Crypto Zone
Newbie
Offline
Activity: 6
Merit: 1
|
 |
July 20, 2023, 09:28:17 PM |
|
আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ? এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার , এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1344
Merit: 1080
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
July 20, 2023, 09:36:21 PM |
|
ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। এই জিনিস টা আসলে কিছু ডিটি মেম্বারের দরকার। আমি নাম বলতে চাই না। ফোরামে কিছু ডিটি মেম্বার আছে যারা হুদাই নিউট্রাল ট্যাগ দিয়ে বসে থাকে আর বলে এটা তার পারসোনাল নোট। তোমার পারসোনাল নোট তো আর কমিউনিটির জানার দরকার নাই। নিউট্রাল ট্যাগ তখনই দেওয়া উচিৎ যেটা কমিউনিটির জানা দরকার। যেমন শিট পোষ্টার, লোন নিয়েছে বা অন্যান্য নোট যেগুলো কমিউনিটির জানা উচিৎ। আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই  , ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো? এইটা কমিউনিটির জানার দরকার? আরো অনেক ইউজলেস নিউট্রাল ট্যাগ আছে। যেহেতু নিউট্র্যাল ট্যাগ এ কোনো ইফেক্ট পরে না, তাই এটা নিয়ে কথা হয় না। ভাই ওইসব ডিটি মেম্বারদের নিয়ে না কথা বলি, নামটা মুখে নিয়ে আবার নাম বললে চাকরি থাকবে না এমন হবে। যাই হোক পার্সোনাল নোট এর বিষয়টা এটা আমি Royse777 কে অনেক আগে ব্যবহার করতে দেখেছিলাম। যেমন ধরুন কোন ইউজারকে সে তার ক্যাম্পেইন গুলো থেকে ব্যান করে রাখছে এরকম। তাছাড়া ধরনের তো অনেক ইউজার এক একজন এক এক কাজের সাথে জড়িত কে কোন কাজের সাথে জড়িত এর জন্য ছোট্ট করে একটা পার্সোনাল দিয়ে রাখলে পরবর্তীতে তাকে চিনতে সুবিধা হবে, প্রোফাইল পোস্ট ঘেঁটে আর ডিটেলস জানতে হবে না। যাই হোক আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ Crypto Library, ভাই আপনাকে এর আগেও আপনার কয়েকটি ইউজফুল এইসব টেকনিক দেখেছি। যদিও বর্তমানে এগুলো ব্যবহার করার জন্য আমার কোন সার্ভিস নেই তারপরে আশা করি ভবিষ্যতে এবং অনেক আমার অনেক কাজের জন্য ব্যবহার করতে পারবো। আর আপনার থেকে এরকম এগুলা আর কিছু ট্রিকস পাবো।
আমার এইসব পোস্টের সার্থকতা এটাই ভাই। আর বলে রাখি শুধু সার্ভিস না এটা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন উপরে অলরেডি একটু ডিটেলস বলে দিয়েছি। আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ? এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার , এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ
এটা কোন কথা কইলেন ভাই এডিট কিভাবে করবেন? পোস্ট যেহেতু করতে পারছেন তাছাড়া কোট করতে পেরেছেন এডিট করতে পারবেন না? আচ্ছা যাই হোক তারপরেও বলে দেই- জাস্ট এডিট অপশনে চাপ দিবেন আর যে সব টেক্সট নিয়ে আপনার প্রশ্ন সেটাকে রেখে বাকি সব টেক্সগুলো রিমুভ করে দিবেন নিজে একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম- [quote author=Crypto Library link=topic=631891.msg62574742#msg62574742 date=1689803058] [center][u][b]কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর্ডে কপি করার ইউজার স্ক্রিপ্ট[/b][/u][/center] [/quote] চাইলেও উপরের টেক্সট গুলো কপি করে পেস্ট করে দিতে পারেন Edit অপশনে ক্লিক করার পর ।
|
..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
Bd officer
|
 |
July 20, 2023, 09:48:08 PM |
|
আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ? এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার , এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ
Crypto Library ভাই আপনাকে সুন্দর করে বুঝিয়েছেন আমিও আপনাকে একটু বুঝানোর চেষ্টা করি। প্রথমে আপনি এডিট অপশনে ক্লিক করবেন আপনাকে বুঝানোর সাপেক্ষে আমি একটা স্কিনশট দিচ্ছি দেখে নিতে পারেন।  এর পরবর্তীতে আপনি আপনি যে পোস্টে এডিট করবেন, সেই পোস্টে যে লেখাগুলো বাদ দিতে চান দেই লেখা গুলো কেটে দিবেন।  সর্বশেষ আপনাকে টেক্সট এডিট করা হলে আপনাকে সেব অপশনে ক্লিক করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। বিশেষ দ্রষ্টব্য, পিকচার গুলি বিটকয়েনটক ফরম থেকে স্কিনশট নেওয়া
