DYING_S0UL
|
|
October 28, 2023, 03:26:09 PM Last edit: October 28, 2023, 03:47:57 PM by DYING_S0UL |
|
আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।
একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।
ভাই এরা তো প্রথমদিন থেকেই বিটকয়েনটক এক্সপার্ট। কোথায় কি আছে, মেরিট কি এক্টিভিটি কি সব জানে। জাস্ট জানে না ব্যবহার করতেও পারে। অনেকের দেখি ২ দিন আগে একাউন্ট খুলছে আর যেতে না যেতেই Talkimg ব্যবহার করা শুরু করে দিয়েছে। কিভাবে ইমেজ পোস্ট করতে হয়, হোস্ট কি, কেমনে করে তা জাদুর মতো জানে। সব মনে হয় নিউটনের নাতি। আমি যখন প্রথম ফোরামে আসি তখন গুগলে সার্চ করতাম free image hosting, তারপর সেখান থেকে যেকোন একটা ইচ্ছামতো সাইট থেকে হোস্ট করে পোস্ট করতাম। জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে। আর এরা প্রথম থেকেই এক্সপার্ট হোস্টার। BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে। মেরিট ফার্মিং সেটা তো আগে থেকেই হচ্ছিল। মেরিট হিস্টরি দেখলেই বোঝা যায়। সব ইনগোইং আউটগোইং মেরিট বাংলা থ্রেড থেকে। গ্লোবালের কোনো নাম গন্ধ নাই। একটু আগে একজনকে সাবধান করেছিলাম। এখন দেখি পোস্ট ডিলিট করে দিসে। আমি আগে এসব পরোয়া করতাম না বাট এখন স্প্যাম পোস্ট চোঁখে পড়লেই রিপোর্ট করে দেই। গ্লোবাল মেম্বাররা ট্যাগও মারছে কিছু আইডি কে স্প্যাম পোস্টার হিসেবে। এদের কিছু বলে লাভ নাই। এরা মেরিট ফার্মার। লোকাল মেম্বার, গ্লোবাল মেম্বার সবাইই অনেকবার অনেকভাবে সতর্ক করেছে তাও শুধরায় নি। স্প্যাম মনে হলে সরাসরি Report to Moderator মেরে দিবেন।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Pffrt
|
|
October 28, 2023, 04:19:14 PM |
|
জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে। ফোরামের নিজস্ব হস্টিং সাইট কোথায় আছে? ভুল তথ্য ছড়াবেন না। BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে।
এইটা কোন রিজন হতে পারে না। আপনি জানেন না মানে যে অন্য কেউ জানবে না তা তো সঠিক নয়। SMF বর্তমানে জনপ্রিয় না হলেও একটা সময় সবচেয়ে জনপ্রিয় ফোরাম সফটওয়্যার ছিল। আমি নিজেও এই ফোরাম ব্যবহারের আগে আরো দুইটি একই ধরনের ফোরাম ব্যবহার করেছি।
|
|
|
|
Z_MBFM
|
|
October 28, 2023, 04:21:30 PM |
|
আমরা সবাই সাথে পরিচিত। Bitcoin একটা সাইড যেখানে কাজ করতে হয়। এই বিটকয়েনে যারা যেমন কাজ করবো সে তেমন পেমেন্ট পাবো।এখানে কাজ করার সবার অধিকার আছে। নারী-পুরুষ যে কেউএখানে কাজ করতে পারবে।এই বিটকয়েনে কিছু মুল জিনিস আছে।
আপনি আপনার এই পোষ্ট এ যা যা শেয়ার করলেন, আপনার পোষ্ট পড়ে মনে হলো আমি অনেক কিছু শিখতে পেড়েছি। পারিনি? কেনো? আপনি এই পোষ্ট এ মূলত কি শেয়ার করতে চেয়েছেন? বিটকয়েনে কিভাবে কাজ করতে হয়? বিটকয়েনে কাজ করলে কে পেমেন্ট দিবে? এই বিটকয়েনে কিছু মূল জিনিস আছে, সেগুলো আসলে কি? এক, দুই, তিন করে পয়েন্ট মেরে যে বললেন এটার দাম বাড়ে আবার কমে, এই গুলো আপনি কি নতুন জানেন? ধরে নিলাম আপনি জানতেন না, আপনি মনে করেন যারা এই ফোরামে আছে তারা এগুলো জানে না? বিটকয়েন সহ অন্যান্য কয়েনের দাম পোষ্ট করে জানাতে হবে? এটা তো সবাই দেখতে পারতেছে? আমার প্রশ্ন হলো আপনি আপনার পোষ্ট এ কি এমন প্রোভাইড করলেন যেটা থেকে কিছু জানতে পারবো? শিট পোষ্ট এর একটা লিমিট থাকে। কিছু লেখার মতো না পেলে কিছু লিখার দরকার নাই। এইসব দেখে হাসবো না কাদবো কিছুই বুঝি না। আমি ভাই এগুলো দেখে অনেক উপকৃত হই কারণ সত্যিই আমি এসব বিষয়ে আগে জানতাম না। এরা কি থেকে কি করবে তার বোঝা খুব মুশকিল। বাংলাদেশ আগে ইনএক্টিভ ছিল এখানে পোস্ট কম হতো আবার মাঝখানে কিছুদিন মোটামুটি ভালো এক্টিভ ছিল দেখতে খুব সুন্দর লাগতো। তবে ইদানিং অনেকগুলো একাউন্ট বেপরোয়া ভাবে পোস্ট করতেছেন। এদের যতই বলা হয় এদের পাগলামির মাত্রা আরো বেশি বাড়ে। পুরা বাংলা বোর্ডটারে একদম আবর্জনা বানার স্তুপ বানাইয়া ফালাইছে। আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।
একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।
হা হা এগুলো সত্যি হাস্যকর যে এখন যেসব নতুন একাউন্ট এখানে আসতেছে প্রত্যেকটা একাউন্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বাংলাতে ঝাপাইয়া পড়তেছে আবার এমন এমন পোস্ট করে যেগুলা দেখে মনে হয় এরা হয়তোবা কয়েক বছরের পুরাতন পাবলিক এরা কোনভাবেই নতুন হতে পারেনা এই ফোরামে। আপনি পোস্ট কোয়ালিটি মিলান এমনি আল্ট খুঁজে পাবেন এর থেকে আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি মেরিট সাইকেল দেখেন। দেখতে পাবেন কয়েকটা একাউন্ট ঘুরেফিরে শুধুমাত্র সেই কয়েকটা একাউন্ট এর মধ্যেই মেরিট লেনদেন করে সেটা বাংলা পোস্টে হোক কিংবা গ্লোবালের কোনো পোস্টে৷ আর এমন এমন পোস্টে মেরিট লেনদেন করে যেগুলো গ্লোবালে শিটপোস্ট হিসেবে গন্য হয়।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
DYING_S0UL
|
|
October 28, 2023, 04:40:59 PM |
|
জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে। ফোরামের নিজস্ব হস্টিং সাইট কোথায় আছে? ভুল তথ্য ছড়াবেন না। BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে।
এইটা কোন রিজন হতে পারে না। আপনি জানেন না মানে যে অন্য কেউ জানবে না তা তো সঠিক নয়। SMF বর্তমানে জনপ্রিয় না হলেও একটা সময় সবচেয়ে জনপ্রিয় ফোরাম সফটওয়্যার ছিল। আমি নিজেও এই ফোরাম ব্যবহারের আগে আরো দুইটি একই ধরনের ফোরাম ব্যবহার করেছি। ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন। আর BBcode এর কথাটা সবার ক্ষেত্রে এক না। আপনি একজনের লেখার ধরন, স্টাইল দেখলে অনেককিছু ধরতে পারবেন। কে সিটপোস্টে করতেছে, কে মেরিট ফার্মিং করতেছে হালকা হলেও বোঝা যায়। এদের কম বেশি সবার লেখার প্যাটার্ন এক। এটা আমার কথা না। রেপুটেড গ্লোবাল মেম্বারদের কথা। আপনি মানেন আর না মানেন। আমি বোল্ড করে কোট করে দিলাম lovesmayfamilis এর কথাটা। I present a new image hosting service, specially designed for BitcoinTalk and the entire community. After a few years of noticing how many images do not appear correctly in the forum or are very slow to load, not to mention the images that stop appearing after a few months or years, the TalkImg project was born.
