Shishir99
|
 |
October 15, 2023, 01:17:14 PM |
|
আচ্ছা, বাংলাদেশ থ্রেড এ অফ টপিক নিয়ে সমস্যা আছে নাকি? গতকাল আমি একটা পোষ্ট করেছিলাম যেটা ফোরাম মোডারেটর ডিলেট করে দিয়েছেন। আমি মূলত একটা পোষ্ট এর রিপ্লাই দিয়েছিলাম। এই ব্যাপার টা আমার কাছে একদম ই নতুন মনে হলো। কেউ কি রিপোর্ট করেছে নিাকি কোনো মোডারেটর চেক করে নিজেই ডিলেট করেছেন? আর ডিলেট করার কারন কি হতে পারে? আমার ধারনা ছিলো যেহেতু আমরা একটা থ্রেডের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এখানে সকল বিষয়েই পোষ্ট করতে পারবো। এখন ক্রিপ্টো কারেন্সি ছাড়া অন্য ব্যাপারে আলাপ করার জন্য তো আমি অন্য কোনো থ্রেড ক্রিয়েট করতে পারবো না। আর এখানে তো ক্রিপ্টো চাড়াও সকল ব্যাপারেই আলাপ হচ্ছে। তবে আমার পোষ্ট ডিলেট হওয়ার কারন কি?
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Fuso.hp
|
 |
October 15, 2023, 01:33:14 PM |
|
আচ্ছা, বাংলাদেশ থ্রেড এ অফ টপিক নিয়ে সমস্যা আছে নাকি? গতকাল আমি একটা পোষ্ট করেছিলাম যেটা ফোরাম মোডারেটর ডিলেট করে দিয়েছেন। আমি মূলত একটা পোষ্ট এর রিপ্লাই দিয়েছিলাম। এই ব্যাপার টা আমার কাছে একদম ই নতুন মনে হলো। কেউ কি রিপোর্ট করেছে নিাকি কোনো মোডারেটর চেক করে নিজেই ডিলেট করেছেন? আর ডিলেট করার কারন কি হতে পারে? আমার ধারনা ছিলো যেহেতু আমরা একটা থ্রেডের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এখানে সকল বিষয়েই পোষ্ট করতে পারবো। এখন ক্রিপ্টো কারেন্সি ছাড়া অন্য ব্যাপারে আলাপ করার জন্য তো আমি অন্য কোনো থ্রেড ক্রিয়েট করতে পারবো না। আর এখানে তো ক্রিপ্টো চাড়াও সকল ব্যাপারেই আলাপ হচ্ছে। তবে আমার পোষ্ট ডিলেট হওয়ার কারন কি?
আপনি যে পোস্টে কমেন্ট করেছিলেন হয়তো সেই পোস্ট এর বিরুদ্ধে কেউ মডারেটরের কাছে রিপোর্ট করেছিল এজন্যই মডারেটর সেই পোস্ট ডিলিট করে দিয়েছে। কোন পোস্ট স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয় না মূলত মডারেটর ম্যানুয়ালি পোস্ট ডিলিট করে থাকেন। ক্রিপ্ট কারেন্সির বাইরেও আমাদের এই সেকশনে অনেক আলোচনা হয়ে থাকে কিন্তু বাংলা সেকশন থেকে খুব একটা পোস্ট ডিলিট হতে আমি দেখে নিই কিন্তু সম্প্রতি কিছু পোস্ট মডারেটর কর্তৃক ডিলেট হচ্ছে। যেহেতু এটা আমাদের লোকাল সেকশন তাই অবশ্যই আমরা এখানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে পারি। সম্ভবত আপনি যে পোস্টে কমেন্ট করেছেন সেই পোষ্ট হয়তো শিশু এবং স্মার্টফোন রিলেটেড ছিল। যিনি পোস্ট তৈরি করেছিলেন তিনি বর্তমানে যা ঘটছে শিশুদের সাথে সেগুলোই তুলে ধরেছিলেন। যাই হোক মডারেটর হয়তো মনে করেনি এই পোস্ট এই সেকশনের জন্য সঠিক এজন্যই হয়তো তিনি এই পোস্ট ডিলিট করেছেন। আমরা যারা কমেন্ট ব্যতীত নতুন পোস্ট তৈরি করবো আমাদের লোকাল সেকশনে অবশ্যই খেয়াল রাখবো যাতে আমাদের পোস্ট অফ টপিক না হয় কারণ অফ টপিক পোস্ট হলে যে ব্যক্তি পোস্ট তৈরি করবে তার পোস্ট ডিলিট করার সাথে সাথে তার ওই পোস্টে যে ব্যক্তি কমেন্ট করবে তার পোস্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Hafsa42
Newbie
Offline
Activity: 27
Merit: 0
|
 |
October 15, 2023, 01:53:26 PM |
|
Web 3 কি? কেউ যদি একটু বুঝিয়ে বলতেন
|
|
|
|
theorys
Newbie
Offline
Activity: 2
Merit: 0
|
 |
October 15, 2023, 02:16:11 PM |
|
Web 3 কি? কেউ যদি একটু বুঝিয়ে বলতেন
WEB 3.0 আসলে ইন্টারনেটের তৃতীয় প্রজন্ম বলা যায়। মনে করা হচ্ছে এই ক্ষেত্রে ইন্টারনেট এমন হবে যাতে তা চালাতে কারও অনুমতির প্রয়োজন হবে না। যে কোনও মানুষ যে কোনও সার্ভিস ব্যবহার করতে পারবেন। এর লক্ষ্যই হল ইন্টারনেট ব্যবহারকে আরও স্বায়ত্তশাসিত এবং আধুনিক করে তোলা। এইখানে ক্লিক করুন