ভাই বাংলাদেশ ট্রেড হবে নাকি বাংলাদেশ থ্রেড হবে।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
Mr.corol
|
 |
July 21, 2023, 03:01:40 AM Last edit: July 21, 2023, 03:35:01 AM by Mr.corol |
|
আমাদের বাংলা লোকাল থ্রেড ২০১৪ সালে তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত মোট পোস্ট করা হয়েছে ১০৫১৫ টি, এবং মোট পেজ হইছে ৪০০। এই ৪০০ পেজে সর্বোচ্চ পোস্ট করেছে ১ নাম্বারে আছেন Little Mouse ভাই মোট ৪৩১ টা পোস্ট করেছেন। আমি প্রথম ২০ জন পোস্ট দাতার নাম উল্লেখ করলাম।
9. Mr.corol [107]
বর্তমান সময়ে আমি খুব একটা পোস্ট করি না। তবুও আমি সর্বোচ্চ পোস্টদাতার মধ্যে টপ ১০ এর মধ্যে রয়েছি। আর এটা দেখে অনেক ভালো লাগছে, এই থ্রেডে ৪০০ পেজ পূর্ণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত এক্টিব থাকার চেষ্টা করবো। দশের লাঠি একের বোঝা, তাই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি ইনশআল্লাহ একদিন লোকাল বোর্ড পেয়ে যাবো। বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ৪০০ তম পেজে আমরা আসতে সক্ষম হয়েছি। সত্যিই দেখা ভালো লাগছে সকলেই অনেক সময় ব্যয় করেছেন যার ফলে এত দূর পর্যন্ত আমরা অতিক্রম করতে পেরেছি। আমাদের সকলের উচিত আরও সময় বেশি দেওয়া তাহলে হয়তো আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব।
আমরা সবাই যদি নিঃস্বার্থভাবে চেষ্টা করি, তাহলে অবশ্যই খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব। কিন্তু দুঃখের বিষয় নিঃস্বার্থভাবে চেষ্টা করা হয়তোবা সম্ভব হবে না। কারণ সবাই কোন না কোন কোন ভাবে ব্যস্ত থাকে। আমি নিজেও কোন প্রয়োজন ছাড়া বা একেবারে ফ্রি সময় ছাড়া এই টপিকে পোস্ট করতে পারি না। এজন্য নিজেকে স্বার্থপর বলতে বা স্বার্থপর ভাবতে কোন কারপণ্য নেই। আপনার মতো সদস্য আমাদের জন্য গর্ব, আপনার মতো সদস্যা আছে বলেই আমাদের থ্রেড আজকে উজ্জল দেখায়। আপনি আমরা সবাই মিলেই আমাদের কাজ করতে হবে। আসসালামু আলাইকুম বাংলা লোকাল বোর্ড ফোরামের সকল সদস্যদের,আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের দেশের সরকারি বেসরকারি দুই টাইপের ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেড়েছে। আগে যখন দশ বছরে দুই থেকে আড়াই লক্ষ শিক্ষার্থী গ্রাজুয়েট কমপ্লিট করত ওই সংখ্যাটা এখন চার থেকে পাঁচ লক্ষে উন্নীত হয়েছে। তো আমাদের যে একটি আর্থ সামাজিক প্রেক্ষাপট আছে এই যে আমাদের শিক্ষিত মানুষজন বেকার যারা আছে ওরা তো বিভিন্ন অশোভন কাজ করতে চায় না তাদের একটা স্ট্যাটাস আছে কিন্তু ওরা যে টাইপের চাকরি চাচ্ছে ওই টাইপের চাকরির সুযোগই তৈরি হচ্ছে না। বর্তমানে বাংলাদেশের দুইটি এরিয়াতে চাকরির সুযোগটা বেশি একটা হল উৎপাদনশীল আর একটি হল কৃষিখাত। কিন্তু এই দুই খাতে কারিগরি ভাবে দক্ষ লোকের চাহিদা বেশি বরং আমরা যে শিক্ষিত বেকার প্রডিউস করতেছি তাদের থেকে। ফলে আমাদের দেশের বড় একটা অংশ বেকারত্বের মধ্যে পড়ে যাচ্ছে এবং আমি নিজেও এই ক্যাটাগরির মধ্যে অন্তর্গত। কয়েক মাস আগে আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। তাই চিন্তা করে দেখলাম যে বসে থাকার থেকে নতুন একটা কিছু শেখার চেষ্টা করি। বাংলা লোকাল বোর্ড ফোরামের এটি আমার প্রথম পোস্ট এবং সকলে সার্বিক সহযোগিতা করবেন নতুন কিছু শিখতে পারি আপনাদের মাধ্যমে।
আপনাকে বাংলা থ্রেডে স্বাগতম, আপনি ফরমের নিয়ম কানুন ভালো ভাবে পড়ে নিয়ে চেষ্টা করুন ইনশাআল্লাহ এখান থেকে হয়তো সফলতা পেতে পারেন। আসসালামুয়ালাইকুম...... আমার একটা প্রশ্ন ছিল.....? আমরা অনেক সময় খেয়াল করে দেখি আমাদের ওয়ালেটে বিশেষ করে Trust ওয়ালেটে অনেক ধরনের নতুন টোকেন আসে .অনেক সময় আমরা না বুঝেই সেই টোকেন গুলোকে swap করতে যায় তখন টোকেন গুলোর মূল্যও দেখায়, এই সময় আমাদের ওয়ালেট থেকে BNB কেটে নেয় কিন্তু swap করা যায় না. এভাবে আমরা অনেকেই প্রতারণার শিকার হই বিভিন্ন ধরনের স্ক্যাম বা ফেক টোকেনের মাধ্যমে.
আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?
যারা এই বিষয়ে জানেন তারা যদি একটু বিস্তারিত বলতেন এবং এটা কিভাবে চেক করব এই বিষয়ে বিস্তারিত বলতেন , তাহলে আমার মনে হয় এই প্রতারণা থেকে অনেকেই উপকৃত হতো.
আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে, আপনি কি টোকেন কাজ করে পেয়েছেন নাকি আপনা আপনি এসেছে, টোকেন swap করতে গেলে কিছু ফেক টোকেন দেওয়া হয়। ওই গুলো সাধারণত ওয়ালেটে ডলার শো করে না কিন্তু swap করতে গেলে ডলার শো করে,, কিন্তু swap হয় না। তাই ফেক টোকেন swap করে অযথা ফ্রী দিয়া ডলার নষ্ট করবেন না।
|
|
|
|
King333
Newbie
Offline
Activity: 12
Merit: 1
|
 |
July 21, 2023, 12:04:39 PM |
|
আমার মতো অনেক নতুন মেম্বার Bitcointalk থেকে আয় করতে এবং শিখতে চাই। তবে আমাদের সিনিয়রদের কাছ থেকে সঠিক গাইড দরকার। কিভাবে ব্যান থেকে আমাদের একাউন্ট বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো? এ সম্পর্কে সিনিয়ররা কিছু উপদেশ দিলে অনেক উপকৃত হবো।
|
|
|
|
BD Crypto
Full Member
 
Offline
Activity: 655
Merit: 158
BTC Rocks
|
 |
July 21, 2023, 12:38:26 PM |
|
আমার মতো অনেক নতুন মেম্বার Bitcointalk থেকে আয় করতে এবং শিখতে চাই। তবে আমাদের সিনিয়রদের কাছ থেকে সঠিক গাইড দরকার। কিভাবে ব্যান থেকে আমাদের একাউন্ট বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো? এ সম্পর্কে সিনিয়ররা কিছু উপদেশ দিলে অনেক উপকৃত হবো।
আপনাকে গতকাল ফোরামে কিভাবে নিজেকে গ্রো করবেন এবং সঠিক ব্যবহার করবেন এই বিষয়ে উপদেশ ও কিছু গুরুত্বপূর্ণ লিংক সংযুক্ত করে দেয়া হয়েছিল। আপনি কি ওই পোস্টগুলো পড়েছেন? যদি পড়ে না থাকেন তাহলে আবার পড়ে নিন এবং ফোরামের রুলস গুলো সম্পর্কে আগে ভালোভাবে জানুন । আগের পোস্টটি: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62577208#msg62577208কিভাবে ফোরাম থেকে আয় করবেন:১. আপনি কি ফোরামের বাউন্টি সেকশন সম্পর্কে অবগত আছেন? এখানে বিভিন্ন প্রজেক্ট এর প্রমোশনাল ক্যাম্পেন শেয়ার করা হয় এবং ক্যাম্পিং গুলোতে অংশগ্রহণ করলে তাদের নিজস্ব টোকেন বা কিছু কিছু ক্যাম্পেইনে স্টেবল টোকেন রেওয়ার্ড হিসেবে দেওয়া হয়। এর মাধ্যমে খুব দ্রুত ফোরাম থেকে আর্নিং করা যায় এবং এটা খুব জনপ্রিয় একটি উপায়। রানিং ক্যাম্পেইন গুলো দেখতে ও অংশগ্রহণ করতে Bounties (Altcoins) বোর্ডটি ভিজিট করুন। এখানে আপনার social account গুলো যেমন টুইটার, ফেসবুক ইত্যাদিতে যত বেশি ফলোয়ার থাকবে তত বেশি শেয়ার পাবেন। টেলিগ্রাম ও ব্লগ ইত্যাদি অন্যান্য ক্যাম্পেইন এ জয়েন হতে পারবেন। প্রতিরাত ক্যাম্পেইনে জয়েন হওয়ার আগে অবশ্যই রুলস গুলো পড়ে নিবেন। সবগুলো ক্যাম্পেইন থেকেই আপনি পেমেন্ট পাবেন না বা ভালো পরিমাণে আয় করতে পারবেন না তাই জয়েন করার আগে অবশ্যই ভালো ক্যাম্পেইন গুলো নির্বাচন করবেন। কিভাবে ব্যান থেকে বাঁচাবো ও অ্যাকাউন্টে মেরিট বাড়াবো?ব্যাংক থেকে বাঁচানোর একটাই উপায় সেটা হচ্ছে ফোরামের রুলস গুলো যথাযথভাবে ফলো করা। রুশ সম্পর্কিত বেশ কয়েকটি লিংক আপনাকে আগের মেসেজে দেয়া হয়েছে। আর একাউন্টে মেরিট পাওয়ার জন্য কিছু দিকনির্দেশনা সম্বলিত লিংক ও আগের মেসেজে দেয়া হয়েছে। আগে সেগুলো ভালোভাবে পড়ুন। খুব সংক্ষেপে বলতে গেলে ফোরামে সময় দিবেন ভালো ভালো পোস্ট করবেন অন্যদের হেল্প করবেন এবং বিভিন্ন রিসোর্স শেয়ার করবেন। অর্থাৎ আপনার প্রতিটা পোস্টি যেন গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এই চেষ্টা করবেন তাহলে খুব সহজেই ফোরামে মেরিট পাবেন।
