Fuso.hp
|
|
November 01, 2023, 12:20:25 AM |
|
ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা যায়। টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে। এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে? রাস্তায় চলাচল করার ক্ষেত্রে যদি পুলিশ মাদক দ্রব্য হিসেবে কাউকে সার্চ করে হয়তোবা আপনি মাদকদ্রব্য ব্যবসাকারী নন তারপরেও যদি সে আপনাকে সার্চ করে ।আর যদি আপনার মোবাইলে ভিতরে বিটকয়েন কার্যক্রম দেখেও সাথে সাথে আপনাকে ধরে নিয়ে যাবে হয়তোবা থানায় নিয়ে যাবে না তারা আপনার কাছে ঘুষ খাওয়ার জন্য আপনাকে বেশি হ্যারেজমেন্ট করবে। আমি সব পুলিশের উদ্দেশ্যে বলছি না কিছু কিছু পুলিশ কর্মকর্তা খুবই খারাপ। যেহেতু বিটকয়েন আমাদের দেশে বৈধ নয় অবশ্যই আমাদেরকে বাহিরে চলাচলের ক্ষেত্রে খুব সাবধানতা সাথে চলাফেরা করা ভালো। রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে পুলিশ জনগণের মোবাইল চেক করছে। আপনি যদি একজন সরকারদলীয় সমর্থক হন তাহলে আপনি নিরাপদ কিন্তু আপনি যদি বিরোধী দলীয় সমর্থক হন অথবা নির্দলীয় হন তাহলে এই সময়ে আপনি এবং আপনার মোবাইল মোটেও নিরাপদ নয়। মোবাইল চেক করা নিয়ে আমি এত চিন্তিত নই কারণ আমাদের দেশের কিছু পুলিশ আছে যাদের সামনে বিটকয়েন সম্পর্কিত সমস্ত কিছু দেখালেও তারা বুঝতে পারবে না যে আসলে আমরা কি দেখাচ্ছি একটি বিষয় হচ্ছে যেদিন দেখবেন যে আপনার মোবাইল চেকিং হতে পারে সেদিন আপনি অন্য একটা ফোন দিয়ে বাইরে বের হতে পারেন যাতে আপনার ফোন চেক করলেও কিছু না পায়। দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। সবাই নিরাপদে চলার চেষ্টা করবেন এবং নিজের যতটুকু প্রাইভেসি বজায় রেখে চলা যায় সেটা আপনার জন্য নিরাপদ।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Learn Bitcoin
|
|
November 01, 2023, 12:32:03 AM |
|
Xiaomi ফোনগুলাতে আমি দেখছি ২ টা ইন্টারফেস করা যায় আমি নিজেও ব্যবহার করছি যখন আমার Xiaomi ফোন ছিলো। এক লক এ এক ইন্টারফেস আসছে আরেক লকে আরেক ইন্টারফেস আসছে আপনি কম্পিউটারে যেমনটা করতে পারেন সেখানেও সেরকম করা যায় অপশনটার নাম সম্ভবত ছিলো (সেকেন্ড স্পেস)
আমি কালকে এটা পোষ্ট করার পর থেকেই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। যদিও ডিভেইসে একাধিক রম ব্যাবহার করা যায়। তবুও নিজের ডিভাইসে ঘাটাঘাটি করতে গিয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারাতে চাই না। আমার ফোন Xiaomi ব্রান্ডের না হওয়ায় এই ফিচার টা নাই। তবে অন্য কিছু ব্রান্ডের ফোনেও এই ফিচার টা আছে। কিন্তু আমি যে স্পেুসফিক মডেলটি চালাচ্ছি, সেটাতে কোনো ভাবেই সেকেন্ড স্পেস বা ডুয়েল স্পেস চালু করার উপায় নেই। তাই আপাতত ডিভাইসের ভেতরেই ভার্চুয়াল এনড্রয়েড নামে একটা এপ ইনষ্টল করেছি। এই এপ এর ভেতরে সব ইনষ্টল করবো আর এটাই হাইড করে রাখবো। বাইরে যেসব পুলিশ সার্চ করে, তারা অতিরিক্ত ট্যালেন্টেড না হলে এটা খুজে বের করা মুশকিল হবে।
|
|
|
|
HelliumZ
|
|
November 01, 2023, 01:04:14 AM |
|
আমি কালকে এটা পোষ্ট করার পর থেকেই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। যদিও ডিভেইসে একাধিক রম ব্যাবহার করা যায়। তবুও নিজের ডিভাইসে ঘাটাঘাটি করতে গিয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারাতে চাই না। আমার ফোন Xiaomi ব্রান্ডের না হওয়ায় এই ফিচার টা নাই। তবে অন্য কিছু ব্রান্ডের ফোনেও এই ফিচার টা আছে। কিন্তু আমি যে স্পেুসফিক মডেলটি চালাচ্ছি, সেটাতে কোনো ভাবেই সেকেন্ড স্পেস বা ডুয়েল স্পেস চালু করার উপায় নেই। তাই আপাতত ডিভাইসের ভেতরেই ভার্চুয়াল এনড্রয়েড নামে একটা এপ ইনষ্টল করেছি। এই এপ এর ভেতরে সব ইনষ্টল করবো আর এটাই হাইড করে রাখবো। বাইরে যেসব পুলিশ সার্চ করে, তারা অতিরিক্ত ট্যালেন্টেড না হলে এটা খুজে বের করা মুশকিল হবে।
এতটা গুরুত্বসহকারে আমরা যেভাবে চিন্তা করছি এতটাও ভয় পাবার কোন কারণ নেই। আমার এক পরিচিত একজন আইনজীবী আছে তার কাছে একদিন এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম সে বলেছিল আপনারা বড় পরিসরে লেনদেন করতে যাবেন না। বড় পরিসরে লেনদেন করলে এই ডকুমেন্টগুলো আপনারা বের করতে পারবেন না এইজন্য যদি আপনার লেনদেন কেউ মেরে দেয় তাহলে এই বিষয় নিয়ে কেস করতে পারবেন না। তাছাড়া বাংলাদেশে আর্নিং করলে আমার মনে হয় না কোন সমস্যা হবে। তবে যে সমস্ত বড় ভাইয়েরা ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে কেস হিস্ট্রি ঘাটলে দেখতে পারবেন এরা অনেকেই অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বড় ধরনের প্রলোবান দেখিয়ে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইনান্স পিটুপিতে লেনদেনের ক্ষেত্রে কয়েক দিন পর পর আপনার পেমেন্ট সিস্টেমটা পরিবর্তন করছে। এক একাউন্ট থেকে একাধিকবার লেনদেন করলে লেনদেনে পরিমাণটা অনেক বড় হয়ে যায়। কেউ যদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় তাহলে এই লেনদেনের পরিমাণ অনেক সময় কাল হয়ে যাবে।
|
|
|
|
Learn Bitcoin
|
|
November 01, 2023, 01:33:25 AM |
|
