Bitcoin_people
|
|
August 06, 2023, 03:26:33 PM |
|
আমি কখনো কোন রেফারেল প্রোগ্রাম অথবা MLS এর প্রতারণার ফাঁদে পা দেইনি। আমরা সাধারণত যারা একটু কম বুঝি তারা মাগনা আলকাতরা লুঙ্গি পেতে নেই এই অবস্থার মত শুধুমাত্র ফ্রিতে যদি কিছু পাই সেখানেই কেবল কাজ করি কোন বিনিয়োগ করিনা। আমি বেশ কয়েকদিন হল Catly নামক একটি airdrop করেছিলাম সেখানে তারা ৫০০ Catly দিয়েছিল এবং সাথে সাথে স্টাকিং হয়ে ১৫ টা করে টোকেন প্রতিদিন হয়। এই প্রজেক্ট কেমন হবে সেটা বলতে পারবো না তবে যতদিন এভাবে বোনাস দেয় ততদিন পেতে থাকি। তবে আমি এই প্রজেক্টটি নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছিলাম সেখানে কিছু রিভিউ তাদের পক্ষে এবং কিছু রিভিউ তাদের বিপরীতে কথা বলেছে। অনেকেই প্রজেক্টটি ভালো বলেছে আবার অনেকেই এই প্রজেক্ট সম্পর্কে খারাপ বলেছে। তবে কোন দ্বিধা দ্বন্দ্বের কারণ নেই ইনভেস্ট না করলে হয়। যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই ভালোভাবে গবেষণা ও বিস্তারিত জেনে শুনেই নিজের ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন। $CATLY এই প্রজেক্টটি ভালো হবে বলে আমাকে একজনে বিনিয়োগ করার কথা বলেছে এবং আমিও কিছু বিস্তারিত গবেষণা করেছি দেখে ভালই মনে হচ্ছে তবে আমার মনের মধ্যে একটু খটকা আছে। তবে আমি যেহেতু বিনিয়োগ করেছি তাই এখনো ভয়ের মধ্যে রয়েছি যদি প্রজেক্ট স্কাম হয়ে যায় তাহলে কিছু করার থাকবে না ১৫ দিন পর পর অটো স্টার্টিং ছাড়ে তাছাড়া স্টাকিং ছাড়ানো সম্ভব নয়। যদিও এই এয়ারডপ শুধুমাত্র বিনান্স ইউজারদের জন্য তাই অনেক লোকে এই প্রোজেক্টি বিশ্বস্ত মনে করে বিনিয়োগ করছে। আমিও কিছু রিভিউ দেখেছি তার মধ্যে কয়েকটি ভালো রিভিউ দেখলাম দেখে ভালো লাগলো কিন্তু পরবর্তীতে যে প্রজেক্ট টিম কি করে সেটা বলা কঠিন। যদি প্রজেক্ট ভালো হয় তাহলে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য ভালো আর যদি স্ক্যাম করে তাহলে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য খুবই খারাপ হবে। তবে এই মুহূর্তে যেহেতু প্রজেক্ট টিম ভালো সার্ভিস দিচ্ছে সেই অনুযায়ী যদি তারা পরবর্তীতে এগিয়ে যায় তাহলে হয়তো প্রজেক্ট সাকসেস হতে পারে, আবার যদি তারা সবগুলো অর্থ মেনে নিয়ে চলে যায় তাহলে কিছুই করার থাকবে না আমাদের শুধু খালি হাতে সবকিছু গুছিয়ে নিয়ে আসতে হবে।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
LDL
|
|
August 06, 2023, 03:35:19 PM |
|
ই-অরেন্জ এর ব্যাপার টা সঠিক জানি না। তবে এস পি সি যে কোম্পানি টা মাশরাফির সাথে চুক্তি করেছিলো, তারা মাশরাফিকে কোনো টাকা দেয় নি। তারা বলেছিলো মাশরাফির নড়াইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবে। আর এতেই মাশরাফি রাজি হয়েছে ব্রান্ড এম্বাসেডর হতে। মাশরাফি কি ই-অরেন্জ এর ব্রান্ড এম্বাসেডর ছিলো?
