Bd officer
|
|
April 16, 2024, 11:41:16 AM |
|
সিগনেচার করে সপ্তাহে যা পেয়েছিলে তা জমা করে ৫০০ ডলার পরিমান হয়েছিল কিন্তু কি বুঝে বিটকয়েন বিক্রি করে দিয়ে Internet Computer (ICP) টোকেন কিনেছিলাম 18 ডলারের উপর করে কিন্তু বর্তমানে মার্কেট ধপাস করে নেমে যাওয়া আমার মূলধন প্রায় অর্ধেক পরিমাণে নেমে এসেছে। কিসের কারণে বিটকয়েন বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন কিনতে গেলাম মাথায় ধরে না। তবে বিটকয়েন হালবিং এর আগে মার্কেটের যে কন্ডিশন তাতে করে আমার মনে হচ্ছে না এই বছর মার্কেট সর্বোচ্চ পজিশনে যেতে পারে। যাহোক কান ধরে শপথ নিলাম ভাই আর কখনো বিনিয়োগ করতে যাব না কোন কারণে যদি মার্কেট পূর্বের অবস্থায় চলে যায় তাহলে ICP বিক্রি করে দিয়ে ডলারগুলো রিকভারি করতাম। তবে মার্কেট যে কারণে কমেছে সেই কারণটা যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো মার্কেট উঠতে পারে। এটা আমি আমার মনগড়া কথা বললাম বাকিটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম।
আপনার বিটকয়েন বিক্রি করাটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনি বেশি লাভের জন্য অল্টকয়েনে বিনিয়োগ করেছিলেন, পরিশেষে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। অল্টকয়েনে বিনিয়োগ করে যেমন বেশি লাভ করা যায়, ঠিক তেমনি বেশি ঝুঁকি জড়িত রয়েছে। বিটকয়েনে বেশি পরিমানে লাভ না হলেও, ঝুকি খুবই কম রয়েছে। বিটকয়েনের দাম ডাম্পিং করলে আবার কিছুদিন ধৈর্য ধরে হোল্ড করলে রিকোভার হয়ে যায়। আপনি যদি বিটকয়েন হোল্ড করে রাখতেন তবুও লাভ না হলেও এত লস হতো না। আপনার যেহেতু অনেক লস হয়ে গেছে এখন ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখুন মার্কেট সাবেক অবস্থায় ফিরে কিনা।
মার্কেট অনেক ডাউন হয়েছে, বিটকয়েন ৬২ হাজারে রয়েছে। এইটাই কি হালভিং এর আগে ডাম্পিং? নাকী আরো অনেক কমে যাওয়ার সম্ববনা রয়েছে। যারা বিটকয়েন কিনে নাই তাদের জন্য সুযোগ চলে আসতে চলেছে।
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2436
Merit: 1315
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
April 16, 2024, 03:59:18 PM |
|
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#8)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যাদের মেরিট ৫০০ বা তার বেশি তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalk.org/index.php?topic=5493042
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Negotiation
|
|
April 17, 2024, 05:26:31 AM |
|
তবে ইজরায়েল আর ইরানের ওয়ার একটা এফেক্ট তো সব বাজারেই করেছে। ক্রিপ্টো মার্কেটেও তার ব্যাতিক্রম না। আমরা ধরে নিয়েছিলাম বিটকয়েন আপাতত আর ডাম্প করবে না। তবে সবাইকে ভুল প্রমান করে দিয়ে বিটকয়েন নিজের মতো করে ক্যান্ডেল বানাচ্ছে।
ভাই ইরান এবং ইসরাইলের যুদ্ধ এর কারণে গোটা পৃথিবী এখন হুমকির মুখে। কারণ তারা যাদি যুদ্ধ বাধিয়ে ফেলে ভালোভাবে। তাহলে গোটা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এটা ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ গোটা বিশ্বকে আরো ক্ষতিগ্রস্ত করে তুলবে। ভাই আপনাকে মেসেজ দিছিলাম টেলিগ্রামে । বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো। ভাই আমার কোনো ইনভেস্ট ও নাই লস ও নাই ।
|
|
|
|
Little Mouse
Legendary
Online
Activity: 2282
Merit: 2361
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
April 17, 2024, 05:39:07 AM |
|
বেশি কিছু বল্লাম না, কার কতো লস গেলো? এই লস থেকে রিকভার করা সম্ভব কিনা আদেও জানিনা। এক পা এক পা করে যত উপরে উঠছিল সবাই এক ধাক্কায় মাটিতে পড়ে গেলো। সিগনেচার করে সপ্তাহে যা পেয়েছিলে তা জমা করে ৫০০ ডলার পরিমান হয়েছিল কিন্তু কি বুঝে বিটকয়েন বিক্রি করে দিয়ে Internet Computer (ICP) টোকেন কিনেছিলাম 18 ডলারের উপর করে কিন্তু বর্তমানে মার্কেট ধপাস করে নেমে যাওয়া আমার মূলধন প্রায় অর্ধেক পরিমাণে নেমে এসেছে। কিসের কারণে বিটকয়েন বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন কিনতে গেলাম মাথায় ধরে না। তবে বিটকয়েন হালবিং এর আগে মার্কেটের যে কন্ডিশন তাতে করে আমার মনে হচ্ছে না এই বছর মার্কেট সর্বোচ্চ পজিশনে যেতে পারে। যাহোক কান ধরে শপথ নিলাম ভাই আর কখনো বিনিয়োগ করতে যাব না কোন কারণে যদি মার্কেট পূর্বের অবস্থায় চলে যায় তাহলে ICP বিক্রি করে দিয়ে ডলারগুলো রিকভারি করতাম। তবে মার্কেট যে কারণে কমেছে সেই কারণটা যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তো মার্কেট উঠতে পারে। এটা আমি আমার মনগড়া কথা বললাম বাকিটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম। মার্কেট সারাজীবন এইরকম থাকবে না ভাই। কোভিড এর সময় প্রাথমিক দিকে মার্কেট অনেক ডাউন গেলেও পরবর্তীতে আমরা কোভিড থাকাকালীন মার্কেটকে অনেক উপরে যেতে দেখেছি। এই যে যুদ্ধের কারনে মার্কেটে ধ্বস নামছে সেটা কি সবসময় থাকবে? না। যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটে ঢুকছে, পাম্প করবেই। বর্তমানে মার্কেটে প্রতিদিন যা সাপ্লাই হচ্ছে, সেটা কয়েকদিন পর অর্ধেকে নামবে। মানে শীঘ্রই মার্কেটে কয়েনের ডিমান্ডের চেয়ে সাপ্লাই কমে যাবে।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Learn Bitcoin
|
|
April 17, 2024, 05:52:58 AM |
|
ভাই ইরান এবং ইসরাইলের যুদ্ধ এর কারণে গোটা পৃথিবী এখন হুমকির মুখে। কারণ তারা যাদি যুদ্ধ বাধিয়ে ফেলে ভালোভাবে। তাহলে গোটা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এটা ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ গোটা বিশ্বকে আরো ক্ষতিগ্রস্ত করে তুলবে। যুদ্ধ বেধে গেলে এটা ৩য় বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে। কিন্তু আমি মিডল ইষ্ট এর কয়েকটা দেশের ভাবসাব কিছুই বুঝি না। এরা আসলে কার পক্ষে আর কার বিপক্ষে কিছু বুঝা মুশকিল। ইরান যে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট করার আগে আমেরিকার কাছে জানিয়ে দেয়া হয়েছে। তার পর আমেরিকা গোয়েন্দা দিয়ে তথ্য নিশ্চিত হয়েছে। আর এই কাজ টা করেছে সৌদি আরব। তারা আসলে কার পক্ষে কাজ করে আল্লাহ জানে। যুদ্ধ বেধে গেলে না জানি সৌদি ইসরায়েলের পক্ষে থাকে। অঅর এদিকে আরেক দেশ জর্ডান ইরানের বেশিরভাগ রকেট তাদের আকাশ সীমায় আটকে দিয়েছে। জর্ডান নাকি ইরানের বিরুদ্ধে। এরকম হলে কি হবে বুঝি না। এদিকে রাশিয়া আবার ইরানের পক্ষে। ভাই আপনাকে মেসেজ দিছিলাম টেলিগ্রামে । টেলিগ্রামে অনেক বেশি গ্রুপ আর চ্যানেলে জয়েন করার কারনে মেসেজ নিচে চলে যায়। আপনি এখানে না বললে আমি জানতাম না আপনি মেসেজ দিছেন। রিপ্লাই দিছি দেখেন। সকালেই উঠে দেখি ৮০০ মেরিট হয়ে গেলো। বাহ্, সুন্দর তো
|
|
|
|
Negotiation
|
|
April 17, 2024, 08:29:43 AM |
|
যুদ্ধ বেধে গেলে এটা ৩য় বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে। কিন্তু আমি মিডল ইষ্ট এর কয়েকটা দেশের ভাবসাব কিছুই বুঝি না। এরা আসলে কার পক্ষে আর কার বিপক্ষে কিছু বুঝা মুশকিল। ইরান যে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট করার আগে আমেরিকার কাছে জানিয়ে দেয়া হয়েছে। তার পর আমেরিকা গোয়েন্দা দিয়ে তথ্য নিশ্চিত হয়েছে। আর এই কাজ টা করেছে সৌদি আরব। তারা আসলে কার পক্ষে কাজ করে আল্লাহ জানে। যুদ্ধ বেধে গেলে না জানি সৌদি ইসরায়েলের পক্ষে থাকে। অঅর এদিকে আরেক দেশ জর্ডান ইরানের বেশিরভাগ রকেট তাদের আকাশ সীমায় আটকে দিয়েছে। জর্ডান নাকি ইরানের বিরুদ্ধে। এরকম হলে কি হবে বুঝি না। এদিকে রাশিয়া আবার ইরানের পক্ষে।
ভাই ইরান এমন একটা দেশ যেখানে ইরান সে দেশের মানুষকে কেউ যদি মেরে ফেলে তাহলে সেই লাশ দেখে আগে প্রতিশোধ নেয়। তারপরে তারা লাশের জানাজা দেয় এখন ইরানের আশেপাশে যে সকল দেশ আছে এটা যদি ইরানের সাথে উল্টাপাল্টা কিছু করে, তাহলে এটার ফলাফল যে ভালো হবে না তারা ভালোভাবেই জানে। এখন এখানে মূল সমস্যাটা হচ্ছে স্থানীয় রাজনীতি, অনেক দেশের সাথে ইসরাইলের খুব ভালো সম্পর্ক বা স্থানীয় রাজনৈতিক কারণে ইসরাইলের পক্ষ নিয়েছে। কিন্তু অনেক আরব দেশ আবার বলেছে তাদের আরব দেশে ভূমি থেকে ইরানকে আক্রমণের জন্য সুযোগ দিবে না। এখন সামনে দেখতে হবে যে আসলে পলিটিক্স কোন দিকে মোড় নেয়।
|
|
|
|
LDL
|
|
April 17, 2024, 08:33:22 PM |
|
যুদ্ধ বেধে গেলে এটা ৩য় বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে। কিন্তু আমি মিডল ইষ্ট এর কয়েকটা দেশের ভাবসাব কিছুই বুঝি না। এরা আসলে কার পক্ষে আর কার বিপক্ষে কিছু বুঝা মুশকিল। ইরান যে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট করার আগে আমেরিকার কাছে জানিয়ে দেয়া হয়েছে। তার পর আমেরিকা গোয়েন্দা দিয়ে তথ্য নিশ্চিত হয়েছে। আর এই কাজ টা করেছে সৌদি আরব। তারা আসলে কার পক্ষে কাজ করে আল্লাহ জানে। যুদ্ধ বেধে গেলে না জানি সৌদি ইসরায়েলের পক্ষে থাকে। অঅর এদিকে আরেক দেশ জর্ডান ইরানের বেশিরভাগ রকেট তাদের আকাশ সীমায় আটকে দিয়েছে। জর্ডান নাকি ইরানের বিরুদ্ধে। এরকম হলে কি হবে বুঝি না। এদিকে রাশিয়া আবার ইরানের পক্ষে।