এতটা গুরুত্বসহকারে আমরা যেভাবে চিন্তা করছি এতটাও ভয় পাবার কোন কারণ নেই। জীবনে সব কিছুই সাধারন ভাবে নেবার ও কিছু নেই। জীবনে যতোবার ধরা খেয়েছি বিভিন্ন ভাবে, প্রতিবারই ভেবেছিলাম আরে কি আর হবে? কিন্তু যখন হয়েছিলো, তখন বুঝেছিলাম। প্রাইভেসি বিষয়টা একক জনের কাছে একক রকম। কেউ দেখবেন নিজের বউ বাচ্চা সহ ফেইসবুকে ছবি দিচ্ছে। কেউ আবার অর্ধ নগ্ন হয়ে নাচানাচি করছে, আবার কেউ শুধু নিজের ছবিগুলোই শেয়ার করছে। ব্যাপারগুলো একেক জনের কাছে একেক রকম। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বৈধ নয়, এখানে সাবধানতা অবলম্বন করা ভুল নয়। আমি কখনো ক্রিপ্টো কারেন্সি নিয়ে ধরা খাইনি, এর মানে এই নয় যে আমি কখনো ধরা খাবো না। ছোট বেলায় বাবার মানিব্যাগ নিয়ে বাবার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও, কিন্তু একদিন বাবা যখন দেখলো আমি তার মানিব্যাগ ধরছি, সে ভাবলো আমি মনে হয় চুরি হয় করছি। আসলে আমি সেটা নিয়ে ওনার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও। কিন্তু সেদিন মার খেয়েছিলাম চুরির দোষে। আপনি যতোই এক্সকিউজ দেন না কেনো। ওনারা আপনাকে নেগেটিভ কিছুতে জড়িয়ে দেবে। সেটা হোক আপনার ইনকাম করা বিটকয়েন, বলবে আপনি টাকা পাচার করছেন।
|
|
|
|
HelliumZ
|
|
November 01, 2023, 02:38:17 AM |
|
এতটা গুরুত্বসহকারে আমরা যেভাবে চিন্তা করছি এতটাও ভয় পাবার কোন কারণ নেই। জীবনে সব কিছুই সাধারন ভাবে নেবার ও কিছু নেই। জীবনে যতোবার ধরা খেয়েছি বিভিন্ন ভাবে, প্রতিবারই ভেবেছিলাম আরে কি আর হবে? কিন্তু যখন হয়েছিলো, তখন বুঝেছিলাম। প্রাইভেসি বিষয়টা একক জনের কাছে একক রকম। কেউ দেখবেন নিজের বউ বাচ্চা সহ ফেইসবুকে ছবি দিচ্ছে। কেউ আবার অর্ধ নগ্ন হয়ে নাচানাচি করছে, আবার কেউ শুধু নিজের ছবিগুলোই শেয়ার করছে। ব্যাপারগুলো একেক জনের কাছে একেক রকম। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বৈধ নয়, এখানে সাবধানতা অবলম্বন করা ভুল নয়। আমি কখনো ক্রিপ্টো কারেন্সি নিয়ে ধরা খাইনি, এর মানে এই নয় যে আমি কখনো ধরা খাবো না। ছোট বেলায় বাবার মানিব্যাগ নিয়ে বাবার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও, কিন্তু একদিন বাবা যখন দেখলো আমি তার মানিব্যাগ ধরছি, সে ভাবলো আমি মনে হয় চুরি হয় করছি। আসলে আমি সেটা নিয়ে ওনার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও। কিন্তু সেদিন মার খেয়েছিলাম চুরির দোষে। আপনি যতোই এক্সকিউজ দেন না কেনো। ওনারা আপনাকে নেগেটিভ কিছুতে জড়িয়ে দেবে। সেটা হোক আপনার ইনকাম করা বিটকয়েন, বলবে আপনি টাকা পাচার করছেন। কথাটা কিন্তু ভাই একদম সত্য। যখন ধরা খাব তখন আমার পাঁচ হাজার টাকার বিটকয়েন পাঁচ কোটি টাকার বিটকয়েন বানিয়ে মানি লন্ডারিং কেস দিয়ে আমার মেরুদন্ডের হার আমার পিছন দিয়ে ঢুকিয়ে দেবে। আমি ভাই এই সমস্ত বিষয় নিয়ে অনেক টেনশনে থাকি। তবে আমার বাড়ি থানার খুব নিকটে হওয়ায় সব সময় পুলিশ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তাই পুলিশ দেখে অতটা ভয় লাগেনা। বিএনপি ও জামাআত নির্ভর এলাকা হওয়ার জন্য অন্য সকল দিক দিয়ে সব সময় টেনসনে থাকতে হয়। তবে আপনার মত আমি এখন পর্যন্ত এরকম পরিস্থিতিতে জড়িয়ে পরিনি। আমি সম্পত্তি একটি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি আর ওয়ালেট পর্যন্ত আমি ইন্সটল করে রাখিনি। যদি কোনভাবেই পুলিশের হাতে মোবাইল চলে যায় তাহলে এ সকল খুঁটিনাটি বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। তাছাড়া বয়স অল্প হলেও টুপি দাড়ি আছে জন্য অন্যদিকে একটু ভয় লাগে।
|
|
|
|
synchronym
|
|
November 01, 2023, 05:53:41 AM |
|
ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা যায়। টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে। এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে? রাস্তায় চলাচল করার ক্ষেত্রে যদি পুলিশ মাদক দ্রব্য হিসেবে কাউকে সার্চ করে হয়তোবা আপনি মাদকদ্রব্য ব্যবসাকারী নন তারপরেও যদি সে আপনাকে সার্চ করে ।আর যদি আপনার মোবাইলে ভিতরে বিটকয়েন কার্যক্রম দেখেও সাথে সাথে আপনাকে ধরে নিয়ে যাবে হয়তোবা থানায় নিয়ে যাবে না তারা আপনার কাছে ঘুষ খাওয়ার জন্য আপনাকে বেশি হ্যারেজমেন্ট করবে। আমি সব পুলিশের উদ্দেশ্যে বলছি না কিছু কিছু পুলিশ কর্মকর্তা খুবই খারাপ। যেহেতু বিটকয়েন আমাদের দেশে বৈধ নয় অবশ্যই আমাদেরকে বাহিরে চলাচলের ক্ষেত্রে খুব সাবধানতা সাথে চলাফেরা করা ভালো। রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে পুলিশ জনগণের মোবাইল চেক করছে। আপনি যদি একজন সরকারদলীয় সমর্থক হন তাহলে আপনি নিরাপদ কিন্তু আপনি যদি বিরোধী দলীয় সমর্থক হন অথবা নির্দলীয় হন তাহলে এই সময়ে আপনি এবং আপনার মোবাইল মোটেও নিরাপদ নয়। মোবাইল চেক করা নিয়ে আমি এত চিন্তিত নই কারণ আমাদের দেশের কিছু পুলিশ আছে যাদের সামনে বিটকয়েন সম্পর্কিত সমস্ত কিছু দেখালেও তারা বুঝতে পারবে না যে আসলে আমরা কি দেখাচ্ছি একটি বিষয় হচ্ছে যেদিন দেখবেন যে আপনার মোবাইল চেকিং হতে পারে সেদিন আপনি অন্য একটা ফোন দিয়ে বাইরে বের হতে পারেন যাতে আপনার ফোন চেক করলেও কিছু না পায়। দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। সবাই নিরাপদে চলার চেষ্টা করবেন এবং নিজের যতটুকু প্রাইভেসি বজায় রেখে চলা যায় সেটা আপনার জন্য নিরাপদ। দিন যত যাচ্ছে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে। আমাদের দেশের সরকার পুলিশ বাহিনী সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাখছে তারা এই ক্ষমতার অপব্যবহার করছে। পুলিশ হচ্ছে সাধারণ জনগণের রক্ষক রক্ষক যখন ভক্ষক হয় তখন আমরা তার কাছে কি আশা করব। বর্তমান সমাজের পুলিশের যে ক্ষমতা দেয়া হয়েছে পুলিশ সেই ক্ষমতার অপব্যবহার করছে। এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ তাই আমাদের সাধারণ জনগণকে খুবই সতর্কতার সাথে থাকতে হবে। পুলিশের কাজ শুধু একটাই সাধারণ জনগণকে হ্যারেজমেন্ট করা । বিটকয়েন যেহেতু আমাদের দেশে বৈধ নয় তাই যদি আমরা কখনো ওরকম বুঝতে পারি যে পুলিশ মোবাইলে সার্চ করছে। তাহলে আমরা যে মোবাইলে বিটকয়েন এর কাজ করে সে মোবাইলটা বাহিরে না নেওয়া ভালো হবে।
|
|
|
|
Little Mouse
Legendary
Online
Activity: 2240
Merit: 2298
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
