HelliumZ
|
 |
October 21, 2023, 12:29:31 AM |
|
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন - - অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
- ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
- কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
- মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
উপরে কথাগুলো একজন বিনিয়োগকারী জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনোদকারীকে অবশ্যই বেশ কতগুলো বিষয় খেয়াল রেখে ট্রেডিং বা হোল্ডিং করতে হবে। ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ অবশ্যই বর্জন করতে হবে। আবেগ বা ভয় নিয়ে ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই লোকসানের সম্মুখীন হতেই হবে। আপনি যেখানে কোন একটি টোকেন হোল্ড করেছেন কিন্তু বেশ কয়েকদিন পর দেখলেন আপনার কিছু পরিমাণ প্রফিট এসেছে ওই সময় যদি আপনি আবেগের বশবর্তী হয়ে আপনার পুরো টোকেন বিক্রি করে দেন সে ক্ষেত্রে আপনার টোকেন পরবর্তীতে আরো বেশি পরিমাণে পাম্প করলে শুধুমাত্র আবেগের জন্য অনেক সময় বড় ধরনের প্রফিট মিস করতে হয়। তাই আবেগ নিয়ে ই কখনো ট্রেড করতে চাওয়ার উচিত নয়। আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি আবেগ দিয়ে ক্রিপ্টো ট্রেডিং করা যাবে না কারণ আমরা যদি আবেগ দিয়ে ট্রেডিং করার চেষ্টা করি তাহলে আমাদের সিদ্ধান্তটা সঠিক হবে না। আমরা যখন কোন কিছুতে ট্রেডিং করার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমরা যদি বেশি আবেগপ্রবণতা হয়ে পড়ি সেটাও আমাদের জন্য অনেকটা ক্ষতিকর । ট্রেডিং করতে গেলে আবেগ বা ভয় পেলে চলবে না আমাদেরকে অনেক সতর্কতার সঙ্গে ট্রেডিং করতে হবে। আমরা যদি কোন কিছু ট্রেডিং করি অতিরক্ত লাভের আশা করা যাবে না যেমন আমি ও কয়েন ইনভেস্ট করলাম এটা করার জন্য আমি কোটিপতি হয়ে যাবে এরকম মনোভাব রাখা যাবে না। যদি এরকম মনোনিবেশ নিয়ে আমরা কোন কিছুতে ট্রেডিং করি তাহলে ব্যবসা করতে গেলে ঝুকি তো থাকবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু সব সময় যে আমি এই মনোভাব নিয়ে ব্যবসা করলে ক্ষতি হয়ে যায়। আমরা সাধারণত যারা ছোট ছোট ট্রেডার তারা সহজে আবেগ কন্ট্রোল করতে পারব না। বিশেষ করে ধরুন আমি ১০০ ডলার বিনিয়োগ করলাম কিছুদিন পর দেখলাম আমার ওয়ালেটে ১৩০ ডলার শো করছে। যেহেতু আমি একটি ছোট ট্রেডার তাই আমার কাছে এখানে ৩০ ডলার অনেক বেশি এখানে আমার আবেগ কাজ করবে না। তাই যতই আবেগের কথা বলি না কেন ৩০ ডলার প্রফিট মানে অনেক কিছু তাই আমি কোন কিছু তোয়াক্কা না করে বিক্রি করে দেব। তাই বিশেষ করে যেখানে বিবেক কাজ করে সেখানে আবেগের কোন জায়গা নেই। তাছাড়া যারা বড় বড় ট্রেডার তাদের অবশ্যই এরকম আবেগ কন্ট্রোল করার সিস্টেম জানা আছে। মনে করেন মাইকেল সেলার এক লক্ষ 58 হাজারের উপরে বিটকয়েন ওয়ালেটে সঞ্চয় করে রেখেছেন। তার প্লান সে এটি হোল্ড করে রাখবে তাই বিটকয়েন ৭০ হাজার ওঠার পরও তিনি কিন্তু বিটকয়েন বিক্রি করেননি। তাই তাদের ক্ষেত্রে বিবেক আবেগ দুটোই সমানভাবে কাজ করে কিন্তু কখনো বিবেকের কাছে আবেগ জয়লাভ করে না বরং তারা ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে বলেই বর্তমানে তারা পৃথিবীর বড় বড় ইনভেস্টারদের মধ্যে একজন।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Bitcoin_people
|
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন - - অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
- ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
- কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
- মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
উপরে কথাগুলো একজন বিনিয়োগকারী জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনোদকারীকে অবশ্যই বেশ কতগুলো বিষয় খেয়াল রেখে ট্রেডিং বা হোল্ডিং করতে হবে। ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ অবশ্যই বর্জন করতে হবে। আবেগ বা ভয় নিয়ে ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই লোকসানের সম্মুখীন হতেই হবে। আপনি যেখানে কোন একটি টোকেন হোল্ড করেছেন কিন্তু বেশ কয়েকদিন পর দেখলেন আপনার কিছু পরিমাণ প্রফিট এসেছে ওই সময় যদি আপনি আবেগের বশবর্তী হয়ে আপনার পুরো টোকেন বিক্রি করে দেন সে ক্ষেত্রে আপনার টোকেন পরবর্তীতে আরো বেশি পরিমাণে পাম্প করলে শুধুমাত্র আবেগের জন্য অনেক সময় বড় ধরনের প্রফিট মিস করতে হয়। তাই আবেগ নিয়ে ই কখনো ট্রেড করতে চাওয়ার উচিত নয়। আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি আবেগ দিয়ে ক্রিপ্টো ট্রেডিং করা যাবে না কারণ আমরা যদি আবেগ দিয়ে ট্রেডিং করার চেষ্টা করি তাহলে আমাদের সিদ্ধান্তটা সঠিক হবে না। আমরা যখন কোন কিছুতে ট্রেডিং করার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমরা যদি বেশি আবেগপ্রবণতা হয়ে পড়ি সেটাও আমাদের জন্য অনেকটা ক্ষতিকর । ট্রেডিং করতে গেলে আবেগ বা ভয় পেলে চলবে না আমাদেরকে অনেক সতর্কতার সঙ্গে ট্রেডিং করতে হবে। আমরা যদি কোন কিছু ট্রেডিং করি অতিরক্ত লাভের আশা করা যাবে না যেমন আমি ও কয়েন ইনভেস্ট করলাম এটা করার জন্য আমি কোটিপতি হয়ে যাবে এরকম মনোভাব রাখা যাবে না। যদি এরকম মনোনিবেশ নিয়ে আমরা কোন কিছুতে ট্রেডিং করি তাহলে ব্যবসা করতে গেলে ঝুকি তো থাকবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু সব সময় যে আমি এই মনোভাব নিয়ে ব্যবসা করলে ক্ষতি হয়ে যায়। আমরা সাধারণত যারা ছোট ছোট ট্রেডার তারা সহজে আবেগ কন্ট্রোল করতে পারব না। বিশেষ করে ধরুন আমি ১০০ ডলার বিনিয়োগ করলাম কিছুদিন পর দেখলাম আমার ওয়ালেটে ১৩০ ডলার শো করছে। যেহেতু আমি একটি ছোট ট্রেডার তাই আমার কাছে এখানে ৩০ ডলার অনেক বেশি এখানে আমার আবেগ কাজ করবে না। তাই যতই আবেগের কথা বলি না কেন ৩০ ডলার প্রফিট মানে অনেক কিছু তাই আমি কোন কিছু তোয়াক্কা না করে বিক্রি করে দেব। তাই বিশেষ করে যেখানে বিবেক কাজ করে সেখানে আবেগের কোন জায়গা নেই। তাছাড়া যারা বড় বড় ট্রেডার তাদের অবশ্যই এরকম আবেগ কন্ট্রোল করার সিস্টেম জানা আছে। মনে করেন মাইকেল সেলার এক লক্ষ 58 হাজারের উপরে বিটকয়েন ওয়ালেটে সঞ্চয় করে রেখেছেন। তার প্লান সে এটি হোল্ড করে রাখবে তাই বিটকয়েন ৭০ হাজার ওঠার পরও তিনি কিন্তু বিটকয়েন বিক্রি করেননি। তাই তাদের ক্ষেত্রে বিবেক আবেগ দুটোই সমানভাবে কাজ করে কিন্তু কখনো বিবেকের কাছে আবেগ জয়লাভ করে না বরং তারা ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে বলেই বর্তমানে তারা পৃথিবীর বড় বড় ইনভেস্টারদের মধ্যে একজন। ছোট ট্রেডাররা বেশিরভাগ সময় যদি লসের সম্মুখীন হয় তখন তাদের অনেকটা আবেগ কাজ করে এবং সেটা কন্ট্রোল করতে পারে না। আপনি যদি ১০০ ডলার বিনিয়োগ করেন সেখান থেকে যদি প্রফিট ৩০ ডলার লাভ করেন তবে অবশ্যই আপনি নিজেকে একজন ভালো ব্যবসায়ী হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু আসলে ছোট ট্রেডার হিসেবে আপনার এই ৩০ ডলার অনেক বেশি সেজন্যই আপনার তখন আবেগ কাজ করবে না বরং নিজেকে সফল মনে হবে কিন্তু আসলে এটা বিপরীত হতে পারে। আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের বাংলাদেশী একটি ডায়লগ ভাইরাল হয়েছে যেখানে সেই ব্যক্তি বলেছে তার আবেগ কাজ করেছে কিন্তু বিবেক কাজ করে নাই  । ঠিক সেইভাবে যদি আপনার ৩০ ডলার লাভ করে আবেগ কাজ না করে, পরবর্তীতে যদি লস খেয়ে আবেগ বিবেক দুটোই কাজ করে তাহলে তো সমস্যা। বিশ্বের বড় বড় ইনভেস্টাররা আসলে আবেগ কি জিনিস সেগুলো বোঝেনা তারা বিটকয়েন ধরে রেখেছে এটাই তাদের আবেগ। মাইকেল সেলার একজন বিখ্যাত বিনিয়োগকারী এবং বিটকয়েন ধারক তিনি যে পরিমাণ অর্থ হোল্ড করে রেখেছে আমরা তার ১০০ গুণের এক গুন ও হোল্ড করতে পারবো না, কেননা যখন দাম বাড়বে অনেক অর্থ দেখাবে আবার যখন কমবে অনেক কম দেখাবে সেজন্যই আমাদের আবেগটা তখন উত্রেয়ে পড়বে। আমি বিনিয়োগ করেছি তবে কতদিন ধরে রাখতে পারব এটা তা জানি না নিজের আবেগগুলো কন্ট্রোল করতে পারব কিনা সে সম্পর্কে আমার এতটা ধারণা নেই তবে আমি চেষ্টা করবো আমার ইমোশন গুলো কন্ট্রোল করে দীর্ঘ দিন ধরে রাখার। যেহেতু আমি বিটকয়েন এ বিনিয়োগ করেছি তাই সেগুলো দীর্ঘদিন ধরে রাখার চেষ্টা করব বিটকয়েনে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় সেজন্যই সকলের বিটকয়েনের ওপর আস্থা রাখে এবং ইমোশনাল কম হয়।
|
| | | Crafted by Players, for Players ★★★ | ▄▄██▄▄ ▄▄████████▄▄ ▄▄█████▀▀▀▀█████▄▄ ████████░░░░████████ ██████████████████████ ██████████████████████ ██░░██████████████░░██ ███████▀▀█████████████ ██░░███▄▄███████░░████ ██████▀▀████████████ ▀▀███▄▄████░░███▀▀ ▀▀████████▀▀ ▀▀██▀▀ | |
| | █████▄█████████████████▄ ███████░░░░░░░░░░░░░████ ███████████████████████ █████▀▀▀▀█████████████ █████████████▄███████ ███████████▄██ ░░████ ████████████░░██████ ███████████░░██████ ██████████░░███████ █████████░░████████ ████████░░████████ ████████░░████████ ██████████████████ | [ | ► PLAY NOW | ] |
[/ta
|
|
|
sportbitcoin
Newbie
Offline
Activity: 11
Merit: 15
|
 |
October 21, 2023, 02:19:16 AM Last edit: October 21, 2023, 03:03:30 AM by sportbitcoin |
|
বাংলায় অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেটর বাদে আমি অন্য কি উপায়ে অনুবাদ করতে পারি যদি কেউ একটু বুঝিয়ে বলতেন?