In addition, they create low-quality themes, adding only a link and a picture. A newcomer who knows about forum image hosting from the very first days brings a smile. To stop this chaos, I have tagged a few enterprising people who post news simply by copying and pasting, and as soon as they stop doing this, I will remove the neutral tag from them.
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Bitcoin_people
|
|
October 28, 2023, 05:08:04 PM |
|
দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশের ম্যাচ দেখে সত্যিই আমি হতভাগা হয়ে গিয়েছি যেখানে নেদারল্যান্ডের মতো একটি দল বাংলাদেশকে এত রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোথায় আছে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখলে বোঝা যায় তারা কতটা ভালো পারফরম্যান্স করতেছে এবং তাদের খেলার কতটা উন্নতি করতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধুমাত্র টাকা খেয়ে খেয়ে বসে থাকে আর শুধু যার যার ব্যক্তিগত চাহিদা পূরণ করার লক্ষ্যে অর্থ বিদেশে রাখে এখানে রাখে ওখানে রাখে, কিন্তু তাদের কোন খেলার উন্নতি নেই যেখানে তাদের খেলা দেখে বেশিরভাগ আমাদের মনের ভিতর সবচেয়ে বেশি হিট অনুভব করতে হয়। আজকে খেলাটি দেখে কতটাই যে খারাপ লেগেছে কাউকে বলে বোঝাতে পারবো না যদিও এই ব্যাপারটা এখানে শেয়ার করা ঠিক হবে না তবুও মনের আবেগ কিছুটা প্রকাশ করতে হয় এতে হার্ট ভালো থাকবে এবং মনটা হালকা হবে। শা**ল নেদারল্যান্ড যেখানে আগে কখনো ক্রিকেট কি জানতোই না, ২০২৩ সালে এসে খুব কষ্ট করে আইসিসি বিশ্বকাপে চান্স পেয়েছে যেখানে সকলেই ভেবেছিল এই দলটি সবচেয়ে বেশি নরমাল। কিন্তু সব কিছুই এখন উল্টো মনে হচ্ছে বাংলাদেশে সেই প্রাচীন কাল থেকে ক্রিকেট খেলে আসতেছে এবং বড় বড় দলকে হারিয়ে দিয়েছে সেখানে আজকে নেদারল্যান্ডের মতো একটি দলকে হারাতে পারেনি এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। যাইহোক যখনই বাংলাদেশের হয়ে খেলা দেখতে বসি ঠিক তখনই বুকের ভিতর শুধু হার্টবিটটা বেড়ে যায় আর কিছু না, না দেখলেও পারি না সেজন্যই খেলা দেখি। আর বাংলাদেশের ছেলেপেলেরা যে এরকম পারফরম্যান্স করবে কে জানতো আজকের ম্যাচটিতে ভেবেছিলাম হয়তো জয় পাবে। কিন্তু শুরু থেকে যে কয়টি দল সাপোর্ট করে আসতেছি সবগুলোই এরকম পারফরম্যান্সে রয়েছে, পাকিস্তান সাপোর্ট করি পাকিস্তানও একইভাবে হারে বাংলাদেশ সাপোর্ট করি বাংলাদেশের ঠিক সেভাবে হেরে যায়। এখন থেকে বাংলাদেশের খেলা দেখা টোটালি বন্ধ করে দিতে হবে তা না হলে হয়তো কোন এক সময় তাদের খেলার এই ইফেক্ট আমাদের ভিতরে উঠে বসবে এবং আমাদের হার্ট অ্যাটাক হতে পারে যে কোন সময়।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
synchronym
|
|
October 28, 2023, 06:25:22 PM |
|
দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশের ম্যাচ দেখে সত্যিই আমি হতভাগা হয়ে গিয়েছি যেখানে নেদারল্যান্ডের মতো একটি দল বাংলাদেশকে এত রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোথায় আছে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখলে বোঝা যায় তারা কতটা ভালো পারফরম্যান্স করতেছে এবং তাদের খেলার কতটা উন্নতি করতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধুমাত্র টাকা খেয়ে খেয়ে বসে থাকে আর শুধু যার যার ব্যক্তিগত চাহিদা পূরণ করার লক্ষ্যে অর্থ বিদেশে রাখে এখানে রাখে ওখানে রাখে, কিন্তু তাদের কোন খেলার উন্নতি নেই যেখানে তাদের খেলা দেখে বেশিরভাগ আমাদের মনের ভিতর সবচেয়ে বেশি হিট অনুভব করতে হয়। আজকে খেলাটি দেখে কতটাই যে খারাপ লেগেছে কাউকে বলে বোঝাতে পারবো না যদিও এই ব্যাপারটা এখানে শেয়ার করা ঠিক হবে না তবুও মনের আবেগ কিছুটা প্রকাশ করতে হয় এতে হার্ট ভালো থাকবে এবং মনটা হালকা হবে। শা**ল নেদারল্যান্ড যেখানে আগে কখনো ক্রিকেট কি জানতোই না, ২০২৩ সালে এসে খুব কষ্ট করে আইসিসি বিশ্বকাপে চান্স পেয়েছে যেখানে সকলেই ভেবেছিল এই দলটি সবচেয়ে বেশি নরমাল। কিন্তু সব কিছুই এখন উল্টো মনে হচ্ছে বাংলাদেশে সেই প্রাচীন কাল থেকে ক্রিকেট খেলে আসতেছে এবং বড় বড় দলকে হারিয়ে দিয়েছে সেখানে আজকে নেদারল্যান্ডের মতো একটি দলকে হারাতে পারেনি এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। যাইহোক যখনই বাংলাদেশের হয়ে খেলা দেখতে বসি ঠিক তখনই বুকের ভিতর শুধু হার্টবিটটা বেড়ে যায় আর কিছু না, না দেখলেও পারি না সেজন্যই খেলা দেখি। আর বাংলাদেশের ছেলেপেলেরা যে এরকম