|
|
|
|
King333
Newbie
Offline
Activity: 12
Merit: 1
|
 |
July 21, 2023, 03:52:19 PM |
|
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD? আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
|
|
|
|
Bitcoin_people
|
 |
July 21, 2023, 04:29:00 PM |
|
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD? আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
ভাই এটা আসলে কেউ বলতে পারবে না সঠিকভাবে এর আগে আমি একটি টেলিগ্রাম গ্রুপে দেখেছি তাঁরা PI Token Buy & Sell করা নিয়ে কথা বলছে। সেখানে একজন ব্যক্তি প্রতিটি PI এর মূল্য $0.30 করে কেনার জন্য খুবই আগ্রহী হয়েছিল। আমি মনে করি এটা এখনো সেল করা যায় না তাদের রোডম্যাপ অনেক বড় হয়তো 2026 সালে এর এক্সচেঞ্জ আনার সম্ভাবনা রয়েছে। তবে আপনি শুধু শুধু এর পেছনে সময় নষ্ট না করে অন্য কাজে মনোযোগ দিন এটা বিক্রি করা যায় না। তবে mainnet যারা করেছে তাদের কিছু টোকেন হয়তো বিক্রি করতে পেরেছেন আমি সঠিক বলতে পারলাম না দুঃখিত। আপনি এটি মাইনিং করতে থাকেন যখন এক্সচেঞ্জ আসবে তখন বিক্রি করার মত সুযোগ থাকতে পারে পারলে কেওয়াইসি করে রাখেন। একটি PI বর্তমানে এক্সচেঞ্জ এ লিস্ট করা আছে আপনি কোনটির কথা বলেছেন??
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | Rainbet.com CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
Little Mouse
Legendary
Online
Activity: 2534
Merit: 2979
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
July 21, 2023, 05:04:29 PM |
|
আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই  , ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো? এইটা কার সম্পর্কে বলছেন? জানা দরকার। নিউট্রাল ট্যাগ আসলে খুব ভালো কাজে দেয় যদি কেউ সেটাকে সঠিকভাবে ব্যবহার করে। কিন্তু কিছু অতি চালাক যারা ফোরামে একটা কিছু হওয়ার পায়তারা করতেছে তারা এইটাকে খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে। আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD? আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্কপাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Bitcoin_people
|
 |
July 21, 2023, 05:45:08 PM |
|
~~
~~ আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD? আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্কপাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই। এই টোকেনের কথা কি বলব  ভাই আমি XT Exchange থেকে ৩ টা Pi Token কিনেছিলাম যখন এর দাম $25/$26 করে ছিল। অন্য অন্য এক্সচেঞ্জ এ $70/80 করে ছিল দাম আমার মূলত লোভ ছিল XT Exchange থেকে কিনে অন্য এক্সচেঞ্জ এ সেল করবো। কিন্তু যখন উদ্র করতে গেলাম তখনই দেখি সাসপেন্ড করা। বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  ।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | Rainbet.com CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 994
Merit: 1270
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
July 22, 2023, 06:55:21 AM |
|