ওই সময় বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে ই অরেঞ্জ এর ব্যাপারে মাশরাফির এই এম্বাসিডরের বিষয়গুলো প্রচার করেছিল। তবে ভিতরে ভিতরে কি ঘটেছে জানিনা তবে মাশরাফি e orange ব্যাপারে যথেষ্ট আগ্রহি ছিলেন। এই সকল বিষয় নিয়ে মাশরাফি অনেক কথাবার্তা বলেছে যা নথিপত্রে এখন আপনারা অনলাইনে পাবেন। ই অরেন্জজের অনেক গ্রাহকেরা মাশরাফির বাড়ি পর্যন্ত ঘেরাও করতে প্লান করেছিল। অবশ্য মাশরাফি বিন মর্তুজা এই ব্যাপারটা বুঝে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি যদি এই বিষয়ে সার্চ দিতে যান তাহলে হাজার হাজার প্রমাণপত্র পেয়ে যাবেন। একটি প্রমাণ আপাতত আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। https://fb.watch/mftylnfrpl/?mibextid=Nif5ozhttps://www.tbsnews.net/bangladesh/mashrafe-assures-help-e-orange-customers-getting-pending-deliveries-289324
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Learn Bitcoin
|
|
August 06, 2023, 03:44:10 PM |
|
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ই অরেঞ্জের Brand Ambassador ছিলেন মাশরাফি বিন মর্তুজা প্রথম কথা হলো, যতো নামী দামি সেলিব্রেটির কথাই বলেন না কেনো, একটা প্রোজেক্ট কখনোই লসে বেশি দিন রান করতে পারবে না। তাছাড়া মাশরাফি কেনো, কোনো সেলিব্রেটিই জানে না যে কোন কোম্পানি স্ক্যাম করবে আর কোনটা করবে না। সাধারন মানুষকে স্ক্যাম কোম্পানির কাজের প্যাটার্ন বুঝতে হবে। যে কোনো অফার দেখে যদি মনে হয় যে এতা কমে কিভাবে দিচ্ছে, ধরে নিবেন যে এটাই স্ক্যাম। আমি নেট এ ইভ্যালির কাজের প্যাটার্ন নিয়ে পড়েছিলাম। ধরেন তারা একদিনে ১০০ টি ইয়ামাহা বাইকের অর্ডার পেলো। প্রতিটা ইয়ামাহা বাইকের দাম ২ লাখ ৫০ হাজার। কিন্তু ইভ্যালি থেকে কিনলে পাচ্ছেন ২ লাখ টাকায়। দারুন অফার, তাই না? এটাই তাদের ট্র্যাপ। ২ লাখ টাকা করে ১০০ টা বাইকের অর্ডার পেলো ১ টা ব্ল্যাক ফ্রাইডে তে। তারা মোট ক্যাশ পেলো ২ কোটি টাকা। এবার তারা ইয়ামাহা কোম্পানি থেকে ২০ টা বাইক নিলো ৫০ লাখ টাকায়। এখানে ইয়ামাহায় পরিশোধ করলো ৩০ লাখ আর বাকি রাখলো ২০ লাখ। তাদের মোট খরচ কতো হলো? শুধু ৩০ লাখ টাকা। তারা এই ২০ টা বাইক ডেলিভারি দিবে। বাকি ৮০ টা ডেলিভারি পেন্ডিং থাকবে। পরের শুক্রবার আবারো ১০০ বাইকের অর্ডার পেলো, এবারো একই কাজ করলো। প্রতি ব্যাচ অর্ডার থেকে ২০% পন্য ডেলিভারি দিবে। গ্রাহকের কাছ থেকে টাকা নিচ্ছে, আবার বাইক কোম্পানির কাছেও বাকিতে মাল নিচ্ছে। এভাবে কোম্পানির দায় হবে কয়েক হাজার কোটি টাকা। এদিকে ডেলিভারি দেয়ার জন্য গ্রাহক রা অভিযোগ করতে থাকবে আর ওরা কপি পেষ্ট রেসপন্স করতে থাকবে। একদিন হুট করে কোম্পানি গায়েব। সাধারন মানুষের বোঝা উচিৎ, যেখানে যারা উৎপাদন করে, তারা ২ লাখ ২০ হাজারে দিতে পারে না, অন্য কোম্পানি ২ লাখে দেয় কিভাবে? নিজের কাছে প্রশ্ন করতে হবে। যদি সঠিক উত্তর থাকে, তাহলে টাকা দিবেন, না থাকলে দিবেন না। আবারে এসব স্ক্যাম আসবে, অন্য কোনো নামে, অন্য কোনো মোড়কে! আর আমরা বোকা জাতি আবারো ঝাপিয়ে পড়বো! দোষ সাকিব আল হাসানের বা মাশরাফির!