অগ্রিম ধন্যবাদ।
Google Translate ছাড়াও আরো কিছু অ্যাপ আছে যেমন Microsoft Translator, iTranslate, U-Dictionary আরো আছে কিন্তু এইগুলাই বেশি জনপ্রিয় আপনে এগুলোর মাধ্যেমে বাংলায় অনুবাদ খুবই সহজেই করতে পারবেন। আর যদি আপনি অন্য কারো পোস্ট ট্রান্সলেট করতে চান। তাহলে নিজের ভাষায় করেন ট্রান্সলেটর ব্যবহার করে কিছু কিছু ওয়ার্ড আপনি নিজেই বুঝতে পারবেন না। কারণ আমরা সঠিক বাংলাতে অভ্যস্ত না। আর এ কারণে আমরা সঠিক বাংলা বুঝি না কারণ আমরা আঞ্চলিক ভাষায় অভ্যস্ত
|
|
|
|
Z_MBFM
|
 |
October 21, 2023, 02:54:24 AM Last edit: October 21, 2023, 03:09:37 AM by Z_MBFM Merited by lovesmayfamilis (1) |
|
প্রশ্ন:- একটি বিটকয়েন টল্ক একাউন্ট মাল্টিপুল একাউন্ট কিনা, এটি চেক করার জন্য এমন কোন ওয়েবসাইট আছে কি?
হ্যা বিটকয়েন টল্ক একাউন্ট মাল্টিপুল একাউন্ট আছে কিনা এটা চেক করার জন্য আপনি 1. https://bpip.org/Profile?id=35063042. https://loyce.club/3. https://ninjastic.space/user/id/191192এই তিনটি টুলস এর মাধ্যেমে আপনে চেক করতে পারবেন যদি কারো মাল্টিপুল একাউন্ট থাকে।তবে বিটকয়েন টল্ক একাউন্ট গুলো যদি একই ওয়ালেট একাদিক একাউন্ট গুলোতে ব্যাবহার করে তাহলে আপনে এই টুলস গুলোর মাধ্যেমে খুবই সহজেই সনাক্ত করতে পারবেন মাল্টিপুল একাউন্ট ব্যাবহার করে নাকি। দারুন ভাই আপনে একাউন্ট খুলেই একেবারে সকল টুলস সম্পর্কে জানেন। আপনার পোস্ট সন্দেহজনক যে আপনি ফোরামে নতুন না যাইহোক যেহেতু একাধিক একাউন্ট ব্যবহার করা কোনো অপরাধ না তাই আপনি এটা করতেই পারে। তবে আমার কথা হলো কোনো স্কাম, স্পাম, প্লাগারিসম পোস্ট এগুলোর সাথে জরাইয়েন না তাহলেই হবে। বাংলাদেশ বোর্ডে এসে এখন অনেক ভালো লাগে যে শিট পোস্ট কমে যাচ্ছে ধীরে ধীরে এবং পোস্টের মান বৃদ্ধি পাইতেছে। আমাদের বোর্ড এর নাম বাংলাদেশ না রেখে বাংলাদেশ অনুবাদ বোর্ড অথবা বাংলাদেশ নিউজ শেয়ার বোর্ড রাখা উচিত। অনেকেই শুধু নিউজ শেয়ার করেন আবার অনেকে শুধু মেগা পোস্ট গুলো অনুবাদ করছেন। এসব করা খারাপ তা বলছি না তবে যে বিষয় টা শেয়ার করতেসেন সেগুলো আমাদের বোর্ড এর জন্য উপযোগী কিনা সেটা ভেবে দেখেন না। @Z_MBFM ভাই অনেক কষ্ট করে সুন্দর একটা অনুবাদ করেছেন কিন্তু এটা আমাদের বোর্ড এর মেম্বারদের কি কাজে লাগবে সেটা কি যাচাই করে দেখেছেন? এতো বড়ো অনুবাদ পোস্ট এর জন্য আলাদা টপিক করা দরকার হয় যাতে সহজেই এটা কেউ খুঁজে পায় কিন্তু আপনাদের এই সব অনুবাদ তো অনেক নিচে চলে যাবে। আপনাদের কষ্টই বৃথা। কথাগুলো আপনাকে মেনশন করে সবার উদ্দেশে বলা যারা এরকম করছেন। আপনার কাজ কে ছোট করা উদ্দেশ্য নয়। আপনার একটা অনুবাদ পোস্ট ইমেজ সহ এত বড়ো হয়েছে যে স্ক্রল করতে করতে দিন শেষ।
আমরা এখনো লোকাল বোর্ড পাইনাই তাই আমাদের এই সমস্যা পোহাতেই হইবো কিছু করার নাই৷ তবে আপনি যে কথাটা বললেন তার পক্ষে আমি না কারন যেহেতু বাংলাদেশের লোকাল বোর্ড নাই তাই এই একটা টপিকের মধ্যেই সকল ধরনের পোস্ট করা হয় তাই কোনো নির্দিষ্ট জিনিস উল্লেখ করে টপিকের নাম রাখাটা যৌক্তিক না। এখনকার নামই ঠিক আছে। আর সবার বেশি বেশি এখানে পোস্ট করে যান তাইলে লোকাল বোর্ডের জন্য আবেদন করা যাবে তখন যা ইচ্ছা নাম দিয়া দিয়া টপিক খুলতে পারবেন। তাই যে নামে এই টপিক দীর্ঘদিন ধরে পরিচিত সেই টপিকের নাম পরিবর্তন করার পক্ষে আমি না। আমি জানি যারা এসব করছেন মেরিট এর জন্য করছেন। আবার আপনারা অনুবাদ করতেই পারেন যদি আপনাদের এই বিষয়ে দক্ষতা থাকে কিন্তু এ জন্য গ্লোবাল বোর্ড এর সব টপিক অনুবাদ করার কারণ দেখিনা। যেসব বিষয়ে নতুন মেম্বার রা বার বার সমস্যায় পড়তেসেন বা অনুসন্ধান করতেছে সে সব টপিক অনুবাদ করেন আর আপনাদের নিজেদের গ্লোবাল বোর্ড এ কোনো টপিক থাকলে সেসব টপিক দরকারি হলে সেসব অনুবাদ করেন। আমাদের বাঙালিদের যোগ্যতা কি খালি অনুবাদ করা আর টুইটার নিউজ শেয়ার দেওয়া ?