পারফরম্যান্স করবে কে জানতো আজকের ম্যাচটিতে ভেবেছিলাম হয়তো জয় পাবে। কিন্তু শুরু থেকে যে কয়টি দল সাপোর্ট করে আসতেছি সবগুলোই এরকম পারফরম্যান্সে রয়েছে, পাকিস্তান সাপোর্ট করি পাকিস্তানও একইভাবে হারে বাংলাদেশ সাপোর্ট করি বাংলাদেশের ঠিক সেভাবে হেরে যায়। এখন থেকে বাংলাদেশের খেলা দেখা টোটালি বন্ধ করে দিতে হবে তা না হলে হয়তো কোন এক সময় তাদের খেলার এই ইফেক্ট আমাদের ভিতরে উঠে বসবে এবং আমাদের হার্ট অ্যাটাক হতে পারে যে কোন সময়। ২০২৩ বিশ্বকাপ বাংলাদেশে সবচাইতে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ বোলিং ঠিক আছে কিন্তু ব্যাটিংয়ে তারা এত বাজে ব্যাটিং করছে একমাত্র বাজে ব্যাটিং করার কারণে আজকে নেদারল্যান্ডস এর সাথে বাংলাদেশে পরাজিত হয়েছে। ২০২৩ বিশ্বকাপ ছয়টি ম্যাচে অংশগ্রহণ করেছে বাংলাদেশ তার মধ্যে শুধু একটি ম্যাচে জয়লাভ করেছে সেটাও আফগানিস্তানের বিপক্ষে। তারপরে বাংলাদেশ একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি। শুধুমাত্র তাদের বাজে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা খুব দ্রুত বাংলাদেশের কিছু প্লেয়ার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের বোলিং সাইট নিয়ে আমার কোন অভিযোগ নেই কিন্তু আমার সমস্ত অভিযোগ শুধু আমার না আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সবারই অভিযোগ তাদের বাজে ব্যাটিং। আজকের নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা হাজার হাজার কোটি কোটি ক্রিকেট ভক্তদের মন ভেঙ্গে গেছে আজকে আমাদের জেতা ম্যাচ বাংলাদেশ জয়লাভ করতে পারেনি।
|
|
|
|
Pffrt
|
|
October 29, 2023, 02:53:59 PM |
|
ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন। সাব সাইট এর সমতুল্য কেন হবে? এইখানে বিটকয়েনটকের মালিকপক্ষ কি জড়িত? না। তাহলে সাব সাইট বললে সেটা অবশ্যই ভুল। দীর্ঘদিন যখন এইরকম ভুল তথ্য চলতে থাকবে তখন মানুষ ভুলটাকেই সঠিক জানবে। এটা আমার কথা না। রেপুটেড গ্লোবাল মেম্বারদের কথা। আপনি মানেন আর না মানেন। গ্লোবালের কেউ একজন ভুল কিছু বললে সেটাকে সঠিক হিসেবে নিতে হবে কেন? গ্লোবাল মেম্বার মানেই অটো সঠিক নয়। তাদেরও ভুল হতে পারে। আপনি যেরকমটা মিন করেন নি, সেরকমটা যাকে কোট করেছেন তিনিও মিন করেন নি কিন্তু তার লেখা বোল্ড অংশ আসলে ভুল। যার লেখা কোট করেছেন তিনি সিগ্নেচার ক্যাম্পেইনকে সিগ্নেচার কোম্পানি বলে। আপনিও বলবেন জেনে শুনে ভুলটা, শুধুমাত্র গ্লোবাল মেম্বার বলেছে বলে?
|
|
|
|
Z_MBFM
|
|
October 29, 2023, 05:12:38 PM |
|
দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশের ম্যাচ দেখে সত্যিই আমি হতভাগা হয়ে গিয়েছি যেখানে নেদারল্যান্ডের মতো একটি দল বাংলাদেশকে এত রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোথায় আছে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখলে বোঝা যায় তারা কতটা ভালো পারফরম্যান্স করতেছে এবং তাদের খেলার কতটা উন্নতি করতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধুমাত্র টাকা খেয়ে খেয়ে বসে থাকে আর শুধু যার যার ব্যক্তিগত চাহিদা পূরণ করার লক্ষ্যে অর্থ বিদেশে রাখে এখানে রাখে ওখানে রাখে, কিন্তু তাদের কোন খেলার উন্নতি নেই যেখানে তাদের খেলা দেখে বেশিরভাগ আমাদের মনের ভিতর সবচেয়ে বেশি হিট অনুভব করতে হয়। আজকে খেলাটি দেখে কতটাই যে খারাপ লেগেছে কাউকে বলে বোঝাতে পারবো না যদিও এই ব্যাপারটা এখানে শেয়ার করা ঠিক হবে না তবুও মনের আবেগ কিছুটা প্রকাশ করতে হয় এতে হার্ট ভালো থাকবে এবং মনটা হালকা হবে। শা**ল নেদারল্যান্ড যেখানে আগে কখনো ক্রিকেট কি জানতোই না, ২০২৩ সালে এসে খুব কষ্ট করে আইসিসি বিশ্বকাপে চান্স পেয়েছে যেখানে সকলেই ভেবেছিল এই দলটি সবচেয়ে বেশি নরমাল। কিন্তু সব কিছুই এখন উল্টো মনে হচ্ছে বাংলাদেশে সেই প্রাচীন কাল থেকে ক্রিকেট খেলে আসতেছে এবং বড় বড় দলকে হারিয়ে দিয়েছে সেখানে আজকে নেদারল্যান্ডের মতো একটি দলকে হারাতে পারেনি এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। যাইহোক যখনই বাংলাদেশের হয়ে খেলা দেখতে বসি ঠিক তখনই বুকের ভিতর শুধু হার্টবিটটা বেড়ে যায় আর কিছু না, না দেখলেও পারি না সেজন্যই খেলা দেখি। আর বাংলাদেশের ছেলেপেলেরা যে এরকম পারফরম্যান্স করবে কে জানতো আজকের ম্যাচটিতে ভেবেছিলাম হয়তো জয় পাবে। কিন্তু শুরু থেকে যে কয়টি দল সাপোর্ট করে আসতেছি সবগুলোই এরকম পারফরম্যান্সে রয়েছে, পাকিস্তান সাপোর্ট করি পাকিস্তানও একইভাবে হারে বাংলাদেশ সাপোর্ট করি বাংলাদেশের ঠিক সেভাবে হেরে যায়। এখন থেকে বাংলাদেশের