|
|
|
|
Dimitri94
|
|
August 06, 2023, 07:00:34 PM |
|
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।
এটাও এক প্রকার Ponzi Sceme । কতো সহজে তারা মানুষের বিশ্বাস অর্জন করে ফেলে। প্রথমে সবাইকে ফ্রিতে পেমেন্ট দেয়া শুরু করলো, এখন অনেক মানুষ এটা ধুমসে ইনভেষ্ট করছে, আমার মনে হয়না এটা খুব বেশি দিন রান করবে। তবে যারা আগে ইনভেষ্ট করেছে, তারা প্রফিট এই থাকবে। কিন্তু যারা অন্যদের পেমেন্ট দেখে নতুন করে ইনভেষ্ট করছে, তারা লস করবে বলে মনে হচ্ছে। যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে। যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।
|
|
|
|
BD Crypto
Full Member
Offline
Activity: 658
Merit: 158
BTC Rocks
|
|
August 06, 2023, 09:14:32 PM |
|
যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে।
ভাই দুটোই একই থিওরির উপর ভিত্তি করে পরিচালিত হয় অর্থাৎ গ্রাহকের টাকা দিয়েই গ্রাহককে সেবা দেওয়া বা প্রফিট দেওয়া। অর্থাৎ ১০ জনের ইনভেস্ট করা টাকা দিয়ে তিন জনকে প্রফিট দেয়া হচ্ছে ই-কমার্স রিলেটেড এমএলএম সাইট গুলোর কাজ। অন্যদিকে প্রথমদিকের সবাইকেই কিছুটা রিটার্ন দিয়ে একটা সময় পুরো টাকা নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে MTFE সাইটের পরিকল্পনা। অর্থাৎ দুটি ক্ষেত্রেই গ্রাহক ভুক্তভোগী হবে। তবে যদি কোম্পানির লাভের চিন্তা করেন সে ক্ষেত্রে ই-কমার্স রিলেটেড সাইটের থেকে সরাসরি ইনভেস্টমেন্ট স্কিম সাইটগুলো বেশি লাভ করে থাকে। কেননা তারা রেফার বোনাস এর লোভে ফেলে সবাইকে ইনভেস্ট করাতে উদ্বুদ্ধ করে এবং খুব অল্প পরিমানে রিটার্ন দিয়ে একটা বড় এমাউন্ট নিয়ে তারা পালিয়ে যেতে পারে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হয়তো ই-কমার্স সাইটগুলো একটা সুষ্ঠু পরিকল্পনার অভাবে দিনে দিনে এই ফাঁদে জড়িয়ে পড়েছে যদিও তাদের নিজেদের পরিকল্পনা থাকতেও পারে ভবিষ্যতে টাকা মেরে দিয়ে দেশ ছেড়ে পালাবার যেমনটা ইওরেঞ্জ করার চেষ্টা করেছে। যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।
আমার জানামতে কোন অথরিটি বা সরকার এ ধরনের পারমিশন দিবে না। কেননা তারা কোনভাবেই তাদের আয়ের উৎস দেখাতে পারবে না। আর আমি আপনার দেয়া ইনফরমেশন এর উপর আস্থা রাখতে পারছিনা। আমার মনে হয়না তারা কোন ধরনের সার্টিফিকেট বা পারমিশন পেয়েছে। আর MTFE যদি ১/২ বছরের গ্যারান্টিও থাকত তাহলে তাদের কর্মচারীরাই সবার আগে সমস্ত জমি জমা বিক্রি করে MTFE বা এইধরনের প্লাটফর্ম এ টাকা ইনভেস্ট করে দ্বিগুয়ের বেশি প্রফিট করে বের হয়ে যেত। এমনকি বিশ্বের বড় বড় ধনকুবের তাদের র্যাংকিং বাড়ানোর জন্য বড় এমাউন্ট এখানে ইনভেস্ট করত। যেহেতু তাদের আয়ের কোন যথাযথ ও যুক্তিযুক্ত উৎস নেই তাই তারা অবশ্যই ভবিষ্যৎ স্ক্যাম করবে এটা নিশ্চিত আর এটা যেকোন সময় হতে পরে। এমন না যে যতদিন তাদের লাইসেন্স আছে ততদিন নিশ্চিন্তে চলবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
August 07, 2023, 09:34:17 AM |
|
যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে। যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।