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি। ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন - এখনে রেপুটেবল মেম্বারদের পোস্ট ট্রান্সলেট করার তারা মেরিট দেওয়ার উদ্দেশ্যই হোক রিভিউ করার তারা কিন্তু এখানে ভিজিট করতেছেন, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট - এই ট্রান্সলেট গুলা তারা তাদের টপিকের নিচে লিস্ট করে রাখতেছেন এর কারণে সেই টপিক গুলা যারা পড়তেছে তারা দেখতেছে যে এগুলো বাংলাতে ট্রান্সলেট করা হচ্ছে । আর এভাবে আমাদের বাংলা টপিকেরও রেপুটেশন অনেক বাড়তেছে - আমরা যখন লোকাল বোর্ডের জন্য আবেদন করব তখন এই ট্রান্সলেট গুলাই আমাদের অনেকটা বেশি সাপোর্ট দেবে লোকাল বোর্ড পাওয়ার জন্য এবং তাদের পোস্ট ট্রান্সলেট করা হইতেছে তারাও সাপোর্ট করবো তখন - ট্রান্সলেট করার জন্য মেরিট পাওয়া যাইতেছে এক্ষেত্রে কারো ব্যাঙ্ক আপ হইতাছে আমার সঙ্গে সঙ্গে তার Smerit জেনারেট হইতেছে যেহেতু আমাদের বাংলাতে কোনো মেরিট সোর্স নাই। তাই এই Smerit গুলাই আমাদের বাংলাতে বিতরণ করে আমাদের অ্যাকাউন্ট গুলা একটি ভালো পজিশনে নেওয়া সম্ভব হইতেছে। আর একটা লোকাল বোর্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে বোর্ডের মধ্যে অধিক পরিমাণে বড় অ্যাকাউন্ট থাকা আবশ্যক এক্ষেত্রে সাপোর্টটা বেশি পাওয়া যায় আরো অনেক কিছুই আছে বেশি বড় করে পোস্ট করলে আবার আপনারা পড়তে যাবেন না। তবে আপনার কথার প্রেক্ষিতে কথাগুলো বলতে হল। আপনিতো বাংলার জন্য তেমন কিছুই করতেছেন না আপনি ব্যস্ত আছেন সিগনেচার রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য কারণ আপনার উদ্দেশ্যে হল এটা আর এ কারণে আপনি গ্লোবালে ছোট ছোট পোস্ট করে যাচ্ছে আমি আপনার পোস্ট হিস্টরি দেখছি সেগুলো দেখে আপনারা তেমন অজ্ঞানী মানুষ মনে হয় নাই তবে এখানে এসে যে কথাটা বললেন তাতে ভাবছিলাম আপনি অনেক জ্ঞানী হবেন  আমি কারো বিপক্ষে কথা বলতে চাই না কারণ আমরা সবাই বাঙ্গালী আর বাংলাতে ভালো কিছু করার জন্য সবাইকে একজোট থাকতে হবে । তাই দয়া করে কিছু মনে করবেন না এই কথায় এসব বন্ধ করে সবাই মিলে কন্সট্রাক্টিভ আলোচনা করি। আমার লোকাল বোর্ডে পোস্ট না করার অনেকগুলো কারণ এর মধ্যে এটা একটা। আমরা যদি নিজেদের উন্নত করার চেষ্টা না করি তাহলে আমরা কোনো দিনই আমাদের বোর্ড পাবো না। Little Mouse ভাই যদি নিজের যোগ্যতাই DT মেম্বার হতে পারে আমাদের চেষ্টা না করার কারণ দেখিনা। মেরিট এর পিছনে না দৌড়ায়ে নিজেদের নলেজ বাড়ান মেরিট আপনাদের পিছনে দৌড়াবে।
হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে।
অনেক নতুন মেম্বার দেখতেসি ফোরাম এ যোগ দিয়েই টুলস খুজতেছে কিভাবে মাল্টি একাউন্ট খুঁজে বের করা যায় , আবার অনেকে অনুবাদ করার টুলস খুজতেছে! এরা যে কেমন নতুন মেম্বার তা বুঝাই যাচ্ছে। আমাদের লোকাল বোর্ড এর বিষয়ে যেটুকু আশা ছিলো একসময় এখন মনে হচ্ছে সেটা কোনোদিনই পূরণ হবে না।
খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।
|
|
|
|
Learn Crypto
Newbie
Offline
Activity: 8
Merit: 0
|
 |
October 21, 2023, 04:58:52 AM |
|
খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।
@DVlog এর কথা শুনে মনে হচ্ছে নতুনদের কোন কিছু নিয়ে ঘাটাঘাটি বা রিচার্জ করা ভুল। তার কারণ হচ্ছে তারাই সবকিছু করবে শুধু নতুনরা বসে বসে দেখবে। যেহেতু এটা আমাদের বাংলা ভাষার একটি নিজস্ব বোর্ড সেহেতু আমরা এখানে নিজের মতো করে নিজের ভাষায় আমাদের প্রতিভা গুলো তুলে ধরতে পারবো। @DVlog আপনি যেহেতু এত জ্ঞানী এবং অভিজ্ঞ তাহলে এখানে নিয়মিত একটিভ থাকুন এবং আমাদের মত জুনিয়রদের পরামর্শ দিন কিভাবে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করতে পারব। আমরা নিজের প্রচেষ্টায় কোন কিছু করলে আপনাদের চোখে ভুল ধরা পড়ে। তাহলে আপনারাই প্রচেষ্টা করুন আমরা তা দেখে শিখি। আমরা সাধারণত যারা ছোট ছোট ট্রেডার তারা সহজে আবেগ কন্ট্রোল করতে পারব না। বিশেষ করে ধরুন আমি ১০০ ডলার বিনিয়োগ করলাম কিছুদিন পর দেখলাম আমার ওয়ালেটে ১৩০ ডলার শো করছে। যেহেতু আমি একটি ছোট ট্রেডার তাই আমার কাছে এখানে ৩০ ডলার অনেক বেশি এখানে আমার আবেগ কাজ করবে না। তাই যতই আবেগের কথা বলি না কেন ৩০ ডলার প্রফিট মানে অনেক কিছু তাই আমি কোন কিছু তোয়াক্কা না করে বিক্রি করে দেব। তাই বিশেষ করে যেখানে বিবেক কাজ করে সেখানে আবেগের কোন জায়গা নেই। তাছাড়া যারা বড় বড় ট্রেডার তাদের অবশ্যই এরকম আবেগ কন্ট্রোল করার সিস্টেম জানা আছে। মনে করেন মাইকেল সেলার এক লক্ষ 58 হাজারের উপরে বিটকয়েন ওয়ালেটে সঞ্চয় করে রেখেছেন। তার প্লান সে এটি হোল্ড করে রাখবে তাই বিটকয়েন ৭০ হাজার ওঠার পরও তিনি কিন্তু বিটকয়েন বিক্রি করেননি। তাই তাদের ক্ষেত্রে বিবেক আবেগ দুটোই সমানভাবে কাজ করে কিন্তু কখনো বিবেকের কাছে আবেগ জয়লাভ করে না বরং তারা ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে বলেই বর্তমানে তারা পৃথিবীর বড় বড় ইনভেস্টারদের মধ্যে একজন।
মূল কথা হলো তাদের কাছে কিন্তু আমাদের মত ছোট ইউজারদের মত এত কম পরিমাণ ডলার নেই। আমরা যারা ছোট ট্রেডার বা ইউজার আছি তাদের কাছে ১০০ ডলার অনেক কিছু। কোন কয়েন নিয়ে ট্রেড করার পর যদি সেটা বেড়ে ১১০ বা ১২০ হয় তখন আমরা সাথে সাথে বিক্রি করে দেই তখন মনে হয় এটাই আমাদের অনেক কিছু এবং আমাদের কাছে অনেক দাম বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে আমাদের মেন্টালিটি এবং আবেগ। আপনি যে ট্রেডারের কথা বললেন তার হয়তো লক্ষ লক্ষ বা কোটি কোটি ডলার থাকতে পারে যার জন্য সে বিটকয়েন বিক্রি করার প্রয়োজন মনে করেনি। যদি আমাদের কাছেও অমন লক্ষ লক্ষ বা কোটি কোটি ডলার থাকে তাহলে আমরাও বিটকয়েন হোল্ড করে রাখতাম তখন আমাদের আবেগ এবং ইমোশন দুটোই কন্ট্রোল হত।
|
|
|
|
HelliumZ
|
 |
October 21, 2023, 05:41:02 AM |
|
মূল কথা হলো তাদের কাছে কিন্তু আমাদের মত ছোট ইউজারদের মত এত কম পরিমাণ ডলার নেই। আমরা যারা ছোট ট্রেডার বা ইউজার আছি তাদের কাছে ১০০ ডলার অনেক কিছু। কোন কয়েন নিয়ে ট্রেড করার পর যদি সেটা বেড়ে ১১০ বা ১২০ হয় তখন আমরা সাথে সাথে বিক্রি করে দেই তখন মনে হয় এটাই আমাদের অনেক কিছু এবং আমাদের কাছে অনেক দাম বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে আমাদের মেন্টালিটি এবং আবেগ। আপনি যে ট্রেডারের কথা বললেন তার হয়তো লক্ষ লক্ষ বা কোটি কোটি ডলার থাকতে পারে যার জন্য সে বিটকয়েন বিক্রি করার প্রয়োজন মনে করেনি। যদি আমাদের কাছেও অমন লক্ষ লক্ষ বা কোটি কোটি ডলার থাকে তাহলে আমরাও বিটকয়েন হোল্ড করে রাখতাম তখন আমাদের আবেগ এবং ইমোশন দুটোই কন্ট্রোল হত।
ইমোশনের জায়গা মূলত এখানেই কেননা আমাদের কাছে ১০ ডলার বা পাঁচ ডলার অনেক কিছু। যেমন আমি কিছুদিন একটি বেটিং সাইটে কিছু বাজি ধরতাম সেখানে আমি দুই ডলার বা পাঁচ ডলারের উপরে নিতাম না কিন্তু কিছু কিছু জুয়ারু আছে যারা মাত্র ১০ ডলারের জন্য এক হাজার ডলার পর্যন্ত বাজি ধরতে পারে। তাই তাদের ইমোশন এর সাথে আমাদের ইমোশন কখনো তুলনা হবে না। ঠিক ট্রেডিং এর ক্ষেত্রেও এরকমই যারা বড় ট্রেডার তারা কোন কয়েন বা টোকেনের উপর সর্বনিম্ন 1 হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে। তাদের ক্ষেত্রে ১০-৫ ডলার কোন ঘটনা নয় তাই ইমোশন তাদের ক্ষেত্রে যে ভঙ্গিমায় কাজ করে আমাদের সাথে তার উল্টা কাজ করে। যার যতটুকু ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে তার ততটুকুই ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে। আমাদের ১০ ডলারের লাভ এবং তাদের ১০০০ ডলারের লাভ সমান ইমোশনে কাজ করে না।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
SPARE
Jr. Member
Offline
Activity: 76
Merit: 6
|
 |
October 21, 2023, 06:12:01 AM |
|
প্রশ্ন : কিভাবে নিজের ওয়ালেট হ্যাক হওয়ার হাত থেকে সংরক্ষণ করব?