|
|
|
|
Z_MBFM
|
 |
October 15, 2023, 02:25:20 PM |
|
আমরা তো সাধারণত বিনাঞ্চ অ্যাপে গিয়ে আমাদের বিভিন্ন টোকেন অথবা ডলার ক্রয় এবং বিক্রয় করে থাকি এমনকি সেখানে আমরা ফিউচার ট্রেড করতে পারি। কিন্তু বিনাঞ্চ সম্প্রতি তাদের এক্সচেঞ্জে কপি ট্রেডিং নামে একটি ট্রেডিং চালু করেছে আসলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার ফোনে এই কপি ট্রেডিং অপশন খুঁজে পাচ্ছি না। Copy Trading কি শুধু ডেক্সটপ এর মাধ্যমে করা যায় নাকি ফোনের মাধ্যমে করা যাবে।
ভাই এই Copy Trading ফোনের মাধ্যমে করা যাবে it's simple. আপনার যদি বিনাঞ্চ অ্যাপ লেটেস্ট ভার্সন না থাকে তাহলে আপনি প্রথমে আপনার বিনাঞ্চ এক্সচেঞ্জ অ্যাকাউন্ট এর অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিবেন। আমি আপনাকে একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি প্রথমে আপনি আপনার বিনাঞ্চ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তারপর দেখবেন নিচের দিকে Futures লেখা আছে। তারপর আপনি ফিউচার (Futures) লেখায় ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং সেখানে উপরে ডানের কোনাতে দেখতে পারবেন কপি ট্রেডিং (Copy Trading) নামে একটি লেখা রয়েছে। ওইখানে ক্লিক করবেন। আপনি কি এটা ট্রাই করছেন যেটা আপনি নিজে ট্রাই করে দেখেননি সেটা কেন অন্যকে সাজেস্ট করেন? বাংলাদেশ থেকে বিনান্সের Copy Trade করা যায় না। এটা কয়েকটি দেশের জন্য সীমাবদ্ধ এখন পর্যন্ত। আপনি সেখানে যান দেখতে পাবেন একটা ওয়ার্নিং নোটিস যে আপনার দেশের জন্য এটা গ্রহণযোগ্য না. https://www.binance.com/en/support/faq/binance-futures-copy-trading-service-list-d898460abbd14bd8aab54954ca0d606aএই লিংক থেকে দেখতে পারবেন যে কোন কোন দেশের জন্য বিনান্সের কপি ট্রেডিং অপশন চালু আছে।
|
|
|
|
synchronym
|
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিটকয়েন প্রত্যক্ষভাবে জনপ্রিয়তা না পেলেও পরোক্ষভাবে বিটকয়েন অনেক জনপ্রিয়। প্রতিনিয়ত বাংলাদেশের অনেক মানুষ বিটকয়েনের সাথে পরোক্ষভাবে যুক্ত হচ্ছে। আমিও সেরকম একটি বিটকয়েন ব্যবহারকারী হতে চলেছি তবে বুঝতে পারছি না আমার এটি করা উচিত হচ্ছে কিনা। আমার পরিবারের একজন খুব সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী সে তিন মাস যাবত মালয়েশিয়া রয়েছে এবং এই মাসের ৩ তারিখে প্রথম বেতন পাঠিয়েছে। পরিচিত একজনের মারফত মালয়েশিয়া থাকায় বেতন মোটামুটি ভালই তুলতে পেরেছে। ধার দেনা করে না যাওয়ায় পরিবারের উপর কোন চাপ নেই। সংসারের বড় ছেলে হওয়ায় উপার্জিত টাকার দায়িত্ব বা আমার উপরই নির্ভর করছে। তবে আমি বিটকয়েনের সাথে পরিচিত হওয়ায় বৈদেশিক রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করার জন্য পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমার পরিবারে শুধুমাত্র আমি বাদে সবাই বিটকয়েন এর বিপরীতে অবস্থান নিচ্ছে। তারা এই সমস্ত অদৃশ্য ও অবাস্তব কয়েনকে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি নিজে তো বুঝি এই কয়েনটির ভবিষ্যত কেমন। যদিও প্রথম মাসের কিছু টাকা সরিয়ে আলাদা করে রাখছি কিন্তু বিটকয়েন কিনতে ভয় পাচ্ছি যদি ভবিষ্যতে আমার বাবা-মায়ের কথায় যদি সত্য হয় তাহলে আমার নেগেটিভ প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আমি দ্বিধাদ্বন্দ্বে রয়েছি প্রবাসীর রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে?