ভাই ইরান এমন একটা দেশ যেখানে ইরান সে দেশের মানুষকে কেউ যদি মেরে ফেলে তাহলে সেই লাশ দেখে আগে প্রতিশোধ নেয়। তারপরে তারা লাশের জানাজা দেয় এখন ইরানের আশেপাশে যে সকল দেশ আছে এটা যদি ইরানের সাথে উল্টাপাল্টা কিছু করে, তাহলে এটার ফলাফল যে ভালো হবে না তারা ভালোভাবেই জানে। এখন এখানে মূল সমস্যাটা হচ্ছে স্থানীয় রাজনীতি, অনেক দেশের সাথে ইসরাইলের খুব ভালো সম্পর্ক বা স্থানীয় রাজনৈতিক কারণে ইসরাইলের পক্ষ নিয়েছে। কিন্তু অনেক আরব দেশ আবার বলেছে তাদের আরব দেশে ভূমি থেকে ইরানকে আক্রমণের জন্য সুযোগ দিবে না। এখন সামনে দেখতে হবে যে আসলে পলিটিক্স কোন দিকে মোড় নেয়। রাজনীতিতে মোড় যেকোন দিকে নিতে পারে। আমি মূলত আরব দেশগুলোর উপর দোষারোপ করব বিশেষ করে সৌদি আরব যদি ভালোভাবে বিষয়টি সমাধান করে দেয় তাহলে মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সৌদি আরব নিজেই বিষয়টি নিয়ে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করে না। সৌদির সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে এটা সৌদি আরব কখনো নষ্ট করতে চায় না এজন্যই হয়তো ইসরাইল ও ফিলিস্তিনি ইস্যুটা সৌদি আরবের কাছে খুব গুরুত্ব পায় না। তবে যেহেতু এখানে ইরান জড়িত হয়েছে এবং আরো কিছু মুসলমান কান্ট্রি এখানে যুক্ত হয়েছে তো এখন শান্তির জন্য হলেও একটি মীমাংস হতে পারে। যদি ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র নাক না গলায় তাহলে যুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আমেরিকা হচ্ছে সকল নাটের গুরু এবং অস্ত্র বিক্রি করার জন্য আমেরিকা যে কোন খারাপ সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করে না। ইসরাইল নিজেরা খুব একটা বেশি এই মুহূর্তে আগ্রাসী ভূমিকায় নেই এবং তাদের মধ্যে যুদ্ধ বিরতি নেওয়ার একটা প্রস্তুতি ছিল কিন্তু শুধুমাত্র আমেরিকার জন্য এখন পর্যন্ত ইসরাইল ও ইউক্রেন যুদ্ধবিরতি নিচ্ছে না। আমেরিকা এই দুটো দেশের প্রতি নাড়াচাড়া দিচ্ছে তো এজন্যই হয়তো খুব সহজে সমাধান হওয়া সম্ভাবনা নেই। দেখি আল্লাহ পাক আমাদেরকে আর কত যুদ্ধ বিগ্রহ হত্যা মৃত্যু ও আরো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি করে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
DYING_S0UL
|
আমি ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই। আপনারা সাহায্য করবেন প্লিজ।
স্বাগতম নতুন ইউজার যদি ইংরেজি ভালো বোঝেন তাহলে নিচের পোস্টগুলো পড়ার চেষ্টা করুন, আশা করি বিটকয়েনটক সম্পর্কে আইডিয়া পাবেন। যেকোনো সমস্যায় লোকাল বোর্ডে (বাংলা) প্রশ্ন করতে পারবেন।
যদি ইংরেজিতে সমস্যা হয় তাহলে নিচের কোট করা পোস্টগুলে পড়ুন।
|
| | .Cryptomus Exchange. | | ```````````````███``███ `█`````````````███``███ `█`````````````███``███ ███````````````███``███````█ ███````````````███``███````█ ███```````███```█```███```███ ███```````███```█```███```███ ███```````███```````███```███ ███```█```███````````█````███ `````███``███````````█````███ `````███``███ `````███``███ | | | lllllllllll YOUR PATH TO SUCCESSFUL TRADING | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | | | | │ | .START TRADING!. |
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 462
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
|
|
April 18, 2024, 07:01:58 AM |
|
এমন জীবন তুমি করিও গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।হয়তো এই লোকটার সান্নিধ্য আর পাওয়া যাবে না। যারা হজ করতে গেছে তারা হয়তো এই লোকটিকে দেখে থাকবে। কিন্তু আজ থেকেই লোকটি কেউ আর বিনামূল্যে পানি বিতরণ করতে দেখা যাবে না। কথাটি বলছি মদিনায় বিনামূল্যে খাবার পানি চা কফি ও রুটি বিতরণ করা ইসমাইল শেখের কথা। ইসমাইল সেখ পৃথিবীতে আর নেই না ফেরার দেশে আল্লাহতালার কাছে হাজিরা দিতে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহতালা এই ইসলামের মেহনত ও মেহমানদারিত্বের জন্য এনাকে কবুল করুন এবং জান্নাতে সুউচ্চ মাকামে স্থান দিক।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 18, 2024, 01:38:48 PM |
|
রাজনীতিতে মোড় যেকোন দিকে নিতে পারে। আমি মূলত আরব দেশগুলোর উপর দোষারোপ করব বিশেষ করে সৌদি আরব যদি ভালোভাবে বিষয়টি সমাধান করে দেয় তাহলে মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সৌদি আরব নিজেই বিষয়টি নিয়ে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করে না। সৌদির সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে এটা সৌদি আরব কখনো নষ্ট করতে চায় না এজন্যই হয়তো ইসরাইল ও ফিলিস্তিনি ইস্যুটা সৌদি আরবের কাছে খুব গুরুত্ব পায় না। সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