লাইসেন্স ২০ বছর নিয়ে রাখলেই কি ভাই? কোম্পানি যদি স্ক্যাম করে, তাদের ২০২৪ বা ২৫ অব্দি যে লাইসেন্স আছে, তারা সেটার দিকে তাকাবে না। ইভ্যালি বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটগুলো বাংলাদেশে লাইসেন্স নিয়েই তাদের কার্যক্রম শুরু করেছিলো। তারাও মানুষকে স্ক্যাম করেছে। স্ক্যাম করে ফেললে লাইসেন্স সেই স্ক্যাম আটকাতে পারবে না। আর তারা যে লাইসেন্স এর কথা বলছে সেটা আদৌ আছে কি না সেটা কেউ জানে না। প্রতারক রা আপনার বিশ্বাস অর্জনের জন্য অনেক কিছুই করবে। এস পি সির মতো প্রতিস্ঠান বাংলাদেশে লাইসেন্স পায় কিভাবে? ঘেটে দেখা গেছে ওরা একটা ট্রেড লাইসেন্স নিয়ে কাজ শুরু করেছিলো। MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।
|
|
|
|
DYING_S0UL
|
|
August 07, 2023, 01:07:20 PM |
|
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা? ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
August 07, 2023, 01:15:43 PM |
|
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?
ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না।
|
|
|
|
2Pizza410000BTC
|
|
August 07, 2023, 03:20:10 PM Merited by EFS (2), LDL (1) |
|
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?
ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না। ভাই বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি যে এই দেশে আপনি পজিটিভ কোন কিছুর মূল্যায়ন পাবেন না। বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আপনি কোনদিনও সৎ বিচার পাবেন না। আপনি কি মনে করেছেন এদেশে প্রশাসনের লোকদের না কিনে তারা এত বড় বিজনেস চালাচ্ছে? অবশ্যই আপনি খতিয়ে দেখুন না কেন প্রশাসনের লোক তো অবশ্যই আছে সাথে রাজনীতি মহলের বড় বড় রাগোভ বোয়াল এখানে জড়িত আছে। আপনি সৎভাবে এটার যতই প্রতিবাদ করুন না কেন এখানে অসৎ ভাবে বসে আছে বড় মহলের বিশিষ্টজনেরা। বাংলাদেশে কোন বিজনেস আইনের লোকদের ফাঁকি দিয়ে করা সম্ভব না অথচ MTFE এর মত একটি এমএলএস বিজনেস প্রতিষ্ঠান কিভাবে শত শত মানুষ কে নিয়ে পার্টি করে সংবাদ সম্মেলন করে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন না কেন আইনে।র লোকরা এসব পার্টির তত্ত্বাবধায় করে। এবং দিনশেষে লক্ষ লক্ষ টাকা পকেটে পুষিয়ে নেয়। আমার রাজশাহী বিভাগে এই সকল এমএলএস বিজনেস কোম্পানির ভক্ত বেশি কিন্তু আমার আশেপাশে এই সমস্ত ভক্ত দেখতে পাচ্ছি না। আর পাইলেও কি করব নিজের টাকা সে ইনভেস্ট করবে এতে আমার কি। আমি যদি তাদেরকে নিষেধ করতে যাই তাহলে উল্টো তারা আমার সাথে ফাপর নেবে। তাই তাদের নিজের খেয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। @learn bitcoin বড় ভাই আপনাকে পরামর্শ দেওয়ার কোন যোগ্যতা আমার নেই কিন্তু একটা বিষয় বলি যেটা আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিলিয়ে দেখতে পারেন। আপনি যখন এগুলো নিয়ে আইনের লোকের কাছে ডায়েরি করতে যাবেন তখন আইনের লোকেরা আপনাকে বাহবা দিলেও পরবর্তীতে তারা এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন মহলে আলাপ আলোচনা করবে এবং পরবর্তীতে তারা পদক্ষেপের পরিবর্তে উল্টো আপনার সাথে অন্যরকম কিছু করতে পারে। বাংলাদেশে আইনের লোকদের সাথে এসব বিষয়ে কোন কিছু শেয়ার করতে যাবেন না। আমি আপনি যেভাবে আছি সেভাবেই থাকি না কেন অহেতুক এসব বিষয় নিয়ে আমার আপনার মূল্যবান সময় নষ্ট করতে যাব কেন। যেহেতু আমি আর আপনি বিনিয়োগ তো করছি না, বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে আপনার বিনিয়োগ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে লোকসানের সম্মুখীন হলে কেউ দায়ী থাকবে না। সুতারা আমি আর আপনি ভালো থাকলেই দুনিয়া ভালো।
|
|
|
|
DYING_S0UL
|
|
August 07, 2023, 03:25:34 PM |
|
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?
ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না। ভাই বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি যে এই দেশে আপনি পজিটিভ কোন কিছুর মূল্যায়ন পাবেন না। বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আপনি কোনদিনও সৎ বিচার পাবেন না। আপনি কি মনে করেছেন এদেশে প্রশাসনের লোকদের না কিনে তারা এত বড় বিজনেস চালাচ্ছে? অবশ্যই আপনি খতিয়ে দেখুন না কেন প্রশাসনের লোক তো অবশ্যই আছে সাথে রাজনীতি মহলের বড় বড় রাগোভ বোয়াল এখানে জড়িত আছে। আপনি সৎভাবে এটার যতই প্রতিবাদ করুন না কেন এখানে অসৎ ভাবে বসে আছে বড় মহলের বিশিষ্টজনেরা। বাংলাদেশে কোন বিজনেস আইনের লোকদের ফাঁকি দিয়ে করা সম্ভব না অথচ MTFE এর মত একটি এমএলএস বিজনেস প্রতিষ্ঠান কিভাবে শত শত মানুষ কে নিয়ে পার্টি করে সংবাদ সম্মেলন করে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন না কেন আইনে।র লোকরা এসব পার্টির তত্ত্বাবধায় করে। এবং দিনশেষে লক্ষ লক্ষ টাকা পকেটে পুষিয়ে নেয়। আমার রাজশাহী বিভাগে এই সকল এমএলএস বিজনেস কোম্পানির ভক্ত বেশি কিন্তু আমার আশেপাশে এই সমস্ত ভক্ত দেখতে পাচ্ছি না। আর পাইলেও কি করব নিজের টাকা সে ইনভেস্ট করবে এতে আমার কি। আমি যদি তাদেরকে নিষেধ করতে যাই তাহলে উল্টো তারা আমার সাথে ফাপর নেবে। তাই তাদের নিজের খেয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। @learn bitcoin বড় ভাই আপনাকে পরামর্শ দেওয়ার কোন যোগ্যতা আমার নেই কিন্তু একটা বিষয় বলি যেটা আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিলিয়ে দেখতে পারেন। আপনি যখন এগুলো নিয়ে আইনের লোকের কাছে ডায়েরি করতে যাবেন তখন আইনের লোকেরা আপনাকে বাহবা দিলেও পরবর্তীতে তারা এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন মহলে আলাপ আলোচনা করবে এবং পরবর্তীতে তারা পদক্ষেপের পরিবর্তে উল্টো আপনার সাথে অন্যরকম কিছু করতে পারে। বাংলাদেশে আইনের লোকদের সাথে এসব বিষয়ে কোন কিছু শেয়ার করতে যাবেন না। আমি আপনি যেভাবে আছি সেভাবেই থাকি না কেন অহেতুক এসব বিষয় নিয়ে আমার আপনার মূল্যবান সময় নষ্ট করতে যাব কেন। যেহেতু আমি আর আপনি বিনিয়োগ তো করছি না, বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে আপনার বিনিয়োগ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে লোকসানের সম্মুখীন হলে কেউ দায়ী থাকবে না। সুতারা আমি আর আপনি ভালো থাকলেই দুনিয়া ভালো। ভাই মনে হয় একটু ইমোশনাল হয়ে গেছেন থাক ভাই বাদ দেন বাঙালি। যা বলার সবই আপনি বলে দিসেন, কিছু বলার মতো নাই। শুধু একটা শেষ কথা এদেশে উচিত কথার ভাত নাই।
|
|
|
|
2Pizza410000BTC
|
|
August 07, 2023, 03:37:03 PM |
|
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা? ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে। আচ্ছা ভাই উপরের ছবিগুলোতে বেশিরভাগ মানুষগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে টুপি পাঞ্জাবি ফতুয়া পড়ুয়া। সিরাজগঞ্জে বসবাস করায় আমি এই সকল টুপি দারিয়ালা লোকদের সম্পর্কে জানি। আমি সাধারণত সরকার বিরোধী রাজনীতি দলের সাথে যুক্ত। বাড়িতে অর্ধেক লোক জামাত-শিবিরের রাজনীতি করে তাই সাধারণত এই টুপি দাড়িওয়ালা লোকদের দুঃখ সম্পর্কে কিছুটা হলেও বুঝি। বেশিরভাগ টুপি দাড়িওয়ালা লোকেরা উপরের সেমিনারে অংশগ্রহণ করেছে অথচ প্রশাসনের লোকেরা এই সকল লোকদের গতি প্রকৃতি সম্পর্কে জানেনা এটা আপনারা বিশ্বাস করেন। এইটা যদি কোন ইসলামিক শিক্ষামূলক সেমিনার হতো তাহলে এদেরকে জামাত শিবির বিএনপির লোক বলে চালিয়ে দিত। অথচ কিভাবে বর্ণিল পরিবেশে সেমিনার করছে অথচ এদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নীরব। মানে কি, প্রশাসনকে আগে পেট ভরিয়েছে তারপর সেমিনারের ব্যবস্থা করেছে। ধন্যবাদ আর কিছু লিখলাম না। রাজনৈতিক কিছু কথা চলে আসায় আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
|
|
|
|
LDL
|
|
August 08, 2023, 12:42:33 AM Last edit: August 08, 2023, 12:52:41 AM by LDL |
|
আসলেই ভাই MTFE তে কেউ বিনিয়োগ করবেন না কেননা এই পু****মারা কোম্পানি মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখেন। এই কোম্পানি সপ্তাহে দুই দিন ছুটির দিন পালন করে। তাহলে মাসে ২২ দিন চালু থাকে। আবার সপ্তাহে একদিন প্রফিটের পরিবর্তে লস দেখায়। তাহলে মাসে প্রফিট দেয় ১৮ দিন। যেদিন লস দেখায় সেদিন প্রফিট তো আর দেয় না এবং সেদিন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় প্রতিদিন যা প্রফিট দেয় তার চেয়ে বেশি কেটে নেয়। তাহলে মাসে আরো ৪ দিন প্রফিট কেটে নেওয়ার কারণে বাদ পড়ে যাবে। তাহলে মাসে প্রফিট পেলাম 14 দিন। মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। তবে এই কোম্পানি উড়াল দেবে কিনা তা জানি না কিন্তু মানুষকে যেভাবে বোকা বানিয়ে পু **** মারছে তাতে উড়াল দিলে MTFE কোম্পানির লস হবে। মানুষকে এভাবে বোকা বানানো কোম্পানিগুলো কিন্তু আসলে আমরাই প্রশ্রয় দিচ্ছি। একটু ভেবেচিন্তে দেখলে এই কোম্পানিগুলো মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি ভাই কথাটা ঠিকই বলেছেন যে আইনের লোকের পেট না ভরিয়ে এই সমস্ত কোম্পানিগুলো অবাধে ব্যবসা-বাণিজ্য করতে পারত না। আগে যদি সংশোধন করতেই হয় তাহলে আইনের লোকদের সংশোধন করা উচিত। গ্রামের একটা প্রবাদ আছে না যে সরষে দিয়ে ভূত তাড়াবো সরষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমন হবে। শনিবার ও রবিবার বন্ধের আগে আমার ব্যালেন্স ছিল ২১৭ ডলার কিন্তু আজকে কোম্পানি আমাকে প্রফিট এর পরিবর্তে লস দেখিয়ে সাত ডলার কেটে নিয়ে ২১০ ডলার ব্যালেন্স রেখেছে। শালার কোম্পানি এভাবেই ২৩মারবে। মাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2380
Merit: 1301
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
August 08, 2023, 12:54:16 AM |
|
|
|
|
|
halim50_
Member
Offline
Activity: 168
Merit: 65
|
|
August 08, 2023, 04:41:05 AM |
|
মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। ভাই আপনার কথা শতভাগ সত্য বলে আমার কাছে মনে হচ্ছে। আমাদের মধ্যে ব্যাপকভাবে সচেতনতার অভাব আছে। আমি রিসেন্ট একটি ইন্সিডেন্টের কথা মনে করে দিতে চাচ্ছি eMovie. আমার পরিচিত অনেক বন্ধু তাদের সর্বস্ব এখানে হারিয়েছে এবং হারানোর পরে প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছে। তাই নিঃসন্দেহে বলা যায় এ সকল ক্ষেত্রে আইনের ফাঁকফোকর অনেক আছে যা সংশোধন করে একটি সুরক্ষিত ব্যবস্থা গড়ে তোলা অতীব জরুরী।