তাছাড়া আমার পরিবারের সবাই ব্যাংকে গচ্ছিত টাকা রাখতে চাচ্ছে যেটা আমি মোটেই পক্ষপাত করছি না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে করে ব্যাংকে টাকা রাখার চেয়ে না রাখা অনেক ভালো। বাংলাদেশের টাকার মান প্রতিনিয়ত যে হারে হ্রাস পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা রাখলে তা ভবিষ্যতে কমতে কমতে নিঃশেষ হয়ে যেতে পারে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে নড় বড়ে অবস্থা তাতে টাকা রাখলে সে টাকা নিজে পাব বলে বিশ্বাস হয়না। আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত যে হারে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা না রেখে যদি ইস্টাবল ডলার করে রাখা যায় তাতেও খারাপ হবে না। তবে একটি বিষয় জানার খুব আগ্রহ হলো আমার আশেপাশে বেশ কয়েকজন ডলার কিনে রাখছে তাতে করে বাংলা টাকার মান যে হারে হ্রাস পাচ্ছে দু'বছর পরে ১২০ টাকা রেটে কিনে রাখলে অনেক প্রফিট আসবে।
এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।
বিটকয়েন কিনবো কিনা? ব্যাংকে জমা রাখবো কিনা? জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা? বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের বিটকয়েন অবৈধ হয়তোবা কোনদিন এই বৈধতা আসবে না তবুও কিন্তু বিটকয়েনের জনপ্রিয়তা কেউ আটকাতে পারেনি দিন যত যাচ্ছে বিটকয়েনের জনপ্রিয়তা ততই বেড়ে যাচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে সবার কাছে বিটকয়েন জনপ্রিয় হয়ে উঠবে। আপনি যেমন বলেছেন বিটকয়েন কিনে রাখার বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হল যদি টাকাটা আপনার নিজস্ব হত তাহলে আমি আপনাকে পরামর্শ দিতাম যে আপনি বিটকয়েন কিনে রাখেন । বিটকয়েনে একটু রিক্স আছে এটা আমরা সবাই জানি টাকাটা যেহেতু আপনার ভাইয়ের সে ক্ষেত্রে আপনি বিটকয়েনে কিনে রাখার পর যদি ক্ষতির মুখে পড়তে হয় তখন তো আপনাকে জবাবদিহি করতে হবে। তবে একটা কাজ করা যেতে পারে সেটা হলো আপনার ভাইকে বিটকয়েন সম্পর্কে বিস্তারিত বলতে হবে বলার পরে আপনার ভাই যদি আপনাকে বলে ঠিক আছে কর সমস্যা নাই তাহলে আপনি করতে পারেন । আপনার ভাই যদি বিটকয়েনের কেনা নিয়ে আপত্তি করে তাহলে আপনার বিটকয়েন না কেনাটাই ভালো।
|
|
|
|
Bd officer
|
 |
October 16, 2023, 02:32:00 AM Last edit: October 16, 2023, 02:42:12 AM by Bd officer |
|
ফেরারি হলো একটি নামিদামি গাড়ির ব্র্যান্ড।মার্কিন যুক্তরাষ্ট্রের ফেরারি ব্র্যান্ডের গাড়ি যারা কিনবে তারা গাড়ির দাম ক্রিপ্টো দিয়ে পরিশোধ করতে পারবেনফেরারি (RACE.MI) মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিলাসবহুল স্পোর্টস কারগুলির জন্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থপ্রদান গ্রহণ করা শুরু করেছে এবং তার ধনী গ্রাহকদের অনুরোধের পর স্কিমটি ইউরোপে প্রসারিত করবে, এর বিপণন ও বাণিজ্যিক প্রধান রয়টার্সকে জানিয়েছেন . বিটকয়েন এবং অন্যান্য টোকেনের অস্থিরতা তাদের বাণিজ্যের জন্য অবাস্তব করে তোলে বলে বেশিরভাগ ব্লু-চিপ কোম্পানি ক্রিপ্টো থেকে দূরে সরে গেছে। প্যাচি রেগুলেশন এবং উচ্চ শক্তির ব্যবহারও অর্থপ্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোর বিস্তারকে বাধা দিয়েছে। বিস্তারিত ক্রিপ্টো সুবিধার যোগ করার মধ্যে প্রথম কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি হলো ইভি নির্মাতা টেসলা, যারা সবচেয়ে জনপ্রিয় কয়েন বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার সুবিধা এনেছিল। কোম্পানির সিইও ইলন মাস্ক পরিবেশগত কারনে বন্ধ করে দেন। বিশ্বের সিংহভাগ ব্লু-চিপ কোম্পানিও বিটকয়েন সহ আরও অন্যান্য টোকেন এর মাধ্যমে লেনদেন করার সুবিধা এনেছিলো। কিন্তু নিয়ন্ত্রকদের বাধা ও অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে এখনো চালু করতে পারে নি। ফেরারি হচ্ছে ইতালির স্পোর্টস কার নির্মাতা কোম্পানি। ফেরারির বাজার ও বানিজ্য গ্যালিয়েরা রয়টার্সকে বলেন, বিভিন্ন নতুন সফটওয়্যার ও নবায়নযোগ্য উৎস ব্যবহারের মাধ্যমে তাদের কার্বন নিঃসরণের প্রচেষ্টায় সহায়তা করছে ক্রিপ্টো। তাদের লক্ষ ২০৩০ সালে কার্বন নিঃসরণ শুন্যতে আনা। ফেরারি বলেছেন তাদের বেশিরভাগ গ্রাহক কিটোতে বিনিয়োগ করেছে, তাদের অনুরোধে এমন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। আরও তরুণ প্রজন্মের অনেকেই ক্রিপ্টোর মাধ্যমে তাদের ঠিক অবস্থার পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম ফেরারি গাড়ি ক্রিপ্টো মাধ্যমে কেনা যাবে। তবে ক্রিপ্টোর মধ্য ইথার, বিটকয়েন, ইউ এস ডি টি মতো কয়েনের মাধ্যমে লেনদেন করা যাবে। তবে যায়গায় ভিন্নতার কারনে অন্য ব্যবস্থা নিতে পারে। যারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করবে তাদের কোন অতিরিক্ত খরব প্রদান করতে হবে না। তারা সাথে সাথে ক্রিপ্টো মুদ্রাকে তাদের স্থানীয় মুদ্রায় পরিনত করবে। যার ফলে ক্রিপ্টো মুদ্রার দাম উঠানামা করলেও তাদের কোন ক্ষতি হবে না। Source > তথ্যটি আমি bdnews24 থেকে মুল বিষয় টুকু শেয়ার করেছি, কিছু কিছু অংশ কপি করা হয়েছে।
এখন এই ফেরারি কোম্পানি অনেক গাড়ি ক্রিপ্টোর মাধ্যমে ব্রিক্রি করতে যাচ্ছেন, তারা আবার সাথে সাথে ক্রিপ্টো মুদ্রা সেল করে দিবেন। এতে কি ক্রিপ্টো মার্কেটের কোন দাম কম বেশি হবে কিনা?
