:03 PM |
|
রকেট হামলার ঘটনা প্রচারিত হওয়ার পর থেকেই ১০ মিনিটে ৬০০০ ডলার বিটকয়েন শেষ। আমি জীবনে শেষ হয়ে গেছি।৪০০০ ডলার দিয়ে Dogwifhat কিনেছিলাম। কয়েকদিন কিছু কিছু লাভ করেছিলাম কিন্তু এখন আমার ১৫০০ ডলার শো করছে। আশা করছি আগামী হালবিং এর পরে এ ডলারও শো করবে না। শালার মার্কেট দেখাইছে কলা খাইতে দিছে করলা। এই মার্কেট খুব সম্ভবত হ্যাল্ভিং এর পরবর্তী এক বছরেও রিকভারি হওয়ার কোন সম্ভাবনা নেই। যখন মার্কেটে নেগেটিভ এনাউন্সমেন্ট আসতে শুরু করে তখন মার্কেটে সামান্য এনাউন্সমেন্টে হিউজ পরিমাণ ডাম্পিং হতে থাকে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি মার্কেটের কন্ডিশন ঠিক হবে।
বিষয়টা অনেকটা লুনা এর ঘটনার মতন ঘটেছে দেখা যায়, লুনা এর ইনসিডেন্ট এর সময় আমার নিজে এবং আমার আশেপাশের বেশিরভাগ লোকই যা ইনভেস্টমেন্ট করেছিল তার সম্পূর্ণই হারিয়েছে। আমিও আসলে কনফিউজ যে হঠাৎ করে মার্কেট কেন এত ডাম্প করল ইরানের হামলার জন্য এই মার্কেট এইভাবে তো ডাম্প খাওয়ার কথা না। তাছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সি রিলেটেড নিউজ পাবলিস্ট করা ওয়েবসাইটগুলোতেও রিলেটেড কোন আর্টিকেল পেলাম না। যাইহোক হয়তো বিটকয়েন কারেকশনের জন্য নিচের দিকে নামতেছে। আমিও আপনার মতন একটা ভুল করেছিলাম আমি লাঞ্চপুলে পাওয়া ৭টি নিউ লিস্টেড SAGA coin হোল্ড করতে ছিলাম কারণ এটি আমার এখন ভালো প্রজেক্ট মনে হওয়ায় ভেবেছিলাম এটি প্রতি টোকেন অ্যারাউন্ড ১০ ডলার পর্যন্ত যাবে যাই হোক পয়েন্টে ৭ ডলারের উপরে উঠেছিল যাতে আমার ৫০ থেকে ৬০ ডলার প্রফিট হতো এই লাঞ্চপুল এ, এখন সেই অ্যামাউন্ট গিয়ে দাঁড়িয়েছে ৩০ ডলারের নিচে, যদিও এখনো এটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি ভবিষ্যতে বাড়লে বাড়বে না হলে থাক।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
HelliumZ
|
|
April 14, 2024, 09:40:06 PM |
|
[এটাই আমিও বলতে চাইছিলাম। বাংলাদেশে ধর্ম নিয়ে যত সমস্যা দেখবেন, খুজে দেখবেন এরা আসলে মুসলিম পরিবারের সন্তান। মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। অমুক নেতার অর্ডার, তমুক নেতার অর্ডার, ক্ষমতা হাতে নিতে গিয়ে ধর্ম থেকে খারিজ হয়ে যাচ্ছে। ধর্ম প্র্যাক্টিস করা ব্যাক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। আপনি চাইলেই আরেকজনের ধর্মে বাধা দিতে পারবেন না। যদি দেন, তাহলে আপনি সংবিধান লংঘন করছেন। আর ২য় কথা হলো, ইসলামেও ধর্ম পালনে বাধা দিতে নিষেধ করা হয়েছে।
