প্রশ্ন:- একটি বিটকয়েন টল্ক একাউন্ট মাল্টিপুল একাউন্ট কিনা, এটি চেক করার জন্য এমন কোন ওয়েবসাইট আছে কি?
হ্যা বিটকয়েন টল্ক একাউন্ট মাল্টিপুল একাউন্ট আছে কিনা এটা চেক করার জন্য আপনি
1.
https://bpip.org/Profile?id=35063042.
https://loyce.club/3.
https://ninjastic.space/user/id/191192এই তিনটি টুলস এর মাধ্যেমে আপনে চেক করতে পারবেন যদি কারো মাল্টিপুল একাউন্ট থাকে।তবে বিটকয়েন টল্ক একাউন্ট গুলো যদি একই ওয়ালেট একাদিক একাউন্ট গুলোতে ব্যাবহার করে তাহলে আপনে এই টুলস গুলোর মাধ্যেমে খুবই সহজেই সনাক্ত করতে পারবেন মাল্টিপুল একাউন্ট ব্যাবহার করে নাকি।
দারুন ভাই আপনে একাউন্ট খুলেই একেবারে সকল টুলস সম্পর্কে জানেন। আপনার পোস্ট সন্দেহজনক যে আপনি ফোরামে নতুন না যাইহোক যেহেতু একাধিক একাউন্ট ব্যবহার করা কোনো অপরাধ না তাই আপনি এটা করতেই পারে। তবে আমার কথা হলো কোনো স্কাম, স্পাম, প্লাগারিসম পোস্ট এগুলোর সাথে জরাইয়েন না তাহলেই হবে। বাংলাদেশ বোর্ডে এসে এখন অনেক ভালো লাগে যে শিট পোস্ট কমে যাচ্ছে ধীরে ধীরে এবং পোস্টের মান বৃদ্ধি পাইতেছে।
আমাদের বোর্ড এর নাম বাংলাদেশ না রেখে বাংলাদেশ অনুবাদ বোর্ড অথবা বাংলাদেশ নিউজ শেয়ার বোর্ড রাখা উচিত। অনেকেই শুধু নিউজ শেয়ার করেন আবার অনেকে শুধু মেগা পোস্ট গুলো অনুবাদ করছেন। এসব করা খারাপ তা বলছি না তবে যে বিষয় টা শেয়ার করতেসেন সেগুলো আমাদের বোর্ড এর জন্য উপযোগী কিনা সেটা ভেবে দেখেন না। @Z_MBFM ভাই অনেক কষ্ট করে সুন্দর একটা অনুবাদ করেছেন কিন্তু এটা আমাদের বোর্ড এর মেম্বারদের কি কাজে লাগবে সেটা কি যাচাই করে দেখেছেন? এতো বড়ো অনুবাদ পোস্ট এর জন্য আলাদা টপিক করা দরকার হয় যাতে সহজেই এটা কেউ খুঁজে পায় কিন্তু আপনাদের এই সব অনুবাদ তো অনেক নিচে চলে যাবে। আপনাদের কষ্টই বৃথা। কথাগুলো আপনাকে মেনশন করে সবার উদ্দেশে বলা যারা এরকম করছেন। আপনার কাজ কে ছোট করা উদ্দেশ্য নয়। আপনার একটা অনুবাদ পোস্ট ইমেজ সহ এত বড়ো হয়েছে যে স্ক্রল করতে করতে দিন শেষ।
আমরা এখনো লোকাল বোর্ড পাইনাই তাই আমাদের এই সমস্যা পোহাতেই হইবো কিছু করার নাই৷ তবে আপনি যে কথাটা বললেন তার পক্ষে আমি না কারন যেহেতু বাংলাদেশের লোকাল বোর্ড নাই তাই এই একটা টপিকের মধ্যেই সকল ধরনের পোস্ট করা হয় তাই কোনো নির্দিষ্ট জিনিস উল্লেখ করে টপিকের নাম রাখাটা যৌক্তিক না। এখনকার নামই ঠিক আছে। আর সবার বেশি বেশি এখানে পোস্ট করে যান তাইলে লোকাল বোর্ডের জন্য আবেদন করা যাবে তখন যা ইচ্ছা নাম দিয়া দিয়া টপিক খুলতে পারবেন। তাই যে নামে এই টপিক দীর্ঘদিন ধরে পরিচিত সেই টপিকের নাম পরিবর্তন করার পক্ষে আমি না।
আমি জানি যারা এসব করছেন মেরিট এর জন্য করছেন। আবার আপনারা অনুবাদ করতেই পারেন যদি আপনাদের এই বিষয়ে দক্ষতা থাকে কিন্তু এ জন্য গ্লোবাল বোর্ড এর সব টপিক অনুবাদ করার কারণ দেখিনা। যেসব বিষয়ে নতুন মেম্বার রা বার বার সমস্যায় পড়তেসেন বা অনুসন্ধান করতেছে সে সব টপিক অনুবাদ করেন আর আপনাদের নিজেদের গ্লোবাল বোর্ড এ কোনো টপিক থাকলে সেসব টপিক দরকারি হলে সেসব অনুবাদ করেন। আমাদের বাঙালিদের যোগ্যতা কি খালি অনুবাদ করা আর টুইটার নিউজ শেয়ার দেওয়া ?