|
|
|
|
EKRAA
Newbie
Offline
Activity: 5
Merit: 0
|
|
August 08, 2023, 06:35:57 AM |
|
আসলেই ভাই MTFE তে কেউ বিনিয়োগ করবেন না কেননা এই পু****মারা কোম্পানি মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখেন। এই কোম্পানি সপ্তাহে দুই দিন ছুটির দিন পালন করে। তাহলে মাসে ২২ দিন চালু থাকে। আবার সপ্তাহে একদিন প্রফিটের পরিবর্তে লস দেখায়। তাহলে মাসে প্রফিট দেয় ১৮ দিন। যেদিন লস দেখায় সেদিন প্রফিট তো আর দেয় না এবং সেদিন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় প্রতিদিন যা প্রফিট দেয় তার চেয়ে বেশি কেটে নেয়। তাহলে মাসে আরো ৪ দিন প্রফিট কেটে নেওয়ার কারণে বাদ পড়ে যাবে। তাহলে মাসে প্রফিট পেলাম 14 দিন। মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। তবে এই কোম্পানি উড়াল দেবে কিনা তা জানি না কিন্তু মানুষকে যেভাবে বোকা বানিয়ে পু **** মারছে তাতে উড়াল দিলে MTFE কোম্পানির লস হবে। মানুষকে এভাবে বোকা বানানো কোম্পানিগুলো কিন্তু আসলে আমরাই প্রশ্রয় দিচ্ছি। একটু ভেবেচিন্তে দেখলে এই কোম্পানিগুলো মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি ভাই কথাটা ঠিকই বলেছেন যে আইনের লোকের পেট না ভরিয়ে এই সমস্ত কোম্পানিগুলো অবাধে ব্যবসা-বাণিজ্য করতে পারত না। আগে যদি সংশোধন করতেই হয় তাহলে আইনের লোকদের সংশোধন করা উচিত। গ্রামের একটা প্রবাদ আছে না যে সরষে দিয়ে ভূত তাড়াবো সরষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমন হবে। শনিবার ও রবিবার বন্ধের আগে আমার ব্যালেন্স ছিল ২১৭ ডলার কিন্তু আজকে কোম্পানি আমাকে প্রফিট এর পরিবর্তে লস দেখিয়ে সাত ডলার কেটে নিয়ে ২১০ ডলার ব্যালেন্স রেখেছে। শালার কোম্পানি এভাবেই ২৩মারবে। https://www.talkimg.com/images/2023/08/08/Gkcmf.jpegমাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে। বাংলাদেশের সর্বক্ষেত্রে এখন মানুষ প্রতারিত হচ্ছে। আমিও এই সাইটে অনেক আগে একটি একাউন্ট করে রেখেছিলাম ভেবেছি বিনিয়োগ করা শুরু করব কিন্তু আপনাদের এই রকম পোস্ট দেখে বিনিয়োগ করার শখ মিটে গেছে। আমি ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়ে একাউন্ট করেছিলাম তবে এখনো কোনো ডলার ডিপোজিট করিনি। আমি জানতে চাচ্ছি যে এখানে কি সব ধরনের ক্রিপ্টোকারেন্সি টোকেন সাপোর্ট করে।
|
|
|
|
Blackboy.1
Newbie
Offline
Activity: 227
Merit: 0
|
|
August 08, 2023, 11:37:03 AM |
|
আসসালামু আলাইকুম আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট পাওয়া যায় না। কিন্তু ডিটেকটিভ নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট দিবে, তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়। Detective: https://t.me/Bounties
|
|
|
|
RewFrew
Full Member
Offline
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
August 08, 2023, 11:51:27 AM |
|