আজকাল চারিদিকে শুধুমাত্র হ্যাকিং এর জয় জয় কার। সেখানেই যায় সেখানেই শুনি এর ওয়ালেট হ্যাক হয়ে গেছে ওর ওয়ালেট হ্যাক হয়ে গেছে। তাই নিজের ওয়ালেট কীভাবে হ্যাক হওয়ার হাত থেকে সংরক্ষণ করব এ সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার ছোট জ্ঞানের ভান্ডারে যা আছে, যতটুকু সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে সেটুকুই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সর্বপ্রথমে আপনাকে একটা কঠিন পাসওয়ার্ড সেট করতে হবে। যদি আপনি সেই পাসওয়ার্ডটা ভুলে যেতে লাগেন তাহলে আপনি সেই পাসওয়ার্ডটা কোনো জায়গায় লিখে রাখতে পারেন। নিজের ওয়ালেটের পিন, পাসওয়ার্ড, রিকোভার ফ্রেজ, প্রাইভেট চাবি, সিড ফ্রেজ ইত্যাদি কোনো কারো সাথে শেয়ার করবেন না। নিজের ওয়ালেটের পিন, পাসওয়ার্ড, রিকোভার ফ্রেজ, প্রাইভেট চাবি, সিড ফ্রেজ ইত্যাদি নিরাপদ এবং নিজের কাছে বেকআপ রাখার জন্য কোনো খাতায় লিখে রাখবেন। পেপার ওয়ালেট, হার্ডওয়ার ওয়ালেট, কোল্ড স্টোরেজ ইত্যাদির মতো সিকিউর মেথোড ব্যবহার করবেন। আপনার ওয়ালেটের সফটওয়্যার ভারশোন আপডেট রাখতে হবে। এটা করলে আপনার সিকিউরিটি আরো উন্নত হবে। আপনার ওয়ালেটের এক্সেসের জন্য বিশ্বস্ত নেটওয়ার্ক ব্যবহার করেন। পাবলিক ওয়াইফাই, হটস্পট ইত্যাদি নেটওয়ার্ক এড়িয়ে চলুন। আপনার ওয়ালেটের সিকিউরিটি নিয়মিত চেক করেন। আপনার ওয়ালেটটা শুধুমাত্র একটা ডিভাইসে ব্যবহার করেন। কখনো একাধিক ডিভাইসে ব্যবহার করবেন না। আপনার ওয়ালেটের এক্সেসের জন্য টু ফেক্টোর অথেন্টিকেশন (2FA) চালু করেন। এটা আপনার ওয়ালেটকে আনঅথোরাইজ এক্সেস থেকে রক্ষা করবে। আপনি আপনার ওয়ালেটের পাসওয়ার্ড প্রতিদিন পাল্টাতে পারেন। আপনাকে প্রতিদিন আপনাট ওয়ালেটের খবরাখবর নিতে হবে।
ইদানিং হ্যাকিং এর সম্মুখীন হচ্ছেন অনেকেই মূল কারণ হয়তো অনেকে লোভে পড়ে তারা তাদের ওয়ালেট বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন লিংকের মাধ্যমে কানেক্ট করে ফেলছে তাই এইখান থেকে বাঁচতে হলে আমাদের সকলকে আগে লোভ দূর করতে হবে
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 21, 2023, 06:22:31 AM |
|
খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।
@DVlog এর কথা শুনে মনে হচ্ছে নতুনদের কোন কিছু নিয়ে ঘাটাঘাটি বা রিচার্জ করা ভুল। তার কারণ হচ্ছে তারাই সবকিছু করবে শুধু নতুনরা বসে বসে দেখবে। যেহেতু এটা আমাদের বাংলা ভাষার একটি নিজস্ব বোর্ড সেহেতু আমরা এখানে নিজের মতো করে নিজের ভাষায় আমাদের প্রতিভা গুলো তুলে ধরতে পারবো। @DVlog আপনি যেহেতু এত জ্ঞানী এবং অভিজ্ঞ তাহলে এখানে নিয়মিত একটিভ থাকুন এবং আমাদের মত জুনিয়রদের পরামর্শ দিন কিভাবে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করতে পারব। আমরা নিজের প্রচেষ্টায় কোন কিছু করলে আপনাদের চোখে ভুল ধরা পড়ে। তাহলে আপনারাই প্রচেষ্টা করুন আমরা তা দেখে শিখি। নিউজ শেয়ার করা কোনো প্রতিভার মধ্যে পড়ে না। এটা জাস্ট একটা কপি পেস্ট মেথড। এখানে প্রতিভা দেখানোর কিছু নেই। যেকোনো কেউ চাইলেই করতে পারে। DVlog ভাইয়ের কথা বাদ দেন, যদি রিসার্চ করার ইচ্ছা থাকে তাহলে Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলো ফলো করুন। এই কিছুদিন আগেই তিনি একটা সুন্দর পোস্ট করেছিলেন PGP নিয়ে। অন্যের পোস্ট চেক করার আগে নিজের পোস্ট চেক করুন। আপনি মাত্র ফোরামে জয়েন করেছেন আর বড়বড় কথা বলা শুরু করে দিয়েছেন। আর আপনি চাইলেই একজন ফুল মেম্বারের বিষয়ে এভাবে বলতে পারেন না। যদি বলারই প্রয়োজন হয় তাহলে উপরের বা সমতুল্য রাঙ্কের কেউ বলতে পারেন, যেমন Z_MBFM ভাই বলেছেন। ওনাদের দুজনের যোগ্যতা আছে বলেই ওনারা আজ ফুল মেম্বার। কেউই উড়তে উড়তে ফুল মেম্বারে যায়না। এত সহজ হলে হতোই। আর অনুবাদ তো আমি নিজেও করেছি এর আগে, কই কোনো রেপুটেড মেম্বারতো বলে নি কোনো সমস্যা আছে। সমস্যা তখন হয় যখন কেউ সরাসরি Google Translator থেকে অনুবাদ করে দেয়। আমি নিজে দেখছি এটা, অনেকবার তাদের মানাও করছি। অর্থ দেখতে পারেন গুগল করে, বাট ভাষা নিজের হতে হবে। আমি আর Learn Bitcoin ভাই আজ অবধি যত অনুবাদ করছি তার সবগুলো প্রথমে GazetaBitcoin দ্বারা আপ্রুভ করা হয়েছে। তার অনুমতি ছাড়া একটা অনুবাদও পোস্ট করার সাধ্য নেই আমাদের। আপনার যদি একান্তই গাইডলাইন লাগে তাহলে বাংলা বোর্ডের পূর্ববর্তী পোস্টগুলো পড়ুন। ৪৫০+ পেজ আছে ভাই। অন্তত প্রথম পেজ টা পড়েন। আশা করি সিনিয়র জুনিয়র কারোর দরকার হবেনা আপনার। আর আমার নিজেরও অনেক লাকিংস আছে। অনেকে অনেক কথাই বলে। বাট কখনো তাদের সাথে এই টোন নিয়ে কথা বলি নাই।
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
DVlog
|
 |
October 21, 2023, 06:25:50 AM |
|
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি। ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন
গ্লোবাল বোর্ড এর মেগা পোস্টগুলো ট্রান্সলেট করার মাঝে জেলাস হবার কি আছে! গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে কিছু কারেকশন করলেই ট্রান্সলেটর হওয়া যায় না। আমাদের বোর্ডে Learn Bitcoin এবং DYING_S0UL ছাড়া কাওকে ট্রান্সলেশন এর স্ট্যান্ডার্ড ফলো করতে দেখিনা। আর কি রেপুটেশন বাড়তেসে সেটা গ্লোবাল মেম্বারদের আমাদের বোর্ড সম্পর্কে কথা শুনলেই বুঝা যায়। আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না। আপনার কথায় বুঝা যাচ্ছে Little Mouse ভাই ও আপনাদের দেখে জেলস অনুভব করছেন।  হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে। বাংলা বোর্ড এ কেন পোস্ট করিনা তা বলেছি আবার বলার প্রয়োজন দেখিনা। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ আপনারা খালি অনুবাদ আর নিউজ শেয়ার বাদ দিয়ে কন্সট্রাক্টিভ আলোচনা করেন না কেনো ? আপনারা সিনিয়ররা এসব করেন দেখেই নতুনরা শুরু করে। Little Mouse ভাই এর একটা কথাই বলতে চাই আমি " খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না" যদিও এটা আমাদের বোর্ড এর কেউ ফলো করেন না।
|
|
|
|
LDL
|
 |
October 21, 2023, 07:58:35 AM |
|
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি। ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন
গ্লোবাল বোর্ড এর মেগা পোস্টগুলো ট্রান্সলেট করার মাঝে জেলাস হবার কি আছে! গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে কিছু কারেকশন করলেই ট্রান্সলেটর হওয়া যায় না। আমাদের বোর্ডে Learn Bitcoin এবং DYING_S0UL ছাড়া কাওকে ট্রান্সলেশন এর স্ট্যান্ডার্ড ফলো করতে দেখিনা। আর কি রেপুটেশন বাড়তেসে সেটা গ্লোবাল মেম্বারদের আমাদের বোর্ড সম্পর্কে কথা শুনলেই বুঝা যায়। আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না। আপনার কথায় বুঝা যাচ্ছে Little Mouse ভাই ও আপনাদের দেখে জেলস অনুভব করছেন।  হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে। বাংলা বোর্ড এ কেন পোস্ট করিনা তা বলেছি আবার বলার প্রয়োজন দেখিনা। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ আপনারা খালি অনুবাদ আর নিউজ শেয়ার বাদ দিয়ে কন্সট্রাক্টিভ আলোচনা করেন না কেনো ? আপনারা সিনিয়ররা এসব করেন দেখেই নতুনরা শুরু করে। Little Mouse ভাই এর একটা কথাই বলতে চাই আমি " খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না" যদিও এটা আমাদের বোর্ড এর কেউ ফলো করেন না। মূলত এখানে বাংলাদেশের বিষয়াদি অথবা বিটকয়েনের বিষয়দি নিয়ে আলোচনা করার চেয়ে অনুবাদ মূলক টপিক নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বর্তমানে আমাদের এই কমিউনিটি থ্রেডে কয়েকজন স্বনামধন্য ইউজারদের আনাগোনা খুব কমে গেছে তারা মূলত এখানে অনুবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে তারা এখানে পোস্ট করাই বাদ দিয়ে দিয়েছে। এমন কোন পেজ নেই যেখানে এক বা দুইটি অনুবাদ মূলক পোস্ট করা হয় নাই। এখানে অতিরিক্ত মেরিট পাওয়ার লোভে অনুবাদ মূলক পোস্ট করা হচ্ছে। এখন পর্যন্ত বিটকয়েন টকে সকল দেশ মিলে যতগুলো অনুবাদ মূলক পোস্ট করা হয়েছে তার চেয়ে বেশি পোস্ট মূলত তিন মাসে আমাদের এই বাংলাদেশের ইউজাররা করে ফেলেছে। এটা মূলত আমাদের এক অর্জন বলা চলে। যেখানে ১০০ টা কনস্ট্রাক্টিভ পোস্ট করলে পাঁচটা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকে না সেখানে একটা অনুবাদ করলে ১০ থেকে ২০ টি মেরিট পাওয়া যায়। মূলত এখানে শেখানোর উদ্দেশ্যে কেউ অনুবাদ করে না বরং মেরিট পাওয়ার উদ্দেশ্যে অনুবাদ করে থাকে। মেরিট দেওয়া বন্ধ করলে অবশ্যই এখানে অনুবাদ মূলক পোস্ট করা বন্ধ হয়ে যাবে। OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 980
Merit: 1235
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
October 21, 2023, 08:58:48 AM |
|
আপনারা কি নিজেরা ভেবে দেখেছেন যে কমিউনিটি অলরেডি দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কেউ যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ ই করেন না কেনো, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে। এসব মেনেই কমিউনিটিতে চলতে হবে। কেউ যদি রাগ করে কমিউনিটিতে পোষ্ট না করে, তাকে কি কেউ জোর করতে পারবে? আর এই কমিউনিটিও তো কারো একার না যে আপনারা একজনের কথায় কমিউনিটি তে পোষ্ট করবেন না। যারা ক্রিটিসাইজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য এবং ভূলগুলো ধরিয়ে দেয়ার জন্য। OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।
নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।
|
|
|
|
HelliumZ
|
 |
October 21, 2023, 09:13:13 AM Merited by Essential10 (1) |
|
OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।
নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।
ছোট হয়ে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমাদের কমিউনিটির নাম চেঞ্জ করতে হবে না বরং এখানে সকল গঠনমূলক আলোচনা করায় যাবে। যেহেতু এখানে বাংলাদেশ লোকাল লেখা এখানে আমরা বাংলাদেশের যাবতীয় জিনিস নিয়ে আলোচনা করতে পারব। যেহেতু বাংলাদেশে বিটকয়েন বৈধতা পায়নি সেও তো এখানে বিটকয়েন নিয়ে খুব একটা বেশি আলোচনা করা সম্ভব নয়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যা ঘটবে সেটাই নিউজ আকারে প্রকাশ করব। আমাদের দেশে তো আর বিটকয়েন নিয়ে আলোচনা হয় না তাই আমরা খুব একটা বিটকয়েনের উপর গঠনমূলক বাংলাদেশী আলোচনা এখানে করতে পারবো না। তবে নিউজ শেয়ার যদি গঠনমূলক হয় তবে আলোচনা করা যাবে। এখানে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন রাজনীতি অর্থনৈতিক সমস্যা চলমান ঘটনা পরিবর্তনশীল কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা যেতে পারে। অন্যান্য লোকাল বোর্ডে ও রাজনৈতিক চলমান সংকট নিয়ে আলোচনা করতে দেখা যায়। কনস্ট্রাক্টিভ ভালো উপকারী অনুবাদ মূলক পোস্ট হলেও এখানে কোন সমস্যা নেই কিন্তু সেই অনুবাদগুলো হতে হবে মাসে অথবা 15 দিনে বা সপ্তাহে একদিন কিন্তু প্রতিনিয়ত এরকম অনুবাদ আসলে আসলে একটু বিরক্তি কর লাগে যা নিউজ শেয়ার এর মতোই মনে হয়। যদি এখানে অনুবাদ মূলক পোস্টগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে এখানে সকল প্রকার আলোচনা করাও যাবে। কেননা বাংলাদেশ থ্রেড শুধুমাত্র বিটকয়েন নিয়ে সীমাবদ্ধ থাকবে না এখানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। মাঝেমধ্যে খেলাধুলা নিয়ে পোস্ট করলেও খারাপ হবে না কেননা এটি বিটকয়েন ফোরামের একটি গুরুত্বপূর্ণ অংশ।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
DVlog
|
 |
October 21, 2023, 09:39:25 AM |
|
আপনারা কি নিজেরা ভেবে দেখেছেন যে কমিউনিটি অলরেডি দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কেউ যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ ই করেন না কেনো, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে। এসব মেনেই কমিউনিটিতে চলতে হবে। কেউ যদি রাগ করে কমিউনিটিতে পোষ্ট না করে, তাকে কি কেউ জোর করতে পারবে? আর এই কমিউনিটিও তো কারো একার না যে আপনারা একজনের কথায় কমিউনিটি তে পোষ্ট করবেন না। যারা ক্রিটিসাইজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য এবং ভূলগুলো ধরিয়ে দেয়ার জন্য। OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।
নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে। অনেকের মতে এইসবের জন্য আমাদের বোর্ডের সুনাম বাড়তেসে। আমার মনে হয় ফোরামে একটা অটো ট্রান্সলেশন এন্ড রিপোস্ট বাটন রাখা উচিত। ফোরামের সুনাম বৃদ্ধি আরো বেগবান হবে। যারা এসব করে দ্রুত রাঙ্ক আপ করেছে তাদের অনেকেই আর বোর্ডে দেখা যায়না ফুল মেম্বার হবার পর। আমি আমাদের বোর্ডে একটা ইনফোরমেটিভ পোস্ট যে করবো সেটা কতগুলো নিউজ শেয়ার পোস্ট এর নিচে পরে যাবে। কেউ একটা টপিক নিয়ে পোস্ট করলে সেই বিষয়ে আলোচনা করার চাইতে সবাই নিজেদের টপিক সামনে আনতে বেশি আগ্রহী। ছোট হয়ে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমাদের কমিউনিটির নাম চেঞ্জ করতে হবে না বরং এখানে সকল গঠনমূলক আলোচনা করায় যাবে। যেহেতু এখানে বাংলাদেশ লোকাল লেখা এখানে আমরা বাংলাদেশের যাবতীয় জিনিস নিয়ে আলোচনা করতে পারব। যেহেতু বাংলাদেশে বিটকয়েন বৈধতা পায়নি সেও তো এখানে বিটকয়েন নিয়ে খুব একটা বেশি আলোচনা করা সম্ভব নয়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যা ঘটবে সেটাই নিউজ আকারে প্রকাশ করব। আমাদের দেশে তো আর বিটকয়েন নিয়ে আলোচনা হয় না তাই আমরা খুব একটা বিটকয়েনের উপর গঠনমূলক বাংলাদেশী আলোচনা এখানে করতে পারবো না। তবে নিউজ শেয়ার যদি গঠনমূলক হয় তবে আলোচনা করা যাবে। এখানে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন রাজনীতি অর্থনৈতিক সমস্যা চলমান ঘটনা পরিবর্তনশীল কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা যেতে পারে। অন্যান্য লোকাল বোর্ডে ও রাজনৈতিক চলমান সংকট নিয়ে আলোচনা করতে দেখা যায়। কনস্ট্রাক্টিভ ভালো উপকারী অনুবাদ মূলক পোস্ট হলেও এখানে কোন সমস্যা নেই কিন্তু সেই অনুবাদগুলো হতে হবে মাসে অথবা 15 দিনে বা সপ্তাহে একদিন কিন্তু প্রতিনিয়ত এরকম অনুবাদ আসলে আসলে একটু বিরক্তি কর লাগে যা নিউজ শেয়ার এর মতোই মনে হয়। যদি এখানে অনুবাদ মূলক পোস্টগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে এখানে সকল প্রকার আলোচনা করাও যাবে। কেননা বাংলাদেশ থ্রেড শুধুমাত্র বিটকয়েন নিয়ে সীমাবদ্ধ থাকবে না এখানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। মাঝেমধ্যে খেলাধুলা নিয়ে পোস্ট করলেও খারাপ হবে না কেননা এটি বিটকয়েন ফোরামের একটি গুরুত্বপূর্ণ অংশ।