খেলা দেখা টোটালি বন্ধ করে দিতে হবে তা না হলে হয়তো কোন এক সময় তাদের খেলার এই ইফেক্ট আমাদের ভিতরে উঠে বসবে এবং আমাদের হার্ট অ্যাটাক হতে পারে যে কোন সময়। বাংলাদেশের দলে সবচেয়ে জঘন্য মার্কা খেলতেছেন সাকিব আল হাসান। প্রতিটা ম্যাচে সে ব্যাট হাতে নিয়াই আউট হইছে বোলিংয়েও ভালো করেনাই। একজন অলরাউন্ডার প্লেয়ার যখন এমন খেলে তখন আর কি বলার থাকে এখানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফালতু মার্কা হইয়া গেছে৷ আগে বাংলাদেশ ক্রিকেট খেলায় কত ভালো করতো সুনামও ছিলো অনেক। বাংলাদেশ সারা বিশ্বের লাছে ভালোভাবে প্রেজেন্ট হইছে ক্রিকেট খেলার জন্য সাকিব আল হাসান কে নিয়া শুধু বাংলাদেশে না অন্যান্য দেশেও অনেক সুনাম হইছে আর এবার এমন খেলা খেলতেছে সাকিব মনে হয় মাঠ থেকে ওরে লাত্থি মাইরা বাইর কইরা দেওয়া উচিৎ, হঠাৎ ২/১ টা ম্যাচে খারাপ খেলতেই পারে কিন্তু রেগুলার ম্যাচে সাকিবের একি রকম দুর্বলতা দেখা গেছে। ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন। সাব সাইট এর সমতুল্য কেন হবে? এইখানে বিটকয়েনটকের মালিকপক্ষ কি জড়িত? না। তাহলে সাব সাইট বললে সেটা অবশ্যই ভুল। দীর্ঘদিন যখন এইরকম ভুল তথ্য চলতে থাকবে তখন মানুষ ভুলটাকেই সঠিক জানবে। ফোরামের কোনো টুলস, ইমেজ হোস্টিং সাইটের সাথে এডমিন জড়িত না এগুলা এক এক জনের ব্যাক্তিগত সাইট তবে সাইটগুলোতে ফোরামের কিছু মেম্বার ডোনেশন দিছে কারন সাইটগুলা অনেক কাজের আর সাইটগুলা রক্ষণাবেক্ষণ করাটা উচিত। তাই বলে এগুলারে ফোরামের অফিসিয়াল কোনো কিছুর সাথে জরানো যাবে না।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
DYING_S0UL
|
|
October 29, 2023, 05:23:11 PM |
|
ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন। সাব সাইট এর সমতুল্য কেন হবে? এইখানে বিটকয়েনটকের মালিকপক্ষ কি জড়িত? না। তাহলে সাব সাইট বললে সেটা অবশ্যই ভুল। দীর্ঘদিন যখন এইরকম ভুল তথ্য চলতে থাকবে তখন মানুষ ভুলটাকেই সঠিক জানবে। ফোরামের কোনো টুলস, ইমেজ হোস্টিং সাইটের সাথে এডমিন জড়িত না এগুলা এক এক জনের ব্যাক্তিগত সাইট তবে সাইটগুলোতে ফোরামের কিছু মেম্বার ডোনেশন দিছে কারন সাইটগুলা অনেক কাজের আর সাইটগুলা রক্ষণাবেক্ষণ করাটা উচিত। তাই বলে এগুলারে ফোরামের অফিসিয়াল কোনো কিছুর সাথে জরানো যাবে না। আমি তো বল্লামই অফিসিয়াল না। নিজস্ব শব্দ সরাসরি ব্যবহার করা উচিত নি তা তো মানছিই। এই সাধারণ বিষয় না বুঝলে আমি কি করবো ভাই। তবে এগুলো ফোরাম ডেডিকেটেড সাইট। ফোরামে জন্যই আলাদা করে বানানা। ফোরামের বাহিরে এগুলোর তেমন কাজ নাই। (Talkimg নিয়ে অবশ্য শিউর না, কোথায় জানি শুনছিলাম, ফোরাম বাদে কোথাও লিংক কাজ করেনা, কখনো টেস্ট করিনি, তাই জানিনা)। আমি কোন ইঙ্গিতে কথাটা বলছি আবারো বোঝার চেষ্টা করেন। আর আপনি আমার মূল বিষয়টা ইচ্ছে করে ঘোরায় ফেলছেন। একজন নতুন মেম্বার হিসেবে প্রথম দিন থেকেই ইমেজ হোস্টিং, আবার ফোরামের মেম্বার দ্বারা নির্মিত ডেডিকেটেড হোস্টিং সাইট এগুলো সম্পর্কে আগে থেকে নলেজ থাকা আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হয়না। হ্যা অনেকে আগে থেকেই হয়তো জানে বিষয়টা বাট আবার অনেকে জানেও না। আমি আমার কথাই বলি, আমি প্রথম যখন যখন জয়েন হই, তখন গুগলে সার্চ করতাম free image hosting, সেখানে imgbb এর একটা সাইট আসতো প্রথমেই। সেখান থেকেই ১০-১৫ দিনের মতো হোস্টিং করছি। জানতাম না ফোরামের রেপুটেড এক মেম্বার আলাদা একটা সাইট বানায় রাখছে। এখন সব নিউবাই ই দেখতেছি Talkimg ব্যবহার করতেছে। বিষয়টা দেখলেই কেমন জানি লাগে।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Crypto Library
|
|
October 29, 2023, 06:01:52 PM |
|
এর মতো আজাইরা ফাউল থার্ড ক্লাস কাজ আগে দেখিনি। তল্লাশির নামে হয়রানি। আমি কোন দল সাপোর্ট করি ফলো করি আমার পার্সোনাল ব্যাপার। এটা তো আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নয়। তল্লাশি চালালে চালাবে মালামালের। কোনো অস্ত্র বা ক্ষতিকর জিনিস বহন করতেছি নাকি সেটা। আমি কে, কোন দলের লোক সেটাতো বিষয় না, সর্বোচ্চ হলে NID চাইতে পারে। নিজের পার্সোনাল ফোন ঘাটাঘাটি, আইডি ঘাটাঘাটি, এসব তল্লাশির নামে মানবাধিকার লঙ্ঘন বলে আমার কাছে মনে হয়ছে। দেশের অবস্থা তো ভালো দেখিনা। আজ যে মারামারি কোপাকুপি দেখলাম। কাল নাকি আবার হরতাল। কাল কি হয় কে জানে। যারা ঢাকার মধ্যে আছেন তারা পারলে একটু খবরাখবর (সত্য), আপডেট জানায়েন। টিভি চ্যানেন, সাংবাদিক এসবে আমি বিশ্বাসী না, সব সরকারের কথায় চলে। আসলে কি ঘটতেছে তা দেখায় না। জাস্ট অন্যের ভুলগুলো দেখায়।