আসসালামু আলাইকুম আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট পাওয়া যায় না। কিন্তু ডিটেকটিভ নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট দিবে, তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়। Detective: https://t.me/Bounties আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি মূলত বাউন্টি সম্পর্কে বলতে চেয়েছেন। আসলে সত্যি কথা বলতে বাউন্টি আর আগের মতো জনপ্রিয় নেই। এখন কোম্পানিগুলো আরো অনেক মাধ্যমে তাদের প্রজেক্ট গুলো লাউঞ্জ করছে যেমন মাইনিং এপস। মাইনিং এপস এখন বাউন্টির বাজার অনেকটা দখল করে দিছে। তারপরও অনেকে বাউন্টি থেকে ভালো ইনকাম করছে। তবে আপনি যে বাউন্টি ম্যানেজারের কথা বলেছেন বাউন্টি ডিটেকটিভ তারা অত্যন্ত ভালো। তাদের প্রজেক্ট গুলোতে পেমেন্ট নিশ্চয়তা রয়েছে বলে আমি জানি।
|
|
|
|
2Pizza410000BTC
|
|
August 08, 2023, 12:03:44 PM |
|
আসসালামু আলাইকুম আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট পাওয়া যায় না। কিন্তু ডিটেকটিভ নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট দিবে, তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়। Detective: https://t.me/Bountiesঅলাইকুম আসসালাম। আপনি বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসেছেন এর জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তবে এখানে আপনার মত ইউজারদের অনেক প্রয়োজন কিন্তু আপনারা একটা বা দুইটা মেরিট হলেই এই থ্রেড চিরতরে পরিত্যাগ করেন এটা আসলে কাম্য নয়। আপনারা বাউন্টিতে কাজ করেন ভালো কথা মাঝে মাঝে এখানে দু-চারটা পোস্ট করলে সমস্যা হয় না। আশা করি আপনারা নতুন যারা এখানে এসেছেন আপনারা এখানে নিয়মিত একটিভ থাকবেন। বাউনটিতে পেমেন্ট করে এরকম দু'চারটা ম্যানেজার আছে বাকি সবাই নিরীহ বাওনটি হান্টারদের সাথে প্রতারণা করে। বাউন্টি ডিটেকটিভ টিম অনেক সৎ এবং তাদের হান্টারদের পেমেন্ট করে। আশা করি আপনি আপনার বাউন্টি লাইফ নিয়ে সুখে থাকুন।
|
|
|
|
Queen707
Newbie
Offline
Activity: 12
Merit: 0
|
|
August 08, 2023, 12:13:11 PM |
|
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
|
|
|
|
Learn Bitcoin
|
|
August 08, 2023, 12:25:03 PM |
|
বাউনটিতে পেমেন্ট করে এরকম দু'চারটা ম্যানেজার আছে বাকি সবাই নিরীহ বাওনটি হান্টারদের সাথে প্রতারণা করে। বাউন্টি ডিটেকটিভ টিম অনেক সৎ এবং তাদের হান্টারদের পেমেন্ট করে। আশা করি আপনি আপনার বাউন্টি লাইফ নিয়ে সুখে থাকুন।
এখানে আসলে দোষ টা কাকে দিবো বলেন। প্রথমত বাউন্টি ম্যানেজার রা তাদের ক্যাম্পেইনে অলরেডি বলে দেয় যে ফান্ড ইস্ক্রো করা নাই। আমরা শুধু ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করছি, পেমেন্ট বাউন্টি শেষ হলে সেই কোম্পানি রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করবে। অনেক বাউন্টির শেষে দেখা যায় যে সেই প্রজেক্ট আর বাউন্টি হান্টারদের পেমেন্ট করে না। এখানে ক্যাম্পেইন ম্যানেজারের আসলে কিছু করার নেই। কারন তারা এসব প্রজেক্ট এর সাথে যুক্ত থাকে না। আবার অন্য দিক দিয়ে আপনি তাদের কে দোষ দিতে পারেন যে, তাহলে তারা এসক্রো ছাড়া ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে কেনো? এজন্যই তো কোম্পানি গুলো স্ক্যাম করতে পারে। কথাটা খানিকটা সঠিক। কিন্তু একজন ম্যানেজার এটা না করলেও এমন অনেকেই আছে যারা এসক্রো ছাড়া ক্যাম্পেইন রান করে দিবে। সুতরাং এসক্রো এর দোহাই দিয়ে ক্যাম্পেইন ছেড়ে দিলে আসলে তাদের লস।
|
|
|
|
|