ইসলাম শিক্ষা বইয়ে আগে লিখেছিলাম ইসলামের প্রথম যুগের মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল মুসলমান নামধারী কাফেরেরা। এরা মুসলমানদের সাথে থেকে মুসলমানদের কথা চিন্তাধারা প্লান সবকিছু কাফের মুশরিকদের কাছে লিক করে দিতো। মহানবী সাঃ এদের থেকে সবসময় দূরে থাকতে বলেছেন। তাহলে আপনারা একটু মিলিয়ে নিন ইসলামের প্রথমদিকে যেমন মুসলমানরাই ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ঠিক এখনো এই মুসলমানরাই আমাদের ধর্মে সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমরা আগে মনে করেছিলাম মুনাফিক কাফের ও মুশরিক হয়তো অন্য ধর্মের হয়ে থাকে কিন্তু মুসলমানদের মধ্যে যারা কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, তারাই মোনাফেক। যারা অবিশ্বাস ও আল্লাহ তায়ালার সাথে অন্য কাউকে শরিক করে তারা কাফের ও মুশরিক। বর্তমান জামানার অনেক মুসলমান রয়েছে যাদের মধ্যে উপরের বৈশিষ্ট্য গুলো সব লক্ষ্য করা যায় তাই মুসলমানদের মধ্যেই মুনাফিক, মুশরিক ও কাফের রয়েছে।
|
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 15, 2024, 06:21:51 AM |
|
আমিও আসলে কনফিউজ যে হঠাৎ করে মার্কেট কেন এত ডাম্প করল ইরানের হামলার জন্য এই মার্কেট এইভাবে তো ডাম্প খাওয়ার কথা না। তাছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সি রিলেটেড নিউজ পাবলিস্ট করা ওয়েবসাইটগুলোতেও রিলেটেড কোন আর্টিকেল পেলাম না। একটা ব্যাপার জানেন নিশ্চই যে পজেটিভ নিউজ পাবলিক তেমন একটা খায় না। নেগেটিভ নিউজ অনেক বেশি খায়। বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট ডাউন হওয়ার জন্য খুব বেশি নেগেতিভ নিউজের দরকার হয় না। আমি একটা এন্যালাইসিস থেকে যতটুক জানতে পারছিলাম যে আমেরিকাতে আজকে ট্যাক্স ডে। ট্যাক্স ডে এর আগে সাধারনত ইনভেস্টর রা তাদের এসেট কম দেখানোর জন্য এসেট সেল করে থাকে। অনেকে আবার ট্যাক্স পে করার জন্য তাদের শেয়ার সেল করে থাকে। এটা বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটে কোনো এফেক্ট করেছে কিনা জানি না। তবে ইজরায়েল আর ইরানের ওয়ার একটা এফেক্ট তো সব বাজারেই করেছে। ক্রিপ্টো মার্কেটেও তার ব্যাতিক্রম না। আমরা ধরে নিয়েছিলাম বিটকয়েন আপাতত আর ডাম্প করবে না। তবে সবাইকে ভুল প্রমান করে দিয়ে বিটকয়েন নিজের মতো করে ক্যান্ডেল বানাচ্ছে।
|
|
|
|
~speedx~
|
|
April 15, 2024, 07:23:33 AM |
|
WatcherGuru এর রিপোর্ট অনুযায়ী রকেট হামলার ঘটনার পরপর 130 মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। এর আগে ৮৪৪ মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। দুইবার পরপর ১০০০ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেশন হয়েছে যা সহজে রিকভারি করা সম্ভব হবে না। হালবিং এর আগে এরকম বড় ধরনের মার্কেটে লিকুইডেনেশন হবে এটা কেউ আন্দাজ করতে পারেনি ফলে যে কোন ধরনের বিনিয়োগকারীরা এই মার্কেটে ব্যাপক ডলার লিকুইডেশন খেয়েছে।
ভাই অনেকদিন ধরে লিকুয়েডেশন নিয়ে আমার কনফিউশন রয়েছে লিকুয়েডেশন কাকে বলে আমাকে কি কেউ একটু ক্লিয়ার করে দিবেন? লিকুয়েডেশন কি ট্রেডিং বলিউম অথবা ট্রেডিং ভলিউম কমা এরকম কোন কিছু? সবার উদ্দেশ্যে প্রশ্ন রইল দয়া করে একটু ক্লিয়ার করে দিবেন.