সঠিক গণতন্ত্রের বহিঃপ্রকাশ এগুলো । আইন সম্পর্কে বেশি কিছু জানিনা তারপরও আমার মনে হয় না এমন কোন আইন আছে যেখানে এভাবে গণহারে সবার মোবাইল চেক করা যাবে। এই বিষয়গুলি আমাদের নিকট আরো ভীতি জনক মোবাইলে তো ক্রিপ্টোকারেন্সি এর বিভিন্ন এক্সচেঞ্জার ওয়ালেট ইত্যাদি দিয়ে ভর্তি। এইসব চেকিংয়ে যদি এইসব নিয়ে ধরা খাই এটা নিয়েও ভয় থাকি । আর যদিও আমার মনে হয় না এইসব ম্যাটার খেয়াল করবে বর্তমান অবস্থাতে। এইসব পার্সোনাল ফোন ঘাঁটাঘাটি আমার নিকট একদম জঘন্য একটা পর্যায়। আমি তো বল্লামই অফিসিয়াল না। নিজস্ব শব্দ সরাসরি ব্যবহার করা উচিত নি তা তো মানছিই। এই সাধারণ বিষয় না বুঝলে আমি কি করবো ভাই। তবে এগুলো ফোরাম ডেডিকেটেড সাইট। ফোরামে জন্যই আলাদা করে বানানা। ফোরামের বাহিরে এগুলোর তেমন কাজ নাই। (Talkimg নিয়ে অবশ্য শিউর না, কোথায় জানি শুনছিলাম, ফোরাম বাদে কোথাও লিংক কাজ করেনা, কখনো টেস্ট করিনি, তাই জানিনা)। আমি কোন ইঙ্গিতে কথাটা বলছি আবারো বোঝার চেষ্টা করেন। আর আপনি আমার মূল বিষয়টা ইচ্ছে করে ঘোরায় ফেলছেন। একজন নতুন মেম্বার হিসেবে প্রথম দিন থেকেই ইমেজ হোস্টিং, আবার ফোরামের মেম্বার দ্বারা নির্মিত ডেডিকেটেড হোস্টিং সাইট এগুলো সম্পর্কে আগে থেকে নলেজ থাকা আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হয়না। হ্যা অনেকে আগে থেকেই হয়তো জানে বিষয়টা বাট আবার অনেকে জানেও না। আমি আমার কথাই বলি, আমি প্রথম যখন যখন জয়েন হই, তখন গুগলে সার্চ করতাম free image hosting, সেখানে imgbb এর একটা সাইট আসতো প্রথমেই। সেখান থেকেই ১০-১৫ দিনের মতো হোস্টিং করছি। জানতাম না ফোরামের রেপুটেড এক মেম্বার আলাদা একটা সাইট বানায় রাখছে। এখন সব নিউবাই ই দেখতেছি Talkimg ব্যবহার করতেছে। বিষয়টা দেখলেই কেমন জানি লাগে।
শুনেন ভাই মেইন বিষয়টা হলো গিয়া তাদের মাথায় একটু বেশি আইকিউ আছে এজন্যই হয়তো বা তারা এই বিষয়গুলোতে শুরু থেকেই ভালোভাবে জানে । আপনার আর আমার মাথায় আইকিউ কম ছিল তাই হয়তো এত দেরি হইছে এইগুলো জানতে বা শিখতে। এদের দেখে দেখে জাস্ট এভোয়েড করে যান যদি যথেষ্ট প্রমানাদি পাওয়া যায় একটা অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্ট কানেক্টেড তাহলে সুন্দর করে রেপুটেশন বোর্ডে গিয়ে একটা টপিট খুলে আসবেন। আর স্প্যাম ছাটাই করতে এই টপিকটি ভিজিট করতে পারেন। সাধারণ কিছু ফাইল ক্রিয়েট করে জাস্ট কোডগুলো কপি পেস্ট করে, একটি ক্লিকেই সেইসব স্প্যাম পোস্ট কে রিপোর্ট করতে পারবেন মডারেটর নিকট। [HACK] One-click mod report, not for the faint of heart
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
tjtonmoy
|
|
October 29, 2023, 06:32:12 PM |
|
আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।
একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।
অনেকদিন হইল লোকাল কমিউনিটিতে আসি না. এসে আজও বেশি সময় দিতে পারলাম না তবে এই পোস্টটি চোখে পড়ল. পারলে আমাকেও একটা পার্সোনাল মেসেজ দিয়ে রাখতে পারেন. কোন কোন একাউন্ট এর বিষয়ে আপনার সন্দেহ সে সকল অ্যাকাউন্ট নিয়ে সময় পাইলে ঘাটাঘাটি করব. এর আগে একবার ওয়ারনিং দিয়ে দিয়েছি এবং বলেছিলাম ধরা পড়লে ডিরেক্ট নেগেটিভ ট্রাস্ট. সুতরাং ওয়ার্নিং এর পরেও যেহেতু কাজটি করেছে তাহলে অবশ্যই আমরা নেগেটিভ ট্রাস্ট দিতে পারি. এখানে যারা আছে তারা অবশ্যই অবুঝ বাচ্চা না. তাদের মধ্যে অবশ্যই এইটা বোঝার ক্ষমতা আছে কোনটা ভুল এবং কোনটা সঠিক. হাজার হাজার বার রুলস গুলো সবার সামনে উপস্থাপন করার পরও যদি ভুল করতেই থাকে তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় নাই. ভুল করেছেন সুতরাং ভুল মেনে নিয়ে শাস্তি গ্রহণ করুন. দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো. আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সেভ রাখার জন্য. কিন্তু যেখানে আপনারাই নিজেদের পায়ে নিজে কুড়াল মারছেন সেখানে আমাদের কিছু করার নাই. মেনশন করেও লিস্ট টা দিতে পারেন. তবে যদি দ্বিধাবোধ করেন তাহলে ইনবক্সে দিতে পারেন.
|
|
|
|
shasan
Copper Member
Legendary
Offline
Activity: 2380
Merit: 1304
Playbet.io - Crypto Casino and Sportsbook
|
|
October 30, 2023, 12:41:40 AM |
|
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩৫ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5472106
|
|
|
|
Shishir99
|
|
October 30, 2023, 12:47:30 AM |
|
মেনশন করেও লিস্ট টা দিতে পারেন. তবে যদি দ্বিধাবোধ করেন তাহলে ইনবক্সে দিতে পারেন.