|
|
|
|
Bd officer
|
|
April 18, 2024, 03:04:53 PM |
|
সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, সৌদি আরবের এমন আচরন মোটেও পছন্দ করলাম না। যেখানে মুসলমানরা বিপদে পরে রয়েছে, সেখানে সৌদি আরব থেকে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আমারা মুসলমান একে অপরের ভাই তাই কোন মুসলমান বিপদে পরলে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ভাই কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম সৌদি আরবে এখন গান বাজনার কনসার্ট হয়, আসলে এগুলো কিয়ামতের আলামত। সাধ্য তো নাই যুদ্ধ করে ফিলিস্তিনি ভাইয়েদের পাশে দাড়ানোর দুয়া করি ফিলিস্তিনি ভাইদের কে যেন আল্লাহ তায়ালা রক্ষা করেন এবং আল্লাহ যেন ইসরাইল দেশের সকল কে হেদায়েত দান করেন।
|
|
|
|
Crypto Library
|
|
April 18, 2024, 06:02:41 PM |
|
মার্কেট সারাজীবন এইরকম থাকবে না ভাই। কোভিড এর সময় প্রাথমিক দিকে মার্কেট অনেক ডাউন গেলেও পরবর্তীতে আমরা কোভিড থাকাকালীন মার্কেটকে অনেক উপরে যেতে দেখেছি। এই যে যুদ্ধের কারনে মার্কেটে ধ্বস নামছে সেটা কি সবসময় থাকবে? না। যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটে ঢুকছে, পাম্প করবেই। বর্তমানে মার্কেটে প্রতিদিন যা সাপ্লাই হচ্ছে, সেটা কয়েকদিন পর অর্ধেকে নামবে। মানে শীঘ্রই মার্কেটে কয়েনের ডিমান্ডের চেয়ে সাপ্লাই কমে যাবে।
এ জায়গায়ই তো গ্যাঞ্জাম ভাই যখন Greed লেভেল হাই থাকে তখন আমরা ভয় পাই না ইনভেস্ট করতে এবং আর যখন মার্কেট Frear লেভেল এ থাকে তখন আমরা ইনভেস্ট করতে ভয় পাই বা তখন মার্কেটে ইনভেস্ট কম করি। এটাও স্বাভাবিক যে যখন একটা জিনিসের দাম বাড়ে তখন সবার নজর সেখানে যায়। তবে যারা এক বছর আগেও বিটকয়েন ইনভেস্টমেন্ট করেছে এবং ধৈর্য ধরে এ পর্যন্ত বসে ছিল তারাও আজকে দ্বিগুণ প্রফিট অর্জন করেছে। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে আমার ২০০ ডলারের অ্যামাউন্ট ৪০০ ডলারে পরিণত হয়েছে তাও যখন বিটকয়েন ৫৬ হাজারে ছিল। আজকে একটি tranthidung টপিক ক্রিয়েট করেছে সেই টপিকের টাইটেল মনে পড়ে গেল বিটকয়েন এর ইনভেস্টমেন্টে প্রয়োজন সঠিক নলেজ, এর প্রতি বিশ্বাস গড়ে তোলা , তারপরে ইনভেস্টমেন্ট এর মাধ্যমে সাকসেস আসবে। সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক এর কথা বললে আমি এই সৌদি আরবের শাসকদের কথা আমি বলব, একটু আগে খবর এর মাধ্যমে জানলাম যে ইরা*নের ইজরাইলের উপর হা*মলার পূর্ব প্ল্যানিং সম্পর্কে আমেরিকা এবং ইজরা*ইলকে সৌদি আরব এবং জর্ডান এরা গুপ্ত*চর ভিত্তি করেছে, তাছাড়া জর্ডান সরাসরি তাদের যুদ্ধবিমান গুলো দিয়ে সহায়তা করেছে ইসরা*ইলকে। সৌদি এর কোটি কোটি ডলার ব্যয় করে রোনাল তো নেইমার কে তাদের দেশের লিগে খেলানো এর বিষয়টা না হয় এক সাইডে রাখলাম কিন্তু এদের জন্য যে দেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন চলতো সেখানে আইন শিথিল করা হয়েছে যেমনঃ মদ, তা ছাড়া বিবাহ বহির্ভূত নারী পুরুষ একত্রে থাকার আইন শিথিল করা হয়েছে। আইন আস্তে আস্তে সব জায়গায় শিথিল হচ্ছে। ধন্যবাদ ভাই। আমি পড়েসি সবগুলো এ্যান্ড অনেক কিছু জানতে পেড়েছি। ফোরামের অনেক কিছু জানতাম না কিন্তু আখ্ন অনেক কিছু জানি এ্যান্ড বুজতে পার্সি ভাই।
সত্যি ভাই পড়েছেন তো? পড়ে এবং বুঝে থাকলে অভিনন্দন। কারণ DYING_S0UL যেসব লিংক দিয়েছে এইগুলো কিন্তু বিশাল, এগুলো কিছু কিছু ইউজার এর বুঝতে ১২ ঘন্টা কি ১২ মাসেরও বেশি সময় লাগে। যাই হোক আপনাকে আমি জাস্ট একটা লিস্ট হাতে ধরিয়ে দিতে চাই, যেহেতু বলেছিলেন ফোরাম সম্পর্কে জানতে এবং শিখতে চান এই লিস্টটি যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে এবং শিখতে পারেন তাহলে আপনি অনেকটা মাস্টার লেভেলে চলে যাবেন। - https://bitcointalk.org/index.php?topic=5275357.0আর অবশ্যই যখন আপনি প্রতিটা টপিক পড়তে যাবেন হয়তো অবশ্যই ভাষাগত দিক থেকে সমস্যা ফেস করতে পারেন এর জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন তারপরও যেসব জিনিসে সমস্যা ফেস করবেন বা বুঝতে পারবেন না সেগুলো আমাদের লোকাল বোর্ডে এসে প্রশ্ন করবেন এবং লোকাল বোর্ডে উত্তর না পেলে সরাসরি Beginners and help বোর্ডে টপিক খুলবেন। আপনার জন্য শুভকামনা।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