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
DT_MEMBER
Newbie
Offline
Activity: 14
Merit: 1
|
 |
October 16, 2023, 02:44:52 AM |
|
এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।
বিটকয়েন কিনবো কিনা? ব্যাংকে জমা রাখবো কিনা? জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা? বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
প্রথমত আপনার বিটকয়েন কিনে রাখা সঠিক হবে কেননা বিটকয়েনের দাম বর্তমান সময়ে অনেক কম। তাছাড়া সামনে আসছে বিটকয়েন হালবিং। বিটকয়েন হালবিং এর পর বিটকয়েনের দাম অবশ্যই বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত ব্যাংকের জমা রাখা অনেক রিস্কি কেননা আমাদের বাংলাদেশে কয়েকদিন পরে পরে ব্যাংকগুলো তাদেরকে দেউলিয়া ঘোষণা করে। আপনি যে ব্যাংকে আপনার টাকা রাখবেন সেই ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করে তাহলে আপনি আপনার টাকা আর ফেরত পাবেন না। তৃতীয়ত ঃ জমি জমা এবং জুয়েলারি কেনার জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন। তবে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের জমির দামের পরিমাণ অনেক বেশি। অন্যদিকে সোনার দাম ও অনেক। তাই আপনার উচিত হবে জমি জমা কেনার পরিবর্তে বিটকয়েনে বিনিয়োগ করা। কারণ বিটকয়েনের দাম ডাবল হলে আপনার প্রফিট ডাবল হয়ে যাবে। চতুর্থতম বাংলাদেশের এখন মার্কিন ডলার রেট অনেক বেশি প্রায় ১২০ টাকার মতো। আমরা ২০২৩ সালের শুরুর দিকে এই ডলার বিক্রি করেছি মাত্র 90 থেকে 91 টাকায় কিন্তু এখন এই ডলারের দাম বৃদ্ধি পেয়ে ১১৮ টাকায় পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে এই ডলারের দাম বাংলাদেশি টাকায় আরো বেশি হতে পারে।
|
|
|
|
Bitcoin_people
|
 |
October 16, 2023, 03:25:29 AM |
|
সোনার দাম বেড়ে ভরিতে আবারও লাখ টাকা ছাড়ালো পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৫৪৩ টাকা (প্রতি ভরি)। আজ পর্যন্ত যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা। রোববার (১৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ৫৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা। এর আগে গত ১১ অক্টোবর সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ১২ অক্টোবর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৯৯ হাজার ৩৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ৭৬৮ টাকায় বিক্রি হয়েছে। https://sunbd24.com/281879/
চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে। 
|
|
|
|
cryptoWODL
|
 |
October 16, 2023, 03:25:51 AM |
|
সেনেগালে বিটকয়েনদিনের পর দিন বিটকয়েনের প্রসার বিশ্বব্যাপী আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তার আরেকটি প্রমাণ পাওয়া গেল পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার, এখন একটি বার্ষিক প্যান-আফ্রিকান বিটকয়েন সম্মেলনের আয়োজন করে এবং এতে উৎসাহিত হয়ে সেনেগালের 10 জনেরও বেশি ব্যবসায়ী বিটকয়েন গ্রহণ করে, একটি স্থানীয় পিয়ার-টু-পিয়ার বিটিসি বিনিময় এবং এটি একটি উদীয়মান বিটকয়েন সম্প্রদায় বলে দাবি করা হয়। সেনেগালে বিটকয়েনের অগ্রগতি যে গতিতে চলছে তা সত্যিই বিস্ময়কর। সেদেশের প্রথম "বাস্তব জীবনে" বিটকয়েন মিটআপের মাত্র 10 মাস পরে শহরটি ডাকারবিটিসি ডেস কনফারেন্সের আয়োজন করে। এটা সত্যি অভাবনীয়। এখান থেকে নেওয়া
|
|
|
|
DT_MEMBER
Newbie
Offline
Activity: 14
Merit: 1
|
 |
October 16, 2023, 03:41:26 AM |
|
ইউরোপীয় সংসদ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে 2035 সালের মধ্যে পেট্রোল/ডিজেল গাড়ি বিক্রি হবে না।
সম্প্রতি অনুমোদিত একটি নিষেধাজ্ঞা অনুসারে, 2035 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কোনো নতুন জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি বিক্রি করা হবে না । ইউরোপীয় সংসদ আনুষ্ঠানিকভাবে একটি আইন অনুমোদন করেছে যা 2035 সাল থেকে ইইউতে নতুন পেট্রোল এবং ডিজেল গাড়ি বিক্রি নিষিদ্ধ করে। এই পদক্ষেপটি বৈদ্যুতিক যানবাহনে স্থানান্তরের গতি বাড়ানোর প্রচেষ্টা হিসাবে আসে। ল্যান্ডমার্ক আইনে গাড়ি নির্মাতাদের CO2 নির্গমন 100 শতাংশ কমাতে হবে। বিক্রি হওয়া নতুন গাড়ি থেকে CO2 নির্গমনে 100 শতাংশ হ্রাস পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি 27-দেশের ব্লকে বিক্রি করা অসম্ভব করে তুলবে। যে আইনটি পর্যায়ক্রমে কার্যকর হবে তার জন্য 2030 থেকে নতুন গাড়ির জন্য CO2 নির্গমনে 55 শতাংশ কমাতে হবে, যা বর্তমান 37.5 শতাংশের তুলনায় অনেক বেশি লক্ষ্যমাত্রা। উৎস