কেন ভাই! গঠনমূলক আলোচনা করলে সমস্যা কোথায়। আলোচনা শুধু বাংলাদেশ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে কেন ? আপনে ETF, Halving, ETH আপগ্রেড, RWA , web3 এরকম কত বিষয় আছে আলোচনা করার। আমাদের সবারই এসব বিষয়ে অনেক কিছু জানার আছে। এসব বিষয় থেকে অনেক গঠনমূলক আলোচনা বের করা সম্ভব। কিন্তু তাতে সবার অংশগ্রহন লাগবে।
|
|
|
|
Z_MBFM
|
 |
October 21, 2023, 10:11:20 AM |
|
OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।
নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে। আপনে আমার মনের কথা বলে ফেলেছেন ভাই। আমি জানি না ট্রান্সলেশন নিয়ে এদের এতো মাথা বেথা শুরু হলো কেনো। ট্রান্সলেট নিয়ে গ্লোবালে কোনো কথা হয় না। ট্রান্সলেটকে সবাই সাপর্ট করে। গ্লোবালে যেসব নিয়ে কথা হয় তা হলো এই (সোর্স লিংক পোস্ট করে যাওয়া কিছু জ্ঞানী ব্যাক্তিদের নিয়া আর এক যায়গায় মেরিট দিতে দেখলে দল বাইদা সেখানে ঝাপাইয়া পড়ার বিষয়গুলা নিয়ে) হঠাৎ কইরা দুই এক জনের এমন ট্রান্সলেট নিয়ে এমন পেট কামরা কামরি শুরু হইছে কেনো। আর এখানে যে ট্রান্সলেট করে আমার মনে হয় না যে অর্জিনাল পোস্টদাতার অনুমতি ছাড়া করে। যদি তারা এটা করার জন্য অনুমতি দেয় তাইলে আমাগো এখানে কিছু পুন্ডিদদের এতো মাথা ব্যাথা কেনো এটা বুঝি না। আপনারা কি নিজেরা ভেবে দেখেছেন যে কমিউনিটি অলরেডি দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কেউ যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ ই করেন না কেনো, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে। এসব মেনেই কমিউনিটিতে চলতে হবে। কেউ যদি রাগ করে কমিউনিটিতে পোষ্ট না করে, তাকে কি কেউ জোর করতে পারবে? আর এই কমিউনিটিও তো কারো একার না যে আপনারা একজনের কথায় কমিউনিটি তে পোষ্ট করবেন না। যারা ক্রিটিসাইজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য এবং ভূলগুলো ধরিয়ে দেয়ার জন্য। OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।
নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে। অনেকের মতে এইসবের জন্য আমাদের বোর্ডের সুনাম বাড়তেসে। আমার মনে হয় ফোরামে একটা অটো ট্রান্সলেশন এন্ড রিপোস্ট বাটন রাখা উচিত। ফোরামের সুনাম বৃদ্ধি আরো বেগবান হবে। যারা এসব করে দ্রুত রাঙ্ক আপ করেছে তাদের অনেকেই আর বোর্ডে দেখা যায়না ফুল মেম্বার হবার পর। আমি আমাদের বোর্ডে একটা ইনফোরমেটিভ পোস্ট যে করবো সেটা কতগুলো নিউজ শেয়ার পোস্ট এর নিচে পরে যাবে। কেউ একটা টপিক নিয়ে পোস্ট করলে সেই বিষয়ে আলোচনা করার চাইতে সবাই নিজেদের টপিক সামনে আনতে বেশি আগ্রহী। Theymos কে বলেন এমন একটা বাটন বানাতে নয়লে আপনি এটার জন্য একটা জাভা স্ক্রিপ্ট কোড লিখে তার কাছে পাঠান। আপনি এমনভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি এখানে ইনফোরমেটিভ পোস্ট করে ভইরা ফেলছেন কিন্তু আপনার পোস্ট সবাই উল্টাপাল্টা পোস্ট করে ডাইকা ফালাইছে। কোনোদিনতো আপনারে এখানে পোস্ট করতে দেখি না আপনার ৭১৫ টা পোস্টের মধ্যে বাংলাতে করছেন মাত্র ২৩ টা আর ভাব নিতেছেন যে আপনিই হয়তবা বাংলাদেশ টপিকটার op. যাইহোক বলতে গেলে অনেক কিছু বলা যায় তবে কথা আর বাড়াতে চাইতেছি না। তাই আমি মনে করি আপনার এমন খোচা মারা কথা এখানেই বন্ধ করা উচিৎ। দোআ করি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক Z_MBFM 
|
|
|
|
Fuso.hp
|
 |
October 21, 2023, 10:18:36 AM |
|
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি। ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন
গ্লোবাল বোর্ড এর মেগা পোস্টগুলো ট্রান্সলেট করার মাঝে জেলাস হবার কি আছে! গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে কিছু কারেকশন করলেই ট্রান্সলেটর হওয়া যায় না। আমাদের বোর্ডে Learn Bitcoin এবং DYING_S0UL ছাড়া কাওকে ট্রান্সলেশন এর স্ট্যান্ডার্ড ফলো করতে দেখিনা। আর কি রেপুটেশন বাড়তেসে সেটা গ্লোবাল মেম্বারদের আমাদের বোর্ড সম্পর্কে কথা শুনলেই বুঝা যায়। আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না। আপনার কথায় বুঝা যাচ্ছে Little Mouse ভাই ও আপনাদের দেখে জেলস অনুভব করছেন।  হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে। বাংলা বোর্ড এ কেন পোস্ট করিনা তা বলেছি আবার বলার প্রয়োজন দেখিনা। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ আপনারা খালি অনুবাদ আর নিউজ শেয়ার বাদ দিয়ে কন্সট্রাক্টিভ আলোচনা করেন না কেনো ? আপনারা সিনিয়ররা এসব করেন দেখেই নতুনরা শুরু করে। Little Mouse ভাই এর একটা কথাই বলতে চাই আমি " খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না" যদিও এটা আমাদের বোর্ড এর কেউ ফলো করেন না। মূলত এখানে বাংলাদেশের বিষয়াদি অথবা বিটকয়েনের বিষয়দি নিয়ে আলোচনা করার চেয়ে অনুবাদ মূলক টপিক নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বর্তমানে আমাদের এই কমিউনিটি থ্রেডে কয়েকজন স্বনামধন্য ইউজারদের আনাগোনা খুব কমে গেছে তারা মূলত এখানে অনুবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে তারা এখানে পোস্ট করাই বাদ দিয়ে দিয়েছে। এমন কোন পেজ নেই যেখানে এক বা দুইটি অনুবাদ মূলক পোস্ট করা হয় নাই। এখানে অতিরিক্ত মেরিট পাওয়ার লোভে অনুবাদ মূলক পোস্ট করা হচ্ছে। এখন পর্যন্ত বিটকয়েন টকে সকল দেশ মিলে যতগুলো অনুবাদ মূলক পোস্ট করা হয়েছে তার চেয়ে বেশি পোস্ট মূলত তিন মাসে আমাদের এই বাংলাদেশের ইউজাররা করে ফেলেছে। এটা মূলত আমাদের এক অর্জন বলা চলে। যেখানে ১০০ টা কনস্ট্রাক্টিভ পোস্ট করলে পাঁচটা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকে না সেখানে একটা অনুবাদ করলে ১০ থেকে ২০ টি মেরিট পাওয়া যায়। মূলত এখানে শেখানোর উদ্দেশ্যে কেউ অনুবাদ করে না বরং মেরিট পাওয়ার উদ্দেশ্যে অনুবাদ করে থাকে। মেরিট দেওয়া বন্ধ করলে অবশ্যই এখানে অনুবাদ মূলক পোস্ট করা বন্ধ হয়ে যাবে। OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।কিছু করার নাই ভাই বাংলা সেকশনে এখন নাটক চলতাছে, সোজা বাংলায় পোস্ট অনুবাদ করাকে আমি মেরিট অর্জনের সম্ভাবনা ছাড়া আর কিছুই দেখি না। গ্লোবাল সেকশনের বড় বড় সদস্যরা যদি পোস্ট অনুবাদ করা নিয়ে মেরিট সেন্ট করা বন্ধ করে দেয় কাল থেকেই দেখবেন বাংলা সেকশনে একটা পোস্ট অনুবাদ হচ্ছে না। পোস্ট অনুবাদ করলেই দশ মেরিট এই লোভ কে সামলাতে পারে। সপ্তাহে একটা অথবা দুইটা পোস্ট অনুবাদ স্বাভাবিক ছিল এখন প্রত্যেকটা পেইজেই আমাদের দুইটা থেকে তিনটা অনুবাদ করা পোস্ট দেখতে হয়। বাংলা সেকশন থেকে আগেও পোস্ট অনুবাদ করত কিন্তু এই লাগামহীন ঘোরার মত নয়। যে পারছে সেই এখন পোস্ট অনুবাদ করছে। কিছু পোস্ট দেখলাম সরাসরি গুগল ট্রান্সলেট করে এখানে পেশ করা হয়েছে এবং যাদের পোস্ট অনুবাদ করা হয়েছে তারা সেই পোস্টে দশটা করে মেরিট দিয়েছে। @Z_MBFM ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর এর মধ্যে তিনটা পোস্ট অনুবাদ করেছে এবং সে এই তিনটা পোস্ট অনুবাদ করা বাবদ ৪০ মেরিট পেয়েছে। তিনি সাত দিনে তিনটা পোস্ট অনুবাদ করেছেন। @DYING_S0UL আগস্টের শেষের দিক থেকে অক্টোবর পর্যন্ত তিনটা পোস্ট অনুবাদ করেছে তাহলে আমরা কার অনুবাদ করা পোস্ট পড়বো। একটা অনুবাদ করা পোস্ট পড়তে যতক্ষণ লাগে তার থেকেও কম সময় হয়তো আরেকজন আর একটি প্রশ্ন অনুবাদ করে। গ্লোবাল সেকশন থেকে যারা অনুবাদ করা পোস্টে অনেক বেশি পরিমাণ মেরিট দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিছুদিন অনুবাদ করা পোস্ট বাবদ মেরিট দেওয়া বন্ধ করুন, আর যদি একান্তই মেরিট দিতে হয় তাহলে সীমিত পরিসরে দিন যাতে পোস্ট অনুবাদ করার নামে বাংলা সেকশনে স্পামিং না হয়।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