HelliumZ
|
|
April 18, 2024, 10:22:55 PM |
|
সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, সৌদি আরবের এমন আচরন মোটেও পছন্দ করলাম না। যেখানে মুসলমানরা বিপদে পরে রয়েছে, সেখানে সৌদি আরব থেকে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আমারা মুসলমান একে অপরের ভাই তাই কোন মুসলমান বিপদে পরলে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ভাই কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম সৌদি আরবে এখন গান বাজনার কনসার্ট হয়, আসলে এগুলো কিয়ামতের আলামত। সাধ্য তো নাই যুদ্ধ করে ফিলিস্তিনি ভাইয়েদের পাশে দাড়ানোর দুয়া করি ফিলিস্তিনি ভাইদের কে যেন আল্লাহ তায়ালা রক্ষা করেন এবং আল্লাহ যেন ইসরাইল দেশের সকল কে হেদায়েত দান করেন। আরবরা যদি আরো ভয়াবহ অবস্থাও বিরাজ করে এবং খারাপ হয়েও যায় তবুও মহানবি সাঃ তাদের সম্পর্কে বাজে মন্তব্য করতে নিষেধ করেছেন। মক্কা মদিনার অবস্থা সামনের দিনগুলোতে আরো খারাপ হয়ে যাবে বিশেষ করে সৌদি আরবের আইন শৃঙ্খলা ও রাষ্ট্রীয় বিধি আরো বাজে অবস্থায় গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করতে নিষেধ করেছেন। গান-বাজনা একটু দূরে থাক বর্তমানে সৌদি আরবে সিনেমা হল পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া পৃথিবীর সমস্ত দেশ মিলে যত সংখ্যক খাবার নষ্ট করা হয় তার চেয়ে বেশি খাবার নষ্ট হয় সৌদি আরবে অথচ সৌদি আরবের এই খাবার নষ্ট না করে যদি অসহায় দেশগুলোতে দিয়ে দেওয়া হয় তাহলে অনায়াসে কয়েকটা দেশ সচ্ছলভাবে চলতে পারবে। যাহোক সৌদি আরবের মানুষের আচরণ নিয়ে কোন প্রকার মন্তব্য করতে চাই না এবং করাও উচিত হবে না। আল্লাহ পৃথিবীর সকল সমস্যা দূর করে দিন এবং আমার ফিলিস্তিনি বাসির উপর তোমার শান্তি নাযিল করুন।
|
|
|
|
LDL
|
|
April 19, 2024, 05:46:12 AM |
|
একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্নাকথাগুলো বলছিলাম বাংলাদেশের রোড এক্সিডেন্ট এর বিষয় নিয়ে। প্রতিবছর হাজার হাজার মানুষ রাস্তায় তাদের বুকে তাজা রক্ত ঢেলে রাস্তা রঙ্গিন করে দেয়। এটা কোন আনন্দের বিষয় নয় বরং একটি তাজা প্রান ঝরে যাওয়া মানে একটি পরিবারকে সারা জীবনের জন্য কান্নার স্রোতে ভাসিয়ে দেওয়া। আজকে এই পোস্টটি লিখলাম গত বুধবার বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীত শিল্পী পাগল হাসান পুরো নাম মতিউর রহমান হাসান মোটামুটি সবাই চেনে। যদিও নামে চেনে না তবুও তার গানে আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়..... জীবন খাতায় প্রেম কলঙ্কের নাম দাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া আরো শত শত গানের শিল্পী রোড এক্সিডেন্ট এ মারা গেছেন। সিএনজি ও বাসের ধাক্কায় স্পট ডেড হয়েছে পাগল হাসান সহ আরো একজন এবং কয়েকজন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে রয়েছে। বাংলাদেশের রোড এক্সিডেন্ট নিয়ে মাঝেমধ্যেও বেশ কয়েকবার সামাজিক আন্দোলন করা হলেও কোন লাভ হয়নি এখনো কোনো লাভ হয়নি ভবিষ্যতেও কখনো হবেও না। তবু আমি আপাতত যারা রাস্তাঘাটে চলাফেরা বা মোটরসাইকেল ড্রাইভিং করেন তাদের জন্য অনুরোধ রইল বেখেয়ালে ও রক্তে তেজ দেখিয়ে কখনো গাড়ি ডাইভিং করবেন না। সব সময় মনে রাখবেন আপনার জীবন আপনার পরিবারের কাছে একটু মূল্যবান সম্পদ যা আপনার অকালে ঝরে যাওয়ার মধ্যে তাদেরকে বিপদে ফেলতে যাবেন না। https://youtu.be/35kL_NZbeqk?si=gIecvBBYQbCpGYTF
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Learn Bitcoin
|
|
April 19, 2024, 12:56:30 PM |
|
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক এর কথা বললে আমি এই সৌদি আরবের শাসকদের কথা আমি বলব, একটু আগে খবর এর মাধ্যমে জানলাম যে ইরা*নের ইজরাইলের উপর হা*মলার পূর্ব প্ল্যানিং সম্পর্কে আমেরিকা এবং ইজরা*ইলকে সৌদি আরব এবং জর্ডান এরা গুপ্ত*চর ভিত্তি করেছে, তাছাড়া জর্ডান সরাসরি তাদের যুদ্ধবিমান গুলো দিয়ে সহায়তা করেছে ইসরা*ইলকে। সৌদি এর কোটি কোটি ডলার ব্যয় করে রোনাল তো নেইমার কে তাদের দেশের লিগে খেলানো এর বিষয়টা না হয় এক সাইডে রাখলাম কিন্তু এদের জন্য যে দেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন চলতো সেখানে আইন শিথিল করা হয়েছে যেমনঃ মদ, তা ছাড়া বিবাহ বহির্ভূত নারী পুরুষ একত্রে থাকার আইন শিথিল করা হয়েছে। আইন আস্তে আস্তে সব জায়গায় শিথিল হচ্ছে।