November 01, 2023, 03:26:24 PM Last edit: November 01, 2023, 04:30:53 PM by Little Mouse Merited by Crypto Library (1) |
|
কম্পিউটারের মতো করে মোবাইল ডুয়েল বুট করা গেলে ভালো হতো। চেক করতে হবে যে এমন কোনো সিষ্টেম আছে নাকি।
গেস্ট ইউজার হিসেবে ফোন ব্যবহার করতে পারেন। একই ফোনে একের অধিক ইউজার একাউন্ট ব্যবহার করা যায়। একটি ক্রিপ্টোর জন্য ব্যবহার করবেন। আর একটি বাইরে যাওয়ার মত করে মডিফাই করে নিবেন। তবে, ভালো হয় এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার না করলেই। শুধু বাইরে না, বাসায়ও ব্যবহার না করাই ভালো।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Z_MBFM
|
|
November 01, 2023, 04:28:44 PM |
|
কম্পিউটারের মতো করে মোবাইল ডুয়েল বুট করা গেলে ভালো হতো। চেক করতে হবে যে এমন কোনো সিষ্টেম আছে নাকি।
গেস্ট ইউজার হিসেবে ফোন ব্যবহার করতে পারেন। একই ফোনে একের অধিক ইউজার একাউন্ট ব্যবহার করা যায়। একটি ক্রিপ্টোর জন্য ব্যবহার করবেন। আর একটি বাইরে যাওয়ার মত করে মডিফাই করে নিবেন। তবে, ভালো হয় এন্ড্রয়েড ব্যবহার না করলেই। শুধু বাইরে না, বাসায়ও ব্যবহার না করাই ভালো। আমি বেশ কিছুদিন Apple ব্যবহার করছি এটা অনেক সিকিউর কিন্তু এটার কয়েকটা সমস্যা হলো এর অত্যাধিক দাম যার কারণে আসলে এটা ব্যবহার করার এবিলিটি সবার হয় না আবার দ্বিতীয়তঃ এটাতে চার্জ কম থাকে তাই অ্যান্ড্রয়েডের মত রাফ ব্যবহার করা সমস্যা। আমি চার্জের ঝামেলার জন্য apple 12 pro max বিক্রি করে Samsung এ মুভ করছি। তবে Apple আর Android দুইটার ভিন্ন মজা। তবে সিকিউরিটির জন্য apple ব্যবহার করাটা ভালো আর দেখবেন এর জন্যই যত বড় বড় নেতা, এমপি মন্ত্রি, সেলিব্রিটি সব Apple এর মধ্যেই থাকে এন্ড্রয়েড এভোয়েড করে এরা। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো এখনো বৈধ না তাই সিকিউরিটির জন্য Apple ব্যবহার করা উচিৎ যদি সামর্থ্য থাকে। আমি আবারো Android চালান বাদ দিবো কিন্তু বর্তমানে কিছুটা ফাইনানশিয়াল ক্রাইসিসে আছি তাই মন চাইলেও মুভ করতে পারতেছি না।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Crypto Library
|
|
November 01, 2023, 05:16:30 PM |
|
আমি লিখতে লিখতে দেখি আপনি এ বিষয়ে পোস্ট করে ফেলেছেন. জ্বি এটা ডুয়েল স্পেস বলেই পরিচিত. তবে আমি শুধু শাওমি ফোনে না অন্য ফোনেও বিষয়টা দেখেছি. Vivo, oppo এমনকি samsung এর ডিভাইস গুলোতেও আছে. তবে সব ফোনে আছে কিনা জানা নাই.
ভাই আমিও OPPO ফোন ইউজ করি অনেক খুজলাম ফেলাম না। সেটিংসে গিয়ে সার্চ করলাম কই দেখতে পেলাম না। ডুয়েল স্পেস হয়ত কয়েকটি স্পেসিফিক মডেল মডেলে সাপোর্ট করে। এজন্য অপশনটি খুঁজে পাননি। তাছাড়া এক এক ফোনে এটা একেক নামে থাকতে পারে যেমন: Second Space, Dual Space, Guest User ইত্যাদি। এগুলো বিশেষ করে স্পেশাল ফিচারস এ থাকে। যদিও আমি জানিনা তবে আপনার ফোন এর সেটিং অপশনে গিয়ে এবাউট ফোন ডিটেলসে এগিয়ে মোবাইল ভার্সন এর রিপোর্ট একবার ট্যাপ করে ডেভলপার অপশন চালু করে তারপর সার্চ করে দেখতে পারেন। তাছাড়া বিভিন্ন অ্যাপস হাইডার ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আপনি ক্যালকুলেটর আইকন ওয়ালা অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন। তবে এগুলো সব ফিচারস ইউজ করার জন্য আপনার ফোন কেউ স্ট্রং হতে হবে Second Space অপশনটি আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু আমার ফোনের বয়স দুই বছরের বেশি, ব্যবহার করতে গিয়ে দেখলাম প্রচুর ল্যাগিং। আমি বেশ কিছুদিন Apple ব্যবহার করছি এটা অনেক সিকিউর কিন্তু এটার কয়েকটা সমস্যা হলো এর অত্যাধিক দাম যার কারণে আসলে এটা ব্যবহার করার এবিলিটি সবার হয় না আবার দ্বিতীয়তঃ এটাতে চার্জ কম থাকে তাই অ্যান্ড্রয়েডের মত রাফ ব্যবহার করা সমস্যা। আমি চার্জের ঝামেলার জন্য apple 12 pro max বিক্রি করে Samsung এ মুভ করছি। তবে Apple আর Android দুইটার ভিন্ন মজা। তবে সিকিউরিটির জন্য apple ব্যবহার করাটা ভালো আর দেখবেন এর জন্যই যত বড় বড় নেতা, এমপি মন্ত্রি, সেলিব্রিটি সব Apple এর মধ্যেই থাকে এন্ড্রয়েড এভোয়েড করে এরা। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো এখনো বৈধ না তাই সিকিউরিটির জন্য Apple ব্যবহার করা উচিৎ যদি সামর্থ্য থাকে। আমি আবারো Android চালান বাদ দিবো কিন্তু বর্তমানে কিছুটা ফাইনানশিয়াল ক্রাইসিসে আছি তাই মন চাইলেও মুভ করতে পারতেছি না।
যদি সাস্পিসিয়াস কোন এক্টিভিটি দেখা যায় তাহলে সেটা হোক আপনার অ্যান্ড্রয়েড বা আইওস আমার মনে হয় না রক্ষা পাওয়া যাবে। কারণ আপনার আইপি ট্র্যাকিং করলে সবকিছুই দেখা যেতে পারবে। তাই যদি কোন বড় ধরনের ক্রিপ্টো প্রজেক্ট এর সাথে জড়িত থাকেন অথবা বেস্ট সিকিউরিটি চান তাহলে ওইসব প্রজেক্ট এর কাজ বা ইনফরমেশন যেকোনো ধরনের মোবাইলে ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে বেস্ট সিকিউরিটি চাইতে গেলে ভিপিএন ব্যবহার করতে হবে আইপি হাইড করার জন্য। তাছাড়া ব্রাউজিং এর ক্ষেত্রে টর ব্রাউজার ব্যবহার করা উত্তম হবে। আর কম্পিউটারের ক্ষেত্রে Virtual Box ব্যবহার করে সেখানে কাজ করতে পারেন এক্ষেত্রে Linux ব্যবহার করা সবচাইতে ভালো। আমি নিজেও Kali Linux সেটআপ করে রেখেছি ভার্চুয়াল বক্সে তবে লিনাক্স অপারেটিং সিস্টেম আমার কাছে ইউজার ফ্রেন্ডলি না হওয়ার কারণে Win10 অপারেটিং সিস্টেম ইউজ করতেছি।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
DYING_S0UL
|
আমি লিখতে লিখতে দেখি আপনি এ বিষয়ে পোস্ট করে ফেলেছেন. জ্বি এটা ডুয়েল স্পেস বলেই পরিচিত. তবে আমি শুধু শাওমি ফোনে না অন্য ফোনেও বিষয়টা দেখেছি. Vivo, oppo এমনকি samsung এর ডিভাইস গুলোতেও আছে. তবে সব ফোনে আছে কিনা জানা নাই.