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্কপাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই। এই টোকেনের কথা কি বলব  ভাই আমি XT Exchange থেকে ৩ টা Pi Token কিনেছিলাম যখন এর দাম $25/$26 করে ছিল। অন্য অন্য এক্সচেঞ্জ এ $70/80 করে ছিল দাম আমার মূলত লোভ ছিল XT Exchange থেকে কিনে অন্য এক্সচেঞ্জ এ সেল করবো। কিন্তু যখন উদ্র করতে গেলাম তখনই দেখি সাসপেন্ড করা। বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  । ভাই এটা কে বলে অতি লোভে তাতি নষ্ট হওয়ার মতো অবস্থা। আমরা অনেকেই এসব আকাম করেছি মনে হয়। টেরা লুনা যখন ক্রাশ করে, ভাবি নাই যে এটা আর কখনো রিকোভার করবে না। যখন স্ট্যাবল কয়েন টা ডিপেগ হলো, অনেকগুলা কয়েন কিনেছিলাম এটা ভেবে যে আরে এটা তো আবার রিকোবার করে ফেলবে। তারপর কি হয়েছে এটা তো সবাই জানেন। পাই নেটওয়্যার্ক এর কোনো ব্লকচেইন ই নাই, তবুও অনেকে কিছু এক্সচেন্জ এ এটা কিনেছে মানে হয়। আমার প্রশ্ন হলো এটা কি একই এক্সচেন্জ এ আর সেল করা যায় নি? আমি যেহেতু কিনি নাই, এজন্য বলতে পারছি না। এইটা কার সম্পর্কে বলছেন? জানা দরকার। নিউট্রাল ট্যাগ আসলে খুব ভালো কাজে দেয় যদি কেউ সেটাকে সঠিকভাবে ব্যবহার করে। কিন্তু কিছু অতি চালাক যারা ফোরামে একটা কিছু হওয়ার পায়তারা করতেছে তারা এইটাকে খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে।
এটা আপনাকে প্রাইভেট ভাবে বলবো। এমনিতে নাম বললে চাকরি থাকবে না। হুদাই ডিসট্রাস্ট লিষ্টে এড করে দিবে। কিছু করার থাকবে না।
|
|
|
|
Little Mouse
Legendary
Online
Activity: 2534
Merit: 2979
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
July 22, 2023, 03:00:09 PM |
|
বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  । স্ক্যাম কয়েন তা ঠিক তবে আপনি জেনে শুনেই বিনিয়োগ করেছেন। যতগুলো এক্সচেঞ্জই পাই কয়েন তালিকাভুক্ত করেছে, আমি যতদুর জানি, তারা সবাই এইটাকে স্পষ্টভাবে IOU কয়েন হিসেবে উল্লেখ করেছে। সুতরাং, তাদের দোষ আসলে নেই। আপনি যদি তাদের এনাউন্সমেন্ট পড়তেন, তাহলে নিশ্চয়ই জানতেন যে আপনি এই কয়েন উইথড্র করতে পারবেন না। যাই হোক, এইটা একটা অভিজ্ঞতা। আশা করি পরবর্তীতে আপনার এই অভিজ্ঞতা আপনাকে অনেক বড় লস থেকে বাচাবে। ক্রিপ্টোকারেন্সি জগতে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যেগুলো একজন নন-ক্রিপ্টো ব্যবহারকারীর পক্ষে সহ্য করা খুবই কঠিন। কিন্তু, এইগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আরো শিখতেছি। সব ভুলকেই বাংলাদেশ ক্রিকেট দলের হারের মত অভিজ্ঞতা হিসেবেই নিচ্ছি  এটা আপনাকে প্রাইভেট ভাবে বলবো। এমনিতে নাম বললে চাকরি থাকবে না। হুদাই ডিসট্রাস্ট লিষ্টে এড করে দিবে। কিছু করার থাকবে না।
ওদের ডিস্ট্রাস্ট লিস্ট দেখলেই বোঝা যায় ওরা আসলে ফোরামের ট্রাস্ট সিস্টেম সম্পর্কে কম বুঝে  হুদাই হাবিজাবি দুনিয়ার সবাইরে ডিস্ট্রাস্ট লিস্টে ফালাই রাখে, যারা জীবনে কোনদিন কাউকে ফিডব্যাক দেয়নাই, তাদেরকেও ডিস্ট্রাস্ট লিস্টে রাখে। ফোরামে এইরকম আজাইরা কিছু পাবলিক আছে। এইগুলার কামই হইছে নিজেকে জাহির করার চেষ্টা। এইগুলাকে ইগ্নোর করে রাখবেন। সেটাই ভালো আমার মতে।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
RewFrew
Full Member
 
Offline
Activity: 756
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
 |
July 22, 2023, 05:16:23 PM |
|
~~