synchronym
|
 |
October 21, 2023, 10:41:17 AM |
|
OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।
নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।
ছোট হয়ে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমাদের কমিউনিটির নাম চেঞ্জ করতে হবে না বরং এখানে সকল গঠনমূলক আলোচনা করায় যাবে। যেহেতু এখানে বাংলাদেশ লোকাল লেখা এখানে আমরা বাংলাদেশের যাবতীয় জিনিস নিয়ে আলোচনা করতে পারব। যেহেতু বাংলাদেশে বিটকয়েন বৈধতা পায়নি সেও তো এখানে বিটকয়েন নিয়ে খুব একটা বেশি আলোচনা করা সম্ভব নয়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যা ঘটবে সেটাই নিউজ আকারে প্রকাশ করব। আমাদের দেশে তো আর বিটকয়েন নিয়ে আলোচনা হয় না তাই আমরা খুব একটা বিটকয়েনের উপর গঠনমূলক বাংলাদেশী আলোচনা এখানে করতে পারবো না। তবে নিউজ শেয়ার যদি গঠনমূলক হয় তবে আলোচনা করা যাবে। এখানে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন রাজনীতি অর্থনৈতিক সমস্যা চলমান ঘটনা পরিবর্তনশীল কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা যেতে পারে। অন্যান্য লোকাল বোর্ডে ও রাজনৈতিক চলমান সংকট নিয়ে আলোচনা করতে দেখা যায়। কনস্ট্রাক্টিভ ভালো উপকারী অনুবাদ মূলক পোস্ট হলেও এখানে কোন সমস্যা নেই কিন্তু সেই অনুবাদগুলো হতে হবে মাসে অথবা 15 দিনে বা সপ্তাহে একদিন কিন্তু প্রতিনিয়ত এরকম অনুবাদ আসলে আসলে একটু বিরক্তি কর লাগে যা নিউজ শেয়ার এর মতোই মনে হয়। যদি এখানে অনুবাদ মূলক পোস্টগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে এখানে সকল প্রকার আলোচনা করাও যাবে। কেননা বাংলাদেশ থ্রেড শুধুমাত্র বিটকয়েন নিয়ে সীমাবদ্ধ থাকবে না এখানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। মাঝেমধ্যে খেলাধুলা নিয়ে পোস্ট করলেও খারাপ হবে না কেননা এটি বিটকয়েন ফোরামের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার জানামতে আমরা বাংলায় সব ধরনের পোস্ট করতে পারি সেটা অর্থনীতির হোক রাজনৈতিক হোক বা বিটকয়েন সম্পর্কিত হোক সবকিছুই আমরা সব বিষয়ে আমার আলোচনা করতে পারি। যেহেতু আমাদের দেশে বিটকয়েন বৈধ নয় অবৈধ এর জন্য আমরা বিটকয়েন সম্পর্কিত আলোচনা আমাদের বুঝে শুনে করতে হয়। বাংলা লোকাল বোর্ডে শুধু বিটকয়েন সম্পর্কিত আলোচনা সীমাবদ্ধ থাকে না এখানে আমরা সব বিষয়ে সব প্রকার টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি।
|
|
|
|
Synonyms
Jr. Member
Offline
Activity: 33
Merit: 4
|
 |
October 21, 2023, 10:49:13 AM |
|
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি। ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন
গ্লোবাল বোর্ড এর মেগা পোস্টগুলো ট্রান্সলেট করার মাঝে জেলাস হবার কি আছে! গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে কিছু কারেকশন করলেই ট্রান্সলেটর হওয়া যায় না। আমাদের বোর্ডে Learn Bitcoin এবং DYING_S0UL ছাড়া কাওকে ট্রান্সলেশন এর স্ট্যান্ডার্ড ফলো করতে দেখিনা। আর কি রেপুটেশন বাড়তেসে সেটা গ্লোবাল মেম্বারদের আমাদের বোর্ড সম্পর্কে কথা শুনলেই বুঝা যায়। আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না। আপনার কথায় বুঝা যাচ্ছে Little Mouse ভাই ও আপনাদের দেখে জেলস অনুভব করছেন।  হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে। বাংলা বোর্ড এ কেন পোস্ট করিনা তা বলেছি আবার বলার প্রয়োজন দেখিনা। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ আপনারা খালি অনুবাদ আর নিউজ শেয়ার বাদ দিয়ে কন্সট্রাক্টিভ আলোচনা করেন না কেনো ? আপনারা সিনিয়ররা এসব করেন দেখেই নতুনরা শুরু করে। Little Mouse ভাই এর একটা কথাই বলতে চাই আমি " খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না" যদিও এটা আমাদের বোর্ড এর কেউ ফলো করেন না। মূলত এখানে বাংলাদেশের বিষয়াদি অথবা বিটকয়েনের বিষয়দি নিয়ে আলোচনা করার চেয়ে অনুবাদ মূলক টপিক নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বর্তমানে আমাদের এই কমিউনিটি থ্রেডে কয়েকজন স্বনামধন্য ইউজারদের আনাগোনা খুব কমে গেছে তারা মূলত এখানে অনুবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে তারা এখানে পোস্ট করাই বাদ দিয়ে দিয়েছে। এমন কোন পেজ নেই যেখানে এক বা দুইটি অনুবাদ মূলক পোস্ট করা হয় নাই। এখানে অতিরিক্ত মেরিট পাওয়ার লোভে অনুবাদ মূলক পোস্ট করা হচ্ছে। এখন পর্যন্ত বিটকয়েন টকে সকল দেশ মিলে যতগুলো অনুবাদ মূলক পোস্ট করা হয়েছে তার চেয়ে বেশি পোস্ট মূলত তিন মাসে আমাদের এই বাংলাদেশের ইউজাররা করে ফেলেছে। এটা মূলত আমাদের এক অর্জন বলা চলে। যেখানে ১০০ টা কনস্ট্রাক্টিভ পোস্ট করলে পাঁচটা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকে না সেখানে একটা অনুবাদ করলে ১০ থেকে ২০ টি মেরিট পাওয়া যায়। মূলত এখানে শেখানোর উদ্দেশ্যে কেউ অনুবাদ করে না বরং মেরিট পাওয়ার উদ্দেশ্যে অনুবাদ করে থাকে। মেরিট দেওয়া বন্ধ করলে অবশ্যই এখানে অনুবাদ মূলক পোস্ট করা বন্ধ হয়ে যাবে। OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।কিছু করার নাই ভাই বাংলা সেকশনে এখন নাটক চলতাছে, সোজা বাংলায় পোস্ট অনুবাদ করাকে আমি মেরিট অর্জনের সম্ভাবনা ছাড়া আর কিছুই দেখি না। গ্লোবাল সেকশনের বড় বড় সদস্যরা যদি পোস্ট অনুবাদ করা নিয়ে মেরিট সেন্ট করা বন্ধ করে দেয় কাল থেকেই দেখবেন বাংলা সেকশনে একটা পোস্ট অনুবাদ হচ্ছে না। পোস্ট অনুবাদ করলেই দশ মেরিট এই লোভ কে সামলাতে পারে। সপ্তাহে একটা অথবা দুইটা পোস্ট অনুবাদ স্বাভাবিক ছিল এখন প্রত্যেকটা পেইজেই আমাদের দুইটা থেকে তিনটা অনুবাদ করা পোস্ট দেখতে হয়। বাংলা সেকশন থেকে আগেও পোস্ট অনুবাদ করত কিন্তু এই লাগামহীন ঘোরার মত নয়। যে পারছে সেই এখন পোস্ট অনুবাদ করছে। কিছু পোস্ট দেখলাম সরাসরি গুগল ট্রান্সলেট করে এখানে পেশ করা হয়েছে এবং যাদের পোস্ট অনুবাদ করা হয়েছে তারা সেই পোস্টে দশটা করে মেরিট দিয়েছে। @Z_MBFM ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর এর মধ্যে তিনটা পোস্ট অনুবাদ করেছে এবং সে এই তিনটা পোস্ট অনুবাদ করা বাবদ ৪০ মেরিট পেয়েছে। তিনি সাত দিনে তিনটা পোস্ট অনুবাদ করেছেন। @DYING_S0UL আগস্টের শেষের দিক থেকে অক্টোবর পর্যন্ত তিনটা পোস্ট অনুবাদ করেছে তাহলে আমরা কার অনুবাদ করা পোস্ট পড়বো। একটা অনুবাদ করা পোস্ট পড়তে যতক্ষণ লাগে তার থেকেও কম সময় হয়তো আরেকজন আর একটি প্রশ্ন অনুবাদ করে। গ্লোবাল সেকশন থেকে যারা অনুবাদ করা পোস্টে অনেক বেশি পরিমাণ মেরিট দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিছুদিন অনুবাদ করা পোস্ট বাবদ মেরিট দেওয়া বন্ধ করুন, আর যদি একান্তই মেরিট দিতে হয় তাহলে সীমিত পরিসরে দিন যাতে পোস্ট অনুবাদ করার নামে বাংলা সেকশনে স্পামিং না হয়। বাংলায় অনুবাদ করা কি কোন অপরাধ নাকি। আজকে মূলত সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই বাংলা ভাষায় বিভিন্ন গ্লোবাল পোষ্টের অনুবাদ করাকে নিয়ে। তাছাড়া অনুবাদ কিন্তু সহজে করা যায় না আগে যার পোস্ট অনুবাদ করতে চাওয়া হয় তার পারমিশন নিয়ে তারপর অনুবাদ করা হয়। যারা অনুবাদ করছে তাদের অনুবাদ করার সুবিধার্থে গ্লোবাল সেকশনের অনেক বড় বড় ইউজাররা আমাদের এই লোকাল বোর্ড গুড়ে যাচ্ছে এতে করে আমাদের লোকাল বোর্ড কিন্তু তাদের কাছে পরিচিত হচ্ছে এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে। তবে প্রয়োজন ব্যতীত অতি গুরুত্বপূর্ণ পোস্ট ছাড়া হয়তো অনুবাদ করার কোন মানে হয় না। আবার অনেকে বলছে এখানে নিউজ শেয়ার বা অনুবাদ করা যাবে না। আসলে সবকিছু মিলিয়ে আমাদের এই একটি বাংলা বোর্ড এখানে আলাদা আলাদা সেকশন নেই যে আমরা সেখানে গিয়ে আলাদা আলাদা পোস্ট করব।এখানে যদি আমাদের বাংলাদেশের অর্থনীতি বিষয়ক আলোচনা না করতে পারি তাহলে কি আমরা অন্য বোর্ডে গিয়ে করব। নাকি এখানে ইকোনমিক্স (Economics) বা অর্থনীতি বিষয়ে আলপ-আলোচনা করা যাবে না।
|
|
|
|
DYING_S0UL
|
 |
October 21, 2023, 10:59:19 AM Last edit: October 21, 2023, 05:21:20 PM by DYING_S0UL |
|
And at second, I will say, don't just copy and paste the news from the website, because it seems so unethical. If you really have some feelings or intentions to get some ideas, then add your words, ideas, and feelings in the post too. If a robot can do this work, we can ask them to add a bot like in the WO (we get graphs automatically) that could post all the news here. Why are you posting it? I checked your history, and you are also from Bangladesh. I am not targeting Bangladesh; actually, I thought you (OP) were the learn Bitcoin dude, but then I came to understand that you are learn crypto. Well, the point is, I found another guy yesterday, also your local community member, doing the same thing. NOTE* I respect the Bangla community, there are really good dudes there, I value their posts, and I also know that we can copy and paste things here if we quote them and give a source link, which means this post might be eligible for a no-plagiarism case. But still, I thought it would be nice for the OP to add some value. আগের অনুবাদ নিয়ে মনে হয়না কারোর কোনো তেমন সমস্যা আছে, রিসেন্টগুলো নিয়ে কথা চলে। এর সাথে সমস্যা হয়েছে Source source source নিয়ে। গ্লোবালে এটা নিয়ে কথা চলতেছে। শেষের বাক্যটা খেয়াল করেন কি লিখছে, "it would be nice for the OP to add some value."আর আমি অন্যের কথা জানিনা, বাট আমি মনে হয়না ঘনঘন অনুবাদ করছি, করলেও ১০ দিন গ্যাপ দিতাম। আমার যতদূর মনে পড়ে।
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Learn Crypto
Newbie
Offline
Activity: 8
Merit: 0
|
 |
October 21, 2023, 11:08:23 AM |
|
আমি পোস্ট না করলেও সবার পোস্ট পড়ি।
ভাই পোস্ট শুধু কি পড়লে হবে পোস্ট পড়া এবং এখানে পোস্ট করাও উচিত। হতে পারে আপনি অনেক অভিজ্ঞ হয়তো আপনার কোন এ পোস্ট পড়ার মাধ্যমে এখানে কোন এক নতুন ইউজার তার জ্ঞান বৃদ্ধি করতে পারলো অথবা কিছু শিখতে পারলো। ভাই আপনি হয়তো এখানে নিয়মিত একটিভ থাকেন না আপনি মাঝে মাঝে এখানে এসে পোস্ট করেন তাও হঠাৎ করে সেটা আপনার কথায় প্রমাণ পাওয়া গেছে। আজকে এমন এক পরিচিতি সৃষ্টি হয়েছে মনে হচ্ছে এখানে পোস্ট করাও যাবে না। পোস্ট করলেই ভুল হয়ে যাচ্ছে আপনাদের কাছে।সেটা হোক ক্রিপটোকারেন্সি বিষয়ক, রাজনীতি বিষয়ক এবং অর্থনীতি বিষয়ক। পোস্ট করেও ভয়ে ভয়ে থাকতে হচ্ছে যে কখন কে ভুল ধরে এবং সমালোচনা করে বসে। আসলে যদি কেউ একজনের একটু ভুল বা সমালোচনা করে থাকে তাহলে দেখা যায় আরো ১০ জন সেখানে যুক্ত হয়ে তার সমালোচনায় মেতে উঠছে।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 980
Merit: 1235
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
সব কিছুরই কিছু পজেটিভ এবং কিছু নেগেটিভ সাইড আছে। দুই পক্ষই নিজেদের পক্ষে যথেষ্ট যুক্তি দেখিয়েছেন। ট্রান্সলেশন ভালো বা খারাপ সেদিকে আমি যাবো না। সেটা আসলে ডিপেন্ড করে আপনি কি ট্রান্সলেশন করতেছেন। কতো দ্রুত করতেছেন এবং সেটা দেখার পর আপনার কমিউনিটির ফিডব্যাক কি। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ট্রান্সলেশন করার ক্ষেত্রে অরিজিনাল অথর এর অনেক বড় একটা অবদান থাকে। আমি বেশ কিছু ট্রান্সলেশন করেছি এবং সেগুলো শুধুমাত্র আমার ইচ্ছেতে হয়েছে সেটা বলতে পারছি না। আমি যখন প্রথম একটা বা দুইটা ট্রান্সলেট করি, তারপর গাজেটা আমাকে নিয়মিত মেসেজ করেছেন যে আমি তার আর কোনো টপিক ট্রান্সলেট করবো কি না। করলে কতোদিন পর করবো। আর কতোদিন লাগবে শেষ হতে(নিচের ছবিগুলো দেখুন)। সুতরাং এখানে অথর এর একটা ভূমিকা থাকে।     অথর কে রেসপন্সিবল হতে হবে। গাজেটা আমার ট্রান্সলেশনগুলো এপ্রুভ করার আগে অন্য বাংলাদেশিদের কে সেগুলো সেন্ড করে জানতে চেয়েছে ঠিক আছে কি না। সেটা অবশ্যই ভালো রেপুটেড কেউ হবে। আবার অন্যরা যখন ট্রান্সলেট করেছে, সে আমাকে সেই ট্রান্সলেশন গুলো চেক করার জন্য বলেছে। লেখক এরকম সতর্ক থাকলে ট্রান্সলেশন কোয়ালিটি তে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। আমার প্রতিটা ট্রান্সলেশন করতে সময় লেগেছে মিনিমাম ১ সপ্তাহ। কোনো কোনো ক্ষেত্রে ২০-২৫ দিন। অনেক বেশি ফ্রিকুয়েন্টলি ট্রান্সলেশন করলে কোয়ালিটি ড্রপ করবে। আর আমরা ন্যাটিভ ইংলিশ স্পিকার নই। আমাদের কে অনেক কিছুর অর্থ গুগল থেকে কালেক্ট করতে হয়। এমন অনেক ইংলিশ ও আছে যেটা আমিও বুঝিনা, আবার গুগল ও উত্তর দিতে পারছেনা। সেসব ক্ষেত্রেই সমস্যা হয়ে থাকে। এবার আসেন ট্রান্সলেশনগুলো কতোটা জরুরী। এটা যদি লেখক আপনাকে অনুরোধ করে যে আপনি ট্রান্সলেট করে দেন, তখন জরুরীর ব্যাপারটা মাথায় তেমন আসে না। কারন আপনি না করলে লোকাল থেকে এমন একজন করবে যার লেখা কিছুই বুঝতে পারবেন না। আর যখন ব্যাপার আসে যে আপনি আপনার পছন্দ মতো ট্রান্সলেট করবেন, তখন বেছে বেছে সবচাইতে জরুরী পোষ্ট যেগুলো সবার কাজে আসবে, সেগুলোই ট্রান্সলেট করা সমীচিন। cryptoWODL নামের একজন একটা টপিক ট্রান্সলেট করেছেন ব্রেইনবস এর, যেটা পিউর গারবেজ। সরাসরি গুগল ট্রান্সলেট মেরে দিয়েছে। থ্রেড এর যারা ভালো চান, হুদাই তর্কে না গিয়ে, আপনার যদি মনে হয় কোনো টপিক গুগল ট্রান্সলেট দিয়ে করা হয়েছে, লেখক কে জানাবেন এবং রিপোর্ট করবেন। এভাবে থ্রেড এ ঝগড়া না করাই উত্তম। আর যারা ট্রান্সলেট করছেন বা করবেন, আপনার কাজ হবে কোয়ালিটিতে নজর দেয়া এবং টপিক টা জরুরী কি না সেটা দেখা। সকলের কামড়া কামড়ি বন্ধ হোক। সুন্দর একটা কমিউনিটি উপহার দিন সবাই। এই পোষ্ট এর পর এই ঝগড়া বন্ধ হলে আমি ব্যাক্তিগত ভাবে খুশি হবো। সবাইকে ধন্যবাদ।
|
|
|
|
|