ভাই আমিও OPPO ফোন ইউজ করি অনেক খুজলাম ফেলাম না। সেটিংসে গিয়ে সার্চ করলাম কই দেখতে পেলাম না। ডুয়েল স্পেস হয়ত কয়েকটি স্পেসিফিক মডেল মডেলে সাপোর্ট করে। এজন্য অপশনটি খুঁজে পাননি। তাছাড়া এক এক ফোনে এটা একেক নামে থাকতে পারে যেমন: Second Space, Dual Space, Guest User ইত্যাদি। এগুলো বিশেষ করে স্পেশাল ফিচারস এ থাকে। যদিও আমি জানিনা তবে আপনার ফোন এর সেটিং অপশনে গিয়ে এবাউট ফোন ডিটেলসে এগিয়ে মোবাইল ভার্সন এর রিপোর্ট একবার ট্যাপ করে ডেভলপার অপশন চালু করে তারপর সার্চ করে দেখতে পারেন। এসব এপস্ আহামরি কাজের না, নির্ভরযোগ্য না। হয়তো দুইচার টা আপস্ হাইড করতে বা মাল্টি ইউজ করতে ব্যবহার করা যেতে পারে। বাট বেশি লোড নিতে পারবে না এসব এপস্। পরে দেখবেন অনই হচ্ছে না বা বারবার লোড নিতেছে। সবথেকে বেস্ট চয়েজ হয়, ফোনের ইনবিল্ড Second Space বা Multi User ব্যবহার করা। এতে সহজে টেরও পাবে না। আর এসব এপস্ অনেক কমন। যেকোনো কেউ দেখলেই বুঝবে ঐটা আসল ক্যালকুলেটর না। আমি বেশ কিছুদিন Apple ব্যবহার করছি এটা অনেক সিকিউর কিন্তু এটার কয়েকটা সমস্যা হলো এর অত্যাধিক দাম যার কারণে আসলে এটা ব্যবহার করার এবিলিটি সবার হয় না আবার দ্বিতীয়তঃ এটাতে চার্জ কম থাকে তাই অ্যান্ড্রয়েডের মত রাফ ব্যবহার করা সমস্যা। আমি চার্জের ঝামেলার জন্য apple 12 pro max বিক্রি করে Samsung এ মুভ করছি। তবে Apple আর Android দুইটার ভিন্ন মজা। তবে সিকিউরিটির জন্য apple ব্যবহার করাটা ভালো আর দেখবেন এর জন্যই যত বড় বড় নেতা, এমপি মন্ত্রি, সেলিব্রিটি সব Apple এর মধ্যেই থাকে এন্ড্রয়েড এভোয়েড করে এরা। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো এখনো বৈধ না তাই সিকিউরিটির জন্য Apple ব্যবহার করা উচিৎ যদি সামর্থ্য থাকে। আমি আবারো Android চালান বাদ দিবো কিন্তু বর্তমানে কিছুটা ফাইনানশিয়াল ক্রাইসিসে আছি তাই মন চাইলেও মুভ করতে পারতেছি না।
যদি সাস্পিসিয়াস কোন এক্টিভিটি দেখা যায় তাহলে সেটা হোক আপনার অ্যান্ড্রয়েড বা আইওস আমার মনে হয় না রক্ষা পাওয়া যাবে। কারণ আপনার আইপি ট্র্যাকিং করলে সবকিছুই দেখা যেতে পারবে। তাই যদি কোন বড় ধরনের ক্রিপ্টো প্রজেক্ট এর সাথে জড়িত থাকেন অথবা বেস্ট সিকিউরিটি চান তাহলে ওইসব প্রজেক্ট এর কাজ বা ইনফরমেশন যেকোনো ধরনের মোবাইলে ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে বেস্ট সিকিউরিটি চাইতে গেলে ভিপিএন ব্যবহার করতে হবে আইপি হাইড করার জন্য। তাছাড়া ব্রাউজিং এর ক্ষেত্রে টর ব্রাউজার ব্যবহার করা উত্তম হবে। আর কম্পিউটারের ক্ষেত্রে Virtual Box ব্যবহার করে সেখানে কাজ করতে পারেন এক্ষেত্রে Linux ব্যবহার করা সবচাইতে ভালো। আমি নিজেও Kali Linux সেটআপ করে রেখেছি ভার্চুয়াল বক্সে তবে লিনাক্স অপারেটিং সিস্টেম আমার কাছে ইউজার ফ্রেন্ডলি না হওয়ার কারণে Win10 অপারেটিং সিস্টেম ইউজ করতেছি।
আ্যাপল বা এনড্রয়েড যায় আসেনা। আ্যাপেল আপনাকে ক্রিপ্টো রিলেটেট ঝুঁকি থেকে রক্ষা করবে না। আপনি ফোনে কি ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। আ্যাপল সিকিউর বহিরাগত হ্যাক থেকে, অন্যদিকে এনড্রয়েড ওপেন সোর্স। মানে আমি যা ইচ্ছা করতে পারবো। আমি ছেড়ছাড় করতে পারবো এবং অন্যরা রিমোটলি ছেড়ছাড় (মূলত হ্যাক) করতে পারবে। কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে সেই ভয় নাই। আমি আমার কথা বলি, আমি আমার ফোনে এমন কোনো আকাম নাই যেটা করি নাই। বুটলোডার আনলক থেকে শুরু করে, কাস্টম রিকোভারি, কাস্টম রম, কালি নেটহান্টার, রুট পারমিশন, ওয়াইফাই হ্যাক, মানে যা সম্ভব সব করছি (অনেকে টার্ম গুলো বুঝবেন না)। এই মুহূতে আমার ফোনে ৬০টার বেশি ওয়াইফাই সেভ আছে। এনড্রয়েড ব্যবহার করে আমি যেমন অন্যকে এক্সপোজ করতে পারতেছি, তেমনি নিজেকেও এক্সপোজের ঝুঁকিতে রাখতেছি, যা আ্যাপেলে নাই। এটাই হলো পার্থক্য। যারা টেকনিক্যাল বিষয়াদি বোঝে, যারা সিকিউরিটি, প্রাইভেসি নিয়ে সচেতন তাদের প্রথম চয়েজে থাকে আইফোন এবং থাকাও উচিত। আমার মনে হয়না এসব মন্ত্রী মিনিস্টার, সেলিব্রটি দের ঐ লেভেলের বুঝ আছে এ বিষয়ে। তারা মূলত খোজে ব্যান্ড ভ্যালু। ভালো ছবি ওঠে কোথায়, দামি ফোন কোনটা, বন্ধুমহলে ভাব দেখানো যাবে কিভাবে ওমুখ সুমুখ। এজন্যই তো দেখি বস্তির পোলাপাইন থেকে টিকটকারদের হাতে হাতে i max 15 । পার্সোনালি টাকা থাকলে কেনা যায়, বাট আমার কাছে কেনা যুক্তিসংগত লাগে না। টাকা নষ্ট। ২০-২৫ হাজারের ফোনে আমার কাজ হয়ে যাচ্ছে দরকার কি ১লাখ ৫০হাজারের ফোন চালানো। মানুষের জীবন মরন নিয়ে এখন যুদ্ধ আর ফোন। যাই হোক আইফোন ১২ নিসিলেন কত দিয়ে?