~~ আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD? আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্কপাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই। এই টোকেনের কথা কি বলব  ভাই আমি XT Exchange থেকে ৩ টা Pi Token কিনেছিলাম যখন এর দাম $25/$26 করে ছিল। অন্য অন্য এক্সচেঞ্জ এ $70/80 করে ছিল দাম আমার মূলত লোভ ছিল XT Exchange থেকে কিনে অন্য এক্সচেঞ্জ এ সেল করবো। কিন্তু যখন উদ্র করতে গেলাম তখনই দেখি সাসপেন্ড করা। বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  । আসলে পাই টোকেন নিয়ে আমিও চরম দ্বিধা দ্বন্দ্বে আছি। এটার বর্তমান মূল্য xt.com এ প্রায় $৩০০ হলেও বাইরে এর মূল্য অনেক কম। এটি মার্কেটপ্লেস এর বাইরে মাত্র $.৩৫-$৪০ এ কেনা বেচা চলছে। এবং এটি এক্সচেঞ্জারে ডিপোজিট বা উড্রো করা যায় না। সব মিলে পাই নেটওয়ার্ক এর টোকেন নিয়ে আমি প্রচন্ড ধোয়াসার মধ্যে আছি। এবং আমি দীর্ঘদিন ধরে পাই টোকেন মাইনিং করে যাচ্ছি যা নিয়েও আমি দূরচিন্তার মধ্যে আছি।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1344
Merit: 1080
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
July 22, 2023, 08:23:51 PM |
|
আসলে পাই টোকেন নিয়ে আমিও চরম দ্বিধা দ্বন্দ্বে আছি। এটার বর্তমান মূল্য xt.com এ প্রায় $৩০০ হলেও বাইরে এর মূল্য অনেক কম। এটি মার্কেটপ্লেস এর বাইরে মাত্র $.৩৫-$৪০ এ কেনা বেচা চলছে। এবং এটি এক্সচেঞ্জারে ডিপোজিট বা উড্রো করা যায় না। সব মিলে পাই নেটওয়ার্ক এর টোকেন নিয়ে আমি প্রচন্ড ধোয়াসার মধ্যে আছি। এবং আমি দীর্ঘদিন ধরে পাই টোকেন মাইনিং করে যাচ্ছি যা নিয়েও আমি দূরচিন্তার মধ্যে আছি।
এত দ্বিধাদন্তে থাকার দরকার নেই ভাই চোখ বন্ধ করে এটা থেকে দৌড় মারুন ভুলেও যেন ইনভেস্ট না করেন। ক্রিপ্ত কারেন্সিতে স্ক্যামিং এর কথা তো আর নতুন করে বলতে হবে না ওয়ান কয়েন আরো কি কি যেন ছিল ভুলে গেছি যাই হোক 2019 সালে এটি যখন স্টার্ট হয় মানে পাই এপ্লিকেশনটি যখন ডেভেলপমেন্ট করা হয় তখন একটা হাইপের মধ্য দিয়ে এটা কোটি কোটি মানুষের একটা কমিউনিটি গড়ে তুলেছে। যদিও এখন এর মাইনিং কম আগের মতন নেই তারপরও আমি একটা সাধারন জিনিস বলে যাই দেখেন কোটি কোটি মানুষের হাতে এই অ্যাপ্লিকেশনটি আছে বা ছিল এবং তারা বেশিরভাগই কিছু না কিছু মাইনিং করেছে তো এক্ষেত্রে মাইনিংহওয়া কয়েন এর সংখ্যা কিন্তু কম নয়, আর এর বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েট করতেছে কখন এই কয়েনটার একটা ভ্যালু এড হবে এবং সেটা সেল করে কিছু ইনকাম করবে, এখন এটা যদি লিস্টেড হয় বা এপ্সে থাকা কয়েন গুলো কখনো সেল করা যায় যদিও আদৌ এটা হবে কিনা জানিনা তারপরেও যখন এটা লিস্টেড হবে তখন বেশিরভাগ মানুষই এটা সেল করা শুরু করে দিবে এবং তখনই সাথে সাথে ঘটবে এটার ধর পতন। লুনার কথা হয়তো আমরা ভুলে যাইনি তাই না ভাই 
|
..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
roksana.hee
|
 |
July 23, 2023, 05:46:20 AM |
|