|
|
|
|
LDL
|
|
April 15, 2024, 08:01:01 AM |
|
ভাইরে কি বলবো ভাষাটাই হারিয়ে ফেলেছি। ভাই পোস্ট ভুল হয়েছে দয়া করে ক্লিয়ার করে দেন।এর চেয়ে ভালো ভাষা ব্যবহার করতে পারলাম না। WatcherGuru এর রিপোর্ট অনুযায়ী রকেট হামলার ঘটনার পরপর 130 মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। এর আগে ৮৪৪ মিলিয়ন ডলার লিকুয়েডেশন হয়েছে। দুইবার পরপর ১০০০ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডেশন হয়েছে যা সহজে রিকভারি করা সম্ভব হবে না। হালবিং এর আগে এরকম বড় ধরনের মার্কেটে লিকুইডেনেশন হবে এটা কেউ আন্দাজ করতে পারেনি ফলে যে কোন ধরনের বিনিয়োগকারীরা এই মার্কেটে ব্যাপক ডলার লিকুইডেশন খেয়েছে।
ভাই অনেকদিন ধরে লিকুয়েডেশন নিয়ে আমার কনফিউশন রয়েছে লিকুয়েডেশন কাকে বলে আমাকে কি কেউ একটু ক্লিয়ার করে দিবেন? লিকুয়েডেশন কি ট্রেডিং বলিউম অথবা ট্রেডিং ভলিউম কমা এরকম কোন কিছু? সবার উদ্দেশ্যে প্রশ্ন রইল দয়া করে একটু ক্লিয়ার করে দিবেন. বিষয়টি জটিল কিন্তু এলোমেলো ভাবে কিছু বোঝানোর চেষ্টা করলাম। মনে করেন আপনি একটি ট্রেডিং নিয়েছেন সে ক্ষেত্রে মার্কেট হঠাৎ করে ডাম্পিং হলো এবং আপনি মনে করলেন আপনার মূলধন হয়তো শূন্যের কোঠায় চলে যেতে পারে এজন্য আপনি আপনার ট্রেডিং ক্লোজ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং ট্রেডিং মন না চাইলেও বন্ধ করে দিলেন। এক্ষেত্রে আপনি যদি ৫০০ ডলার বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি যে পজিশনে এসে আপনার ট্রেডিং অফ করে দিলেন তখন আপনার মূলধন হয়তো ২০০ ডলারের নেমে এসেছে এক্ষেত্রে আপনার ৩০০ ডলার কোথায় চলে গেল। এই কঠিন বিষয়টিকে ক্রিপটোকারেন্সির ভাষায় লিকুয়েডেশন হিসেবে মনে করা হয়। বিষয়টি স্পট ট্রেডিং এর ক্ষেত্রে ভালোভাবে বোঝানো না গেলেও মার্জিন ট্রেড ও leverage ট্রেডিং এর ক্ষেত্রে ভালোভাবে বোঝা যায়।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
DYING_S0UL
|
|
April 15, 2024, 08:35:04 PM |
|
বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো।
|
| | .Cryptomus Exchange. | | ```````````````███``███ `█`````````````███``███ `█`````````````███``███ ███````````````███``███````█ ███````````````███``███````█ ███```````███```█```███```███ ███```````███```█```███```███ ███```````███```````███```███ ███```█```███````````█````███ `````███``███````````█````███ `````███``███ `````███``███ | | | lllllllllll YOUR PATH TO SUCCESSFUL TRADING | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | | | | │ | .START TRADING!. |
|
|
|
HelliumZ
|
|
April 16, 2024, 03:20:29 AM |
|
বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো। সিগনেচার করে সপ্তাহে যা পেয়েছিলে তা জমা করে ৫০০ ডলার পরিমান হয়েছিল কিন্তু কি বুঝে বিটকয়েন বিক্রি করে দিয়ে Internet Computer (ICP) টোকেন কিনেছিলাম 18 ডলারের উপর করে কিন্তু বর্তমানে মার্কেট ধপাস করে নেমে যাওয়া আমার মূলধন প্রায় অর্ধেক পরিমাণে নেমে এসেছে। কিসের কারণে বিটকয়েন বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন কিনতে গেলাম মাথায় ধরে না। তবে বিটকয়েন হালবিং এর আগে মার্কেটের যে কন্ডিশন তাতে করে আমার মনে হচ্ছে না এই বছর মার্কেট সর্বোচ্চ পজিশনে যেতে পারে। যাহোক কান ধরে শপথ নিলাম ভাই আর কখনো বিনিয়োগ করতে যাব না কোন কারণে যদি মার্কেট পূর্বের অবস্থায় চলে যায় তাহলে ICP বিক্রি করে দিয়ে ডলারগুলো রিকভারি করতাম। তবে মার্কেট যে কারণে কমেছে সেই কারণটা যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো মার্কেট উঠতে পারে। এটা আমি আমার মনগড়া কথা বললাম বাকিটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম।
|
|
|
|
|