|
| | cryptomus. | | ▀ ▀ ▀ | . ▀ | | | lllllllllllllllllll CRYPTO PAYMENT GATEWAY | | | │ | ▄█▀▀██▄░░░▄█████▄░░░▄▀████▄ ██░▀▄██░░░██▄░▄██░░░██▄▀▀▀█ ██░▀▄██░░░███▄███░░░███░░▄█ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ ░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░░░░░▄▄▄▄▄░ ███▀▄██░░░██▀░▀██░░░██▀▀▀▀█ ██▀▄███░░░██░░░██░░░█▄███░█ ▀█▄▄▄█▀░░░▀██▄██▀░░░▀█▄▄▄█▀
▄█████▄░░░▄█▀▀██▄░░░▄█████▄ █▀░█░▀█░░░█░▀░▀▀█░░░██▄░▄██ █▄█▄█▄█░░░███░▀▄█░░░███▄███ ░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░░░░░▀▀▀▀▀░ | │ | ACCEPT CRYPTO PAYMENTS | | | | ██████ ██ ██
██ ██ ██████ | GET STARTED | ██████ ██ ██
██ ██ ██████ |
|
|
|
tjtonmoy
|
|
November 01, 2023, 06:00:01 PM |
|
তাছাড়া বিভিন্ন অ্যাপস হাইডার ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আপনি ক্যালকুলেটর আইকন ওয়ালা অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন।
তবে এগুলো সব ফিচারস ইউজ করার জন্য আপনার ফোন কেউ স্ট্রং হতে হবে Second Space অপশনটি আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু আমার ফোনের বয়স দুই বছরের বেশি, ব্যবহার করতে গিয়ে দেখলাম প্রচুর ল্যাগিং।
আমি এই বিষয়ে একটা রিভিউ বানাতে চাইছিলাম. কিছু অ্যাপ ট্রাই করে দেখেছি তবে আমার কাছে HideU: Calculator lock অ্যাপটা অনেক ভালো লেগেছে. এইটা সাধারণত একটি launcher হিসেবে কাজ করে. এর ফলে আপনার ফোন শক্তিশালী হওয়ার প্রয়োজন নেই. অনেক লাইট অ্যাপ যার ফলে কম Ram এবং দুর্বল প্রসেসর হইলেও স্মুথলি চালাতে পারবেন. ব্যবহার করাটাও একদম ইজি. 4 নাম্বারের পিন দিয়ে = বাটনে চাপ দিলে আপনাকে হিডেন অ্যাপগুলোতে নিয়ে যাবে. যাদের সেকেন্ড স্পেস ফিচারটা নাই তারা এটা ব্যবহার করতে পারেন. অ্যাপটা নরমাল ক্যালকুলেটরের মতোই কাজ করে এবং শুধুমাত্র পিন দিয়ে বাটনে চাপ দেয়ার পরেই আপনার হিডেন অ্যাপ গুলো শো করবে. ফোনের ইন্টারফেসটা বদলে যেতে পারে তবে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন. আর যদি ব্যবহার করেন তবে ফোনের সাথে দেওয়া ক্যালকুলেটর অ্যাপটি হাইড করতে ভুলবেন না. নিচে অ্যাপের স্ক্রিনশট দিলাম. নিজে রিস্ক নিয়ে ইউজ করবেন. অ্যাপ ইউজের ফলে কোন ক্ষতি হইলে আমি দায়ী না. SS:
|
|
|
|
Learn Bitcoin
|
|
November 02, 2023, 01:26:12 AM |
|
গেস্ট ইউজার হিসেবে ফোন ব্যবহার করতে পারেন। একই ফোনে একের অধিক ইউজার একাউন্ট ব্যবহার করা যায়। একটি ক্রিপ্টোর জন্য ব্যবহার করবেন। আর একটি বাইরে যাওয়ার মত করে মডিফাই করে নিবেন। তবে, ভালো হয় এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার না করলেই। শুধু বাইরে না, বাসায়ও ব্যবহার না করাই ভালো।
আমি অলরেডি আমার ফোনে ট্রাই করেছি কিন্তু এমন কোনও ফিচার খুঁজে পাইনি। সম্ভবত আমি যে মডেল টা ইউজ করতেছি, সেটাতে এই ফিচার নেই। আপাতত ভারচুয়াল এন্ড্রয়েড ইন্সটল করেছি মোবাইলে আর এর ভেতরে আবার ক্রিপ্টো এপ্স ইন্সটল করেছি। আবার ভারচুয়াল এন্ড্রয়েড হাইড করার জন্য একটা ক্যালকুলেটর এপ ইউজ করতেছি। ব্যাবহার না করলে তো ভালো ভাই, কিন্তু আমরা এমন ভাবে জরিয়ে গেছি, ইচ্ছে করলেও ব্যাবহার বন্ধ করতে পারছি না। ধরেন কেউ একজন মেসেজ দিলো, কম্পিউটার চালু করা অবদি আমি জানতেই পারবো না যে আমাকে কেউ মেসেজ দিয়েছে। যোগাযোগ করার জন্য ও অনেক সময় স্মার্ট ফোন ব্যাবহার করতে হয়। এখন যতোটুকু সম্ভব সেভ থাকার চেষ্টা করতে হবে। এছাড়া আর কোনও উপায় দেখছি না আপাতত। তবে ডুয়াল স্পেস আছে এমন একটা ফোন কিনবো শিগ্রই।
|
|
|
|
Fuso.hp
|
|
November 02, 2023, 02:12:18 AM |
|
এতটা গুরুত্বসহকারে আমরা যেভাবে চিন্তা করছি এতটাও ভয় পাবার কোন কারণ নেই। জীবনে সব কিছুই সাধারন ভাবে নেবার ও কিছু নেই। জীবনে যতোবার ধরা খেয়েছি বিভিন্ন ভাবে, প্রতিবারই ভেবেছিলাম আরে কি আর হবে? কিন্তু যখন হয়েছিলো, তখন বুঝেছিলাম। প্রাইভেসি বিষয়টা একক জনের কাছে একক রকম। কেউ দেখবেন নিজের বউ বাচ্চা সহ ফেইসবুকে ছবি দিচ্ছে। কেউ আবার অর্ধ নগ্ন হয়ে নাচানাচি করছে, আবার কেউ শুধু নিজের ছবিগুলোই শেয়ার করছে। ব্যাপারগুলো একেক জনের কাছে একেক রকম। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বৈধ নয়, এখানে সাবধানতা অবলম্বন করা ভুল নয়। আমি কখনো ক্রিপ্টো কারেন্সি নিয়ে ধরা খাইনি, এর মানে এই নয় যে আমি কখনো ধরা খাবো না। ছোট বেলায় বাবার মানিব্যাগ নিয়ে বাবার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও, কিন্তু একদিন বাবা যখন দেখলো আমি তার মানিব্যাগ ধরছি, সে ভাবলো আমি মনে হয় চুরি হয় করছি। আসলে আমি সেটা নিয়ে ওনার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও। কিন্তু সেদিন মার খেয়েছিলাম চুরির দোষে। আপনি যতোই এক্সকিউজ দেন না কেনো। ওনারা আপনাকে নেগেটিভ কিছুতে জড়িয়ে দেবে। সেটা হোক আপনার ইনকাম করা বিটকয়েন, বলবে আপনি টাকা পাচার করছেন। কথাটা কিন্তু ভাই একদম সত্য। যখন ধরা খাব তখন আমার পাঁচ হাজার টাকার বিটকয়েন পাঁচ কোটি টাকার বিটকয়েন বানিয়ে মানি লন্ডারিং কেস দিয়ে আমার মেরুদন্ডের হার আমার পিছন দিয়ে ঢুকিয়ে দেবে। আমি ভাই এই সমস্ত বিষয় নিয়ে অনেক টেনশনে থাকি। তবে আমার