|
|
|
|
LDL
|
 |
October 16, 2023, 04:27:07 AM Last edit: October 16, 2023, 04:41:01 AM by LDL Merited by HelliumZ (1), roksana.hee (1) |
|
সোনার দাম বেড়ে ভরিতে আবারও লাখ টাকা ছাড়ালো Cut... ইউরোপীয় সংসদ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে 2035 সালের মধ্যে পেট্রোল/ডিজেল গাড়ি বিক্রি হবে না।
Cut.... আমরা নিজেদের মধ্যে অফ টপিকের আলোচনা একটু কম করি। আমরা যখন আলাদা লোকাল বোর্ড পাব তখন আমরা ইচ্ছেমতো অফ টপিক নিয়ে আলোচনা করতে পারব। এই অফটপিকটা আপনারা যদি ইচ্ছে করেন তাহলে অনটপিক হয়ে যেতে পারে। সোনার দামের সাথে যদি আপনারা বিটকয়েনের বিনিয়োগটা যদি একটু আলোচনা করে যান তাহলে এক্ষেত্রে এটা অন টপিক হয়ে যাবে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি আপনারা কোন নিউজ হুবহু কপি করে পোস্ট করবেন না। হুবহু কপি করলে তাহলে শুধু শুধু আপনাদের পোস্ট পড়ার দরকার কি বরং নিউজ পেপার পড়লেই তো হয়ে যাবে। আপনারা যদি নিজের ভাষা সহজ সরল মনের ভাব মিশিয়ে একটু ভিন্ন আংঙগিকে উপস্থাপন করেন তাহলে পোস্টটি বেশি আকর্ষনীয় মনে হবে। এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।
বিটকয়েন কিনবো কিনা? ব্যাংকে জমা রাখবো কিনা? জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা? বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আপনার পুরো বিষয়টা এখানেও পড়েছি এবং গ্লোবালেও পড়েছি। আপনার জন্য সাজেশন একটাই। আপনি DYOR(Do Your Own Research)নীতি অনুসরণ করুন। এখানে আপনাকে কেউ কোন কিছুতে বিনিয়োগ করার জন্য অনুরোধও করবে না উপদেশও দেবে না। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় । আপনার টাকা আপনি কোথায় বিনিয়োগ করবেন সেটা বোঝার মত সম্পূর্ণ বুদ্ধি বিবেক আপনার আছে। আপনি যদি বাংলাদেশে বসবাস করে থাকেন তাহলে আপনাকে কোথায় বিনিয়োগ করতে হবে এটা বুঝিয়ে দিতে হবে না। বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট এতটাই মানুষের সামনে আয়নার মত পরিষ্কার যে ব্যাংকে টাকা রাখলে ভালো হবে না জমি জমা কিনলে ভালো হবে সেটা পরিষ্কার বোঝার মত যথেষ্ট রকমের বিবেক আপনার কাছে আছে। যদিও আমার কথাগুলা সাময়িক সময়ের জন্য খারাপ লাগতে পারে তবুও আপনি আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আগে ব্যাংকে টাকা রাখলে মনে সাহস থাকতো হয়তো আমাকে ভবিষ্যতে সাপোর্ট দেওয়ার মতো কিছু সম্বল রয়েছে। কিন্তু বর্তমানে ব্যাংকের টাকা রাখলে এতটাই ভয় থাকতে হয় যে কখন যেন সংবাদপত্র চলে আসবে অমুক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অমুক ব্যাংকে টাকা গচ্ছিত রেখে সর্ব শান্ত হয়ে গেছে লাখো মানুষ। এই সংবাদগুলো কখন আসবে সেই চিন্তায় অস্থির হয়ে থাকি। আপনার তিনটি প্রশ্নের উত্তর একবারে দিয়ে দিলাম, আমি আপনার প্রবাসী রেমিটেন্সের টাকা সবগুলো কোন একটি মাধ্যমে বিনিয়োগ করবেন না। কারোও কথায় কান না দিয়ে আপনি আপনার পরিবারে থেকে যাহা বলে সেটা পালন করার চেষ্টা করুন। আপনি যদি একান্তই বিটকয়েনে বিনিয়োগ করার ইচ্ছা থাকে তাহলে প্রতি মাসে আপনার হাত খরচের থেকে কিছু টাকা বাঁচিয়ে বিনিয়োগ করতে পারেন এবং আপনার প্রবাসীর রেমিটেন্সের টাকা অন্য ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন সে ক্ষেত্রে জমি জমা ও সোনা খারাপ বিনিয়োগ হবে না। ডলার বাংলাদেশ ব্যাংকের রেটে কেনা বেচা নিয়ে আমার কোন ধারনা নেই। এই সমস্ত ধারণা যাদের কাছে ভালো পাবেন তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। দয়া করে কারো কথায় Shitcoin বা স্ক্যাম প্রজেক্টে বিনিয়োগ করবেন না এতে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
|
.Winna.com.. | │ | ░░░░░░░▄▀▀▀ ░░█ █ █▒█ ▐▌▒▐▌ ▄▄▄█▒▒▒█▄▄▄ █████████████ █████████████ ▀███▀▒▀███▀
▄▄▄▄▄▄▄▄
| | ██████████████ █████████████▄ █████▄████████ ███▄███▄█████▌ ███▀▀█▀▀██████ ████▀▀▀█████▌█ ██████████████ ███████████▌██ █████▀▀▀██████
▄▄▄▄▄▄▄▄
| | | THE ULTIMATE CRYPTO ...CASINO & SPORTSBOOK... ───── ♠ ♥ ♣ ♦ ───── | | | ▄▄██▄▄ ▄▄████████▄▄ ▄██████████████▄ ████████████████ ████████████████ ████████████████ ▀██████████████▀ ▀██████████▀ ▀████▀
▄▄▄▄▄▄▄▄