আমার মনে হয় না এভাবে পাবলিকলি আন্দাজে কারো নাম পোষ্ট করা ঠিক হবে (যেহেতু তারা সন্দেহভাজন)। শুধুমাত্র সন্দেহর ওপর ভিত্তি করে ট্যাগ মেরে দেয়া ঠিক হবে না। কারো নামে অপ প্রচার ও চালাতে চাই না। আপাতত লিটল মাউস ভাইয়ের সাথে আলাপ করে দেখি এই ব্যাপারে ভাই কি বলে, তারপর নাহয় আপনাদের সবার সোথেই শেয়ার করবো। তবে আপনারা সবাই আসলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। প্রোফাইল গুলো চেক করলেই খুব সহজেই বুঝতে পারবেন। এনারা সাধারনত কোনো প্রমিনেন্ট মেম্বার থেকে মেরিট পায় ও না আবার কোনো প্রমিনেন্ট মেম্বারদের কে মেরিট দেয় ও না। প্রোফাইল চেক করলে দেখবেন সব মেরিট একটা সার্কেল এর ভেতর ঘুরপাক খাচ্ছে। মানে হচ্ছে তারা মেরিট এবিউজ করে একাউন্ট ফার্মিং করছে।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Bitcoin_people
|
|
October 30, 2023, 03:05:30 AM |
|
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩৫ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5472106ভাই আজ পর্যন্ত এই ফ্রি রেফেল এ অনেকবার অংশগ্রহণ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোন একটিতেও জিততে পারেনি এবং দেখেছি অনেকেই যেতে। তবে আমার দেখা মতে আজ পর্যন্ত কোন বাঙালি ভাই এই রেফেল জিতেছে কিনা তা সঠিক জানা নেই তবে আমার দেখা মতে আমি দেখিনি । @shasan ভাই আপনি তো অনেকদিন ধরেই ফ্রি রেফেল এ অংশগ্রহণ করে আসতেছে, আজ পর্যন্ত কি আপনি এখান থেকে রেফেল জিততে পেয়েছেন।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
Spark22
Jr. Member
Offline
Activity: 448
Merit: 2
|
|
October 30, 2023, 05:21:53 AM |
|
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই কিভাবে জেতা ম্যাচ হারতে সেটা সবাইকে জানাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই চলো না সবকটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নিচে যাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই চলো না লেজ গুটিয়ে বাসার দিকে পালাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই কিভাবে ম্যাচ হেরে কোটি কোটি ভক্তের হৃদয় ভাঙতে হয়।
মুখ থুবড়ে পড়ে যাওয়া, মাথায় হাত দিয়ে আপসোস করা আর হতাশায় মাটির দিকে তাকিয়ে থাকা। এ কোন ইংল্যান্ড! এরাই কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন! বিশ্বকাপে ইংলিশদের নাজুক পারফরম্যান্সে চারদিকে এখন প্রশ্নের ছড়াছড়ি। জনি বেয়ারস্টোর ওমন ক্যাচ মিসের মতোই যেন অবস্থা ইংল্যান্ডের। ঠিক যেন লাইন চ্যুত দলটা। যুদ্ধ করার জন্য ওদের কাছে সবকিছুই আছে, নেই শুধু পারফরম্যান্স। আর একের পর এক হারে দলটা যেন হাঁপিয়ে উঠেছে। আর মেনেও নিয়েছে সেমিফাইনালের আশা শেষ। তাই হয়তো দলের কমান্ডার জস বাটলারকে জো রুট সান্ত্বনা দিয়ে বলছেন, বাকি কটা ম্যাচ জিতে বাড়ি চলো। কিন্তু তাতে মন গলেনি ক্যাপ্টেনের। হতাশায় মুখ হয়েছে ভারী। তবে ইংল্যান্ডের কষ্ট পাওয়ার কিছু নেই।কারণ তাদের মতোই বাজে সময় কাটাচ্ছে আরেকটা দল বাংলাদেশ। এদিন বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস ব্যাটিং করতে এসে ২২৯ রানেই আটকা পড়ে। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে বাংলাদেশ ১৪২ রানেই গুটিয়ে পড়ে। বাংলাদেশ হারে ৮৭ রানে। আবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে এসে ভারতও ২২৯ রানে আটকা পড়ে। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে আসে ইংল্যান্ড। শুরুর দিকটা বেশ ভালে করলেও মাত্র ১২৯ রানেই গুটিয়ে পড়ে ইংল্যান্ড। ইংল্যান্ড হারে ১০০ রানে। এখন পয়েন্ট টেবিলের ৯ ও ১০ নম্বরে আছে বাংলাদেশ ও ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড।
|
|
|
|
synchronym
|
|
October 30, 2023, 07:59:32 AM |
|
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই কিভাবে জেতা ম্যাচ হারতে সেটা সবাইকে জানাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই চলো না সবকটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নিচে যাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই চলো না লেজ গুটিয়ে বাসার দিকে পালাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই কিভাবে ম্যাচ হেরে কোটি কোটি ভক্তের হৃদয় ভাঙতে হয়।
মুখ থুবড়ে পড়ে যাওয়া, মাথায় হাত দিয়ে আপসোস করা আর হতাশায় মাটির দিকে তাকিয়ে থাকা। এ কোন ইংল্যান্ড! এরাই কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন! বিশ্বকাপে ইংলিশদের নাজুক পারফরম্যান্সে চারদিকে এখন প্রশ্নের ছড়াছড়ি। জনি বেয়ারস্টোর ওমন ক্যাচ মিসের মতোই যেন অবস্থা ইংল্যান্ডের। ঠিক যেন লাইন চ্যুত দলটা। যুদ্ধ করার জন্য ওদের কাছে সবকিছুই আছে, নেই শুধু পারফরম্যান্স। আর একের পর এক হারে দলটা যেন হাঁপিয়ে উঠেছে। আর মেনেও নিয়েছে সেমিফাইনালের আশা শেষ। তাই হয়তো দলের কমান্ডার জস বাটলারকে জো রুট সান্ত্বনা দিয়ে বলছেন, বাকি কটা ম্যাচ জিতে বাড়ি চলো। কিন্তু তাতে মন গলেনি ক্যাপ্টেনের। হতাশায় মুখ হয়েছে ভারী। তবে ইংল্যান্ডের কষ্ট পাওয়ার কিছু নেই।