বাড়ি থানার খুব নিকটে হওয়ায় সব সময় পুলিশ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তাই পুলিশ দেখে অতটা ভয় লাগেনা। বিএনপি ও জামাআত নির্ভর এলাকা হওয়ার জন্য অন্য সকল দিক দিয়ে সব সময় টেনসনে থাকতে হয়। তবে আপনার মত আমি এখন পর্যন্ত এরকম পরিস্থিতিতে জড়িয়ে পরিনি। আমি সম্পত্তি একটি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি আর ওয়ালেট পর্যন্ত আমি ইন্সটল করে রাখিনি। যদি কোনভাবেই পুলিশের হাতে মোবাইল চলে যায় তাহলে এ সকল খুঁটিনাটি বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। তাছাড়া বয়স অল্প হলেও টুপি দাড়ি আছে জন্য অন্যদিকে একটু ভয় লাগে। টুপি দাড়ি পড়ে সাবধানে চলাচল করার চেষ্টা করবেন কারণ বলা যায় না পুলিশ হয়তো আপনাকে ধরে জামাত শিবির বাড়িতে পারে। বর্তমান দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, বিএনপি সহ অন্যান্য দলীয় সংগঠনের মহাসমাবেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং একজন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তখন থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী অনেক বেশি কঠোর হয়েছেন এই সকল আন্দোলন দমানোর জন্য। জামাত এবং বিএনপির তিন দিনব্যাপী অবরোধকে ঘিরে অনেক অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালাচ্ছে আন্দোলনকারীরাও পুলিশকে পাল্টা আক্রমন করছে এভাবেই চলছে বিএনপি-জামাত এবং পুলিশের মধ্যে সংঘর্ষ। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রত্যেকের দুইটা করে মোবাইল ফোন থাকা উচিত অথবা একটা ফোন থাকলে আমাদের ক্রিপ্টো রিলেটেড অ্যাকাউন্ট গুলো হাইড করে রাখা উচিত যাতে প্রাথমিকভাবে পুলিশ আমাদের ফোন চেক করলেও বুঝতে না পারে আমরা এই সমস্ত সাইটের সাথে জড়িত। কারণ আমাদের দেশ এবং পুলিশের চোখে এটা অনেক বড় একটি অপরাধ।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
Subbir
Full Member
Offline
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
|
|
November 02, 2023, 05:16:56 AM Last edit: November 02, 2023, 05:31:04 AM by Subbir |
|
ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা যায়। টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে। এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে? আপনার কথাও ঠিক আছে, আমার জানামতে এখন পর্যন্ত ক্রিপ্টো রিলেটেড যতোজন কে ধরেছে সবার ক্ষেত্রে স্পেসিফিক অভিযোগ বা যাকে ধরেছে তার খুব কাছের কেউ শত্রুতা করছে সেই জন্যে ধরেছে, আর আমার জানা মতে এই পর্যন্ত বাংলাদেশে ক্রিপ্টো বা বিটকয়েন নিয়ে গুরুতর অভিযোগ/মামলা ৫০টা বা তার নিচে, এই ক্ষেত্রে এলাকা অনুজায়ী পলিটিকাল বা ব্যাক্তিগত ঝামেলা ছাড়া এই পর্যন্ত রেন্ডম কাউকে ধরার রেকর্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগপত্রে নাই। এখন আপনি বলতে সামনে তো হতেই পারে, এটার সাথে আমিও একমত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বেশি ভালোনা আর, আর এই অস্থির পরিবেশে অনেক ভালো মানুষেরও অনেক সমস্যা হবে, শুদু ফোনে না আমার মতে আপনার বাড়িতে যেসকল ডিভাইস থাকবে সেগুলোকে সাব্ধানে রাখা উচিৎ জেনো পাসের বাড়িতে অভিযান চালাতে এসে আপনার বাড়িতে ঢুকে তেমন কিছু না পায়, কারন প্রতিটা এলাকাতে এমন লোকজন থাকেই যে একজনকে খুজতে আসে তখন শয়তানি করে আরেক বাড়ি দেখায়ে দেয় কিছু লোক। তখন ভালো মানুষ টাও বিপদে পরে যায়। এগুলা অনেক ভয়ংকর ব্যাপার যা সামনে অনেকের ক্ষেত্রেই ঘটবে। গেস্ট ইউজার হিসেবে ফোন ব্যবহার করতে পারেন। একই ফোনে একের অধিক ইউজার একাউন্ট ব্যবহার করা যায়। একটি ক্রিপ্টোর জন্য ব্যবহার করবেন। আর একটি বাইরে যাওয়ার মত করে মডিফাই করে নিবেন। তবে, ভালো হয় এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার না করলেই। শুধু বাইরে না, বাসায়ও ব্যবহার না করাই ভালো।
আমি অলরেডি আমার ফোনে ট্রাই করেছি কিন্তু এমন কোনও ফিচার খুঁজে পাইনি। সম্ভবত আমি যে মডেল টা ইউজ করতেছি, সেটাতে এই ফিচার নেই। আপাতত ভারচুয়াল এন্ড্রয়েড ইন্সটল করেছি মোবাইলে আর এর ভেতরে আবার ক্রিপ্টো এপ্স ইন্সটল করেছি। আবার ভারচুয়াল এন্ড্রয়েড হাইড করার জন্য একটা ক্যালকুলেটর এপ ইউজ করতেছি। ব্যাবহার না করলে তো ভালো ভাই, কিন্তু আমরা এমন ভাবে জরিয়ে গেছি, ইচ্ছে করলেও ব্যাবহার বন্ধ করতে পারছি না। ধরেন কেউ একজন মেসেজ দিলো, কম্পিউটার চালু করা অবদি আমি জানতেই পারবো না যে আমাকে কেউ মেসেজ দিয়েছে। যোগাযোগ করার জন্য ও অনেক সময় স্মার্ট ফোন ব্যাবহার করতে হয়। এখন যতোটুকু সম্ভব সেভ থাকার চেষ্টা করতে হবে। এছাড়া আর কোনও উপায় দেখছি না আপাতত। তবে ডুয়াল স্পেস আছে এমন একটা ফোন কিনবো শিগ্রই। কিছুদিন আগের আপনার একটা স্ক্রিকশট দেখছিলাম মনে হয় সেটা দেখে মনে হয় আপনি 'ম্যাক' ইউজার, আর যদি এমন হয় তাহলে আপনি একটা আইফোন কিনে নিতে পারেন সেটাই সবথেকে সেফ হবে। এন্ড্রয়েড সকল ফোনেই খুব সহজে স্পাইওয়ার প্রবেশ করানো সম্ভব, কিন্তু আইফোনে খুব সহজে প্রবেশ করানো যায়না, আর বাংলাদেশে এ্যাপেল এর যেহেতু নিজস্ব কোনো সার্ভার নাই সেক্ষেত্রে বেশি নিরাপদ, এ্যাপেল এমন একটা প্রতিষ্ঠান এ্যামেরিকার এফবিআই কেউ তারা তাদের ইউজারদের ডাটা দেয়না। Edited.