একজন মুসলিম হিসাবে আরব দেশকে আমরা সব সময় ভালোবাসি। যেই ফিলিস্তিন এতো এতো নবীদের জন্ম স্থান এবং বাস স্থান ছিলো, সেই ফিলিস্তিনের মাটিতে যখন ইহুদীরা আমার ভাইদের রক্তপাত ঘটায়, তখন সৌদি আরবের মতো দেশ কিভাবে চুপ থাকে সেটা আমার বোধগম্য নয়। সৌদি আরব আস্তে আস্তে মুনাফিকে পূর্ন হয়ে যাচ্ছে। আপনার আমার হজ্জের টাকায় তারা মক্কার উন্নতির পাশাপাশি তাদের অন্যান্য খাতে ব্যায় করছে যেসব খাত মূলত পাপের আস্তানা। যাই হোক, জর্ডান কেনো এরকম আচরন করেছে সেটাও আমার মাথার ওপর দিয়ে গেছে। এবার দেখেন, মুসলমানদের বেশি ক্ষতি কারা বেশি করে। নবীজী থাকা অবস্থায়ও মুসলমান নামের কিছু মুনাফিক রা ওনাকে প্রায়ই কষ্ট দিতো। সেই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব চাইতে নিচে।
|
|
|
|
synchronym
|
|
April 19, 2024, 01:04:03 PM |
|
একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্নাকথাগুলো বলছিলাম বাংলাদেশের রোড এক্সিডেন্ট এর বিষয় নিয়ে। প্রতিবছর হাজার হাজার মানুষ রাস্তায় তাদের বুকে তাজা রক্ত ঢেলে রাস্তা রঙ্গিন করে দেয়। এটা কোন আনন্দের বিষয় নয় বরং একটি তাজা প্রান ঝরে যাওয়া মানে একটি পরিবারকে সারা জীবনের জন্য কান্নার স্রোতে ভাসিয়ে দেওয়া। আজকে এই পোস্টটি লিখলাম গত বুধবার বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীত শিল্পী পাগল হাসান পুরো নাম মতিউর রহমান হাসান মোটামুটি সবাই চেনে। যদিও নামে চেনে না তবুও তার গানে আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়..... জীবন খাতায় প্রেম কলঙ্কের নাম দাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া আরো শত শত গানের শিল্পী রোড এক্সিডেন্ট এ মারা গেছেন। সিএনজি ও বাসের ধাক্কায় স্পট ডেড হয়েছে পাগল হাসান সহ আরো একজন এবং কয়েকজন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে রয়েছে। বাংলাদেশের রোড এক্সিডেন্ট নিয়ে মাঝেমধ্যেও বেশ কয়েকবার সামাজিক আন্দোলন করা হলেও কোন লাভ হয়নি এখনো কোনো লাভ হয়নি ভবিষ্যতেও কখনো হবেও না। তবু আমি আপাতত যারা রাস্তাঘাটে চলাফেরা বা মোটরসাইকেল ড্রাইভিং করেন তাদের জন্য অনুরোধ রইল বেখেয়ালে ও রক্তে তেজ দেখিয়ে কখনো গাড়ি ডাইভিং করবেন না। সব সময় মনে রাখবেন আপনার জীবন আপনার পরিবারের কাছে একটু মূল্যবান সম্পদ যা আপনার অকালে ঝরে যাওয়ার মধ্যে তাদেরকে বিপদে ফেলতে যাবেন না। https://youtu.be/35kL_NZbeqk?si=gIecvBBYQbCpGYTF প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে অসতর্কতা ভাবে গাড়ি চালানো অনেক সময় দেখা যায় অনেক ড্রাইভাররা অসতর্কতার কারণে রোড এক্সিডেন্ট বেশি হয়। তাই আমাদের সকলেরই উচিত যখন আমরা রাস্তা পারাপার হবো অবশ্যই আমাদেরকে সময় নিয়ে রাস্তা পারাপার হওয়া উচিত এবং যারা গাড়ি চালায় সে চালকদের অবশ্যই দায়িত্বশীল ভাবে গাড়ি চালানো উচিত কারণ একটা প্রাণ ঝরে গেলে তার ফ্যামিলিকে এর মূল্য দিতে হয়। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এককভাবে সতর্কতা হলে হবে না আমাদের সকলেরই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে আমাদের আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম এই রোড এক্সিডেন্ট থেকে কিছুটা হলেও সচেতন হতে পারে।
|
|
|
|
BrainbossLover07
Newbie
Offline
Activity: 93
Merit: 0
|
|
April 20, 2024, 04:05:43 AM |
|
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে বিটকয়েনের দাম কিছুটা কমতে পারে। আশা করা হচ্ছে যে পরবর্তীতে বিটকয়েনের দাম $12000 ছাড়িয়ে যাবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
April 20, 2024, 05:01:57 AM |
|
জ্বি যুদ্ধ হলে একটু মার্কেটের উপর প্রভাব পড়বে। বিটকয়েনের দাম ২০২৩সালের লো অবস্থা থেকে রিকাবি করা সত্যেও এখনকার মার্কেটের অবস্থা মন্দা যাচ্ছে। সকল কয়েনের দাম কেমন যেন কমে গেছে। ইরান ইসরাইলে ড্রোন হামলা চালানোর পর পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এই যুদ্ধের পালটা আবার ইসরাইল যদি কোন হামলা চালায় ইরানে তাহলে মার্কেট আরো খারাপ হবে। তবে এই অবস্থা শিথিল হতে সময় লাগবে আর বিটকয়েন দাম ১লাখ+$ হবে এটা এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না তবে সবকিছু কাটিয়ে উঠতে পারলে বিটিসির অবস্থা ভালো হবে বলে মনে করি।