| | ▄▄▀███▀▄▄ ▄███████████▄ ███████████████ ███▄▄█▄███▄█▄▄███ █████▀█████▀█████ █████████████████ ███████████████ ▀███████████▀ ▀▀█████▀▀
▄▄▄▄▄▄▄▄
| │ | ►
► | .....INSTANT..... WITHDRAWALS ...UP TO 30%... LOSSBACK | │ |
| │ |
PLAY NOW |
]
|
|
|
synchronym
|
 |
October 16, 2023, 09:56:00 AM |
|
চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে।  চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে।
|
|
|
|
HelliumZ
|
 |
October 16, 2023, 10:31:09 AM |
|
১.৭ মিলিয়ন বিটকয়েন যাদের হাতেবিটকয়েনের হোল্ডারদের কথা বিবেচনা করলে মাঝে মাঝে অস্থির লাগে। কিছু কিছু ওয়ালেটে এতো পরিমাণ রয়েছে যে আপনি অবাক হয়ে যাবেন। তারা যে বিটকয়েন কিনেছে এবং বিটকয়েন হোল্ড করে রেখেছে আমার মাঝেমধ্যে খটকা লাগে তারা ২০২১ সালে বিটকয়েনের সর্বোচ্চ মার্কেট ওঠার পরও কেন বিক্রি করে দিল না। অবশ্যই না বিক্রি করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি তা হল বিটকয়েনের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।কেউ কেউ বিটকয়েনের উপর যে ভবিষ্যতেবানী করে তাতে বড় বড় হোল্ডাররা বিটকয়েন বিক্রি করে না দেওয়াটাই স্বাভাবিক। শুধু বড় বড় প্রতিষ্ঠানগুলোই নয় বরং বিভিন্ন দেশের সরকার পর্যন্ত বিটকয়েনের হোল্ডার। তারাও তাদের মজুদ করা বিটকয়েন বিক্রি করে দিচ্ছে না। আমরা যারা ছোট ছোট ইউজার রয়েছি তারা হয়তো বিটকয়েনের গুরুত্ব বুঝলেও বিটকয়েন মজুদ করার ক্ষেত্রে এতটা গুরুত্ব দিচ্ছি না। আসুন আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সামান্য সামান্য করে মজুদ করি তাহলে ভবিষ্যতে আমাদের কিছু বিটকয়েন ওয়ালেটে হোল্ড হবে।  আরো দেখুন: https://bitcointreasuries.net/
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
DT_MEMBER
Newbie
Offline
Activity: 14
Merit: 1
|
 |
October 16, 2023, 11:13:33 AM |
|
Ethereum DApps কি, Ethereum এ কতগুলো DApp চলে, কেন ইথেরিয়ামে একটি DApp তৈরি করবেন নিয়ে আলোচনা:তাহলে প্রথমে জেনে নেওয়া যাক DApps কি?DApps হল ব্লকচেইন-ভিত্তিক অ্যাপ্লিকেশন এবং সফ্টওয়্যারগুলির সংস্করণ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। DApps-এর প্রধান সুবিধা হল যে তারা একক কর্পোরেট সত্তার পরিবর্তে প্রযুক্তি বা শাসনের সম্প্রদায় পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত বিকেন্দ্রীকৃত ব্লকচেইনে চলতে পারে। DApps ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে, এই DApps ফিয়াট মুদ্রা লেনদেনের ক্ষেত্রে অনেক সহজ এবং কম ব্যয়বহুল। Ethereum DApp তৈরি।একটি Ethereum DApp তৈরি করতে, উন্নয়ন সরঞ্জামগুলি ব্যবহার করতে হবে, সুরক্ষিত স্মার্ট চুক্তি তৈরি করতে হবে, একটি ব্যবহারকারী-বান্ধব ফ্রন্ট-এন্ড ডিজাইন তৈরি করতে হবে এবং এটি স্থাপন করার আগে কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে ঠিক হয়েছে কিনা। Ethereum এ কতগুলো DApp চলে?
3,000 টিরও বেশি DApps Ethereum-এ চলছে, আরও উন্নয়নের মধ্যে রয়েছে৷ DappRadar হল Ethereum এবং এর প্রতিযোগী নেটওয়ার্কগুলিতে DApps চেক করার জন্য একটি জনপ্রিয় সাইট, সেইসাথে প্রতিটি DApp-এর কতজন ব্যবহারকারী আছে এবং কতগুলি লেনদেন প্রক্রিয়া করা হয়েছে। কেন ইথেরিয়ামে একটি DApp তৈরি করবেন?যারা একটি DApp তৈরি করার পরিকল্পনা করছেন তাদের জন্য বিবেচনা করার জন্য বেশ কয়েকটি স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেইন রয়েছে, কিন্তু ইথেরিয়াম যুক্তিযুক্তভাবে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বিকেন্দ্রীকৃত নিরাপত্তা রয়েছে। Ethereum ছিল প্রথম স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেইন, এবং এতে একটি বৃহৎ ডেভেলপার কমিউনিটি এবং নতুন ডেভেলপারদের জন্য ওপেন-সোর্স কোডের সংগ্রহস্থল রয়েছে। ব্যবসায়িক বিকাশকারীদের জন্য এটি একটি সাধারণ পছন্দ যা তাদের নিজস্ব এন্টারপ্রাইজ-স্তরের ব্লকচেইন উদ্যোগগুলি বিকাশ করতে চায়। এখানে দেখতে পাবেন
|
|
|
|
cryptoWODL
|
 |
October 16, 2023, 12:47:33 PM |
|
চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে সেটা স্বাভাবিকভাবে নেওয়া যায়। কিন্তু আপনি যে বললেন গরুর মাংস বা খাসির মাংস খেতে পারে না। এখন এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা কয়দিন পরে ভুলে যাবে যে গরুর মাংস এবং খাসির মাংস নামের একটি খাবার ছিল এত দাম বৃদ্ধি পেয়েছে এগুলোর। এখন তো মুরগি কিনতেও মানুষ হিমশিম খায়। এখন দেখা যায় প্রতি কেজি মুরগি কিনতেও ২০০ টাকা করে লেগে যায়। যেরকম ভাবে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে মানুষ হয়তো না খেয়ে মরবে এবং অচিরেই দুর্ভিক্ষ দেখা দিবে আমাদের এদেশে।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 994