|
|
|
|
Tiger420
Jr. Member
Offline
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
|
|
November 02, 2023, 05:48:01 AM |
|
আরে ভাই, আমাকে আবার nutildah রেড ট্রাস্ট মেরে দিয়েছে। আমি তো আগেই বলেছি, আমি বাউন্টি ক্যাম্পেইনে কাজ করি। বাউন্টি ক্যাম্পেইনে কাজ করে আমি যে টাকা পাই, তা আমি আমার ট্রাস্ট ওয়ালেটে এড করি। কিন্তু আমি সেই ডলারগুলা বেচতে পারি না। তাই আমি আমার এক ছোট ভাই যার নাম রাসেল তার কাছ থেকে সেই ডলারগুলা বেচে নিই। এতে তো আমার কোনো দোষ নেই। আর যাদের নাম এখানে উল্লেখ করেছে, তারা সবাই আমার এলাকারই লোক। তারাও রাসেলের কাছে ডলার বেচে। এতে আমাদের কারও দোষ নেই। তাই আমার আইডি থেকে রেড ট্রাস্ট সরিয়ে নেওয়া উচিৎ।
|
TonTogether.com | Saving Empowers Winning Join Launchpool > Jan 10th - Feb 10th
|
|
|
HelliumZ
|
|
November 02, 2023, 06:11:26 AM |
|
আরে ভাই, আমাকে আবার nutildah রেড ট্রাস্ট মেরে দিয়েছে। আমি তো আগেই বলেছি, আমি বাউন্টি ক্যাম্পেইনে কাজ করি। বাউন্টি ক্যাম্পেইনে কাজ করে আমি যে টাকা পাই, তা আমি আমার ট্রাস্ট ওয়ালেটে এড করি। কিন্তু আমি সেই ডলারগুলা বেচতে পারি না। তাই আমি আমার এক ছোট ভাই যার নাম রাসেল তার কাছ থেকে সেই ডলারগুলা বেচে নিই। এতে তো আমার কোনো দোষ নেই। আর যাদের নাম এখানে উল্লেখ করেছে, তারা সবাই আমার এলাকারই লোক। তারাও রাসেলের কাছে ডলার বেচে। এতে আমাদের কারও দোষ নেই। তাই আমার আইডি থেকে রেড ট্রাস্ট সরিয়ে নেওয়া উচিৎ।
এখন এগুলো বলে কোন লাভ হবে না বরং আপনি বাউন্টিতে কাজ করতে শিখেছেন অথচ ডলার বিক্রি করতে শেখেননি এটা তো কেউ বিশ্বাস করবে না। যেহেতু আপনার বায়ার একজন বাউন্টি হান্টার খুব সম্ভবত সেও তো আপনাদের অ্যাকাউন্ট কানেক্টেড। তাই এক্ষেত্রে আপনার কোন আবেদন আপিল করে লাভ হবে না। বরং এক্ষেত্রে আপনি তাকে রিকুয়েস্ট করতে পারেন যে আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিয়েছে। তবে আজ পর্যন্ত যারা নেগেটিভ ফিডব্যাক খেয়েছে তারা কোনোভাবেই যতই অজুহাত দেখাক না কেন কোন লাভ হয়নি। আপনার ক্ষেত্রে খুব সম্ভবত একই অবস্থা হবে।
|
|
|
|
synchronym
|
|
November 02, 2023, 11:12:24 AM |
|
এতটা গুরুত্বসহকারে আমরা যেভাবে চিন্তা করছি এতটাও ভয় পাবার কোন কারণ নেই। জীবনে সব কিছুই সাধারন ভাবে নেবার ও কিছু নেই। জীবনে যতোবার ধরা খেয়েছি বিভিন্ন ভাবে, প্রতিবারই ভেবেছিলাম আরে কি আর হবে? কিন্তু যখন হয়েছিলো, তখন বুঝেছিলাম। প্রাইভেসি বিষয়টা একক জনের কাছে একক রকম। কেউ দেখবেন নিজের বউ বাচ্চা সহ ফেইসবুকে ছবি দিচ্ছে। কেউ আবার অর্ধ নগ্ন হয়ে নাচানাচি করছে, আবার কেউ শুধু নিজের ছবিগুলোই শেয়ার করছে। ব্যাপারগুলো একেক জনের কাছে একেক রকম। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বৈধ নয়, এখানে সাবধানতা অবলম্বন করা ভুল নয়। আমি কখনো ক্রিপ্টো কারেন্সি নিয়ে ধরা খাইনি, এর মানে এই নয় যে আমি কখনো ধরা খাবো না। ছোট বেলায় বাবার মানিব্যাগ নিয়ে বাবার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও, কিন্তু একদিন বাবা যখন দেখলো আমি তার মানিব্যাগ ধরছি, সে ভাবলো আমি মনে হয় চুরি হয় করছি। আসলে আমি সেটা নিয়ে ওনার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও। কিন্তু সেদিন মার খেয়েছিলাম চুরির দোষে। আপনি যতোই এক্সকিউজ দেন না কেনো। ওনারা আপনাকে নেগেটিভ কিছুতে জড়িয়ে দেবে। সেটা হোক আপনার ইনকাম করা বিটকয়েন, বলবে আপনি টাকা পাচার করছেন। কথাটা কিন্তু ভাই একদম সত্য। যখন ধরা খাব তখন আমার পাঁচ হাজার টাকার বিটকয়েন পাঁচ কোটি টাকার বিটকয়েন বানিয়ে মানি লন্ডারিং কেস দিয়ে আমার মেরুদন্ডের হার আমার পিছন দিয়ে ঢুকিয়ে দেবে। আমি ভাই এই সমস্ত বিষয় নিয়ে অনেক টেনশনে থাকি। তবে আমার বাড়ি থানার খুব নিকটে হওয়ায় সব সময় পুলিশ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তাই পুলিশ দেখে অতটা ভয় লাগেনা। বিএনপি ও জামাআত নির্ভর এলাকা হওয়ার জন্য অন্য সকল দিক দিয়ে সব সময় টেনসনে থাকতে হয়। তবে আপনার মত আমি এখন পর্যন্ত এরকম পরিস্থিতিতে জড়িয়ে পরিনি। আমি সম্পত্তি একটি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি আর ওয়ালেট পর্যন্ত আমি ইন্সটল করে রাখিনি। যদি কোনভাবেই পুলিশের হাতে মোবাইল চলে যায় তাহলে এ সকল খুঁটিনাটি বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। তাছাড়া বয়স অল্প হলেও টুপি দাড়ি আছে জন্য অন্যদিকে একটু ভয় লাগে। টুপি দাড়ি পড়ে সাবধানে চলাচল করার চেষ্টা করবেন কারণ বলা যায় না পুলিশ হয়তো আপনাকে ধরে জামাত শিবির বাড়িতে পারে। বর্তমান দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, বিএনপি সহ অন্যান্য দলীয় সংগঠনের মহাসমাবেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং একজন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তখন থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী অনেক বেশি কঠোর হয়েছেন এই সকল আন্দোলন দমানোর জন্য। জামাত এবং বিএনপির তিন দিনব্যাপী অবরোধকে ঘিরে অনেক অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালাচ্ছে আন্দোলনকারীরাও পুলিশকে পাল্টা আক্রমন করছে এভাবেই চলছে বিএনপি-জামাত এবং পুলিশের মধ্যে সংঘর্ষ। আমরা স্বাধীন দেশে বসবাস করি অথচ আমাদের স্বাধীনতা টুকু নাই যে আমরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করবো এই বিষয়টা আমাদের জন্য খুবই দুঃখজনক। একমাত্র আমাদের দেশের নোংরা রাজনীতিকের কারণে আমাদের চলাফেরায় এত সমস্য। সাধারণ একজন মানুষ সে বিএনপি করে না জামাতে করে না অথচ তার যদি দাড়ি থাকে তাকে জামাত-শিবির বলে এরেস্ট করা হচ্ছে । বর্তমান এই হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা। আমরা যদি বিশ্বের প্রত্যেকটা দেশের দিকে তাকাই সেখানে প্রত্যেক দেশের স্বাধীনভাবে তাদের জনগণের বিভিন্ন দল করার ক্ষমতা আছে। অথচ আমাদের এই বাংলাদেশে বিএনপির হোক জামাত শিবির হোক যে দল করুক না কেন তাদের সরকারের সর্বোচ্চ হয়রানি করে ।