কারণ তাদের মতোই বাজে সময় কাটাচ্ছে আরেকটা দল বাংলাদেশ। এদিন বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস ব্যাটিং করতে এসে ২২৯ রানেই আটকা পড়ে। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে বাংলাদেশ ১৪২ রানেই গুটিয়ে পড়ে। বাংলাদেশ হারে ৮৭ রানে। আবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে এসে ভারতও ২২৯ রানে আটকা পড়ে। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে আসে ইংল্যান্ড। শুরুর দিকটা বেশ ভালে করলেও মাত্র ১২৯ রানেই গুটিয়ে পড়ে ইংল্যান্ড। ইংল্যান্ড হারে ১০০ রানে। এখন পয়েন্ট টেবিলের ৯ ও ১০ নম্বরে আছে বাংলাদেশ ও ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড।
ভাই আপনি ঠিকই বলেছেন ইংল্যান্ড আর বাংলাদেশ পয়েন্ট তালিকার দিক দিয়া ভাই ভাই। গতকালকে খেলা ভারত যখন ২২৯ রান করে ৯ উইকেটে তখনই আমি বললাম যে নেদারল্যান্ডস এর বিপক্ষে বাংলাদেশকে টার্গেট দেওয়া সিম টার্গেটে ভারত ইংল্যান্ড কে দেয়। আমাদের বাংলাদেশের প্রথম শাড়ীর ব্যাটসম্যান গুলো যেরকম ব্যাটিং করতে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল। ঐরকম ভাবেই ইংল্যান্ড আরও খারাপ অবস্থায় গতকালকে ভারতের সঙ্গে হেরেছে। ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন তবুও তাদের খেলার এই গতি অবশ্যই ক্রিকেট খেলা খারাপ সময় ভালো সময় দুটোই যেতে পারে। আমরা বাঙালিরা বাংলাদেশ টিম এখন খারাপ সময় যাচ্ছে আমরা যারা আসলে ক্রিকেটপ্রেমী তাদের উচিত এ সময় দলকে সাপোর্ট করা । বিশ্বকাপে যে ভুলগুলো তাদের ছিল ভুল থেকে যেন তারা শুধরে আগামীতে যেন ভালো খেলা খেলতে পারে বাংলাদেশ। আমাদের সবার একটা কথা মাথায় রাখা উচিত আমাদের বাংলাদেশ হারলেও আমাদেরই বাংলাদেশ জিতলেও আমাদেরই বাংলাদেশ। তাই অন্তত আমরা যারা বাংলাদেশ ক্রিকেট ভক্ত আছি তাদের কাছে যেন আমাদের বাংলাদেশ টিম মানসিকভাবে সাপোর্ট পায় ।
|
|
|
|
Tiger420
Jr. Member
Offline
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
|
|
October 30, 2023, 08:13:03 AM |
|
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই কিভাবে জেতা ম্যাচ হারতে সেটা সবাইকে জানাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই চলো না সবকটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নিচে যাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই চলো না লেজ গুটিয়ে বাসার দিকে পালাই।
বাংলাদেশ আর ইংল্যান্ড ভাই ভাই কিভাবে ম্যাচ হেরে কোটি কোটি ভক্তের হৃদয় ভাঙতে হয়।
মুখ থুবড়ে পড়ে যাওয়া, মাথায় হাত দিয়ে আপসোস করা আর হতাশায় মাটির দিকে তাকিয়ে থাকা। এ কোন ইংল্যান্ড! এরাই কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন! বিশ্বকাপে ইংলিশদের নাজুক পারফরম্যান্সে চারদিকে এখন প্রশ্নের ছড়াছড়ি। জনি বেয়ারস্টোর ওমন ক্যাচ মিসের মতোই যেন অবস্থা ইংল্যান্ডের। ঠিক যেন লাইন চ্যুত দলটা। যুদ্ধ করার জন্য ওদের কাছে সবকিছুই আছে, নেই শুধু পারফরম্যান্স। আর একের পর এক হারে দলটা যেন হাঁপিয়ে উঠেছে। আর মেনেও নিয়েছে সেমিফাইনালের আশা শেষ। তাই হয়তো দলের কমান্ডার জস বাটলারকে জো রুট সান্ত্বনা দিয়ে বলছেন, বাকি কটা ম্যাচ জিতে বাড়ি চলো। কিন্তু তাতে মন গলেনি ক্যাপ্টেনের। হতাশায় মুখ হয়েছে ভারী। তবে ইংল্যান্ডের কষ্ট পাওয়ার কিছু নেই।কারণ তাদের মতোই বাজে সময় কাটাচ্ছে আরেকটা দল বাংলাদেশ। এদিন বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস ব্যাটিং করতে এসে ২২৯ রানেই আটকা পড়ে। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে বাংলাদেশ ১৪২ রানেই গুটিয়ে পড়ে। বাংলাদেশ হারে ৮৭ রানে। আবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে এসে ভারতও ২২৯ রানে আটকা পড়ে। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে আসে ইংল্যান্ড। শুরুর দিকটা বেশ ভালে করলেও মাত্র ১২৯ রানেই গুটিয়ে পড়ে ইংল্যান্ড। ইংল্যান্ড হারে ১০০ রানে। এখন পয়েন্ট টেবিলের ৯ ও ১০ নম্বরে আছে বাংলাদেশ ও ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড।
ভাই আপনি ঠিকই বলেছেন ইংল্যান্ড আর বাংলাদেশ পয়েন্ট তালিকার দিক দিয়া ভাই ভাই। গতকালকে খেলা ভারত যখন ২২৯ রান করে ৯ উইকেটে তখনই আমি বললাম যে নেদারল্যান্ডস এর বিপক্ষে বাংলাদেশকে টার্গেট দেওয়া সিম টার্গেটে ভারত ইংল্যান্ড কে দেয়। আমাদের বাংলাদেশের প্রথম শাড়ীর ব্যাটসম্যান গুলো যেরকম ব্যাটিং করতে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল। ঐরকম ভাবেই ইংল্যান্ড আরও খারাপ অবস্থায় গতকালকে ভারতের সঙ্গে হেরেছে। ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন তবুও তাদের খেলার এই গতি অবশ্যই ক্রিকেট খেলা খারাপ সময় ভালো সময় দুটোই যেতে পারে। আমরা বাঙালিরা বাংলাদেশ টিম এখন খারাপ সময় যাচ্ছে আমরা যারা আসলে ক্রিকেটপ্রেমী তাদের উচিত এ সময় দলকে সাপোর্ট করা । বিশ্বকাপে যে ভুলগুলো তাদের ছিল ভুল থেকে যেন তারা শুধরে আগামীতে যেন ভালো খেলা খেলতে পারে বাংলাদেশ। আমাদের সবার একটা কথা মাথায় রাখা উচিত আমাদের বাংলাদেশ হারলেও আমাদেরই বাংলাদেশ জিতলেও আমাদেরই বাংলাদেশ। তাই অন্তত আমরা যারা বাংলাদেশ ক্রিকেট ভক্ত আছি তাদের কাছে যেন আমাদের বাংলাদেশ টিম মানসিকভাবে সাপোর্ট পায় । এখনই হতাশ হলে চলবে না। কারণ বাংলাদেশের সেমিফাইনাল খেলার এখনো সুযোগ আছে। বাংলাদেশের সেমিফাইনালে উঠার শর্ত : ১. নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে বাকি সবকটি ম্যাচ হারতে হবে। ২. শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে অন্তত ২টি ম্যাচ হারতে হবে। ৩. আফগানিস্তানকে ৩টি ম্যাচ হারতে হবে। ৪. বাংলাদেশকে বাকি চারটি ম্যাচই অনেক রানের ব্যবধানে জিততে হবে।