গতকালের খবর অনুযায়ী ইসরায়েল আবারো ইরানে হামলা করেছে। এইবার কিন্তু তার মিত্র দেশ আমেরিকা বলছে যে ইসরায়েলের নাকি আত্যরক্ষার অধিকার রয়েছে। যে কারনে তারা এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথমে মে ইসরায়েল ইরানের কন্সোলেটে হামলা করলো, তারপর ইরানের আত্যরক্ষার অধিকার ছিলো না? তাহলে তারা ইরানকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলো কেনো? যাই হোক, ইসরায়েলের লক্ষ্য ছিলো ইরানের পারমানবিক কেন্দ্র গুলো। ইরান জানিয়েছে যে ইসরায়েল যদি তাদের পারমানবিক কেন্দ্র গুলো লক্ষ্য করে, তাহলে ইরান পারমানবিক আইনে পরিবর্তন এনে পারমানবিক অস্ত্র ব্যাবহার করতে বাধ্য হবে। সব খবরের মাঝখানের বিটকয়েনের হাল্ভিং হইয়ে গেলো। বিটকয়েনের দামে আহামরি তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার মনে হচ্ছে আমরা শর্ট টার্ম বিয়ার মারকেট দেখলেও দেখতে পারি। তবে প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ১২০০০০ ডলার পার করার কথা।
|
|
|
|
LDL
|
|
April 20, 2024, 06:59:59 AM |
|
জ্বি যুদ্ধ হলে একটু মার্কেটের উপর প্রভাব পড়বে। বিটকয়েনের দাম ২০২৩সালের লো অবস্থা থেকে রিকাবি করা সত্যেও এখনকার মার্কেটের অবস্থা মন্দা যাচ্ছে। সকল কয়েনের দাম কেমন যেন কমে গেছে। ইরান ইসরাইলে ড্রোন হামলা চালানোর পর পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এই যুদ্ধের পালটা আবার ইসরাইল যদি কোন হামলা চালায় ইরানে তাহলে মার্কেট আরো খারাপ হবে। তবে এই অবস্থা শিথিল হতে সময় লাগবে আর বিটকয়েন দাম ১লাখ+$ হবে এটা এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না তবে সবকিছু কাটিয়ে উঠতে পারলে বিটিসির অবস্থা ভালো হবে বলে মনে করি।
গতকালের খবর অনুযায়ী ইসরায়েল আবারো ইরানে হামলা করেছে। এইবার কিন্তু তার মিত্র দেশ আমেরিকা বলছে যে ইসরায়েলের নাকি আত্যরক্ষার অধিকার রয়েছে। যে কারনে তারা এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথমে মে ইসরায়েল ইরানের কন্সোলেটে হামলা করলো, তারপর ইরানের আত্যরক্ষার অধিকার ছিলো না? তাহলে তারা ইরানকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলো কেনো? যাই হোক, ইসরায়েলের লক্ষ্য ছিলো ইরানের পারমানবিক কেন্দ্র গুলো। ইরান জানিয়েছে যে ইসরায়েল যদি তাদের পারমানবিক কেন্দ্র গুলো লক্ষ্য করে, তাহলে ইরান পারমানবিক আইনে পরিবর্তন এনে পারমানবিক অস্ত্র ব্যাবহার করতে বাধ্য হবে। সব খবরের মাঝখানের বিটকয়েনের হাল্ভিং হইয়ে গেলো। বিটকয়েনের দামে আহামরি তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার মনে হচ্ছে আমরা শর্ট টার্ম বিয়ার মারকেট দেখলেও দেখতে পারি। তবে প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ১২০০০০ ডলার পার করার কথা। LB ভাই একটু সাহস দিয়েন ভাই। বা******র কি যেন মনে করে কিছু এলটকয়েন হোল্ডিং করে রেখেছি। তারপর অনেকেই বলাবলি করে সামনে মার্কেট আরো খারাপ অবস্থায় চলে যাবে। মাঝেমধ্যে মনে হয় সব এলটকয়েন হোল্ডিং করার পরিবর্তে বিক্রি করে দিয়ে টাকায় রূপান্তরিত করে রাখি। শরীরটা ভালো যাচ্ছে না তাই মনে হচ্ছে কিছু টাকা রূপান্তরিত করে বাড়িতে রেখে যাই অথবা ব্যাংকে রেখে দেই। আবার অনেকেই অনেক কিছু বলে যে বিটকয়েন নাকি হালভিং হওয়ার এক বছর পরে অনেক বৃদ্ধি পায়। তাদের দেওয়া মন্তব্য ও সাহস দেখে নিজের মধ্যে কিছুটা স্বস্তি খুঁজে পাই। অনেকগুলো ডলার ছিল সেই ডলারগুলো দিয়ে হাই মার্কেটের সময় কিছু এলটকয়েন কিনে রেখেছি। প্রত্যেক কয়েনে মিনিমাম ২০০ ডলারের উপরে লস রয়েছে এবং সব লস একত্রিত করলে ১৫০০ ডলারের উপরে লস হয়ে যায়। হাজার পাঁচেক ডলার ছিল এগুলো দিয়ে ইথেরিয়াম($3900 করে কিনেছিলাম), WiF($4.63 করে কিনেছিলাম), Solana($183 করে কিনেছিলাম ) Mavia ($6.55 করে কিনেছিলাম) এখন প্রত্যেক কয়েন অর্ধেক করে কমে গেছে। আমার মনে হয় না এই মার্কেট রিকভারি হবে। মাঝেমধ্যে লস দিয়ে বিক্রি করে দেই কি আর করার প্রয়োজনীয়তা কোন আইন মানে না। মাঝেমধ্যে আপনারা একটু সাহস দিলে তাও নিজের মধ্যে একটু ভালো লাগে একটু স্বস্তি খুঁজে পাই। সেরকমই কিছু স্বস্তিমূলক কিছু লেখা নিচে শেয়ার করলাম। Bitcoin halving price history: 2012: $12 at halving - $964 1 year later 2016: $663 at halving - $2,550 1 year later 2020: $8740 at halving - $55,801 1 year later 2024: $63,300 at halving - x$ 1 year later
সোর্স: ফেসবুক
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Crypto Library
|
|
April 20, 2024, 03:36:46 PM |
|