|
|
|
|
AirtelBuzz
|
|
November 02, 2023, 11:23:42 AM |
|
সাধারণ একজন মানুষ সে বিএনপি করে না জামাতে করে না অথচ তার যদি দাড়ি থাকে তাকে জামাত-শিবির বলে এরেস্ট করা হচ্ছে । বর্তমান এই হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা।
মনে হচ্ছে আপনি এই কথাটা বেশি বলে ফেললেন, জামাত বা শিবির করে এমন কোন লোককে এখন আটক করেনি তবে আটক করেছে যাদের তারা কিন্তু সেই দলের নেতা কোন কর্মীকে এখনো পুলিশ আটক করেনি। সমাজব্যবস্থা সবার কাছে সমান নয় যে যে দল করে তার কাছে সেই রকম। বর্তমান সরকারের কার্যক্রমে সবাই অনেক অতিষ্ঠ এবং অনেকে বলেছে যে এটি জঘন্যতম রাজনীতি।
|
|
|
|
R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | | | 4,000+ GAMES███████████████████ ██████████▀▄▀▀▀████ ████████▀▄▀██░░░███ ██████▀▄███▄▀█▄▄▄██ ███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███ ██░░░░░░░░█░░░░░░██ ██▄░░░░░░░█░░░░░▄██ ███▄░░░░▄█▄▄▄▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ▀████████ ░░▀██████ ░░░░▀████ ░░░░░░███ ▄░░░░░███ ▀█▄▄▄████ ░░▀▀█████ ▀▀▀▀▀▀▀▀▀ | █████████ ░░░▀▀████ ██▄▄▀░███ █░░█▄░░██ ░████▀▀██ █░░█▀░░██ ██▀▀▄░███ ░░░▄▄████ ▀▀▀▀▀▀▀▀▀ |
| | | | | | | | | ▄▄████▄▄ ▀█▀▄▀▀▄▀█▀ ▄▄░░▄█░██░█▄░░▄▄ ▄▄█░▄▀█░▀█▄▄█▀░█▀▄░█▄▄ ▀▄█░███▄█▄▄█▄███░█▄▀ ▀▀█░░░▄▄▄▄░░░█▀▀ █░░██████░░█ █░░░░▀▀░░░░█ █▀▄▀▄▀▄▀▄▀▄█ ▄░█████▀▀█████░▄ ▄███████░██░███████▄ ▀▀██████▄▄██████▀▀ ▀▀████████▀▀ | . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀ ███▀▄▀█████████████████▀▄▀ █████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀ ███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄ █████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀ ████████████░███████▀▄▀ ████████████░██▀▄▄▄▄▀ ████████████░▀▄▀ ████████████▄▀ ███████████▀ | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀▄▄███████▄▄▀███▄ ▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄ ▄██▀▄███░░░▀████░███▄▀██▄ ███░████░░░░░▀██░████░███ ███░████░█▄░░░░▀░████░███ ███░████░███▄░░░░████░███ ▀██▄▀███░█████▄░░███▀▄██▀ ▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀ ▀███▄▀▀███████▀▀▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ ▀▀███████▀▀ | | OFFICIAL PARTNERSHIP SOUTHAMPTON FC FAZE CLAN SSC NAPOLI |
|
|
|
HelliumZ
|
|
November 02, 2023, 02:48:59 PM |
|
সাধারণ একজন মানুষ সে বিএনপি করে না জামাতে করে না অথচ তার যদি দাড়ি থাকে তাকে জামাত-শিবির বলে এরেস্ট করা হচ্ছে । বর্তমান এই হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা।
মনে হচ্ছে আপনি এই কথাটা বেশি বলে ফেললেন, জামাত বা শিবির করে এমন কোন লোককে এখন আটক করেনি তবে আটক করেছে যাদের তারা কিন্তু সেই দলের নেতা কোন কর্মীকে এখনো পুলিশ আটক করেনি। সমাজব্যবস্থা সবার কাছে সমান নয় যে যে দল করে তার কাছে সেই রকম। বর্তমান সরকারের কার্যক্রমে সবাই অনেক অতিষ্ঠ এবং অনেকে বলেছে যে এটি জঘন্যতম রাজনীতি। সরকার একটি বিশেষ মহল কে খুশি রাখতে এরকম এক চোখা রাজনীতি করছে। যে যাই বলুক তালগাছটা আমার এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির আদর্শ। তবে রাজনীতি এই সকল বিষয় নিয়ে হবে কেন? দাড়ি টুপি এগুলো হচ্ছে একজন মুসলমানের অধিকার । অথচ এই অধিকারকে খর্ব করে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে। কুরআন, মুসলমানদের স্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা ইত্যাদি যদি দমিয়ে রাখতে পারে তাহলে একটি বিশেষ মহল বিশেষ খুশিতে ডটডটডটডটডট...............
|
|
|
|
Pffrt
|
|
November 02, 2023, 03:04:50 PM |
|
আর আপনি আমার মূল বিষয়টা ইচ্ছে করে ঘোরায় ফেলছেন। একজন নতুন মেম্বার হিসেবে প্রথম দিন থেকেই ইমেজ হোস্টিং, আবার ফোরামের মেম্বার দ্বারা নির্মিত ডেডিকেটেড হোস্টিং সাইট এগুলো সম্পর্কে আগে থেকে নলেজ থাকা আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হয়না। হ্যা অনেকে আগে থেকেই হয়তো জানে বিষয়টা বাট আবার অনেকে জানেও না।
কথাটা আপনিই ঘুরিয়েছেন ইচ্ছে করে অথবা আপনি কোট বুঝেন না ভাই। জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে। ফোরামের নিজস্ব হস্টিং সাইট কোথায় আছে? ভুল তথ্য ছড়াবেন না।BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে।
এইটা কোন রিজন হতে পারে না। আপনি জানেন না মানে যে অন্য কেউ জানবে না তা তো সঠিক নয়। SMF বর্তমানে জনপ্রিয় না হলেও একটা সময় সবচেয়ে জনপ্রিয় ফোরাম সফটওয়্যার ছিল। আমি নিজেও এই ফোরাম ব্যবহারের আগে আরো দুইটি একই ধরনের ফোরাম ব্যবহার করেছি।আমার পোস্টটা আবার পড়ুন। ইমেজ হস্টিং সম্পর্কে আমি শুধু বলছি এইটা ফোরামের না। কেউ আগে থেকে এই ব্যাপারে জানবে না জানবে সে নিয়ে আমি কিছু বলেছি? পক্ষান্তরে, SMF নিয়ে আমি বলেছি। এইটা জানা না জানা দিয়ে অল্ট একাউন্ট বোঝা যায় না। তাহলে আপনিই দেখুন কে বিষয় ঘুরিয়ে ফেলছে।
|
|
|
|
|