Merit: 1270
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 16, 2023, 01:15:27 PM |
|
এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।
বিটকয়েন কিনবো কিনা? ব্যাংকে জমা রাখবো কিনা? জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা? বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
দেখেন ভাই, অন্যকে উপদেশ দেয়ার চাইতে সহজ কাজ বাংলাদেশে আর নাই। তবে যখন নিজের মতো করে ভাববো, তখন ব্যাপারটা আসলে অন্য রকম দাড়ায়। আমি আপনাকে আপনার ইংরেজি থ্রেড এ অলরেডি উত্তর দিয়েছি, তবুও আবার এখানে লিখতে চাই। বাংলাদেশে বিটকয়েনের বৈধতা নাই। তো বড় পরিমানের ইনভেষ্ট করা অবশ্যই ঝুকিপূর্ণ হবে। সবচাইতে বড় কথা হলো টাকা টা আপনার বাবার। যদিও টাকা পয়সা সামলানোর দ্বায়িত্ব টা আপনার। এখন ধরেন আপনি আপনার ইচ্ছেমতো একটা ইনভেষ্ট করে ফেললেন। আল্লাহ না করুন যদি কোনো একটা ঝামেলা হয়, সব দ্বায়ভার আপনার ঘাড়ে এসে পড়বে। আপনার বাবা সারা জীবন মনে রাখবে যে আমার ছেলের ভেুলের জন্য আমার কষ্টের কামাই করা টাকা বিপথে চলে গেলো। টাকাটা আপনার নিজের ইনকাম করা হলে আপনি আপনার নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারতেন। তাতে রিস্ক থাকলেও আপনার জবাবদিহি করার কেউ নাই। আপাতত আপনার বাবা যেভাবে সাজেশন দেয়, আপনি সেখানেই ইনভেষ্ট করতে পারেন। তাছাড়া আপনার বাবা আপনাকে বিটকয়েনে ইনভেষ্ট করার অনুমতি দিলেও আপনার মোট টাকার ১০ শতাংশ এর বেশি বিটকয়েনে ইনভেষ্ট করা ঠিক হবে না। আমি নিজের যায়গা থেকে বললাম। আপনার মতামত ভিন্ন হতে পারে।
|
|
|
|
Z_MBFM
|
 |
October 16, 2023, 03:14:37 PM |
|
বিটকয়েন কিনবো কিনা?
যেহেতু আপনি বাংলাদেশে বাস করেন আর বাংলাদেশের বিটকয়েন এখনো বৈধ না। আপনি শখ করে কিছু বিটকয়েন কিনে রাখবেন এটা কোনো সমস্যা না। তবে আপনি যদি বেশি পরিমাণে বিটকয়েন কিনে রাখেন তাহলে আপনার নাও টাকা পাচারকারীর লিস্টে উঠবে না এটার গ্যারান্টি দেওয়া যায় না। আমরা বাংলাদেশে বাস করি ভাই তাই যা করবেন সতর্কতার সাথে করেন। তবে আমি আপনাকে বিটকয়েন বেশি পরিমাণে ইনভেস্ট করার জন্য উৎসাহিত করি না। বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়। ব্যাংকে জমা রাখবো কিনা?
বাংলাদেশের ব্যাংকগুলো এখন ৭-৮.২৫% পর্যন্ত ইন্টারেস্ট দেয় আর সঞ্চয়পত্রে দেয় ১০% এর মতো। এই ইন্টারেস্ট রেট যথেষ্ট কিন্তু বাংলাদেশের টাকার মান যে হারে কমতেছে তাতে যদি কারো বাৎসরিক রিটার্ন ৪০% এর কম আসে তাইলেই তার লস। তাই ব্যাংকের টাকা রাখাটা এখন যৌক্তিক না। কিন্তু আবার যদি আপনি আপনার টাকা কোন জায়গায় ইনভেস্ট করেন তাইলেও সেখানে আপনি প্রফিট গ্যারান্টি পাবেন না লসও হতে পারে আবার সেখান থেকে যে আপনি ৪০%+ রিটার্ন পাবেন তারও গেরান্টি নাই। তাই আপনি এক কাজ করতে পারেন ব্যাংকে কিছু টাকা রাখতে পারেন আপনার ইমারজেন্সি মুহুর্তের জন্য আর বাকি টাকা আপনি কোন ভাল ও পটেনশিয়াল কিছুতে ইনভেস্ট করতে পারেন জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
সোনার দামও খুবই বাড়তাছে তবে আপনি অলংকার ছাড়া বাংলাদেশ থেকে সোনার বার খুব সহজে কিনতে পারবেন না। আর অলংকার কিনলে পরবর্তীতে বিক্রি করতে চাইলে বা যদি আপনি ভেঙ্গে অন্য কোন কিছু বানান তাহলে ভরীতে ২-৩ আনি খাইত যায়। তাই অলংকার কেনা বোকামি আমি মনে করি । তবে আপনি জমি জমা কিনতে পারেন এটা অনেক ভালো ইনভেস্টমেন্ট। জমির দাম খুব দ্রুত হারে বাড়তেছে আর ভবিষ্যতে আরো বাড়বে। তাই এটা একটা ভালো ইনভেস্টমেন্ট আমার মতে বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আপনি রাখবেন কিসে? আর আপনি যদি USDT কিনে রাখেন তাহলে সেটা ক্রিপ্টোই হল আর বাংলাদেশে ক্রিপ্টো অবৈধ। তাই এটা করা আপনার আমার জন্য ঠিক হবে বলে আমার মনে হয় না
|
|
|
|
Fuso.hp
|
 |
October 16, 2023, 03:49:36 PM |
|
চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে।  চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে। সরকার যা সিদ্ধান্ত নিবে তা আমাদের মাথা পেতে মেনে নিতে হবে তাছাড়া কোন উপায় নেই। আপনি তো আর না খেয়ে থাকতে পারবেন না। আমাদের দেশের সরকারের অবস্থা এতটুকু নিশ্চিত যে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যতে বৃদ্ধি করা হোক না কেন মানুষ অবশ্যই তা ক্রয় করবে কারণ এগুলো ক্রয় না করলে না খেয়ে মরবে। ৪০ টাকা কেজি পেঁয়াজ আমরা একটা সময় ২০০ থেকে ২৫০ টাকা কেজি কিনেছি, ৯০ টাকার পেট্রোল আমাদের এখন ১৩০ টাকা কিনতে হয়, ৮০ টাকা লিটারের তেল এখন প্রায় ২০০ টাকা, ১২০ টাকা কেজি বয়লার মুরগি এখন ১৯০ থেকে ২০০ টাকা যখন এসব নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে সাংবাদিকরা বড় পর্যায়ে প্রশ্ন করে তখন বড় পর্যায় থেকে উত্তর আসে পেঁয়াজ ছাড়াও রান্না হয় , তেল ছাড়াও রান্না হয় এবং কাঁঠালের কাবাব তৈরি করা যায়। তারা যেহেতু বাংলাদেশের সব থেকে বড় পর্যায়ের মানুষ তাদের পক্ষে সম্ভব পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়া কাঁঠালের খাবার তৈরি করে খাওয়া কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমাদের এগুলো দিয়ে পোষায় না। সবকিছুর পরে আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা হুকুমের গোলাম, যখন যা হুকুম হবে তাই আমাদের মেনে নিতে হবে।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Z_MBFM
|
 |
October 16, 2023, 04:14:03 PM |
|
চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে।  চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে। সরকার যা সিদ্ধান্ত নিবে তা আমাদের মাথা পেতে মেনে নিতে হবে তাছাড়া কোন উপায় নেই। আপনি তো আর না খেয়ে থাকতে পারবেন না। আমাদের দেশের সরকারের অবস্থা এতটুকু নিশ্চিত যে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যতে বৃদ্ধি করা হোক না কেন মানুষ অবশ্যই তা ক্রয় করবে কারণ এগুলো ক্রয় না করলে না খেয়ে মরবে। ৪০ টাকা কেজি পেঁয়াজ আমরা একটা সময় ২০০ থেকে ২৫০ টাকা কেজি কিনেছি, ৯০ টাকার পেট্রোল আমাদের এখন ১৩০ টাকা কিনতে হয়, ৮০ টাকা লিটারের তেল এখন প্রায় ২০০ টাকা, ১২০ টাকা কেজি বয়লার মুরগি এখন ১৯০ থেকে ২০০ টাকা যখন এসব নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে সাংবাদিকরা বড় পর্যায়ে প্রশ্ন করে তখন বড় পর্যায় থেকে উত্তর আসে পেঁয়াজ ছাড়াও রান্না হয় , তেল ছাড়াও রান্না হয় এবং কাঁঠালের কাবাব তৈরি করা যায়। তারা যেহেতু বাংলাদেশের সব থেকে বড় পর্যায়ের মানুষ তাদের পক্ষে সম্ভব পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়া কাঁঠালের খাবার তৈরি করে খাওয়া কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমাদের এগুলো দিয়ে পোষায় না। সবকিছুর পরে আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা হুকুমের গোলাম, যখন যা হুকুম হবে তাই আমাদের মেনে নিতে হবে। আপনি কেন শুধুমাত্র সরকারের দোষ দিচ্ছেন? জিনিসপত্রের দাম বাড়ার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে সিন্ডিকেট পার্টি এবং বড় বড় ডিলাররা। সরকারের একার পক্ষে সবকিছু কন্ট্রোল করা সম্ভব না সেটা যে দলের থেকেই হোক না কেনো। আর একারণেই সরকার আপনার আমার মত অন্য কাউকে দায়িত্ব দেয় আর এদিকে যে দায়িত্ব পায় সে ইচ্ছামত নিজের তহবিল গুছাইতে শুরু করে। বাংলাদেশের এমন করুন অবস্থার জন্য দায়ী বাংলাদেশের আইন ব্যবস্থা বাংলাদেশে আইন আছে কিন্তু এর প্রয়োগ নাই আর প্রয়োগ তার ওপরে আছে যে অসহায়। এগুলো নিয়ে কিছুই বলার নাই কারণ এগুলো আমরা যতই বলি তাতে কোন সমাধান হবে না। আসলে আমি সরকার বা কোন সিন্ডিকেট পার্টির দোষ দেবোনা দোষ হলো আমাদের নিজেদের। একটি দেশের প্রধানমন্ত্রী , এমপি মন্ত্রী, এসপি ডিসি ম্যাজিস্ট্রেট, জজ ব্যারিস্টার, রেমিটেন্স যোদ্ধা, ফ্রিল্যান্সার, বড় বড় বিজনেসম্যান সবাই তো মানুষ তাহলে তাদের মধ্যে আর গরিব মানুষের মধ্যে পার্থক্য এটাই যে তারা পরিশ্রম করে ওই পর্যন্ত নিজেকে গড়তে সক্ষম হয়েছে আর যারা এখনো গরিব তারা কোনদিন চেষ্টাই করে নাই নিজেকে সফল করবে কিভাবে? যারা বড় বড় বিজনেসম্যান বা বড় বড় পজিশনে আছে তারা কিন্তু একদিনে তার সেই পজিশন পাই নাই তারা সেই পজিশন পর্যন্ত যাইতে দিনরাত বছরের পর বছর কঠোর পরিশ্রম করছে তারপর যাইতে পারছে। আর যারা বড় বড় পজিশনে আছে তারা ঠিকই আরাম আয়েসে জীবন কাটাইতেছে পণ্যের দাম কতটুকু বাড়লো বা কমলো এটার জন্য তাদের কোন মাথা ব্যাথা নাই। কেউ জন্মের থেকে বড়লোক হয়ে জন্মায় না। আপনি গরিবের জন্মাইছেন এটা আপনার দোষ না কিন্তু আপনি যদি গরীব হয়ে মরেন তাহলে সেটা সম্পূর্ণই আপনার দোষ। আর এটা ফল আপনার নিজেকেই ভোগ করতে হবে
|
|
|
|
|