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি।
ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন
- এখনে রেপুটেবল মেম্বারদের পোস্ট ট্রান্সলেট করার তারা মেরিট দেওয়ার উদ্দেশ্যই হোক রিভিউ করার তারা কিন্তু এখানে ভিজিট করতেছেন, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট
- এই ট্রান্সলেট গুলা তারা তাদের টপিকের নিচে লিস্ট করে রাখতেছেন এর কারণে সেই টপিক গুলা যারা পড়তেছে তারা দেখতেছে যে এগুলো বাংলাতে ট্রান্সলেট করা হচ্ছে । আর এভাবে আমাদের বাংলা টপিকেরও রেপুটেশন অনেক বাড়তেছে
- আমরা যখন লোকাল বোর্ডের জন্য আবেদন করব তখন এই ট্রান্সলেট গুলাই আমাদের অনেকটা বেশি সাপোর্ট দেবে লোকাল বোর্ড পাওয়ার জন্য এবং তাদের পোস্ট ট্রান্সলেট করা হইতেছে তারাও সাপোর্ট করবো তখন
- ট্রান্সলেট করার জন্য মেরিট পাওয়া যাইতেছে এক্ষেত্রে কারো ব্যাঙ্ক আপ হইতাছে আমার সঙ্গে সঙ্গে তার Smerit জেনারেট হইতেছে যেহেতু আমাদের বাংলাতে কোনো মেরিট সোর্স নাই। তাই এই Smerit গুলাই আমাদের বাংলাতে বিতরণ করে আমাদের অ্যাকাউন্ট গুলা একটি ভালো পজিশনে নেওয়া সম্ভব হইতেছে। আর একটা লোকাল বোর্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে বোর্ডের মধ্যে অধিক পরিমাণে বড় অ্যাকাউন্ট থাকা আবশ্যক এক্ষেত্রে সাপোর্টটা বেশি পাওয়া যায়
আরো অনেক কিছুই আছে বেশি বড় করে পোস্ট করলে আবার আপনারা পড়তে যাবেন না। তবে আপনার কথার প্রেক্ষিতে কথাগুলো বলতে হল। আপনিতো বাংলার জন্য তেমন কিছুই করতেছেন না আপনি ব্যস্ত আছেন সিগনেচার রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য কারণ আপনার উদ্দেশ্যে হল এটা আর এ কারণে আপনি গ্লোবালে ছোট ছোট পোস্ট করে যাচ্ছে আমি আপনার পোস্ট হিস্টরি দেখছি সেগুলো দেখে আপনারা তেমন অজ্ঞানী মানুষ মনে হয় নাই তবে এখানে এসে যে কথাটা বললেন তাতে ভাবছিলাম আপনি অনেক জ্ঞানী হবেন
আমি কারো বিপক্ষে কথা বলতে চাই না কারণ আমরা সবাই বাঙ্গালী আর বাংলাতে ভালো কিছু করার জন্য সবাইকে একজোট থাকতে হবে । তাই দয়া করে কিছু মনে করবেন না এই কথায়
এসব বন্ধ করে সবাই মিলে কন্সট্রাক্টিভ আলোচনা করি। আমার লোকাল বোর্ডে পোস্ট না করার অনেকগুলো কারণ এর মধ্যে এটা একটা। আমরা যদি নিজেদের উন্নত করার চেষ্টা না করি তাহলে আমরা কোনো দিনই আমাদের বোর্ড পাবো না। Little Mouse ভাই যদি নিজের যোগ্যতাই DT মেম্বার হতে পারে আমাদের চেষ্টা না করার কারণ দেখিনা। মেরিট এর পিছনে না দৌড়ায়ে নিজেদের নলেজ বাড়ান মেরিট আপনাদের পিছনে দৌড়াবে।
হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি
তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে।
অনেক নতুন মেম্বার দেখতেসি ফোরাম এ যোগ দিয়েই টুলস খুজতেছে কিভাবে মাল্টি একাউন্ট খুঁজে বের করা যায় , আবার অনেকে অনুবাদ করার টুলস খুজতেছে! এরা যে কেমন নতুন মেম্বার তা বুঝাই যাচ্ছে। আমাদের লোকাল বোর্ড এর বিষয়ে যেটুকু আশা ছিলো একসময় এখন মনে হচ্ছে সেটা কোনোদিনই পূরণ হবে না।
খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।