২০১৮ সালে আমি ১০০০ ডোজ কয়েন দিয়ে ২ লাখ ৬৯ হাজার পাই কয়েন কিনেছিলাম। তখন এর ভ্যালু আস্তে আস্তে বাড়ছিল। আমি প্রায় এক দেড় মাস যাবত সেটাকে ফলো করতেছিলাম। যখনই আমি ডোজ কয়েন দিয়ে পাই কয়েনটা কিনে ফেললাম। প্রায় দুই মাস যাবত সেটাকে অবজারভ করতেছিলাম। দেখলাম এর ভ্যালু আমার কেনা ভ্যালু থেকে ডাবল হয়ে গিয়েছে। যখনই আমি ওইটাকে আবার ডোজ কয়েনে কনভার্ট করতে গেলাম। ওরে বাবা! দেখি কি অবস্থা জানেন? আমার ২ লাখ ৬৯ হাজার পাই কয়েন মাত্র ২৬৯ পাই কয়েন এ পরিণত হয়েছে। আমার ২৬৯ পরে যে শূন্য ছিল সেই শুন্য কোথায় চলে গেল? আমি বুঝলাম না, ভাই। দেখলাম আমার ২৬৯ এরপরে দশমিক বিন্দুটা রয়েছে তারপরে দুইটা শূন্য রয়েছে। কিন্তু খুব মজার ব্যাপার হলো যে, এই দশমিক বিন্দুটা ছিল ২৬৯ এর পরে তিনটা শূন্য তারপরে ছিল কিন্তু হঠাৎ করে এই দশমিক বিন্দুটা কিভাবে লাফাই লাফায় তিনটে শূন্যের আগে চলে আসলো, আমি সেটাই বুঝলাম না। তারপর থেকে নতুন যে কয়েনগুলো মার্কেট লঞ্চ হয় সেগুলোতে ইনভেস্ট করতে খুব ভয় করে।
যাই হোক ভাই, আপনারা যারা যেখানেই ইনভেস্ট করেন না কেন? চিন্তা-ভাবনা করে এবং সিনিয়র ভাইদের পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন।
কারণ জীবনের একটা ভুল, সারা জীবনের কান্নায় পরিণত হইতে বেশি সময় লাগে না ভাই। সব থেকে বড় কথা, আল্লাহ দিলে সব হয়। ইনশাল্লাহ সত্যের জয় হবেই। আমি বিশ্বাস করি, আমি যদি কারো সাথে প্রতারণা না করি আমার সাথেও কেউ প্রতারণা করবে না। হয়তো আমার না জানা কিছু ভুল ছিল যার কারণে আমি সেখানে কিছু অর্থ লস করেছি।
|
|
|
|
King333
Newbie
Offline
Activity: 12
Merit: 1
|
 |
July 23, 2023, 06:59:08 AM Last edit: July 23, 2023, 07:25:23 AM by King333 |
|
সেরা পাঁচটি লোকাল থ্রেডের তালিকা1. পাকিস্তানপ্রতিষ্ঠাতা : Abdussamad 2. বাংলাদেশপ্রতিষ্ঠাতা : BitCoinDream 3. ভিয়েতনামাপ্রতিষ্ঠাতা : baby_ghost 4. ইউক্রেনপ্রতিষ্ঠাতা : Coinoid 5. সার্বিয়ানপ্রতিষ্ঠাতা : Danilo
|
|
|
|
Bd officer
|
 |
July 23, 2023, 07:08:55 AM |
|
আমরা বর্তমান সময়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম বিটকয়েন বিয়ার মার্কেটের মধ্যে অবস্থান করছি। ২০১৫ এর সালে বিয়ার মার্কেট ৩৮৬ দিন যাবত দীর্ঘছিলো। ২০১৯ সালে ২০৪ দিন ছিলো, ২০২০ সালে ৩৭ দিন যাবত দীর্ঘ ছিলো। কিন্তু বর্তমান সময়ে ২০২২-২০২৩ সালে এখন পর্যন্ত ৪৯০ দিন এর বেশি সময় ধরে বিয়ার মার্কেট চলছে। আমরা মনে হচ্ছে খুব শিগ্রই বুল মার্কেট দেখতে পাবো মনে হচ্ছে ২০২৪ সালে দেখতে পাবো। 
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 994
Merit: 1270
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
July 23, 2023, 07:11:30 AM |
|
এত দ্বিধাদন্তে থাকার দরকার নেই ভাই চোখ বন্ধ করে এটা থেকে দৌড় মারুন ভুলেও যেন ইনভেস্ট না করেন। ক্রিপ্ত কারেন্সিতে স্ক্যামিং এর কথা তো আর নতুন করে বলতে হবে না ওয়ান কয়েন আরো কি কি যেন ছিল ভুলে গেছি যাই হোক 2019 সালে এটি যখন স্টার্ট হয় মানে পাই এপ্লিকেশনটি যখন ডেভেলপমেন্ট করা হয় তখন একটা হাইপের মধ্য দিয়ে এটা কোটি কোটি মানুষের একটা কমিউনিটি গড়ে তুলেছে। যদিও এখন এর মাইনিং কম আগের মতন নেই তারপরও আমি একটা সাধারন জিনিস বলে যাই দেখেন কোটি কোটি মানুষের হাতে এই অ্যাপ্লিকেশনটি আছে বা ছিল এবং তারা বেশিরভাগই কিছু না কিছু মাইনিং করেছে তো এক্ষেত্রে মাইনিংহওয়া কয়েন এর সংখ্যা কিন্তু কম নয়, আর এর বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েট করতেছে কখন এই কয়েনটার একটা ভ্যালু এড হবে এবং সেটা সেল করে কিছু ইনকাম করবে, এখন এটা যদি লিস্টেড হয় বা এপ্সে থাকা কয়েন গুলো কখনো সেল করা যায় যদিও আদৌ এটা হবে কিনা জানিনা তারপরেও যখন এটা লিস্টেড হবে তখন বেশিরভাগ মানুষই এটা সেল করা শুরু করে দিবে এবং তখনই সাথে সাথে ঘটবে এটার ধর পতন। লুনার