|
TonTogether.com | Saving Empowers Winning Join Launchpool > Jan 10th - Feb 10th
|
|
|
Littlemini
Member
Offline
Activity: 64
Merit: 26
|
|
October 30, 2023, 01:32:04 PM |
|
বাংলাদেশের বিশ্বকাপ২০২৩ খুবই দুঃখজনক।এই বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচে জয় পাবে বাংলাদেশ। নেদারল্যান্ড, আফগানিস্তান, এবং শ্রীলংকার বিপক্ষে। কিন্তু এভাবে যে বাংলাদেশ হারবে সেটা সমর্থকদের আশার বাহিরে ছিল। বাংলাদেশ মাঠে নয় মাঠের বাহিরে হেরেছে তাদের পারফরমেন্সে।বাংলাদেশ দলকে বানিয়েছে গিনি পিক। সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিংয়ে ব্যর্থতা। আশা করেছিলাম এ বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেললে হয়তোবা ভালো কিছু দেখতে পেতো সমর্থকরা। এতটাই হতাশা জনক এবং লজ্জা জনক হার বাংলাদেশের সমর্থকদের জন্য।
|
|
|
|
DYING_S0UL
|
|
October 30, 2023, 01:45:51 PM |
|
সঠিক গণতন্ত্রের বহিঃপ্রকাশ এগুলো । আইন সম্পর্কে বেশি কিছু জানিনা তারপরও আমার মনে হয় না এমন কোন আইন আছে যেখানে এভাবে গণহারে সবার মোবাইল চেক করা যাবে। এই বিষয়গুলি আমাদের নিকট আরো ভীতি জনক মোবাইলে তো ক্রিপ্টোকারেন্সি এর বিভিন্ন এক্সচেঞ্জার ওয়ালেট ইত্যাদি দিয়ে ভর্তি। এইসব চেকিংয়ে যদি এইসব নিয়ে ধরা খাই এটা নিয়েও ভয় থাকি । আর যদিও আমার মনে হয় না এইসব ম্যাটার খেয়াল করবে বর্তমান অবস্থাতে। এইসব পার্সোনাল ফোন ঘাঁটাঘাটি আমার নিকট একদম জঘন্য একটা পর্যায়। ডানে বামে উপরে নিচে যাই বলেন, "বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে নাই, আই রিপিট কোথাও নাই"। যে দেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কিনতে খরচ হয় ছয় হাজার টাকা, যে দেশে বিশ্ববিদ্যালয়ের লিফ্ট ক্রয় করতে বিদেশ ভ্রমন করতে হয়, যে দেশে পিয়াজের দাম ১৫০ টাকা হয়, আলুর দাম ৭০ টাকা হয়, সে দেশের সরকারের কাছ থেকে কিই বা আশা করা যায়। আজকে কৃষিমন্ত্রীর কথা শুনছেন? তাদের নাকি ২ বছর লাগবে এই আলু পেয়াজের দাম স্বাভাবিকে আনতে, লল । কি বলবো আর? তবে বাংলাদেশ যে অনেক পিছায়ে আছে তাও না, দুর্নীতির দিক দিয়ে নাম্বার ওয়ান বলা যায়। যাই হোক, আমি কালকের জন্য অপেক্ষা করতেছি। বিরোধী দল তো ৩ দিনের হরতাল দিলো, কি হয় কে জানে। আমাদের এখানে আজ প্রচুর গাড়ি ঘোড়া জ্যাম দেখলাম। মানে বাসে ঢোকারও যায়গা নাই। ঢাকা মুখি সব বাস ভরা, বাস টার্মিনাল ফুল জ্যাম। সুপারভাইজারের সাথে কথা বলে বুঝলাম কাল হয়তো আমাদের এদিকে বাস চলবে না। আপনাদের দিকে কি অবস্থা? ইমনিই সমাবেশ নিয়ে প্রচুর মারামারি, কোপাকুপি, ফাটাফাটি হইলো। কাল আবার নতুন করে শুরু হবে এপিসোড টু। আমি ঢাকার বাহিরে আছি, তবে আমার এক ঢাকামুখি বন্ধু একটা ভিডিও পাঠাইছিলো আমাকে। দেখে আর কি বলবো। এমন মারা মারতেছে, ২ মিনিট আগেরও জ্যাতা মানুষ মরা হয়ে যাচ্ছে। বাইদাওয়ে আমি নির্দিষ্ট কোনো দলকে ইঙ্গিত করতে চাই না। বাংলাদেশের প্রেক্ষিতে সব দলই খারাপ। ক্ষমতা পাইলেই এরা এদের আসল রূপ দেখায়। তবে আমি শান্তিপ্রিয় মানুষ। পার্সোনালি আমার এসব রাজনীতি ভালো লাগে না। কোনো দলফল ও করিনা। কোনো দলের সহ সভাপতি আবার আমার পিছনে লাইগেন না, পিলিচ
ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই । তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)।
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
Learn Bitcoin
|
|
October 30, 2023, 02:38:59 PM |
|
ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই । তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)। বাটন ফোন তো যোগাযোগ এর জন্য কাজে লাগে ঠিক আছে, তবে স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে সেটা ছাড়া বাইরে যাওয়া প্রায় মুশকিল একটা ব্যাপার হয়ে গেছে। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে প্রায় সব কিছুই স্মার্টফোন দিয়ে করা লাগে। আর বার বার করে ফোনে এপ ইনষ্টল করা, লগইন করা, আবার কেটে ফেলা একটা বিরক্তিকর ব্যাপার। এই ক্ষেত্রে মোবাইলে এপ হাইড করার কিছু এপস আছে যেগুলো ব্যাবহার করা যেতে পারে। আমি মাঝে মাঝে এসব ব্যাপারে চিন্তা করি আবার ভাবি যে বাড়ির বাইরে তো তেমন একটা যাওয়া হয় না, আমার মোবাইল চেক করবে কে? কিন্তু কখনো যদি আজান দিয়ে ধরে ফেলে, তখন তো রক্ষা হবে না মামু। ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন।
|
|
|
|
|