গতকালের খবর অনুযায়ী ইসরায়েল আবারো ইরানে হামলা করেছে। এইবার কিন্তু তার মিত্র দেশ আমেরিকা বলছে যে ইসরায়েলের নাকি আত্যরক্ষার অধিকার রয়েছে। যে কারনে তারা এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথমে মে ইসরায়েল ইরানের কন্সোলেটে হামলা করলো, তারপর ইরানের আত্যরক্ষার অধিকার ছিলো না? তাহলে তারা ইরানকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলো কেনো? যাই হোক, ইসরায়েলের লক্ষ্য ছিলো ইরানের পারমানবিক কেন্দ্র গুলো। ইরান জানিয়েছে যে ইসরায়েল যদি তাদের পারমানবিক কেন্দ্র গুলো লক্ষ্য করে, তাহলে ইরান পারমানবিক আইনে পরিবর্তন এনে পারমানবিক অস্ত্র ব্যাবহার করতে বাধ্য হবে। সব খবরের মাঝখানের বিটকয়েনের হাল্ভিং হইয়ে গেলো। বিটকয়েনের দামে আহামরি তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার মনে হচ্ছে আমরা শর্ট টার্ম বিয়ার মারকেট দেখলেও দেখতে পারি। তবে প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ১২০০০০ ডলার পার করার কথা।
ইরানের শিয়াদের মধ্যে আকিদাগতভাবে দেখতে গেলে তাদেরকে অনেক বড় বড় আলেম এর মতে মুসলমানদের কাতারে রাখা যায় না। তার পরেও দেখতেছি বর্তমান বিশ্বে ইরানই একমাত্র দেশ যারা ইউরোপ, আমেরিকা এবং ইসরাইল কাউকে তোয়াক্কা করে না। তাদের সাহসের বাহবা দিতে হবে এখানে কোন সন্দেহ নেই।
এবার আসি বিটকয়েন এর হালভিং প্রসঙ্গে ক্রিপ্টোকারেন্সি এর জগতে আসার পর এই নিয়ে আমার দ্বিতীয় বিটকয়েন হাল্ভিং যদিও প্রথম হালভিং এর সময় আমি একদম ফ্রেসার ছিলাম আর এর কারণে তখন আমি বিটকয়েন হালভিং কি এটাই জানতাম না। যদিও এখন যা একটু বুঝি এর মধ্যে বুঝলাম বিটকয়েন সঠিক পথেই এগোচ্ছে। এর আগেও আমরা এরকমই মার্কেট দেখেছি যে হালবিং শুরু হওয়া থেকে এক বছরের মধ্যে কোন বড় ধরনের পাম্প মার্কেটে দেখা যায়নি যদিও এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন হয়েছে যে হালবিং এর শুরু হওয়ার পূর্বেই বিটকয়েন তার পূর্বের অলটাইম হাই প্রাইস কে ক্রস করে সামান্য একটু এগিয়েছে। আমার বিশ্বাস আপনার মতই যে বিটকয়েন মার্কেটে আমরা কিছুটা ডাম্পিং দেখতে পারি যদিও আমার মনে হয় না পঞ্চাশের নিচে আবার নামবে। কিন্তু প্ল্যান বি তে আমার মনে হয় ১ লাখ ২০ হাজার ডলার এটা হতে হতে এক বছরই লাগবে। LB ভাই একটু সাহস দিয়েন ভাই। বা******র কি যেন মনে করে কিছু এলটকয়েন হোল্ডিং করে রেখেছি। তারপর অনেকেই বলাবলি করে সামনে মার্কেট আরো খারাপ অবস্থায় চলে যাবে। মাঝেমধ্যে মনে হয় সব এলটকয়েন হোল্ডিং করার পরিবর্তে বিক্রি করে দিয়ে টাকায় রূপান্তরিত করে রাখি। শরীরটা ভালো যাচ্ছে না তাই মনে হচ্ছে কিছু টাকা রূপান্তরিত করে বাড়িতে রেখে যাই অথবা ব্যাংকে রেখে দেই। আবার অনেকেই অনেক কিছু বলে যে বিটকয়েন নাকি হালভিং হওয়ার এক বছর পরে অনেক বৃদ্ধি পায়। তাদের দেওয়া মন্তব্য ও সাহস দেখে নিজের মধ্যে কিছুটা স্বস্তি খুঁজে পাই। অনেকগুলো ডলার ছিল সেই ডলারগুলো দিয়ে হাই মার্কেটের সময় কিছু এলটকয়েন কিনে রেখেছি। প্রত্যেক কয়েনে মিনিমাম ২০০ ডলারের উপরে লস রয়েছে এবং সব লস একত্রিত করলে ১৫০০ ডলারের উপরে লস হয়ে যায়। হাজার পাঁচেক ডলার ছিল এগুলো দিয়ে ইথেরিয়াম($3900 করে কিনেছিলাম), WiF($4.63 করে কিনেছিলাম), Solana($183 করে কিনেছিলাম ) Mavia ($6.55 করে কিনেছিলাম) এখন প্রত্যেক কয়েন অর্ধেক করে কমে গেছে। আমার মনে হয় না এই মার্কেট রিকভারি হবে। মাঝেমধ্যে লস দিয়ে বিক্রি করে দেই কি আর করার প্রয়োজনীয়তা কোন আইন মানে না। মাঝেমধ্যে আপনারা একটু সাহস দিলে তাও নিজের মধ্যে একটু ভালো লাগে একটু স্বস্তি খুঁজে পাই। সেরকমই কিছু স্বস্তিমূলক কিছু লেখা নিচে শেয়ার করলাম।
আর আমাদের মধ্যে কমন একটা জিনিস মিল রয়েছে যে আমরা একটু বেশি লাভের আশায় আল্টকয়েন এ ইনভেস্টমেন্ট করি আর পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের আসল সহ লস ফেস করি। একটা কথা ভাই মনে রাখবেন যারা বিটকয়েন এ ডি সি এ মেথড ফলো করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে তাদের মনে হয় না কখনো লস ফেস করতে হয়। বাস্তব এক্সাম্পল হিসেবে নিজের সাথে আমি তুলনা করতে পারি- আমার অতি ঘনিষ্ঠ একজন লোক আমার কাছ থেকে গত তিন বছরে প্রায় চার হাজার ডলার নিয়েছে এবং সে আমাকে ক্যাশ দিয়েছে, আর তার মূল ইনভেস্টমেন্ট ছিল আল্টকয়েনে আমার বহুবার বলা সত্বেও সে বিটকয়েন বা বিএনবি তে কোন ইনভেস্টমেন্ট করেনি বর্তমানে তার প্রফিট তো এক টাকাও নেই বরং ইনভেসমেন্টকৃত ফান্ড ও তার কাছে নেই সে না বুঝে শুনে ফিউচার ট্রেডিং করতে গিয়েছিল সেখানে একবারে এক লাখ টাকার মতন ধরা খেয়েছে। আর অন্যদিকে আমি নিজে আমার পূর্বের ইনভেস্তৃত ফান্ডের ডলার এর হিসেবে প্রায় দ্বিগুণ হয়েছে, ডিসিএ মেথড ফলো করে ইনভেসমেন্ট এখনো চালিয়ে যাচ্ছি এবং বিটকয়েন ষাট এর নিচে নেমে গেলে কিছু রি ইনভেস্টমেন্ট করব এক বছরের জন্য।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
|