কথা হয়তো আমরা ভুলে যাইনি তাই না ভাই  যেসব কয়েন বা টোকেন ফোন দিয়ে মাইনিং করা যায়, আমি কখনোই এমন কয়েন বিশ্বাস করি না। যখন পাই মাইনিং টা সামনে আসে সাথে সাথে বি কয়েন নামে আরেকটা আসে এটাও একই ভাবে কাজ করে, সবার দেখাদেখি আমিও কিছু মাইনিং করেছিলাম। কিছুদিন পরে দেখি আমার ফোনের এবং আমি আরো যার যার ফোনে ইনস্টল করে দিছিলাম তাদের ফোনের বিভিন্ন একাউন্ট গুলো কেউ একজন একসেস করেছে। যদিও টাকা পয়সা ছিলো না কোনো একাউন্ট এই। আমার অনেক প্রশ্ন আছে এধরনের এপ নিয়ে। কেনো বিশ্বাস করবো বলেন তো? সিষ্টেম ছিলো ২৪ ঘন্টা পর পর এটা চালু করে দিতে হয় আর ইন্টারনেট ছাড়াও মাইনিং হয়। কুছ যাদাই ন্যাহি হোগায়া ভাই? এরা যে আপনার পারসোনাল ড্যাটা চুরি করছে না, তার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। টু ফেক্টর ছাড়া কোনো একাউন্ট ব্যাবহার করে সেটাতে টাকা রাখলে, পরে হ্যাক হয়ে গেলে প্রচুর পস্তাতে হবে। তাই অল্প কিছু লাভের জন্য এধরনের এ্যাপ আর ব্যাবহার করছি না। যেটা কবে মারকেট এ আসবে তার কোনো ঠিক নেই। সেরা পাঁচটি লোকাল বোর্ডের তালিকা
এগুলো আসলে লোকাল বোর্ড নয়। এগুলো লোকাল থ্রেড। সব চাইতে বড় লোকাল বোর্ড রাশিয়ার।
|
|
|
|
King333
Newbie
Offline
Activity: 12
Merit: 1
|
 |
July 23, 2023, 07:24:41 AM |
|
Pi এর মতো Play Store আরো অনেক App আছে, যেগুলো মাইন করে অনেক ভালো ইনকাম করা যায়। যেমন : Sidra Bank, Satoshi ইত্যাদি। আবার অনেক App আছে যেগুলো Fake। এ ধরনের Fake app ব্যবহার করলে আপনার অনেক তথ্য চুরি হওয়ার সম্ভবনা থাকে।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 994
Merit: 1270
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
July 23, 2023, 07:45:46 AM |
|
Pi এর মতো Play Store আরো অনেক App আছে, যেগুলো মাইন করে অনেক ভালো ইনকাম করা যায়। যেমন : Sidra Bank, Satoshi ইত্যাদি। আবার অনেক App আছে যেগুলো Fake। এ ধরনের Fake app ব্যবহার করলে আপনার অনেক তথ্য চুরি হওয়ার সম্ভবনা থাকে।
যে দুইটা এপ এর কথা বললেন, এরা কি পেমেন্ট দেয়া শুরু করেছে? বা অোপনি কি পেমেন্ট পেয়েছেন? যেমনটা আমি আগের পোষ্ট এ বলেছি, মোবাইল দিয়ে মাইনিং করা যায়, এমন কোনো এপ ই আমি বিশ্বাস করি না। মোবাইলের প্রসেসর খুব কম পাওয়ারফুল একটা জিনিস। এটা দিয়ে তেমন কেনো গানিতিক সমাধান সম্ভব নয়। মোবাইলের প্রসেসরের মাইনিং প্রফিট্যাবিলিটি অনেক আগে চেক করেছিলাম, সম্ভবত ১ বছরে ১০-১৫ টাকা মাইনিং করার মতো ক্ষমতা রাখে এসব প্রসেসর। এখন আপনাকে যদি কোনো কোম্পানি সত্যিই পেমেন্ট‘ করে, এখানেও ঝামেলা আছে। এরা যে আপনার তথ্য চুরি করবে না, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমরা বর্তমান সময়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম বিটকয়েন বিয়ার মার্কেটের মধ্যে অবস্থান করছি। ২০১৫ এর সালে বিয়ার মার্কেট ৩৮৬ দিন যাবত দীর্ঘছিলো। ২০১৯ সালে ২০৪ দিন ছিলো, ২০২০ সালে ৩৭ দিন যাবত দীর্ঘ ছিলো। কিন্তু বর্তমান সময়ে ২০২২-২০২৩ সালে এখন পর্যন্ত ৪৯০ দিন এর বেশি সময় ধরে বিয়ার মার্কেট চলছে। আমরা মনে হচ্ছে খুব শিগ্রই বুল মার্কেট দেখতে পাবো মনে হচ্ছে ২০২৪ সালে দেখতে পাবো।  শুধু ২০২৩ সালের কথা বললে আমারা অলরেডি বুল মারকেট এ আছি। ২০২৩ এর শুরুর প্রাইস ছিলো ১৬৫০০ ডলারের মতো। আর এখন তা প্রায় ডাবল। পয়েন্ট অফ ভিউ পাল্টিয়ে পজেটিভ হয়ে যান 
|
|
|
|
|